Category: দেশজুড়ে

  • পাবনার চাটমোহরে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা; আটক ১

    পাবনার চাটমোহরে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা; আটক ১

    চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ

    পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে পূর্ববিরোধের জেরে হাফিজুর রহমান হাফিজ (২৬) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

    রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

    চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকির (৩৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

    নিহত হাফিজ ওই ইউনিয়নের হাঁসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল ভুষির ব্যবসা করতেন। আর অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

    স্থানীয়রা জানান, ঘটনার সময় হাফিজ স্থানীয় স্লুইস গেটের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।

    সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে অভিযুক্তকে আটক করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

    মোঃ শাহ আলম
    চাটমোহর,পাবনা।

  • সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

    সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ ঐতিহ্যবাহী পাবনার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনসুর আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জামিলুর রহমানের স ালনায় পরিচিতি সভায় বক্তব্য দেন শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন সভাপতি ও সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, সুজানগর থানার ওসি আব্দুল হাননান, বিশিষ্ট সমাজসেবক এস্কেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি এবং মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন অভিভাবক সদস্য শাহজাহান আলী, নতুন সদস্য ইউনুস আলী বাদশা, মো.এমদাদুল হক, মেহেদী মাসুদ, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন প্রমুখ। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর কাউন্সিলর জাকির হোসেন, আ.লীগ নেতা আব্দুল আলিম যতিন, শ্রী প্রনব কুমার, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সকল সদস্য ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের নতুন সভাপতি রেজাউল করিম রেজা তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়ন সহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি সাধ্যমত চেষ্টা করবো এবং বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয় হিসেবে গড়তে কাজ করে যাব ইনশআল্লাহ। এ জন্য তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক সহ সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। উল্লেখ্য গত ১৭ আগস্ট ওই প্রতিষ্ঠানের নতুন সভাপতি হিসেবে রেজাউল করিম রেজা,দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, অভিভাবক সদস্য ইউনুস আলী বাদশা, মো.এমদাদুল হক, মো.শাহজাহান আলী, মেহেদী মাসুদ, মোছা.লায়লা খাতুন, শিক্ষক সদস্য জামিলুর রহমান,আব্দুর রহিম,শিক্ষক সদস্য(সংরক্ষিত)মহিলা মোছা. শামীমা নার্গিস ও পদাধিকারবলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনসুর আলীকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    সুজানগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল বাহার,সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শ্রী দিলীপ কুমার, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহতাব উদ্দিন, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলাল, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, আ.লীগ নেতা ইউনুস আলী বাদশা, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ , তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সুজানগরে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঝিনাইদহে সাড়ে ১১ বছর পর পৌরসভায়  ইভিএম পদ্ধতিতে আগামীকাল ভোট

    ঝিনাইদহে সাড়ে ১১ বছর পর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে আগামীকাল ভোট

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল রোববার (১১ সেপ্টম্বর) ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় সাড়ে ১১ বছর পর চলতি বছরের গত ১৫ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার অভিযোগে নৌকা প্রার্থীর প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। দীর্ঘ আইনী জটিলতা কাটিয়ে শেষে উচ্চ আদালত দ্রুত নির্বাচন করার নির্দেশ দিলে নির্বাচন কমিশন ১১ সেপ্টম্বর ভোট গ্রহনের দিন ধার্য্য করে। নির্বাচনে মোট চারজন প্রার্থী মেয়রপদে প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন নৌকার প্রার্থী আব্দুল খালেক, স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল (নারিকেল গাছ), মিজানুর রহমান মাসুম (মোবাইল প্রতিক) ও ইশা আন্দোলনের মাওলানা সিরাজুল ইসলাম হাত পাখা নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। চার মেয়র প্রার্থীর তিনজনই আওয়ামী পরিবারের সদস্য বলে জানা গেছে। এদিকে নির্বাচন উপলক্ষ্যে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা। র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ইভিএমে সুষ্ঠভাবে ভোট গ্রহনের জন্য প্রতিটি কেন্দ্রে থাকবে একজন করে নির্বাচন অফিসার। ভোটের দিন ১৮ জন নির্বাহী ম্যাজিষ্টেট গোটা পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করবেন। তথ্য নিয়ে জানা গেছে, ৯ সেপ্টম্বর মধ্য রাত থেকেই নির্বাহী ম্যজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি’র সদস্যরা পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় টহল দিচ্ছে। পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানকে সন্ধ্যার পর অভিযান পরিচালনা করতে গেখে গেছে। সারা শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। প্রার্থীদের সকল ধরণের প্রচারনা বন্ধ থাকলেও রাতের আঁধারে মানুষের আনোগোনা লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীরা টাকার ব্যাগ নিয়ে পাড়া মহল্লায় প্রবেশ করছে এমন সব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, ঝিনাইদহ পৌরসভায় মোট ভোটার ৮২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৪৪৬ জন ও নারী ভোটার ৪২ হাজার ২৪৯ জন। ইভিএমে ভোট গ্রহণের জন্য ৪৭টি কেন্দ্র্র ও ২৬৫টি বুথ প্রস্তুত করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন। আর ৫ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। এছাড়াও ৩’শ ৫৫ জন পুলিশ ও ৮’শ ১ জন আনসার নিয়োজিত থাকবে। জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক আরো জানান ভোট শান্তিপুর্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে কেউ কোন ঝামেলা করার চেষ্টা করলে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহন করবেন বলে তিনি জানান। উল্লেখ্য ২০১১ সালের ১৩ এপ্রিল সর্বশেষ ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সীমানা নির্ধারনি মামলায় বছরের পর বছর আটকে যায় পৌরসভার নির্বাচন। দীর্ঘদিন নির্বাচন স্থগিত থাকার কারণে পৌরসেবার মান কমে আসে। নাগরিকরা ঠকমতো সেবা পায় না। নেই কাজের জবাবদিহীতা। চেক জালিয়াতি করে তুলে নেওয়া হয় পৌর ফান্ডের লাখ লাখ টাকা। জালিয়াত চক্রের প্রধানদের সনাক্ত করা গেলেও জড়িতদের এখনো কোন বিচার হয়নি। রাস্তাঘাটের বেহালদশার পাশাপাশি ময়লা, আবর্জনা ও ড্রেনেজ ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। এই অবস্থায় ঝিনাইদহ পৌরসভার নির্বাচন নাগরিকদের জন্য খুবই গ্রহনযোগ্য আশার আলো সঞ্চা করেছে বলে সাধারণ ভোটাররা মনে করেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ধামইরহাটে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা

    ধামইরহাটে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা

    আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে পৌর আওয়ামীলীগের উদ্যোগে মাসিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১০ সেপ্টেম্বর সকাল ১০ টায় ধামইরহাট ভবনে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্বে বর্ধিত সভায় দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, অনুষ্ঠানের সঞ্চালক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আনজুয়ারা, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হাসান, পৌর যুবলীগের সভাপতি ফারুক হোসেন, সম্পাদক কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ সহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি-সম্পাদকগণ বক্তব্য রাখেন। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক সহযোগি সংগঠনের বাকি ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন করার ও সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন।

    আবুল বয়ান,
    ধামইরহাট, নওগাঁ।

  • উপকূলে ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

    উপকূলে ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী,
    লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, একই সঙ্গে সব মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    জানা গেছে, পূর্ব মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

    এদিকে লঘুচাপের প্রভাবে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকে পটুয়াখালী উপকূলের কোথাও কোথাও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। তবে সাগরের অবস্থা অনেকটা স্বাভাবিক রয়েছে

    পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুফি জানান, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সব মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

    তবে কিছুসংখ্যক জেলে নিরাপদে আশ্রয় নিলেও অধিকাংশ জেলের ট্রলারই এখনো সাগরেই অবস্থান করছে।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।।

  • নওগাঁ সদর হাসপাতালের সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

    নওগাঁ সদর হাসপাতালের সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

    নওগাঁ জেলা প্রতিনিধিঃ
    নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল এগারো টার সময় দৈনিক আজকের প্রভাত ও দেশ আজকাল প্রত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মো. সুজন রানা হঠাৎ বুকে ব্যথা ও বোমি শুরু করলে তাঁকে মুভি বাংলা টিভি ও দৈনিক চিত্র পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান অন্তর চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ইমারজেন্সিতে টিকেট কেটে মো. সুজন রানাকে দেখতে গেলে কর্তব্যরত মেডিকেলঅফিসার ( ডাক্তার) লুমা রোগীকে তার রুমে থাকা সব রুগী বের করে দিয়ে ঔষধ কোম্পানির রিপেজেনটিভ নবেল হোসেনের দেওয়া উপহার রুমে লাগানোর পদ্দার বিষয়ে আলাপ-আলোচনা করতে থাকে। একপর্যায়ে কর্তব্যরত ডাক্তার লুমা রুগী দেখার বিষয়ে জিজ্ঞেস করলে তারা চড়াও হয়ে ওঠে। এবং রাগিত কন্ঠে বলতে থাকে ওষুধ কোম্পানির লোক যে কোনো মুহূর্তে আসবে এবং ডাক্তার ভিজিট করতে পারবে তাদের কোন নিদিষ্ট সময়ের প্রয়োজন নেই। এই বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নাই। আপনার এতে সমস্যা কি, আপনি ভিডিও কেন করছেন, কার অনুমতি নিয়ে ভিডিও করছেন। একপর্যায়ে ডাক্তারের অনুমতিতে, ডাক্তার রুমে থাকা ঔষধ কোম্পানির রিপেজেনটিভ নবেল হোসেন ও হাসপাতালের ট্রলি ম্যান জাহিদ এসে অকথ্য ভাষায় গালাগালি করে ভিডিও ধারণ করা মোবাইল কেড়ে নিয়ে ধাক্কাধাক্কি ও মারধর করে বের করে দেয়।

    এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ হাসান চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ ছুটির দিন আমি বাসায় আছি এই বিষয়ে আমি জেনেছি আগামীকাল আসেন বিষয়টি দেখব।

    নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • নড়াইল সদর থানার পুলিশের অভিযানে চোরাই গরু মাগুরা থেকে উদ্ধার গ্রেফতার ৩

    নড়াইল সদর থানার পুলিশের অভিযানে চোরাই গরু মাগুরা থেকে উদ্ধার গ্রেফতার ৩

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে চোরাই গরু মাগুরা থেকে উদ্ধার গ্রেফতার তিনজন। নড়াইলের সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রাম থেকে এক পোস্টমাস্টারের চুরি হওয়া তিনটি গরু মাগুরা থেকে উদ্ধার করেছে নড়াইল থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইল সদর থানা পুলিশের এসআই শেখ সুজাত দুরান্ত আলী ও এএসআই আনিস নেতৃত্বে মাগুরা সদরের বাহারবাগ এলাকা থেকে চোরাইকৃত গরু উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এরা হলো-মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের বাদশা বিশ্বাসের ছেলে রাজিব বিশ্বাস (২৮), মাগুরার বেরইল পলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামের সামসুল হকের ছেলে শোয়েব মোল্যা (৩২) এবং নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের ইলিয়াস বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (৪৫)। উদ্ধারকৃত গরুর মধ্যে দু’টি গাভী এবং একটি এঁড়ে বাছুর রয়েছে। দারিয়াপুর সাব-পোস্ট অফিসের পোস্টমাস্টার আমিনুর রহমান বলেন, বুধবার রাতে আমার তিনটি গরু চুরি হয়। পুলিশ কে জানানোর পর চুরি হওয়া গরু গুলো দ্রুত উদ্ধার করে দেওয়ার জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই। নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান (চলতি দায়িত্ব) বলেন, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এসআই শেখ সুজাত, আলী ও এএসআই
    দুরান্ত আনিস নেতৃত্বে মাগুরা সদরের বাহারবাগ এলাকা থেকে চোরাইকৃত গরু উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চোরাইকৃত তিনটি গরু উদ্ধারসহ এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্ নেওয়া হয়েছে ।

  • কদলপুর সমাজ কল্যাণ সমিতির পুজা উদযাপন-২০২২  কমিটি গঠন।দীপক সভাপতি সজল সাধারণ সম্পাদক

    কদলপুর সমাজ কল্যাণ সমিতির পুজা উদযাপন-২০২২ কমিটি গঠন।দীপক সভাপতি সজল সাধারণ সম্পাদক

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রামের রাউজানে,কদলপুর সমাজ কল্যাণ সমিতির পুজা উদযাপন-২০২২ উপলক্ষে দুর্গা মন্দির প্রাঙ্গনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠিত সভায় বাবু দীপক চক্রবর্তীকে সভাপতি ও বাবু সজল কান্তি দাশকে সাধারণ সম্পাদক করে একান্ন সদস্য বিশিষ্ট শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ ২০২২ গঠিত হয়। উক্ত সভায় সভাপতি বাবু সাধন কৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে ও বাবু পবন চক্রবর্তীর সঞ্চলনায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক বাবু আশীষ চক্রবর্তী,সঞ্জীব নাথ, মৃদুল দে,কমল চক্রবর্তী ,দয়াল হরি নাথ, পরিমল নাথ, মৃদুল নাথ,নিতাই বিশ্বাস, বিধান দে,পরিমল চক্রবর্তী, সাজু দে,ছোটন দে,রিপন বিশ্বাস, জয় চক্রবর্তী, প্রমুখ।

    সভাপতির বক্তব্যে বলেন অসান্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর শৃংখলা ও ভাবগাম্ভীর পরিবেশে এবং যথাযথ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠানটি পালিত হয় সেজন্য কমিটির সকলের সহযোগিতা কামনা করেন।
    এ সময় কমিটির সদস্য সহ অন্যান্য সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রফিকুল গ্রেফতার

    ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রফিকুল গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী বাজার সংলগ্ন এলাকায় হইতে ১৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ রফিকুল ইসলাম,নামের ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, এর নেতৃত্বে এস আই/নুর আলম সরকার,ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাট সদর থানাধীন বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী বাজারস্থ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের সামনে কুড়িগ্রাম হইতে রংপুরগামী মহাসড়কের উপর হইতে মোঃ রফিকুল ইসলাম, এর হেফাজতে থাকা ১৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় -মামলা নং- ১৬, ধারা – ৩৬(১) সারণির ১৩(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।