Category: দেশজুড়ে

  • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস পা-লিত

    সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস পা-লিত

    সুজানগর(পাবনা)প্রতিনিধি : ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে পাবনার সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। পরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উদ্যোগে বের হওয়া র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া শিক্ষন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্ষবেক্ষণ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়াই। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিষ্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব। এ সময় সুজানগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।

  • ঝিনাইদহ স্ত্রী হ-ত্যার দায়ে স্বামী গ্রে-ফতার

    ঝিনাইদহ স্ত্রী হ-ত্যার দায়ে স্বামী গ্রে-ফতার

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকায় হাইওয়ে সড়কের পাশে কাঠের দোকানের ভেতর থেকে তাসলিমা খাতুন (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধারের তিন দিন পর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।স্বামী লাল মিয়া (৪৫) গ্রেফতার হওয়ার পর পুলিশকে জানান পারিবারিক কলহের জেরে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন । সুত্রে জানা যায়, ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকায় হাইওয়ে সড়কের পাশে লাল মিয়ার কাঠের দোকান থেকে তাসলিমা খাতুনের লাশ উদ্ধার করা হয়। তালাবদ্ধ দোকান থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চৌকির নিচে লুকানো অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহতের মুখ ও গলায় পুরনো টাই বাঁধা ছিল। ঘটনার পর নিহতের ছেলে রাজন (২১) বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব আলী সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার (১৪ অক্টোবর) রাতে হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর এলাকা থেকে ঘাতক স্বামী লাল মিয়াকে গ্রেপ্তার করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল মিয়া হত্যার দায় স্বীকার করেছেন। লাশ দোকানের চৌকির নিচে লুকিয়ে রেখে স্ত্রীর ব্যবহৃত স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান। ওসি আরও জানান, আসামির স্বীকারোক্তি অনুযায়ী নিহতের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। কানের দুল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • পাইকগাছায় নবাগত এসি-ল্যান্ড মো. ফজলে রাব্বী’র যোগদান

    পাইকগাছায় নবাগত এসি-ল্যান্ড মো. ফজলে রাব্বী’র যোগদান

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

    খুলনার পাইকগাছা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. ফজলে রাব্বী। তিনি মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছান্তে সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল সহ অনেকে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, নবাগত এসিল্যান্ড মো. ফজলে রাব্বী ২০২২ সালে বিসিএস ৪০ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। ১৪ সেপ্টেম্বর তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসাবে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করেন। যোগদান করেই নবাগত এসিল্যান্ড মো. ফজলে রাব্বী এ প্রতিনিধির সাথে আলাপচারিতায় সেবার মানসিকতা নিয়ে পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় এক বছরে ৭৯ সড়ক দু-র্ঘটনা ; মৃ-ত্যু ১৫

    পাইকগাছায় এক বছরে ৭৯ সড়ক দু-র্ঘটনা ; মৃ-ত্যু ১৫

    ইমদাদুল হক ,পাইকগাছা ( খুলনা) ।।

    খুলনার পাইকগাছায় গত এক বছরে ৭৯ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৫ জন প্রাণ হারিয়েছেন। একই সময় দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৮ জন। ১৫ অক্টোবর বুধবার সকালে সড়ক দুর্ঘটনার এমন চিত্র তুলে ধরেন নিরাপদ সড়ক চাই পাইকগাছা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস কে সামনে রেখে নিসচা’র পক্ষ থেকে ২০২৪ সালের নভেম্বর হতে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এক বছরের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, বেপরোয়া গাড়ি চালানো, লাইসেন্স বিহীন চালক নিয়োগ, ফিটনেস বিহীন গাড়ি ব্যবহার, বিরতি ছাড়া দীর্ঘ সময় একটানা গাড়ি চালানো, সড়কের বেহাল অবস্থা, চালক এবং পথচারীদের মধ্যে আইন না মানার প্রবণতা সহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। গত এক বছরে যারা নিহত হয়েছেন তারা হলেন ২০২৪ সালের ১ নভেম্বর চেচুয়ার তারক বিশ্বাসের ছেলে তমাল বিশ্বাস (২২), ৭ ডিসেম্বর কাজীমুছার জহুর হালদারের মেয়ে সেলিনা বেগম (৪৫), ৩১ ডিসেম্বর মধুখালি গ্রামের কবিতা মন্ডল (৫৯), ৯ জানুয়ারি ২০২৫ হরিঢালীর সোহরাব বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান ঝন্টু(৪০), ১৩ জানুয়ারি আগড়ঘাটার শেখ আবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৩০), ১২ এপ্রিল হরিদাসকাটীর প্রভাষক নিত্যনন্দ দাশ, ২১ এপ্রিল পুরাইকাটী গ্রামের মৃত মাদার সরদারের ছেলে অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আমজাদ হোসেন (৭০), ২৩ এপ্রিল বিরাশী গ্রামের মুছা গাজী (৫৫), ২৫ নভেম্বর কপিলমুনির ব্যবসায়ী অপূর্ব সাধুর স্ত্রী রীতা সাধু(৩২) ও ছেলে সৌরভ সাধু(০৫), পহেলা মে মটবাটিয়া গ্রামের ফিরোজ মোড়ল (২৭), ১৪ মে পাইকগাছার সুবোধ, ২০ জুলাই বোরহানপুরের মৃত মনু গাজীর ছেলে মোকছেদ গাজী ও ১১ সেপ্টেম্বর আগড়ঘাটার মফিজুল ইসলামের ছেলে মোস্তাফিজ (১৭)। নিসচা’র পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহণ আইন যথাযথ বাস্তবায়ন, ট্রাফিক আইন মানা, নিরাপদ সড়ক নিশ্চিত করা, বাধ্যতামূলক হেলমেট ব্যবহার সহ সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে লন্ডনে চিকিৎসাধীন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠিতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এর দ্রুত সুস্থতা কামনা করা হয়। নিসচা উপজেলা শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, নিসচা’র সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এসএম আলাউদ্দিন সোহাগ, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, চিকিৎসক সিরাজুল ইসলাম ও কাজী ফারহানা আফরোজ।

  • ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পা-লিত

    ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পা-লিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    ধামইরহাটে বিশ্ব হাত ধােয়া দিবস পালিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে ডাসকো ফাউন্ডেশন (থ্রাইভ প্রকল্প) ও ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’ র সহযোগীতায় ১৫ অক্টোবর সকাল ১০টায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগণ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী মিলন কুমার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি শাহরিয়ার রহমান হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার প্রমূখ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার শিক্ষার্থীইদের হাত ধোয়া পদ্ধতি শিখিয়ে দেন।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

  • উজিরপুরে নি-ষেধাজ্ঞা অ-মান্য করে মা ইলিশ আহ-রন করায় ৩ জেলের কারা-দন্ড

    উজিরপুরে নি-ষেধাজ্ঞা অ-মান্য করে মা ইলিশ আহ-রন করায় ৩ জেলের কারা-দন্ড

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ আহরন করায় ৩ জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে।

    সূত্রে জানা যায়,১৫ই অক্টোবর বুধবার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে উপজেলা প্রশাসন, উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং উজিরপুর মডেল থানার যৌথ অভিযানে সকাল ০৬.৪০ টার সময় ০৩ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী নিষিদ্ধকালীন সময়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে ইলিশ মাছ আহরণ করার অপরাধে ০৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল।

    উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সেনবাগের ৪৪ টি লাইসেন্স বিহীন অ-বৈধ করাতকলে রমরমা বানিজ্য – রাজস্ব ফাঁ-কি

    সেনবাগের ৪৪ টি লাইসেন্স বিহীন অ-বৈধ করাতকলে রমরমা বানিজ্য – রাজস্ব ফাঁ-কি

    রফিকুল ইসলাম সুমন,
    নোয়াখালী জেলা প্রতিনিধি।।

    প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন আইন ১৯২৭ ও করাতকল(লাইসেন্স) বিধিমালা ২০১২ কে অমান্য করে, নোয়াখালীর সেনবাগে ৪৪ টি অবৈধ করাতকলে রমরমা বানিজ্যের অভিযোগ উঠেছে।

    করাতকল স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে সরকার নির্দেশিত ১৯৫৬ সালের আইন অনুযায়ী ৩ বছরের কারাদন্ড ও অর্থ জরিমানার বিধান থাকলে এব্যাপারে উদাসীন রয়েছে সেনবাগ উপজেলা প্রশাসন।

    এবিষয়ে জানতে চাইলে লাইসেন্স বিহীন ৪৪ টি করাতকলের মালিকগন তাদের অনুমতি বিহীন করাতকল পরিচালনার কথা স্বীকার করেন।পাশাপাশি গণমাধ্যমকে জানান, সেনবাগ উপজেলা বন বিভাগে কর্মরত ফরেষ্টগার্ড শরিফকে বিভিন্ন সময়ে অর্থ প্রদানের মাধ্যমে তাদের করাতকল গুলি চালিয়ে যাচ্ছেন। শরিফ প্রতিটি করাতকল থেকে ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারী, ২৬ শে মার্চ সহ বিভিন্ন দিবসে ১(এক) হাজার টাকা থেকে ২(দুই) হাজার টাকা পর্যন্ত আদায় করে নেয়।এছাড়া ও বিভিন্ন সময়ে প্রতিটি করাতকল মালিক থেকে অর্থ আদায় করে। করাতকল মালিকদের নিকট হতে অর্থ আদায়ের প্রসঙ্গে জানতে চাইলে ফরেষ্টগার্ড শরিফ গণমাধ্যমকে কোন সদুত্তর না দিয়ে বলেন, যারা অভিযোগ করেছে তাদের চেহারা গুলো আমাকে দেখান, ওদেরকে আমি দেখে নিবো।আমাদের পাওয়ার না থাকলে কি আমরা সরকারি চাকুরী করি?

    অবৈধ করাতকল স্থাপন,
    পরিচালনা ও ফরেষ্টগার্ড শরিফের মাসোয়ারা নেওয়ার বিষয়ে জানতে চাইলে, সেনবাগ উপজেলা বন কর্মকর্তা মো: এহসানুল হক গণমাধ্যম কে জানান,সেনবাগের ৬০টি করাতকলের মধ্যে ১৬টি করাতকলের লাইসেন্স আছে। বাকী ৪৪ টি করাতকলের লাইসেন্স ও অনান্য প্রয়োজনীয় কোন কাগজপত্রই নাই। অধিকাংশ করাতকল মালিক ১৫ থেকে ২০ বছর যাবত লাইসেন্স ছাড়াই অবৈধ করাতকল চালিয়ে যাচ্ছেন।
    আমি কিছুদিন পরপর নোটিশ প্রেরন করে লাইসেন্স করার জন্য তাগিদ দেই, কিন্তু তারা এতে কর্ণপাত না করেই পূর্বের মতো অবৈধভাবে করাতকলগুলো চালিয়ে যাচ্ছেন। আর বনপ্রহরী শরিফ করাতকল মালিকদের নিকট হতে টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত নই।কেউ যদি লিখিত অভিযোগ দাখিল করে তাহলে বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

    এদিকে লাইসেন্সধারী করাতকল মালিকগন ক্ষোভ প্রকাশ করে বলেন,,আমরা সরকারকে ট্যাক্স দিয়ে,লাইসেন্স করে কি লাভ? বন বিভাগের অসাধু কর্মচারীদের টাকা দিয়ে অবৈধভাবে অনেকেই চালিয়ে যাচ্ছেন তাদের করাতকল গুলি। বৈধ করাতকল মালিকদের দাবি, খুব শীগ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে লাইসেন্স বিহীন অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে যেন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়।

  • বরগুনার তালতলীতে ভাবীকে হ-ত্যার ১০ বছর পর ভাতিজিকে পি-টিয়ে হ-ত্যা

    বরগুনার তালতলীতে ভাবীকে হ-ত্যার ১০ বছর পর ভাতিজিকে পি-টিয়ে হ-ত্যা

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলায় ভাবী তানিয়া বেগমকে গলাকেটে হত্যার ১০ বছর পর এবার ছয় বছর বয়সী ভাতিজি নাহিল আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন চাচা হাবিব ওরফে হাবিল খাঁন। ঘটনার পরপরই হাবিলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    মঙ্গলবার রাত ১১ টার দিকে নিহত শিশুর বাবা মো. দুলাল খান বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে একই দিন দুপুর ২ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত হাবিব ওরেফে হাবিল খান মামলার বাদী দুলাল খানের আপন ছোট ভাই হওয়ায় তাঁরা একই বাড়িতে বসবাস করতেন। তবে হাবিব সার্বক্ষণিক নেশাগ্রস্ত থাকায় প্রায় সময়ই পরিবারের সদস্যদের গালিগালাজ করাসহ মারধর করতেন। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে শিশু নাহিল বাড়ির সামনে একটি মুদি দোকানে রুটি কিনতে যায়। এসময় হঠাৎ হাবিব পিছন থেকে এসে একটি লাঠি দিয়ে নাহিলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। 

    এসময় শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক বাবা দুলাল খান ও স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটি আশঙ্কাজনক অবস্থায় থাকায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রকিবুল ইসলাম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মৃত্যু হয়। 

    ঘটনার পরপরই চাচা হাবিব ওরেফে হাবিলকে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় হাবিল একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়। হাবিল খান এ ঘটনার আগে ২০১৫ সালের আগস্ট মাসে নিহত শিশুর বাবা বড় ভাই দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়া বেগমকে গলা কেটে হত্যা করেন। ওই মামলায় তাঁর ৯ বছর সাজা হয়। সাজা ভোগ শেষে ২০২৪ সালের শুরুরদিকে জামিনে মুক্তি পান। ভাবিকে হত্যার ১০ বছর পরে ঘাতক হাবিল বড় ভাই দুলাল খানের দ্বিতীয় স্ত্রী ফাহিমা আক্তারের কন্যা নাহিলকে পিটিয়ে হত্যা করেছেন।

    শিশুর বাবা দুলাল খান কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। ২০১৫ সালে আমার প্রথম স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। তখন ওর বয়স ছিল ১৭ বছর। শিশু আইনে ৯ বছর সাজা ভোগ করে ২০২৪ সালের প্রথম দিকে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পাওয়ার দেড় বছরের মাথায় আমার শিশুকন্যাকে পিটিয়ে হত্যা করল। আমার শিশুকন্যা কী অপরাধ করেছিল? আমি এর বিচার চাই।’

    স্থানীয় ইউপি সদস্য মো. টুকু শিকদার ও সালাম হাওলাদার বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয়রা হাবিলকে ধাওয়া করলে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করেছে। হাবিল এর আগে তাঁর ভাইয়ের প্রথম স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন।’

    তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রকিবুল ইসলাম বলেন, ‘শিশুটির মাথার ডান পাশে এবং বাঁ হাতের কনুইয়ে গুরুতর জখমের চিহ্ন ছিল। তাৎক্ষণিক শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জানা যায়, শিশুটি বরিশালে নেওয়ার পথেই মারা গেছে।’

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘হাবিলকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মরদেহ থানায় রাখা হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি।।

  • শাজাহানপুরে কুচ-ক্রী মহলের ইন্ধনে ভূমি অফিস নির্মাণে বাঁ-ধা ও ষ-ড়যন্ত্রের প্র-তিবাদে মানববন্ধন

    শাজাহানপুরে কুচ-ক্রী মহলের ইন্ধনে ভূমি অফিস নির্মাণে বাঁ-ধা ও ষ-ড়যন্ত্রের প্র-তিবাদে মানববন্ধন

    মিজানুর রহমান মিলন,
    স্টাফ রিপোর্টার :

    বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের প্রাণকেন্দ্র ডেমাজানীতে বন্দরে অবস্থিত বলিহার রাজবাড়ী খ্যাত কাচারী বাড়িতে সরকারি নির্ধারিত স্থানে ভূমি অফিস নির্মাণে বাঁধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

    মঙ্গলবার(১৪ অক্টোবর ২০২৫) বিকেলে ডেমাজানী কাচারী বাড়ি এলাকায় এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এএইচ এম শফিকুত তারিকের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আবু শাহীন সানির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণ কুমার সরকার, প্রভাষক মাহাতাব উদ্দিন সন্টু, আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, ডা. মেহেরুল আলম মিশু, বিপুল রানা মোল্লা, এম আর মানিক, জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম বিএসসি, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন টোটন, জামাল উদ্দিন, বাদশা মিয়া, আরিফ সরকার টিয়া, নাইস, রাব্বি, আব্দুর রহিম, হামিদ, রুবেল, আপেলসহ উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

    মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার অনুমোদিত জায়গায় ভূমি অফিস নির্মাণের কাজ শুরু হলে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এর বিরোধিতা করছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, সরকারি উন্নয়ন প্রকল্পে যারা বাঁধা প্রদান করছে তাদের কে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য।

    বক্তারা আরও বলেন, “সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বাঁধা সৃষ্টি করে কেউ পার পাবে না। জনগণের সেবা ও এলাকার উন্নয়নের স্বার্থে ভূমি অফিস নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।”

    উল্লেখ্য, ডেমাজানী কাচারী বাড়ির সরকারি জায়গায় ভূমি অফিস নির্মাণের জন্য ইতোমধ্যে লে-আউট সম্পন্ন হয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরুর কথা রয়েছে । মানববন্ধনে অংশ গ্রহনকারী সাধারণ মানুষের সাথে কথা বলে যায়, কিছু কুচক্রী মহল সাধারণ মানুষের সুযোগ সুবিধার কথা চিন্তা না করে তাদের ব্যাক্তিগত সার্থ হাসিল করার জন্য ভূমি অফিস নিজ এলাকায় নিয়ে যেতে চায় , তারা আরোও বলেন, আমরুল ইউনিয়নের প্রাণকেন্দ্র হলো ডেমাজানী বন্দর। যোগাযোগ ব্যস্হা থেকে শুরু করে সব দিক থেকে বিবেচনা করে ডেমাজানী তে ভূমি অফিস নির্মান করা হলে সার্বিক ভাবে সবার জন্য ভালো হবে ইনশাআল্লাহ ।এ জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা ।

  • চারঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উ-দযাপন

    চারঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উ-দযাপন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “হাত ধোয়ায় নায়ক হোন” “Be a Hand Washing Hers” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান হাত ধোয়ার আটটি নিয়ম বলে বিশ্ব হাত ধোয়া দিবসের কার্যক্রম শুরু করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক সনৎ কুমার দেবনাথ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং শিক্ষার্থীরা।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।।