Author: desk

  • পাইকগাছায় কারেন্ট পো-কায় খাচ্ছে কৃষকের স্বপ্ন

    পাইকগাছায় কারেন্ট পো-কায় খাচ্ছে কৃষকের স্বপ্ন

    ইমদাদুল হক পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় আমন ধান ক্ষেতে কারেন্ট পোকা আক্রমণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকের ক্ষেতের ধান পোকায় কুরে কুরে খাচ্ছে। সোনালি স্বপ্ন এখন চোখের জলে ভাসছে। বারবার কিটনাশক ব্যাবহার করেও কোন কাজ না হওয়ায় কুষকরা হতাশ। অনেকের আবাদ করার খরচ উঠবে না। হঠাৎ কারেন্ট পোকা আক্রমণে ভালো ফসল ঝলসে ছারখার হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে কুষকরা।
    উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সবুজ ধানগাছের মধ্যে লালছে বা পোড়া বাদামি রঙের গাছ রয়েছে। পোকা দমনে কৃষকরা কীটনাশক স্প্রে করছে। তবে তেমন কোন কাজ হচ্ছে না। এই পোকাটির নাম বাদামি গাছ ফড়িং। তবে কৃষকরা ধানের কারেন্ট পোকা বলায় নামটির ব্যাপক পরিচিতি ঘটেছে। বিদ্যুতে স্পর্শ করলেই সর্বনাশ, এমন ধারণা থেকে পোকাটির নাম হয়েছে কারেন্ট পোকা। দেখতে প্রায় উকুনের মতো। ধানগাছের নিচের অংশে অবস্থান করে প্রথমে রস চুষে খায়। পরে ধানগাছ লাল বা পোড়া বাদামি রঙের হয়ে যায়। দেখলে মনে হবে আগুনে ঝলসে গেছে। অবশেষে আক্রান্ত ধানগাছ মারা যায়।
    উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ছলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ৩শ ৩০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। যার মধ্যে পাঁচ হেক্টর জমির ধান গাছে কারেন্ট পোকা আক্রমণের শিকার হয়েছে।
    উপজেলার মটবাটি গ্রামের কৃষক মোসলেম গাজী বলেন, সাত বিঘা জমিতে আমন ধান লাগিয়েছিলাম। বর্তমানে কারেন্ট পোকার আক্রমণে ধানের সর্বনাশ হয়েছে। ফসল ভালো হলেও পোকার আক্রমণে ধান চিটা হচ্ছে ও গাছ শুকিয়ে মরে যাচ্ছে। তিনি বলেন,ক্ষেতে চার বার ঔষধ ও কিট নাশক ব্যাবহার করেছি, তবে লাভ হয়নি। অনেক টাকা খরচ হচ্ছে কোন কাজ হলো না। আর্থিকভাবে খুব ক্ষতিগ্রস্থ হয়েছি। হিতাপুর গ্রামের কৃষানী রিতা বিশ্বাস জানান, তার ক্ষেতের ধানের শীষ শুকিয়ে ধান চিটা হয়ে যাচ্ছে। ঔষধ ও কিট নাশক ব্যাবহার করেও কোন ভালো ফল পাওয়া যাচ্ছে না।
    পোকা আক্রমণের শিকার বিভিন্ন এলাকার কৃষক জানান, কারেন্ট পোকার আক্রমণ থেকে ধান বাঁচাতে কীটনাশক স্প্রে করা হচ্ছে। তবে যে গাছে পোকা আক্রমণ করেছে, সেগুলো বাঁচানো যাচ্ছে না। যে কারণে এবার ধানের উৎপাদন কম হবে। কৃষি অফিসের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু তাতেও কেনো কাজ হচ্ছে না। আবাদ করার খরচ উঠছে না। ক্ষতিগ্রস্তদের সরকারি প্রণোদনার আওতায় আনার দাবি জানান তারা।
    এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন বলেন, কৃষকরা না শুনে না বুঝে গাছের উপরের অংশে স্প্রে করছেন। অথচ এই পোকা গাছের নিচের অংশে অবস্থান করে। আক্রান্ত ধানগাছের নিচের অংশে বিলি করে কীটনাশক স্প্রে করার পরামর্শ দেয়া হলেও তারা তা করছেন না। পাশাপাশি ক্ষেতে এক জন কৃষক কীটনাশক স্প্রে করছে কিন্তু অন্য জন একই সময় স্প্রে না করায় পোকা ঠিকমত দমন হয়নি। কারেন্ট পোকা থেকে ধানগাছ বাঁচাতে ইতোমধ্যে কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, উঠান বৈঠাক, ক্ষেতে আক্রান্ত পোকার ভিডিও প্রদর্শন করাসহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

  • পাইকগাছায় প্রতি-বন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

    পাইকগাছায় প্রতি-বন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

    ইমদাদুল হক,,পাইকগাছা ( খুলনা) ।।

    খুলনার পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১ নভেম্বর শনিবার সকালে উপজেলার কপিলমুনির কাজীমুছায় আল কোরআন ফাউন্ডেশন এ খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন প্রতিবন্ধী কে খাদ্য সহায়তা প্রদান করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি খুলনা -৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম রফিকুল ইসলাম রফিক। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরিফুল ইসলাম সানা, নজরুল ইসলাম, মাহফুজুর রহমান, শফিকুল ইসলাম, জিএম ফারুক হোসেন, পিরআলী, এসএম শাহাবুদ্দিন, শফিকুর রহমান শান্ত, শেখ ইদ্রিস, আব্দুস সালাম গাজী, মফিজুল ইসলাম মোড়ল ও হাবিবুর রহমান হাবিব।

    অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল ইসলাম বলেন প্রতিবন্ধীরা বোঝা নয়, এরাও সমাজের অংশ। তাদের নিয়ে কোন রাজনীতি নয়, তাদের কে সমাজের মূল স্রোত ধারায় নিয়ে আসতে হবে। রফিকুল ইসলাম আরো বলেন আমার দীর্ঘদিনের স্বপ্ন পাইকগাছা কয়রার সকল প্রতিবন্ধীদের স্থায়ী পুনর্বাসন করার। তাদের জন্য একটি বহুতল ভবন করার। যেখানে তাদের জন্য খাওয়া দাওয়া ও লেখাপড়া সহ সকল সুযোগ সুবিধা থাকবে। সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    প্রেরক,

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা

  • বর্ণাঢ্য আয়োজনে আ-ত্মপ্রকাশ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম

    বর্ণাঢ্য আয়োজনে আ-ত্মপ্রকাশ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম

    সুমন খান:

    রাজধানীর উত্তরা এলাকার একটি অভিজাত পার্টি সেন্টারে গতকাল (শনিবার) দুপুরে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করলো “বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম” নামে নতুন সাংবাদিক সংগঠনটি।
    অনুষ্ঠানে কামরুল হাসান বাবলু-কে আহ্বায়ক এবং এ বি এম মনিরুজ্জামান-কে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কামরুল হাসান বাবলু।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
    বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) এ বি এম এ রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন ও মোঃ আফাজউদ্দিন।এছাড়া বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজোয়ানুল হাসান, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম সরকার ও এল রহমান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুনর রশীদ খোকা, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম প্রমুখ নেতৃবৃন্দ।
    সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম কবির, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইদ্রিস আলী, তালহা ইবনে হাসান, সদস্য (দপ্তর) যোবায়ের আহমেদ ও সদস্য মহসিন দিনু। প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন:বর্তমান সময়ে বিএনপির বিরুদ্ধে ভার্চুয়াল মাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে। এই প্রেক্ষাপটে জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ সময়োপযোগী উদ্যোগ। সাংবাদিকদের উচিত নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করা। বিএনপির ভুলত্রুটি তুলে ধরলে সেটি সংশোধনের সুযোগ তৈরি হবে, হামলা-মামলার ভয় নেই।সদস্য সচিব এ বি এম মনিরুজ্জামান বলেন,চব্বিশের গণঅভ্যুত্থানের পর বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব মোকাবিলায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিকদের একত্রিত করতেই এই ফোরামের জন্ম। ডিসেম্বরের মধ্যে সহস্রাধিক ভার্চুয়াল যোদ্ধা তৈরি করার পরিকল্পনা রয়েছে।”
    আহ্বায়ক কামরুল হাসান বাবলু বলেন,আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিকগণ— বিএনপির বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার রুখে দিতে প্রস্তুত।২১ সদস্যের আহ্বায়ক কমিটি কামরুল হাসান বাবলু (আহ্বায়ক), এ বি এম মনিরুজ্জামান (সদস্য সচিব), মোকসেদুল হাসান খান (যুগ্ম আহ্বায়ক), মহসিন দিনু, মেহেদী হাসান রাসেল, মোহাম্মদ রুহুল আমিন, ইদ্রিস আলম, স্বপন রানা সোহেল, সাইফুর নুর শুভ, আলমগীর হোসেন, সাদাফ আলী খান, আরিফ হোসেন চৌধুরী, সাকিবুল হাসান, রেজোয়ানুল হক, মোঃ ইব্রাহিমসহ মোট ২১ সদস্য এই কমিটিতে রয়েছেন।
    অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী, সাংবাদিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • নেছারাবাদে বর্ণাঢ্য আয়োজনে সমবায় দিবস পা-লিত

    নেছারাবাদে বর্ণাঢ্য আয়োজনে সমবায় দিবস পা-লিত

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    কর্মসূচীতে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্বরূপকাঠি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি। উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ।

    আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ‘দি স্বরূপকাঠি সেন্ট্রাল কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড’ এর সভাপতি কাজী আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর বারিক, এবং বিভিন্ন সমবায় সমিতির পরিচালকবৃন্দ।

    সভায় বক্তারা অভিযোগ করে বলেন, “পূর্বের সমবায় কর্মকর্তার অসহযোগিতার কারণে উপজেলায় সমবায় কার্যক্রমে ধস নেমেছিল। তবে বর্তমান কর্মকর্তার আন্তরিকতা ও সহায়তায় আমরা আবারও সমবায় নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি।”

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।

  • র‌্যাব-১২ এর অভিযানে কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গসহ ৩ জন পা-চারকারী গ্রে-ফতার

    র‌্যাব-১২ এর অভিযানে কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গসহ ৩ জন পা-চারকারী গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি।।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ৩১ অক্টোবর ২০২৫ খ্রিঃ, বিকাল ১৬.২৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন দবিরগঞ্জ গ্রামস্থ পলাতক আসামী হামিদুর রহমান ওরফে লাবু এর বসতবাড়ীর পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী টিনসেড বাড়ীর ছোট ঘরের ভিতর” একটি অভিযান পরিচালনা করে মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ যাহার ওজন ৯৪.২৬০ (চুরানব্বই দশমিক দুইশত ষাট) কেজি, যাহার বেসসহ শিবলিঙ্গের দৈর্ঘ্য ১২ (বার) ইঞ্চি লম্বা (শুধু শিবলিঙ্গের দৈর্ঘ্য ১১ (এগার) ইঞ্চি) এবং বেসসহ শিবলিঙ্গের প্রস্থ ৩৪ (চৌত্রিশ) ইঞ্চি (শুধু শিবলিঙ্গের প্রস্থ ২১ (একুশ) ইঞ্চি) উদ্ধার সহ ০৩ জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা ০১টি মোটরসাইকেল ও ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ জাহাঙ্গীর আলম @ বাবলু (৫২), পিতা- মৃত সাইদুর রহমান, সাং- ভেংরী, ২। মোঃ শহিদুল ইসলাম (৫২), পিতা-মৃত হারুন অর রশিদ, সাং-দবিরগঞ্জ, ৩। মোঃ কফিল উদ্দিন (৪৮), পিতা-মোঃ আবুল কাশেম, সাং- দবিরগঞ্জ, উভয় থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিদ্বয় মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হইতে বিদেশে পাচারের কথা স্বীকার করে।

    ৪। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলংগা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • নলছিটিতে জমিজমা নিয়ে বিরো-ধে বসতঘর ভাঙ্চু-রের অ-ভিযোগ

    নলছিটিতে জমিজমা নিয়ে বিরো-ধে বসতঘর ভাঙ্চু-রের অ-ভিযোগ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।শনিবার বেলা ১১টায় উপজেলার দেওপাশা গ্রামের বাবুল হাওলাদার নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এসময় তিনি লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, প্রায় দুই যুগ আগে একটি চুক্তিনামার মাধ্যমে একই গ্রামের মৃত লতিফ আলী খানের পুত্র মতলবের খানের কাছ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন। পরে উক্ত জমি দখলে নিয়ে বসতঘর নির্মান করে বসবাস শুরু করলেও মতলেব খান সাব কবলা
    দলিল না দিয়ে গড়িমসি শুরু করেন।ক্রয়কৃত জমির দলিল বুজে নিতে মতলেব খানের সাথে বিরোধ চলছিল। জমির দলিল সম্পন্ন করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেও কোন সুরাহ হয়নি।এক পর্যায়ে তার সাথে স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার বাদনুবাদ হয়েছে। পরে এ বিষয়ে বাবুল হাওলাদার কর্তৃক বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়।যাহা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এরই মধ্যে গত ০৯ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুজে মতলেব খান দলবল নিয়ে তার বসতঘরে হামলা করে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয় তার জেষ্ঠ্য পুত্র জুয়েল খান,স্ত্রী খাদিজা বেগম ও পুত্রবধূ সোনিয়া বেগম।এতে বাবুল হাওলাদারের বসতঘর সম্পূর্ণ ভাঙচুর করে ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিসাধন করা হয় বলে তিনি সংবাদ সস্মেলনে দাবি করেন। এঘটনায় বাবুল হাওলাদার বাদী হয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়েরের পরও মতলেব খানসহ বিবাদীরা বাবুল হাওলাদার ও তার পরিবারের সদস্যদের নানা হুমকী ধমকী দেয় বলে তিনি সাংবাদিকদের জানান।
    এ বিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে।তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি -২ আসনের প্রার্থীর গ-ণসংযোগ

    ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি -২ আসনের প্রার্থীর গ-ণসংযোগ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি ঝালকাঠি – ২ আসনের  সংসদ সদস্য প্রার্থী ডা.সিরাজুল ইসলাম সিরাজির পথ সভাও গণসংযোগ করেছেন। শনিবার( ১ নভেম্বর ) সকালে নলছিটি  উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগে করেন এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সিরাজুল ইসলাম উপজেলা  চত্বর থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে পুরানবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষজনের মাঝে হাত পাখা মার্কার লিফলেট বিতরণ করেন।

    এসময় নলছিটি  উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, ইসলামি ছাত্র আন্দোলনের  সাবেক সভাপতি  ছাত্রনেতা নুরুল্লা সিদ্দিকি সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • গৌরনদীতে বি-পুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫

    গৌরনদীতে বি-পুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫

    কে এম সোয়েব জুয়েল।।
    ‎গৌরনদী প্রতিনিধি।
    ‎বরিশালের গৌরনদীতে শনিবার এক উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য র্যা লি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের সম্মাননা প্রদান।
    ‎‎সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে বর্নাঢ্য র্যা লী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. ইরাহিম। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিসিডিবির জেলা ব্যবস্থাপক সুদীপন খীশান এবং গৌরনদী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ মন্ডল প্রমুখ। ‎বক্তারা সমবায়কে ‘উন্নয়নের চাবিকাঠি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি স্বনির্ভর সমাজ গঠন ও বেকারত্ব নিরসনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।” তারা আরও বলেন, সরকারের চলমান উন্নয়ন অভিযাত্রায় সমবায় খাত একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

  • অ-নিয়ম দু-র্ণীতির মাধ্যমে সম্পদের পাহাড়–২

    অ-নিয়ম দু-র্ণীতির মাধ্যমে সম্পদের পাহাড়–২

    ময়মনসিংহ প্রতিনিধি।।
    ময়মনসিংহের পৌর ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাসের সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী একটি প্রতিবেদন প্রকাশের পর থেকে ময়মনসিংহবাসীর মাঝে বিষয়টি চরম আলোচনা-সমালোচনার স্থান পেয়েছে। অনেকেই প্রতিবেদকে অনুসন্ধানী রিপোর্টটি করায় ধন্যবাদ জানিয়েছেন। আবার অনেকেই জানিয়েছেন জীবন কুমার বিশ্বাসের দুর্ণীতি ও অনিয়মের শিকার হয়ে তাদের নিঃস্ব হওয়ার কথা। এমন একজন নগরীর মাসুম মিয়া। মাসুম মিয়ার বাড়ী নগরীর ৭৭বি বাঘমারা রোড চড় পাড়ার মোড় এলাকায়। অভিযোগ উঠেছে-মাসুম মিয়ার বৈধ জমিকে রাস্তার জায়গা হিসাবে তদন্ত রিপোর্ট দিয়ে একই এলাকার আরেক বাসিন্দার নিকট থেকে অনৈতিক সুবিধা নিয়েছেন। কারণ বাসায় যাতায়াতের জন্য ওদের কোন জায়গা নেই। তাই মাসুমদের জায়গা নিতেই হবে। আর এই কাজে ভূমি কর্মকর্তা পেয়েছেন মোটা অংকের অর্থ। ওদের কথা হলো তাদের ১৪৪৯২ দাগে মাত্র একশতাংশ জমি। যার সবটুকুতেই বাড়ি তৈরি করেছে। দু’তলা সেই বাড়িতে ৬ ভাই ৬ স্ত্রী আর ১৩ জন ছেলে মেয়ে নিয়ে বসবাস তাদের। বাসা নির্মাণের সময় রাস্তার জায়গা না রাখা ভূল ছিলো তাদের। তারা ভূমি কর্মকর্তা জীবন কুমার বিশ্বাসের দ্বারস্থ হলো। যে কোন কিছু বিনিময়ে চলাচলের জন্য ব‍্যবস্থা করে দিলে তাকে খুশি করার চুক্তি হলো। অনিয়মে অভিজ্ঞ জীবন কুমার বিশ্বাস চুক্তি অনুসারে মাসুদ মিয়া গংদের ১৪৪৯১ নং
    জমির দাগে হাত বাড়িয়ে দিলেন আর মাসুমদের জমিকে অন্যের চলাচলের রাস্তা হিসাবে রিপোর্ট দিলেন। অথচ আর ও আর ম‍্যাপে ১৯৬৩ সনেও সেখানে রাস্তার কোন অস্তিত্ব ছিলো না, এমনকি বি আর এস ম‍্যাপেও ১৯৯৬ সনেও নয়। তদন্ত রিপোর্টে দেখালেন ৭০ বছরের পারিবারিক রাস্তার অস্তিত্ব। অথচ পারিবারিক রাস্তা হলেও দুপক্ষের জমি দরকার।

    বিষয়টি জানতে মাসুম মিয়া ভূমি সহকারি কর্মকতার সাথে কথা বললে দোষ চাপিয়ে দেয়া হয় থানা-পুলিশের উপর। থানার তদন্ত রিপোর্ট নাকি মাসুমদে বিপক্ষে আছে সেটা জানানো হয়। আবার মাসুমকে বলা হয়- আপনি আমাকে দেখলে আপনাদের ১৪৪৯১ দাগটি আপনাদের জমি হিসাবে দেখাব। মাসুম মিয়ার সাফ কথা আমার দাগ আলাদা ওদের দাগ আলাদা আপনি আমার জমির উপর দিয়ে কি ভাবে রাস্তা দেখাবেন, আর আপনি দিলে কি হবে, আমি আপনাকে খুশি করতে পারবনা যা মনচায় আপনি রিপোর্ট দেন।

    অভিযোগ উঠেছে- ভূমি সহকারী কর্মকর্তার কারনে বর্তমানে মামলায় জরঝড়িত অসহায় মাসুম মিয়ার পরিবার। তার নিজ জমিতে অন্যের চলার জন্য রাস্তার জমি দেখিয়ে তদন্ত রিপোর্ট দেওেয়ার কারনে এই পরিবারটি বিচারের আশায় আইন আদালতের দ্বারেদ্বারে ঘুরছে। অথচ তার এমন দুর্নীতি নিয়ে রিপোর্ট করায় স্থানীয় একটি পত্রিকার সম্পাদককে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

    সুত্র জানিয়েছে- ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস জেলার ভালুকা উপজেলায় বিগত ১২ বছর চাকরী করে একই কৌশলে একজনের জমিতে আরেকজনের ভাগ বসিয়ে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর এসব দুর্ণীতি ও অনিয়মে উপার্জিত অর্থ দিয়েই ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্টে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছেন যা পতিপুর্বে অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

    সুত্রটি আরো জানিয়েছে- ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস ভালুকা সদর ইউনিয়নে থাকা অবস্থা বহু জমির মালিকানা নিয়ে ছয় নয় করেছে।এবং বহু টাকা কামিয়েছে। তার পর আওয়ামিলীগের ক্ষমতার দাপট দেখিয়ে ভালুকা উপজেলার শিল্প এলাকা হবিরবাড়ি ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তা হিসাবে বদলী হন। সেখানে দায়িত্ব নিয়ে হবিরবাড়ি ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন এলাকার জমি ঘুষের বিনিময়ে এক মালিকের জমি অন্য মানুষকে দিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। পরে সেখান থেকে উপজেলার মল্লিক বাড়ি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা পদে দায়িত্ব নিয়ে সেখানেও একই কৌশলে ঘুষ বাণিজ্য করে কোটি কোটি টাকা কামিয়ে কোন এক অদৃশ্য শক্তির মাধ্যমে ময়মনসিংহ সদরে বদলি হন। তাকে দেওয়া হয় সদরের বোররচর ইউনিয়নে। মাত্র ২২দিনের ব্যবধানে বোররচর ইউনিয়ন থেকে বদলী হয়ে পাড়ি জমান ময়মনসিংহ পৌর ভূমি অফিসে।

    স্থানীয়দের ভাষ্য, নায়েব জীবন কুমার বিশ্বাস ভূমি অফিসে চাকরী নেওয়ার পর থেকে ঘুষ নিয়ে জমি সংক্রান্ত অবৈধ কাজ করে আসছেন। টাকা দিলে অনিয়ম করেও মিউটেশন, নামজারি, দাখিলা ইত্যাদি করে দেন, আর টাকা না দিলে ন্যায্য কাজও আটকে রাখেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

    এ বিষয়ে নায়েব জীবন কুমার বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

    ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, প্রশাসনে তার এতটাই প্রভাব রয়েছে যে, কেউ তার বিরুদ্ধে মুখ খুললেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তারা বলেন, “এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ তাদের জমিজমা নিয়ে চরম বিপদে পড়বে। নায়েব জীবন কুমার বিশ্বাসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে দুর্নীতি আরও বাড়বে বলেও মনে করছেন সচেতন মহল।

    স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা দাবি জানিয়েছেন, ময়মনসিংহ পৌর ভূমি অফিসের এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া জরুরী প্রয়োজন হয়ে দাড়িয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেছেন, “এই ধরনের দুর্নীতি চলতে থাকলে সাধারণ জনগণের ন্যায়বিচার পাওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। তাই অনতিবিলম্বে নায়েব জীবন কুমার বিশ্বাসের ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে।”

    চাকরী পাওয়ার পর হিরো হওয়া ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমারের এতসব দুর্নীতির তদন্তের জন্য দুর্ণীতি দমন কমিশনের দিকে তাকিয়ে আছে ময়মনসিংহের আপামর জনতা। এখন দেখার বিষয় প্রশাসন কি এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি ভুক্তভোগীদের দুর্ভোগ অব্যাহত থাকবে?

  • ১৫ বছরের জ-ঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা

    ১৫ বছরের জ-ঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :
    ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা
    ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।

    তিনি বলেন, আমাদের সরকারের বয়স ১৫ মাস। এই সময়ে আমরা ধর্ম মন্ত্রণালয়ে বহু পরিবর্তন এনেছি। বিশেষ করে হজ্জ ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার করেছি।

    শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় শহরের দারুল উলূম মদিনাতুল ইসলাম মাদরাসায় পঞ্চগড় জেলার সব তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ‘শানে রিসালাত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ড. খালিদ হোসেন বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কিছু অনিয়ম পর্যালোচনার জন্য একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি করা হয়েছিল। গতকালই তারা আমাকে রিপোর্ট দিয়েছেন। তদন্ত অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব।

    তিনি বলেন, মডেল মসজিদগুলো নির্মাণে যে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে আমরা একটি শক্তিশালী কমিটি গঠন করেছি। তারা দ্রুত রিপোর্ট দেবে।

    ধর্ম উপদেষ্টা বলেন, আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি ১৫ মাস ধরে। এই সময়ে অনেক সফলতা এসেছে, আবার কিছু সীমাবদ্ধতাও ছিল। হজ্জের টাকা ফেরত দিয়েছি—সৌদি আরবে এজেন্সিগুলোর ৩৯ কোটি টাকা ফেরত এসেছে।

    তিনি আরও বলেন, আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই এবং আমি নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত নই। আমার অধীনস্থ কর্মকর্তারাও যাতে দুর্নীতিমুক্ত থাকেন, সেজন্য আমি সর্বদা সোচ্চার আছি।