Category: দেশজুড়ে

  • গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
    সংগঠনটির সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি এসকে এম মাহবুবুর রহমান, সধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, নির্বাহী সদস্য শেখ জাবেরুল ইসলাম বাধন ও আল মামুন রানা।

    সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী তুলে ধরেন কোষাধ্যক্ষ সচিবুর রহমান।

    সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোহনা টেলিভিশনের সাংবাদিক মাসুদ পারভেজ, দৈনিক ভোরের ডাকের সাংবাদিক মোঃ ফায়েকুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক লিয়াকত হোসেন লিংকন, দৈনিক আমার দেশের সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল, এসএ টিভির সাংবাদিক আজিজুর রহমান টিপু, দৈনিক সোনালী বার্তার মোঃ কামরুল হাসান, দৈনিক ইনকিলাবের সাংবাদিক মোঃ আফজাল হোসেন দৈনিক সকালের সময়ের সাংবাদিক গোলাম রব্বানী, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার পলাশ সিকদার।
    সভা শেষে সকল সদস্যের হাতে উপহার তুলে দেওয়া হয় এবং মধ্যহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান  রতন

    সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতন

     

    মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

    মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সামগ্রিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ আয়োজনে বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতন সঙ্গে স্ত্রীসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তিনি নির্বাচন ও নির্বাচনে বিজয়ী হওয়ার পর মিশন-ভিশন সম্পর্কে আলোকপাত করেন সাংবাদিকদের সামনে। পরে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

    মো. কামরুজ্জামান রতন বলেন, “আমি নির্বাচন আচরণ বিধি মেনে প্রচারণা চালাবো। আমি কখনই সংঘাতের দিকে যাবো না। ধানের শীষ প্রতীক মানুষের সামনে তুলে ধরেই এগিয়ে যাব।”

    সভায় আরো উপস্থিত ছিলেন; জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ, সহকারি পিপি অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, বিএনপি প্রার্থীর ছেলে আইমান ইবনে জামান, ছেলের বৌ মাহফুজা রহমান, জামাই মাহমুদুল হাসান ইমন, কন্যা লুবাবা ইবনে জামান, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর ফকির, ছাত্রদল নেতা অ্যাডভোকেট আল-আরাফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জামাল, জুলাই যোদ্ধা রাইসুল ইসলাম, জেলা জুলাই মঞ্চের আহবায়ক রায়হান রাব্বী’সহ অনেকে।

  • বর্তমান বাংলাদেশ : আগামীর ভবিষ্যৎ কোন পথে?লেখক ও সাংবাদিক : মোঃ আহসানুল কবির চৌধুরী (টিটু)

    বর্তমান বাংলাদেশ : আগামীর ভবিষ্যৎ কোন পথে?লেখক ও সাংবাদিক : মোঃ আহসানুল কবির চৌধুরী (টিটু)

    বিশেষ সংবাদদাতাঃ

    বাংলাদেশ আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। স্বাধীনতার পাঁচ দশক অতিক্রম করে দেশটি যেমন উন্নয়ন ও অগ্রগতির এক নতুন উচ্চতায় পৌঁছেছে, তেমনি রাজনৈতিক অনিশ্চয়তা, সামাজিক অবক্ষয় ও বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখিও হচ্ছে। বর্তমান বাস্তবতা বিশ্লেষণ করলে স্পষ্ট হয়—আগামীর বাংলাদেশ কোন পথে এগোবে, তা নির্ভর করছে আজকের সিদ্ধান্ত,

    নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার প্রজ্ঞার ওপর।অর্থনৈতিক অগ্রগতি :আশার আলো,কিন্তু সতর্কতার প্রয়োজন গত কয়েক দশকে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমেছে,মাথাপিছু আয় বেড়েছে,অবকাঠামোগত উন্নয়ন দেশের সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে। পদ্মা সেতু,মেট্রোরেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে অগ্রযাত্রা-এসব অর্জন রাষ্ট্রীয় সক্ষমতার প্রতীক। তৈরি পোশাক শিল্প,প্রবাসী আয় ও কৃষি খাত এখনো অর্থনীতির মূল চালিকাশক্তি।

    এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের গণ্ডি পেরিয়ে একটি পূর্ণাঙ্গ উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার বাস্তব সম্ভাবনা রাখে। তবে মূল্যস্ফীতি, ব্যাংক খাতের দুর্বলতা ও বৈদেশিক মুদ্রার চাপ—এসব ঝুঁকি উপেক্ষা করলে অর্জন টেকসই হবে না।

    রাজনীতি ও সুশাসন : ভবিষ্যৎ নির্ধারণের মূল চাবিকাঠি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও গণতান্ত্রিক চর্চা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন নিশ্চিত না হলে উন্নয়ন কেবল পরিসংখ্যানেই সীমাবদ্ধ থাকবে। রাজনীতিতে সহনশীলতা,পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। প্রতিহিংসার রাজনীতি নয়,বরং জাতীয় ঐক্য ও সংলাপই পারে দেশকে অনিশ্চয়তা থেকে মুক্ত করতে।

    যুবসমাজ : সম্ভাবনার শক্তি,অবহেলার শিকার,
    বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার যুবসমাজ। প্রযুক্তি,উদ্ভাবন ও সৃজনশীলতায় দক্ষ এই তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিতে পারে নতুন দিগন্তে। কিন্তু বেকারত্ব, মানসম্মত শিক্ষার অভাব ও কর্মসংস্থানের সংকট এই সম্ভাবনাকে ক্রমেই বাধাগ্রস্ত করছে। সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা, কারিগরি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির বাস্তব উদ্যোগ গ্রহণ করা না গেলে এই জনশক্তি বোঝায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তরুণদের সুযোগ দিতে পারলেই তারাই হবে আগামীর বাংলাদেশের প্রধান চালিকাশক্তি।

    সামাজিক বাস্তবতা ও জলবায়ু সংকট : অদৃশ্য হুমকি নয়,সামাজিক ক্ষেত্রে মূল্যবোধের অবক্ষয়,দুর্নীতি, মাদকাসক্তি ও বৈষম্য জাতির ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে। নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ ছাড়া এসব সংকট মোকাবিলা সম্ভব নয়।একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অস্তিত্বগত চ্যালেঞ্জ। নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি—এসব মোকাবিলায় দীর্ঘমেয়াদি, টেকসই ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ এখন আর বিলাসিতা নয়, বরং রাষ্ট্রীয় প্রয়োজন।

    আন্তর্জাতিক পরিমণ্ডল : সম্ভাবনার কূটনীতি,
    আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের গুরুত্ব ক্রমেই বাড়ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান, আঞ্চলিক ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং বহুপাক্ষিক সম্পর্ক বাংলাদেশকে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। ভবিষ্যতে অর্থনৈতিক কূটনীতি জোরদার করা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় আরও কৌশলী ভূমিকা পালন জরুরি।

    সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ আজ সম্ভাবনা ও চ্যালেঞ্জের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সঠিক নেতৃত্ব, সুশাসন, শিক্ষা, কর্মসংস্থান ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারলে আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ, শক্তিশালী ও মর্যাদাশীল রাষ্ট্র। অন্যথায় এই সম্ভাবনার জানালা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। আজকের বাংলাদেশই নির্ধারণ করবে আগামীর ভবিষ্যৎ। তাই এখনই সময় দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার—কারণ ইতিহাস কখনোই সুযোগের জন্য দ্বিতীয়বার অপেক্ষা করে না।

  • ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর আয়োজনে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পুরাতন কমিটিকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।

    শনিবার (২৭ডিসেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি , ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিষেক অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।

    বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোঃ ইকতিয়ার উদ্দিন ভূইয়া সভাপতিত্বে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন,তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নাজমুস সালেহীন, মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনাসহ ভূমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

    বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন খান,মহাসচিব আসাদুজ্জামান, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি বিভাগীয় শাখার সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব আয়েন উদ্দিন।

    প্রধান অথিতি জেলা প্রশাসক সাইফুর রহমান তার বক্তব্যে বলেন- জেলা প্রশাসক সাইফুর রহমান বলেছেন, দেশের ভূমি প্রশাসনের মতো একটি গুরুত্বপূর্ণ খাতের কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে মূলত ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে পরিচালিত হয়। সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত প্রায় সব সেবা এই অফিসের মাধ্যমেই দেয়া হয়। তাই ইউনিয়ন ভূমি অফিস হলো নাগরিক সেবার অন্যতম প্রধান কেন্দ্র। কিন্তু এই সেবার মান ও সুশাসন নিশ্চিত করতে এখনও নানা চ্যালেঞ্জ বিদ্যমান। স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ভূমি অফিসারদের প্রতি আহবান জানান।

    অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়। বক্তারা বলেন, ভূমি প্রশাসনকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

    অনুষ্ঠানে নবনির্বাচিত ময়মনসিংহ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সকল সদস্যদের বরণ করা নেওয়া হয় এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

    এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভূমি অফিসার্স কল‍্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা, সদর ও উপজেলার নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তাগণ প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উল্লেখ্য, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা শাখা দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে আসছে।

  • পঞ্চগড়ে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    পঞ্চগড়ে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    পঞ্চগড় প্রতিনিধি :

    দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।

    শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইনসান সাগরেদের সঞ্চালনায় এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোঃ সাইমুজ্জামান, পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। 

    এছাড়াও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ এশিয়ান টেলিভিশন নতুন বাজার পত্রিকা পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ বাবুল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

    এতে বৈশাখী টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি এ রায়হান চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। 

    পরে উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘ ২১ বছর ধরে বৈশাখী টেলিভিশন দেশ-বিদেশের খবর, বিনোদন ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সংস্কৃতিবান্ধব অনুষ্ঠান প্রচারে চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

    অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

  • নলছিটিতে অ-সহায় দু-স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

    নলছিটিতে অ-সহায় দু-স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছ। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. জোবায়ের হাবিব ২৭  ডিসেম্বর শনিবার (সকাল থেকে দুপুর পর্যন্ত) উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বেদে সম্প্রদায় এবং দপদপিয়া আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে পৌর এলাকার বেদে সম্প্রদায় ও মাটিভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন স্থানে ঘুরে অসহায় ও দুঃস্থ মানুষের  মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
    এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ তার সঙ্গে ছিলেন।
    নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব বলেন, শীতের কষ্ট কিছুটা লাগবে অসহায় ও দুস্থদের মাঝে সরকারি অনুদানে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • নলডাঙ্গায় পিপরুল গনগ্রন্থাগার এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাদান

    নলডাঙ্গায় পিপরুল গনগ্রন্থাগার এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাদান

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি।।

    নাটোরের নলডাঙ্গায় পিপরুল গনগ্রন্থাগার এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাদান এর আয়োজন করেছেন গাক চক্ষু হাসপাতাল।

    অদ্য ২৭শে ডিসেম্বর ২০২৫ইং রোজ শনিবার, পিপরুল বাবর ও দেছের আলী এবতেদায়ী মাদ্রাসায় সকাল ১০ ঘটিকায় শুরু হয়, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবাদান।

    গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত আমাদের সেবা চলমান। বিকাল ২ঘটিকার সময় এ পর্যন্ত ২২৯টি চক্ষু সেবা দিতে সক্ষম হয়েছেন। সেবা নিতা আসা রোগিরা জানিয়েছেন, বাড়ি কাছে এবং বিনা মূল্যে সুন্দর পরিবেশে সেবামুলক আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন পিপরুল গন-গ্রন্থাগার এর আয়োজনকে।

    সেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরিদ আহাম্মেদ ফরহাদ ( উপদেষ্টা -পিপরুল গন-গ্রন্থাগার)

  • হাকিমপুর প্রেসক্লাবে সভাপতি মিলন, সম্পাদক কবির

    হাকিমপুর প্রেসক্লাবে সভাপতি মিলন, সম্পাদক কবির

    জাকিরুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কালেরকন্ঠ ও বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সভাপতি এবং নয়া দিগন্ত ও যমুনা টেলিভিশনের হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন হাকিমপুর প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ,কে,এম শরিফুল ইসলাম। এর আগে বেলা ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    হাকিমপুর প্রেসক্লাবের ৩৭ জন ভোটার এর মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে গোলাম মোস্তাফিজার রহমান মিলন ২০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জাহিদুল ইসলাম ১৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মুরাদ ইমাম কবির ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন বুলু পেয়েছেন ১২ ভোট। অন্যান্য
    নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মো: মাসুদুল হক রুবেল, দপ্তর সম্পাদক মো: নুরুজ্জামান হোসেন, কার্যনির্বাহী সদস্য মো: শাহিনুর ইসলাম, অজয় কুমার মানি ও মোকছেদুল মোমিন মোয়াজ্জেম।

    এছাড়া চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ হালিম আল রাজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এইচ এম আওলাদ মণ্ডল, ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আলম হোসেন অলি।

    জাকিরুল ইসলাম জাকির
    দিনাজপুর, প্রতিনিধি।

  • উল্লাপাড়ায় বিডি নৌকা বাইচ প্রতিযোগীদের সংবর্ধনা প্র-দান  

    উল্লাপাড়ায় বিডি নৌকা বাইচ প্রতিযোগীদের সংবর্ধনা প্র-দান  

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিডি নৌকা বাইচ প্রতিযোগিতায় সেরা মাঝিমাল্লা, সারিয়ালদ্বার,আড়ং,পরিচালক, নৌকা পরিচালক ও নৌকা সংগঠকদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার বিকেলে উল্লাপাড়া পৌর শহরের পাটবন্দরের ময়নাটকি সিনেমা হলের পাশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, বিডি নৌকা বাইচ প্রতিযোগিতার উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম পলাশ। রুহুল কবিরের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিডি নৌকা বাইচের পরিচালক জি.এম শান্ত মন্ডল, মানবজমিন পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ সাহান,গ্রামীণ বিডি নৌকার পরিচালক মোঃ রাকিবুল ইসলাম,কন্টেইনার তিতাস পারভেজ,কৈর্বত্যগাঁতী দ্রুতযানের পরিচালক আমিরুল ইসলাম,নিউ একতা চ্যালেঞ্জের পরিচালক খায়রুল ইসলাম,বিডি নৌকা বাইচের সদস্য সোহেল রানা প্রমুখ। পরে অনুষ্ঠানে সেরা মাঝিমাল্লা, সারিয়ালদ্বার,আড়ং,পরিচালক,নৌকা পরিচালক ও নৌকা সংগঠকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

  • শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আরিফ সম্পাদক শ্যামল

    শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আরিফ সম্পাদক শ্যামল

    লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

    মুন্সীগঞ্জের শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আরিফ হোসেন (দৈনিক মানবজমিন) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম শ্যামল(দৈনিক আলোকিত সকাল)।

    শনিবার ২৭ ডিসেম্বর বিকালে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

    ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাজাহান খান(আমার সংবাদ),সহ-সম্পাদক মীর রাতুল দৈনিক সকালের সময়), সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব(নয়াদিগন্ত),কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম তাপস(সাপ্তাহিক সত্য প্রকাশ),আইন সম্পাদক মেহেদী হাসান শাহবাৎ (ডেইলী ইন্ড্রাস্ট্রি),দপ্তর সম্পাদক মুনীরুল ইসলাম (ইনকিলাব),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুখ খান সুজন(জনবানী), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সিপু (দিন প্রতিদিন),কার্যকরী সদস্য মো. রেজাউল করিম রয়েল (যায়যায়দিন), মুজিব রহমান (সাপ্তাহিক মুন্সীগঞ্জ সংবাদ), মোহন মোড়ল (সাপ্তাহিক বিক্রমপুর চিত্র),উজ্জ্বল দত্ত (আজকালের খরব), আজিজুল ইসলাম রনি (দিনকাল)।

    এদিন শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুজিব রহমান, নির্বাচন কমিশনার মো. রেজাউল করিম রয়েল ও মোহন মোড়ল।

    কার্যকরী কমিটির তিনটি পদে কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা প্রেস ক্লাবের তিন সদস্যকে গঠনতন্ত্র মোতাবেক কোঅপ্ট করে কার্যকরী সদস্য হিসাবে পদায়ন করা হয়।

    ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী এই কমিটি আগামী ২০২৬-২০২৭ সাল পর্যন্ত শ্রীনগর প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবে।