আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের বিজয় নিশ্চিত করতে কলমা ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৩ জানুয়ারি মঙ্গলবার ইউপি বিএনপির উদ্যোগে কলমা ইউপির দরগাডাঙা স্কুল এ্যান্ড কলেজ চত্ত্বরে ইউপি বিএনপির
সম্পাদক মানিরুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক ও তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, এমদাদুল হক এমদাদ, হেলাল পারভেজ, রুবেল হোসেন ও শিহাব আলীপ্রমুখ।এছাড়াও ইউপির সকল ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এদিন প্রধান অতিথি আলোচনা সভায় আসন্ন সাধারণ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঝে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।#
Category: দেশজুড়ে
-

তানোরের কলমা ইউপি বিএনপির আলোচনা সভা
-

সুজানগরে ইউসিসিএ লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত
এম এ আলিম রিপন,সুজানগর জানুয়ারী, মঙ্গলবার সুজানগর ইউসিসিএ লিমিটেড এর প্রশিক্ষণ কক্ষে বার্ষিক এ সাধারণ সভা অনুষ্টিত হয়। সুজানগর কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) লিমিটেডের সভাপতি মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিআরডিবি পাবনার উপ পরিচালক মোঃ খাদেমুল বাশার। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন । সমিতিগুলোকে সুসংগঠিত করার আহবান জানিয়ে অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সমবায় সমিতির মাধ্যমেই প্রত্যন্ত অঞ্চলে মানুষের মাঝে নেতৃত্বের গুণাবলি সৃষ্টি হওয়ার পাশাপাশি সমবায়ের মাধ্যমে শ্রমিক শ্রেণি ও দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সচেষ্ট করা হয়।
সুজানগর পাবনা প্রতিনিধি।।
-

গোদাগাড়ীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আ/ত্মার মা/গফিরাত কামনা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে দলীয় সাংগঠনিক শক্তি কয়েকগুণ বৃদ্ধি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জেতাতে বিএনপির সাবেক ও বর্তমান নেতারা ঐকবদ্ধ হচ্ছেন। বিভেদ ভুলে রাজশাহী ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিনর সঙ্গে তৃণমূলের সব নেতা জোট বেঁধে রেকর্ড গড়েছেন। তারেক রহমানের কঠোর বার্তায় নেতাদের একাট্টা হওয়ার বিষয়টি ভোটের সমীকরণ বদলে দিতেছে।
গোদাগাড়ী উপজেলা সদরে এলাকার দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ মতবিনিময় সভায় জোট বেঁধে উপস্থিত হন জনপ্রিয় নেতারা। শুক্রবার সাকালে ব্যারিঃ মাহাফুজুর রহমান মিলনের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। ব্যারিষ্টার মিলন নিজে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি নিজেই সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।রাজশাহী ১ আসনের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপির ধানের শীষ প্রতীককে জেতাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।
দলের প্রার্থীকে সমর্থন দিয়ে জোট বাঁধেন রাজশাহী জেলা বিএনপির ও উপজেলা, গোদাগাড়ী পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ।বিএনপির নেতা সাবেক প্যানেল মেয়র মোঃ মাহাবুবুর রহমান বিপ্লব বলেন, গোদাগাড়ী তানোরের উন্নযন মূলত ব্যারিষ্টার আমিনুল হক ভাইয়ের হাত ধরে শুরু হয়। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রায়ত ব্যারি. মোঃ আমিনুল হকের ব্যাপক জনপ্রিয়তা, ধানের শীষ এবং প্রার্থীর ক্লিন ইমেজে রাজশাহী ১ আসনেই বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ । বিপুল পরিমাণ ভোটে রেকর্ড গড়বেন তারেক রহমান। তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী।
রাজশাহী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিন বলেন, গোদাগাড়ী – তানোরের মাটি বিএনপি, ধানের শীষ তথা ব্যারিষ্টার আমিনুল হকের শক্তিশালী ঘাঁটি। আমরা সবাই এক থাকলে আমাদের তথা ধানের শীষের বিজয় নিশ্চিত।
এ দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
১৩ জানুয়ারি মঙ্গলবার বিকালে গোদাগাড়ী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, পৌরসভা বিএনপির সভাপতি মজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক অরণ্য কুসুম, বিএনপি নেতা গোলাম কিবিরিয়া রুলু, প্রমূখ।
এদিন কর্মসূচিতে উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকগণ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অতীতের সকল ভেদাভেদ ও মতপার্থক্যের অবসান ঘটিয়ে
সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন।মোঃ হায়দার আলী
রাজশাহী। -

ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
অবশেষে ভেঙে ফেলা হলো খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। উচ্চ আদালতের আদেশে খুলনা জেলা পরিষদের জায়গায় নির্মিত দ্বিতল ভবনের দলীয় কার্যালয় টি ১৩ জানুয়ারি মঙ্গলবার বুল ডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হাসান। এসময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী ও ওসি তদন্ত ইদ্রিসুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৮০ সালে পাইকগাছা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে খুলনা জেলা পরিষদের মালিকানাধীন জায়গা স্থাপন করা হয় মধুমিতা পার্ক। পার্কের মাঝে একটি পুকুর রয়েছে, যে পুকুরের পানি এলাকার মানুষ সুপেয় পানি হিসেবে ব্যবহার করে আসছে। অন্য সীমানা প্রাচীর নির্মাণ করে পার্কটি দৃষ্টি নন্দন করা হয়। এদিকে ২০০৪ সালে কিছু মানুষ পার্কের জায়গা স্থাপনা নির্মাণ করে মার্কেট তৈরী করেন। এর বিরুদ্ধে পার্ক সংরক্ষণ কমিটির পক্ষে ২০০৫ সালে উচ্চ আদালতে রিট পটিশন করেন। যার নং ৩৫৯০/০৫। মহামান্য হাইকোর্ট অবৈধ নির্মাণ বন্ধের আদেশ দিলে তা কার্যকর না হওয়ায় পার্ক সংরক্ষণ কমিটির পক্ষে পরবর্তীতে মহামান্য হাইকোর্ট অব কন্টেম পিটিশন দাখিল করেন। যার নং ১০২/২২ কয়েক দফা শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট ২০ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। আদালতের আদেশে ২০২৩ সালের মে মাসে পার্কের ৩০ টি স্থাপনা উচ্ছেদ করা হলে ও থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দ্বিতল ভবনটি। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের এই ভবন টি নির্মাণ করেন আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হক। শেখ মোঃ নূরুল হক দশম সংসদের সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে একাদশ সংসদে আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু নির্বাচিত হয়ে দলীয় কার্যালয়ের সম্প্রসারণ করেন। জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীরা ৫ আগস্ট দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে। জুলাই গণঅভ্যুত্থানের পর দলীয় এ কার্যালয়ে আওয়ামী লীগের কোন নেতাকর্মীর উপস্থিত দেখা যায়নি। অবশেষে মহামান্য হাইকোর্টের আদেশে খুলনা জেলা পরিষদের জায়গায় নির্মিত পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্পূর্ণ দ্বিতল ভবনটি ভেঙে ফেলা হয়। মঙ্গলবার সকাল থেকে দিনভর বুল ডোজার ও বেশ কয়েকজন শ্রমিক দিয়ে উচ্ছেদ করা হয় দলীয় কার্যালয়টি। আদালতের আদেশে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এটি ভাঙা হয়েছে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হাসান।
-

পাইকগাছায় রাস মন্দিরে থাকা রাধা-গোবিন্দের মূর্তি ভাঙ্চুরের ঘটনা ঘটেছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
খুলনার পাইকগাছায় রাস মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার পর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময়ের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। পূজারিরা সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গেলে বিষয়টি তাদের নজরে আসে বলে জানান মন্দির কমিটির সদস্যরা।
মন্দিরের সভাপতি সন্তোষ কুমার সরদার বলেন, প্রতি বছর রাস উৎসবের পরে আমরা মন্দিরে প্রতিমা রেখে দিই। প্রতিমাটিতে প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা প্রদিপ জ্বালানো হয়। সোমবার সন্ধ্যায় সন্ধ্যা প্রদিপ জ্বালাতে গিয়ে স্থানীয় জনৈক মিলনের মা সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে প্রথমে তার নজরে আসে। তিনি দেখেন প্রতিমাটির বিভিন্ন অঙ্গহানি হয়েছে। মন্দিরটির ফটকে লোহার গ্রিল থাকলেও দুটো জানালা ফাঁকা ছিলও আছে এবং ইং ২০২২ সাল থেকে মন্দিরটি নির্মান কাজ চলমান । যার পাশে ১৯৯৬ সালে আরও একটি মন্দির দেখাযায়। স্থাপনের পর থেকে এভাবেই প্রতিমা থাকে কিন্তু কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। সন্তোষ সরদার মনে করেন রোববার সন্ধ্যার পর থেকে সোমবার সন্ধ্যার আগ পর্যন্ত সময়ে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসা মাত্র আমরা পুলিশ প্রশাসনকে জানান তারা।
সন্তোষ কুমার সরদার আরও বলেন, ‘পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দিরে রাধা গোবিন্দের দুটি মূর্তি অঙ্গহানী করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার আরো ছয়টি মন্দির কমিটির সভা হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু প্রতিমার অঙ্গহানি হয়েছে আগামী বুধবার তারা প্রতিমা বিসর্জন দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা তদন্ত করছি। এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’অপরদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ।
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা জানান, অনতিবিলম্বে এই দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ প্রতিনিধি সরেজমিনে গেলে মন্দিরে পার্শ্ববর্তী চন্দনা নামের এক গৃহ বধু জানান, প্রতিদিন বিকালে মন্দির প্রাঙ্গনে যুবক ছেলেরা গাজার আড্ডা বসায়। তারা এ ঘটনা ঘটাতে পারে। সচেতন মহল মনে করেন দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় ভাবে আইনশৃঙ্খলা ভঙ্গ বা রাজনৈতিক ইস্যু তৈরীর জন্য কোন দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।
প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা
-

নেছারাবাদে ডিবি পরিচয়ে চাঁ-দাবাজি: ৯৯৯তে কল দিলে পুলিশ ভু-য়া ডিবিকে আ-টক করে
নেছারাবাদ সংবাদদাতা,পিরোজপুর।।
পিরোজপুরের নেছারাবাদে ডিবি পুলিশের পরিচয়ে এক পান ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে একজন ভুয়া ডিনিকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তি নেছারাবাদ উপজেলার ২নং সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে নুরুল আলম। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) সকালে পান কিনতে যাওয়ার পথে ভুক্তভোগী ব্যবসায়ী সবুজ চন্দ্র হালদারকে ডিবি পুলিশ পরিচয়ে আটকানো হয়। তাকে মাদক ব্যবসায়ী বলে মিথ্যা অভিযোগ তুলে ইয়াবা উদ্ধারের নাটক সাজিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে মোটরসাইকেল আটকে রাখা ও হত্যার হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগী সবুজ জানান আমাকে বিভিন্ন মেয়াদে জেলের ভয় দেখিয়ে আমার কাছে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করে এবং আমার মটরসাইকেল চাবি নিয়ে যায়। তখন আমাকে বলে যে উক্ত টাকা পরিশোধ করে মটরসাইকেল নিয়ে যেতে। আমার মটরসাইকেল রেখে আমাকে টাকা আনার জন্য ছেড়ে দেয় এবং বলে তুমি যদি এই কথা কাউকে বলো তোমাকে ও তোমার পরিবারকে মেরে ফেলবো । আমি ওখান থেকে বের হয়ে আমার মোবাইল ফোন হইতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দেই। পরবর্তীতে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছাইলে হাতেনাতে তাকে আটক করে।
এ বিষয়ে নেছারাবাদে থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, আমরা কখর পেয়েই পুলিশ পাঠিয়ে তাকে ধরতে সক্ষম হই। নিয়মিত মামলার রুজু শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আনোয়ার হোসেন
নেছারাবাদ সংবাদদাতা পিরোজপুর।। -

র্যাব-১২ এর অ-ভিযানে সা-জাপ্রাপ্ত প-লাতক আ-সামী গ্রে-ফতার
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন শিয়ালকোল বাজার এলাকা হতে গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।
১। গত ১৯ মার্চ ২০২০ খ্রিঃ তারিখে আসামী মোঃ সোহেল (৩২), পিতা- মোঃ মৃত ফটিক, সাং-সয়াধানগড়া, থানা- সদর, জেলা- সিরাজগঞ্জ এর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা দায়ের হয়। যার মামলা নং-৭১, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(গ)। উক্ত মামলার বিচার কাজ শেষে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০১, সিরাজগঞ্জ উক্ত মামলায় অভিযুক্ত মোঃ সোহেলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামী মোঃ সোহেল দেশেরে বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে থাকেন বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে।
২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ১২ জানুয়ারী ২০২৬ খ্রিঃ, দুপুর ১৪.১৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন শিয়ালকোল বাজার’’ এলাকা হতে একটি অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সোহেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোহেল (৩২), পিতা- মোঃ মৃত ফটিক, সাং-সয়াধানগড়া, থানা- সদর, জেলা- সিরাজগঞ্জ।
৪। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
-

কাশিয়ানীতে গণধ/র্ষণের শি/কার এক গৃহবধূ
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এক গৃহবধূকে ইজিবাইক থামিয়ে জোর করে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে অস্ত্র ও মাদক দিয়ে ছবি তুলে এবং ভিডিও ধারণের পর গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে
ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা অনুমান ৭ টার দিকে। ভুক্তভোগী ওই নারীর নাম বৃষ্টি আক্তার (২২) (ছদ্মনাম)। পরে এ ঘটনায় ধর্ষিতা কাশিয়ানী থানায় যোগাযোগ করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে চাইলে সেখানে মামলা না নেওয়ায় সে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযুক্ত ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে গতকাল সোমবার (১২ জানুয়ারি) মামলা দায়ের করেন (পিটিশন নম্বর -১২/২০২৬ ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী – ২০২৫) এর ৯(৩)/৩০ ধারা তৎসহ পর্নোগ্রাফি আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) দঃ বিঃ। ওই ঘটনায় অভিযুক্তরা হলেন কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকার মৃত শাজাহান মোল্লার ছেলে সান্টু মোল্লা (৪০), জঙ্গল মকন্দপুর এলাকার জাহাঙ্গীর ওরফে কালুর ছেলে হৃদয় (২৬), ঘোনাপাড়া এলাকার মুন্নুর ছেলে ইমন (২৮) ও দুলু ফকিরের ছেলে অসীম ফকির (৩৮) এবং একই উপজেলার খায়ের হাট এলাকার মৃত খবির তালুকদারের ছেলে অহিদুজ্জামান তালুকদার (৪৫)।পরে এ ঘটনায় বিজ্ঞ বিচারিক আদালত কাশিয়ানী থানার অফিসার ইনচার্জকে উক্ত ঘটনায় এফআইআর দায়ের সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ধর্ষিতা ওই নারী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকার মৃত খবির তালুকদারের ছেলে অহিদুজ্জামান তালুকদারের নেতৃত্বে গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার দিকে ভিকটিম বৃষ্টি আক্তার (ছদ্মনাম) ইজিবাইক যোগে তার বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে অভিযুক্ত অহিদুজ্জামান তালুকদার সহ অন্যান্য অভিযুক্তরা ভুক্তভোগীর মাথায় পিস্তল ঠেকিয়ে জোর করে তাকে ঘোনাপাড়া বাজারে মামুনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে হাতে মাদক ও অস্ত্র দিয়ে একাধিক ছবি তুলে এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ভুক্তভোগী চিৎ কার চেঁচামেচি করলে পর্যায়ক্রমে তার ইচ্ছার বিরুদ্ধে সকলেই মিলে তাকে ধর্ষণ করে একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা সকলে সেখান থেকে পালিয়ে যায়। পরে সাক্ষীদের জানালে তারা এসে ভিকটিমকে উদ্ধার করে। পরে ভিকটিম দোষীদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় গিয়ে মামলা করতে ব্যর্থ হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এ সময় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ভিকটিম বলেন, তার সাথে যে ঘটনা ঘটেছে তা যেন আর কারো সাথে না ঘটে। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।
উল্লেখ্য, এর আগে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বৃষ্টি আক্তারকে (ছদ্মনাম) ধর্ষণ চেষ্টার অভিযোগে চলতি মাসের গত ০৫/০১/২০২৬ ইং তারিখে অহিদুজ্জামান তালুকদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা (নারী ও শিশু পিটিশন – ০৫/ ২০২৬ ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(৪)(খ) দঃ বিঃ মতে) দায়ের করেন। যার তদন্ত গোপালগঞ্জ পিবিআই করছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী, গোপালগঞ্জ জজ কোর্ট -এর অ্যাডভোকেট জাবের আলম মোল্যা।
-

মাদ/ককে না বলুন, সুন্দর সমাজ গঠনে পথশিশু-কিশোরদের নিয়ে ‘গানের কলি’ অনুষ্ঠান
হেলাল শেখঃ মাদক ও সন্ত্রাস দমন করার জন্য এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে পথশিশু কিশোর-কিশোরীদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন শুরু করছি আমরা। এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘গানের কলি’।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেছেন আইটিভি বাংলার স্টাফ রিপোর্টার, বাংলা বাজার পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়। তিনি জানান, সমাজের অবহেলিত পথশিশু কিশোর-কিশোরীদের সুস্থ সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার মাধ্যমে তাদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যকলাপ থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন,“পথশিশু কিশোর-কিশোরীরা যেন কোনো খারাপ কাজে জড়িয়ে না পড়ে এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকে, সেই লক্ষ্যেই এই সচেতনতামূলক সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গান ও সংস্কৃতির মাধ্যমে তাদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলা সম্ভব।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘গানের কলি’ অনুষ্ঠানের মাধ্যমে পথশিশুদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং তারা সমাজের মূল ধারায় ফিরে আসতে অনুপ্রাণিত হবে। এ ধরনের উদ্যোগ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
-

সাভারে মহাসড়কের দুপাশে অ/বৈধ স্থাপনা উচ্ছেদ করলো সাভার উপজেলা প্রশাসন
হেলাল শেখঃ ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
গতকাল (১৩ জানুয়ারি ২০২৬ইং) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ছোটবলিমেহের এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।
গত কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সাভার আশুলিয়ায় সড়ক ও মহাসড়কের দুপাশের ফুটপাত হকারদের দখলে এবং সরকারি নদী খাল প্রভাবশালীদের দখলে সংবাদ প্রকাশ করার পর এই অভিযান পরিচালনা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।