Category: দেশজুড়ে

  • নড়াইল জেলা ও উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম, সম্পাদক নীল

    নড়াইল জেলা ও উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম, সম্পাদক নীল

    জান্নাতুল বিশ্বাস.নড়াইল!! নড়াইল জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের কমিটিতে নাঈম ভূইয়াকে সভাপতি ও স্বপ্নীল সিকদার নীলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটিতে সহ-সভাপতি পদে মোর্তজা মোর্শেদ খান সৌধ ও মো. রেজওয়ান মোল্যকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।

    আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য। বুধবার (২৭ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

    এছাড়া নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ১ বছরের জন্য সদর উপজেলা কমিটি ও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে আকাশ ঘোষ রাহুলকে সভাপতি ও সিদ্ধার্থ সিংহ পল্টুকে সাধারণ সম্পাদক, মাহির রহমান মৌনকে সহ-সভাপতি করা হয়েছে।

    এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধানবক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য।

    বিশেষ অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক শফিকুল আলম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুসরাত নিলা প্রমুখ।
    সম্মেলনে নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতী থানাসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

    মো জান্নাতুল বিশ্বাস
    নড়াইল প্রতিনিধি।।

  • মোংলায় সুপেয় পানি সরবরাহের টেকসই ব্যবস্থাপনার দাবীতে মানববন্ধন

    মোংলায় সুপেয় পানি সরবরাহের টেকসই ব্যবস্থাপনার দাবীতে মানববন্ধন

    মোংলা বাগেরহাট, প্রতিনিধি
    জলবায়ু ক্ষতিগ্রস্থ উপকূলীয় শহর মোংলায় সুপেয় পানি সরবরাহের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। হতদরিদ্র শ্রমজীবি মানুষের জন্য পর্যাপ্ত ওপেন ট্যাব দিতে হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ’র পুকুর গুলিকে মাছ চাষের জন্য ইজারা দেয়া বন্ধ করে পৌর কর্তৃপক্ষ মাধ্যমে ঐসব পুকুরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করতে হবে। পৌরবাসীর নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নিতে হবে। ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে চরকানা পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘ’র সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ’র সভাপতি সাংবাদিক মো. নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাগরিক নেতা নাজমুল হক, পরিবেশকর্মী শেখ রাসেল, সংবাদকর্মী হাছিব সরদার, বাদাবন সংঘ’র ওজিফা খাতুন প্রমূখ। মানববন্ধনে বক্তারা আরো বলেন দীর্ঘদিন মোংলা পোর্ট পৌরসভার খাবার পানির সংকট বিরাজমান। সরবরাহের তুলনায় পৌর এলাকায় গ্রাহকের সংখ্যা যেমন বেশী আছে অন্যদিকে অর্ধেক পারিবারকে এখনো পানির সংযোগ’র আওতায় আনা সম্ভব হয়নি। জলবায়ু ক্ষতিগ্রস্থ অভিবাসনবান্ধব উপকূলীয় শহর মোংলায় অগ্রাধিকার ভিত্তিতে পানির সংকট সমাধানের জন্য সরকার ও পৌর কর্তৃপক্ষ’র প্রতি আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে নাগরিক সমাজের নেতৃবৃন্দ, নারী নেত্রীবৃন্দ, উন্নয়নকর্মী ও কয়েকশো শ্রমজীবি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

  • সুন্দরগঞ্জে কমিশনারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিহারের দাবীতে মানববন্ধন

    সুন্দরগঞ্জে কমিশনারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিহারের দাবীতে মানববন্ধন

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জে পৌর কমিশনারের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

    সুন্দরগঞ্জ পৌর পরিষদ ও কর্মকর্তা- কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সামনের রাস্তায় তিন তিনবারের নির্বাচিত সফল কমিশনার মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষণ মামলা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ সরকার রেজা ডাবলু, প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব,পৌর কমিশনার মাহবুবর রহমান,শাহিন প্রামানিক,মাজেদুর রহমান রুনু,লাবলু মিয়া, মহিলা কমিশনার রত্না রানী, কর্মকর্তা কর্মচারী সার্ভিস এ‍্যাসোসিয়শনের সভাপতি মোকলেছুর রহমান, ইঞ্জিনিয়ার ও সচিব শহিদুল ইসলাম প্রমূখ।
    মেয়র তার বক্তব্যে বলেন, আমার জানা মতে হাবিবুর রহমান একজন সাদাসিধে মানুষ,তার জনপ্রিয়তায় সেটা প্রমাণ করে.। জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসায় পরপর তিনবার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।তাকে হেয়প্রতিপন্ন ও তার মান-সম্মান খুন্ন করার জন‍্য পরিকল্পিত ভাবে এ মিথ‍্যা মামলা করা হয়েছে। তাছাড়া যে তারিখ উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে সে তারিখে পৌরসভায় সরকার কর্তৃক ভিজিএফ চাউল বিতরণ হয়েছে। পৌর কাউন্সিলর হাবিবুর রহমান সারাদিন পৌরসভায় স্বশরীরে উপস্থিত ছিলেন।আমি এ মিথ‍্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

  • গোদাগাড়ীতে পদ্মানদী থেকে এক অজ্ঞান ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

    গোদাগাড়ীতে পদ্মানদী থেকে এক অজ্ঞান ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মানদী থেকে এক অজ্ঞান ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
    বুধবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার পিরিজপুর এলাকার পদ্মানদী থেকে লাশ উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থনার ওসি কামরুল ইসলাম বলেন, একটি গলিত লাশ পদ্মা নদীতে ভেসে যাচ্ছিল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবর দিলে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদেন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেখে পরিচয় সনাক্ত করার উপায় নাই। তবে পরিচয় সনাক্তের জন্য লাশটির ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • টাঙ্গাইলের মধুপুরে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

    টাঙ্গাইলের মধুপুরে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে সিআইজি গ্রুপের সদস্যদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মধুপুর এই অনুষ্ঠানের আয়োজন করে।
    ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের আওতায় আয়োজিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকুরা নাম্নী, কৃষক মো. রফিকুল ইসলাম প্রমূখ।
    কংগ্রেস শেষে কৃষি প্রণোদনার আওতায় ২টি সিআইজি গ্রুপকে দুইটি মিনি ট্রাক ও একজন কৃষককে পাওয়ার টিলার প্রদান করা হয়।

  • মধুপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    মধুপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ২/২০২২-২৩ মৌসুমে কৃষি পূনর্বাসন কর্মীসূচীর আওতায় সাম্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ উফশী রোপা আমন ধানের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
    বৃহস্পতিবার (২৮ জুলাই ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়।

    বিতরণ অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।

    এসময় আরও উপস্হিত ছিলেন উপজেলা সহকারীকমিশনার ভূমি মো. জাকির হোসেন, উপজেলা কৃ্ষিকর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক হোসেন খান, অতিরিক্ত কৃষিকর্মকর্তা শাকুরা নাম্নী সহ উপজেলা উপ-সহকারী কৃষিকর্মকর্তাগন।

  • কুমিল্লা সদর এমপি বাহারের মত বিনিময় সভা

    কুমিল্লা সদর এমপি বাহারের মত বিনিময় সভা

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা সদরের আমড়াতলী ইউনিয়নের ১,২,৩, নং ওয়ার্ডের সাধারণ জনগনের অধিকার নিয়ে গত বুধবার দুপুরে ঐ ইউনিয়নের রত্নাবতী আলী আমেনা উচ্চ বিদ্যালয় মাঠে শতশত জনসাধারণের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সর্বস্তরের জনগণের মতবিনিময় সভায় ৪ নং আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের সার্বিক পরিচালনায় উপজেলা চেয়ারম্যান অ্যাডঃমোঃআমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও জনসাধারণের প্রশ্নের সমাধান দেন সদর আসনের সাংসদ আকম বাহাউদ্দীন বাহার এমপি, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস জাকিয়া আফরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারেকুর রহমান জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল,এসময় জনসাধারণের সমস্যা নিয়ে প্রশ্নের জবাব ও সমাধান দেন সাংসদ। এমপি আ,কম,বাহাউদ্দীন বাহার গত পাচ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। বাকি অসম্পূর্ন কাজ সম্পূর্ণ করার আশ্বাস দেন। পরে এক ভোজের মাধ্যামে আনন্দ মুখর পরিবেশে শেষ হয়।

  • দৈনিক দেশ রূপান্তর সম্পাদকের মৃত্যুতে বিএমএসএফের শোক

    দৈনিক দেশ রূপান্তর সম্পাদকের মৃত্যুতে বিএমএসএফের শোক

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    ঢাকা,বৃহস্পতিবার, ২৮ জুলাই,২০২২: দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব আর নেই (ইন্না….রাজেউন)। তিনি বৃহস্পতিবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চলে গেছেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

    এক শোক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলী সাদিক খান শোক ও শোকাতর্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, অমিত হাবিবের সম্পাদনায় অতি অল্প সময়ে দৈনিক দেশরূপান্তর পত্রিকাটি পাঠক হৃদয়ে স্থান করতে সক্ষম হয়েছিলেন।

  • কাল‌কি‌নি‌তে টেন্ডার হওয়া রাস্তা বাস্তবায়‌নে বাধা  প্রভাবশালী‌দের

    কাল‌কি‌নি‌তে টেন্ডার হওয়া রাস্তা বাস্তবায়‌নে বাধা প্রভাবশালী‌দের

    মোঃ মিজানুর রহমান, কাল‌কি‌নি ডাসার প্র‌তি‌নি‌ধিঃ
    মাদারীপু‌রের কাল‌কি‌নি উপ‌জেলার চর‌দৌলতখান ইউ‌নি‌য়ের মোক্তার হাট বাজা‌রের প‌শ্চিম পা‌শে কেন্দ্রীয় ছাত্রলী‌গের সা‌বেক ছাত্রলীগ নেতা মোঃ শওকত হোসাই‌নের বা‌ড়ি যে‌তে ৯০ ফিট রাস্তা, ঠিকাদার প্র‌তিষ্ঠান রাস্তা কর‌তে এলে এক‌টি প্রভাবশালী মহল বাধা দেয়।
    আজ ২৮ জুলাই বৃহস্প‌তিবার সকা‌লে এ ঘটনা ঘ‌টে প‌রে কাল‌কি‌নি থানার এস.আই. হা‌চিব ও এস.আই. মিলন মিয়া উপ‌স্থিত থে‌কে প‌রি‌বেশ শান্ত ক‌রেন। এসময় তা‌রেক সিকদার ও রু‌বেল সিকদার রাস্তার জ‌মির মা‌লিকানা দা‌বি কর‌লে দা‌য়িত্বরত এসআই রাস্তার কাজ সাম‌য়িক বন্ধ রাখার অন‌ু‌রোধ জানান ঠিকাদার প্র‌তিষ্ঠান‌কে।

  • ময়মনসিংহ সিটির উন্নয়ন কর্মকাণ্ডকে নাগরিকদের কাছে পৌঁছাতে  ভূমিকা রাখবে নগরবার্তা

    ময়মনসিংহ সিটির উন্নয়ন কর্মকাণ্ডকে নাগরিকদের কাছে পৌঁছাতে ভূমিকা রাখবে নগরবার্তা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের সংবাদ, ঘোষণা, পরিকল্পনা ইত্যাদি নিয়ে ত্রৈমাসিক প্রকাশনা ‘নগরবার্তা’র মোড়ক উন্মোচন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

    বৃহস্পতিবার (২৮শে জুলাই) বিকেল ৪ টায় সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে এ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মেয়র।

    নগরবার্তার উদ্বোধনকালে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মকাণ্ডকে নাগরিকদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নগরবার্তা। তাছাড়া ইতিহাস সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে নগরবার্তা।

    মেয়র আরও বলেন, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এ দায়বদ্ধতাকে আরও জোরালো করবে সিটি কর্পোরেশন এর এই ত্রৈমাসিক প্রকাশনা। এ সময় মেয়র এ প্রকাশনাকে সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

    প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও অন্যন্য কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মতিউর আলম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।