Category: দেশজুড়ে

  • আশুলিয়ায় বিএনপি নেতা জামাই উজ্জ্বলের বাড়ি ঘর ও দলীয় অফিস ভাং-চুর-থানায় মা-মলা

    আশুলিয়ায় বিএনপি নেতা জামাই উজ্জ্বলের বাড়ি ঘর ও দলীয় অফিস ভাং-চুর-থানায় মা-মলা

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইসমাইল মোল্লার মেয়ের জামাই বিএনপির ত্যাগী নেতা মোঃ আতিকুর রহমান উজ্জ্বলের বাড়ি ঘর ও বিএনপির অফিস ভাংচুরসহ স্বর্ণালংকার লুটপাট করার ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন উজ্জ্বলের স্ত্রী।

    গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কিশোর গ্যাং চাঁদাবাজদের লিডার ডিএক্স আলামিনের নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী জামাই উজ্জ্বলের বাড়ি ঘরসহ দলীয় অফিস ভাংচুর করে। এসময় লোকজন বাঁধা দেয়ায় একজনকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখে যায় ডিএক্স আলামিন বাহিনী।

    এ ঘটনায় কিশোর গ্যাং লিডার ডি এক্স আলামিনসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন বিএনপি নেতা উজ্জ্বলের স্ত্রী সুমি আক্তার।

    বিএনপি নেতা আতিকুর রহমান উজ্জ্বল বলেন, আমি ৫ আগষ্টের আগে ফ্যাসিস্ট সরকারের যৌথ বাহিনী আমার জামগড়া বাসা থেকে গ্রেফতার করে, তিনি দাবী করেন যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহায়তা করার জন্য আমি ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সরকারি ভাবে আদালতের মাধ্যমে জামিনে বের হই। আপনারা আমার বিষয়ে টাঙ্গাইল জেলার গোপালপুর ইউনিয়নে খোঁজ খবর নেন আমি কেমন বিএনপির রাজনীতি করি শহীদ জিয়ার আদর্শ ধারন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মানুষের সেবা করি। এখন এই সন্ত্রাসী চাঁদাবাজরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চাঁদাবাজির প্রতিবাদ করায়। আমি অনুরোধ করছি হাজার হাজার বহিরাগত বিভিন্ন পেশার মানুষের বসবাস আশুলিয়ার জামগড়ায় শ্রমিকসহ সবার কাছে জেনে দেখে আমি কেমন মানুষ।

    কিশোর গ্যাং লিডার ডি এক্স আলামিন গ্যাংদের সাথে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জন্য এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশ জামগড়া আর্মি ক্যাম্প ও র‍্যাব-৪ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।

    উক্ত ঘটনার বিষয়ে জানতে বিবাদীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, সন্ত্রাসী ডিএক্স আলামিনসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে, বিএনপির নেতার বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

  • তারেক রহমানের নি-র্দেশে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে  একই মঞ্চে ঝিনাইদহ-৩ আসনের ৫ প্রার্থী

    তারেক রহমানের নি-র্দেশে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে একই মঞ্চে ঝিনাইদহ-৩ আসনের ৫ প্রার্থী

    ঝিনাইদহ প্রতিনিধি-
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতা কর্মীদের মাঝে অভ্যন্তরীণ বিভেদ ও অনৈক্য দূর করতে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে আজ শনিবার সন্ধায় ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সম্ভাব্য ৫ জন সংসদ সদস্য প্রার্থী একই মঞ্চে সমবেত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের আহার রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্ভাব্য প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, কেন্দ্রীয় বিএনপি নেতা মনিরুজ্জামান খান শিমুল ও ইজ্ঞিনিয়র মমিনুর রহমান।
    সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, আসিফ ইকবাল মাখন, আশরাফুল ইসলাম পিন্টুসহ কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সম্ভাব্য প্রার্থীরা অঙ্গীকার করেন— আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক যিনি পাবেন, তার পক্ষেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তাঁরা বলেন, কেন্দ্র থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোন না কেন, তাকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক ভূমিকা রাখা হবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এই ঐক্য ও সংহতি আগামী নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিএনপিকে শক্ত অবস্থানে নিয়ে যাবে এবং বিএনপির প্রার্থীই বিজয়ী হবে ইনশাআল্লাহ।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • ধামইরহাটে গরুবাহী ভুটভুটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহ-ত  ২ আহ -ত ৪

    ধামইরহাটে গরুবাহী ভুটভুটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহ-ত ২ আহ -ত ৪

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
    নওগাঁর ধামইরহাটে গরুবাহী ভুটভুটি ও মোটরসাইকেলের নিয়ন্ত্রনণ হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি কথা সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ অক্টোবর সকালে নজিপুর-জয়পুরহাট সড়কের বিহারীনগর-পিড়লডাঙ্গার বাইপাস সড়ব হয়ে জয়পুরহাট গরুর হাটে যাচ্ছিল কয়েকজন গরুর ব্যবসায়ী। পথিমধ্যে বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের নিকট একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রনণ হারিয়ে ভুটভুটি ও মোটরসাইকেল পল্টি খেয়ে রাস্তার নিচে ধানক্ষেতে পড়ে যায়। এ সময় ভুটভুটি চালক আড়ানগর বাসিন্দা পাড়ার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) ও আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মো. ভুট্টু (৪০) ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ধামইরহাট থানার ওসি ইমাম জাফরসহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় ভুটভুটির চাপায় জখমীদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহতরা হলেন, আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ(২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল (৫৫), লক্ষনপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন(৭০) ও মোটরসাইকেল চালক দিনাজপুরের জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা। আহত সেলিম ও নাজিম এর অবস্থা বেগতিক হওয়ায় তাদেরকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
    ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ঈমাম জাফর জানান, নিজ গাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে মৃুত্যবরণ করায় এবং কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, এবং আহতদের সুু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

  • ফেসবুকে কপিরাইট ও জ্ঞানী সাংবাদিকদের উপস্থিতিতে হারিয়ে ফেলেছি মূল-ধারার সাংবাদিকতা

    ফেসবুকে কপিরাইট ও জ্ঞানী সাংবাদিকদের উপস্থিতিতে হারিয়ে ফেলেছি মূল-ধারার সাংবাদিকতা

    স্টাফ রিপোর্টারঃ
    ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক। এক সময় সংবাদ পাঠকরা অপেক্ষা করতেন পরদিনের পত্রিকা বা টেলিভিশন বুলেটিনের জন্য; এখন খবর আসে হাতে হাতে, স্ক্রিনে স্ক্রিনে। কিন্তু এই সহজলভ্যতা ও তথ্যপ্রবাহের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে মূলধারার সাংবাদিকতার মান, নীতি ও বিশ্বাসযোগ্যতা। এমনই মত দিচ্ছেন দেশের বিশিষ্ট মিডিয়া বিশ্লেষকরা।

    বর্তমানে ফেসবুকে দেখা যায়, অনেকেই সংবাদমাধ্যমের নিয়ম ও নৈতিকতা উপেক্ষা করে নিজস্ব বিশ্লেষণ, অনুমান ও আবেগকে খবর হিসেবে প্রকাশ করছেন। অনেকে আবার সাংবাদিক পরিচয়ে লাইভে আসছেন, যাচাইবাছাই ছাড়াই তথ্য দিচ্ছেন, এমনকি অন্যের প্রতিবেদন কপি করে নিজেদের নামে প্রকাশ করছেন। ফলে সংবাদ ও গুজবের পার্থক্য অনেক সময় অস্পষ্ট হয়ে পড়ছে।

    ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলেন, সাংবাদিকতা মানে শুধু তথ্য দেওয়া নয়, তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে উপস্থাপন করা। এখন ফেসবুকে অনেকে সাংবাদিকতার মূলনীতি না জেনেই খবর বানাচ্ছেন। এতে জনগণ বিভ্রান্ত হচ্ছে, আর প্রকৃত সাংবাদিকরা হারিয়ে ফেলছেন তাঁদের জায়গা।

    মূলধারার গণমাধ্যমে কপিরাইট সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও ফেসবুকে তা প্রায় অনুপস্থিত। সংবাদপত্র বা অনলাইন নিউজপোর্টালের এক্সক্লুসিভ খবর মুহূর্তেই বিভিন্ন পেজ ও প্রোফাইলে ছড়িয়ে পড়ে। কোনো সূত্র উল্লেখ করা হয় না, এমনকি অনেক সময় তথ্য বিকৃত করে প্রচার করা হয়। এতে সাংবাদিকদের পরিশ্রম অবমূল্যায়িত হচ্ছে এবং মিডিয়ার বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এক শ্রেণির ব্যক্তি নিজেদের বিশেষজ্ঞ বা জ্ঞানী সাংবাদিক হিসেবে উপস্থাপন করছেন। তারা কোনো ঘটনার ভিডিও বিশ্লেষণ, মন্তব্য বা তথ্য ফাঁস’ল করে জনমত গঠন করছেন। কিন্তু এসব তথ্যের পেছনে যথাযথ যাচাই বা সাংবাদিকতার নীতি কতটা অনুসৃত হচ্ছে, তা নিয়ে সংশয় রয়েছে।

    গণযোগ বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের আগে সাংবাদিকদের জন্য একটি নীতিমালা থাকা জরুরি। পাশাপাশি গণমাধ্যমকেও ডিজিটাল সাংবাদিকতার প্রশিক্ষণ ও কনটেন্ট ভেরিফিকেশন টুল ব্যবহারে আরও সচেতন হতে হবে।

    ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুশিদুল আলম বলেন, আমরা যদি সামাজিক যোগাযোগমাধ্যমকে সংবাদ পরিবেশনের অংশ হিসেবে গ্রহণ করি, তাহলে এর জন্যও একটি নৈতিক কাঠামো তৈরি করা দরকার। না হলে সাংবাদিকতা থাকবে, কিন্তু বিশ্বাস হারিয়ে যাবে।

  • ড.একেএম জাহাঙ্গীরের নে-তৃত্বে বিএনপির ৩১ দফার  লিফলেট  বিতরণ ও গন-মিছিল অনুষ্ঠিত

    ড.একেএম জাহাঙ্গীরের নে-তৃত্বে বিএনপির ৩১ দফার  লিফলেট  বিতরণ ও গন-মিছিল অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন, 

    কুমিল্লা ৯ আসন, লাকসাম- মনোহরগঞ্জ নিয়ে, আর এই আসন  থেকে  বিএনপির  মনোনয়ন প্রত্যাশী ড.একেএম জাহাঙ্গীর, গত শুক্রবার বিকালে মনোহরগঞ্জ ঝলম গ্রামের ঈদগাহ মাঠ থেকে  তার  নেতৃত্বে তারেক রহমান কতৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার পত্র বিতরণ, নির্বাচনী প্রচারনা ও গন মিছিল অনুষ্ঠিত হয়। 

     এসময় আলোচনা সভায় তিনি বক্তব্যে 

     বলেন তার ভাই শিল্প ব্যাংকের চেয়ারম্যান ও দুবারের সংসদ সদস্য ছিলেন এটিএম আলমগীর, তার  স্বপ্ন ও তারেক রহমানের স্বপ্ন পূরণ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। আরো বলেন দল থেকে মনোনয়ন পেলে লাকসাম ও মনোহরগঞ্জের উন্নয়নে কাজ করবো। গত ২০১৪ সালে ফ্যাসিস্ট সরকার  আমাকে চাকরি থেকে জোরপূর্বক বাদ দিয়েছে,আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলাম, এলাকায়  অনেক উন্নয়ন করেছি,ষড়যন্ত্র করে আমাকে চাকরি থেকে অব্যাহতি নিয়েছে। তারেক রহমান কে ভালোবাসি এটাই ছিল আমার  অপরাধ,২০১৪ সালে  সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয় ঐ বৈঠকে আমি অংশগ্রহণ করায় চাকরি পূর্ণ না হতেই জোরপূর্বক দপ্তর থেকে সরিয়ে দেয় আওয়ামী চক্র। তখন পতিবাদ করার সাহস ছিল না কারোর।মুখ বন্ধ ছিল গনতন্ত্রের।

    আমি দেশের জন্য ও দেশের আপামর জনগণের জন্য কাজ করতে চাই,সামনে সুযোগ পেলে লাকসাম – মনোহরগঞ্জের জন্য উন্নয়নে কাজ করবো। 

    বক্তব্য শেষে একে এম জাহাঙ্গীরের  নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতা কর্মীদের   নিয়ে বিশাল মিছিল বের করেন,মিছিল টি বিভিন্ন এলাকা ঘুরে মনোহরগঞ্জের ঝলম ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

  • বেগমগঞ্জে ধারকৃত ৩০ (ত্রিশ)লক্ষ টাকা নিয়ে উধাও প্রতারক ব্যবসায়ী আমির হোসেন,কোর্টে মাম-লা দায়ের

    বেগমগঞ্জে ধারকৃত ৩০ (ত্রিশ)লক্ষ টাকা নিয়ে উধাও প্রতারক ব্যবসায়ী আমির হোসেন,কোর্টে মাম-লা দায়ের

    রফিকুল ইসলাম সুমন
    (নোয়াখালী জেলা প্রতিনিধি)

    নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী দক্ষিণ বাজারের গোলাবাড়িয়া মধ্য পোলের গোড়ার আমির হোসেন নামে এক প্রতারক মসলা ব্যবসায়ী তার ব্যবসা সম্প্রসারণের অজুহাত দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় ৪ কোটির ও অধিক টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে পলাতক রয়েছে। ইতিমধ্যে পলাতক আমির হোসেন এর বিরুদ্ধে থানায় ও আদালতে অভিযোগ দায়ের করতে শুরু করছেন ভুক্তভোগী পাওনাদাররা। পলাতক অভিযুক্ত আমির হোসেন বেগমগঞ্জ উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রাজাপুর গ্রামের আব্বাছ আলী মিয়াজী বাড়ীর মোবারক উল্যার পুত্র। তাহার মোবাইল নাম্বার 01871060780/01897155681

    ভুক্তভোগী সুত্রে জানা যায়,
    দীর্ঘ পরিচয়ের সুবাদে ফেনীর দাগনভুঞা উপজেলার বাসিন্দা তিনি দাগনভূঞা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক মোঃ আলাউদ্দিন লিংকনের নিকট হতে ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য একাধিক ব্যাংকের চেক, স্ট্যাপ,জাতীয় পরিচয়পত্র, ছবি দিয়ে নির্দিষ্ট সময়ে পরিশোধ করার শর্তে ৩০ (ত্রিশ) লক্ষ টাকা হাওলাত নেন। কিন্তু নির্দিষ্ট সময়ে উক্ত ধারকৃত টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মসলা ব্যবসায়ী আমির হোসেনকে তাগাদা প্রদান করে পাওনাদার আলাউদ্দিন লিংকন। এরি পরিপ্রেক্ষিতে পাওনা টাকা পরিশোধের লক্ষে গত ২৩/০৬/২০২৫ ইং আমির হোসেন তার নামীয় ইসলামী ব্যাংক বাংলাদেশ, চৌমুহনী শাখা, বেগমগঞ্জ, এর অনুকুলে
    ৩০ (ত্রিশ)লক্ষ টাকার একটি চেক প্রদান করেন।যাহার একাউন্ট নাম্বার ( 20501260204991809),
    যাহার নং (MCP 3401971)।কিন্তু পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় পরবর্তীতে ২৪ /০৬/২০২৫ ইং ব্যাংক কর্তৃপক্ষ উক্ত চেক টি ডিজঅনার করেন। নিজের কষ্টার্জিত ৩০ লক্ষ টাকা না পেয়ে কোনরূপ উপায়ন্তর না দেখে পাওনাদার মোঃ আলাউদ্দিন লিংকন প্রতারক মসলা ব্যবসায়ী আমির হোসেন এর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ৩নং আমলী (বেগমগন্জ্ঞ ) আদালতে অভিযোগ দায়ের করেন। যাহার নং সি আর মামলা ৮৩৩/২০২৫ ইং। এদিকে স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, চৌমুহনীর দক্ষিণ বাজারে আমির মসলা মিল নামে এই ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে দীর্ঘদিন যাবত মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। বিভিন্ন লোকজনের কাছ থেকে আমির হোসেন প্রায় ৪ (চার)কোটির ও অধিক টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

  • ৩১ দফা বাস্ত-বায়নের লক্ষ্যে ইদ্রিস মিয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ

    ৩১ দফা বাস্ত-বায়নের লক্ষ্যে ইদ্রিস মিয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ

    মহিউদ্দীন চৌধুরী।।
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার বিকেলে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার ও নয়া হাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর আলম চৌধূরী, ইব্রাহিম কমিশনার, হারুন চৌধুরী, সেলিম মাষ্টার, আবু জাফর চৌধুরী, জিয়াউর রহমান, মোঃ জাফর,দিল মোহাম্মদ, মোঃ ফারুক,আক্তার চৌধুরী, আলী আকবর, লোকমান মিয়া,মোঃ ইলিয়াস, হেলাল মেম্বার, ফয়েজ মেমপ,মোহাম্মদ আবচার,আনোয়ার হোসেন রুবেল,আমিন সওদাগর।স্বেচ্ছাসেবক দল নেতা মো. মুরাদুল আলম, আব্দুল কাদের, এস এম সরোয়ার,মোঃ রিয়াজ, পিয়ারু,শাহাদাত।পটিয়া উপজেলা ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন নয়ন, কামাল উদ্দিন,মোঃ সাহেদ,মোঃ রুহান,রাশেদুল আলমসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

  • বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত

    বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত

    মংচিন থান
    তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচর এলাকায় ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও নিদ্রা পর্যটন কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

    এসময় বক্তব্য রাখেন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, স্থানীয় ইউপি সদস্য শহীদ আকন, পরিবেশ ও উন্নয়নকর্মী এম মিলন, সাংবাদিক ও পরিবেশকর্মী মো. মোস্তাফিজ, তালতলী চারুকলা একাডেমীর পরিচালক রফিকুল ইসলাম অন্তর প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা চাই পরিবেশ রক্ষা, টেকসই অনুশীলন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করতে।

    তাঁরা আরও বলেন, উন্নত রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। আমরা ঋণ চাই না, আমরা ক্ষতিপূরণ চাই। আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নীতিমালার পক্ষে জনমত তৈরি করে এবং টেকসই জীবনযাত্রার উৎসাহিত করার জন্য বিভিন্ন কার্যক্রম করে আসছি।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • গণভোট ও ৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতের বিক্ষো-ভ সমাবেশ ও মি-ছিল

    গণভোট ও ৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতের বিক্ষো-ভ সমাবেশ ও মি-ছিল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    নভেম্বরের মধ্যে গণভোট ও ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী।

    শনিবার(২৫ অক্টোবর) বেলা ৩.৩০ ঘটিকায় ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে বড় মসজিদ এর সামনে দিয়ে জিরো পয়েন্ট হয়ে ডিসি অফিস এর সামনে গিয়ে শেষ হয়।

    সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল সভাপতির বক্তব্যে বলেন, নভেম্বর এর মধ্যেই গণভোট এর আয়োজন করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে অন্যথায় দেশবাসী তা মেনে নেবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই জাতীয় নির্বাচন এর আয়োজন করতে হবে। বিভিন্ন জায়গায় একটি বিশেষ দল এর লোকজন আমাদের প্রার্থীদের গণসংযোগে হামলা করছে ও পোস্টার ছিড়ে ফেলছে, এটা কিসের লক্ষণ। এগুলো বন্ধ করুন অন্যথায় পরিণতি ভালো হবে না।

    মহানগর জামায়াত এর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর জনাব আব্দুল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমীর ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য প্রার্থী আছাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ও ফুলবাড়িয়া সংসদীয় আসন এর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।

    বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে বড় মসজিদ এর সামনে দিয়ে জিরো পয়েন্ট হয়ে ডিসি অফিস এর সামনে শেষ হয়।
    মিছিলে নেতা কর্মীরা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জাতীয় পার্টি সহ ১৪ দল নিষিদ্ধের স্লোগান দেন।

    অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারিদ্বয় মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, ইঞ্জি. আব্দুল বারী, মাস্টার হায়দার করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • প্রফেসরপাড়ার তিন কৃতি সন্তানের প-দোন্নতি

    প্রফেসরপাড়ার তিন কৃতি সন্তানের প-দোন্নতি

    মিজানুর রহমান মিলন,
    স্টাফ রিপোর্টার :

    গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার প্রফেসরপাড়ার তিন কৃতি সন্তান একসঙ্গে পদোন্নতি পেয়ে আবারও তাদের মেধা ও কর্মদক্ষতার পরিচয় রেখেছেন ও এলাকার গৌরব বৃদ্ধি করেছেন।
    প্রফেসরপাড়ার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অরজিৎ সরকার (অব.) এর পুত্র ডা. দেবাশীষ সরকার গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে সহযোগী অধ্যাপক (Associate Professor) পদে পদোন্নতি পেয়েছেন।
    একই পাড়ার আরেক কৃতি সন্তান, সাবেক চেয়ারম্যান মৃত. মতলুবর রহমান নান্নু-র কন্যা ডা. নাসরিন নিগার (সুমনা) KYMCH-এর Gynae & Obs বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন।
    এছাড়া, অধ্যাপক আব্দুস সামাদ (অব.)-এর কন্যা ডা. সামসুন নাহার (সুমি) MH-এর Neuroscience বিভাগে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন।
    তিনজনের এই সাফল্যে প্রফেসরপাড়া ও সমগ্র পলাশবাড়ি গর্বিত।
    স্থানীয়রা তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্যের ধারাবাহিকতা কামনা করেছেন।