Category: দেশজুড়ে

  • তানোরে শিক্ষক-কর্মচারীদের মা-নববন্ধন

    তানোরে শিক্ষক-কর্মচারীদের মা-নববন্ধন

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরে এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীরা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছেন। জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) তানোর থানা মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও সরনজাই ডিগ্রী কলেজ অধ্যক্ষ ইমারত আলী, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সহসভাপতি ও লালপুর মডেল কলেজ অধ্যক্ষ মুনসুর রহমান,তানোর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী ও কালীগঞ্জহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমানপ্রমুখ।

    এদিন মানববন্ধনে বক্তাগণ বলেন, বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাবদ এক হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ যা বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা দাবি জানান, বাড়ি ভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা এক হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি করেন।তারা বলেন,শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো না হলে সংসার চালানো ও মৌলিক প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ছে। তাই তারা সরকারের কাছে জরুরি ভিত্তিতে দাবিগুলো বাস্তবায়নের জোর আহ্বান জানান।#

  • নড়াইলে ই-য়াবা ট্যা-বলেটসহ দুইজন গ্রে-ফতার

    নড়াইলে ই-য়াবা ট্যা-বলেটসহ দুইজন গ্রে-ফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইকরামুল হোসেন(৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইকরামুল হোসেন(৪০) নড়াইল জেলার সদর থানাধীন আলোকদিয়া গ্রামের মোঃ সোহরাব মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার (২০ অক্টোবর) নড়াইল জেলার সদর থানাধীন ৫ নং শাহবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোপিকান্তপুর সরশপুর হতে আলোকদিয়া গামী পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী, এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইকরামুল হোসেন (৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
    অপরদিকে সোমবার (২০ অক্টোবর) রাতে ঠাকুর বিশ্বাস (৪৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ঠাকুর বিশ্বাস (৪৩) নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন ৯ নং সিংগাশৈলপুর ইউনিয়নের গোবরা গ্রামস্ত জনৈক আদমের সোয়া মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য পনেরো পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

  • গুয়ারেখা ইউনিয়নের বিএনপি কর্মী আসাদুজ্জামান ফকিরকে ষ-ড়যন্ত্রমূলকভাবে গ্রে-প্তার

    গুয়ারেখা ইউনিয়নের বিএনপি কর্মী আসাদুজ্জামান ফকিরকে ষ-ড়যন্ত্রমূলকভাবে গ্রে-প্তার

    আনোয়ার হোসেন,
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    পিরোজপুর জেলার নেছারাবাদ থানার গুয়ারেখা ইউনিয়নের সাহসী বিএনপি কর্মী, এগারগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ের একাধিক মিথ্যা মামলার ভুক্তভোগী আসাদুজ্জামান ফকির (বিপ্লব)কে ডিবি পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। গ্রেফতার এর ঘটনায় নেছারাবাদ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন।

    আসাদুজ্জামান ফকিরের পরিবার সুত্রে জানা যায়, সে ছোট বেলা নারায়ণগঞ্জে বসবাস করতেন। ১৯৯১ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১০ সালে নিজ গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করে পোলট্রি ফার্ম ব্যবসা গড়ে তোলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২২ ও ২০২৩ সালে স্থানীয় আওয়ামী নেতা বিমল মিস্ত্রী, পলাশ সিকদার ও মুজিবুল হাসান রাজনৈতিক প্রতিহিংসা থেকে একাধিক মামলায় তাঁকে জড়িয়ে দেন, যার ফলে তিনি দীর্ঘদিন এলাকা ছেড়ে থাকতে বাধ্য হন।
    তিনি ২০২৩ সালের জুলাই মাসের বিএনপির বিক্ষোভ ও আন্দোলনসহ জাতীয় পর্যায়ের প্রায় সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

    গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাসেল ফকির বলেন, ৫ আগস্ট ২০২৪ এর পরে। ওই সময় বিএনপির কিছু বহিষ্কৃত কর্মী গুয়ারেখা ইউনিয়নে চাঁদাবাজি ও ছিনতাই শুরু করলে আসাদুজ্জামান ফকির প্রকাশ্যে এর প্রতিবাদ করেন।

    ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পুলিশ প্রশাসনের “ওপেন হাউস ডে” অনুষ্ঠানে (কারফা বালুর মাঠে) প্রায় দুই হাজার মানুষের উপস্থিতিতে আরিফ ফকির, সোহেল মোল্লা ও শাকিল সিকদার নামে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। পিরোজপুরের এসপি ঘটনাস্থলেই মামলা রুজুর নির্দেশ দেন। সেই তিন চাঁদাবাজ ভেবে নেয় যে আসাদুজ্জামান ফকিরই এই অভিযোগের পেছনে ছিলেন—এবং সেখান থেকেই দ্বন্দ্বের সূচনা। অন্যদিকে, গুয়ারেখা ইউনিয়নে প্রভাবশালী আওয়ামী লীগের শীর্ষ নেতারা সক্রিয়ভাবে বিএনপি দমন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয় বিএনপির সদস্য মোঃ দুলাল বলেন, ৫ আগস্টের পর আসাদুজ্জামান ফকির (বিপ্লব) প্রকাশ্যে এই চক্রের অন্যায় ও প্রভাবের বিরুদ্ধে দাঁড়ান। মাত্র এক সপ্তাহ আগে এগারগ্রাম স্কুলের সামনে মুছিবুল হাসান কর্তৃক আয়োজিত “আওয়ামী ঐক্যের চায়ের আড্ডা” এবং রাজনৈতিক আলোচনা তিনি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিমন মিলে বাধা প্রদান করে পণ্ড করে দেন।
    পরবর্তীতে স্কুলে মুছিবুল হাসানের প্রভাবে নতুন কমিটি গঠনচেষ্টাও তিনি ব্যর্থ করে দেন।

    এই সব ঘটনার প্রতিশোধ হিসেবে আওয়ামী লীগের দোসররা তাঁকে টার্গেট করে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগে গ্রেপ্তার করিয়েছে। এর মাধ্যমে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দলকে দুর্বল করার ঘৃণ্য প্রচেষ্টা চালানো হচ্ছে।

    আমরা এ ধরনের রাজনৈতিক দমন-পীড়নের তীব্র নিন্দা জানাই এবং আসাদুজ্জামান ফকির (বিপ্লব)-এর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করছি।

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।।

  • উজিরপুরে উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজার বর্ণাঢ্য র‌্যালি ও প্রতিমা বিসর্জন

    উজিরপুরে উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজার বর্ণাঢ্য র‌্যালি ও প্রতিমা বিসর্জন

    জুনায়েদ খান সিয়াম।।

    উজিরপুর প্রতিনিধিঃবরিশালের উজিরপুরে উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজার বর্ণাঢ্য র‌্যালি ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উজিরপুর পৌর সদরের পুরান বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও শ্যামা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ সালাম।

    মন্দিরের সভাপতি হরিপদ সরকারের সভাপতিত্বে ও শিশির ব্রক্ষ্ম এর সঞ্চালনায় বর্ণাঢ্য র‌্যালিতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন। ঢাক-ঢোলের তালে, আলোকসজ্জার ঝলকানিতে ও ভক্তিমূলক গানের সুরে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।

    আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে শ্যামা পূজার এই মহোৎসব আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে উজিরপুর পৌর শহরে বিরাজ করছিল আনন্দ, উচ্ছ্বাস ও মিলনমেলার আবহ।

  • রাঙ্গাবালী ইসলামী আন্দোলনের গ-ণসমাবেশ

    রাঙ্গাবালী ইসলামী আন্দোলনের গ-ণসমাবেশ

    রফিকুল ইসলাম ।।

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মৌডুবী ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার বিকাল ৩ ঘ‌টিকায় মৌডুবী ইউনিয়নের মৌডুবী বাজ‌ার সংলগ্ন মাঠে এ সমাবেশ হয়। সকাল থেকে সভা স্থলে ইউনিয়নের ইসলামী আন্দোল‌নের ও কিছু সংক্ষক জামায়াত নেতা-কর্মীরা দুপুর থে‌কে জ‌ড়ো হতে শুরু করেন। এতে প্রায় ১৫ শত নেতা-কর্মী অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি ১১৩ পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী।

    জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌডুবী ইউনিয়ন কর্তৃক আয়োজিত এ গণসমাবেশ  অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী আন্দোলন মৌডুবী ইউনিয়‌নের সদর মো: রেজাউল ক‌রিম হাওলাদা‌রে সভাপতিত্বে
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
    সভাপ‌তি রাঙ্গাবালী উপজেলা শ্রমীক আ‌ন্দোলন মো: নুর আলম মু‌ন্সি, সভাপ‌তি মৌডুবী ইসলামী আন্দোলন এইচ এম সালাউদ্দিন, সি‌নিয়র সভাপ‌তি মিজানুর রহমান, সি‌নিয়র সহ-সভাপ‌তি মো: বেলাল শিকদার, সাধারন সম্পাদক বাংলা‌দেশ জামায়াত ইসলামী মৌডুবী ইউনিয়ন মো: আবুল কা‌শেম সোহাগ, সভাপ‌তি বড়বাইশ‌দিয়া ইসলামী আন্দোলন মুফ‌তি মো: শাহাদাত হে‌সেন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক চর‌মোনাই ছাত্র আন্দোলন মো: বাইজিদ হাওলাদার, সাধারণ সম্পাদক মৌডুবী যুব আন্দোলন মো:মোসা‌দ্দেক হো‌সেন মোল্লা, মুজাহিদ কমিটি সাধারণ সম্পাদক রাঙ্গাবালী উপ‌জেলা নজরুল ইসলাম ফরাজী, ইসলামী আন্দোলন প্রধান উপ‌দেষ্ট মো: আমির হো‌সেন মোল্লা, রাঙ্গাবালী উপ‌জেলা ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক মুফ‌তি ম‌াহাবুবুর রহমান, রাঙ্গাবালী ইসলামী যুব আন্দোলন সভাপ‌তি মো: ইউছুফ, ইসলামী আন্দোলন সমর্থিত কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী ও বাং‌লদেশ ইসলামী আন্দোলনে-জামাত ইসলামীর বি‌ভিন্ন নেতা কর্মী উপ‌স্থিতি‌তে সঞ্চালনা ক‌রেন মো: শাহাদাত হো‌সেন মাতুব্বর সাধারণ সম্পাদক মৌডুবী ইউনিয়ন।

    পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনের পর এদেশে এখন নব্য স্বৈরাচার সৃষ্টি হয়েছে। একটি দল ক্ষমতায় যাবার আগেই সবকিছু দখল করে রেখেছে। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী সহ সমমনা দল গুলোর নেতৃত্বে এই নব্য স্বৈরাচার হটিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি আমরা।” বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আমি নিজে আজীবন বিএনপির রাজনীতি করলেও ৫ই আগস্টের পরে এই দলটির অব্যাহত চাদাবাজি, লুটপাট আর দখলদারিত্বের ফলে বাধ্য হয়েছি পরিচ্ছন্ন রাজনীতি করা দল ইসলামী আন্দোলনে যোগ দিতে। তারেক রহমান বারবার সতর্ক করেও তার দলের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাই যে দলের কর্মীরা এখনই তার নেতার আদেশ মানেনা তাদের দ্বারা আগামীর বাংলাদেশ নিরাপদ হতে পারে না।

  • পাইকগাছায় পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অ-নুষ্ঠিত

    পাইকগাছায় পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অ-নুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা) ।।

    খুলনার পাইকগাছায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এবং উন্নয়ন সংস্থা নবলোক এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বি, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটার এইড বাংলাদেশ প্রতিনিধি সুমন সাহা। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, শেখ খোরশেদুজ্জামান, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, বিএম নাহিদ হাসান, প্রোগ্রাম অফিসার কাজী ফারহানা আফরোজ, ফাইনান্স ও এডমিন অফিসার পবিত্র মন্ডল ও রেহেনা পারভিন। কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা অংশ গ্রহণ করেন

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় খুবির দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণাধীন ভাস্কর্য ৭২ ঘন্টার মধ্যে অ-পসারণের দাবি

    পাইকগাছায় খুবির দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণাধীন ভাস্কর্য ৭২ ঘন্টার মধ্যে অ-পসারণের দাবি

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে নির্মাণাধীন ভাস্কর্য ৭২ ঘন্টার মধ্যে অপসারণের জন্য আল্টিমেটাম দিয়েছে তৌহিদী জনতা। ২১ অক্টোবর মঙ্গলবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সরকার কে ৭২ ঘন্টার সময় বেঁধে দেয় ওলামা মশায়েখ সহ বিক্ষুদ্ধ জনতা। নির্মাণাধীন ভাস্কর্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে ঈমান বিধ্বংসী আঘাত এনেছে উল্লেখ করে বক্তারা বলেন ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান আনদোলনে ভাস্কর্যের রাজনীতি শেষ হয়ে গেছে। এদেশে আর কোন দিন ভাস্কর্য রাজনীতির ঠাই হবে না। বক্তারা নির্মাণাধীন ভাস্কর্য অপসারণ করার জন্য ৭২ ঘন্টার সময় বেঁধে দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে বক্তারা বলেন তখন এর দায় দায়িত্ব সরকার নিতে হবে। পাইকগাছা কয়রা তৌহিদী জনতা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ। বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুর রব, মুফতি ওয়াইস কুরনী, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা শামসুদ্দিন, মাওলানা রইসুল ইসলাম, মাওলানা সাঈদুর রহমান, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ, আতাউল গণি, ইলিয়াস আমিন ও ফরহাদ হুসাইন সহ বিভিন্ন ওলামা মশায়েখ গণ। উল্লেখ্য পাইকগাছাস্থ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় ক্যাম্পাসের ভিতরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ করছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটা নিয়ে নানান প্রশ্ন উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে আলোচনা করে নির্মাণ কাজ বন্ধ রেখে নির্মাণাধীন ভাস্কর্য পলিথিন দিয়ে ঢেকে রাখে।

  • কাশিয়ানীতে সু-দে কারবারীদের ফাঁ-দে নি-রীহ পরিবার

    কাশিয়ানীতে সু-দে কারবারীদের ফাঁ-দে নি-রীহ পরিবার

    কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

    চিহ্নিত সুদে কারবারী তাপস কুমার বিশ্বাস ও দেলোয়ার হোসেন পথিক এর মামলা-হামলার ফাঁদে পড়ে ভিটেবাড়ি হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিরীহ এক পরিবার।

    ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্ৰামে। অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সরেজমিনে ওই এলাকায় গিয়ে একাধিক এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারে দ্বারে ঘুরার পাশাপাশি আদালতের শরণাপন্ন হয়েও কোন প্রতিকার পাচ্ছেন না পরিবারটি। তারা আরো জানান, সুদে ব্যবসায়ী তাপস কুমার বিশ্বাস রামদিয়া সরকারি শ্রী কৃষ্ণ কলেজ (এস কে রামদিয়া কলেজ) এর অফিস সহকারী ও দেলোয়ার হোসেন (পথিক) ফুকরা গ্ৰামের প্রভাবশালী ও লাঠিয়াল ব্যক্তি হওয়ায় তাদের বিরুদ্ধে ভয়ে কেউ কোন কথা বলেন না।

    নিরীহ পরিবারের প্রধান কানন বালা গাইন (৬৭) আমাদের প্রতিনিধিকে জানান, বিগত ২০১৫ সালে তাপস কুমার বিশ্বাসের কাছ থেকে ৫৫ হাজার টাকা সুদে নিয়েছিলেন তিনি। লেনদেনের সময় তার নিজ নামের একাউন্টের একটি স্বাক্ষরিত ফাঁকা চেক জামানত হিসেবে দিয়েছিলেন। কিছুদিন পরে টাকা পরিশোধ করা হলেও প্রতারক সুদ ব্যবসায়ী তাপস জামানতের চেকটি আর ফেরত না দিয়ে হারিয়ে যাওয়ার নাটক সাজিয়েছিলো। বলেছিলো আপনি তো টাকা পরিশোধ করেছেন। ওই চেকের আর কোন কাজ নেই, মনে করবেন চেক ছিঁড়ে ফেলেছি। এখন দীর্ঘ ৯ বছর পরে এসে ওই চেকে ৮ লক্ষ টাকা লিখে আমার নামে কাশিয়ানী আমলী আদালতে মিথ্যা মামলা দিয়ে আমাকে ও আমার সন্তানকে হয়রানি করছে। আমার বাড়ী ঘর ও ছেলের ব্যবসা প্রতিষ্ঠান দখলের জন্য হুমকি-ধমকি দিচ্ছে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি তারা কোন প্রতিকার দিতে পারেননি। আদালতের শরণাপন্ন হয়েছি আদালতও আমার কথা বিশ্বাস করছে না। আমি আমার পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। আমি এই প্রতারক ও সুদে ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

    সুদের ব্যবসা ও প্রতারণা করার অভিযোগে অভিযুক্ত তাপস কুমার বিশ্বাস অভিযোগ অস্বীকার করলেও দেলোয়ার হোসেন পথিক দাম্ভিকতার সুরে বলেন, আমি টাকা পাবো, তাই মামলা করেছি, পুরো ৮লাখ টাকাই তাদের দিতে হবে।

    নাম প্রকাশে অনিচ্ছুক ফুকরা গ্ৰামের একাধিক ব্যক্তি সাংবাদিকদের বলেন, দেলোয়ার হোসেন পথিক একজন সুদখোর ও প্রতারক। সে নিজেকে আর্মি অফিসারের পিতা পরিচয় দেয়। বাস্তবে তার সন্তানকে ঘুষ দিয়ে সৈনিক পদে চাকুরী দিয়েছেন। সে বিভিন্ন মানুষকে লেনদেনের ফাঁদে ফেলে মামলা হামলা দিয়ে বাড়তি টাকা পয়সা ও জায়গা জমি হাতিয়ে নেয়। এলাকার প্রভাবশালী ও লাঠিয়াল হওয়ায় তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলেনা।

    এ বিষয়ে রামদিয়া সরকারি শ্রী কৃষ্ণ কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক মোঃ হাফিজুর রহমান বলেন, কোন সরকারি চাকুরিজীবীর সুদের ব্যবসা করার সুযোগ নেই। আমি প্রমান পেলে দাপ্তরিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

  • নলছিটিতে আ-শ্রয়ন প্রকল্পে ফলজ ও ফুলের বৃক্ষরোপণ

    নলছিটিতে আ-শ্রয়ন প্রকল্পে ফলজ ও ফুলের বৃক্ষরোপণ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিভিন্ন আশ্রয়নে ফলজ ও ফুলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    সোমবার ২০ অক্টোবর সকাল ১১টায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।

    বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ঝালকাঠি জেলা পরিষদের অর্থায়নে এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

    আশ্রয়নের সুবিধাভোগীদের প্রতিটি ঘরের সামনে ফলজ ও ফুলের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ কর্মসূচির মাধ্যমে আশ্রয়নের পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।

  • সিরাজগঞ্জে স-হিংসতা প্র-তিরোধ ও মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত 

    সিরাজগঞ্জে স-হিংসতা প্র-তিরোধ ও মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত 

    এম এ সালাম,
    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    (UNFPA) এর আর্থিক ও কারিগরি সহায়তায় ও সিরাজগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায়-

    গত সোমবার সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে-নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন । সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সহযোগিতা বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

    উক্ত সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।