Category: খেলাধুলা

  • শহীদ যায়ান চৌধুরী স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    শহীদ যায়ান চৌধুরী স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    কে এম সাইফুর রহমান, ক্রীড়া প্রতিবেদকঃ

    শহীদ যায়ান চৌধুরী স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    শহীদ যায়ান চৌধুরী স্মৃতি পরিষদের আয়োজনে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বনানীর শহীদ যায়ান চৌধুরী স্মৃতি মাঠে (বনানীর সাবেক খেলার মাঠ) এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

    মশিউল হক চৌধুরী প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন বাবুল, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান মফিজ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের নেতা এস.এম.রবিউল ইসলাম সোহেল।

    সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাদ পরিবহন প্রাইভেট লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ সাব্বির আহমেদ, বাছাড় ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি বাছাড়।

    শহীদ যায়ান চৌধুরী স্মৃতি টি -১০ ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ইমাদ পরিবহন প্রাইভেট লিমিটেড, বাছাড় ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও প্রবাসী পল্লী গ্রুপ।

    এসময় সাবেক ছাত্রনেতা ফারহান আলম, গাজী তুষার আহমেদ বাঘা ও শ্রমিক নেতা ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বিশ্বকাপ জ্বড়ে কাঁপছে সারাবিশ্ব-পিছিয়ে নেই বাংলাদেশে

    বিশ্বকাপ জ্বড়ে কাঁপছে সারাবিশ্ব-পিছিয়ে নেই বাংলাদেশে

    মোঃ লিটন মাহমুদঃ

    এরই ধারাবহিকতায় মুন্সীগঞ্জ সদ‌রে মোটরসাইকেল শোডাউন করেছে আর্জেন্টিনা সমর্থকরা।  

    বুধবার  (৩০ শে নভেম্বর) বিকালে সরকা‌রি হরঙ্গগা ক‌লেজ মাঠ থেকে এ শোডাউন বের করেন  সমর্থকরা ।

    শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক‌লেজ মা‌ঠে গিয়ে শেষ হয়।  

    শোডাউনে কয়েক শতাধিক আর্জেন্টিনা সমর্থক হাতে দলের পতাকা, বাঁশি এবং মোটরসাইকেল যোগে  আনন্দ উল্লাস করে।

    শোডাউনে অংশ নেয়া আর্জেন্টিনার সমর্থকরা  শতভাগ আশাবাদী আজ রাতে তাদের প্রিয় দল আর্জেন্টিনা প্রতিপক্ষ পোল্যান্ডকে পরাজিত করে জয়লাভ করবে। তাদের প্রিয় তারকা খেলোয়াড় লিওলেন মেসির হাত ধরে এগিয়ে যাবে আর্জেন্টিনা দল।

  • পঞ্চগড়ে  দাবা প্রতিযোগিতা  পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

    পঞ্চগড়ে দাবা প্রতিযোগিতা পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    ০৯/০৯/২০২২ খ্রিষ্টাব্দ সন্ধা ০৭.০০ ঘটিকায় পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ২০২২ এর পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন এস, এম, সিরাজুল হুদা, পিপিএম, পুলিশ সুপার পঞ্চগড় ।

    উক্ত দাবা খেলায় প্রথম স্থান অধিকার করেন পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয় টিম, দ্বিতীয় স্থান অধিকার করেন করতোয়া কালেন্টরেট শিক্ষা নিকেতন টিম এবং তৃতীয় স্থান অধিকার করেন পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয় টিম। বিজয়ী ক্ষুদে দাবা খেলোয়ারদের মাঝে পুরুস্কার বিতরন ও মেডেল পরিয়ে দেন অতিথিবৃন্দ।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, পঞ্চগড় জেলা ক্রীড়া কর্মকর্তা, গৌতম কুমার, প্রধাণ অরবিটার জনাব মোঃ শফিক আহমেদ, । বিভিন্ন স্কুলের দাবা খেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ ও তাদের ক্রীড়া শিক্ষকগণ।

  • পাইকগাছায় গদাইপুর মাঠে বর্ষায় জমে উঠেছে ফুটবল খেলা

    পাইকগাছায় গদাইপুর মাঠে বর্ষায় জমে উঠেছে ফুটবল খেলা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় বর্ষায় জমে উঠেছে গদাইপুর মাঠে ফুটবল খেলা।বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। বৃষ্টির পানি জমে থাকা মাঠে ফুটবল খেলার মজাই আলাদা। সে মজায় মেতেছে গ্রামের দামাল ছেলেরা। বৃষ্টি নামলেই ফুটবল প্রেমিদের মনে নামে আনন্দের বৃষ্টির খেলা।বৃস্টিতে খেলা হবে। যারা নিয়মিত খেলে না তারাও খেলবে। কে ভালো খেলে আর কে খারাপ খেলে তা দেখার নেই। সবাই দল বেঁধে হৈ হুল্লোড় করে বৃষ্টিতে মাঠে নামবে, গায়ে কাঁদা মাখবে , পানি ছিটাবে, গড়াগড়ি করবে । ছোটবড় সবমিলিয়ে যেনো বাঁধ ভাঙ্গা আনন্দ আসে সবার মনে।
    বৃষ্টি হলেই ফুটবল খেলায় মেতে ওঠে ছোট-বড় সবাই। কাদা-পানিতে জমে ওঠে খেলা। সারাদিনই চলে ফুটবল খেলা। বৃষ্টি ভেজা মাটির গন্ধে তারা খেলেছে ফুটবল। দুই দলে বিভক্ত হয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বি হয়ে গোলবারে ফুটবল নিয়ে যাচ্ছে। একে অপরকে টেনে ধরছে। কেউ বা আবার মাটিতে আঁছড়ে পড়ছে।এক দলের খেলা শেষ হলে অন্যদল নেমে পড়ে মাঠে। অপেক্ষায় থাকে অন্যদল মাঠে নামার জন্য। খেলার মাঠের বিরাম নেই। ভোর থেকে ১১টা পর্যন্ত বড়দের খেলা চলে। এ সময় অপেক্ষায় থাকে ছোটরা কখন বড়দের খেলা শেষ হবে। ছোটরা মাঠে তেমন সুযোগ না পাওয়ায় দুপুর বেলায় মাঠে খেলতে নেমে পড়ে। আর বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বড়দের খেলা চলে। খেলায় মেতেছে স্থানীয় ফুটবলপ্রেমী ও সৌখিন খেলোয়াড়রা। এলাকা ছাড়াও বাহির থেকেও গাড়ীতে করে গদাইপুর মাঠে ফুটবল খেলার জন্য ভীড় জমাচ্ছে। ঐতিহ্যবাহী গদাইপুর মাঠটি মেইন সড়ক সংলগ্ন হওয়ায় সকলের কাছে আলাদা গুরুত্ব রয়েছে।যোগাযোগ ব্যবস্থা খুব ভালো।
    খেলোয়াড়দের পাশাপাশি এলাকার ক্রীড়ামদীরা বৃষ্টি ভেজা মাঠে কাদামাটিতে ফুটবল খেলার আনন্দ উপভোগ করছে। দেখে মনে হবে এই আনন্দের শেষ নেই। গ্রামে বৃষ্টিতে ফুটবল খেলার অপর নাম কাঁদায় কুস্তী খেলা।বছরে অন্য সময় তেমন একটি খেলাধুলা না হলেও বর্ষা মৌসুমে গদাইপুর মাঠের জৌলুস ফিরে আসে। ফুটবল ক্রীড়ামদীরা পানি কাদায় পড়ে খেলোয়াড়দের কাদা মাখামাখি হয়ে ফুটবল খেলা দেখার জন্য মাঠে ভীড় জমাচ্ছে।

  • পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গাল্ডকাপ শুভ উদ্বোধন

    পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গাল্ডকাপ শুভ উদ্বোধন

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ শুভ উদ্বোধন হয়েছে। রবিবার পৌর শহরের পাবলিক ক্লাব মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন।
    এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. ইকারামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক বিল্পব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. নাসিমুল বারী, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মো. বশির উদ্দীন বিষু, উপজেলা ক্রীড়া সংস্থা যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল আমিন রেজু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। খেলায় পৌরসভা সহ দশটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ খেলায় অংশ গ্রহন করবেন। টুর্নামেন্ট এর ফাইনাল খেলাটি আগামী ৬ তারিখে অনুষ্ঠিত হইবে।

    মো. আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও