Category: দেশজুড়ে

  • কাজী নজরুল ইসলাম এর মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে ছিলো না কোনো আয়োজন

    কাজী নজরুল ইসলাম এর মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে ছিলো না কোনো আয়োজন

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি জেলাসহ উপজেলাগুলোতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর মৃত্যু বার্ষিকীকে কোন আয়োজনই শিল্পকলা একাডেমির পক্ষ থেকে করা হয়নি।

    দ্রোহ,প্রেম ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ২৯ আগষ্ট। আর এই দিনটিকে নিয়ে কবির স্মরণে এই খাগড়াছড়ি জেলা উপজেলায় কোন আয়োজনই হয়নি ?? এই প্রজন্মরা কাদের প্রেরণা নিয়ে বড় হয়ে উঠবে?? সপ্তাহ খানেক পূর্বে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করার পরও তিনি এই বিষয়ে কোন গুরুত্বই দেননি।তাহলে জেলা উপজেলা প্রশাসনের অধীনে শিল্পকলা একাডেমি সৃষ্টির উদ্দেশ্যে কি????

    এই সকল কবি মহাকবিদের যদি স্মরণ ও চর্চা নাই করা হয়,তাদের মূল্যায়ন না করা হয় তাহলে কিভাবে সভ্যতা এগিয়ে যাবে?? বাংলাদেশের অনেক জেলা উপজেলায় এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করতে দেখা গেছে। সেখানে খাগড়াছড়ি জেলায় এর কোন উদ্যোগও নেই।আর বরাবরই খাগড়াছড়ির জেলায় এই কালচারাল সেক্টরটার প্রতি প্রশাসকের অবহেলায় বিদ্যমান রয়েছে।

    এই কবি ও মহা কবিদের অবহেলা ও অসম্মান এর পেছনে কি অযোগ্য নেতৃত্ব কিংবা অনবিজ্ঞ ব্যক্তিকে দায়িত্বে বসানোর সামিল নয়?এই সভ্যতা ও সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সব অবস্থান থেকে প্রতিবাদ গড়ে উঠা অত্যন্ত জরুরী।না হলে আগামীর সমাজ কখনো সুন্দর ও সুশৃঙ্খল হিসেবে গড়ে উঠবে না।

    আর এইদিকে এই নিয়ে শিল্পীসমাজে নেমে এসেছে হতাশা।পানছড়ি উপজেলার স্বনামধন্য শিল্পী ও সঙ্গীত শিক্ষক থোয়াই অঙ্গ চৌধুরী এই নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন যে সমাজে রবীন্দ্র- নজরুল চর্চা হয়না।সে সমাজে আদর্শবান ও ভালো ব্যক্তি উঠে আসবে কিভাবে তা প্রশ্ন থেকে যায়।

    এইছাড়াও পানছড়ি উপজেলার ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মতিউর রহমান বলেন: সবাই যার যার ধান্দায় ঘুরে,সংস্কৃতির দিকে মন নেই। এজন্যইতো সামাজিক অবক্ষয় বেড়ে গেছে। বর্তমানে কারো আদর্শ কেউ ধারণ করেনা,নিজেকে জাহির করতে ব্যস্ত।আসুন আমরা যারা একটু আধটু বুঝি যার যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যায়।তাহলে সমাজ ঘুরে দাঁড়াবে।

    পানছড়ি উপজেলা আরেক সাহিত্য অনুরাগী অরুণ শীল বলেন:যেখানে কবি রবীন্দ্র,নজরুল, চর্চা হবে না সেখানে ভাল কিছু আশা করা যায় না।

    বাংলাদেশ টেলিভিশন ও খাগড়াছড়ি পার্বত্য জেলার একজন স্বনামধন্য শিল্পী আবুল কাশেম বলেন: এই পার্বত্য খাগড়াছড়িতে সঙ্গীত চর্চা তেমন ভাবে হচ্ছে না।তাও কোনো রকম ভাবে চলে ঢিলে ঢালা ভাবে।সরকারি পৃষ্ঠপোষকতা ও কর্মসূচি নেই।এটা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত।যা থেকে উত্তোরনের জন্য উদ্যোগ গ্রহণ করা খুবই জরুরী।এখন যেভাবে বাচ্চারা মোবাইলের দিকে ধাবিত হচ্ছে এটাও সঠিক সাংস্কৃতিক চর্চার অভাবের কারণে।

    খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ আদনান বলেন: সাংস্কৃতিক অঙ্গন গতিশীল না হলে আমাদের তরুণ প্রজন্ম অপসংস্কৃতিমুখী হবে যার ফলে অপূরণীয় ক্ষতি হবে।’

  • জয়পুুরহাটে র‍্যাবের অভিযানে যৌতুক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

    জয়পুুরহাটে র‍্যাবের অভিযানে যৌতুক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

    রিদয় হোসেন(সদর জয়পুুরহাট) প্রতিনিধিঃ-

    র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান(আর্টিলারি) ও সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার সদর থানাধীন সার্কিট হাউজ এলাকা থেকে সোমবার সন্ধায় ওয়ারেন্টভুক্ত যৌতুক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুল হাকিম মন্ডল (৩৬) কে আটক করেছে জয়পুুরহাট র‍্যাব-৫ এর সদস্যা।

    আটককৃত আসামী হলেন,জয়পুরহাট সদর উপজেলার চকদাদরা এলাকার মোঃ আবতাব হোসেনের ছেলে
    মোঃ আব্দুল হাকিম মন্ডল।

    সোমবার (২৯ আগস্ট) রাতে র‍্যাব-৫ জয়পুুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটককের বিষয়টি নিশ্চিত করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আটকের পর আটককৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

  • আগামী নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহে মহানগর জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

    আগামী নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহে মহানগর জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টারঃ

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিক ভাবে আরো গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষে ময়মনসিংহে মহানগর জাতীয় পার্টি উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার ( ৩০আগষ্ট) বিকেল ৪টায় নগরীর ইতিকথা কমিউনিটি সেন্টারে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ এর সভাপতিত্বে ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল সেলিম এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পার্টির নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ কে আর ইসলাম,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তপন,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,লাল মিয়া লাল্টু,মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খোকন, জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামাল চেয়ারম্যান,মহানগর জাপার সহ সভাপতি ও জেলা যুবসংহতির আহবায়ক আফজাল হোসেন হারুন,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি সাব্বির হোসেন বিল্লাল, হোসেন,শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর লাল মিয়া লাল্টু, সাব্বির হোসেন বিল্লাল,শরীফ খান পাঠান মিল্টন, জাতীয় তরুন পার্টির সভাপতি কাউসার আহমেদ, জাপা নেতা শামসুল ইসলাম শামসু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বজলুর ররহমান সবুজ, ২৩নং নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক রলিন মিয়া,২৪ নং ওয়ার্ডের সভাপতি কুরবান আলী,২৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মিয়া২৫নং ওয়ার্ড মহিলা নেত্রী সাবেক মেম্বার আয়েশা খাতুন রুপা,১৯নং ওয়ার্ড চন্দন কুমার পাল,২০ নং ওয়ার্ড জাহেদ আলী,২১নং ওয়ার্ডের আবু বকর ছিদ্দিক, ২২নং ওযার্ড সভাপতি ইসহাক আলী,২৬নং ওয়ার্ড জাপা নেতা হেলাল উদ্দিন,২৭নং ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক পার্টির বাদশা মিয়া সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    নেতৃবৃন্দ ৩৩ টি ওয়ার্ডকে জাতীয় পাটির ঘাটি হিসাবে তৈরী করার মাধ্যমে দলকে আরো শক্তিশালী করতে অঙ্গিকার ব্যাক্ত করেন।

    এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন,আগামী নির্বাচনে একক ভাবে মাঠে লড়বে,তাই দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে। সেজন্য জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হতে বিধায় দলের অলস নেতাকর্মীদের বাদ দিয়ে সাহসী,পরিশ্রমী এবং মেধাবী নেতৃবৃন্দ কে দলে জায়গা করে দেওয়া হবে।সে লক্ষে মহানগর জাতীয় পার্টির সকল ওয়ার্ড কে ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি।

    কখনও প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিত নয় উল্লেখ করে জাহাঙ্গীর আহমেদ বলেন-ময়মনসিংহ জাতীয় পার্টির ঘাটি তা প্রমান করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লায় বাড়ী বাড়ী গিয়ে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের গনজোয়ার সৃষ্টি করতে হবে। লাঙ্গল মানেই উন্নয়নের প্রতীক। লাঙ্গল মানেই সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধের প্রতীক। তাই সকলকে জানান দিতে হবে লাঙ্গল প্রতীকে ভোট দেয়া মানেই উন্নয়নের অগ্রগতি। ময়মনসিংহে কন্যা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করতে সকলকেই কাধে কাধ মিলে কাজ করার আহবান জানান জাহাঙ্গীর আহমেদ।

  • পঞ্চগড়ে  ৩২১ বোতল ফেনসিডিলসহ আটক দুই

    পঞ্চগড়ে ৩২১ বোতল ফেনসিডিলসহ আটক দুই

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩২১ বোতল ফেনসিডিলসহ মলিন চন্দ্র বর্মন ও তার স্ত্রী শেফালী রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের দিঘীরকোন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে আসামিদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    পুলিশ জানায়, উপজেলার ধামোর ইউনিয়নের দিঘীরকোন এলাকার মলিন চন্দ্র বর্মন তার বাড়িতে বিপুল পরিমাণে মাদক মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩২১ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করে। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

    আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আটোয়ারী পুলিশ। মাদক নিয়ন্ত্রণে আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ৪ দিন ধরে গভীর সমুদ্র ভাসতে থাকা ট্রলারসহ ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

    ৪ দিন ধরে গভীর সমুদ্র ভাসতে থাকা ট্রলারসহ ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

    মোংলা প্রতিনিধিঃ
    ৯৯৯ নম্বরে কল করার পর কোস্ট গার্ডের সহায়তায় গভীর সাগর থেকে উদ্ধার হলো ইন্জিন বিকল হয়ে ৪দিন ধরে ভাসতে থাকা ট্রলারসহ ১৯ জেলে। কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জানান, চট্টগ্রামের কালুরঘাট থেকে গত শনিবার এম,ভি কমলা নামের ফিশিং ট্রলারটি মাছ ধরার জন্য গভীর সাগরে যায়। ওইদিন থেকেই ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে ট্রলারটি। এরপর মঙ্গলবার দুপুর ১টার দিকে বিকল ওই ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে আসলে জেলেরা তখন জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করেন। সেই কলের প্রেক্ষিতে বিষয়টি জানতে পারেন কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃপক্ষ। ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে বঙ্গোপসাগরে টহল কোস্ট গার্ডের কুতুবদিয়া জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে জাজাহটি দ্রুত ওই এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল তিনটার দিকে ফিশিং ট্রলারসহ ১৯ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এরপর তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া। পরে বিকেল ৫টার দিকে ফিশিং ট্রলারের মালিকের সাথে যোগাযোগ করে ট্রলার ও জেলেদেরকে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ট্রলার মালিক ও জেলেদের বাড়ী চট্টগ্রামে।

  • সুন্দরগঞ্জে কোন সারের সংকট নেই- কৃষি অফিসার রাশিদুল কবির

    সুন্দরগঞ্জে কোন সারের সংকট নেই- কৃষি অফিসার রাশিদুল কবির

    গাইবান্ধা থেকে মোঃ আনিসুর রহমান আগুনঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কোন প্রকার সারের সংকট নেই বলে জানান কৃষি অফিসার।
    এবছর উপজেলায় আমন মৌসুমে ২৯ হাজার ৩০০ হেক্টর জমির বিপরীতে ১২১০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেন সরকার। তন্মধ্যে ১ হাজার ৮৪ মেট্রিক টন সার ইতোমধ্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এখনও মজুদ রয়েছে ১২৬ মেট্রিক টন সার। আবার আগামী মাসে বরাদ্দের আনুমানিক ৭৫০ মেট্রিক টন সার আসছে। এছাড়া উপজেলা কৃষি অফিস ৭৫০ মেট্রিক টন ইউরিয়া সারের অতিরিক্ত চাহিদা পত্র উপরে পাঠিয়েছেন বলে জানা গেছে। কিন্তু তারপরও কিছু অসাধু ব্যবসায়ী মহল বিভিন্ন অপকৌশল ব্যবহার করে কৃত্রিম সার সংকট সৃষ্টির পায়তারা করছে। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির বলেন, আমাদের সারের কোন প্রকার সংকট নেই। কৃষকেরা যেন সংশ্লিষ্ট ইউনিয়নের বিসিআইসি ডিলারের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে সার সংগ্রহ করে। তাছাড়া বর্তমানে বাজারে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পাশাপাশি তারা যে কোনো সমস্যায় পড়লে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী অফিসার সাদেক হোসেনসহ সকল উপ-সহকারী কষি অফিসার নিজ নিজ দায়ীত্ব প্রাপ্ত এলাকায় সার্বক্ষণিক তদারকি করছে। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল- মারুফের সাথে কথা হলে তিনি জানান, যাতে করে কালোবাজারির মাধ্যমে কেউ সারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এজন্য আমরা বাজার মনিটরিং কার্যক্রম চালাচ্ছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।

  • মোংলার পৌর ১ নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে শোক দিবস পালন

    মোংলার পৌর ১ নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে শোক দিবস পালন

    মোংলা প্রতিনিধিঃ
    মোংলা পৌর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৩০ অগষ্ট) বিকেল ৫ টায় কুমারখালী খানজাহান আলী বাজার চত্বরে অনুষ্টিত হয়। আয়োজিত শোক সভায়
    পৌর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাবেক সভাপতি, মো. বিল্লাল হোসেন’র সভাপতিত্বে এবং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি শাহ আলম শিকদার’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত শোক সভায় বক্তৃতা রাখেন, মোংলা পৌর আওয়ামী লীগ এর সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক, শেখ কামরুজ্জামান জসিম, মোংলা উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ এর সহ-সভাপতি হাবিবুর রহমান, মোংলা উপজেলা যুবলীগ এর সভাপতি ইস্রাফিল হাওলাদার, মোংলা উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক ইজারাদার জালাল আহাম্মেদ বুলবুল, ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা ডাঃ লতিবুর রহমান,
    পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর এইচ, এম শরিফুল হাওলাদার,
    মোংলা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী দরিয়া, মোংলা পৌর যুবলীগের সহ-সভাপতি হুমাউন কবির মনি, মোংলা পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিল শিউলী আক্তার, মোংলা টি এ ফারুক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবু সাইদ, মোংলা পৌর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ মিজানুর রহমান তালুকদার, সহ-সভাপতি রেজাউল ইসলাম, মোংলা পৌর কৃষক লীগ সভাপতি মো. আসলাম, মোংলা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল-সানি প্রমূখ।
    এ সময় আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি ২০১৪ সালের নির্বাচনের আগে চক্রান্ত করেছে, ২০১৮ সালের নির্বাচনের আগেও করেছে। আগামী নির্বাচন যতই এগিয়ে আসছে, শেখ হাসিনাকে সরানোর লক্ষ্যে ষড়যন্ত্র ততই বাড়ছে। এতে তাদের কী লাভ হবে জানি না, কিন্তু বাংলাদেশের মানুষের তো ক্ষতিই হবে। বক্তারা বলেন, যেখানে রাসেলকে পর্যন্ত খুন করল, সেই পরিবার থেকে বেঁচে ফেরে বঙ্গবন্ধু কণ্যা। ভবিষ্যতের কথা বিবেচনা করে জ্বালানি সাশ্রয় নীতি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়য়ে বক্তারা বলেন সরকার প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছে। কিন্তু জ্বালানিসহ সবকিছুর দাম এত বেড়ে গেছে। এ কারণে সাশ্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে। পরে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ ‘৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়।
    দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, চালনা বন্দর ফাজিল মাদ্রাসা অদক্ষ্য মাওলানা রুহুল আমিন। পরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

  • আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া-মোনাজাত

    আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া-মোনাজাত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৪৭তম জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রত্নপুর ইউনিয়নে শোক দিবস পালনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপি জাতীয় শোক দিবসের কর্মসূচি সম্পন্ন হলো। এ উপলক্ষে ৩০ আগস্ট
    মঙ্গলবার মোহনকাঠী আদর্শ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল এগারোটায় জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনাসভা, দোয়া-মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
    রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ।
    উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন তালুকতদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল বাশার হাওলাদার,
    রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আওয়ামীলীগ নেতা রেমন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।
    আলোচনাসভা ও দোয়া মিলাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
    আলোচনাসভা শেষে বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরণিযাবাতসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ শেষে খাবার বিতরণ করা হয়।
    দোয়া-মোনাজাত পরিচালনা করেন বারপাইকা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামরুজ্জামান।

  • মোংলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে সড়কে আওয়ামীলীগ

    মোংলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে সড়কে আওয়ামীলীগ

    মোংলা প্রতিনিধি
    দেশব্যাপী বিএনপির কর্মসূচির প্রতিবাদে মোংলায় ভোর থেকেই মাঠে ছিলো আওয়ামী লীগ ও সহযোগি সকল সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ করে ছাত্রলীগের ভূমিকা ছিলো চোখে পড়ার মত, মোংলা উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ সকাল থেকেই মোংলা শহরে মোটরসাইকেল বহর, এবং প্রতিবাদ মিছিল করে, মোংলা শহরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবস্থান নেয়, ভোর থেকে রাজপথে উপস্থিত ছিলেন মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহীম হোসেন, যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবলীগ নেতা মো. জলিল শিকদার, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, পৌর সেস্বাসেবকলীগের সভাপতি মিজান তালুকদার, সাধারণ সম্পাদক শেখ আল মামুন উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক সজিব খান, পৌর ছাত্র লীগের সভাপতি কাজী রানা সাধারণ সম্পাদক শেখ বাপ্পি,কৃষক লীগের সভাপতি শাহাজাহান সিদ্দিকী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাস সহ অসংখ্য নেতৃবৃন্দ।
    এক প্রস্নের জবাবে নেতারা বলেন, বিএনপি যদি এ ধরনের অপচেষ্টা চালায়, জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিরোধ করবো। আসলে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। কারণ তারা বলেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করতে পারবেন না। বিশ্বব্যাংকসহ পৃথিবীর অন্যান্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো যাতে পদ্মা সেতুতে অর্থায়ন না করে, সেজন্য নানা ষড়যন্ত্র, অপচেষ্টা, বহুকিছু করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে ফেলেছে। এ নিয়ে জনগণ যখন তাদের ধিক্কার দিচ্ছে, তখন তাদের মাথাটা খারাপ হয়ে গেছে এবং সেকারণেই তারা নানা ধরনের আবোল-তাবোল কথা বলছেন। বিএনপি এই সরকারের বিদায় ঘণ্টা বাজাচ্ছে, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এ বিষয়ে প্রশ্ন করলে নেতারা বলেন, ‘আমাদের বিদায় ঘণ্টা তো তারা ২০০৯ সাল থেকেই বাজাচ্ছে। যতই ঘণ্টা বাজাচ্ছে, ততই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং নিজেদের বিদায় ঘণ্টাই বাজিয়ে দিয়েছে। আর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন সবাই দেখতে পারে, স্বপ্ন দেখতে কোনো দোষ আমি দেখি না। কিন্তু দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হয়, তা কঠোর হস্তে দমন করা হবে। এ সময় সড়কে কঠোর অবস্থানে ছিলো আইন-শৃঙ্খলা বাহিনী।

  • স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

    স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

    নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের পরিচিত সভা ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷

    শনিবার (২৬আগষ্ট)সকাল ১১টায় ২১নং স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠানে নবগঠিত কমিটির ১১জন সদস্যদের সাথে সাবেক কমিটির পরিচয় করিয়ে দেন বর্তমান কমিটির সভাপতি ।পরে বিদ্যালয়ের পড়াশোনার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বর্তমান সদস্যরা হলেন, ওয়াহিদুজ্জামান মানিক( সভাপতি) ,ফুয়াদ হোসেন( সহ-সভাপতি), অন্যান্য সদস্যরা হলেন, মিঠুন আচার্য্য অনুজ, মোঃ শামসুলহক, দেবব্রত সমদ্দার, আনোয়ার হোসেন , মনিন্দ্রনাথ চক্রবর্তী , মারজান ফেরদৌস, শারমিন সুলতানা, মাহিনুর বেগম, ও সুজন সমদ্দার।

    ২১নং স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত সভাপতি ওয়াহিদুজ্জামান মানিক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর সঞ্চয় দত্ত রতন, সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন সাবেক কমিটির সহ-সভাপতি অসিম কর্মকার, সাবেক সদস্য সইটি,আজাদ সরদার, এবং অত্র স্কলের, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

    উক্ত অনুষ্ঠানে স্কুলের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় ৷এ সময় স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নিযুক্ত ম্যানেজিং কমিটির মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন তারা।

    আনোয়ার হোসেন

    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি।।