Category: দেশজুড়ে

  • কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি বাস্ত-বায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে বাগেরহাট জেলা জামায়াতের স্মারকলিপি পেশ

    কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি বাস্ত-বায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে বাগেরহাট জেলা জামায়াতের স্মারকলিপি পেশ

    শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
    জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ০৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা।
    রবিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি জমা দেন বাগেরহাট জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
    জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে এদিন বেলা ১২ টার দিকে জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মীদের নিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের আগে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রবেশ করে।
    এ সময় আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির, খুলনা অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা জামায়াতের নায়েবে আমির জননেতা এ্যাডঃ মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, মাওলানা আলতাফ হোসাইন,শেখ মনজুরুল হক রাহাদ,মাওলানা আবুল কাশেম, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম ও সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ। জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান,কচুয়া উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, মংলা উপজেলা আমির মাওলানা আবু হানিফ ও বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসান সহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার নেতা-কর্মীবৃন্দ।
    জামায়াত কর্তৃক প্রদত্ত স্মারকলিপিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ যে দাবি জানিয়ে আসছে তার দ্রুত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রতি দাবি জানানো হয়।

  • মোরেলগঞ্জে ৮৪ হাজার শিশু-কিশোর পাচ্ছে টাই-ফয়েড টিকা,শুরু হয়েছে টিকাদান ক্যাম্পেইন

    মোরেলগঞ্জে ৮৪ হাজার শিশু-কিশোর পাচ্ছে টাই-ফয়েড টিকা,শুরু হয়েছে টিকাদান ক্যাম্পেইন

    শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে ৮৪ হাজার শিশু কিশোর ও শিক্ষার্থীরা পাচ্ছেন টাইফয়েড টিকা। এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্ধোধন করেন বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. আ: স: মো: মাহবুবুল আলম।
    রবিবার সকালে দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রিশাদ আজিম, জেলা স্বাস্থ্য তত্বাবধয়ক গোবিন্দ্র চন্দ্র দাস, মেডিকেল টেকনোলজি (ইপিআই) দিপক কুমার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রিয়াদ হোসেন সোহাগসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
    জানাগেছে, সারাদেশের ন্যায় সরকারিভাবে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ১৮ দিন ব্যাপী টাইফয়েড ভ্যাক্সিন কার্যক্রম চলমান থাকার অংশ হিসেবে এ উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত ৮৪ হাজার কমিউনিটি শিশু কিশোর ও প্রাক থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীরা পাচ্ছেন এ টিকা। স্কুল পর্যায়ে ৫৬ হাজার ২৬২ জন শিক্ষার্থী রেজিষ্টেশনেরমাধ্যমে এবং জন্মনিবন্ধন ব্যতি রেখে কমিউনিটি ২৭ হাজার ৮শ’ ১৯ জন শিশু কিশোর এ টিকার আওতায় থাকছেন। স্কুল ও কমিউনিটি পর্যায়ে ৭ ৫৩ টি কেন্দ্রে একযোগে ৯৭ জন টিকা কর্মী ১৪৫ জন স্বেচ্ছাসেবক ৪৮ জন সুপার ভাইজার, এ কার্যক্রম সফল করতে মাঠ পর্যায়ে কাজ করছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন।

  • নাটোরের নলডাঙ্গা উপজেলায় টাই-ফয়েড ভ্যাকসিন এর শুভ উদ্বোধন করলেন ডা: জুনাইদ হোসেন লেলিন

    নাটোরের নলডাঙ্গা উপজেলায় টাই-ফয়েড ভ্যাকসিন এর শুভ উদ্বোধন করলেন ডা: জুনাইদ হোসেন লেলিন

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি:

    নাটোরের নলডাঙ্গা উপজেলায় টাইফয়েড ভ্যাকসিন এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করলেন ডা: জুনাইদ হোসেন লেলিন। অদ্য সকাল ৮ ঘটিকায় নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ নং মাধনগর ইউনিয়ন,৩ নং ওয়াড, ১২ নং বাঁশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে টাইফয়েড ভ্যাকসিন এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন ডা: জুনাইদ হোসেন লেলিন UHF&PO নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, তিনি আগত অভিভাবক গনের সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য বিভাগের সকল প্রোগ্রাম সঠিক লক্ষ্যে পৌঁছাতে কিছু কথা বলেন টাইফয়েড জ্বর সালমোনেলা টাইফি নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়, যা দূষিত খাবার ও পানীয় গ্রহণের মাধ্যমে ছড়ায়। অস্বাস্থ্যকর ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, অনিরাপদ জল এবং দুর্বল পরিচ্ছন্নতা পরিকাঠামোর কারণে এই রোগের প্রাদুর্ভাব ঘটে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন এ,কে,এম, খোরশেদ আলম কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার বাঁশিলা কমিনিটি ক্লিনিক, অতীশ দিপঙ্কর স্বাস্থ্য সহকারী মাধনগর ইউনিয়ন, কোহিনূর খাতুন পরিরার কল্যান সহকারী মাধনগর ইউনিয়ন, শিউলি খাতুন (প্রধান শিক্ষক) (ভারপ্রাপ্ত)বাঁশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোলাম মোস্তফা ( সহকারী শিক্ষক) বাঁশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,শেখ আবু নওশাদ (সহকারী শিক্ষক)বাঁশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,তানজিলা খাতুন (সহকারী শিক্ষক)বাঁশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,খোরশেদ আলম অফিস সহায়ক নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এছারাও এলাকার সচেতন গণ্যমান্য ব্যক্তিগণ।

  • ৩৪ বছর ইমামতি করার পর সুজানগরে সজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বি-দায়

    ৩৪ বছর ইমামতি করার পর সুজানগরে সজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বি-দায়

    সুজানগর(পাবনা)প্রতিনিধি : পাবনার সুজানগরে ৩৪ বছর ইমামতি করার পর ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে একটি মসজিদের ইমামকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে। উপজেলার ভঁায়না ইউনিয়নের মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ্ব আব্দুল মান্নান কে শুক্রবার জুমার নামাজের পর ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
    ৭৫ বছর বয়সী ইমাম হাফেজ আলহাজ্ব আব্দুল মান্নানের বাড়ি উপজেলার তঁাতিবন্দ ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে । তিনি ১৯৯১ সাল থেকে টানা ৩৪ বছর ধরে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তঁার সম্মানে এ ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।
    মসজিদ প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তঁাকে বাড়ইপাড়া গ্রামে পৌঁছে দেওয়া হয়। সেই গাড়ির পেছনে ছিল গ্রামের যুবকদের মোটরসাইকেলের বহর ও মুরুব্বিদের ভ্যান গাড়ি বহর। গ্রামের সর্বস্তরের মানুষ ইমামকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে ভিড় করেন।বিদায়ের সময় এলাকাবাসীর সঙ্গে সালাম বিনিময় করেন ইমাম হাফেজ আব্দুল মান্নান।
    স্থানীয় বাসিন্দা আলহাজ্ব আব্দুল ওহাব বলেন, ‘ইমাম সাহেব ছিলেন আমাদের অভিভাবকতুল্য। তিনি শুধু ইমামতি করেননি, আমাদের জীবনের নানা দিকনির্দেশনা দিয়েছেন। তঁার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি। এ আয়োজনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠেছে মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা বলেও জানান তিনি ।
    বিদায়ের পূর্বমুহূর্তে আবেগজড়িত কণ্ঠে ইমাম হাফেজ আব্দুল মান্নান বলেন, জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর মথুরাপুর গ্রামের মানুষের মাঝে কেটেছে। আমি সারা জীবন দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝিনি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। বিদায় অনুষ্ঠানে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাতেম আলী খান, ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমান খোকন মাস্টার, মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবু, মজিবর রহমান, আব্দুল্লাহ আল মামুন, নবীন সেখ, ফজলু প্রামানিক, ইয়াসিন আলী মিয়া, মোহাম্মদ রোকন প্রামানিক, কাদের প্রামানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • পাবনা-২ আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী হিসেবে অধ্যাপক কে,এম হেসাব উদ্দিনের নাম ঘো-ষণা

    পাবনা-২ আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী হিসেবে অধ্যাপক কে,এম হেসাব উদ্দিনের নাম ঘো-ষণা

    এম এ আলিম রিপনঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৯পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক-ই আজম । পাবনা-১ ও ২ সংসদীয় আসন পুনর্বিন্যাসের ফলে নতুন করে রুকনদের ভোটের পর শনিবার ১১ অক্টোবর পাবনা দারুল আমান ট্রাস্টে এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বৈঠকে পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমীর মাওলানা ইকবাল হোসাইন ও মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারী আব্দুল গাফফার খানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,৬৯পাবনা-২(সুজানগর-বেড়া) আসনে ঘোষিত সংসদ সদস্য প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র শিবির নেতা অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বর্তমানে সুজানগর উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক কে এম হেসাব উদ্দিন এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর ও সুজানগর উপজেলা শাখার সেক্রেটারী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

    সুজানগর প্রতিনিধি।।

  • পাইকগাছায় জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ছাত্র-যুব সমা-বেশ অনুষ্ঠিত

    পাইকগাছায় জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ছাত্র-যুব সমা-বেশ অনুষ্ঠিত

    ইমদাদুল হক,,পাইকগাছা ( খুলনা ) ।।

    খুলনার পাইকগাছায় ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রশাসনের বিভিন্ন স্তরে অস্থিরতা বাড়ছে। দুই একজন উপদেষ্টা এবং প্রশাসন গোপনে গোপনে ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। তারা কেমন যেন একটা চাপের মধ্যে আছে। তবে চক্রান্ত-ষড়যন্ত্রের গোপন পথ ছেড়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে তিনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

    তিনি আরো বলেন, ২৪ এর গণ আন্দোলনের ছাত্র-জনতার যুদ্ধ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর আমাদের দ্বিতীয় যুদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে। সেই দ্বিতীয় যুদ্ধে ছাত্র-জনতাকে জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে ইসলামের পক্ষের শক্তিকে পাঠাতে হবে। সেক্রেটারি জেনারেল বলেন, “জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে এমন ব্যবস্থা চালু করা, যাতে সবার শিক্ষা নিশ্চিত হয়। দ্বিতীয় কাজ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠন।” তিনি আরও বলেন, সুবিচার প্রতিষ্ঠায় কুরআনের আইনকে সংসদে পাঠাতে হবে এবং কুরআনের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে। এজন্য তিনি দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

    শনিবার (১১ অক্টোবর) সকাল ৯ টায় খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

    পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

    পাইকগাছা উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, দক্ষিণ জেলা সভাপতি আবু জার আল গিফারী, মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাউসুল আযম হাদী, মহানগরী কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট লিয়াকত আলী, মাওলানা আমিনুল ইসলাম ও অধ্যাপক নূরুজ্জামান মল্লিক, জেলা ইউনিট সদস্য মাওলানা শেখ কামাল হোসেন, কাজী তামজীদ আলম, অ্যাডভোকেট আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল মোমিন, পাইকগাছা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আহম্মদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হান্নান ও মাওলানা আব্দুস সবুর, পৌরসভা আমীর ডা. আসাদুল হক ও সেক্রেটারি মিজানুর রহমান, পাইকগাছা বাস মালিক সমিতির সহ-সভাপতি ও পাইকগাছা বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি অমরেশ চন্দ্র মন্ডল, পাইকগাছা দক্ষিণ থানা ছাত্রশিবিরের সভাপতি তারিক মাহমুদ শিশির ও উত্তর থানা সভাপতি খালিদ মাহমুদ রেজা, হাফেজ সাইফুল ইসলাম প্রমুখ।

    গোলাম পরওয়ার বলেন, “এর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে। ইসলামী দলগুলোর মধ্যে এখন ঐক্য তৈরি হয়েছে-এই ঐক্য থাকলে বাকিরা বাতিলের খাতায় চলে যাবে।” নির্বাচনে জয়ী হলে জামায়াত নেতারা কোনো সরকারি প্লট, গাড়ি, বাড়ি বা অন্যান্য সুবিধা গ্রহণ করবেন না বলেও ঘোষণা দেন তিনি। একইসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও এমন ঘোষণা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন।

    জামায়াতে এই সেক্রেটারি জেনারেল আরও বলেন, দেশবাসী অনেক শাসন দেখেছে এবার নতুন কিছু দেখতে চায়। এবার চায় লাঙল দিয়ে ধান চাষ করে নৌকায় করে বাড়ি তোলা হয়েছে এবার অন্ততঃ দাড়িপাল্লা দিয়ে তা’ মেপে বুঝপর করতে হবে। তিনি বলেন, দুর্নীতি, অনিয়ম, অপশাসন দূর করতে আল কুরআনের শাসনের কোন বিকল্প নেই। তাই দেশের সকল ইসলামী দলের সাথে একটি বোঝাপড়া হয়েছে। সেই জোটের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের ভোটের মূল্যায়ন করতে হবে। বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি এবার অন্তত: ভোটদান নিশ্চিত করা হবে সেই প্রত্যাশা জনগণের।

    মাওলানা আবুল কালাম আজাদ আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে উল্লেখ করে বলেন, অনেকে পিআর পদ্ধতির সমালোচনা করছেন। কিন্তু যারা পিআর বোঝেন না তাদের রাজনীতি করার কিংবা ক্ষমতায় যাওয়ার দরকার নেই। প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহবান জানিয়ে তিনি এলাকার উন্নয়নে তাদের অবদান রাখার আহবান জানান। এ সময় তিনি কয়রা-পাইকগাছার উন্নয়নে ২০ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, জামায়াতের নেতৃত্বে ইসলামী জোট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দু’টি উপজেলা নিয়ে সুন্দরবন জেলা গঠনসহ অন্যান্য সব সমস্যার পর্যায়ক্রমে সমাধান করা হবে ইনশাআল্লাহ।

    ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, গণঅভ্যুত্থানের পর একটি রাজনৈতিক দল মনে করেছিল আগের মতো যেনতেন নির্বাচনের মাধ্যমে তারা যে কোন মূল্যে ক্ষমতায় চলে যাবে। এ জন্য ফ্যাসিবাদের আমলে যতনা তাদের নেতাকর্মী খুন হয়েছে তার চেয়ে বেশি অন্তর্কলহে ৫ আগস্টের পর দলীয় নেতাকর্মী খুন হয়েছে। সুতরাং এ থেকেই মানুষ বুঝে গেছে তারা ক্ষমতায় গেলে দেশের কি অবস্থা হবে। এ জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বার বার তাদের ভোট বিপর্যয় ঘটছে। এতে তারা এখন আর ভোটে আসতেও ভয় পাচ্ছে। ওই দলটি স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার কারণ হচ্ছে আগে জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতায় গিয়ে আগের ন্যায় যেনতেনভাবে নির্বাচন দিয়ে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করবে। কিন্তু তারা বড় দল হতে পাওে কিন্তু মানুষ এখন আর তাদের বিশ্বাস করে না। মানুষ এখন পরিবর্তনের স্বপ্ন দেখছে। সেই জোয়ারে নেতৃত্ব দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।

  • ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতিকে নিয়ে মি-থ্যা সংবাদ প্রকাশিত হওয়ার প্র-তিবাদে সংবাদ সম্মেলন

    ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতিকে নিয়ে মি-থ্যা সংবাদ প্রকাশিত হওয়ার প্র-তিবাদে সংবাদ সম্মেলন

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বিরুদ্ধে দৈনিক আমার দেশ পত্রিকায় মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশিত হবার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, গত ১০ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের সাথে জড়িয়ে জেলা বিএনপির সভাপতিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয় যা সত্য নয়। জেলা বিএনপির সভাপতিকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য এই সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এম এ মজিদ বলেন, আসাদুজ্জামানের সাথে তার কোনদিন ব্যবসায়িক লেনদেন ছিলো না এবং এখনো নেই। আসাদুজ্জামানের এক আত্মীয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় তাকে হেনস্থা করা হয়।

    সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, মুকুল হোসেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • আশুলিয়ার ভাদাইলে সেফটি ট্যাংক পরিষ্কারের সময় বি-স্ফোরণে নিহ-ত ১, আহ-ত ৫

    আশুলিয়ার ভাদাইলে সেফটি ট্যাংক পরিষ্কারের সময় বি-স্ফোরণে নিহ-ত ১, আহ-ত ৫

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ভাদাইলে সেফটি ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে নিহত ১, আহত ৫ জন। স্থানীয়রা জানান, ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলে বাসাবাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে মোঃ গোলাম রাব্বানী (৫০) নামের একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর বলে জানা যায়।

    শনিবার (১১ অক্টোবর ২০২৫ইং) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মোঃ রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

    নিহত গোলাম রাব্বিনী (৫০) ওই বাড়ির ম্যানেজার বলে জানা যায়। তবে প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    আহতরা হলেন- সুইপার ইমান আলী (৪৫) এবং ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মোঃ রোহান (০৭)। আহতদের মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা গুরুত্বর বলে জানায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা৷ বাকি আহতরা ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

    স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই টিনশেড বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য তারা সুইপার নিয়ে আসেন ওই বাড়িতে, পাশাপাশি দুইটি সেফটি ট্যাংক ছিলো। এ সময় একটি সেফটি ট্যাংক পরিষ্কার করে অন্যটি পরিস্কার করতে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে ওই সেফটি ট্যাংকের ঢাকনা বাড়ির টিন ভেঙ্গে চালের ওপর উঠে যায় এবং ওই কক্ষের নিচের পাটাতনসহ দেয়ালের কিছু অংশ ভেঙ্গে পড়ে। এ ঘটনায় বাড়ির ম্যানেজার গোলাম রাব্বিনী ঘটনাস্থলে মারা যায় এবং সুইপার ইমান আলী (৪৫) গুরুত্বর আহত হয়। এছাড়াও ওই বাড়িতে ভাড়া কক্ষে থাকা শিশুসহ আরও অন্তত ৪জন আহত হোন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

    ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, আমরা রাত ২টা ১৫ মিনিটের দিকে ঘটনার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, আহতদের চিকিৎসা চলছে।

  • আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া মোহামেডান ফুটবল কমিটির চেয়ারম্যান নি-র্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা

    আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া মোহামেডান ফুটবল কমিটির চেয়ারম্যান নি-র্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা

    মহিউদ্দীন চৌধুরী।। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়াই
    শুক্রবার বিকালে পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সে হাবিলাসদ্বীপ ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা
    ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য জাহাঙ্গীর কবীর,পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হারুন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কালাম,জিয়াউর রহমান জিয়া,সেলিম সিকদার,জাগির হোসেন মেম্বার, আবদুল মাবুদ,তাহের,জাফর,মহিউদ্দীন সাইফুল আলম,এম এ রুবেল,
    আবদুর শুক্কুর,পটিয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সাজ্জাদ হোসেন,মোহাম্মদ সোলাইমান, কামাল উদ্দিন, মোঃ সুমন, আবদুল হামিদ, বাসেল,শফিউল আলম নুরুল হাকিম,মোঃ জাহাঙ্গীর সহ আরো অনেকেই।

  • দপদপিয়া ইউনিয়ন  ডিগ্রি কলেজ পরি-দর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম

    দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরি-দর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম শনিবার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে তিনি কলেজের সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমের সমস্যাগুলো ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কলেজের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

    তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বলেন, “উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্যোগ সহনশীল হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কাওছার হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জনাব লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা জনাব খন্দকার অহিদুল ইসলাম বাদল, আন্তর্জাতিক যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান শুভ।এছাড়াও কলেজের গভর্নিং বডির সভাপতি জহিরুল ইসলাম রিমন, শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উল্লেখ্য, উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবেও কার্যকর ভূমিকা পালন করে আসছে।