Category: ফিচার

  • প্রেমের টানে মালয়েশিয়ার তরুনী লক্ষ্মীপুরে

    প্রেমের টানে মালয়েশিয়ার তরুনী লক্ষ্মীপুরে

    স্টাফ রিপোর্টার: প্রেমের টানে সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে ছুটে এসেছেন নুর আজেরা বিন্তি আজহা নামে এক তরুণী। বাংলাদেশের প্রেমিক বিয়ে করতে যাচ্ছেন তিনি। অনেকে আদর করে তাকে ছায়ান নামে ডাকে।

    শুক্রবার (০১ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর পৌর ১২ নং ওয়ার্ড আবিরনগর গ্রামে রিয়াজের নিজ বাড়িতে ইসলামি তরিকায় আজহার বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। সেখানে বিদেশি ওই তরুণীকে দেখতে শত শত মানুষ ভিড় জমায়। 

    গত ২৬ ফেব্রুয়ারি (সোমবার) রিয়াজের বাড়িতে আসেন আজহা।

    রিয়াজ পৌর ১২ নং ওয়ার্ড আবির নগর গ্রামের বাসিন্দা ও জামাল উদ্দিনের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী।

    খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াজ মালয়েশিয়ার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাধে তার সঙ্গে পরিচয় হয় ওই মেয়ের। পরিচয় থেকে শুরু হয় তাদের প্রেম।আর সেই প্রেমের টানে বাংলাদেশে রিয়াজের বাড়িতে আসেন আজহা।

    রিয়াজ বলেন,গত ৫ বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক।বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে বাংলাদেশে এসেছি।নিজের এবং আজহার বাবা মায়ের সমন্বয়ে আমাদের বিয়ে হচ্ছে।ছুটি শেষে আবারও আমরা মালয়েশিয়ায় ফিরে যাবো। আজহা অনেক ভালো মনের মানুষ মালয়েশিয়াতে তার একটা ছেলে বন্ধু ও নাই। এর জন্য তাকে আমি পছন্দ করেছি। প্রেমের শুরু থেকে তার সাথে রাতে ২ ঘন্টা কথা বলি। এখনো নিয়নিত তাই করছি। সে অনেক কেয়ারিং। আমার অনেক যত্ন করে।

    আজহা বলেন, ‘বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। এখানকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারছি। রিয়াজের পরিবার অনেক যত্নশীল। আমাদের পরিচয় ৬ বছর ধরে, ৫ বছর ধরে আমাদের সম্পর্ক। বিশেষ করে রিয়াজ অনেক কেয়ারিং। আমি তার চোখ দেখে ওর প্রেমে পড়েছি।

    রিয়াজের স্বজনরা জানান, উভয় পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। মালয়েশিয়ার ওই তরুণী আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। আমাদের সাথে অনেক গল্প করছে। আগে তো অনেকেই জেলার বাহিরে বিয়ে করতেই যেতো না এখন জেলার গন্ডি পেরিয়ে বিদেশে অনেকে বিয়ে করছে
    এখানকার খাবার দাবার তার খুব পছন্দ। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন মানুষেরা। আজহা ইংরেজিতে কথা বলে, মাঝে মধ্যে কিছু কথা বাংলাতেও বলতে পারে।

  • বহু গুণে গুণান্বিত আর,পি রুবেল মু‌ক্তি পা‌চ্ছে নতুন মিউজিক ভি‌ডিও

    বহু গুণে গুণান্বিত আর,পি রুবেল মু‌ক্তি পা‌চ্ছে নতুন মিউজিক ভি‌ডিও

    লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

    সময়টা ২০০৮, ক্লোজাপ ওয়া‌নে অ‌ডিশন পর্বে মুন্সিগ‌ঞ্জের গুণী শিল্পী জ‌হির আহ‌ম্মেদ’র গান গেয়ে প্রথম রাউন্ডে সিলেক্ট হই। তবে পরে দ্বিতীয় রাউন্ডে উঠে, তৃতীয় রাউন্ডে গান গাওয়ার সুযোগ হয়ে উঠেনি।

    এরপর মুন্সিগঞ্জ জেলার মিরকা‌দিম পৌরসভার ২০০৮ সা‌লে”সৌ‌খিন নাট‌্যগোষ্টি” সংগঠন এ আমার প্রথম মঞ্চ নাটক “সেকা‌লের মোড়ল”- এ অভিনয় করার মধ্য দিয়ে নাট্যাঙ্গনে জড়িয়ে পড়ে।

    এরপর ২০১০ইং একই নাট্যগোষ্ঠীর “সমাজপ‌তি‌দের গল্প”-এ অভিনয় করি। ত‌বে ২০১২ সা‌লের পর নি‌জে‌কে নি‌য়ে ব‌্যস্ত হয়ে পড়ার কারনে এরপর বেশ কিছু বছর অভিনয় ও সঙ্গীত থেকে কিছুটা দূরে সরে যাই। এভাবেই মুন্সিগঞ্জের খবর পত্রিকা-কে এক সাক্ষাৎকারে বলছিলেন আর,পি রুবেল।

    এরপর রুবেল ২০২২ইং “বির‌হি মাল‌টি‌মি‌ডিয়া’র” প্রযোজনায় “ফুল ফ‌ড়িং” নামক শর্ট ফিল্মে খল-নায়ক চ‌রি‌ত্রে এবং “আইডি পাস” নামক শর্ট ফিল্মে ইঞ্জিনিয়ার চ‌ত্রিরে অ‌ভিনয় ক‌রেন।

    একই বছর দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল “পলক এন্টারটেইনমেন্ট’র” প্রযোজনায় ফুটবল বিশ্বকাপ ২০২২ইং-কে কেন্দ্র করে “Mad Pair (পাগল জুটি)” নামক শর্ট ফিল্মে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক’র মামা চরিত্রে অভিনয় করেন। যে শর্ট ফিল্মটি তুমুল আলোচনার সৃষ্টি হয়েছিল।

    “শেখ’স ফিল্মস” এর প্রযোজনায় আর,পি রু‌বেল এর অভিনীত “সাধ্যের সুখ” শর্ট ফিল্ম এর শুটিং কার্য ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

    এছাড়াও বি‌ভিন্ন সময়ে ইউটিউব নাটক ও বেশ কিছু কভার মিউজিক ভি‌ডিও তে অ‌ভিনয় করেছেন এই অভিনেতা।

    চ‌্যা‌নেল ২১ নিউজ এর প্রোযোজনায় আগামী ২৬ শে নভেম্বর বিকা‌লে “চ‌্যা‌নেল ২১ নিউজ’র” ‌ফেইজবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে একযোগে “অ‌নেক সাধনার পরে আমি” শিরোনামে কভার মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তি‌নি। তি‌নি আরো জানান, ২০২২সা‌লের ১৬ ডি‌সেম্বর এই গা‌নের শু‌টিং শেষ হয়।

    নুর ইসলাম আলী রু‌বেল মিডিয়াতে পরিচিত হয়ে উঠেন আর,পি, রুবেল নামে।
    বর্তমানে তিনি, মিরকা‌দিম পৌর সৌখিন নাট‌্য গোষ্ঠীর কার্যকা‌রি সদস‌্য, রক্তদান সংস্থ‌াসহ বি‌ভিন্ন সামা‌জিক সংগঠ‌নের সা‌থে জ‌রিত আছেন এবং দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন “বাংলা টিভি’র” ও জাতীয় দৈ‌নিক গণমু‌ক্তি প‌ত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • কুড়িগ্রামের ফেরদৌসী চ্যানেল আইয়ের সেমি ফাইনাল রাউন্ডে

    কুড়িগ্রামের ফেরদৌসী চ্যানেল আইয়ের সেমি ফাইনাল রাউন্ডে

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি শো ঐক্য ডট কম ডট বিডি “চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩” এর সেমি ফাইনালে লড়ছেন কুড়িগ্রামের ফেরদৌসী। দেশ-বিদেশের ৩৫হাজার প্রতিযোগির মধ্যে সেমি ফাইনাল রাউন্ডে লড়ছেন ১৩জন। (১৪সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটে ইজাজ খান স্বপনের পরিচালনায় চ্যানেল আইতে সেরা কণ্ঠের সেমি ফাইনাল পর্ব প্রচারের পর থেকে ১৬সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে তাকে ভোট দেয়া যাবে।

    কুড়িগ্রাম শহরের চর হরিকেশের দরিদ্র অটো রিক্সা চালক মোঃ কুদ্দুস আলীর বড় মেয়ে ফেরদৌসী। তার মা গৃহিনী মজিরন বেগম। ফেরদৌসীর ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল দূর্বলতা। ৭বছর বয়সেই ব্র্যাক স্কুলে পড়ার সময় থেকেই সংগীত চর্চার পাশাপাশি স্কুল পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন শুরু করেন। পরবর্তীতে কুড়িগ্রাম ললিতকলা একাডেমিতে সংগীত শিক্ষা শুরু করেন। শৈশব থেকেই ফেরদৌসী মূলতঃ লোকসংগীতের শিল্পী হলেও সব ধরনের সংগীত পরিবেশন করেন। সে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মজিদা আদর্শ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সেই সাথে জেলা শিল্পকলা একাডেমি, সাম্প্রতিক, প্রচ্ছদ, কুড়িগ্রাম, ভাওয়াইয়া একাডেমিসহ জেলা ও রংপুর বিভাগের ফোক শিল্পীদের সাথে নিয়মিত স্টেজ প্রোগ্রাম করেন। বর্তমানে ঢাকা সরকারি সংগীত কলেজে বি মিউজিকের লোকসংগীত বিভাগে পড়াশুনা করছেন। সেই সাথে বাংলাদেশ বেতার, রংপুরের পল্লীগীতির একজন তালিকাভুক্ত শিল্পী।

    তার দরিদ্র পিতা মোঃ কুদ্দুস আলী ফেরদৌসী’র সাফল্যে বেশ খুশি। তিনি বলেন, আমার মেয়েকে এখন চ্যানেল আইয়ের মাধ্যমে দেশ-বিদেশের লোক চেনে। তার অসংখ্য শ্রোতা ও ভক্ত তৈরি হয়েছে। এটা আমাকে পিতা হিসেবে অনেক গর্বিত করেছে। আমি কুড়িগ্রাম জেলাসহ সারাদেশের সংগীত প্রিয় মানুষদের ফেরদৌসীর গান শুনে তাকে এসএমএস করার জন্য অনুরোধ করছি।

    ফেরদৌসী জানান, আমার স্বপ্ন সংগীত চর্চার মাধ্যমেই একজন বড় সংগীত শিল্পী হবার। এই স্বপ্ন বাস্তবায়নে চ্যানেল আইয়ের সেরা কন্ঠ আমাকে একটি বিশেষ প্লাটফর্ম করে দিয়েছে। সেই সাথে এই আয়োজনে বিশেষ করে প্রকল্প প্রধান, পরিচালক ইজাজ খান স্বপন, প্রধান বিচারক সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা, বিশেষ বিচারক উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠ শিল্পী রুনা লায়লা ম্যাডাম আমাকে নানাভাবে উৎসাহিত করছেন। সকলের দোয়া ও সহযোগিতা পেলে আমি কাঙ্ক্ষিত স্বপ্ন অর্জন করতে পারবো।
    কুড়িগ্রামের বিশিষ্ট সাংস্কৃতিকজনরা তৃণমূলের লোকগানের সংগীত শিল্পী ফেরদৌসীকে এসএমএস করার পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য সকলকে আহ্বান জানান।

  • খাগড়াছড়িতে Binge এর সৌজন্যে আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র  মেইড ইন চিটাগং প্রদর্শিত

    খাগড়াছড়িতে Binge এর সৌজন্যে আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র মেইড ইন চিটাগং প্রদর্শিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র ” মেইড ইন চিটাগং সিনেমাটি খাগড়াছড়ি শিশু একাডেমি অডিটোরিয়ামে প্রদর্শিত হয়েছে।

    রবিবার (২১ মে ) সন্ধ্যা ৭ টার সময় Binge এর সৌজন্যে কমেডি ঘরানার সিনেমাটিতে জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া অভিনীত ও ইমরাউল রাফাত পরিচালনা করেছেন।

    এই মুভি প্রদর্শনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন,জনপ্রিয় সংগীত শিল্পী পার্থ বড়ুয়া,নিশিতা বড়ুয়া,তই তই আমার বৈয়াম পাখি কই এর পরিচালক ও অভিনেতা জনাব নাসির উদ্দিন খানসহ সিনেমাটির লেখক ও কলাকুশলী,সাংবাদিকবৃন্দসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই সময় প্রদর্শনিটিতে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।সেখানে অভিনয় শিল্পীরা প্রদর্শনিগুলোতে দর্শকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে প্রতিক্রিয়া উপভোগ করেন।

    এ সিনেমায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত পেটফুরাদ্দে তোঁয়ার লাই শিরোনামে একটি গান ব্যবহার করা হয়েছে, যেটি মুক্তির পরপরই ব্যাপক জনপ্রিয়তা পায়।