Category: দেশজুড়ে

  • সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা  নতুন (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্র-হণ করলেন মাহবুবুর রহমান

    সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্র-হণ করলেন মাহবুবুর রহমান

    হেলাল শেখঃ ঢাকা জেলার সাভারে (৮ অক্টোবর ২০২৫ইং) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব মাহবুবুর রহমান। এর আগে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গত মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫ইং) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন সিনিয়র সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) শিবানী সরকার।

    অপরদিকে, সাভারের সাবেক ইউএনও জনাব আবুবকর সরকারকে পরবর্তী পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

    প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতায় সমৃদ্ধ নবনিযুক্ত ইউএনও মাহবুবুর রহমান সাভারে দায়িত্ব গ্রহণের পর দ্রুত সময়ের মধ্যেই সরকারি কার্যক্রমে গতিশীলতা আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেবা প্রদান, উন্নয়ন ত্বরান্বিতকরণ এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন।

    সাভারে তাঁর আগমনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভারবাসী তার কাছে আশাবাদী

  • কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমি-টি গঠন

    কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমি-টি গঠন

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    `বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমরা অঙ্গীকারবদ্ধ‘ — এই স্লোগানকে সামনে রেখে গোপালগেঞ্জের কোটালীপাড়ায় ‘কোটালীপাড়া সাংবাদিক ফোরাম’ -এর আত্মপ্রকাশ ঘটেছে।

    বুধবার (৮ অক্টোবর) সকালে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আমার দেশ পত্রিকার মনিরুজ্জামান শেখ জুয়েলকে আহ্বায়ক ও দৈনিক ভোরের আলো পত্রিকার কালাম তালুকদারকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও আহ্বায়ক কমিটিতে হৃদয় হাওলাদার, মায়াজ হাওলাদার ও সৈকত ফরাজী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

    সভায় আগামী ৩ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার সিন্ধান্ত গৃহীত হয়।
    নবগঠিত কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে কোটালীপাড়ায় কর্মরত কিছু সাংবাদিকদের নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হলো। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিত করতে সংগঠনটি সদা তৎপর থাকবে। সকল সাংবাদিকের উচিত ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব ভূমিকা বজায় রাখা।

  • কোটালীপাড়ায় ছাত্রদল নেতাসহ ২ মাদ-কসেবী আ-টক, ৩ মাসের কা-রাদণ্ড

    কোটালীপাড়ায় ছাত্রদল নেতাসহ ২ মাদ-কসেবী আ-টক, ৩ মাসের কা-রাদণ্ড

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রদল নেতা রিফাত হাওলাদারসহ দুই মাদকসেবনকারীকে আটক করে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
    মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার টুটাপাড়া গ্রামে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রিফাত জামান হাওলাদার (২৮) ও নাদিম মাহমুদ (১৯) নামে দুই মাদকসেবীকে ১ পিস করে ইয়াবাসহ আটক করা হয়।
    আটককৃত রিফাত জামান হাওলাদার উপজেলার কুশলা ইউনিয়নের টুটাপাড়া গ্রামের মোশারফ হোসেন হাওলাদারের ছেলে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য। আটককৃত অপর ব্যক্তি নাদিম মাহমুদ কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে।
    ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবীকে দুইশত টাকা করে জরিমানা এবং তিন (০৩) মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক সেবনের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে তারা মাদক বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: আবির হাওলাদার বলেন, রিফাত হাওলাদার উপজেলা আহবায়ক কমিটির সদস্য ঠিক আছে। তবে সে নিষ্ক্রিয় সদস্য। অনেকদিন ধরে আমাদের সাংগঠনিক কর্মকান্ডে অনুপস্থিত।

    কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ জানান, কোটালীপাড়া উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ নিয়মিতভাবে মাদক নির্মূলে কাজ করছে। মাদকদ্রব্য যুব সমাজসহ সকলের ব্যাপক ক্ষতি করে।

  • সেনাবাহিনীর সহায়তায় কেএনএফ-এর অ-ত্যাচারে পা-লিয়ে যাওয়া বম পরিবার ফিরল নিজ গ্রামে

    সেনাবাহিনীর সহায়তায় কেএনএফ-এর অ-ত্যাচারে পা-লিয়ে যাওয়া বম পরিবার ফিরল নিজ গ্রামে

    বান্দরবান (থানচি) প্রতিনিধি : মথি ত্রিপুরা।

    বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ৩ বছর ৫ মাস পর থানচি উপজেলা সীমান্তে থানচি ইউনিয়নের প্রাতা পাড়ায় আরও ৫ জন সদস্যসহ ১টি বম পরিবার নিজ বাড়িতে ফিরেছেন।
    গত ০৬ মে ২০২২ তারিখে পরিবারটি নিজ পাড়া ছেড়ে মিজোরামে গমন করে। দীর্ঘ ৩ বছর ৫ মাস পর গত ০১ অক্টোবর ২০২৫ ইং তারিখে রাঙ্গামাটি হয়ে বান্দবানে আসে এবং সেখানেই অবস্থান করে। ৬ দিন পর আজ ০৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ ( মঙ্গলবার) বিকেল ১৬২০ ঘটিকায় বাকলাই পাড়া আর্মি ক্যাম্পে এসে পৌছায়। পরিবারটির সকলের জন্য সেনাবাহিনীর বাকলাই পাড়া সেনা ক্যাম্প হতে প্রস্তুতকৃত সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এছাড়াও ফিরে আসা পরিবারকে চিকিৎসা সহায়তা ছাড়াও শুকনা রসদ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদান করা হয়।

    জানা যায়, নিজ গ্রামে বসতবাড়িতে ফিরে লাল মুন খুপ বম (৫৫ বছর) বলেন, “২০২২ সালের মাঝামাঝি হতে পাড়ায় সন্ত্রাস দলের সদস্য কতৃক অত্যাচার এবং নিপিড়নে ক্রমানয়ে পাড়া হতে অনেক পরিবার জীবন রক্ষার্থে পলায়ন করে। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় নিজ পাড়াতে একটি একটি করে পরিবার পাড়ায় ফিরে আসছে জানতে পেরে আমরাও ফিরে আসি। নিজ ঘরে ফিরতে পেরে আমরা আনন্দিত।”
    সাবজোন কমান্ডার, বাকলাই পাড়া সাবজোন, ১৬ ইষ্ট বেংগল জানান, ” বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন ও পুনর্বাসন ব্যবস্থা ব্যবস্থা , চিকিৎসা সুবিধাসহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট ছিল, আছে এবং থাকবে।” এছারাও তিনি পাড়ার শিশুকিশোরদের নিয়মিত স্কুলে যাওয়া এবং পড়াশুনার বিষয়ে উৎসাহ প্রদান করেন।

  • সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে  র‍্যালি ও আলোচনা সভা অনু-ষ্ঠিত

    সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনু-ষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগরঃ একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ স্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বের হওয়া র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীল রাশেদুজ্জামান রাশেদ। প্রধান অতিথি মীর রাশেদুজ্জামান রাশেদ তার বক্তব্যে বলেন, আজ যারা নবীন তারা একসময় প্রবীণ হবে। এটাই আমাদের সমাজের বাস্তবতা। আজ যাদের শরীরে ত্যাজ আছে এই ত্যাজ থাকবে না। সময়ের কাছে সকলেই পরাজিত। সম্পর্কগুলো দৃঢ় করতে হবে। কেউ একা ভালো থাকতে পারে না। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। তিনি আরো বলেন, পারিবারিক শিক্ষা অন্যতম একটা বিষয়। অনেক সময় ভালো কথা বলি মূল জায়গায় ইঙ্গিত করতে পারি না। সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে। বিবেক দিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। বিল্ডিং না গড়ে সন্তানদের গড়ে তুলতে হবে। সিটিজেনকে সম্মান করা শিখাতে হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।

  • ধানের শীষে ভোট চেয়ে নাজিরগঞ্জে নির্বাচনী প্রচার স-ভা অনুষ্ঠিত

    ধানের শীষে ভোট চেয়ে নাজিরগঞ্জে নির্বাচনী প্রচার স-ভা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের ৩,৪,৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজারী হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট হাজারী জাকিয়া হুমায়রা তমা, সদস্য আহবায়ক কমিটি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট।
    অন্যদের মাঝে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুস সাত্তার রোকোনুজ্জামান রতন, আব্দুল আজিজ মন্ডল সাবেক সভাপতি নাজিরগঞ্জ ইউনিয়ন যুবদল, ইউনুস আলী খান, রঞ্জু শেখ , রিয়াজ শেখ সাবেক সভাপতি ইউনিয়ন যুবদল, আক্কাজ মন্ডল সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদল, রফিক মন্ডল ও ওমর আলী প্রমুখ।ভোটারদের ধানের শীষে ভোট দেবার আহ্বান জানিয়ে সভায় বক্তারা বলেনসাধারণ জনগণের মাঝে তারেক জিয়ার ৩১ দফা দাবি বাস্তবায়নসহ ধানের শীষের পক্ষে ভোট প্রদানে উৎসাহিত করতে হবে।নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তারা বলেন, ১৬ বছর আওয়ামী লীগের জুলুম-নির্যাতন সহ্য করে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন একটি দেশ পেয়েছি। আপনারা জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের সফলতা নিয়ে আসবেন।তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে একযোগে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় সুনিশ্চিত করব ইনশআল্লাহ।

    এম এ আলিম রিপিন
    সুজানগর।।

  • ইসলামী ব্যাংকে অ-বৈধভাবে নি-য়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে সঁাথিয়ায় মা-নববন্ধন

    ইসলামী ব্যাংকে অ-বৈধভাবে নি-য়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে সঁাথিয়ায় মা-নববন্ধন

    নিজস্ব প্রতিনিধি ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশে এস আলম গ্রুপের অবৈধভাবে নিয়োগ দেওয়া অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে পাবনার সঁাথিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক লিমিটেড সঁাথিয়া শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক থেকে দ্রুততম সময়ের মধ্যে এস আলমের মাধ্যমে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণ করতে হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে পদক্ষেপ না নিলে শেয়ারহোল্ডার ও গ্রাহকরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা। বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সালে এস আলম গ্রুপ রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার করে ইসলামী ব্যাংক দখল করে নেয় এবং বৈধ মালিক ও বিদেশি শেয়ারহোল্ডারদের ভয়ভীতি দেখিয়ে বিতাড়ন করে। পরে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে গোপনে চট্টগ্রাম, বিশেষ করে পটিয়া উপজেলার হাজারো অযোগ্য ব্যক্তিকে চাকরি দিয়ে ব্যাংকের কর্মপরিবেশ ধ্বংস করে।
    তারা আরো বলেন, অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণকে কোন ভাবেই মানবাধিকার লঙ্ঘন বলা যাবে না। ৬৩ টি জেলার মানুষকে বঞ্চিত করে শুধু পটিয়া এবং চট্টগ্রামের লোকদের রাতের অঁাধারে বাক্স বসিয়ে চাকরি দিয়ে দেশের সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল।সমাবেশে বক্তারা বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদমর্যাদায় শুধু চট্টগ্রামেরই ৭২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৪৫০০ জনের বেশি শুধু পটিয়া উপজেলার।

    এম এ আলিম রিপন।

  • সুজানগরে জামায়াত আমীরের নামে ফে-ইক আইডি খুলে অ-পপ্রচার,থানায় জিডি

    সুজানগরে জামায়াত আমীরের নামে ফে-ইক আইডি খুলে অ-পপ্রচার,থানায় জিডি

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলা জামায়াতের আমীর ও পাবনা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক (ভুয়া) আইডি খুলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইঙ্গিত করে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি অবগত হওয়ার পরপরই গত ৫ অক্টোবর এ বিষয়ে সুজানগর থানায় জিডি করেছেন জামায়াত নেতা অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, যার জিডি নং-নাম্বার ২৮৭।
    জানাযায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধ্যাপক কেএম হেসাব উদ্দিন নামের একটি ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট অপবাদ ছড়ানো হয়েছে। এ ভুয়া (ফেইক) আইডি থেকে মিথ্যা, ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করায় এসব অপপ্রচারের কারণে রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।
    থানা পুলিশ বলছে, এ আইডি সনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা শাখার (সিআইডি) স্পেশাল ব্রাঞ্চের (আইটি শাখা) কাজ করছে। এ অপপ্রচারকারি ব্যক্তিদের ফেইক আইডি সনাক্ত হলেই সাইবার ট্রাইবুনালে মামলা করা হবে।জামায়াত নেতা অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, ‘আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট অপবাদ ছড়ানো হয়েছে। আমি এবিষয় নিয়ে আইনি ব্যবস্থা নিয়েছি। আশা করছি পুলিশ দ্রুত সময়ের ভিতরে ফেইক আইডি সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন,‘ফেইক আইডির বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আইডি সনাক্ত করা হলেই পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

  • ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ বাস্তবায়ন উপলক্ষে  কনসালটেশন ক-র্মশালা অনুষ্ঠিত

    ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ বাস্তবায়ন উপলক্ষে কনসালটেশন ক-র্মশালা অনুষ্ঠিত

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহে আজ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ বাস্তবায়ন উপলক্ষে এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয় । জেলা শহরের আরাপপুর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান। ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, টাইফয়েড একটি জীবানুবাহিত রোগ। এটি পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ছড়ায়। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে। তিনি এই কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। জেলায় কর্মরত ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।

    কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সহ সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি আলাউদ্দিন আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু প্রমুখ এ কর্মশালায় সরাসরি উপস্থিত ছিলেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • দোয়ারাবাজারে ইউএনও’র ক-ঠোর পদক্ষেপ: চিলাই নদীতে বাঁশের ব্যারিকেড স্থা-পন

    দোয়ারাবাজারে ইউএনও’র ক-ঠোর পদক্ষেপ: চিলাই নদীতে বাঁশের ব্যারিকেড স্থা-পন

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃচি

    লাই নদীর অবৈধ বালু লুটপাট ঠেকাতে ইউএনও”র ব্যতিক্রম বাঁশের ব্যারিকেড

    সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। উপজেলার শরীফপুর গ্রামসংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন সম্ভব না হয়।

    দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে বালু উত্তোলন চলছিল বলে অভিযোগ রয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিজমি ও বসতবাড়ি ধসে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

    স্থানীয়রা জানান, প্রশাসনের এ উদ্যোগের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন,চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমি ক্ষতির মুখে পড়ছিল। প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে আইন অমান্যকারী কেউ ছাড় পাবে না।

    তিনি আরও বলেন,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ অনুযায়ী অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। পরিবেশ ও কৃষি রক্ষায় মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।”

    স্থানীয় কৃষকরা জানান, অতিরিক্ত বালু তোলার কারণে নদীর তীর ভেঙে যাচ্ছে এবং ফসলি জমি নষ্ট হচ্ছে। তারা প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

    পরিবেশবিদ সংশ্লিষ্টরা মনে করেন, চিলাই নদীতে প্রশাসনের এ উদ্যোগ শুধু নদীর ভারসাম্য রক্ষায় নয়, বরং পুরো এলাকার পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ অন্যান্য নদীতেও গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, চিলাই নদী দোয়ারাবাজার উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী, যা স্থানীয় কৃষি, মাছধরা ও নৌযান চলাচলের জন্য বিশেষ ভূমিকা রাখে। তবে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা ও প্রবাহ ব্যাহত হয়ে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে।