Category: Uncategorized

  • নীলফামারীতে  র‍্যাবের অভিযানে বিদেশী পি-স্তল ও ম্যাগাজিন  উ-দ্ধার

    নীলফামারীতে  র‍্যাবের অভিযানে বিদেশী পি-স্তল ও ম্যাগাজিন  উ-দ্ধার

     মোঃ হামিদার রহমান  ,নীলফামারীঃ

    র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ( ২৩ জানুয়ারি) রাতে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের  পূর্ব বালাগ্রাম  জলঢাকা টু ডালিয়া রোড গামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে মোঃ তোফাজ্জল (৬০), পিতা-মৃত আছির উদ্দিন এর বাঁশ বাগানে অভিযান পরিচালনাকালে  পরিত্যাক্ত অবস্থায়  হলুদ রঙ্গের শপিং ব্যাগের ভিতর রক্ষিত ০১ টি অবৈধ বিদেশী পিস্তল এবং ম্যাগাজিনসহ জব্দ করা  হয়।অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)

    অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী  বলেন,

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।  সমাজের শৃঙ্খলা রক্ষার্থে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের চলমান অভিযান ও র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

    হামিদার রহমান
    নীলফামারী প্রতিনিধি।

  • আশুলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

    আশুলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া হাজী লিয়াকত মীর সড়ক সংলগ্ন মীরবাড়ি মাঠে বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকেলে ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন মীরবাড়ি মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান দেওয়ান মোঃ মঈনউদ্দিন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আঃ গফুর মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ফয়েজ হোসেন মোল্লা।

    এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, বিএনপি নেতা আহসানউল্লাহ ভুঁইয়া, নুরুল ইসলাম ভুঁইয়া, আরো উপস্থিত ছিলেন দুলাল মীর, নাজমুল ইসলাম মোল্লা, হাজী খন্দকার তোফাজ্জল হোসেন, মাসুদ ভুঁইয়া, হাজী আজাহুরুল ইসলাম মোল্লা, সোহেল মীর, আকাশ মীর, আতিকুর রহমান উজ্জ্বলসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    দোয়া মাহফিলে কয়েকশত মুসল্লি অংশগ্রহণ করেন।
    অনুষ্ঠানের আয়োজন করেন হাজী লিয়াকত আলী মীর সড়কের ব্যবসায়ীবৃন্দ। দোয়া মাহফিল শেষে সন্ধ্যার পর উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

  • শাজাহানপুরে ৫ম বারের মতো শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কারিগরি) নির্বাচিত হলেন মোঃ আতিকুর রহমান

    শাজাহানপুরে ৫ম বারের মতো শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কারিগরি) নির্বাচিত হলেন মোঃ আতিকুর রহমান

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে গত ০৪ জানুয়ারী ২০২৬ খ্রিঃ হতে প্রতিষ্ঠান পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হয়। ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর ICT4E অ্যাম্বাসেডর সেরা কন্টেন্ট নির্মাতা a2i মোঃ আতিকুর রহমান উক্ত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কারিগরি) ক্যাটাগরিতে অংশ গ্রহন করেন । যাচাই বাচাই শেষে ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ শাজাহানপুর উপজেলা পর্যায়ে ৫ম বারের মতো তিনি শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক(কারিগরি) নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে ২০১৯,২০২২,২০২৩ এবং ২০২৪ সালে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক(কারিগরি) নির্বাচিত ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ বগুড়া জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
    তিনি বলেন কারিগরী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে দেশের উন্নয়ন করা সম্ভব,কারিগরী শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি করে এব বৈদেশিক মৃদ্রা অর্জনে সহায়তা করে ফলে অর্থনৈতিক স্বনির্ভরতা আসে। পিছিয়েপড়া শিক্ষার্থীদের কারিগরী শিক্ষায় পারদর্শী করে দেশীয় ও আন্তজার্তিক বাজারে কাজে প্রবেশ করানো সহজ করে। শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক(কারিগরী) নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ICT4E অ্যাম্বাসেডর ফোরাম বগুড়ার সভাপতি মোঃ আব্দুল বাতেন,সাধারন সম্পাদক মোঃ জুলফিকার আলী, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) বগুড়া জেলা সভাপতি প্রকৌশলী আছাদুল হক,সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ ফজর আলী লিটন,বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক প্রকৌশলী আলমগীর হোসেন,বাভোশিস কেনিক সিনিয়র সহ সভাপতি মাহফুজ হাসান,বাভোশিস নওগাঁ জেলা সভাপতি প্রকৌশলী মামুন অর রশিদ,নাটোর সভাপতি হিরক,জয়পুরহাট জেলা সভাপতি প্রকৌশলী হুমায়ুন কবীর,বগুড়া জেলা সাধারন সম্পাদক জিয়াউল হক,ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজার রহমান,গ্রাজুয়েটস এ্যাসোসিয়েশন শাজাহানপুর সভাপতি পারতেখুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদেকুর রহমান,বাংলাদেশ স্কাউটস শাজাহানপুর উপজেলা সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম,মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুল হালিম দুদু ।

    কারিগরী শিক্ষার প্রচার ও প্রসারে কাজ করায় মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ কারিগরী শিক্ষক সংগঠক সম্মাননা, ইন্ডিয়া বাংলাদেশ কারচারাল কাউন্সিল নিতাজি সুবাসচন্দ্র পীচ এ্যাওয়ার্ড পেয়েছেন। তার এ সাফল্যে উপজেলা শিক্ষা অফিস সহ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ বিচারকমন্ডলীসহ শাজাহানপুর উপজেলা প্রশাসনের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান ।

  • মাথার ওপর ওভারব্রিজ থাকলেও ব্যবহার করছে না পথচারীরা- ট্রাফিক আ-ইন মানছে না কেউ

    মাথার ওপর ওভারব্রিজ থাকলেও ব্যবহার করছে না পথচারীরা- ট্রাফিক আ-ইন মানছে না কেউ

    হেলাল শেখ: ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-আরিচা-পাটুরিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে ওভারব্রিজ থাকলেও অধিকাংশ পথচারী তা ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছে। ফলে প্রতিনিয়তই বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। ট্রাফিক আইন না মানার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫ইং) সকালে নবীনগর মহাসড়কে দেখা যায়,পথচারীরা ওভারব্রিজ ব্যবহার না করে ব্রীজের নিচ দিয়েই রাস্তা পার হচ্ছে। এতে দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে নিজেদের অসচেতনতার কারণেই সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হওয়ার ঘটনাও ঘটছে।

    এ বিষয়ে মোবাইল ফোনে সাভার ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনজুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নবীনগর এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইনচার্জ (টিআই) স্যারসহ তারা নিয়মিত চেষ্টা করছেন যেন পথচারীরা ওভারব্রিজ ব্যবহার করেন। তবে অধিকাংশ মানুষ তাদের কথা শুনছেন না এবং ট্রাফিক আইন মানছেন না।
    তিনি আরও বলেন, বিশেষ করে প্রতি শুক্রবার এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। তার মতে, এ পরিস্থিতি থেকে উত্তরণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পথচারীরা সচেতন হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে।

  • ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

    ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

    ময়মনসিংহ প্রতিনিধি।
    ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২০২৬–২০২৭ সেশন) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা উৎসাহের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।

    প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল্লাহ গোলাপ।
    বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে খোরশিদুল আলম মুজিব (দৈনিক যুগান্তর ও নাগরিক টিভি) এবং সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নোমান (দৈনিক কালের কণ্ঠ) নির্বাচিত হন।

    নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম বাদল (দৈনিক সংবাদ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুহাম্মদ মামুনুর রশিদ (দৈনিক বাংলা)।এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন শামীম আজাদ আনোয়ার (সাপ্তাহিক ত্রিশাল বার্তা), দেলোয়ার হোসেন (দৈনিক কালবেলা), রফিকুল ইসলাম শামীম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মতিউর রহমান সেলিম (দৈনিক সমকাল) এবং এএসএম হোসাইন শাহীদ (যমুনা টিভি)।

    ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সেনবাগে মধু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইমামের মৃ-ত্যু

    সেনবাগে মধু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইমামের মৃ-ত্যু

    রফিকুল ইসলাম সুমন ।।
    (নোয়াখালী জেলা প্রতিনিধি)
    নোয়াখালীর সেনবাগে মধু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে হাফেজ মাওলানা মো: নিজাম উদ্দিন (৩৫) নামের এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে। নিহত মাওলানা নিজাম উদ্দিন সেনবাগ উপজেলার ১ নং ছাতারপাইয়া ইউপির ৩ নং ওয়ার্ড ছাতারপাইয়া পূর্বপাড়া গ্রামের গোফরান হাজ্বীর নতুন বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে ও খাজুরিয়া মিন্নাত আলী ব্যাপারী বাড়ি জামে মসজিদের খতিব এবং জামিয়া মোহাম্মদিয়া খাজুরিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন।তার আকষ্মিক এ মৃত্যুতে এলাকা জুড়ে চলছে শোকের মাতম।

  • বরিশালের বাবুগঞ্জে ভ-য়াবহ অ-গ্নিকাণ্ডে দুই পরিবারের ঘরবাড়ি পু-ড়ে ছাই

    বরিশালের বাবুগঞ্জে ভ-য়াবহ অ-গ্নিকাণ্ডে দুই পরিবারের ঘরবাড়ি পু-ড়ে ছাই

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা>>>

    বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ অক্টোবর) রাত প্রায় ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার রাজগুরু নজরুল ও লাল খানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ সহায়তা এবং এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    এ সময় বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন শিকদার, ইউপি সদস্য মোহাম্মদ শাহিন হোসেন ও মোঃ ওবায়দুল হক সুমন উপস্থিত ছিলেন।

    স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোয় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ছাত্র জনতার দশ দফা দাবিতে অব-স্থান কর্মসূচি

    নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ছাত্র জনতার দশ দফা দাবিতে অব-স্থান কর্মসূচি

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটির ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নে দশ দফা দাবিতে সোমবার সকাল ৯:৩০ মিনিট থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা।উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দায়িত্ব নিয়ে দাড়িয়ে থাকা হাসপাতালটিতে নানান সংকটে ধুকছে স্বাস্থ্য সেবা।চিকিৎসক সংকট সহ নানামুখী সমস্যায় জর্জরিত হাসপাতালটিকে বাচিয়ে তুলতে এই অবস্থান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের নলছিটির ছাত্র ও জনতা।
    জানা গেছে হাসপাতালটিতে প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার,আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও অচল হয়ে পরে আছে সেটি।এছাড়াও চিকিৎসক পদায়ন, সকল প্যাথলজিক্যাল টেস্ট চালু করা,ডিজিটাল এক্সরে চালু সহ দশ দফা দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।তাদের দাবিগুলো হলো-
    ১।যত দ্রুত সম্ভব সকল শূন্যপদে এমবিবিএস চিকিৎসক পদায়ন।
    ২।বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করানো,অন্তত সপ্তাহে তিন দিন সিজারিয়ান সেকশন চালু করা।
    ৩।বন্ধ থাকা আলট্রাসনোগ্রাম মেশিন চালু করা
    ৪।নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ আনানো।
    ৫।প্যাথলজিতে রক্ত পরিসঞ্চালন,ডেঙ্গু,টাইফয়েড,সেরাম ক্রিয়িটিনিন,লিপিড প্রোফাইল সহ সকল টেস্ট চালু করা এবং রক্তের ক্লাবের অনুমোদন ও হাসপাতালে রুম বরাদ্দ দেয়া।
    ৬।লোড শেডিং বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ের জন্য হাসপাতালে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করা বা পুরো হাসপাতালে সোলার পাওয়ারিং করা।
    ৭।অচল সব পানির ফিল্টার সচল করানো।
    ৮।সরকারিভাবে ভর্তি ও আউটডোরে রোগীদের জন্য সম্ভাব্য সকল ঔষধের ব্যবস্থা করা।
    ০৯।নিরবচ্ছিন্ন এম্বুলেন্স সার্ভিস নিশ্চিতকরনে পর্যাপ্ত জ্বালানি তেল বরাদ্দ করন।
    ১০।সামান্য রোগে বরিশাল রেফার বন্ধ করা এবং রোগীদের সার্বিক হয়রানি বন্ধ করতে হবে।।

    এসময় আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি আদায়ে যথাযথ নিশ্চয়তা দেয়ার আগ পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।
    আন্দোলনে সংহতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছে নলছিটি উপজেলা হেফাজতে ইসলাম,ইসলামি ছাত্র আন্দোলন এবং নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল।এছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ,সেবা গ্রহিতা,শ্রমিকরা এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

  • বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ময়মনসিংহে র‍্যা-লি ও আ-লোচনা সভা

    বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ময়মনসিংহে র‍্যা-লি ও আ-লোচনা সভা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে “টেকসই উন্নয়নে পর্যটন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পর্যটন কেন্দ্র জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি
    নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম-পর্যটন খাতকে ভবিষ্যতে এগিয়ে নিতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে। পর্যটনে বিনিয়োগের পাশাপাশি পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। পর্যটনে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের ভাবমূর্তি তৈরিতে এই শিল্পের ভূমিকা অনেক। তাই এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    এসময় জেলা প্রশাসক আরও বলেন-পর্যটন কেবল অর্থনীতিকে নয়, সংস্কৃতি ও সমাজকেও প্রভাবিত করে। আমাদের ঐতিহ্যবাহী হস্তশিল্প, গ্রামীণ জীবনধারা কিংবা আঞ্চলিক খাবার-সবই পর্যটকদের কাছে আকর্ষণীয়। তবে বাণিজ্যিকীকরণের ফলে এসব ঐতিহ্য হারানোর ঝুঁকিও রয়েছে। তাই দরকার কমিউনিটির অংশগ্রহণ, ন্যায্য আয়ের বণ্টন এবং স্থানীয় দক্ষতা বৃদ্ধির উদ্যোগ। এভাবেই আগামীতে পর্যটন খাত হয়ে উঠবে সংস্কৃতিবান্ধব ও সামাজিকভাবে গ্রহণযোগ্য।

  • নড়াইলের ঘনবসতিপূর্ণ এলাকায় পৌরসভার  ময়লার ভা-গাড় দুর্গ-ন্ধ থেকে বাঁ-চতে চায় গ্রামবাসী

    নড়াইলের ঘনবসতিপূর্ণ এলাকায় পৌরসভার ময়লার ভা-গাড় দুর্গ-ন্ধ থেকে বাঁ-চতে চায় গ্রামবাসী

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের ঘনবসতিপূর্ণ এলাকায় ময়লার ভাগাড় দুর্গন্ধ থেকে বাঁচতে চায় গ্রামবাসী। ক্লিন নড়াইল-ড্রিম নড়াইল। এটি শহরের ময়লা-অবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন প্রকল্পের একটি প্ল্যাটফর্ম। এই প্রকল্পের কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। ফলে ময়লার দুর্গন্ধ পথচারীরা এখন বিরক্ত হয়ে পড়ছে। এই প্রকল্প সম্পন্ন করতে অন্যত্র সরিয়ে নিতে যাওয়ার জন্য এলাকাবাসীরা দাবি জানিয়েছেন। তারা ময়লা-আবর্জনা দুর্গন্ধ থেকে বাঁচতে চায়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে স্থাপিত নড়াইল পৌরসভা। ৮০ দশকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নতি হয়েছে। দেরিতে হলেও নড়াইল পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ২০১৬ সালের ডিসেম্বর মাসে গড়ে তোলা হয় ‘ক্লিন নড়াইল, ড্রিম নড়াইল’ নামে একটি বিশেষ প্রকল্প। যার কাজ হলো শহরের প্রতিটি বাড়ি থেকে ময়লা-আবর্জনা নিয়ে একটি নির্দিষ্ট স্থানে জমা করা। বি আই আর ডি (বোর্ড ফর ইন্টিগ্রেটেড রুলার ডেভেলপমেন্ট) নামে একটি বেসরকারি সংস্থাকে কাজটি করার জন্য দায়িত্ব দেয় নড়াইল পৌরসভা। আর এসব কাজ যৌথভাবে তদারকি করবে জেলা প্রশাসন এবং পৌরসভা।
    নাগরিকদের প্রয়োজনের তাগিদে যে কথা সেই কাজ। ২০১৭ সালের জানুয়ারি থেকেই কাজ শুরু হয়। কাজের শুরুতে জেলা প্রশাসন নড়াইল-যশোর সড়কের নতুন বাস টার্মিনালের সামনের গর্তে ময়লা-আবর্জনা ফেলার নির্দেশ দেওয়া হয়। বি আই আর ডি, এ জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ করে। ময়লা-আবর্জনা বহনের জন্য ১৩টি ভ্যানগাড়ি ব্যবহার করা হয়। টার্মিনালের সামনের গর্তে ময়লা-আবর্জনা ফেলার কারণে আশপাশের বাসিন্দাসহ টার্মিনালে থাকা কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের রাত যাপনে দুর্বিষহ হয়ে পড়ে।
    পরবর্তীতে সেনাবাহিনীর তদারকিতে শহরের রাস্তা প্রশস্ত করণ কাজ শুরু হলে ওই গর্ত থেকে ময়লা-আবর্জনা অন্যত্র নেওয়ার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসন নড়াইল-যশোর সড়কের সীতারামপুর সেতুর পশ্চিম পাশ বেছে নিয়ে জমি অধিগ্রহণ করে সেখানেই ময়লা-আবর্জনা ফেলার সিদ্ধান্ত হয়। কিন্তু ময়লার দুর্গন্ধে সীতারামপুর গ্রামের বাসিন্দাদেরও একই অবস্থা শুরু হয়।
    সরেজমিনে দেখা গেছে, নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় পৌর ভাগাড় বানিয়ে সেখানে শহরের যত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। গ্রামবাসীর অভিযোগ সেতুর পশ্চিম পাশে ময়লা-আবর্জনা আর পূর্বপাশে শুকরের মলমূত্রের দুর্গন্ধে কৃষি জমিতে কাজ করা যায় না। মাছের ঘেরে খাবার দিতে অসুবিধা হচ্ছে। কৃষি জমিতে ফসল উৎপাদনসহ খাল-বিলে মাছ মারা ও ধরা যায় না। তাদের দাবি ভাগাড় এখান থেকে সরিয়ে নিয়ে এলাকার মানুষকে মুক্ত বাতাসে বসবাস করার সুযোগ করে দিন ।
    সীতারামপুর গ্রামের প্রবীণ ব্যক্তি মনোরঞ্জন বিশ্বাস বলেন, ‘যারা এখানে ময়লা-আবর্জনা ফেলার অনুমতি দিয়েছেন তারা হয়তো সরেজমিন এলাকা ঘুরে দেখেননি। ঘনবসতিপূর্ণ এলাকায় কেমন করে ময়লা-আবর্জনা ফেলার ভাগাড় বানিয়ে দিলেন বোধগম্য হয় না।’ তিনি দাবি করেন, দ্রুত এখান থেকে ময়লার ভাগাড় অন্যত্র সরিয়ে নিয়ে এলাকার মানুষকে মুক্ত বাতাসে বসবাস করার সুযোগ করে দেবেন ।
    মুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য অজিত কবিরাজ বলেন, ‘এখানে ময়লার ভাগাড় করার জন্য ইউনিয়ন পরিষদের কোনো অনুমতি নেওয়া হয়নি। নড়াইল-যশোর সড়কের সীতারামপুর গ্রামের মাছের ঘেরসংলগ্ন ভাগাড় বানিয়ে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। যে কারণে এলাকাবাসীর বসবাসে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
    তিনি বলেন, ময়লার দুর্গন্ধে এলাকার কৃষক ও মৎস্যচাষীদের কাজ করতে চরম অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে । অন্য কোনো ফাঁকা স্থান বেছে নিয়ে সেখানে ময়লা-আবর্জনার ভাগাড় নির্মাণে প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।’
    জানতে চাইলে নড়াইল পৌর প্রশাসক জুলিয়া সুকায়না বলেন এ বিষয়ে এলাকাবাসী অথবা ইউনিয়ন পরিষদ থেকে কেউ কোনো আবেদন করেননি। আবেদন পেলে বিষয়টি ভেবে দেখা যেতে পার। তা ছাড়া অর্থ বরাদ্দসাপেক্ষে অন্যত্র ফাঁকা স্থান দেখে ভাগাড় নির্মাণে পরিকল্পনা করা হতে পারে।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।