Category: দেশজুড়ে

  • গৌরনদী টরকী বন্দরের ঘটনা খাজনা  নিয়ে ব্যবসায়ীদের সাথে ইজারাদারদের বিরোধ, সমাধান করলেন পৌর মেয়র

    গৌরনদী টরকী বন্দরের ঘটনা খাজনা নিয়ে ব্যবসায়ীদের সাথে ইজারাদারদের বিরোধ, সমাধান করলেন পৌর মেয়র

    রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।

    বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর, দুই শত বছরেরও বেশি এই পুরনো বন্দর ব্রিটিশ বন্দর হিসেবেও অনেকের কাছে পরিচিত। আড়িয়াল খাঁ শাখা নদী পালরদী নদীর তীরে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত এই বন্দর।

    নদী তীরে অবস্থিত ট্রলার ঘাট ও বিআইডব্লিউ এ’র ঘাট, দুইটি ঘাটই প্রতিবছর সরকারিভাবে ইজারা দেওয়া হয়, তবে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে অনেকেই এই ঘাট সরকারি রেট এর চেয়ে তিন গুণ চারগুন বেশি রেটে ডেকে আনেন যার বলি হয় বন্দরের ব্যবসায়ীরা।
    ব্যবসায়ীদের কাছ থেকে দাবি করা হয় অতিরিক্ত ঘাট খাজনা,যা চলতি বছর মাত্রা ছাড়িয়ে গেলে বন্দরের ব্যবসায়ীরা অভিযোগ করেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের কাছে, সেই অভিযোগের ভিত্তিতে তিনি এই অঞ্চলের গণমানুষের নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশে ৩০জুলাই শনিবার দুপুর সাড়ে বারোটায় বন্দরের ট্রলার ঘাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন, এবং বিগত বছরের চেয়ে অতিরিক্ত ঘাট খাজনা আদায় এবং প্রদান করতে নিষেধ করেন

    ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তার টরকি বন্দরে আগমন এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধান করায় বন্দরের ব্যবসায়ীরা আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,

    মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন,টরকি বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি রাজু আহমেদ হারুন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন হাওলাদারসহ অন্যান্যরা।

  • মোংলায় স্কুলের নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

    মোংলায় স্কুলের নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    মোংলায় একটি স্কুলের নির্মাণাধীন সেফটিক ট্যাংকের জন্য খনন করা ডোবায় পড়ে ২১ মাসের শিশুর মৃত্যু হয়েছে।
    শনিবার (৩০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর মামা মানিক খান জানান, পৌর শহরের কবরস্থান এলাকায় বসবাস করেন তার বোন খাদিজা বেগম (৪০)। শনিবার সকাল ৯টার দিকে খাদিজা বেগম তার ছোট শিশু সন্তান ইয়ামিন হোসেন (২১ মাস)কে নিয়ে দিগন্ত কলোনী এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। শিশু ইয়ামিন নানা বাড়ি আসার পর সকাল সাড়ে ১০টার দিকে কলোনীর দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেফটিক ট্যাংকির ডোবায় পড়ে যায়। এরপর খোঁজাখুজির এক পর্যায়ে ডোবার মধ্যে শিশুটির মরদেহ ভাসতে দেখে আত্মীয়স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ইয়ামিনের বাবা বাবুল হোসেন পেশায় একজন টমটম চালক। তার তিন ছেলের মধ্যে ইয়ামিন সবার ছোট। নিহত শিশুর মামা মানিক আরও বলেন, “সংশ্লিষ্ট ঠিকাদার বিদ্যালয়ের সেফটিক ট্যাংকি নির্মাণের জন্য দুই বছর আগে ৭-৮ ফুটের গভীরতার একটি ডোবা করে রাখে। সেই ডোবায় পড়ে তার ভাগিনা মারা গেছে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিএম আল-আমিন বলেন, দিগন্ত স্কুলের তিনতলা বিশিষ্ট টয়লেট নির্মাণের কাজ করছেন ঠিকাদার প্রতিষ্ঠান বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। তারা দুইতলা পিলার ও ছাদ দিয়ে রেখেছেন এবং সেফটিক ট্যাংকির জন্য বড় ডোবা করে ফেলে রাখেন।
    ঠিকাদারের গাফিলতিতে সেই ডোবায় পড়ে এই শিশুটির মৃত্যু হয়েছে বলে বলে জানান তিনি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহান আহমেদ বলেন, সংশ্লিষ্ট টিকাদারকে বার বার দ্রুত কাজ শেষ করার জন্য বলা হলেও তা করেননি। এই ঠিকাদারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এনিয়ে আলোচনা করছি। ঠিকাদার প্রতিনিধি তুহিন আহমেদ বলেন, এটা নিছক দুর্ঘটনা, তারপরও শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
    এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র রায় ঘোষ বলেন, দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণের জন্য বড় ডোবা খুড়ে রাখে সংশ্লিষ্ট ঠিকাদার। এ ঘটনায় তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। নিহতের সুরতহাল রিপোর্ট করার পর দাফনের জন্য তার পরিবারকে অনুমতি দেয়া হয়েছে বলেও জানান ওসি।

  • ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা- চেয়ারম্যান এম এ হাশেম

    ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা- চেয়ারম্যান এম এ হাশেম

    মহিউদ্দীন চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দানে গতকাল বিকালে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা ‘ মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনীর সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব, মুহাম্মদ নুরুল আমিন টিটুর
    সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে
    উদ্বোধক ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হাশেম, বক্তব্য রাখেন,ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্হাপক, কে এম আবুল হোসেন,মুহাম্মদ জসীম উদ্দীন,কামাল উদ্দিন,নজরুল ইসলাম টিপু,ওমর ফারুক,ওয়ায়েজ ছিলেন শায়খ মুহাম্মদ আব্দুল মোস্তাফা রহিম আযহারী,মুহাম্মদ আরিফ রায়হান কাদেরী,মাওলানা সাইফুদ্দীন খালেদ,নাতে রসূল দঃ পরিবেশন করেন, শায়ের মহিউদ্দিন তানভির। এসময় চেয়ারম্যান এম এ হাশেম বলেন, মুসলিম উম্মাহ’র জন্য এক শোকাবহ দিন। পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় দিন।
    এইদিন মহানবীর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। রাসুল পরিবারের এই আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী চিরস্মরণীয়।
    তাঁদের এই ত্যাগ ইসলামকে করেছে আরো সমুন্নত, আরো উজ্জ্বল। ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা।

  • সিমেন্ট ক্রসিং আহম্মদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসার  ময়দানে বার্ষিক ওরস অনুষ্ঠিত

    সিমেন্ট ক্রসিং আহম্মদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে বার্ষিক ওরস অনুষ্ঠিত

    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার ব্যবস্থাপনায়, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত আওলাদে রাসুল (দ.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ.) এর বার্ষিক ওরশ শুক্রবার নগরের সিমেন্ট ক্রসিং আহম্মদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

    ওরশ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বা’দ ফজর পবিত্র কুরআন খতম, বা’দ আসর পবিত্র খতমে গাউসিয়া, বা’দ মাগরিব আউলিয়ায়ে কেরামের জীবনি আলোচনা এবং বা’দ এশা মিলাদ-ক্বিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল-এর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবী (মা.জি.আ) । প্রধান আলোচক হিসবে বক্তব্য রাখেন চরণদ্বীপ রজভীয়া সুন্নিয়া ফাযিল এর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান রিজভী । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুর রহমান ও মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল কাদেরী। আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার সম্মানিত সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি আক্তার উদ্দিন সওদারগর, বেলাল আহমেদ, জিহাদ,বাপ্পি, শাহিদ, আশিক,হাসান, ওয়াকিল, জামশেদ, নয়ন, কাওসার,সাবিদ প্রমুখ

  • বরগুনার পাথরঘাটায় সাংবাদিকের বাসায় চুরি, নিয়ে যায় ল্যাপটপ ও স্বার্ণালংকার

    বরগুনার পাথরঘাটায় সাংবাদিকের বাসায় চুরি, নিয়ে যায় ল্যাপটপ ও স্বার্ণালংকার

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার পাথরঘাটায় সাংবাদিক, কলামিস্ট ও গবেষক শফিকুল ইসলাম খোকনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘেেটছে। ২৯ তারিখ শুক্রবার দিবাগত রাত ২ টা থেকে ভোররাত ৫টার মধ্যের কোন এক সময় পাথরঘাটা পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা কলেজের পশ্চিম পাশে এঘটনা ঘটে। এসময় চোরচক্র একটি ল্যাপটপ, হাতের রুলি ১ জোড়া, কানের দুল জোড়া, হাতের অংটি ৪টি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

    শফিকুল ইসলাম খোকন পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা কলেজ রোড় এলাকার মো. সিরাজুল ইসলাম মোল্লার ছেলে ও বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এর পাথরঘাটা উপজেলা প্রতিনিধি এবং দেশের বিভিন্ন পত্রিকার কলাম লেখক।

    শফিকুল ইসলাম খোকন জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে রাত ১২টার দিকে ঘুমিয়ে পরেন। এর পরে সংঘবদ্ধ চোরের দল রাতের কোন এক সময় ঘরের ভেতরের আলমারি, ওয়ারড্রপ, সোকেস থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। তার ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে সন্ধার সময় দরজা খোলা পেয়ে চোর ঘরের মধ্যে লুকিয়ে ছিল। আমরা সবাই রাতে ঘুমিয়ে পরার পরে চোর চক্র এ কাজ করেছে।

    স্থানীয় কাউন্সিলর ও সাংবাদিক খোকনের বড় ভাই রফিকুল ইসলাম কাকন বলেন, আমার ধারনামতে যারা মাদকের সাথে জরিত তারাই এটা করতে পারে বলে আমার ধারনা তাছারা তার ল্যাপটপে বিভিন্ন রকমের তথ্য থাকে একারনেও তার ল্যাপটপটি নিয়ে যেতে পারে। আমরা আইনি ভাবে আগাবো, আশা করছি পুলিশ তদন্ত করে দোষীদের চিহ্নিত করবেন।

    এঘটনায় পাথরঘাটা থানা উপপরিদর্শক আলী হোসেন, জানান, ঘটনা শোনার পরেই ঘটনাস্থল পরিদর্শ করেছি। এঘটনায় অভিযোগ দিলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

  • পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ আক্তার হোসেন নাটোর জেলার সদর উপজেলার আলাইপুর এলাকার বাসিন্দা। শনিবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ছোট সেনভাগ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রতেক্ষদর্শী সুত্রে জানাগেছে, শনিবার দুপুরে নাটোর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ও পুঠিয়া থেকে নাটোরগামী যাত্রীবাহি একটি লেগুনা উক্ত স্থানে পৌছানো মাত্রই মুখোমুষি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় লেগুনার যাত্রী আক্তার হোসেন ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। গুরুতর আহত আক্তার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এছাড়াও লেগুনার বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় ভাবে চিকিৎকসা দেওয়া হয়। এ ব্যপারে পবা হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, নিহত আক্তার হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের আতিœয় স্বজনেরা আসলে তারা অভিযোগ না করলে লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও থানায় একটি মামলা দায়ের করা হবে বলে এ কর্মকর্তা জানান।#

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া রাজশাহী।।

  • পানছড়িতে হেলপ পিপলসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    পানছড়িতে হেলপ পিপলসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়িতে সামাজিক সংগঠন হেলপ পিপলস এর উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতার ন্যায় দমদম বায়তুল মামুর শাহী জামে মসজিদে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

    শনিবার ( ৩০ জুলাই) বিকাল ৫ টার সময় দমদম বায়তুল মামুর শাহী জামে মসজিদে ৬০টি ফলজ ও বনজ চারা রুপন করা হয়।

    এই সময় উপস্থিত ছিলেন দমদম বায়তুল মামুর শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আবদুল মোমিন ও সাধারণ সম্পাদক আলী আহমেদ,হেলপ পিপলস এর উপদেষ্টা খোরশেদ আলম,সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায়,হেলপ পিপলস পানছড়ি উপজেলা শাখার সদস্য বৃন্দসহ মসজিদ কমিটির মুসল্লী বৃন্দ।

  • রংপুরে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে আত্মহত্যা  বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    রংপুরে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে আত্মহত্যা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

    আত্মহত্যা আর নয়, করবো মোরা আত্মজয় এই স্লোগানকে সামনে রেখে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে গতকাল শনিবার সকাল থেকে রংপুর মডেল কলেজ মিলনায়তনে দিনব্যাপী আত্মহত্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
    রংপুর মডেল কলেজের অধ্যক্ষ মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
    প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের চেয়ারম্যান জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম।প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক সৈয়দা রোকসানা জামান শানু।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট কথা সাহিত্যিক নাসরিন ইসলাম, আর সি পি আই এন্ড এমএস ম্যাটসের উপাধ্যক্ষ একেএম শাহাদাৎ হোসেন, জাগ্রত পথশিশু অব বাংলাদেশের সহসভাপতি নাজনীন সুলতানা লুনা, কণ্ঠশিল্পী অন্তর রহমান, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ,
    বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু নাসের সিদ্দিক তুহিন, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগের সভাপতি শান্তনা আকতার নুরী, জাগ্রত হিরো মাঈন উদ্দিন,জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা কবি মনিরা সিরাজ সাথী, রংপুর বিভাগের সহ-সভাপতি সানু তাছমিন, কবি ধ্রবক রাজ, কবি রাজেন দাস, দিবস রায়,পূর্ণিমা রাজ,মীরা রায় কবি রাশেদুজ্জামান, শাওন ইসলাম,কবি তমঃ বিভাবরী প্রমুখ ।
    উপস্থাপনা করেন আহসান হাবীব মানিক ও ইফফাত জামান রুপা।
    উক্ত কর্মশালায় পাঁচ শত ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক সাহিত্য সংস্কৃতি কর্মি অংশ গ্রহন করেন।

  • পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ

    পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ

    মো,: বাবুল হোসেন পঞ্চগড়
    লোডশেডিং, চাল, ডাল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে

    , তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
    পঞ্চগড় পৌর যুবদলের নুর ইসলাম দিপুর নেতৃত্বে বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের মুল সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের মুল ফটকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। ৯টি ওয়ার্ডের নেতা কর্মীরা ছাড়াও পৌর যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

    এসময় নুর হোসের দিপু বক্তব্যে বলেন দেশে যে হাড়ে দ্রব্যমূল্যর দাম বাড়ছে যার কারণে মধ্যবৃত্ত,ও সাধারণ নিম্নবৃও পরিবার গুলো বাজারে ঢুকলেই তারা হিমশম খাচ্ছে। পরিবারের চাহিদা গুলো পুরণ করতে পারছেন না তারা।

    তিনি আরোও বলেন আমাদের নেতৃবৃন্দদের কোন প্রকার অভিমান না করে আগামী দিনে আন্দোলনের ডাক পেলেই সবাই কে সবকিছু ভুলে গিয়ে আন্দোলনে ঝাপিঁয়ে পড়ার জন্য সবাইকে আহ্বান করেন, নুর নবী চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, কামাল হোসেন, রোকনুজ্জামান (জাপান) প্রমুখ বক্তব্য রাখেন।

  • পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি/সম্পাদক কাউন্সিলর নির্বাচিত

    পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি/সম্পাদক কাউন্সিলর নির্বাচিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পাঁচবিবি পৌর কমিটির সভাপতি/সম্পাদক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

    পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বর্তমানে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ রাব্বানী ইস্তি ৩নং ওয়ার্ড থেকে উটপাখি মার্কায় ৮ শত ২২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী তিন বারের সাবেক কাউন্সিলর আব্দুল হান্নান রনি ডালিম মার্কায় ভোট পায় ৬ শত ১১।

    অপরদিকে সাধারন সম্পাদক উদীয়মান তরুণ নেতা মোসাইদ আল-আমিন সাদ ৯ নং ওয়ার্ড থেকে ডালিম মার্কায় ৭ শত ২০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী জাহিদ হাসান আকন্দ বাবু ব্রীজ মার্কায় ৩ শত ৯১ ভোট পায়। গত ২৭ জুলাই পাঁচবিবি পৌরসভা নির্বাচনে ৯’জন পুরুষ কাউন্সিলরের মধ্যে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি-ইস্তি ও সম্পাদক সাদ কনিষ্ঠ। এছাড়া পরাজিত কাউন্সিলর প্রার্থীদের চেয়ে তারা দু’জনেই বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ৩ নং ওয়ার্ডে উটপাখি মার্কায় ৮ শত ২২ ভোটে আরিফ রাব্বানী ইস্তি ও ৯ নং ওয়ার্ডে ডালিম মার্কায় মোসাইদ আল-আমিন সাদ ৭ শত ২০ ভোট পেয়ে বে-সরকারি ভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। অনেক প্রবীন প্রার্থীদের জামান বাজেয়াপ্ত হয়েছে বলেও তিনি জানান।