Author: desk

  • দুই দিন ধরে নি-খেঁাজ সুজানগর ইউএনও অফিসের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা

    দুই দিন ধরে নি-খেঁাজ সুজানগর ইউএনও অফিসের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো.তোফাজ্জেল হোসেন(৫৩) দুদিন ধরে নিখেঁাজ রয়েছেন।
    পরিবার জানিয়েছে, রবিবার(১৪ সেপ্টেম্বর) সকালে পাবনা শহরের ভাড়া বাসা থেকে বের হন সুজানগর অফিসে যাবার জন্য কিন্তু এরপর এদিন দুপুর ৩টা পর্যন্ত যোগাযোগ হলেও এরপর থেকে তার কোন খেঁাজ পাওয়া যাচ্ছেনা।
    কারো কাছে তার কোনো তথ্য না পেয়ে সোমবার সকালে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী সামছুন নাহার। সেখানে তিনি বলেছেন, প্রতিদিনের মত রবিবার সকাল ৮টায় পাবনা শহরের বাসা থেকে সুজানগর অফিসে যাওয়ার জন্য রওনা করেন তার স্বামী। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি। পরেআমার স্বামীর অফিসে খেঁাজ নিই এবং জানতে পারি যে তিনি রবিবার অফিসে উপস্থিত হননি। বিষয়টি নিয়ে আমরা সম্ভাব্য সকল স্থানে অনেক খেঁাজাখুঁজি করি। কিন্তু কোথাও পাওয়া না গেলে থানায় এসে সাধারণ ডায়েরির আবেদন করলাম। সোমবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখেঁাজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো.তোফাজ্জেল হোসেন সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মানিকহাট গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে।
    পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, জিডির আলোকে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, আটঘরিয়া উপজেলা থেকে ডেপুটেশনে গত মে মাসের ৪ তারিখ থেকে সুজানগরে কর্মরত রয়েছেন নিখেঁাজ তোফাজ্জেল হোসেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি তার সন্ধান পেতে আমরাও খেঁাজখবর নিচ্ছি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • লাগেশ্বরীতে জমিজমা বিরো-ধে মোজাম্মেল কে মা-রধর, হাসপাতালে মৃ-ত্যু

    লাগেশ্বরীতে জমিজমা বিরো-ধে মোজাম্মেল কে মা-রধর, হাসপাতালে মৃ-ত্যু

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    লাগেশ্বরীতে জমিজমা বিরোধে মোজাম্মেল কে মারধর, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন এবং এমআরআই পরীক্ষায় মেরুদন্ডে ফ্যাক্সার আঘাতে সয্যাশায়ী হয়ে মৃত্যুর অভিযোগ।

    সরেজমি ও ভুক্তভোগী পরিচয় জানান, নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের বলদেরভিটা গ্রামের মৃত রহিম বকস (হাপা)’র ছেলে মোজাম্মেল হক ৪০বছর ধরে পৈতৃক ১৯শতক সম্পতি ভোগদখল করে আসছেন। উক্ত সম্পত্তি পার্শ্ববর্তী মৃত আসিমুদ্দিনের ছেলে দেলবর হোসেন চক্র দাবি করে আসছেন এবং গত এক বছর থেকে এ নিয়ে বিরোধ চলে আসছে। দেলবর হোসেনের চাচাতো ভাই বয়েজ উদ্দিন গত ৩০ডিসেম্বর ২০২৪সালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে মোজাম্মেল হকসহ ৮জনের বিরুদ্ধে ৪৬/২০২৫নং পিটিশন মূলে ১৪৪ধারা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ৪জানুয়ারী ২০২৫সালে মোজাম্মেল হকের পক্ষে রায় ঘোষণা করেন। এরই জের ধরে দেলবর হোসেন সঙ্গবদ্ধ চক্র পূর্ব পরিকল্পিতভাবে গত ১৯মার্চ ২০২৫সালে আনুমানিক রাত ৮টায় মোজাম্মেল হক কে তাদের বাড়ি সংলগ্ন রাস্তায় একা পেয়ে অভিযুক্ত সেকেন্দার আলীর পুত্র মোস্তফা মিয়া, দেলবর আলীর পুত্র শফিকুল ইসলাম, আব্দুল মজিদের পুত্র খইলুর রহমানসহ ১৭জন শিলা লাঠি দিয়ে বেদম মারধর করে। এরপর মোজাম্মেল হক গুরুতর আহত হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন এবং রোগীর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে ও কলেজ হাসপাতালে ভর্তি করেন। মোজাম্মেল হক কে তার পরিবার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। মারধরের ঘটনায় মোজাম্মেল হকের ছেলে হযরত আলী গত ৬এপ্রিল ২০২৫সালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে অভিযুক্ত নেতৃত্বকারী দেলবর আলী, মোস্তফা মিয়া, শফিকুল ইসলাম, খলিলুর রহমান, মামুনসহ ১৭জন বিরুদ্ধে ৬২/২০১৫নং পিটিশন মামলা দায়ের করেন।

    অপরদিকে অভিযুক্ত দেলবর হোসেন গংদের বেদম মারধরের আঘাতে মোজাম্মেল হক সয্যাশায়ী হলে গত ২৪জুন ২০২৫সালে রংপুর মেডিকেল কলেজে ও কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এমআরআই পরীক্ষায় তার মেরুদন্ডে ফ্যাক্সার আঘাতের রিপোর্ট পাওয়া যায় এবং তিনি সয্যাশায়ী হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২আগস্ট ২০২৫সালে নিজ বাড়িতে মারা যায় এবং অভিযুক্ত দেলবর আলী গংরা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেখিয়ে মোজাম্মেল হক কে দাফন করান।

    মোজাম্মেল হকের পুত্র হযরত আলী বলেন, জমিজমার বিরোধে দেলবর আলী চক্ররা আমার বাবা কে পিটিয়ে গুরুতর আহত করেন এরপর আমার বাবার মেরুদন্ডে ফ্যাক্সার আঘাতে সয্যাশায়ী হয়ে মৃত্যু হলে দেলবর গংরা জোরপূর্বক আমার বাবাকে দাফন করাতে বাধ্য করেন। এমনকি নাগেশ্বরী থানার এসআই ইদ্রিস আলীর সঙ্গে যোগাযোগ করে আমার দায়ের করা মামলার চার্জসিট রিপোর্ট আদালতে ভিত্তিহীন পাঠান। আদালতে মামলার চার্জশিটের বিরুদ্ধে নারাজি করলে বিচারক তা মঞ্জুর করেন। আমার বাবার হত্যার বিচার চাই।

    স্থানীয় আবুল হোসেন, মকবুল হোসেন ও আব্দুস সালাম ও বাচ্চু মিয়া বলেন, দেলবর হোসেন চক্র আমাদের সামনেই মোজাম্মেল হক কে একা পেয়ে বেদম মারধর করেন। এর কারণে মোজাম্মেল হক শয্যাশায়ী হয়ে মারা যান। বর্তমানে মোজাম্মেল হকের পরিবার নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন।

    কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের আইনজীবী হারুন অর রশিদ বলেন, মোজাম্মেল হকের ছেলে হযরত আলী গত ৬এপ্রিল ২০২৫সালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে বিবাদী দেলবর আলী, মোস্তফা মিয়া, শফিকুল ইসলাম, খলিলুর রহমান, মামুনসহ ১৭জন বিরুদ্ধে ৬২/২০১৫নং পিটিশন মামলা দায়ের করেন। নাগেশ্বরী থানা থেকে উক্ত মামলার অসত্য চার্জশিট বিজ্ঞ আদালতে দায়ের করা হয়। মামলার চার্জশিটের বিরুদ্ধে নারাজি করলে বিচারক তা মঞ্জুর করেন। মোজাম্মেল হক মারধরের ঘটনায় মারা যান। আমরা তার বিচার চেয়েছি। আশা করছি আদালতের মাধ্যমে বিচার পাবো।

  • সরকারি কর্মচারীদের পেশাদারত্বের সঙ্গে দা-য়িত্ব পালন করতে হবে- ডিসি মুফিদুল আলম

    সরকারি কর্মচারীদের পেশাদারত্বের সঙ্গে দা-য়িত্ব পালন করতে হবে- ডিসি মুফিদুল আলম

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জন-আকাঙ্ক্ষা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেছেন-জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, দক্ষতা ও ন্যায়পরায়ণতা বজায় রেখে কাজ করতে হবে। সরকারি সেবার প্রতিটি স্তরে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে সেবামূলক ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী ইউনিট সমিতির নতুন ভবনটির ফিতা কেটে, ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর জনগণের অনেক প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে সব কর্মকর্তা-কর্মচারীকে সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ হতে হবে।

    এসময় জেলা প্রশাসক বলেন-নতুন বাংলাদেশ বিনির্মানে গত জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সে সব জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে দেশের উন্নয়নে সরকারি কর্মচারীদের দক্ষতা, আন্তরিকতা, পরিশ্রম, দূরদর্শিতা ও কাজের প্রতি একাগ্রতা অপরিহার্য। সুষম ও সমন্বিত উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং সরকারি সেবা প্রদানে তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত যাতে জনগণ কোনো অসুবিধার সম্মুখীন না হয়।

    অনুষ্ঠানে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী ইউনিট সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় জেলা প্রশাসক বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী ইউনিট সমিতি ময়মনসিংহ জেলা শাখার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুম প্রধান,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা
    বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী ইউনিট সমিতি ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, মোঃ আবুল হাসেম ও মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন, অর্থ সম্পাদক ছামসুল আলম, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ সাজাদুল ইসলাম সাজ্জাদ, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সমবায় সম্পাদক মোছাঃ শামসুন্নাহার, প্রচার সম্পাদক মোঃ সেলিম মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ বিলকিছ আক্তার, সদস্য বাবুল হোসেন, শহিদুল ইসলাম, সুমন সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী,সমিতির সকল কর্মকর্তা ও সদস্যসহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রাঙ্গাবালীতে নৌ পুলিশের অ-ভিযান অ-বৈধ ট্রলিং বোটসহ আট-ক ৩

    রাঙ্গাবালীতে নৌ পুলিশের অ-ভিযান অ-বৈধ ট্রলিং বোটসহ আট-ক ৩

    রফিকুল ইসলাম,
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে নৌ পুলিশ চরমোন্তাজ ফাঁড়ির সহযোগিতায় রাঙ্গাবালী ও গলাচিপা মৎস্য বিভাগের যৌথ অভিযানে একটি অবৈধ ট্রলিং বোটসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

    মামলার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অধিদপ্তর ও যৌথবাহিনী স্পিডবোটযোগে অভিযান পরিচালনা করে। এসময় চরমন্ডল লঞ্চঘাটের পশ্চিম দিকে তেঁতুলিয়া নদী থেকে এফবি সীতারাম-৩ নামের একটি আর্টিসানাল ফিশিং বোট আটক করা হয়। বোটে অবৈধ বেগুনি রঙের বেহুন্দি জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন আটককৃতরা। অভিযানকালে ট্রলিং বোটসহ বোটে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রী জব্দ করা হয়।

    গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও রাঙ্গাবালী দায়িত্বপ্রাপ্ত মো. জহিরুন্নবী বলেন,মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কেউ মাছ শিকারে নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্স পরি-দর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

    খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্স পরি-দর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

    মিঠুন সাহা, বিশেষ প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি পানছড়ি হাসপাতালে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    এ সময় পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা হাসপাতালের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য এবং কমপ্লেক্সটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্রিটিশ হাই কমিশনারকে দেখান। ব্রিটিশ হাইকমিশনার বায়া টেস্ট রোম ও গাইনি বিভাগে বিভিন্ন প্রশ্ন করে কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। ব্রিটিশ সরকার কর্তৃক বিভিন্ন উপকরণের যথাযথ ব্যবহার দেখে উনি স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

    হাসপাতাল পরিদর্শন শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মো: বেলাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম সহ জনপ্রতিনিধিগন।

    এসময় পানছড়ি থানা অফিসার ইনসার্জ মো: জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো: জাকির হোসন, সাধারন সম্পাদক হাফেজ নুরুজ্জামান, বিএনপির সাধারন সম্পাদক ইউসুপ আলী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভা শেষে সারাহ কুক হাসপাতালের কার্যক্রম ও সেবার মান দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং উপস্থিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্রিটিশ সরকারের স্বাস্থ খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন ব্রিটিশ হাইকমিশনার।

  • মহেশপুরে বি-না নোটি-শে বিচার-কাজ ব-ন্ধ, বিচার প্রার্থীরা দি-শেহারা

    মহেশপুরে বি-না নোটি-শে বিচার-কাজ ব-ন্ধ, বিচার প্রার্থীরা দি-শেহারা

    শহিদুল ইসলাম,
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ঝিনাইদহের মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিনা নোটিশে গত ৪ দিন যাবত বিচারকাজ বন্ধ রেখে এজলাস সহ সব রুমে তালা মেরে রাখা হয়েছে।
    এঘটনায় এলাকার শত শত বিচার প্রার্থী তাদের নির্দিষ্ট তারিখে আদালতে হাজিরা দিতে এসে দেখছে সব বন্ধ করে রাখা হয়েছে। যার কারণে তারা বিপাকে পড়েছে। গত ১৪ই সেপ্টেম্বর ঢাকা থেকে মিজানুর রহমান নামের এক সাব-ইনেস্পেক্টর উক্ত আদালতে মামলার স্বাক্ষী দিতে এসে নিরুপায হয়ে আবারও ঢাকাতে ফিরে যায়। এবিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সহ অতি দ্রুত এর সমাধান চায় এলাকার বিচার প্রার্থীরা।

  • ধামইরহাটে জগদল আদিবাসি স্কুল ও কলেজে একাদশ শিক্ষার্থীদের নবীন ব-রণ ও ক্লাস উ-দ্বোধন

    ধামইরহাটে জগদল আদিবাসি স্কুল ও কলেজে একাদশ শিক্ষার্থীদের নবীন ব-রণ ও ক্লাস উ-দ্বোধন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসি স্কুল ও কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ (সাধারণ ও বিএমটি) শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

    ১৫ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১ ঘটিকায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ হলরুমে অনুষ্ঠিত একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোসা. আমাতুল মেহেদী বেগম। মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, বাইবেল ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, অতঃপর অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদেরকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন। নবাগত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের বিএমটি শাখার বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান মিন্টু, জিবি সদস্য ও অত্র প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক মোঃ নূরে আলম রিপন, সিনিয়র প্রভাষক আবুল বয়ান মোঃ আব্দুজ্জাহের, সহকারী প্রধান শিক্ষক মো: বকুল হোসেন, সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র ট্রেড ইন্সট্রাক্টর মোঃ তহছেন আলী। এ সময় অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় নবাগত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।

  • রাজশাহী গোদাগাড়ীতে প্রা-ণিসম্পদ দপ্তর থেকে  ৪০০ টি ছাগল ও উপকরণ পেলেন ২০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প-রিবার

    রাজশাহী গোদাগাড়ীতে প্রা-ণিসম্পদ দপ্তর থেকে ৪০০ টি ছাগল ও উপকরণ পেলেন ২০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প-রিবার

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা
    প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতা আয়োজনে ২০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ৪০০ টি ছাগল, ৪ ০০ টি ঢেউটিনসহ উপকরণ বিতরণ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর ( সোমবার) সকাল ১০ টায় এই বিরতন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিনের সভাপতিত্বে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শামসুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, জাতীয় আদিবাসী পরিষদের নেতা রবীন্দ্রনাথ হেমরম, ভি.এস ডা.ওয়ারেস উল হক, এল.ই.ও ডা. আরিফুল হক প্রমূখ।
    প্রধান আতিথির বক্তব্যে শামসুল ইসলাম বলেন, বর্তমান সরকার সবাই দেশের উন্নয়ন করতে চান। কোন গোষ্ঠীকে পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভাব নয়। পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে সরকার এ ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন। যারা উপকারভোগি আজকে ২ টি করে ছাগি পবেন তারা অবশ্যই এগুলি সেবা যত্ন করে আপনাদের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করবেন। কোনভাবেই নষ্ট বিক্রি করা যাবে না।
    সভাপতির বক্তব্যে ডা. শায়লা শারমিন বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগলের গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে।
    ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের মাঝে সামান্য এই উপহার দিতে পেরে আমার খুবই ভাল লাগছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য মানোন্নয়নে শরীক হতে পেরেছি এটাই আনন্দের বিষয়। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবসময় পাশে থাকবে ইনসাল্লাহ ।

    প্রকল্পের আওতায় সুফলভোগীদের ২০০ পরিবারের মাঝে ৪০০ টি ছাগল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২ টি করে ছাগল সরবরাহ করেছেন। এছাড়াও ২৫ কেজি করে ৫০০০ কেজি ছাগলের খাবার, গৃহ নির্মাণের জন্য ৪ টি করে ৮০০টি সিমেন্টের পিলার, ২ টি করে ৪০০টি টিন এবং ৫ টি করে ১০০০ টি ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।

    গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক বিতরণকৃত ছাগী ও উপকরণ পেয়েছেন উপজেলার মাটিকাটা ইউনিয়েনের ভাজনপুর গ্রামের আদিবাসী শ্রীমতি পদ্মাবতী রানি তিন হাসিমুখে এ প্রতিবেদককে বলেন, শায়লা ম্যাডাম খুব ভাল মনের আমরা যখনই পশু চিকিৎসার জন্য অফিসে আসি তখনই আমাদের সাথে ভালভাবে কথা বলেন, ওষুধ দেন। আমরা মাঠেঘাটে কাজ করে সংসার চালাতে হিমসিম খাচ্ছি । এমন সময় ২ ছাগি, খাদ্য উপকরন পেয়ে দারুন খুশি, আমাদের মাঝে পূজোর মত আনন্দ লাগছে এককই মন্তব্য করেন, শ্রীমতি শংকরী।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী

  • নড়াইল-যশোর মহাসড়কে বাঁ-শবোঝাই ট্রাকে বাসের ধা-ক্কা, প্রা-ণ গেল পুলিশের এসআইসহ তিন জনের

    নড়াইল-যশোর মহাসড়কে বাঁ-শবোঝাই ট্রাকে বাসের ধা-ক্কা, প্রা-ণ গেল পুলিশের এসআইসহ তিন জনের

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইল-যশোর মহাসড়কে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশের এসআইসহ তিন জনের ইনসেটে উপ-পরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য।
    স্বাক্ষী দিয়ে ফেরার পথে নড়াইল-যশোর মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় নিক্কন আঢ্য (৩৫) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তা ছাড়াও নিহত হয়েছেন আরও দুই বাস যাত্রী।
    রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে যশোরের ভাঙুড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
    তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
    নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) ও যশোরের বাঘারপাড়া পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে নিক্কন আঢ্য, যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে আবু জাফর।
    তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান।
    অপরদিকে, আশঙ্কাজনক অবস্থায় যশোরের আরেক যাত্রী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে নেওয়ার পর আবু জাফরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পথেই নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক পুলিশ কর্মকর্তা নিক্কনকেও মৃত ঘোষণা করেন।
    এদিকে, পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর- ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর হাসপাতালে ছুটে যান।
    তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • বাংলাদেশ আনসার-ভিডিপি’র ২য় ধাপের মৌলিক প্র-শিক্ষণ শু-রু

    বাংলাদেশ আনসার-ভিডিপি’র ২য় ধাপের মৌলিক প্র-শিক্ষণ শু-রু

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা:

    ঢাকা: দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-২য় ধাপের কার্যক্রম। গতকাল ১৪ সেপ্টেম্বর থেকে একযোগে ৬৪টি জেলা ও ঢাকা মহানগরীর ৪টি জোনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ ধাপে মোট ৭,৯৩০ জন প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিচ্ছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো উপজেলা ও থানা পর্যায়ের আনসার বাহিনীকে আরও সুসংগঠিত করা এবং দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। বিশেষ করে জাতীয় দুর্যোগ মোকাবেলা ও যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আনসার সদস্যদের প্রস্তুত করা হচ্ছে।প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট ভাবে শেখানো হচ্ছে, যাতে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। এছাড়াও, তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত করে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলা এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ ছাড়াও অতিথি বক্তাদের মূল্যবান দিক নির্দেশনা মূলক সেশনে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের দৈনন্দিন কার্যক্রমে পিটি, প্যারেড, ড্রিল, ক্লাস, অস্ত্রের রক্ষণাবেক্ষণ ও ফায়ারিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত আছে। উল্লেখ্য, দেশ ব্যাপী মোট ৮টি ধাপে মোট ৫২,১৮৩ জন প্রশিক্ষণার্থীকে পর্যায়ক্রমে এই মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।