ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের পক্ষে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন। এ সময় আমার বাংলাদেশ (এবি) পার্টি, জেলা জামায়াত ইসলামি এবং জেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, এবি পার্টির মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী শেখ জামাল হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।
বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করবে জনগণ। অতীতের দমন-পীড়ন ও একদলীয় রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনীতির ধারা প্রতিষ্ঠাই এই জোটের লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনা ধারণ করেই তারা রাষ্ট্র গঠনের অংশীদার হতে চান।
বক্তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসহ মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আগামী দিনের রাজনীতির প্রধান অঙ্গীকার। ক্ষমতার কেন্দ্রে নয়, জনগণের দোরগোড়ায় গিয়ে সেবা পৌঁছে দেওয়ার রাজনীতি তারা প্রতিষ্ঠা করতে চান। রাষ্ট্র পরিচালনায় মানবিক মর্যাদা, সাম্য ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সংবাদ সম্মেলনে এবি পার্টির মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী শেখ জামাল হোসেন বলেন, “আমার বাংলাদেশ পার্টি ১০ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়েছে। জোটগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি ঝালকাঠি-২ আসনে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম শেখ নেয়ামুল করিম ভাইকে পূর্ণ সমর্থন দিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি নিজে মাঠে থাকবো, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাড়িপাল্লার পক্ষে কাজ করবো, ভোট চাইবো। জোটকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করাই এখন আমাদের দায়িত্ব। আমরা ভিন্ন ভিন্ন দল থেকে এলেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, মানুষের অধিকার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য আমাদের এক জায়গায় এনে দাঁড় করিয়েছে।
Category: দেশজুড়ে
-

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্র-ত্যাহার
-

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধন
কে এম সোহেব জুয়েল ঃ
নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ও ইদ্রিস মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আ. সাত্তার মৃধা, জুয়েল সরদার, মো. রিয়াদ হোসেন, মো. আবুল কালাম, মোশারেফ ফকির, সেলিম গাজী ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। সভাপতির বক্তব্যে মো. মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। খেলাধুলা শিক্ষার্থীদের শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল করে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতার মতো গুণাবলি গড়ে তোলে। তিনি আরও বলেন, সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, যা ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাসী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। -

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শে-ষ বিদায়
কে এম সোহেব জুয়েল ঃ
বরিশালের গৌরনদী উপজেলায় মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সেনানী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে গৌরনদীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলার মাহিলাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় গৌরনদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনারের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রের পক্ষ থেকে শেষ সম্মান জানানো হয়।
রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম, আব্দুস সাত্তারসহ উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা, স্থানীয় জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গার্ড অব অনার শেষে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারের দাফন সম্পন্ন করা হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে উপস্থিত বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শুধু একটি পরিবারের নয়, বরং জাতির একজন সূর্যসন্তানকে হারানোর বেদনা গভীরভাবে অনুভূত হচ্ছে। -

সলঙ্গায় ওসমান হাদী স্ম-রণে দোয়া
জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে সলঙ্গায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪,(উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর কে.এম হারুনর রশীদ,সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,বাইতুলমাল সম্পাদক নূর মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। -

সুন্দরগঞ্জে ট্রাকের সাথে গরু বহনকারী ভটভটির সং-ঘর্ষে ১জনের মৃ-ত্যু
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটির নিচে পড়ে আনোয়ার হোসেন (৪৫) নামে ১ গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ২টি গরু ভটভটি যোগে নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ভটভটিটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ভটভটি চালক ও গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট করেন ।
মৃত আনোয়ার হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ মমিনুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। লাশ পরিবারের হাতে দাফন করার জন্য হস্তান্তর করা হয়েছে।
-

গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মুসলিম শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নামাজ আদায়ের সুবিধার্থে পাঞ্জেগানা মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের পিছনে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় নির্মিতব্য এই মসজিদে নারী ও পুরুষ মুসল্লিদের আলাদা ওযু ও নামাজের ব্যবস্থা থাকবে।এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রকিবুল কবির, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান, বিজ্ঞান অনুষদের ডিন ড. দিপ্ংকর কুমার, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ, রিসার্চ সেন্টারের পরিচালক ড. শামসুল আরেফিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় দোয়া পরিচালনা করেন করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন শেষে মসজিদ নির্মাণে সহায়তা করায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
-

গোবিপ্রবি’তে ৪৭৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্র-দান
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
শিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তুলতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩৩টি বিভাগের সকল সেমিস্টারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৪৭৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে মেধাবী এই শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা বিশ্ববিদ্যালয়কে র্যাংকিংয়ে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের প্রায় ১৭ লাখ টাকা বৃত্তি দেয়া হচ্ছে। চলতি শিক্ষাবর্ষেই মোট ৩৫ লাখ টাকা বৃত্তি প্রদান করা হবে। এখন থেকে নিয়মিত স্নাতক পর্যায়ে সকল অনুষদ ও বিভাগে প্রথম স্থানধারী শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে স্কলারশিপ ডেস্ক চালু করার। যাতে করে শিক্ষার্থীদের দেশ বিদেশে বিভিন্ন স্কলারশিপ প্রাপ্তিতে সহায়তা করা যায়।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, স্কলারশিপ শব্দটা শুনলেই শরীরে কেমন জানি শিহরণ জাগে। যা অনেক বেশি গর্বের। অনেক বেশি অহংকারের। কারণ স্কলারশিপ কোনো করুণা নয়। এটি শিক্ষার্থীদের অর্জন। আমরা চাই শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে যাক।এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, আজ এই মঞ্চের সামনে বসা শিক্ষার্থীদের আমরা মেধার স্বীকৃতি দিচ্ছি। এই স্বীকৃতির একটা মূল্য আছে। যাদের আগামীতেও মেধার প্রমাণ রেখে যেতে হবে। কারণ প্রাপ্তির একটা যাতনা আছে। সেই যাতনা থেকেই আজকের শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান।
এসময় সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
-

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উ-দ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ সম্মেলনে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা পর্যায়ে ইমামদের অংশগ্রহণে গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোটারদের মাঝে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব এবং সচেতনতা অংশগ্রহণের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামীক ফাউন্ডেশন।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। পরে পবিত্র কুরআনুল করীম থেকে বাংলা অনুবাদসহ তিলাওয়াত করেন সদর উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা ইমরান হোসেন ও মাস্টারপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সাইফুল ইসলাম।য এরপর গণভোট নিয়ে বিশেষ
সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ- জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম।
খতিব ও ইমামদের পক্ষ থেকে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ।
গোপালগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার প্রায় আট শতাধিক ইমাম ও আলেমগণ অংশগ্রহণ করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক আরিফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ডঃ আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ্, কোর্ট জামে মসজিদ ও মাদ্রাসার মুহতামিম মুফতী হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও এবিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ- জামান বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাষ্ট্র ও সমাজের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে আস্থা ও নৈতিকতার প্রতীক হিসেবে গণভোটের ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ মুফতী ওয়ালিউল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
-

সুজানগরের চর জোরপুকুরিয়ায় নাসিম উদ্দিনের বিরুদ্ধে জো-রপূর্বক জমি দ-খলের অ-ভিযোগ
সুজানগর(পাবনা)প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চরজোড়পুকুরিয়া গ্রামে তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তির রেজিস্ট্রি কৃত জমি অপর এক ভাই নাসিম উদ্দিনের বিরুদ্ধে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চর জোড়পুকুরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদুল ইসলাম বাদী হয়ে ২০২৩ সালের ভূমি অপরাধ ও প্রতিকার আইনের ৪ এর (ক) ৭ এর (২) ও ১৬ ধারায় পাবনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত- ৩ এ গত ডিসেম্বর মাসে একটি মামলা দায়ের করেছেন।মামলার সূত্রে জানা গেছে, উপজেলার দুলাই ইউনিয়নের চর জোরপুকুরিয়া গ্রামের আব্দুল মজিদ তার সন্তান তৌহিদুল ইসলামকে বড়জোর পুকুরিয়া মৌজার আর এস ৭০০ খতিয়ানের আর এস ৩১৯৫ ও ৩১৯৬ দাগের সাড়ে ৩৫ শতাংশ জমি ৬-৯-২০২০ ইং তারিখে দলিল মূলে রেজিস্ট্রি করে দেন। যাহার দলিল রেজিস্ট্রি নং নং ৪০৭৮।এরপর ওই জমিতে জমিতে চাষাবাদ ও বসবাস করে আসছেন তৌহিদুল ইসলাম । এরমধ্যে সম্প্রতি তৌহিদুলের ভাই নাসিম উদ্দিন জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করছেন এবং তৌহিদুলের বৈধ দখল থাকা সত্ত্বেও তার ভোগ দখলে বাধা প্রদান করছে নাসিম উদ্দিন। এছাড়াও তৌহিদুলকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি প্রদান করে যাচ্ছেন ওই নাসিম উদ্দিন।এর আগে ২০২৩ সালে নাসিম উদ্দিন ঐ সম্পত্তি নিয়ে আদালতে একটি মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ৩০-৯-২০২৫ ইং তারিখে মামলাটি খারিজ করে দেন।এ বিষয়ে তৌহিদুল ইসলাম বলেন, “আমি উপর উল্লেখিত ওই জমির মালিক এবং আমার কাছে সকল বৈধ কাগজপত্র রয়েছে। প্রশাসনের কাছে আমি নিরাপত্তা ও জমির অবৈধ দখল চেষ্টাকারী নাসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।এ বিষয়ে অভিযুক্ত নাসিমের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।এ বিষয়ে সুজানগর থানা পুলিশ জানায়, বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়েছেন । বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, বিভিন্ন অপকর্মের হোতার অভিযুক্ত হিসেবে পরিচিত ওই নাসিম উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি স্থানীয় কবরস্থানের গাছ জোড়পূর্বক কেটে বিক্রি এবং গত ২০২২ সালের জুলাই মাসের ৯ তারিখে তার নিজ জন্মদাতা পিতা আব্দুল মজিদ মাস্টারকে মারধর করার অভিযোগে নাসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পিতা আব্দুল মজিদ মাস্টার।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।
-

তানোরের কলমায় ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৯ জানুয়ারি সোমবার কলমা ইউপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে ও ওয়ার্ড
বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি বিএনপির সম্পাদক মানিরুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান,জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক রাসেল আহমেদ, বিএনপি নেতা জামাল, আমিনুল ও আতাউর রহমানপ্রমুখ।এছাড়াও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকগণ বলেন, তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়েছেন।তারা বলেন, এটা বিএনপি তথা তারেক জিয়ার নির্বাচন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে ধানের শীষের বিজয় ব্যতিত কোনো বিকল্প নাই। কারণ এখানে শরিফ সাহেব পরাজিত হলে কেউ বলবে না শরিফ উদ্দিন পরাজিত হয়েছে,সবাই বলবে ধানের শীষ,বিএনপি তথা তারেক জিয়ার পরাজয় হয়েছে,আবার বিজয়ী হলে কেউ বলবে না শরিফ সাহেব বিজয়ী হয়েছেন,সবাই বলবে ধানের শীষ তথা তারেক জিয়ার বিজয় হয়েছে। কারণ এটা কোনো প্রার্থীর ব্যক্তিগত ভোট নয়,এটা দলীয় ভোট। তারা আরো বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, তাই দলীয় সিদ্ধান্তের বিপক্ষে তারা কখানো কোনো অবস্থাতেই কাজ করতে পারেন না।#