Category: বিনোদন

  • বিশ্ব ঐতিহ্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে সৌন্দর্য উপভোগে  আরো চারটি নুতনপর্যটন কেন্দ্র

    বিশ্ব ঐতিহ্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে সৌন্দর্য উপভোগে আরো চারটি নুতনপর্যটন কেন্দ্র

    এস.এম. সাইফুল ইসলাম কবির :প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ হিসেবে সুখ্যাত সুন্দরবনের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বাড়ছে। প্রতি বছরই বনের সৌন্দর্য উপভোগে পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।ভরা এই পর্যটক মৌসুমে সুন্দরবনের সৌন্দর্য দেখে অভিভূত হচ্ছেন পর্যটকরা। বছর জুড়ে সুন্দরবনে পর্যটকদের আসা-যাওয়া থাকলেও এই মুহূর্তে পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। বন বিভাগ বলছে, সুন্দরবন সবসময়ই পর্যটক আকর্ষণ করে। বছরে প্রায় দুই লাখ পর্যটক ভ্রমণ করে, যা দিন দিন বেড়েই চলেছে।শীত মৌসুমে বেশি পর্যটক সুন্দরবন ভ্রমণে যায়। বনের একই স্থানে পর্যটকের চাপ কমাতে এবার বাড়ানো হচ্ছে পর্যটন কেন্দ্র।সম্ভাবনাময় পর্যটনখাতকে জাগিয়ে তুলতে পারলেই অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেক শক্তিশালী হবে। উন্নত দেশের মতো বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এ খাতে আমাদের গুরুত্ব বা নজর দিতে হবে। আর বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারলে এ খাতে রাজস্ব অনেক বাড়বে। সুন্দরবনের কিছু মনোমুগ্ধকর স্থান রয়েছে। যেখানে না গেলে আপনার সুন্দরবন যাওয়া সার্থক হবে না। যেমন হিরণ পয়েন্ট, দুবলার চর, শরণখোলা, ছালকাটা, টাইগার পয়েন্ট টাওয়ার, টাইগার পয়েন্ট সি বিচ, জামতলা সি বিচ, সাত নদীর মুখ, কালীরচর উল্লেখযোগ্য।

    করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, দুবলার চর, হিরণ পয়েন্ট (নীল কমল), কলাগাছী, কাগা দোবেকীতে আটটি পর্যটন কেন্দ্রর পাশাপাশি সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন খুলনা রেঞ্জের শেখেরটেক ও কালাবগী; পূর্ব বন বিভাগের আওতাধীন শরণখোলা রেঞ্জের আলীবান্ধা এবং চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিকে এ বছর থেকে চালু হচ্ছে আরো নতুন চারটি পর্যটন কেন্দ্র।

    বন বিভাগ বলছে, ২০২১ সালে ২৫ কোটি টাকা ব্যয় ধরে নতুন চারটি পর্যটন কেন্দ্রের কাজ শুরু হয়, যা এখনো চলমান। এ বছর পর্যটন মৌসুমের শুরু থেকে কালাবগী ও আন্ধারমানিক কেন্দ্র দুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। অন্য দুটির কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

    খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ‘পর্যটক বাড়ায় এবং বনের জীববৈচিত্র্য ও সার্বিক পরিবেশ সুরক্ষায় খুলনা রেঞ্জের শেখেরটেক ও কালাবগী, শরণখোলা রেঞ্জের আলীবান্ধা ও চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিকে নতুন চারটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পর্যটন কেন্দ্রের কাজ শেষ হয়ে যাবে। যদিও কাজ শেষ হওয়ার আগেই দুটি কেন্দ্রে পর্যটক যাওয়া শুরু করেছে। ডিসেম্বরের মধ্যেই হয়তো শেখেরটেক ও আলীবান্ধা কেন্দ্র দুটি উন্মুক্ত করে দেয়া যাবে। নতুন পর্যটন কেন্দ্রগুলো পর্যটকের কাছে আকর্ষণীয় হবে। এতে পর্যটকরা এক জায়গায় ভিড় না করে বিভিন্ন এলাকায় ঘুরে সুন্দরবন দেখার সুযোগ পাবে।’

    বন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় সুন্দরবন থেকে বিভিন্ন ধরনের কাঠ, মাছ, কাঁকড়া, গোলপাতা, মধুসহ ১২ ধরনের খাত থেকে রাজস্ব আহরণ করা হতো। ১৯৮৯ সালে আইন করে গেওয়া, গরান ছাড়া সব ধরনের গাছ কাটা বন্ধ করা হয়। ২০০৭ সালে উপকূলীয় এলাকায় আঘাত হানা ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালে আইলার পর গেওয়া ও গরান আহরণও বন্ধ করে দেয় বন বিভাগ। বর্তমানে শুধু মাছ, কাঁকড়া, গোলপাতা, মধু ও পর্যটন থেকে রাজস্ব আহরণ করা হচ্ছে।

  • বীরগঞ্জের শশুরবাড়ীতে মিশরের তরুনী গৃহবধু ২ সন্তান নিয়ে সুখেই আছেন

    বীরগঞ্জের শশুরবাড়ীতে মিশরের তরুনী গৃহবধু ২ সন্তান নিয়ে সুখেই আছেন

    দিনাজপুর প্রতিনিধি – সুদূর মিশরের কন্যা ভাষা-সংস্কৃতির ভেদাভেদ ভুলে বাংলাদেশীকে ঘোরয়া পরিবেশে পারিবারিক ভাবে ৪ বছর পূর্বে বিয়ে করে ঈদ উল আজাহা পালনের লক্ষে ১০ জুলাই ২ সন্তান নিয়ে ২ মাসের ছুটিতে প্রথমবারের মত শশুরবাড়ী বেড়াতে এসেছেন নুরহান (২২) নামে এক মিশরীয় তরুণী গৃহবধু।

    দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের অর্জনুহার গ্রামের কৃষক বাদশা মিয়ার ছেলে শমসের ২০০৮ সালে কাজের উদ্দ্যেশে মিশরের কায়রো’র গ্রীজা এলাকায় একটি কারখানায় কাজ শুরু করেন। পরে ২০১৮ সালে একটি গার্মেন্সে কাজকরার শুবাধে কায়েরোর মানসাইয়া এলাকার আলী জাকীর কন্যা নুরহান (২২) এর পরিচয় হয় এবং ২ মাস হতে না হতেই তারা পারিবারিক ভাবে ঘোরয়া পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

    শমসের জানায় পিরামিডের দেশ মিশরের কায়রো শহরে নিজস্ব গার্মেন্টস প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং ১৮ সেপ্টেম্বর তারা আবার স্ব পরিবারে।

    ইতিমধ্যে শমসের ও নুরহান এর কোল জুড়ে একটি মেয়ে এবং একটি ছেলে এসেছে। বড় মেয়ের বয়স ৩ বছর। নাম রাখা হয়েছে রুকাইয়া এবং ছেলে মোঃ ইয়াসিন ১১ মাস বয়সী।

    ভিনদেশি বধূ ঘরে আসায় খুশির আমেজ বিরাজ করছে শমসের এর পরিবারের মাঝে। পাশাপাশি বিদেশি বধূ আসার খবরে আশপাশের এলাকার মানুষের পদচারনায় মুখরিত শমসেরের বাড়ির আঙ্গিনা।
    ভিনদেশীদের ভালোবাসার টানে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আসার ঘটনা অহরহ ঘটলেও ভিনদেশী ছেলেকে বিয়ে করে নিজ দেশ ছেড়ে একটি অপরিচিত দেশে ঘর সংসার গড়ে তোলার ঘটনা বিরল। কিন্তু শমসের কে বিয়ে করে নুরহান এখন পুরাদস্তুর এক বাংগালী বধু। স্বামী শমসের সাথে গ্রামে বসবাস শুরু করছেন।

  • চিত্র নায়িকা দিঘি’র আগমন-আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসী কিংডমে জনতার ঢল!

    চিত্র নায়িকা দিঘি’র আগমন-আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসী কিংডমে জনতার ঢল!

    হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমে চিত্র নায়িকা দিঘি’র আগমন-এই উপলক্ষে বিনোদন প্রেমি জনতার ঢল জামগড়া ফ্যান্টাসিতে। এক সময়ের শিশু শিল্পী এই চিত্র নায়িকা দিঘি এখন সফল নায়িকা।
    শুক্রবার (২২ জুলাই ২০২২ইং) দুপুর ১২টায় ফ্যান্টাসি কিংডমের জেনারেল ম্যানেজার অব: মেজর মঞ্জুরুল এর অনুমতিক্রমে বিনোদন সংবাদ সংগ্রহের জন্য সরেজমিনে গিয়ে দেখা যায়, ফ্যান্টাসি কিংডমের ভেতরে বিনোদন প্রেমি প্রায় ৩ থেকে ৪ হাজার বিভিন্ন বয়সের মানুষ ঢল। সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করেছেন বিনোদন প্রেমিরা।
    উক্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, ফ্যান্টাসি কিংডমে বাহিরের খাবার নিষিদ্ধ। বিনোদন প্রেমিদের কোনো সমস্যা হলে নিরাপত্তাকর্মীদের কাছে সাহায্য সহযোগিতা নিতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাই আনন্দ উপভোগ করবেন, কোনো ব্যক্তি কোনো প্রকার সমস্যা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
    আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, আশুলিয়ার জামগড়ায় অবস্থিত আন্তর্জাতিক সীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ফ্যান্টাসি কিংডমে গণমাধ্যম কর্মীদেরকে অনুমতিক্রমে প্রবেশ করতে হয়। কয়েকজন সাংবাদিক জানান, আমরা এখানে সংবাদ সংগ্রহের জন্য আসছি কিন্তু ফ্যান্টাসি কিংডমের পক্ষ থেকে আমাদেরকে এক গ্লাস পানিও খাইতে দেননি। হেলাল শেখ বলেন, ফ্যান্টাসি কিংডম বিনোদন কেন্দ্রে বেড়াতে এসে আমার খুবই ভালো লাগছে, ফ্যান্টাসি কিংডমের জেনারেল ম্যানেজার অব: মেজর মঞ্জুরুল সাহেব আমাদের ক্লাবের কয়েকজন সদস্যকে সংবাদ সংগ্রহের জন্য অনুমতি দেন। এরপর তিনি আর কোনো খবর রাখেননি। আমরা দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানে ছিলাম। ফ্যান্টাসি কিংডমে কর্মরত সবাইকে ধন্যবাদ।

  • চিত্রনায়ক শাকিল খাঁনের মোংলায় ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়

    চিত্রনায়ক শাকিল খাঁনের মোংলায় ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    চিত্র নায়ক শাকিল খাঁন মোংলার সাধারণ মানুষের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। তিনি শুক্রবার সকালে মোংলা পৌর শহরে এসে পৌঁছান। এরপর তিনি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে পথঘাট ও বাড়ীঘরে গিয়ে এখানকার নানা শ্রেণী পেশার লোকজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তিনি বিভিন্ন মানুষের সাথে দেখা ও কথা বলে তাদের সাথে কুশল বিনিময় করেন। চলচিত্রের নায়ক শাকিল খাঁন শুক্রবার দুপুরে বর্তমানে শারিরীকভাবে অসুস্থ সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী ইজারদারকে দেখতে তার বাড়ীতে যান এবং খোঁজ খবর নেন। শাকিল খাঁন বলেন, আমি এ এলাকায় আগেও এসেছি, এখানকার মানুষের খোঁজ খবর নিয়ে পাশে দাঁড়ানোর মত কাজ কর্মও করে আসছি। আর শুক্রবার আবারো এসেছি মুলত এখানকার মানুষদের ঈদ শুভেচ্ছা জানাতে, কুশল বিনিময় ও খোঁজ খবর নেয়ার জন্য। তিনি বলেন, আসার আরেকটি কারণ হলো এ এলাকার আওয়ামী লীগের প্রবীন নেতা ইদ্রিস আলী ইজারাদার অসুস্থ তাই তাকে দেখতে ও তার পরিবারের সাথে কুশল বিনিময় করতে এসেছি। আগামীতেও আসবো এবং এখানকার মানুষের পাশে থাকবো। তিনি বলেন, শনিবার যাবো রামপালে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করার জন্য।
    উল্লেখ্য, শাকিল খাঁন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। গেল নির্বাচনেও তিনি এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।