Category: দেশজুড়ে

  • ঝিনাইদহে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা কা-রগারে

    ঝিনাইদহে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা কা-রগারে

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দুই সাবেক চেয়ারম্যান-সহ ক্ষমতাসীন দলের তিন নেতা আদালতে আজ আত্মসমর্পণ করেছেন বলে আদালত সুত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকায় আদালত তাঁদের সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।

    আত্মসমর্পণকারী হলেন জাহাঙ্গীর হোসাইন, হরিণাকুন্ডু উপজেলার সাবেক চেয়ারম্যান, রানা হামিদ, ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রাকিবুল হাসান রাসেল রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। কোর্ট ইন্সপেক্টর মুক্তার হোসেন জানান, আসামিরা আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র গণ-সংযোগ অনুষ্ঠিত

    ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র গণ-সংযোগ অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

    অদ্য ০৬ অক্টোবর (সোমবার) বেলা ১১ ঘটিকায় ধামইরহাট বাজার নিমতলী থেকে গণসংযোগ কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার উদ্দোগে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা নায়েবে আমীর, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি প্রার্থী ইঞ্জিঃ এনামুল হক গণসংযোগ কার্যক্রম উদ্বোধন করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা রেজোয়ান হোসেন, পৌর শাখার আমীর মাওঃ ইসমাইল হোসেন, ১নং ধামইরহাট ইউনিয়ন আমীর মাওঃ ইউনুছার রহমান এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ গণসংযোগে অংশগ্রহণ করেন। গণসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করে এমপি প্রার্থী ইঞ্জিঃ এনামুল হক বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করেন ও আসন্ন নির্বাচনে দাড়ি পাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
    গনসংযোগ শেষে বিকেল ৫ টায় ধামইরহাট বাজারের নিমতলী মোড়ে দাড়ি পাল্লা প্রতীকে ভোট প্রার্থনায় পথসভা অনুষ্ঠিত হয়।

    আবুল বয়ান
    ধামইরহাট নওগাঁ প্রতিনিধি ।।

  • পাইকগাছায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মান-ববন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ

    পাইকগাছায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মান-ববন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

    খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাটাই এবং ইসলামি ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে সোমবার সকালে ইসলামি ব্যাংক পাইকগাছা শাখার সামনে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিয়ার রহমান, আলহাজ্ব মুরশাফুল আলম, শাহাদাত হোসেন, হাফেজ মিসবাহুল হক, কাজী মোস্তাক, সাঈদুল ইসলাম, সেলিম ও তারিক মাহমুদ।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা

  • ইসলামী ব্যাংকে অবৈ-ধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে সুজানগরে মানববন্ধন

    ইসলামী ব্যাংকে অবৈ-ধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে সুজানগরে মানববন্ধন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ ইসলামী ব্যাংক বাংলাদেশে এস আলম গ্রুপের অবৈধভাবে নিয়োগ দেওয়া অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে পাবনার সুজানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক লিমিটেড সুজানগর শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আব্দুল মমিন, কেরামত আলী, রোজিনা খাতুন ও আব্দুল কাদের প্রমুখ। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক থেকে দ্রুততম সময়ের মধ্যে এস আলমের মাধ্যমে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণ করতে হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে পদক্ষেপ না নিলে শেয়ারহোল্ডার ও গ্রাহকরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা। বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সালে এস আলম গ্রুপ রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার করে ইসলামী ব্যাংক দখল করে নেয় এবং বৈধ মালিক ও বিদেশি শেয়ারহোল্ডারদের ভয়ভীতি দেখিয়ে বিতাড়ন করে। পরে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে গোপনে চট্টগ্রাম, বিশেষ করে পটিয়া উপজেলার হাজারো অযোগ্য ব্যক্তিকে চাকরি দিয়ে ব্যাংকের কর্মপরিবেশ ধ্বংস করে।
    বক্তাদের দাবি, ব্যাংকের এ অবৈধ নিয়োগে প্রতি বছর প্রায় দেড় হাজার কোটি টাকার বেশি অপচয় হচ্ছে। ব্যাংক এসব নিয়োগপ্রাপ্তকে দক্ষতা যাচাইয়ের জন্য সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র মাধ্যমে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু পঁাচ হাজার ৩৮৫ জন কর্মকর্তার মধ্যে মাত্র ৪১৪ জন পরীক্ষা দিয়েছেন, বাকিরা পরীক্ষায় অংশ নেননি। ব্যাংক কর্তৃপক্ষ এরপর পরীক্ষায় অনুপস্থিত প্রায় পঁাচ হাজার কর্মকর্তাকে ওএসডি এবং ৪০০ জন বিদ্রোহী কর্মকর্তাকে চাকরিচ্যুত করে।তারা আরো বলেন, অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণকে কোন ভাবেই মানবাধিকার লঙ্ঘন বলা যাবে না। ৬৩ টি জেলার মানুষকে বঞ্চিত করে শুধু পটিয়া এবং চট্টগ্রামের লোকদের রাতের অঁাধারে বাক্স বসিয়ে চাকরি দিয়ে দেশের সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল।সমাবেশে বক্তারা বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদমর্যাদায় শুধু চট্টগ্রামেরই ৭২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৪৫০০ জনের বেশি শুধু পটিয়া উপজেলার।

    সুজানগর প্রতিনিধি।।

  • সুজানগরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণা-ঢ্য র‍্যালি ও আলোচনা স-ভা অনুষ্ঠিত

    সুজানগরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণা-ঢ্য র‍্যালি ও আলোচনা স-ভা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগরঃ শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসনের আয়োজনে রোববার বের হওয়া র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও বোনকোলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আব্দুল হাই সাগর, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক এটিএম শামসুজ্জামান ডন, সুজানগর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক রেজাউল করিম, বোনকোলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র প্রভাষক অলিউর রহমান, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম প্রমুখ। আলোচনা সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের সম্মান ও মর্যাদা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করে বলেন, শিক্ষক হলেন সেই মোমবাতি, যিনি নিজে জ্বলে অন্যকে আলো দেন। এই দিনে আমরা মাথা নত করি সেই সব শিক্ষক-গুরুজনের প্রতি, যাদের ত্যাগ, মমতা ও জ্ঞানের ঋণ কোনোদিন শোধ করা যায় না।তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা সমাজ গঠনের মূল চালিকাশক্তি। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা, প্রশিক্ষণ ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা আরো বলেন, সহযোগিতামূলক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় অপরিহার্য।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।

  • সুজানগরে নিরাপত্তাকর্মীকে বেঁ-ধে ইটভাটার ট্রান্সফর্মার ও অন্যান্য মালা-মাল লু-ট

    সুজানগরে নিরাপত্তাকর্মীকে বেঁ-ধে ইটভাটার ট্রান্সফর্মার ও অন্যান্য মালা-মাল লু-ট

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ইটভাটার অফিস থেকে নগদসহ অন্যান্য মালামাল লুটের ঘটনা ঘটেছে। সুজানগর উপজেলার তঁাতীবন্দ ইউনিয়নের এম এম এস ব্রিকস্ ইট ভাটায় শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ইটভাটার অন্যতম কর্ধধার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাত ২টার দিকে ৮-১০ জনের সংঘবদ্ধ দল ইটভাটার ভেতরে প্রবেশ করে। তাদের দেখে নাইটগার্ড বাবু মুন্সি ও ড্রাইভার আবু সাঈদ এগিয়ে যেতেই গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে। পরে ইটভাটার তিনটি ট্রান্সফরমার ও ইট-ভাটার অফিসের তালা ভেঙে অফিসে থাকা নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং ইটভাটার সিসি ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে সংঘবদ্ধ দল পিক ভ্যান যোগে পালিয়ে যায়।
    এদিকে স্থানীয়রা জানান, সুজানগরে বেড়েছে চুরি। উপজেলা বিভিন্ন স্থান থেকে ট্রান্সফরমার,গরুসহ অন্যান্য জিনিসপত্র চুরি হচ্ছে। আমরা গ্রামবাসী আতঙ্কে রয়েছি। আমাদের গ্রামবাসীর মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করছে।
    সুজানগর থানার ওসি মজিবর রহমান জানান, ইটভাটায় মালামাল লুটের ঘটনায় সঙ্ঘবদ্ধ চোরকে সনাক্ত করে তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

    এম এ আরিম রিপন
    সুজানগর

  • গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দি-বস পালিত

    গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দি-বস পালিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৫ পালিত হয়েছে।

    গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান -এর নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল এক র‍্যালী বের হয়। “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া – এ প্রতিপাদ্যে র‍্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসন ভবনের সামনে ফিরে শেষ হয়।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, এনডিসি অনিরুদ্ধ দেব রায়, গোপালগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. তৌফিকুল ইসলাম, নারী উদ্যোক্তা অনিমা সরকার,
    উ-বিভাগীয় প্রকৌশলী সিভিল
    (সিভিল) সমীর কুমার কুন্ডু, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) তনময় কর্মকার, উপসহকারী প্রকৌশলী কায়েস মাহমুদ, জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সিনিয়র হিসাব সহকারী রইজ আহমেদ, অফিস সহকারী আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ঠিকাদার, বিভিন্ন পেশাজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “পরিকল্পিত নগরায়ন একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শহরের উন্নয়ন কেবল অবকাঠামো নয়, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাই, গোপালগঞ্জ হোক একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব শহরের মডেল।”

    বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “একটি সুন্দর ও নিরাপদ নগর গড়ে তুলতে সু-শৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা, নাগরিক শৃঙ্খলা ও সচেতনতা অত্যন্ত জরুরি। নগর উন্নয়নের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাও নিবিড়ভাবে সম্পর্কিত। আমরা সবাই মিলে সচেতন হলে গোপালগঞ্জকে একটি নিরাপদ ও আধুনিক নগরে রূপান্তর করা সম্ভব।

    সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল।

    দিবসটির প্রতিপাদ্যের আলোকে স্বর্ণেন্দু শেখর মন্ডল, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, পরিকল্পিত নগরায়ন, টেকসই অবকাঠামো এবং পরিবেশবান্ধব উন্নয়নই নিরাপদ ও বাসযোগ্য শহর গঠনের মূল চাবিকাঠি। উল্লেখ্য, জাতিসংঘ ১৯৮৫ সালে বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৮৬ সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

  • রাজশাহীর পুঠিয়ায় সোহেল হ-ত্যা মা-মলার আ-সামি গ্রেফতারের দাবিতে মান-ববন্ধন ও সড়ক অব-রোধ

    রাজশাহীর পুঠিয়ায় সোহেল হ-ত্যা মা-মলার আ-সামি গ্রেফতারের দাবিতে মান-ববন্ধন ও সড়ক অব-রোধ

    পুঠিয়ায়(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে অংশগ্রহণ করেন নিহত সোহেলের পিতা মোঃ লীলতাব আলী, স্ত্রী মোছাঃ নিঝুম আক্তার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাফুজুর রহমান বাবলু বিএনপি ওয়ার্ড সভাপতি আলফাজ সরকার   এবং মানববন্ধন পরিচালনা করেন মোঃ আশারাফ, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য। জানা গেছে, মানববন্ধনে পুঠিয়া থানাধীন জরমডাঙ্গা, কান্দ্রা ও শাহ্বাজপুর পারশাহ্ বাজপুর এলাকার কয়েকশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মহাসড়ক অবরোধ করে প্রায় ২৫ মিনিট অবস্থান নেয়, ফলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। মানববন্ধনে নিহত সোহেলের পিতা লীলতাব আলী, মাহফুজুর রহমান বাবলু, হাফেজ আঃ রহমান, হাফেজ আশরাফুল ইসলাম,  মোঃ সুইট  হোসেন,আলতাব  হোসেন, মোঃ রাজা সরকার,  প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা অভিযোগ করেন, ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংঘটিত সোহেল হত্যাকাণ্ডের দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুঠিয়া থানা পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করেনি। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অনতি বিলম্বে খুনের আসামি গ্রেফতার না হলে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”  

    বক্তারা জানান, একাধিকবার থানায় গিয়েও    আসামিদের গ্রেফতার করা হয়নি। পুলিশের আশ্বাসে বারবার অপেক্ষা করেও তারা কোনো অগ্রগতি দেখতে পাননি। বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত আসামিদের গ্রেফতার না করলে এলাকাবাসী থানাঘেরাও কর্মসূচি ঘোষণা করবে।

    মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে বেলা ১১:২০ ঘটিকায় শেষ হয় এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।

    উল্লেখ্য, এ ঘটনায় পুঠিয়া থানায় হত্যা মামলা (মামলা নং- ০৮/১৪৮; তারিখঃ ১০/০৯/২০২৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়। #

    মাজেদুর রহমান (মাজদার) 

    পুঠিয়া, রাজশাহী।

  • থানচিতে প্রবারণা পূর্ণিমার উদযাপন

    থানচিতে প্রবারণা পূর্ণিমার উদযাপন

    থানচি (বান্দরবান)প্রতিনিধি :মথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচিতে বৌদ্ধ ধর্মালম্বীদের পল্লীগুলোতে প্রবারণা পূর্ণিমা ওয়াগ্যোয়াই পোয়ে: পালিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
    প্রতি বছরের মতো এবারও তিন দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে এ উৎসব। এই তিন দিনব্যাপী বিহারে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, অষ্টম ও পঞ্চশীল শীল গ্রহণ, প্রদীপ পূজা, ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয়।
    একদিকে এ উৎসবের ঘিরে পল্লীগুলোতের তরুণ-তরুণীরা দলবেঁধে নতুন ধানের চাল ও বিন্নি চালের পিঠা তৈরি করবে এবং ভোরে সেগুলো ভগবান বুদ্ধকে দান করবে। পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও পিঠা বিতরণ করা হবে।
    থানচি ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপন কমিটি সংশ্লিষ্টরা জানান, বর্ণাঢ্য শোভাযাত্রা, ওয়াগ্যোয়াই পোয়ে: মূল্যায়ন সভা, রথযাত্রা উৎসর্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।
    অন্যদিকে থানচির চার ইউনিয়নের বৌদ্ধ ধর্মালম্বীদের বিহারগুলোতে বুদ্ধস্নান, প্রদীপ পূজাসহ চলছে ধর্মীয় ও আদি সামাজিক নানান ঐতিহ্যের অনুষ্ঠান এবং জগতের মঙ্গল কামনায় বিহারে বিহারে চলছে প্রার্থনা।
    থানচি থানার অফিসার মো: নাছির উদ্দিন মজুমদার জানান, প্রবারণা পূর্ণিমা উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের টিম মোতায়েন থাকবে।

  • ইসলামী ব্যাংকে অবৈ-ধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে কুমিল্লায় বিভিন্ন শাখার  মান-ববন্ধন

    ইসলামী ব্যাংকে অবৈ-ধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে কুমিল্লায় বিভিন্ন শাখার মান-ববন্ধন

    মোঃতরিকুল ইসলাম তরুন,

    ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল, মেধাভিত্তিক নিয়োগ প্রদান এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে গ্রাহকরা হয়েছে।

    সোমবার (৬ অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক কুমিল্লা প্রধান শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ব্যানের এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই সময় ব্যাংকের চকবাজার, পদুয়ার বাজার ও ক্যান্টনমেন্টসহ জেলার বিভিন্ন শাখার সামনে এই কর্মসূচি পালন করা হয়।

    কুমিল্লা শাখার সামেন মানববন্ধনে বক্তরা বলেন, এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৩৪০ জনের অবৈধভাবে নিয়োগে বিপর্যয়ের মুখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল)। তাদের মধ্যে ছিল অনেকেরই ভুয়া সার্টিফিকেট। এতে ব্যাংকটির সেবার মান ও নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। অনিয়ম করে এসব অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীর জন্য প্রতি বছর ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ব্যাংকটির।

    এ ছাড়াও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পানের দোকানদার, গৃহকর্মী, অটোরিকশাচালক, রাজমিস্ত্রির সহকারী এবং রংমিস্ত্রিসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিকে এই বিশাল সংখ্যক নিয়োগ দেয়া হয়েছিল। এসব নিয়োগে কয়েকশ’ কোটি টাকার অনিয়ম ঘটেছে বলেও দাবি করা হয়।

    চকবাজার শাখার গ্রাহকরা ব্যাংক কর্মকর্তাদের সতর্ক করে বলেন, অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত না করলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে। সুতরাং ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের জন্য জোর দাবী জানান।

    বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কুমিল্লা শাখার আহ্বায়ক নুরে আলম বাবু, সদস্য সচিব খালেদ হোসেন মজুমদার, সদস্য আমান উল্লাহ, মোজাম্মেল হক ফয়সাল, সাইফুল আলম ও মহিবুর রহমান, চকবাজার শাখার গ্রাহক ফোরামের সদস্য কামাল উদ্দিন, সাদেকুল ইসলাম, সাইফুল ইসলাম, পদুয়ার বাজার শাখার বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের কামরুল হাসন, মোতাহের আলম ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।