Category: দেশজুড়ে

  • নলছিটিতে জমিজমা নিয়ে বিরো-ধে বসতঘর ভাঙ্চু-রের অ-ভিযোগ

    নলছিটিতে জমিজমা নিয়ে বিরো-ধে বসতঘর ভাঙ্চু-রের অ-ভিযোগ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।শনিবার বেলা ১১টায় উপজেলার দেওপাশা গ্রামের বাবুল হাওলাদার নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এসময় তিনি লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, প্রায় দুই যুগ আগে একটি চুক্তিনামার মাধ্যমে একই গ্রামের মৃত লতিফ আলী খানের পুত্র মতলবের খানের কাছ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন। পরে উক্ত জমি দখলে নিয়ে বসতঘর নির্মান করে বসবাস শুরু করলেও মতলেব খান সাব কবলা
    দলিল না দিয়ে গড়িমসি শুরু করেন।ক্রয়কৃত জমির দলিল বুজে নিতে মতলেব খানের সাথে বিরোধ চলছিল। জমির দলিল সম্পন্ন করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেও কোন সুরাহ হয়নি।এক পর্যায়ে তার সাথে স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার বাদনুবাদ হয়েছে। পরে এ বিষয়ে বাবুল হাওলাদার কর্তৃক বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়।যাহা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এরই মধ্যে গত ০৯ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুজে মতলেব খান দলবল নিয়ে তার বসতঘরে হামলা করে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয় তার জেষ্ঠ্য পুত্র জুয়েল খান,স্ত্রী খাদিজা বেগম ও পুত্রবধূ সোনিয়া বেগম।এতে বাবুল হাওলাদারের বসতঘর সম্পূর্ণ ভাঙচুর করে ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিসাধন করা হয় বলে তিনি সংবাদ সস্মেলনে দাবি করেন। এঘটনায় বাবুল হাওলাদার বাদী হয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়েরের পরও মতলেব খানসহ বিবাদীরা বাবুল হাওলাদার ও তার পরিবারের সদস্যদের নানা হুমকী ধমকী দেয় বলে তিনি সাংবাদিকদের জানান।
    এ বিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে।তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি -২ আসনের প্রার্থীর গ-ণসংযোগ

    ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি -২ আসনের প্রার্থীর গ-ণসংযোগ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি ঝালকাঠি – ২ আসনের  সংসদ সদস্য প্রার্থী ডা.সিরাজুল ইসলাম সিরাজির পথ সভাও গণসংযোগ করেছেন। শনিবার( ১ নভেম্বর ) সকালে নলছিটি  উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগে করেন এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সিরাজুল ইসলাম উপজেলা  চত্বর থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে পুরানবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষজনের মাঝে হাত পাখা মার্কার লিফলেট বিতরণ করেন।

    এসময় নলছিটি  উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, ইসলামি ছাত্র আন্দোলনের  সাবেক সভাপতি  ছাত্রনেতা নুরুল্লা সিদ্দিকি সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • গৌরনদীতে বি-পুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫

    গৌরনদীতে বি-পুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫

    কে এম সোয়েব জুয়েল।।
    ‎গৌরনদী প্রতিনিধি।
    ‎বরিশালের গৌরনদীতে শনিবার এক উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য র্যা লি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের সম্মাননা প্রদান।
    ‎‎সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে বর্নাঢ্য র্যা লী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. ইরাহিম। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিসিডিবির জেলা ব্যবস্থাপক সুদীপন খীশান এবং গৌরনদী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ মন্ডল প্রমুখ। ‎বক্তারা সমবায়কে ‘উন্নয়নের চাবিকাঠি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি স্বনির্ভর সমাজ গঠন ও বেকারত্ব নিরসনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।” তারা আরও বলেন, সরকারের চলমান উন্নয়ন অভিযাত্রায় সমবায় খাত একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

  • অ-নিয়ম দু-র্ণীতির মাধ্যমে সম্পদের পাহাড়–২

    অ-নিয়ম দু-র্ণীতির মাধ্যমে সম্পদের পাহাড়–২

    ময়মনসিংহ প্রতিনিধি।।
    ময়মনসিংহের পৌর ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাসের সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী একটি প্রতিবেদন প্রকাশের পর থেকে ময়মনসিংহবাসীর মাঝে বিষয়টি চরম আলোচনা-সমালোচনার স্থান পেয়েছে। অনেকেই প্রতিবেদকে অনুসন্ধানী রিপোর্টটি করায় ধন্যবাদ জানিয়েছেন। আবার অনেকেই জানিয়েছেন জীবন কুমার বিশ্বাসের দুর্ণীতি ও অনিয়মের শিকার হয়ে তাদের নিঃস্ব হওয়ার কথা। এমন একজন নগরীর মাসুম মিয়া। মাসুম মিয়ার বাড়ী নগরীর ৭৭বি বাঘমারা রোড চড় পাড়ার মোড় এলাকায়। অভিযোগ উঠেছে-মাসুম মিয়ার বৈধ জমিকে রাস্তার জায়গা হিসাবে তদন্ত রিপোর্ট দিয়ে একই এলাকার আরেক বাসিন্দার নিকট থেকে অনৈতিক সুবিধা নিয়েছেন। কারণ বাসায় যাতায়াতের জন্য ওদের কোন জায়গা নেই। তাই মাসুমদের জায়গা নিতেই হবে। আর এই কাজে ভূমি কর্মকর্তা পেয়েছেন মোটা অংকের অর্থ। ওদের কথা হলো তাদের ১৪৪৯২ দাগে মাত্র একশতাংশ জমি। যার সবটুকুতেই বাড়ি তৈরি করেছে। দু’তলা সেই বাড়িতে ৬ ভাই ৬ স্ত্রী আর ১৩ জন ছেলে মেয়ে নিয়ে বসবাস তাদের। বাসা নির্মাণের সময় রাস্তার জায়গা না রাখা ভূল ছিলো তাদের। তারা ভূমি কর্মকর্তা জীবন কুমার বিশ্বাসের দ্বারস্থ হলো। যে কোন কিছু বিনিময়ে চলাচলের জন্য ব‍্যবস্থা করে দিলে তাকে খুশি করার চুক্তি হলো। অনিয়মে অভিজ্ঞ জীবন কুমার বিশ্বাস চুক্তি অনুসারে মাসুদ মিয়া গংদের ১৪৪৯১ নং
    জমির দাগে হাত বাড়িয়ে দিলেন আর মাসুমদের জমিকে অন্যের চলাচলের রাস্তা হিসাবে রিপোর্ট দিলেন। অথচ আর ও আর ম‍্যাপে ১৯৬৩ সনেও সেখানে রাস্তার কোন অস্তিত্ব ছিলো না, এমনকি বি আর এস ম‍্যাপেও ১৯৯৬ সনেও নয়। তদন্ত রিপোর্টে দেখালেন ৭০ বছরের পারিবারিক রাস্তার অস্তিত্ব। অথচ পারিবারিক রাস্তা হলেও দুপক্ষের জমি দরকার।

    বিষয়টি জানতে মাসুম মিয়া ভূমি সহকারি কর্মকতার সাথে কথা বললে দোষ চাপিয়ে দেয়া হয় থানা-পুলিশের উপর। থানার তদন্ত রিপোর্ট নাকি মাসুমদে বিপক্ষে আছে সেটা জানানো হয়। আবার মাসুমকে বলা হয়- আপনি আমাকে দেখলে আপনাদের ১৪৪৯১ দাগটি আপনাদের জমি হিসাবে দেখাব। মাসুম মিয়ার সাফ কথা আমার দাগ আলাদা ওদের দাগ আলাদা আপনি আমার জমির উপর দিয়ে কি ভাবে রাস্তা দেখাবেন, আর আপনি দিলে কি হবে, আমি আপনাকে খুশি করতে পারবনা যা মনচায় আপনি রিপোর্ট দেন।

    অভিযোগ উঠেছে- ভূমি সহকারী কর্মকর্তার কারনে বর্তমানে মামলায় জরঝড়িত অসহায় মাসুম মিয়ার পরিবার। তার নিজ জমিতে অন্যের চলার জন্য রাস্তার জমি দেখিয়ে তদন্ত রিপোর্ট দেওেয়ার কারনে এই পরিবারটি বিচারের আশায় আইন আদালতের দ্বারেদ্বারে ঘুরছে। অথচ তার এমন দুর্নীতি নিয়ে রিপোর্ট করায় স্থানীয় একটি পত্রিকার সম্পাদককে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

    সুত্র জানিয়েছে- ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস জেলার ভালুকা উপজেলায় বিগত ১২ বছর চাকরী করে একই কৌশলে একজনের জমিতে আরেকজনের ভাগ বসিয়ে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর এসব দুর্ণীতি ও অনিয়মে উপার্জিত অর্থ দিয়েই ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্টে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছেন যা পতিপুর্বে অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

    সুত্রটি আরো জানিয়েছে- ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস ভালুকা সদর ইউনিয়নে থাকা অবস্থা বহু জমির মালিকানা নিয়ে ছয় নয় করেছে।এবং বহু টাকা কামিয়েছে। তার পর আওয়ামিলীগের ক্ষমতার দাপট দেখিয়ে ভালুকা উপজেলার শিল্প এলাকা হবিরবাড়ি ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তা হিসাবে বদলী হন। সেখানে দায়িত্ব নিয়ে হবিরবাড়ি ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন এলাকার জমি ঘুষের বিনিময়ে এক মালিকের জমি অন্য মানুষকে দিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। পরে সেখান থেকে উপজেলার মল্লিক বাড়ি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা পদে দায়িত্ব নিয়ে সেখানেও একই কৌশলে ঘুষ বাণিজ্য করে কোটি কোটি টাকা কামিয়ে কোন এক অদৃশ্য শক্তির মাধ্যমে ময়মনসিংহ সদরে বদলি হন। তাকে দেওয়া হয় সদরের বোররচর ইউনিয়নে। মাত্র ২২দিনের ব্যবধানে বোররচর ইউনিয়ন থেকে বদলী হয়ে পাড়ি জমান ময়মনসিংহ পৌর ভূমি অফিসে।

    স্থানীয়দের ভাষ্য, নায়েব জীবন কুমার বিশ্বাস ভূমি অফিসে চাকরী নেওয়ার পর থেকে ঘুষ নিয়ে জমি সংক্রান্ত অবৈধ কাজ করে আসছেন। টাকা দিলে অনিয়ম করেও মিউটেশন, নামজারি, দাখিলা ইত্যাদি করে দেন, আর টাকা না দিলে ন্যায্য কাজও আটকে রাখেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

    এ বিষয়ে নায়েব জীবন কুমার বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

    ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, প্রশাসনে তার এতটাই প্রভাব রয়েছে যে, কেউ তার বিরুদ্ধে মুখ খুললেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তারা বলেন, “এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ তাদের জমিজমা নিয়ে চরম বিপদে পড়বে। নায়েব জীবন কুমার বিশ্বাসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে দুর্নীতি আরও বাড়বে বলেও মনে করছেন সচেতন মহল।

    স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা দাবি জানিয়েছেন, ময়মনসিংহ পৌর ভূমি অফিসের এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া জরুরী প্রয়োজন হয়ে দাড়িয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেছেন, “এই ধরনের দুর্নীতি চলতে থাকলে সাধারণ জনগণের ন্যায়বিচার পাওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। তাই অনতিবিলম্বে নায়েব জীবন কুমার বিশ্বাসের ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে।”

    চাকরী পাওয়ার পর হিরো হওয়া ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমারের এতসব দুর্নীতির তদন্তের জন্য দুর্ণীতি দমন কমিশনের দিকে তাকিয়ে আছে ময়মনসিংহের আপামর জনতা। এখন দেখার বিষয় প্রশাসন কি এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি ভুক্তভোগীদের দুর্ভোগ অব্যাহত থাকবে?

  • ১৫ বছরের জ-ঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা

    ১৫ বছরের জ-ঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :
    ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা
    ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।

    তিনি বলেন, আমাদের সরকারের বয়স ১৫ মাস। এই সময়ে আমরা ধর্ম মন্ত্রণালয়ে বহু পরিবর্তন এনেছি। বিশেষ করে হজ্জ ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার করেছি।

    শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় শহরের দারুল উলূম মদিনাতুল ইসলাম মাদরাসায় পঞ্চগড় জেলার সব তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ‘শানে রিসালাত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ড. খালিদ হোসেন বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কিছু অনিয়ম পর্যালোচনার জন্য একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি করা হয়েছিল। গতকালই তারা আমাকে রিপোর্ট দিয়েছেন। তদন্ত অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব।

    তিনি বলেন, মডেল মসজিদগুলো নির্মাণে যে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে আমরা একটি শক্তিশালী কমিটি গঠন করেছি। তারা দ্রুত রিপোর্ট দেবে।

    ধর্ম উপদেষ্টা বলেন, আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি ১৫ মাস ধরে। এই সময়ে অনেক সফলতা এসেছে, আবার কিছু সীমাবদ্ধতাও ছিল। হজ্জের টাকা ফেরত দিয়েছি—সৌদি আরবে এজেন্সিগুলোর ৩৯ কোটি টাকা ফেরত এসেছে।

    তিনি আরও বলেন, আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই এবং আমি নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত নই। আমার অধীনস্থ কর্মকর্তারাও যাতে দুর্নীতিমুক্ত থাকেন, সেজন্য আমি সর্বদা সোচ্চার আছি।

  • চলনবিল সিএনজি মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা: সোহেল সভাপতি আয়নাল সম্পাদক 

    চলনবিল সিএনজি মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা: সোহেল সভাপতি আয়নাল সম্পাদক 

    পাবনা প্রতিনিধিঃ

    পাবনার চাটমোহরে চলনবিল সিএনজি অটোরিক্সা মালিক সমিতির ত্রী-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধায় পৌরসদরের বাসস্ট্যান্ডে চলনবিল সিএনজি মালিক সমিতির নিজস্ব অফিসে নির্বাচন অনুষ্ঠিত হয়।

    সিএনজি অটোরিক্সা মালিকদের কমিটি সুসংগঠিত করার উদ্দেশ্যে ত্রী-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।

    চলনবিল সিএনজি, অটোরিকশা মালিক সমিতির সাধারণ সভায় বক্তব্য রাখেন- চাটমোহর বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির সভাপতি ও পৌরসদরের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাহাদৎ হোসেন। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চাটমোহর বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির সদস্য তোফাজ্জল হোসেন বাবু, পাবনা জজকোর্টের আইনজীবী সহকারী মোঃ পলিসুর রহমান পলাশ।

    সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন চলনবিল সিএনজি মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাহাদত হোসেন, লিটন হোসেন, জাহাঙ্গীর আলম (আয়নাল), ছকির উদ্দিন, সজল, বিল্লাল হোসেন, ফজের আলী ও হাসিনুর রহমান প্রমুখ।

    সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সোহেল রানাকে সভাপতি ও জাহাঙ্গীর আলম (আয়নালকে) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ৩ বছর মেয়াদি সিএনজি মালিক সমিতি গঠন করা হয়।

    সাধারণ সদস্যরা নবগঠিত কমিটিকে আগামী দিনে পাবনা জেলার চাটমোহর উপজেলার চলনবিল সিএনজি, অটো রিক্সা মালিক সমিতির সুন্দর পরিবেশ শৃংখলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

    তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।।

  • ‎সুনামগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অ-নুষ্ঠিত

    ‎সুনামগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অ-নুষ্ঠিত


    ‎কেনএম শহীদুল সুনামগঞ্জ  :

    ‎” সাম্য ও সমতায়, দেশ গরবে সমবায়” এই পতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে  ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় বিভাগ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১ নভেম্বর২০২৫ ইং তারিখ  রোজ শনিবার সকাল ১১ ঘটিকায়  সুনামগঞ্জ জগৎজ্যোতি পাঠাগার হল রুলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    ‎আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত এর সভাপতিত্বে এবং জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মাসুদ আহমদের সঞ্চালনায়, কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ আতাউর রহমান, শ্রী গীতা পাঠ করেন উপজেলা সমবায় কার্যালয় সুনামগঞ্জ সদরের সহকাকারী পরিদর্শক জিতেন্দ্র সূএধর।
    ‎আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  সুনামগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সমর কুমার পাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। এছাড়ও আরও বক্তব্য রাখেন সাংবাদিক তাজুল ইসলাম তারেক, জানিগাঁও মৎসজীবি সমবায় সমিতির সদস্য মোঃ ফারুক মিয়া, সুনামগঞ্জ হকার্স সমবায় সমিতির সভাপতি মোঃ শাহীন আহমদ খোকন,  ইকবাল নগর মৎসজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান, জালালপুর পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোছাঃ রওশন আরা বেগম, সুনামগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ আলী প্রমূখ।
    ‎বক্তরা বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ গঠন ও অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে সমবায় ভিত্তিক গ্রামীন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলনের পদক্ষেপ  গ্রহন করেছিলেন। প্রান্তিক জনগোষ্ঠি ও গ্রামীন উন্নয়নে সুনামগঞ্জ জেলাধীন কেন্দ্রীয় সমবায় সমিতিগুলো বিশেষ ভূমিকা পালন করছে। মৎসজীবী  সমবায় সমিতির সদস্যদের জীবন মান উন্নয়নে  জাল যার জলা তার নীতি করায় প্রকৃত মৎসজীবী সদস্যদের ব্যপক আর্থিক উন্নয়ন সাধিত হচ্ছে।
    ‎ সমবায় সমিতির মাধ্যমে জেলা উপজেলা ইজারা বন্দোবস্ত গ্রহন করে সমিতির সদস্যদের মাঝে আর্থ সামাজিক উন্নয়নসহ একই সাথে বেকারত্ব দুরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া বর্তমানে  আমিষ জাতীয় খাদ্যের অভাব পূরণের পর পার্শ্ববর্তী জেলা সিলেট শহরে, ঢাকায় এবং দেশের বাহিরে মৎস রপ্তানি করা হয়। গত ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ১০ লাখ মেট্রিক টন দেশীয় মাছ উৎপাদন ও বিপণন করা হয়েছে। এছাড়াও মহিলা সমবায় সমিতি গঠন করায় সমিতির সদস্যদের মাঝে উৎপাদনমুখী কার্যক্রম সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু তাই নয় সমিতির মাধ্যমে ঋণ নিয়ে সমিতির সদস্যদের ভাগ্যের পরিবর্তন ঘটছে।  সকল সমবায় সমিতির সদস্যদের জীবন মান উন্নয়নে সর্বদায় কাজ করার জন্য  সকল সমবায় সমিতির সদস্যদের পরামর্শ দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ  গ্রহন করা হয়েছে। আগামীতে সকল সমবায় সমিতির সদস্যরা তাদের জীবন মানউন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবেন  এমনটাই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


  • ময়মনসিংহে নদীতে  লা-শ, ৮দিনে রহস্য উদঘাটনসহ ২ আ-সামী গ্রে-ফতার করলো কোতোয়ালি পুলিশ

    ময়মনসিংহে নদীতে লা-শ, ৮দিনে রহস্য উদঘাটনসহ ২ আ-সামী গ্রে-ফতার করলো কোতোয়ালি পুলিশ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    মাত্র আট দিনের মাঝে নিখুত তদন্তের মাধ্যমে ময়মনসিংহে নদীতে ভাসমান লাশের পরিচর সনাক্ত করে এই হত্যা মামলার রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। নিহত আবু সাঈদ কোতোয়ালি মডেল থানা এলাকার অষ্টধার ইউনিয়নের বাসিন্দা। এর আগে ২২ অক্টোবর সকালে উপজেলার মন্নাছের গুদারাঘাটের পাশে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পাওনা টাকা চাওয়াতে একই এলাকার মোঃ আবু রায়হান (২৮) ও মোহাম্মদ ইয়াসিন (২৫) নামক দুই হত্যাকারী তাকে পেটের ভুড়ি বের করে ব্রহ্মপুত্র নদীতে ভাসিয়ে দেয়। পরে তাদের কে কেরানীগঞ্জ থেকে পুলিশ গ্রেফতার করে।

    পুলিশ জানায়- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পৈশাচিকভাবে হত্যা করা হয় আবু সাঈদকে। নৃশংসতার চূড়ান্ত রূপে তার পেট চিরে ভুঁড়ি বের করে ব্রহ্মপুত্র নদীতে ফেলে দেয়া হয় লাশটি। চাঞ্চল্যকর এ ঘটনায় জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুললাহ্ আল মামুন এর তত্তাবধানে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে, পুলিশের নিরলস তৎপরতায় অবশেষে রহস্যের জট খুলে এবং কোতোয়ালি মডেল থানার এস আই মোঃ মাহবুব ফকির ও এ এস আই মোঃ হুমায়ন কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে মূল দুই আসামি — মোঃ আবু রায়হান (২৮) ও মোহাম্মদ ইয়াসিন (২৫),তারা উভয়েই সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের নিমতলা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর তারা আদালতে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ জানায়, পাওনা টাকা চাওয়া নিয়েই আবু সাঈদের সঙ্গে রায়হান ও ইয়াসিনের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তারা আবু সাঈদকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে, তারপর পেট চিরে ভুঁড়ি বের করে নদীতে ভাসিয়ে দেয়, যাতে লাশ দ্রুত নষ্ট হয়ে যায় এবং শনাক্ত করা না যায়। পরে মন্নাছ এর গুদারাঘাটের পাশে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসীর ৯৯৯ কল এর মাধ্যম কোতোয়ালী মডেল থানা পুলিশ জানতে পারেন চর দড়িকুষ্টিয়া নামাপাড়া অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় নদীতে পড়ে রয়েছে । পুলিশ সেখান থেকে আবু সাঈদ এর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য
    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে সিআইডি ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম হযে ৩০ শে অক্টোবর দুপুর সাড়ে বারোটায় ঢাকা কেরানীগঞ্জ থেকে ১ নং আসামি মোঃ আবু রায়হান ও ইয়াসিন কে গ্রেফতার করে পুলিশ। এব্যাপারে নিহতের ভাই জসিম উদ্দিন কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার থানার সিসি নং- ১০৪৭- জিডি নং ২৫৭০। পুলিশ জানায় গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে, এবং তারা হত্যার কথা অকপটে স্বীকার করেছে।

    কোতোয়ালী ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, আমরা জনগনের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতেই রাত-দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি, অপরাধ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সবসময় সজাগ রয়েছে, আমি চাই জনগণ যেনো পুলিশকে বন্ধু ও নিরাপত্তার প্রতীক হিসেবে দেখে। তিনি আরও জানিয়েছেন-এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।

    তবে এই নৃশংস ঘটনায় এলাকাজুড়ে শোক, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি—এদের সর্বোচ্চ শাস্তি হোক,ভবিষ্যতে আর কেউ যেনো এমন অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে না পারে।

  • সুন্দরগঞ্জে চোর স-ন্দেহে পাগলকে পি-টিয়ে হ-ত্যা

    সুন্দরগঞ্জে চোর স-ন্দেহে পাগলকে পি-টিয়ে হ-ত্যা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক পাগলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার তিস্তার চরাঞ্চল বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে আব্দুল গনি মিয়ার গোয়াল ঘরে একই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে  ভারসাম্যহীন সালাম পাগল শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে আব্দুল গনি মিয়ার স্ত্রী দুলালী বেগম আশেপাশের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে লোকজন ছুটে এসে সালাম পাগলকে গাছের সাথে বেঁধে মারধর শুরু করে। এক পর্যায়ে ভারসাম্যহীন সালাম পাগল অসুস্থ হয়ে পড়লে তাকে পুকুরের পানিতে বেঁধে রাখে। পরে সকাল বেলা তাকে পুনরায় পানি থেকে তুলে মাইরধর করার সময় সে মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি আব্দুল গনি মিয়ার স্ত্রী দুলালী বেগমকে পুলিশ ধরে নিয়ে যায়। বর্তমানে লাশ থানা হেফাজতে আছে।

    এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

  • কালাই চান্দার দাখিল মাদ্রাসায় ল্যাব সহকারী নিয়োগে অ-নিয়মের অ-ভিযোগ

    কালাই চান্দার দাখিল মাদ্রাসায় ল্যাব সহকারী নিয়োগে অ-নিয়মের অ-ভিযোগ

    দেলোয়ার হোসেন বাবু স্টাফ রিপোর্টার জয়পুরহাট।

    জয়পুরহাটের কালাই উপজেলার চান্দার দাখিল মাদ্রাসায় ল্যাব সহকারী পদে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে।

    শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ২১ জন প্রার্থী অংশগ্রহণ করলেও সন্ধ্যা পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশীরা।

    অভিযোগকারীরা বলেন, বিগত আমলেও এ প্রতিষ্ঠানে অনিয়মের মাধ্যমে নিয়োগ হয়েছে। এবারও একই প্রক্রিয়ায় ফলাফল বিলম্বিত করে মনোনীত ব্যক্তিকে সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।”

    মাদ্রাসা সূত্রে জানা যায়, মৌখিক পরীক্ষা শেষ হলেও কর্তৃপক্ষ ফলাফল স্থগিত রেখে আগামী রবিবার প্রকাশের ঘোষণা দিয়েছে। এতে প্রার্থীদের মধ্যে সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    স্থানীয়দের প্রশ্ন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা কেন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পারছেন না?

    এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো মন্তব্য জানা যায়নি।