Author: desk

  • চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচি মোতাবেক সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়।

    এরপর সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী সহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তাগন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

    উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান সহ বীর মুক্তিযোদ্ধারা বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

    বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বি এন সিসি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ডিসপ্লে অংশগ্রহণকারীদের পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি

    হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। –

    লাল-সবুজের বিজয়গাঁথায় উদ্ভাসিত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ পালন উপলক্ষে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করা হয়েছে। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার,টাউন হল চত্বর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
    শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের সিইও মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মানব সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরন, জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    মহান বিজয় দিবস উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান হিরন অভিব্যক্তি প্রকাশ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে বলেন, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও অগণিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার ও প্রেরণার চিরন্তন উৎস। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

  • থানচিতে বলিপাড়া ৩৮ বিজিবি কতৃক কম্বল ও খেলার সরঞ্জাম বিতরণ

    থানচিতে বলিপাড়া ৩৮ বিজিবি কতৃক কম্বল ও খেলার সরঞ্জাম বিতরণ

    বান্দরবান (থানচি) প্রতিনিধি : মথি ত্রিপুরা।

    মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ।
    মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বান্দরবানের থানচি উপজেলাধীন বলিপাড়া এলাকায় বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    উক্ত কর্মসূচির আওতায় স্থানীয় ৩০০ জন অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ৩০০টি কম্বল বিতরণ করা হয়। শীত মৌসুমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কষ্ট লাঘবের লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি ৷
    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রদান করেন,সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, আর্টিলারি, জোনের অন্যান্য অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
    শীতবস্ত্র প্রাপ্ত উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্য, আস্থা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

    উক্ত কার্যক্রমের মাধ্যমে বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মানবিক সহায়তা প্রদানে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
    এমতাবস্থায়, বলিপাড়া ৩৮ বিজিবি কর্তৃক কম্বল ও খেলার সরঞ্জাম বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

  • চারঘাটে ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন

    চারঘাটে ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে ৩ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কাউটের শিক্ষার্থী।

    উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • তুহিন হ-ত্যার বিচা-র দাবিতে কুমিল্লা প্রেসক্লাবে মান-ববন্ধন

    তুহিন হ-ত্যার বিচা-র দাবিতে কুমিল্লা প্রেসক্লাবে মান-ববন্ধন

    তরিকুল ইসলাম তরুন,
    ঘাতক বাবুর গ্রেফতার দাবি শিক্ষার্থী ও স্বজনদের
    কুমিল্লার বুড়িচং উপজেলার শ্রীপুর গ্রামের মেধাবী ছাত্র মোঃ তুহিন হত্যার বিচারের দাবিতে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

    নিহত তুহিন (১৭) বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র এবং শ্রীপুর গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র।
    গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে পাশের গ্রাম গোবিন্দপুরের বখাটে সন্ত্রাসী সাইফুল ইসলাম বাবু ও তার সহযোগীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুহিনকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে গরুর খামারে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে।

    স্থানীয়রা খবর পেয়ে তুহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

    ঘটনার পর নিহতের পিতা মোসলেম উদ্দিন ২৩ অক্টোবর বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু প্রধান আসামি সাইফুল ইসলাম বাবু এখনো গ্রেফতার হয়নি।

    এই প্রেক্ষিতে বুধবার কুমিল্লা প্রেসক্লাবের সামনে বুড়িচং এরশাদ কলেজের শিক্ষার্থী, নিহত তুহিনের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধন করেন। পরে তারা কুমিল্লা জেলা পুলিশ সুপারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন,

    “ঘাতক সাইফুল ইসলাম বাবু ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কুমিল্লা থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।এসময় উপস্থিত ছিলেন ইষ্টার্ণ ইয়াকুব প্লাজার সভাপতি মঞ্জুর আলম, সমাজসেবক ইকবাল হোসেন, রাসেদ, তানজিনা, সাব্বির, ফারুকসহ শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

  • কোটালীপাড়ায় জনস্বার্থে প্রশাসনের অ-ভিযানে অ-বৈধভাবে নির্মিত বাঁধ অপ-সারণ কয়ায় জনমনে স্বস্তি

    কোটালীপাড়ায় জনস্বার্থে প্রশাসনের অ-ভিযানে অ-বৈধভাবে নির্মিত বাঁধ অপ-সারণ কয়ায় জনমনে স্বস্তি

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    জনস্বার্থে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহাজাহান সিরাজের যৌথ অভিযানে বুধবার (৫ নভেম্বর) উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের তাড়াইলে ও রাধাগঞ্জ ইউনিয়নের বুজুর্গকোনা মাদারবাড়ীর মৎস্য খামারের সামনে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হয়েছে।

    উল্লেখ্য, কতিপয় অসাধু প্রভাবশালী মৎস্য খামারী সরকারি খাল, সরকারি ব্রীজের নিচে অবৈধভাবে বাঁধ দিয়ে এবং সাধারণ জনগণের বসতবাড়ি ও সরকারি রাস্তার পাশে কোন ধরনের স্থায়ী প্রটেকশন না দিয়ে মৎস্য চাষ করার ফলে উক্ত স্থানদ্বয়ের অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হয়।

    এসময় কোটালীপাড়ার সকল মৎস্য খামারীদের উদ্দেশ্যে ভবিষ্যতে এহেন সকল প্রকার অবৈধ কর্মকান্ড থেকে বিরত থাকর নির্দেশ প্রদান করা হয়, তা না হলে পরবর্তীতে জরিমানা ও সরকারি বিধি- বিধানের নিয়মের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জনানো হয়।

    এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করায় স্থানীয় কৃষক, জেলে ও এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এসময় কোটালীপাড়া জুড়ে প্রভাবশালী মৎস্য খামারীদের দ্বারা নির্মিত সকল প্রকার অবৈধ বাঁধ দ্রুত অপসারণের দাবি জানান তারা বিশেষ করে পুনরায় দখল হওয়া কুশলা- রাধাগঞ্জ খালটি তারা দ্রুত অপসারণের দাবি জানান। এ বিষয়টি নিয়ে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত উপজেলা প্রশাসন খালটি অবমুক্ত না করায় চরম ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

  • গণঅ-ভ্যুত্থানের পর পুরনো রাজনৈতিক ব্যব-সা পুনরায় শুরু: সারজিস আলম

    গণঅ-ভ্যুত্থানের পর পুরনো রাজনৈতিক ব্যব-সা পুনরায় শুরু: সারজিস আলম

    মোঃ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় গুলি চালিয়ে প্রায় হাজারের অধিক মানুষকে হত্যা করা হয়েছে এবং অভ্যুত্থানের পর গঠিত নতুন বাংলাদেশের ব্যবস্থায় পুরনো রাজনৈতিক ব্যবসা আবার চালু হয়েছে।

    বুধবার (৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজল দিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

    সারজিস বলেন, অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে আগের রাজনৈতিক দলগুলো আবারও ধান্দাবাজিতে লিপ্ত হয়েছে। গণঅভ্যুত্থানের পূর্বের সিস্টেম আবার চালু হতে শুরু করেছে, কেউ কেউ আরও খারাপ অবস্থা তৈরি করছে। চাঁদাবাজি থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার পর্যন্ত একই ঘটনা পুনরায় ঘটছে।

    সারজিস আলম আরও জানান, আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাস আমরা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা হয়নি। তিনি বলেন, নতুন করে বাংলাদেশের এই হালটা যদি আমরা না ধরি, তাহলে আগের মতো কালো শুকুনের হাতে দেশ চলে যাবে। অভ্যুত্থানের পর আমাদের দায়িত্ব শেষ নয়। যারা জীবন দিয়েছে বা আহত হয়েছে, তাদের প্রতি দায়বদ্ধতা থেকে জীবন শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে।

    তিনি উপস্থিত কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার এবং সৎ ও জবাবদিহিমূলক শাসনের দাবি জানাতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ সময় এনসিপির জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

  • প্রথম আলোর বিশেষ স-ম্মান পেলেন তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া

    প্রথম আলোর বিশেষ স-ম্মান পেলেন তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :

    দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশের পাঁচজন সেরা প্রতিনিধিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে স্থান পেয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রতিনিধি রহিদুল মিয়া।

    গতকাল (৪ অক্টোবর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। সারাদেশের প্রতিনিধিদের মধ্যে একমাত্র উপজেলা প্রতিনিধি হিসেবে এই সম্মাননা অর্জন করেন রহিদুল মিয়া, যা ছিল তাঁর জন্য গভীর গর্ব ও আনন্দের মুহূর্ত।

    সম্মাননাপ্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে রহিদুল মিয়া বলেন, “এই সম্মান আমার কাছে শুধু একটি পুরস্কার নয়; এটি আমার মাটির প্রতি, আমার এলাকার মানুষের প্রতি এবং আমার পেশার প্রতি প্রথম আলো পরিবারের ভালোবাসার প্রতিচ্ছবি।”

    পাঠকদের উদ্দেশ্য রহিদুল মিয়া বলেন, “আমি কৃষক বাবার সন্তান। যে হাতে লাঙল ধরে ভোরে মাঠে যাই, সেই হাতেই দুপুরে কি-বোর্ড ধরে মানুষের কথা লিখি। আমার কাছে মাটি আর মানুষ দুটোই সমান পবিত্র। আমার সমস্ত প্রতিবেদন সেই খেটে খাওয়া মানুষগুলোকে উৎসর্গীকৃত, যাদের জীবনযুদ্ধ আমাকে প্রতিদিন নতুন করে লিখতে শেখায়।”

    দীর্ঘ সাংবাদিকতা জীবনে রহিদুল মিয়া এর আগে ২০০৭ ও ২০১০ সালে দু’বার ‘দেশ সেরা প্রতিনিধি’ এবং ২০০৯ সালে আরডিআরএস থেকে ‘উন্নয়ন সাংবাদিকতা’ পুরস্কার পেয়েছেন।

    রহিদুল মিয়ার চারণ সাংবাদবকতা নিয়ে ২০১৩ সালের ৪ অক্টোবর কথা সাহিত্য কবি, সাংবাদিক ও ব্যবস্থাপনা প্রথম আলোর সম্পাদক আনিসুল হক যে হাতে লাঙল, সে হাতে কি-বোর্ড শিরোনামে তাকে নিয়ে লিখেছেন।। এ ছাড়াও প্রথম আলোর উপবার্তা সম্পাদক তুহিন সাইফুল্লাহ, সিনিয়র সহসম্পাদক আবুল হাসনাত রহিদুল মিয়ার কাজ নিয়ে লিখেছেন প্রশংসাসূচক প্রতিবেদন। পতাকা নিউজের সম্পাদক (প্রথম আলোর সাবেক যুগ্ম সম্পাদক) তৌহিদুর রহমান তাঁর লেখা “আমার বৃহস্পতি” সিরিজে রহিদুল মিয়ার জীবন, রিপোর্ট, সংকট, সাফল্যের নানা দিক নিয়ে লিখেছেন। এসব লেখা তাঁকে আরও অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান সাংবাদিক।

    নিজের সবচেয়ে পছন্দ ‘বিন্দু বিন্দু তেল, ফোঁটা ফোঁটা ঘাম’ নামের সংবাদটি উল্লেখ্য করে রহিদুল মিয়া বলেন, “আমার রিপোর্ট পড়ে যখন মকসুদার কলুর মতো অসহায় মানুষের পাশে সবাই দাঁড়ান, তাঁদের জীবন বদলে যায়—তখনই আমার সাংবাদিকতা সার্থক হয়। আমার কলম থাকবে মানুষের সেবায়, ইনশাআল্লাহ।”

    তিনি এই সম্মাননা উৎসর্গ করেছেন সহকর্মী, তারাগঞ্জের মানুষের প্রতি এবং প্রথম আলো পরিবারকে জানিয়েছেন আন্তরিক কৃতজ্ঞতা।

  • পুলিশের লু/ণ্ঠিত অ/স্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা

    পুলিশের লু/ণ্ঠিত অ/স্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা

    গত বছর গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা করেছে সরকার। বুধবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে। পুরস্কারের পরিমাণ এলএমজি ৫ লাখ টাকা, এসএমজি দেড় লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ টাকা এবং পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা। প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার ৫০০ টাকা।

    এছাড়া লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে কাছের থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

  • গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখতে গিয়ে খু-নের মূল আসা-মিকে গ্রেফ-তার করেছে র‌্যাব

    গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখতে গিয়ে খু-নের মূল আসা-মিকে গ্রেফ-তার করেছে র‌্যাব

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ খুন হওয়ার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় পলাতক আসামি কলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

    র‌্যাব জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৮নং আসামি গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে মো. কলিম (৩২) কে গ্রেপ্তার করা হয়।

    ঘটনার সূত্রে জানা যায়, নিহত কিশোর শিহাব শেখের সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ১৪ বছরের এক নাবালিকা মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে শিহাব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়।

    সেই রাতে প্রায় ৮টার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আটজন এজাহারনামীয় এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি শিহাবের পথরোধ করে। পরে তারা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শিহাবকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে লাফ দেয়, কিন্তু গুরুতর আহত অবস্থায় তাকে আবারও পিটানো হয়।

    এলাকাবাসী ও আত্নীয়স্বজন তাকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর দুপুরে শিহাব মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি কলিমকে গ্রেপ্তার করে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল।

    গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাব জানিয়েছে, এই নারকীয় হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং গণমাধ্যমেও তা ব্যাপকভাবে প্রচারিত হয়।

    মোঃ হায়দার আলী,
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।