Category: জাতীয়

  • পূবাইলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    পূবাইলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    পূবাইল গাজীপুর প্রতিনিধি:

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাড়াদেশে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জামাত-বিএনপি’র নৈরাজ্য সন্ত্রাসী ঠেকাতে পূবাইল থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ শান্তি সমাবেশের আয়োজন করেন।

    শনিবার (৪মার্চ)বিকেলে মিরের বাজারে পূবাইল থানা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

    শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশে এগিয়ে যাচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে রুপ লাভ করবে । স্মার্ট হবে এ দেশের জনগণ। তিনি আরো বলেন, এদেশের জনগণের মধ্যে দেশপ্রেম থাকতে হবে, থাকতে হবে প্রতিটি মানুষের ভিতরের দক্ষতা,যা কাজে লাগিয়ে এদেশ এগিয়ে যাবে।শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউল্লাহ মন্ডল সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ।

    শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন, আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, সভাপতি পুবাইল থানা আওয়ামী ও কাউন্সিলর ৪০ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। সঞ্চলনায় ছিলেন, অধ্যক্ষ এম জাহিদ আল মামুন, সাধারণ সম্পাদক পুবাইল থানা আওয়ামী। হোসনেয়ারা সিদ্দিকী জুলি সাবেক মহিলা বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। সাইফুল ইসলাম এক নং যুগ্ন আহবায়ক গাজীপুর মহানগর যুবলীগ।রাজিবুল হাসান রাজীব,আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ।

    শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, মোমেন মিয়া কাউন্সিলর ৪১ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। আব্দুস সালাম বিএ, কাউন্সিলর ৪২ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। শাহিনুল আলম মৃধা কাউন্সিলর ৩৯ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক, হাসানুল বান্না (মজু), সদস্য সচিব ছোলেমান মোল্লা। ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক, আলমগীর হোসেন খান, সদস্য সচিব শেখ জাকারিয়া হোসেন জাকির। ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান মাস্টার, সদস্য সচিব আবুল কাশেম। আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা যুগ্ন আহবায়ক ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগ।

  • জনবান্ধব শেখ হাসিনা একজন সফল রাষ্ট্র নায়ক-মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

    জনবান্ধব শেখ হাসিনা একজন সফল রাষ্ট্র নায়ক-মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

    আনোয়ার হোসেন।

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি//

    মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন,আমাদের বাংলাদেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে প্রানী সম্পদের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সরকারের পৃষ্ঠপোষকতা প্রাইভেট খাত এগিয়ে আসায় এই বিপ্লব সম্ভব হয়েছে। করোনা পরিস্থিতি এবং ইউক্রেনে রাশিয়া যুদ্ধের কারনে খাবারে যে প্রোটিন আমাদানি করতে হয় সেই প্রোটিন আমদানির ক্ষেত্র সংকোচিত হয়েছে। তার পরেও সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। প্রোটিন আমদানি করেন তাদের উপর উৎস কর বন্ধ করেছে।সরকার আপনাদের পাশে। প্রধানত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গরিব বান্ধব সরকার, দেশ উন্নয়নের সরকার, উন্নয়নের যাদুকর, জনবান্ধব সরকার, শেখ হাসিনা বিশ্বের বিশ্বয়কর সফল রাষ্ট্র নায়ক। তার শাসনামলে বাংলাদেশের সকল ক্ষেত্রে অভাবনীয় অকল্পনীয় উন্নয়ন হয়েছে দেশের মানুষ না খেয়ে থাকবেনা, গৃহহীন থাকবেনা ঘোষনা দিয়ে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে চলেছেন। প্রানী সম্পদ দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। এ প্রানী সম্পদ বিভাগ লাখ লাখ পরিবারকে কর্মসংস্থান করে দিয়ে সাবলম্বি করেছে।

    মন্ত্রী গতকাল শনিবার সকালে স্বরূপকাঠিতে প্রানী সম্পদ মেলার উদ্বোধন কালে এসব কথা বলেন।মেলা প্রাঙ্গণে মন্ত্রী মৎস্য বিভাগের আয়োজনে মৎস্য চাষীদের মাঝে বকনা বাছুর বিতরন করেন এবং আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন।

    পরে মন্ত্রী আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতি একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে অবদান রাখে। সুস্থ্য দেহ ও সুস্থ মনের জন্য ক্রীড়া ও সাংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই।

    এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এসএম মুইদুল ইসলাম, সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পোলট্রি খামারী আব্দুর রহিম গাজী,আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আল আমিন, প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) মো.আক্তার হোসেন, মন্ত্রীর সহকারী একান্ত সচীব মো. জুয়েল আহম্মেদ, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধূরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ওসি জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক এস এম ফুয়াদ,ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, কৃষক লীগের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

  • শেখ হাসিনার সরকার নারী শিক্ষা প্রসারে কাজ করে  যাচ্ছে-আমির হোসেন আমু এমপি

    শেখ হাসিনার সরকার নারী শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে-আমির হোসেন আমু এমপি

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। নারী শিক্ষার প্রসার ও শিক্ষার হার শতভাগ করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঝালকাঠির
    নলছিটিতে শুক্রবার(৩মার্চ) বিকেলে নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু (এমপি) এসব কথা বলেণ।
    আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪দলের সমন্বয়ক প্রবীন এই নেতা আরও বলেন,পাকিস্তান আমলে সারাদেশে মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় ছিল তারা আমাদের র্শিক্ষায় পিছিয়ে রাখতে চেয়েছিল। আজকে আমরা সকল ক্ষেত্রে তাদের থেকে এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনা নারী শিক্ষায় অগ্রাধিকার দিয়েছেন,আপনারা খেয়াল করে থাকবেন বির্ভিন্ন প্রতিষ্ঠানে আগের চেয়ে নারী কর্মকর্তার হার অনেক বেশি এবং তারা বেশ দক্ষতার সাথে বির্ভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন।
    এরপর ২ কোটি ৩৮লক্ষ টাকা ব্যয়ে নির্মিত চারতলা বিশিষ্ট নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবনের শুভো উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক তরুন কর্মকার, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ প্রমুখ।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ। সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস ও শামিম মল্লিক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের শুভেচ্ছা বার্তা

    নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের শুভেচ্ছা বার্তা

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন। সম্প্রতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় পুতিন বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।’

    পুতিন চিঠিতে বলেছেন, বাংলাদেশ ও রাশিয়া ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে।আমি আশা করি, রাষ্ট্রপতির মেয়াদে আপনার (মোহাম্মদ শাহাবুদ্দিন) কাজ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতাকে আরো জোরদার করবে।’

    তিনি নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

  • বিএনপি নির্বাচনে না আসলে আমরা কাঁদবো তা হবে না-মতিয়া চৌধুরী

    বিএনপি নির্বাচনে না আসলে আমরা কাঁদবো তা হবে না-মতিয়া চৌধুরী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বিএনপি নির্বাচনে আসলে খুশি হবো আর না আসলে আমরা কাঁদবো তা হবে না। আমাদের শাসনতন্ত্রে কোথাও লেখা নেই কোন দল নির্বাচনে না আসলে নির্বাচন গ্রহনযোগ্য হবে না। নির্বাচন হলো অংশগ্রহনমূলক, অনেক দল আছে, তারা অংশগ্রহন করবে বলে আমরা বিশ্বাস করি।

    আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    উপনেতা আরো বলেন, এই সংসদ এমন কোন ভূল কাজ করেনি বা গণবিরেধী কাজ করেনি যে সংসদীয় ব্যবস্থাই বাতিল করতে হবে। এধরনের কোন সিদ্ধান্ত জনগনও নেয়নি, আমাদের আইনে নেই, শাসনতন্ত্রেও নেই।

    তিনি আরো বলেন, কৃষি ক্ষেত্রে ভর্তুকি ইতিমধ্যে দেয়া আছে। এত ভর্তুকি পৃথিবীর কয়টি দেশে আছে। তা পর্যালোচনা করে দেখতে হবে, পৃথিবীর কয়টা দেশে কি কি হারে ভর্তুকি দেযা হয়। এ বিষয়ে কাগজপত্র বিশ্লেষণ করে প্রতিবেদন প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।

    এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

  • একুশে পদকে ভূষিত  দৃ‌ষ্টি প্র‌তিবন্ধ‌ি সাইদুল হক চুন্নু

    একুশে পদকে ভূষিত দৃ‌ষ্টি প্র‌তিবন্ধ‌ি সাইদুল হক চুন্নু

    একু‌শে পদক ২০২৩ পদ‌কে ভু‌ষিত হয়েছেন সাইদুল হক চুন্নু‌। তিনি সমাজ সেবা ক্যাটাগরিতে একু‌শে পদক ২০২৩ পদ‌কে ভু‌ষিত হন।
    ১৯৮৫/৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হয়ে সবচেয়ে বেশি বিস্ময় সৃষ্টি করেন তিনি। কারন শিশুবস্থায় সে তার দৃষ্টি হারিয়ে ফেলেন। বলতে গেলে একরকম তিনি ছিলেন জন্মান্ধ।
    সকলের বিস্ময়ের কারণ হতে পারে একজন অন্ধ মানুষ লেখাপড়া কিভাবে করে তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। তিনি মূলত ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করেন। সাইদুল হক চুন্নু‌ তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মু্হসিন হলের আবাসিক ছাত্র। ৮০ এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল যেন ছিলো এক আগ্নেয়গিরি।
    এরশাদ বিরোধী আন্দোলন, সংগ্রাম, গোলাগুলি, বোমাবাজির মাঝ দিয়েই দুঃসহ কষ্টের জীবন ছিলো চুন্নুর। তার মধ্যেও অনার্স ফাইনাল পরীক্ষায় যারা সবচেয়ে ভাল রেজাল্ট করল তাদের মধ্যে চুন্নু ছিলো অন্যতম। পরবর্তীতে তিনি লেখাপড়া শেষ করে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে সুনাম কুড়িয়েছেন দেশ বিদেশে। এছাড়াও তিনি জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ছিলেন। সাইদুল হক চুন্নু‌র প্রতিবন্ধী নিয়ে সারাদেশে কাজ করতে প্রতিষ্ঠা করেছেন বার্ডো (Berdo) নামে একটি সংস্থা যা দেশে দারুন কিছু কাজ করে সুনাম অর্জন করেছেন।

    সাইদুল হক চুন্নু‌র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষ।
    তিনি খুবই সাদামাটা। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা একজন ব্যক্তিত্ব। তিনি
    সমাজ সেবা ক্যাটাগরিতে একু‌শে পদক ২০২৩ পদ‌কে ভু‌ষিত হয়েছেন। তবে দৃষ্টি প্রতিবন্ধীদের এত বড় সাফল্য লাভ যা ইতিহাসে বিরল ও স্বরনীয় হয়ে থাকবে।

  • প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আগামী ২৪ ও ২৫ ফেব্রয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার (১৭ ফেব্রয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

    এ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনের উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, প্রধানমন্ত্রীর এপিএস-০২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি.এম শাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগে সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আয়নাল হোসেনসহ জেলা, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, আগামী ২৪ ও ২৫ ফেব্রয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় যাবেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় জনসভা করবেন। প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি। #

  • নব নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কে রওশন এরশাদের  অভিনন্দন

    নব নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কে রওশন এরশাদের অভিনন্দন

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    মো:সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন।

    বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ.কে.এম. আবদুর রহিম ভূঞা প্রেরিত এক অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের চেতনায় আপসহীন, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং অতীত কর্মজীবনে নিষ্ঠা-সততা-দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি মহান স্বাধীনতা সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।

    বিরোধীদলীয় নেতা আশা করেন,আইন বিষয়ে দক্ষ দেশের নতুন রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের আস্থা এবং জনগনের ভালোবাসা অর্জন করবেন।তাঁর মেয়াদেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি সব দলের দূরত্ব কমানোর উদ্যোগ নিয়ে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন-এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

    বিরোধীদলীয় নেতা নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

  • দেশের পরবর্তী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে জেনে নেই

    দেশের পরবর্তী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে জেনে নেই

    বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। সাবেক দায়রা জজ সাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

    রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার পক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

    চলুন জেনে নেয়া যাক সাহাবুদ্দিন চুপ্পুর সংক্ষিপ্ত পরিচয়….

    মো. সাহাবুদ্দিন চুপ্পুর ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ার (শিবরামপুর) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শরফুদ্দিন আনছারী ও মাতা খায়রুন্নেসা। তিনি ১৯৬৬ সালে পাবনার এডওয়ার্ড কলেজ থেকে এসএসসি, ১৯৬৮ সালে এইচএসসি পাস করেন ও ১৯৭১ সালে (অনুষ্ঠিত ১৯৭২ সালে) বিএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পাবনা শহিদ অ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে ১৯৭৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

    ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন চুপ্পু ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

    ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপর হামলা হয়। যাতে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ওসব ঘটনার তদন্তে কমিশন’ গঠন করেন, যার প্রধান ছিলেন সাহাবুদ্দিন চুপ্পু।

    ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সাহাবুদ্দিন চুপপু ১৯৯৫ ও ১৯৯৬ সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্বাচিত হন। পেশাগত জীবনে প্রথম দিকে সাংবাদিকতাও করেছেন। তিনি পাবনা প্রেসক্লাব ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির জীবন-সদস্য।

    দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বব্যাংকের কথিত পদ্মাসেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে অন্যতম মুখ্য ভূমিকা পালন করা সাহাবুদ্দিন চু্পপু অভিযোগটি মিথ্যা ও অন্তঃসারশূন্যতা প্রমাণে সমর্থ হন। তার দেওয়া তদন্ত প্রতিবেদন কানাডা কোর্ট কর্তৃক সমর্থিত হয়।

    ১৯৭২ সালের ১৬ নভেম্বর পাবনা শহরের দিলালপুর নিবাসী আলী আকতারের জ্যেষ্ঠ কন্যা ড. রেবেকা সুলতানার সঙ্গে সাহাবুদ্দিন চুপপু বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। ড. রেবেকা সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে যুগ্ম-সচিব হিসেবে ২০০৯ সালে অবসরে যান। তিনি বর্তমানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্চ প্রোগ্রাম বিভাগের অধ্যাপক এবং ফ্রেন্ডস ফর চিলড্রেন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। চুপপু-রেবেকা দম্পতির একমাত্র সন্তান মো. আরশাদ আদনান (রনি) দেশে ও বিদেশে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে প্রাইম ব্যাংকের উচ্চপদে কর্মরত।

  • খেলা হবে বিএনপির কত জ্বালারে-সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

    খেলা হবে বিএনপির কত জ্বালারে-সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

    কে এম শহীদুল ,সুনামগঞ্জঃ
    বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চৌদ্দবছরে বাংলাদেশ বদলে গেছে,হিংস্রা করে লাভ নেই, অনেক জ্বালা অনেকের,সুনামগঞ্জ গ্রাম থেকে শহর হয়ে গেল,কত জ্বালা গাত্রদাহ হচ্ছে বিএনপির নেতাদের। অন্তর জ্বালা পদ্মাসেতুর জ্বালা,মেট্রোরেলের জ্বালা,অভার পাসের জ্বালা,ফ্লাইওভারের জ্বালা বঙ্গবন্ধু ট্রানেলের জ্বালা। একদিনে একশত সেতু উদ্বোধনের জ্বালা একদিনে একশত রাস্তার উদ্বোধনের জ্বালা। সামনে রুপপুর,সামনে মাতার বাড়ি,সামনে চট্রগ্রামে নদীর তলদেশে বঙ্গবন্ধু মুজিব ট্রানেলের জ্বালারে জ্বালা।তিনি বলেন,জ্বালায় জ্বালায় মরে রেল কানেকশান হয়ে যাচ্ছে,সারাদেশে শুধু উন্নয়ন গ্রাম হয়ে যাচ্ছে শহর। জ্বালারে জ্বালা প্রাণে বাচেঁ না অন্তর জ্বালায়। গণঅভ্যূত্তান কোথায় গেল ১০ই ডিসেম্বর কি হবে সরকারের শেখ হাসিনার পতন হবে। শেখ হাসিনা মন্ত্রীদের নিয়ে আওয়ামীলীগ নেতাদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবেন। আর কি হবে খালেদা জিয়া ঢাকার রাজপথে বিজয় শোভাযাত্রা করবেন। তিনি বলেন,তারেক রহমান পালিয়ে গেছে লন্ডনে মুচলেখা দিয়ে । সেই যুবরাজ হাওয়াভবণে তিনিও নাকি ১১ ডিসেম্বর ২০২২ ইং তারিখে দেশে ফিরে আসার কথা ছিল। তাদের স্বপ্নঁ সবই আজ রসাতলে গেল।

    তিনি আরো বলেন বিএনপি জামায়াতের সাথে ডান বাম মিলে ঐক্য হয়েছেন তারা ইউনিয়নব্যাপী পদযাত্রা শুরু করেছেন আর কাজ হবে না আন্দোলন এখন বুড়িগঙ্গা নদীতে বিসর্জন হয়ে গেছে। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে লন্ডনে আয়েশি জীবনযাপন করে ফেইসবুকে লাইভে এসে দেশে বিশৃংখলা সৃষ্টির নির্দেশ দিচ্ছেন সাহস থাকলে আর সত্যিকারের দেশের মানুষের কল্যাণে রাজনীতি করতে হলে দেশে আসুন।

    তিনি শনিবার দুপুরে দীর্ঘ ৬ বছর পরে বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলনে শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়(বালুর) মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

    সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় সভায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

    সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান,প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি জৈবুনেছা হক,আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন,সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা,সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,মহিলা এমপি এড. শামীমা আক্তার খানম,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট,জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এড. আপ্তাব উদ্দিন,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এড. নান্টু রায়,এড. হায়দার চৌধুরী লিটন,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,ছাতক পৌরসভার মেযর কামাল চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান,শংকর দাস,জুনেদ আহমদ,পৌরসভার মেয়র নাদের বখত,সাবেক সহ সভাপতি খায়রুর কবির রুমেন,সাবেক দপ্তর সম্পাদক এড.নুরে আলম সিদ্দিকী উজ্জল,এড.শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী,গোলাম সাবেরীন সাবু,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ,জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল,যুগ্ম সাধারন সম্পাদক এড. হারুনুর রশিদ,সহ সভাপতি বিপ্লব তালুকদার,বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কালিকুমার দাস, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন প্রমুখ।

    সম্মেলনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

    সম্মেলন শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটকে নবগঠিত কমিটির সভাপতি ও জেলা কমিটর সাবেক সহ সভাপতি নোমান বখত পলিনকে সাধারন সম্পাদক করে নতুন কমিটির ঘোষনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের। #