Category: দেশজুড়ে

  • জীবনের ঝুঁ-কি নিয়ে জীবিকার লক্ষে মাছ ধরতে পাইকগাছার জেলেদের সমু-দ্রযাত্রা

    জীবনের ঝুঁ-কি নিয়ে জীবিকার লক্ষে মাছ ধরতে পাইকগাছার জেলেদের সমু-দ্রযাত্রা

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে মৎস্য আহরণে সমুদ্রে যাত্রা করছে উপকুলের পাইকগাছার সমুদ্রগামী জেলারা। ইলিশ ধরার জন্য নিষিদ্ধ সময় ২৫ অক্টোবর শেষ হলে সুন্দরবনের দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু হবে। সমুদ্রগামী শুটকী পল্লী জেলেরা জীবনের ঝুঁকি মাথায় নিয়ে মৎস্য আহরণ করলেও নানা প্রতিকূলতায় ভাগ্যের চাকা ঘুরাতে পারেনি। ক্রমবর্ধমান ক্ষতির মুখে পড়ে পুজি, জাল ও নৌকা হারিয়ে অনেকেই পেশা বদলেছেন। আবার অনেকে চড়া হারে মহাজনদের কাছ থেকে টাকা সুধে নিয়ে এ পেশায় টিকে থাকার জন্য কঠোর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
    পাইকগাছা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শীত মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার জন্য পাইকগাছার জেলে পল্লীগুলো থেকে প্রায় আড়াই শত ট্রালার ও নৌকা নিয়ে ১৯৫০জন জেলে রওনা দিয়েছে। ২২ অক্টোবর বুধবার পাইকগাছা থেকে রওনা দিয়ে সুন্দরবনের দুবলার চরে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে তারা মোংলায় অবস্থান করবে। নিষেধাজ্ঞা সময় শেষ হলে পাস পারমিট নিয়ে সুন্দরবনের দুবলার চরে অস্থায়ী জেলে পল্লী তৈরি করে থাকবে।
    জেলেরা সমুদ্রে মৎস্য আহরণকে ঘিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। ঘুরে দাঁড়ানোর আশায় জীবনের ঝুকি নিয়ে চলেছে উপকূলের জেলেরা। সাগরে যেতে যে যার মত প্রস্তুত করছেন জাল, দড়ি, নৌকা-ট্রলার। কেউ কেউ গড়ছেন নতুন ট্রলার, আবার কেউ পুরাতন নৌকা মেরামত করে নিয়েছেন। প্রস্তুতি অনুযায়ী অনেকেই আগেভাগে রওনা দিয়েছেন।
    দুবলার চর বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ-পশ্চিমে এবং হিরণ পয়েন্টের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি দ্বীপ যা চর নামে হিন্দুধর্মের পূণ্যস্নান, রাসমেলা এবং হরিণের জন্য বহুল পরিচিত। কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে এটি একটি বিচ্ছিন্ন চর। এই চরের মোট আয়তন প্রায় ৮১ বর্গমাইল। দুবলার চরে তৈরি হয় জেলে গ্রাম। মাছ ধরার সঙ্গে চলে শুঁটকি শোকানোর কাজ। বর্ষা মৌসুমের ইলিশ শিকারের পর বহু জেলে পাচ মাসের জন্য সুদূর কক্সবাজার, চট্টগ্রামসহ, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা থেকে ডেরা বেঁধে সাময়িক বসতি গড়ে সেখানে। মেহেরআলীর খাল, আলোরকোল, মাঝেরচর, অফিসকেল্লা, নারিকেলবাড়িয়া, মানিকখালী, ছাফরাখালী ও শ্যালারচর ইত্যাদি এলাকায় জেলে পল্লী স্থাপিত হয়। এই পাচ মাস তারা মাছকে শুঁটকি বানাতে ব্যস্ত থাকেন। এখান থেকে শুঁটকি চট্টগ্রামের আসাদগঞ্জের পাইকারী বাজারে মজুদ ও বিক্রয় করা হয়।
    খুলনা জেলার বিভিন্ন নদ-নদীতে পলি জমে ভরাট হওয়ায় শুধুমাত্র সুন্দরবনের উপর নির্ভরশীল হওয়ার কারণে ও নানা প্রতিকূলতায় ভাগ্যের চাকা ঘুরাতে পারেনি জেলে পরিবারগুলো। তফশীলি ব্যাংক থেকে জেলেদের সহজ শর্তে ঋণ প্রদান করার কথা থাকলেও বিভিন্ন শর্ত জুড়ে দেওয়ায় তা পূরণ করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হয়।
    পাইকগাছা উপজেলার বোয়ালিয়া জেলে পল্লীর বাসিন্দা শিতেনাথ বিশ্বাস বলেন, প্রতি বছর আমরা মহাজনদের কাছ থেকে ঋণ করে সমুদ্রে যাই। সরকারিভাবে আমরা তেমন কোন সাহায্য সহযোগীতা পাইনা। সুন্দরবনে জলদস্যু-বনদস্যুর উৎপাত ও মুক্তিপণ আদায়সহ আসাধু বনরক্ষীদের দৌরাত্ম্য কিছুটা বন্ধ হলেও এখনও সীমাহীন সমস্যায় মধ্যে থাকতে হয় আমাদের।
    বোয়ালিয়ার জেলে দিপঙ্কর বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিবছর জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র থেকে মাছ ধরে কোটি কোটি টাকা রাজস্ব দেই সরকারকে। কিন্তু আমরা সমুদ্রে মাছ ধরার জন্য কোন ঋণ পাই না। জেলেদের সকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

    ইমদাদুল হক
    পাইকগাছা খুলনা।

  • নড়াইলের লোহাগড়ায় আই-নশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি

    নড়াইলের লোহাগড়ায় আই-নশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি
    রবিউল ইসলাম। নড়াইলের লোহাগড়া থানায় সর্বস্তরের জনগণের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) লোহাগড়া থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, পুলিশ সুপার, নড়াইল।
    পুলিশ সুপার তার বক্তব্যে বলেন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কোন মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করবেন না। পুলিশ জনগণের পাশে থেকে আপনাদের সব সময় সহযোগিতা করবে। পুলিশ জনগণের বন্ধু, কোন প্রকার দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করেন এবং এর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, ইতিমধ্যে দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতারসহ ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে নড়াইল জেলা পুলিশ, অপরাধী যতই আড়ালে অপরাধ করুক না কেন আইনের চোখে তা দিনের আলোর মতোই দৃশ্যমান।

    পুলিশ সুপার এসপি রবিউল ইসলাম সকলকে
    ১। আধিপত্য বিস্তার,
    ২।গ্রাম্য কাইজ্যা,
    ৩। দলীয় গ্রুপিং,
    ৪। সামাজিক ও গোষ্ঠীদ্বন্দ্ব,
    ৫।মাদক,
    ৬। জুয়া,
    ৭। ইভটিজিং,
    ৮। মানব পাচার,
    ৯। নারী নির্যাতন ও বহুবিবাহ,
    ১০। সামাজিক অবক্ষয়,
    ১১। কিশোর অপরাধ ও দলবদ্ধ হয়ে আইন লঙ্ঘন,
    ১২। বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।
    ধর্মীয় উস্কানি, অপপ্রচার বা প্রপাগাণ্ডা ছড়ানো থেকে বিরত থাকুন। সংখ্যালঘু লোকজন যাতে নির্যাতিত হয়ে বাসস্থান ত্যাগে বাধ্য না হয়, সেজন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কারো বিরুদ্ধে ধর্মীয় উস্কানি, অপপ্রচার, প্রোপাগাণ্ডা ছড়ানো অথবা সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
    থানা হচ্ছে জনগণের আস্থার আশ্রয়স্থল, থানার উপর আস্থা রাখুন, থানায় এসে নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন।
    উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ রকিবুল হাসান, বিপিএম সেবা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নড়াইল, মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, লোহাগাড়া থানা, নড়াইল, অজিত কুমার রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত), লোহাগড়া থানা, নড়াইল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

  • র‌্যাব-১২ এর অ-ভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ ১ জন মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার

    র‌্যাব-১২ এর অ-ভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ ১ জন মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলংগা থানা এলাকা হতে ১০৮ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ বিকাল ১৫.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর নামকস্থানে সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে দক্ষিণ পার্শ্বে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৮ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ১,৫৫০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ০১। মোঃ লালন (২৭), পিতা- মৃত বাবু, সাং-চক জামিরা, পোস্ট-জামিরা, থানা- পুঠিয়া, জেলা-রাজশাহী।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ বিভিন্ন শহর ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • পাত্রীর প্রাপ্ত বয়স না হওয়ায় বিয়ে বাড়িতে না খেয়ে ফিরে গেলেন ইউএনও

    পাত্রীর প্রাপ্ত বয়স না হওয়ায় বিয়ে বাড়িতে না খেয়ে ফিরে গেলেন ইউএনও

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে স্বপরিবারে বিয়ের দাওয়াতে গিয়ে কনের বয়স ১৮ বছরের নিচে জানতে পেরে দাওয়াত না খেয়েই ফিরে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম। পরে কাজী বিয়ে না পড়িয়েই খাওয়া দাওয়া না করে চলে যান তিনিও। ফলে বিয়ে অনুষ্ঠানটি আর সম্পন্ন হয়নি।

    শুক্রবার দুপুরে উপজেলার দৈহারী গ্রামে এ ঘটনা ঘটে। কনের বয়স ১৬ বছর বলে জানা গেছে। সে গেল বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। এ বছরই তার বিয়ের আয়োজন করা হয়।

    জানা যায়, বর শেখ মো. অনিক (২৩) জগন্নাথকাঠি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে এবং কনে মোসাম্মৎ মুন্নি আখতার (১৬) দৈহারী গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে।

    বিয়ে পড়াতে যাওয়া কাজী মো. ইসহাক আলী বলেন, “প্রথমে আমাকে জানানো হয় মেয়ের বয়স ১৮ বছর। পরে কনের প্রকৃত বয়স ১৬ জেনে আমি বিয়ে পড়াইনি। ইউএনও সাহেবও বিষয়টি জানার পর স্বপরিবারে না খেয়েই চলে যান।”

    স্থানীয় ইউপি সদস্য মো. আল আমীন জানান, “বিয়ে বাড়িতে উৎসবমুখর পরিবেশ ছিল। ইউএনও সাহেব স্বপরিবারে দাওয়াতি ছিলেন। কনের বয়স কম শুনেই চলে গেলে কাজী এবং আমি নিজেও ফিরে এসেছি। আমরা কোন খাওয়া দাওয়া করিনি।

    ইউএনও মো. জাহিদুল ইসলাম বলেন, “আমি ব্যক্তিগত অনুরোধে দাওয়াতে গিয়েছিলাম। কনের বয়স কম জেনে আইনগত ও নৈতিক দিক বিবেচনায় দাওয়াত না খেয়েই ফিরে এসেছি। পরে জানতে পেরেছি, বিয়েটি আর হয়নি।

  • আশুলিয়ায় কু-খ্যাত মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার

    আশুলিয়ায় কু-খ্যাত মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আজম মোল্লাকে গ্রেফতার!

    শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫ইং) সকালে ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আঃ মুত্তালিব সংগীয় ফোর্সসহ অদ্য (২৩/১০/২০২৫ইং) দিবাগত ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানাধীন ভাদাইল পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈকা হাসিনা ইয়াসমিন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আজম মোল্লা (৪৮) কে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আজম মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী পাথরঘাটা গ্রামের মোঃ বাদশা মোল্লার ছেলে বলে ডিবি পুলিশ জানায়। এ/পি সাং কলমা, মুড়ী ফ্যাক্টরির পশ্চিম পার্শ্বে,থানা- সাভার, জেলা-ঢাকা’কে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • গোপালগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বি-তরণ

    গোপালগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বি-তরণ

    কে এম সাইফুর রহমান, 
    নিজস্ব প্রতিনিধিঃ 

    বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া বাজার ও কাঠি বাজারে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার উপস্থিত ছিলেন। পরে তিনি নিজ হাতে সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী কর্মী উপস্থিত ছিলেন।

    স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ গ্রহণ করায় ভূয়সি প্রশংসা করেন।

  • মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুর ইসলামের প-দত্যাগের ঘোষণা

    মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুর ইসলামের প-দত্যাগের ঘোষণা

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ওবায়দুর ইসলাম দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

    আজ শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ ওবায়দুর ইসলাম। তিনি বলেন, “আমি বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকবো না। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।”

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ ওবায়দুর ইসলাম জানান, তাদের ওপর কোনো ধরনের চাপ নেই। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে তারা একমত নন, সেই কারণেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

  • রায়গঞ্জে অ-নৈতিক সম্পর্কের ঘটনায় মা-মলা, নি-র্দোষ শিক্ষার্থীর

    রায়গঞ্জে অ-নৈতিক সম্পর্কের ঘটনায় মা-মলা, নি-র্দোষ শিক্ষার্থীর

    সিরাজগঞ্জ প্রতিনিধি অভিজিৎ কুমার দাস:

    সিরাজগঞ্জের রায়গঞ্জে কথিত অনৈতিক কর্মকাণ্ডে এক যুগলকে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন ও হয়রানিমূলক’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন চার কলেজ শিক্ষার্থী।

    শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থী ইউনুস খান, নাইম শেখ, সাব্বির ও আব্দুল হাকিম। এসময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরেন।

    সংবাদ সম্মেলনে তারা জানান, স্থানীয় আব্দুল মতিনের মেয়ে মুক্তা ও পাশের গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বায়জিদ দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কে জড়িত ছিল। গত ৯ অক্টোবর রাতে সুযোগ পেয়ে তারা মুক্তার বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঘরের ভেতর তাদের অবরুদ্ধ করে রাখে। এতে আশপাশের মানুষও ভিড় জমায়।

    অভিযুক্ত শিক্ষার্থীরা বলেন, “আমরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তবে কোনো অনৈতিক কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম না। ওই রাতেই বায়জিদ মুক্তার বাড়িতে অবস্থান করেছিল, তার সঙ্গে আরও দুইজন বন্ধু ছিল। ঘটনাটি প্রত্যক্ষ করেছে বহু স্থানীয় মানুষ, যার ভিডিওচিত্রও রয়েছে।”

    তারা অভিযোগ করেন, ঘটনার কয়েকদিন পর পূর্বশত্রুতার জেরে মেয়েটির মা ফরিদা বেগম বাদী হয়ে তাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং মানহানিকর বলে দাবি করেন অভিযুক্তরা।

    সংবাদ সম্মেলনে চার শিক্ষার্থী প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের মানহানির সঠিক বিচার দাবি জানান।

    সংবাদ সম্মেলনে এলাকারটির একাংশের জনসাধারণ উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে ডাঃ খাদিজা সিদ্দিক সুইটির প-দোন্নতি  মানবসেবায় নতুন দিগন্তের সূচনা

    ময়মনসিংহে ডাঃ খাদিজা সিদ্দিক সুইটির প-দোন্নতি মানবসেবায় নতুন দিগন্তের সূচনা

    এটি এম সেলিম,
    ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
    চিকিৎসা সেবায় নিবেদন, মানবতা ও পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ স্থাপন করে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কৃতি নারী চিকিৎসক ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি।
    ২০২৫ সালের ২২ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে তাঁদের পদোন্নতির ঘোষণা দেওয়া হয়।

    খবরটি ছড়িয়ে পড়তেই ময়মনসিংহ ও ফুলবাড়ীয়া জুড়ে শুরু হয় আনন্দের জোয়ার।
    সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে।

    মানবতার চিকিৎসক ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি পেশাগত দক্ষতা, আন্তরিকতা ও রোগীর প্রতি ভালোবাসা দিয়ে গাইনী বিভাগে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন মানবিক চিকিৎসক হিসেবে।
    তিনি ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের কৃতি কন্যা।
    রোগীর সেবায় নিবেদিত, বিনয়ী ও সদালাপী এই চিকিৎসককে অনেকেই মানবতার মা বলে অভিহিত করেন।

    চিকিৎসক দম্পতির অনন্য দৃষ্টান্ত
    ডাঃ সুইটির সহধর্মীণী ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর বাবুল, যিনি প্রশাসনে যেমন সফল, তেমনি মানবিকতার প্রতীক।
    তিনি বলেন,সুইটির পদোন্নতি আমাদের পরিবারের জন্য যেমন গর্বের, তেমনি সমাজের জন্যও এক অনুপ্রেরণা।
    একজন চিকিৎসক কেবল হাসপাতালের নয়, মানবতার সেবায় নিয়োজিত থাকলে তিনিই প্রকৃত ডাক্তার।

    স্থানীয় ও সমাজের মানুষের প্রতিক্রিয়া
    ফখর উদ্দিন মাসুম এক ঔষধ কোম্পানির প্রতিনিধি বলেন,ডাঃ সুইটি শুধু একজন চিকিৎসক নন, তিনি সমাজের আলোকবর্তিকা। তাঁর হাসিমুখ ও বিনয় আমাদের মুগ্ধ করে।

    ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুস সাত্তার বলেন,ডাঃ সুইটি ও ডাঃ হুমায়ুন কবীর দম্পতি সেবার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই অনুকরণীয়। তাঁরা আমাদের এলাকার গর্ব।

    সমাজ সেবক জাকির হোসেন, স্থানীয় সমাজকর্মী বলেন,
    ডাঃ সুইটি শুধু ডাক্তার নন, তিনি আমাদের এলাকার মেয়েদের জন্য রোল মডেল। তাঁর মতো নারীই সমাজে পরিবর্তন আনতে পারে।

    ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যক্ষ মোহামদ সিরাজুল ইসলাম
    বলেন,ডাঃ হুমায়ুন কবীর বাবুল গরীবের ডাক্তার যিনি টাকা পয়সার চেয়ে বেশি গুরুত্ব দেন মানুষের কষ্ট ও চিকিৎসাকে।
    তাঁদের মতো দম্পতি সমাজে থাকলে স্বাস্থ্যখাত বদলে যাবে।

    ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের আহবায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বলেন,ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি নারী শক্তি, শিক্ষা ও মানবসেবার উজ্জ্বল প্রতীক। তাঁর মতো নারীরাই সমাজে পরিবর্তনের আলো জ্বালান।”

    নারীর সাফল্যে নতুন অধ্যায়
    চিকিৎসা পেশায় নারীর অংশগ্রহণ আজ নতুন উচ্চতায়।
    ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি প্রমাণ করেছেন নিষ্ঠা ও মানবতা থাকলে নারীও সমাজে আলো ছড়াতে পারেন।
    তাঁর এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি ফুলবাড়ীয়া ও ময়মনসিংহবাসীর গর্ব,
    এবং আগামী প্রজন্মের নারীদের জন্য এক প্রেরণার বাতিঘর।

    পারিবারিক গৌরব ও সামাজিক অবদান
    রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মরহুম মোবারক হোসেনের পুত্রবধূ ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি,
    এবং সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবীর বাবুলের সহধর্মিণী হিসেবে তাঁদের পরিবার স্থানীয়ভাবে পরিচিত সহনুভূতিশীল চিকিৎসক পরিবার হিসেবে।
    তাঁদের মধ্যে নেই অহংকার বা রাগ আছে বিনয়, সহানুভূতি ও সেবার মনোভাব।

    মানবতার চিকিৎসক হিসেবে ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি ও ডাঃ হুমায়ুন কবীর বাবুল কেবল চিকিৎসা পেশায় নয়, সমাজে মানবিকতার আলো ছড়াচ্ছেন।
    তাঁদের সাফল্য প্রমাণ করে
    সত্যিকারের চিকিৎসা মানে কেবল প্রেসক্রিপশন নয়, বরং এক মমতাভরা হৃদয়।

  • বরগুনার তালতলীতে নি-ষেধাজ্ঞা অ-মান্য করে মাছ ধরায় ১৫০ জেলে আ-টক, ৩৫ ট্রলার জ-ব্দ

    বরগুনার তালতলীতে নি-ষেধাজ্ঞা অ-মান্য করে মাছ ধরায় ১৫০ জেলে আ-টক, ৩৫ ট্রলার জ-ব্দ

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাত পর্যন্ত কোস্টগার্ড, নৌপুলিশ এবং মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

    জানা যায়, নিষেধাজ্ঞার শেষ সময় ঘনিয়ে আসায় অনেক জেলে আগেভাগে নদীতে নামার প্রস্তুতি নেয়। গোপন সূত্রে এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে প্রশাসনের বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে টানা অভিযান চালানো হয়। এ সময় ৩৫টি ট্রলারসহ ১৫০ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ট্রলারসহ তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় নিয়ে আসা হয়। এছাড়া প্রতিটি ট্রলারের মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জব্দ সব ট্রলার স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় শুক্রবার রাত ১২টা পর্যন্ত আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে তালতলী উপজেলা ভূমি কর্মকর্তা সেবক মণ্ডল বলেন, ‘রাতভর পায়রা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের মাছ শিকার করার সময় হাতে নাতে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

    এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, ‘নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড শুরু থেকে তৎপর ছিল। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

    উল্লেখ্য, চলতি মাসের ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশের সব নদী ও উপকূলে মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি ।।