Category: দেশজুড়ে

  • প্রেসক্লাব পীরগঞ্জের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোলাম রব্বানী সভাপতি, মানিক সম্পাদক

    প্রেসক্লাব পীরগঞ্জের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোলাম রব্বানী সভাপতি, মানিক সম্পাদক

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ গোলাম রব্বানী (দৈনিক নওরোজ) কে সভাপতি ও এস আর মানিক (দৈনিক বাংলাদেশের খবর/দৈনিক গণমুক্তি) কে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাব পীরগঞ্জের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সংগঠনটির শহীদ আবু ইসাহাক সড়কের নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আবু সালেহ মোহাম্মদ সিহাব (শেয়ার বীচ), যুগ্ম সম্পাদক- কায়সার রেজা লাবণ্য (দৈনিক অপরাধ কন্ঠ), সাকিব আহসান (দৈনিক সকালের শিরোনাম), কোষাধ্যক্ষ- মোঃ আসাদুজ্জামান (দৈনিক বাংলাদেশ সমাচার), দপ্তর সম্পাদক- মোহাজারুল ইসলাম (ঠাকুরগাঁও সংবাদ), সাংগঠনিক সম্পাদক- সাইদুর রহমান  (দৈনিক চাঁদনি বাজার), মনবাধিকার ও মহিলা বিষয়ক সম্পাদক- নাহিদ পারভিন রিপা (মুক্ত ভাষা), নির্বাহী সদস্য- রফিকুল ইসলাম (বাংলা বায়ান্নো), আসাদ (মায়া বাজার), রিপন আলী (দৈনিক ঘোষণা), হৃদয় ইসলাম (ঢাকা নিউজ এক্সপ্রেস), রফিকুল ইসলাম একুশ (প্রিমিয়াম নিউজ টোয়েন্টিফোর), আমজাদ হোসেন লিটন (প্রান্তিক খবর)। নবগঠিত কমিটিকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    Hide quoted text

    ———- Forwarded message ———
    From: Tamim Ahmed Badal 
    Date: Sat, 1 Nov 2025, 8:51 pm
    Subject:
    To: , sr.manikrepoter76 , Faidul Reporter , abutarekpt , bishnureporter , m01738539087 , , nkrana10 , , bulbulreporterjug , , milonreporter78 , , jainal babul , kaysarreza [email protected] 

    প্রেসক্লাব পীরগঞ্জের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
    গোলাম রব্বানী সভাপতি, মানিক সম্পাদক

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ গোলাম রব্বানী (দৈনিক নওরোজ) কে সভাপতি ও এস আর মানিক (দৈনিক বাংলাদেশের খবর/দৈনিক গণমুক্তি) কে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাব পীরগঞ্জের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সংগঠনটির শহীদ আবু ইসাহাক সড়কের নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আবু সালেহ মোহাম্মদ সিহাব (শেয়ার বীচ), যুগ্ম সম্পাদক- কায়সার রেজা লাবণ্য (দৈনিক অপরাধ কন্ঠ), সাকিব আহসান (দৈনিক সকালের শিরোনাম), কোষাধ্যক্ষ- মোঃ আসাদুজ্জামান (দৈনিক বাংলাদেশ সমাচার), দপ্তর সম্পাদক- মোহাজারুল ইসলাম (ঠাকুরগাঁও সংবাদ), সাংগঠনিক সম্পাদক- সাইদুর রহমান  (দৈনিক চাঁদনি বাজার), মনবাধিকার ও মহিলা বিষয়ক সম্পাদক- নাহিদ পারভিন রিপা (মুক্ত ভাষা), নির্বাহী সদস্য- রফিকুল ইসলাম (বাংলা বায়ান্নো), আসাদ (মায়া বাজার), রিপন আলী (দৈনিক ঘোষণা), হৃদয় ইসলাম (ঢাকা নিউজ এক্সপ্রেস), রফিকুল ইসলাম একুশ (প্রিমিয়াম নিউজ টোয়েন্টিফোর), আমজাদ হোসেন লিটন (প্রান্তিক খবর)। নবগঠিত কমিটিকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

  • গৌরনদীতে ধানের শীষে ভোট চাইলেন কা-মরুল ইসলাম সজল

    গৌরনদীতে ধানের শীষে ভোট চাইলেন কা-মরুল ইসলাম সজল

    মাসুদ সরদার।।
    দলের মধ্যে বিভেদ থাকলে ধানের শীষের বিজয় অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তিনি বলেন, সকল বিরোধ ভুলে একযোগে কাজ করলে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব।

    শনিবার (১ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে তৃণমূল নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    গাজী কামরুল ইসলাম সজল বলেন, আমাদের নেতা তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় আনতে হলে দলের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে হবে।

    তিনি আরও বলেন, ৪০ বছরের রাজনৈতিক জীবনে কখনও সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে যুক্ত ছিলাম না। আমার কোনো কর্মীর বিরুদ্ধেও এমন অভিযোগ নেই। তারেক রহমান সন্ত্রাসী বা চাঁদাবাজদের পছন্দ করেন না। যাদের বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় আসা গাজী কামরুল ইসলাম সজল বলেন, আগামী নির্বাচনে আমি যদি মনোনয়ন পাই এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমার দ্বারা কারো কোনোদিন ক্ষতি হবে না। হিন্দু সম্প্রদায়সহ কোনো ধর্মের মানুষকেই আর পালিয়ে থাকতে হবে না। কাউকে চাঁদা দিতে বা সম্পত্তি হারানোর ভয় থাকবে না।

    তিনি আরও বলেন, ধর্ম ও রাজনীতি দুটি আলাদা বিষয়। ধর্ম ব্যক্তিগত বিশ্বাস, আর রাজনীতি রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত বিষয়। কেউ যেন ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. জব্বার হোসেন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    প্রচারণার মাঝে আজ শনিবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করা হয়। পরে গাজী কামরুল ইসলাম সজল আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।

  • মহেশপুরে কালবেলা প্রতিনিধিকে হা-রামজাদা বললেন – আনসার কর্মকর্তা

    মহেশপুরে কালবেলা প্রতিনিধিকে হা-রামজাদা বললেন – আনসার কর্মকর্তা

    শহিদুল ইসলাম,
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ঝিনাইদহের মহেশপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধিকে হারামজাদা বলে গালি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে মহেশপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুনের বিরুদ্ধে।

    তিনি মোবাইল ফোনে বলেন হারামজাদা সাংবাদিক এখনো আছে না চলে গেছে, আপনি কি হারামজাদা সাংবাদিকের সামনে দাড়িয়ে আমার সাথে কথা বলছেন। মোবাইলের অপরপ্রান্ত থেকে উপজেলা সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনের সাথে এমন ভাষায় কথা গুলো বলছিলেন মহেশপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন।
    ঝিনাইদহের মহেশপুরে আনসার ভিডিপি সদস্যেকে দেওয়া পাকা ঘর তৈরিতে রঙ্গিং টিনের পরিবর্তে নিন্মমানের সাদা টিনে রঙ্গিং রং করা হচ্ছে এমনি তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় কালবেলার মহেশপুর উপজেলা প্রতিনিধি শামীম খান জনী। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন। গনমাধ্যম কর্মীকে দেখেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন। কোন কিছু জানতে চাওয়ার আগেই তিনি সাংবাদিকের সাথে খারাপ আচারণ করেন এবং দ্রত সেখান থেকে চলে যান। কিছুক্ষন পর ঘর বরাদ্ধ পাওয়া সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনকে ফোন করেন। এবং ফোনে তিনি রেবেকা খাতুনকে বলেন, হারামজাদা সাংবাদিক এখনো আছে না চলে গেছে, আপনি কি হারামজাদা সাংবাদিকের সামনে দাড়িয়ে আমার সাথে কথা বলছেন।
    এমনি একাধিক বার হারামজাদা বলে সাংবাদিককে গালি দিতে শোনা যায়। যা একজন সরকারী কর্মকর্তার মুখ থেকে কেউ আশা করে না।

    কালবেলার উপজেলা প্রতিনিধি শামীম খান জনী, সংবাদ সংগ্রহ করাই সাংবাদিকদের কাজ,আর সঠিক তথ্যে দিয়ে সহযোগিতা করা একজন সরকারী কর্মকর্তার দায়িত্ব। কিন্তু আনসার কর্মকর্তা খুশি খাতুর তার উল্টো, তার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির সংবাদ প্রকাশ করলেই কোন এক অপশক্তির বলে সেই সাংবাদিককে হয়রানির স্বীকার হতে হয়। তিনি আরও বলেন ইতিপূর্বে তার বিরুদ্ধে কালবেলাসহ বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক প্রত্রিকায় ঘুষ চাওয়াসহ অনিয়ম দূর্নীতির সংবাদ প্রকাশ হলেও তিনি রয়েছেন বহাল তবিয়তে। পুর্বের এসব জেরে আমাকে তিনি গালি গালাজ করাসহ অশোভন আচারণ করেছে।

    এঘটনায় সাংবাদিক সমাজ আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা সহ দৃষ্টাস্ত মুলক শাস্তি ও দ্রত বদলি করার দাবি জানাচ্ছে।
    উল্লেখ্যঃ গত ২২ সেপ্টম্বরে ঝিনাইদহের মহেশপুরে আনসার ও ভিডিপি সদস্যেকে দেওয়া পাকা ঘর তৈরিতে নানা অনিয়ম ও দূর্নিতীর অভিযোগ উঠেছে। নিন্ম মানের সামগ্রী দিয়ে ঘর তৈরি করার ফলে নতুন ঘরে ওঠার আগেই দুশ্চিন্তার ভাজ পরেছে উপজেলা সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনের কপালে। এই শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার হয়।
    পরে নিন্মমানের জালানা পরিবর্তন করলেও ইস্টিমেটে রঙ্গিং টিনের জায়গায় নিন্ম মানের সাদা টিন পরিবর্তন না করে, সেই টিনে রং করে দেওয়া হয়েছে।
    মোবাইলে সাংবাদিককে গালমন্দ করার বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন বিষয়টি অস্বীকার করে বলেন,উনি কিশের সাংবাদিক আমাকে তো তার আইডি কার্ড দেখাতে পারে নাই।

  • বরগুনায় জাতীয় সমবায় দিবস উ-দযাপিত

    বরগুনায় জাতীয় সমবায় দিবস উ-দযাপিত

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারা দেশের ন্যয় বরগুনা জেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

    দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসন ও   সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জেলা সমবায় কর্মকর্তা জনাব মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক, বরগুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আল-মামুন শিকদার পুলিশ সুপার, বরগুনা।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বরগুনা সদর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং বরগুনা সদর উপজেলার লোকাল গভর্মেন্টের ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় বাস্তবায়িত জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতি এর সদস্য ও কমিউনিটি মোবিলাইজেশন ফেসিলিটেটর প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। শেষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি।।

  • জীবন সংগ্রা-মের এক উজ্জ্বল নাম চা বিক্রেতা জাকির

    জীবন সংগ্রা-মের এক উজ্জ্বল নাম চা বিক্রেতা জাকির

    জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ : 
    সিরাজগঞ্জের সলঙ্গা থানার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের যুবক জাকির হাসান।বর্তমানে তার বয়স ৩০ বছর।ভূমিহীন দরিদ্র পিতা আব্দুল খালেক এক সময় রাজমিস্ত্রি ছিলেন।মাত্র একটি টিনের ঘর ছাড়া আর কোন ভিটেমাটি নেই।বয়সের ভারে দীর্ঘদিন ধরে অসুস্হ অবস্থায় কর্মহীন।১ ভাই ২ বোন মিলে জাকিরের ৫/৬ জনের পরিবার।সলঙ্গা সরকারি প্রাইমারি স্কুল হতে পঞ্চম শ্রেণী পাশ করে জাকির।আর্থিক দৈন্যতার কারণে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে কারিগরি শাখায় ভর্তি হয় সে।২০২৪ সালে জিপিএ-৪.১০ পেয়ে এসএসসি পাস করে।বাবার অসুস্থতায় ২টি বোনের পড়াশোনাসহ অক্ষম পিতার সংসার পরিচালনার দায়ভার চাপে জাকিরের ঘাড়ে।সলঙ্গা বাজারে অবস্থিত সলঙ্গা আদর্শ ইসলামী আদর্শ কেজি স্কুলে ২ হাজার টাকা বেতনে শুরু হয় জাকিরের পিয়ন পদে কর্ম জীবন।সামান্য বেতনে সংসার চালাতে না পেরে বিকেল ৪ টা হতে রাত ৮টা পর্যন্ত শুরু করে জাকির ভ্রাম্যমান চা বিক্রি।বাড়িতে চা তৈরি করে ফ্লাক্সে ভরে চায়ের কাপ আর পানি নিয়ে উচ্চস্বরে চা গরম,চা গরম বলতে বলতে ছুটে চলে দোকানিদের ঘরে ঘরে আর অলিতে গলিতে।শুধু তাই নয়,সুন্দর কন্ঠের গায়ক ছাত্র জাকির।যাকেই চা খাওয়াবে তাকেই গানের একটি কলি গেয়ে শুনাবে।দৃঢ় মনোবল অদম্য সাহস আর বুদ্ধিমত্তার হার মানাতে পারেনি জাকিরকে।পড়াশুনা যেন তার জীবনের শখ।এভাবেই বেড়ে ওঠা অদম্য জাকির আবারো এইচএসসিতে ভর্তি হয় মুরাদপুর ফাজিল মাদরাসা বিএম শাখায়।দিনে পিয়নের চাকরি বিকেলে চা বিক্রি আর রাত জোগে পড়াশুনা চলতে থাকে জাকিরের।অসুস্থ্য কর্মহীন পিতার একমাত্র ছেলে জাকির এভাবেই অভাব নামের সংসার চালাতে থাকে। ইতিমধ্যেই ২ বোনকে লেখাপড়া করিয়ে বিনা যৌতুকে বিয়ে দিয়েছে জাকির।অসুস্থ বাবা-মার চিকিৎসা,সংসার খরচ, নিজের পড়াশুনা চালাতে হিমশিম আর নিদারুন কষ্টে চলতে হচ্ছে জাকিরকে।তাইতো জীবন সংগ্রামের এক উজ্জ্বল নাম সলঙ্গার অদম্য ছাত্র,চা বিক্রেতা জাকির।মাত্র ১টিনের ঘরে বসবাস করতে হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে।এভাবেই আলাপচারিতায় সদা হাস্যজ্জল জাকির জানায় তার পরিবারের করুণ কাহিনী।তাই সমাজের বিত্তবান,ধনাঢ্য ও মানবিক সংগঠন গুলোকে একটি ঘরসহ আর্থিক সহযোগিতার বিনীত অনুরোধ জানান অদম্য শিক্ষার্থী জাকির।

  • মোরেলগঞ্জে ইউনিয়ন ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের ক-মিটি গঠন

    মোরেলগঞ্জে ইউনিয়ন ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের ক-মিটি গঠন

    এস. এম. সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ইউনিয়ন ও পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার মো. আব্দুল গফফার। মুক্তিযোদ্ধা প্রজন্মের পক্ষে বক্তব্য রাখেন মো. আল-আমিন, মো. এনামুল হক, হাসিবুল ও মোহাম্মদ জাহিদ।

    ইউনিয়ন পর্যায় থেকে বক্তব্য দেন কমান্ডার শেখ সুলতান, মো. আফজাল হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, প্রাণেশ কুমার চক্রবর্তী, মো. সোবাহান গাজী, এইচ এম মোজাফফর, মো. মফিজুল হক, আব্দুর রশিদ, মো. শাজাহান হাওলাদার, মো. বেলায়েত হোসেন, মো. শাহ আলম হাওলাদার, সুলতান হাওলাদার, মো. আয়নাল হোসেন, আব্দুল জলিল খান, মো. আশরাফ আলী হাওলাদার ও মো. আসলাম হাওলাদার প্রমুখ।

    বক্তব্য শেষে প্রতিটি ইউনিয়নে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ১৬টি ইউনিয়নের জন্য ১৬ জন সদস্য সচিব দায়িত্ব পান।

    সদস্য সচিবরা হলেন:মো. তোফাজ্জল হোসেন, শেখ আব্দুল মান্নান, মো. আমজাদ হোসেন, সুনীল কুমার দাস, মো. আশরাফ হোসেন, মো. আলতাফ হোসেন, খন্দকার খাইরুল আলম, আবুল বাশার, খান লুৎফর রহমান, আব্দুল আজিজ, মো. দলিল উদ্দিন, অজিত কুমার বিশ্বাস, মো. শাহজাহান, মো. সাখাওয়াত হোসেন, মো. খলিলুর রহমান তালুকদার ও নর নারায়ণ দত্ত।

    উপস্থিত মুক্তিযোদ্ধারা বলেন, “আবাসন প্রকল্পের আওতায় অনেক মুক্তিযোদ্ধা এখনও ঘর পাননি। দ্রুত তাদের ঘর বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং ঘর নির্মাণের মান যেন ভালো হয়, সে বিষয়ে প্রশাসনের নজর দিতে হবে।

  • চারঘাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

    চারঘাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় রাজশাহীর চারঘাটে পালিত হয় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

    উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং সমবায়ীবৃন্দের সহযোগিতায় শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে মাধ্যমে আলোচনা শুরু হয়।

    উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা বুলবুল হোসেন এর সঞ্চালনা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাঃ আব্দুল মকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান।

    এ ছাড়াও বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক।

    এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক, সমবায়ের সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

    বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সমবায়ের মাধ্যমে সমাজ উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব বলে মনে করেন সমবায়ীরা।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • সুন্দরগঞ্জে দুম্বার মাংস বিতরণে অনিয়-মের অ-ভিযোগ

    সুন্দরগঞ্জে দুম্বার মাংস বিতরণে অনিয়-মের অ-ভিযোগ

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    প্রতি বছরের ন্যায় এবছরও সৌদি সরকার কুরবানীর দুম্বার মাংস বাংলাদেশে উপহার হিসেবে পাঠিয়েছেন। তবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এর সুষ্ঠু বিতরণ নিয়ে নানান মহলে অভিযোগ উঠেছে।

    স্থানীয়দের প্রশ্ন অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত এই মাংস আসলেই কি তাদের কাছে পৌঁছেছে? নাকি প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও চেয়ারম্যানদের মাঝে ভাগ বাটোরা করা হয়েছে!

    স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, দুম্বার মাংসের একটি অংশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের ও কতিপয় প্রভাবশালী ব্যক্তির পেটে চলে গেছে। অসহায় ও দরিদ্রদের জন্য বরাদ্দ থাকলেও তা অনেকে পাননি। শনিবার সন্ধ্যায় টিপিটিপি বৃষ্টির সময় এসব মাংস বিতরণ করা হয়। 

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, এ বছর সুন্দরগঞ্জ উপজেলার জন্য ৪২টি কার্টুন মাংস বরাদ দেয়া হয়েছে। প্রত্যেকটি কার্টুনে ২০ কেজি করে মাংস রয়েছে। অর্থাৎ মোট ৮৪০ কেজি মাংস বরাদ্দ পেয়েছে। স্থানীয়দের অনেকে বলছেন এখানে নাম সর্বস্ব তালিকা দিয়ে অনেকে মাংস তুলে নিয়ে গেছে তাদের কোন প্রতিষ্ঠান নাই। এছাড়া চেয়ারম্যানরা যে সকল নামের তালিকা দিয়েছে সেগুলো তাদের নিজের মনগড়া প্রতিষ্ঠানের নাম। যেগুলোর কোন ভিত্তি নাই। সেই সাথে রাজনীতিক নেতারাও মাংসের কার্টুন নিয়ে গেছে। 

    এ ব্যাপারে পিআইও মোঃ মশিয়ার রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ৪২কার্টুন দুম্বার মাংসের মধ্যে চেয়ারম্যানদেরকে ৩০ কাটুন এবং পৌরসভাসহ কিছু রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে ১২ কার্টুন বিতরণ করা হয়েছে।

  • ২৮ অক্টোবরের পল্টন ট্র্যা-জেডি উপলক্ষে কুমিল্লা মহানগরী জামায়াতের আলোচনা সভা ও দো-য়া মাহফিল

    ২৮ অক্টোবরের পল্টন ট্র্যা-জেডি উপলক্ষে কুমিল্লা মহানগরী জামায়াতের আলোচনা সভা ও দো-য়া মাহফিল

    তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
    বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যােগে
    ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সম্প্রতি মহানগরীর জামায়াতে কার্যালয় নগর জামায়াতের নায়েবে আমীর মু.মোছলেহ উদ্দিন এর সভাপতিত্বে মহানগর জামায়াতের সেক্রেটারী মাহবুবর রহমান এর পরিচালনা এসময় বক্তব্য রাখেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেল,অফিস সম্পাদক জাকির হোসেন,অর্থ সম্পাদক আমীর হোসাইন ফরায়েজী, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, প্রমুখ।
    সভাপতির বক্তব্য মোছলেহ উদ্দিন বলেন,২৮ অক্টোবরের হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী বাকশালীরা দেশে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছিল। অবিলম্বে ২৮ অক্টোবর খুনিদের বিচার করার দাবি জানান।২৮
    অক্টোবরের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের শাহাদাত কবুলিয়াতের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন।

  • শিক্ষা নিয়ে তারেক রহমানের ম-হাপরিকল্পনা রয়েছে : সোবহান

    শিক্ষা নিয়ে তারেক রহমানের ম-হাপরিকল্পনা রয়েছে : সোবহান

    কে এম সোয়েব জুয়েল।।
    শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপিbর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

    জনকল্যাণমুখী রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের ব্যক্তিগত অর্থায়নে শনিবার (পহেলা নভেম্বর) বেলা এগারোটায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা হচ্ছে ছোট ছোট শিক্ষার্থীদের জোর করে চাপিয়ে পড়াশোনা করানো হচ্ছে। পড়াশোনার ভেতরে কোন আনন্দ নেই। যে কারণে আমাদের নেতা তারেক রহমান বলেছেন-আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসলে ষষ্ট শ্রেনী থেকে লার্নিং উইথ হ্যাপিনেস অর্থাৎ আনন্দের মাধ্যমে শেখা নামের একটা নতুন সাবজেক্ট যুক্ত করা হবে।

    যেখানে শিল্প, সংস্কৃতি, খেলাধুলা থাকবে। সবাইকে যে শুধু অংক করতে হবে আর বাংলা পড়তে হবে তা নয়। চাইলে একজন ফুটবল কিংবা ক্রিকেটও খেলতে পারেন। সেই খেলাধুলা হবে শিক্ষা কারিকুলামের একটা অবিচ্ছেদ্ধ অংশ।

    ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-আমাদের সন্তানদের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের নেতা তারেক রহমানের অসাধারণ কিছু চিন্তাভাবনা রয়েছে। তিনি (তারেক রহমান) এমন একটা বাংলাদেশ চাচ্ছেন, যেখানে আমাদের শিক্ষার্থীরা ঘরে বসে থেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে।

    এজন্য তারেক রহমান চাচ্ছেন-আমাদের শিশুরা বাংলা ও ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিখবে। সেটা হতে পরে আরবী, ফরাসি, জাপানিজ, জার্মানি, চায়নিজ কিংবা অন্য যেকোনো ভাষা। এর মাধ্যমে তারা বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠবে।

    পাশাপাশি তারেক রহমানের শিক্ষকদের নিয়েও ব্যাপক পরিকল্পনা রয়েছে। প্রতিটি শিক্ষকের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি ওয়ান ট্যাপ ওয়ান টিচার অর্থাৎ বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্য একটি করে ট্যাব কম্পিউটার দেয়া হবে। যার মাধ্যমে গ্রামে বসেই শহরের যে শ্রেষ্ঠ শিক্ষা কারিকুলাম রয়েছে, যে প্রশিক্ষন রয়েছে, সেটি শিক্ষকরা পাবেন।

    এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য তিনি (সোবহান) সকল শিক্ষক-শিক্ষার্থীদের অভিভাবক, তরুন ভোটারসহ সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান করেন।

    অনুষ্ঠানের শুরুতে ক্লিন ইমেজের নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে কাছে পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

    বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. নুরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, সাবেক ছাত্রনেতা তারিকুল ইসলাম বাপ্পি, আব্দুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।