Category: জাতীয়

  • ছোট বোন রেহানা আমার পাশে না থাকলে আমি এত কাজ করতে পারতাম না- টুঙ্গিপাড়ার প্রধানমন্ত্রী

    ছোট বোন রেহানা আমার পাশে না থাকলে আমি এত কাজ করতে পারতাম না- টুঙ্গিপাড়ার প্রধানমন্ত্রী

    গোপালগঞ্জ প্রতিনিধি।

    মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রাণ খুলে কাজ করে যাচ্ছি, আর এগুলো সম্ভব হয়েছে আমার ছোট বোন শেখ রেহানার জন্য। রেহানা আমার পাশে না থাকলে আমি এতো কাজ করতে পারতাম না। গতকাল শনিবার ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    তিনি বলেন, ‘৭৫-এর পরে আমি যখন দেশে আসি তখন শুধু শেখ রাসেল আর কামাল, জামালকে খুঁজতে ছিলাম। তখন ও আমাকে স্বৈরাচারী বিএনপি বিভিন্ন কাজে বাঁধা দেয়। তবে সেদিন আমি আমার ভাইদেরকে না পেলেও এয়ারপোর্টে হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়িয়ে ছিলো। সেদিন থেকেই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমাকে হত্যার জন্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন সময়ে বিভিন্ন হামলায় আমার এই জনগণ মানবঢাল হয়েছিলো আর আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। স্বাধীনতা বিরোধী সেই অপশক্তি আজও মাথা চাড়া দিয়ে উঠছে। আগুন সন্ত্রাসী করাই হচ্ছে বিএনপি-জামায়াতের কাজ। লন্ডনে বসে তারেক জিয়া হুকুম দেয় আর তার কথা শুনে একদল বিপথগামী লোক এ্যাম্বুলেন্স, হাসপাতালে হামলা সহ পুলিশ সদস্যও পিটিয়ে মেরেছে। ভবিষ্যতে যদি আবারও এমন কোনো কাজ করে তাহলে ঐ তারেক জিয়াকে ধরে এনে আইনের আওতায় আনবো।

    এসময় নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে একদল বিপথগামী লোক ও বিদেশী চক্র নাশকতা করছে। সুতরাং সকলে মিলে আগামী ৭ জানুয়ারি পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করছি। আমি অনেক ভাগ্যবান যে আপনাদের মত জনগণ পেয়েছি।

    এদিন নির্বাচনী প্রচারের অংশ হিসেবে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ভাষণ শেষে গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং একই দিনে মাদারীপুরের কালকিনিতে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে আওয়ামী লীগের সভাপতি প্রধামন্ত্রী শেখ হাসিনার।

  • আপনারা নৌকায় ভোট দিলেই উন্নয়ন হয় -প্রধানমন্ত্রী

    আপনারা নৌকায় ভোট দিলেই উন্নয়ন হয় -প্রধানমন্ত্রী

    মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি প্র‌তি‌নি‌ধি/
    মাদারীপুরের কাল‌কি‌নি‌তে নির্বাচনী জনসভা প্রধান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লেন নৌকায় ভোট দি‌লে বাংলা‌দেশ হ‌বে স্মাট বাংলা‌দেশ।
    এসময় মাদারীপুর সংসদীয় আসন-১,২ ও ৩ প্রার্থী প‌ক্ষে নৌক‌ায় ভোট চাই‌লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    শ‌নিবার বিকা‌লে কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন ক‌লেজ মা‌ঠে নির্বাচনী জনসভায় উপ‌জেলা আওয়ামীলী‌গের সহসভাপ‌তি আবুল কালাম আজা‌দের সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রে‌সি‌ডিয়াম সদস‌্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য নুরে আলম চৌধুরী লিটন মাদারীপুরও ৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ এমপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য আনোয়ার হোসেন ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন ফকির ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল আলম মিধা পৌর-‌মেয়র এস.এম.হা‌নিফ কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান সরদার কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রমুখ।

  • নড়াইলের দু’টি আসনে মাশরাফী, নিলু, মুক্তি সহ নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩২ জন

    নড়াইলের দু’টি আসনে মাশরাফী, নিলু, মুক্তি সহ নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩২ জন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে //
    নড়াইলের দু’টি আসনে মাশরাফী, নিলু, মুক্তি সহ নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩২ জন।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ ও ২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাশরাফিসহ মোট ৩২ জন প্রার্থী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধা ৬টা পর্যন্ত দু’টি আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল ১ আসনে ১১ জন এবং নড়াইল ২ আসনে রয়েছেন ২১ জন।
    নড়াইল জেলা আওয়ামী লীগ এ তথ্য নিশ্চিত করেছেন।

    নড়াইল-২ আসনে (নড়াইল সদর ও লোহাগড়া) মনোনয়নপত্র জমা দেওয়া ২১ জন হলেন- আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মুর্তজা, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দীন খান নীলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী, জেলা চেম্বার অব কমার্স সভাপতি ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. হাসানুজ্জামান জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল বাশার ডলার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী লে. কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুণ্ডু, সাবেক সংসদ সদস্য শরীফ খসরুজ্জামানের মেয়ে শামীমা সুলতানা, সাবেক লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমী লিটু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাড. মো. তরিকুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞানী কাজী জাহিদুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাইকোর্টের (পিপি) ব্যারিস্টার রেজাউর রহমানের মেয়ে ফারহানা রেজা, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী মো. জসিম উদ্দীন কনক, সাংবাদিক লায়ন নূর ইসলাম, অভিনেত্রী সুমাইয়া শিমুর ভাই মো. হাবিবুর রহমান (তাপস), শাহাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডআওয়ামী লীগ সাবেক সভাপতি মো. মনির হুসাইন, নজরুল মুন্সি (অবসরপ্রাপ্ত আই জি আর), সাবেক বন ও পরিবেশ বিষয়ক আওয়ামী লীগ উপ কমিটির সদস্য পলাশ হাজরা, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুন্সী আলাউদ্দিন, ব্যারিস্টার আমিনুর রহমান আলামিন এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন।
    নড়াইল-১ (কালিয়া- নড়াইল) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১১ জন মনোনয়ন প্রত্যাশীরা হলেন- পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দীন খান নীলু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য চৈতী রানী বিশ্বাস, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মফিজুর রাহমান, অসিত বরন সাহা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সহ-সভাপতি লিকু সিকদার, ব্যারিস্টার আমিনুর রহমান আলামিন, ইমদাদ মিনা ও শ্যামল দাস টিটু।
    মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী তারা। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই তারা কাজ করে নড়াইলের দু’টি আসন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন। আওয়ামী লীগ সরকার গঠনে নিজেদের আত্মনিয়োগ করবেন বলে মত প্রকাশ করেন নেতারা।

    এছাড়া জাতীয় পার্টি থেকে নড়াইল-২ আসনে নড়াইল জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, নড়াইল ১ আসনে ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে নড়াইল ২ আসন থেকে শরীক জোট ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

  • বরিশাল-৫ আসনে নানকের নামে আ.লীগের মনোনয়ন ফরম ক্রয়

    বরিশাল-৫ আসনে নানকের নামে আ.লীগের মনোনয়ন ফরম ক্রয়

    নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের পক্ষে বরিশাল-৫ (সদর) আসনে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করায় বরিশালে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    এতদিন বরিশাল বিভাগে মর্যাদার আসন হিসেবে পরিচিত সদর আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন লড়াইয়ে মূল আলোচনায় ছিলেন বর্তমান সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম,সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ ও সদ্য বিদায়ী সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    বরিশাল বিভাগে মনোনয়ন ফরম বিক্রির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার বলেন, ‘গত তিন দিনে বিভাগের ২১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ২৪১ জন নেতা ফরম সংগ্রহ করেছে। এর মধ্যে সোমবার বরিশাল-৫ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাড. জাহাঙ্গীর কবির নানক।’

    জানাযায় সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের পৈতৃক নিবাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে। বরিশাল নগরীর বটতলা-সংলগ্ন ক্ষিরোদ মুখার্জি লেনের বাড়িতে তার বেড়ে ওঠা। তিনি আশির দশকে বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের জি এস ছিলেন। একই সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্ব নিয়ে বরিশাল ত্যাগ করেন তিনি। এরপর তিনি বরিশালের স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হননি। জেলার কোনো আসন থেকে কখনও মনোনয়ন চাননি। এর আগে নির্বাচন করেছেন ঢাকা-১৩ আসনে। ওই আসনের এমপিও ছিলেন তিনি।

    অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান, তিনি ফরমটি সংগ্রহ করেননি, তাই তিনি জানেনও না। ধারণা করছেন, হয়তো তার কোনো শুভাকাঙ্ক্ষী ফরম কিনছেন।

  • বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে প্রত্যাবর্তন

    বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে প্রত্যাবর্তন

    বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি যুক্তরাষ্ট্র হতে সরকারি সফর শেষে ১৯ নভেম্বর ২০২৩, রবিবার দেশে প্রত্যাবর্তন করেছেন।

    বাংলাদেশ বিমান বাহিনী প্রধান প্যাসিফিক এয়ার ফোর্সেস-এর কমান্ডার জেনারেল কেনেথ এস. উইল্সবাখ এর আমন্ত্রণে গত ১৩-১৬ নভেম্বর ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেস-এ অনুষ্ঠিত প্যাসিফিক এয়ার চীফ্স সিম্পোজিয়াম ২০২৩ এ যোগদান করেন। বিমান বাহিনী প্রধান উক্ত সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সম্মানিত প্যানেল মেম্বার হিসেবে হিউম্যানিট্যারিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর) এর উপর বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ১২ নভেম্বর ২০২৩, রবিবার ঢাকা ত্যাগ করেন। সম্মানিত বিমান বাহিনী প্রধানের সঙ্গে তাঁর সহধর্মিণী তাহমিদা হান্নান এবং একজন সফরসঙ্গী উক্ত সফরে গমন করেন।

  • আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সভানেত্রী শেখ হাসিনা

    আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সভানেত্রী শেখ হাসিনা

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে এ কার্যক্রম উদ্বোধন করেন।

    আজ শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কেনেন তিনি। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

    এদিকে, মনোনয়ন পেতে আগ্রহীরা আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।

    কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

    আওয়ামী লীগ জানিয়েছে, কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপর নির্বাচনী এলাকা, মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

    উল্লেখ্য এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম অনলাইনেও পূরণ করে জমা দেওয়া যাবে। সেজন্য ‘Smart Nomination App’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে দলটির পক্ষ থেকে। গুগল প্লে-স্টোর অথবা IOS অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এছাড়া nomination.albd.org ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে। অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ-ইন করে নিময় অনুযায়ী ইলেক্ট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।

  • আগামীকাল মনোনয়নপত্র কিনবেন দলটির সভানেত্রী শেখ হাসিনা

    আগামীকাল মনোনয়নপত্র কিনবেন দলটির সভানেত্রী শেখ হাসিনা

    আগামীকাল শনিবার ১৮ নভেম্বর সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র কিনবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

    আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, আগামী শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

    বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

  • আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান- জাফরুল্লাহ

    আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান- জাফরুল্লাহ

    বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা কার্যালয়ে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

    দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার বিকেল ৩টায় শুরু হওয়া এই নির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নেন কমিটির অন্যান্য সদস্যরাও।

    দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না উল্লেখ করে এ সময় সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে বাংলাদেশে। নির্বাচন করতে দেবে না বলে আগেও আগুন দিয়েছে, এখনও দিচ্ছে। আগুন নিয়ে খেলা দেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না। নির্বাচন বানচালের নামে যারা আগুন সন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই।’

    পরবর্তীতে আয়োজিত সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ দলটির নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত হয়।

  • খুলনায় ২৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    খুলনায় ২৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    শেখ সাইফুল ইসলাম কবির :
    খুলনায় ২৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
    হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

    খুলনা জেলা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার কিছু আগে মহাসমাবেশের মঞ্চে উপস্থিত হন তিনি। এ সময় দলটির লাখো নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী ২৪টি প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    Google news
    খুলনার এই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য দেবেন।

    এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তিনি সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর জনসভাস্থলে সার্কিট হাউস মাঠে এসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সকাল ১১টা ৫০ মিনিটে মহাসমাবেশ শুরু হয়। শুরু থেকে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

    পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর সফর ঘিরে গোটা খুলনা মহানগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সার্কিট হাউজ মাঠে জড়ো হতে শুরু করেন। বিকেল ৩টা ২০মিনিটের দিকে সার্কিট হাউস মাঠে উপস্থিত হয়ে ২ হাজার ৩৬৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

  • সাতজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উদ্বোধন করলেন সেনাপ্রধান

    সাতজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উদ্বোধন করলেন সেনাপ্রধান

    জাতির শ্রেষ্ঠ সন্তান সাতজন বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘আমরা তোমাদের ভুলব না’ এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

    বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক সাতজন বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘আমরা তোমাদের ভুলব না’ঢাকা সেনানিবাসের মাটিকাটা মিলিটারি পুলিশ চেকপোস্ট এলাকায় স্থাপিত এ ভাস্কর্য উদ্বোধন করা হয়।

    রোববার (১২ নভেম্বর) দুপুরে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

    আইএসপিআর জানিয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে আপামর জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ১৬ ডিসেম্বর ১৯৭১ এ আমরা অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর এই স্বাধীনতা অর্জনের পিছনে রয়েছে সর্বোচ্চ আত্মত্যাগকারী ত্রিশ লাখ শহিদ এবং সাতজন অকুতোভয় বীরশ্রেষ্ঠের চিরস্মরণীয় অবদান।

    ‘আমরা তোমাদের ভুলব না’ ভাস্কর্যটিতে ‘অর্ধবৃত্তাকার প্রাচীরে’- সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। ভাস্কর্যের সম্মুখে ‘ফোয়ারা’- নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি। ফোয়ারা থেকে প্রাচীর পর্যন্ত সংযুক্ত রেখাগুলো ‘সূর্যরশ্মির প্রতীক’- যা দ্বারা নির্দেশ করা হয়েছে যে, বীরশ্রেষ্ঠরা জাতির সূর্য সন্তান এবং তারা সূর্যরশ্মির ন্যায় দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোর দিশারী ও অনবদ্য অনুপ্রেরণার উৎস।

    অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।