Author: desk

  • মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের মনোনয়ন ফরম উ-ত্তোলন

    মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের মনোনয়ন ফরম উ-ত্তোলন

    মোঃমিজানুুর রহমান,কালকিনি- ডাসার (মাদারীপুর)প্রতিনিধি /
    আজ বৃহস্পতিবার মাদারীপুর-৩ (কালকিনি ও ডাসার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা এস এম আজিজুল হক আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। নির্ধারিত সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
    এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মাহাদী হাসান সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌরসভা শাখার সভাপতি ও সাবেক মেয়র প্রার্থী লুৎফর রহমান মুন্সী, মাদারীপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মহিউদ্দিন হাওলাদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি নাইম ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান রুম্মানসহ অন্যান্য নেতাকর্মীরা।
    মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে মাদারীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানান নেতাকর্মীরা।
    মনোনয়ন ফরম উত্তোলন শেষে মাওলানা আজিজুল হক বলেন, জনগণের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

  • মোরেলগঞ্জে আন্তর্জাতিক অ-ধিবাসী দিবস ২০২৫  র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে আন্তর্জাতিক অ-ধিবাসী দিবস ২০২৫ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :

    “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গর্ব স্বদেশ”—এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক অধিবাসী দিবস–২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

    আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত র‌্যালিটি মোরেলগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

    র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবউল্লাহ। আলোচনা সভায় অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স) শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জি, বিআরডিবি কর্মকর্তা দিলালি মণ্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার সিফাইনুর এবং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম।

    সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদান অনস্বীকার্য। প্রতিবছর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার অভাব, প্রতারণা, অবৈধ পথে গমন এবং শ্রমিক অধিকার লঙ্ঘনের মতো নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে অনেক কর্মীকে।

    বক্তারা আরও বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করে তুলতে পারলে তারা বিদেশে ভালো কর্মসংস্থান পাবে এবং দেশের সম্মান ও অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

    আলোচনা সভায় প্রবাসী কল্যাণ, অভিবাসন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং প্রতারণা রোধে স্থানীয় পর্যায়ে তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষাংশে দিবসটির তাৎপর্য তুলে ধরে সবাইকে দক্ষ ও নিরাপদ অভিবাসনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

  • মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে- ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক

    মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে- ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে টিটিসি চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি শেষে ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। তিনি বলেন, মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে। সে হিসেবে দেশ ও বিশ্বের প্রতি ব্যক্তির দায়বদ্ধতা রয়েছে। প্রবাসযাত্রার আগে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বিশ্ব। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে যুবসমাজও আর্থিকভাবে অধিক লাভবান হতে পারবে। দক্ষকর্মী গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

    প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যাবলী এবং প্রবাসী উন্নয়নে সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. মাহফুজ-উল-আদিব। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি চেক ও প্রবাসী কল্যাণে অবদান রাখা নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    টিটিসির অধ্যক্ষ, প্রকৌশলী মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরোয়ার্দী হোসেন। এছাড়া টিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রবাসী শ্রমিকদের কাজের স্বীকৃতি ও তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষ্যে টিটিসি চত্বরে প্রবাসী মেলা/জবফেয়ারের আয়োজন করা হয়। মেলায় উৎসুক জনগোষ্ঠীর মিলনমেলা পরিলক্ষিত হয়।

  • আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস

    আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • ত্রিশালে স্ব-তন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক এমপি পুত্র আনোয়ার সাদাত

    ত্রিশালে স্ব-তন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক এমপি পুত্র আনোয়ার সাদাত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারাদেশে ব্যাপক নির্বাচনী প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের মন জয় করতে তারা নানা কৌশল অবলম্বন করছেন। সেই ঢেউ থেকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলাও বাদ পড়েনি।

    বিভাগীয় ময়মনসিংহের প্রধান জেলা ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ১টি পৌরসভা ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। যেখানে মোট ভোটার সংখ্যা ৩,৮৩,৭৮৪ জন,পুরুষ ভোটার সংখ্যা ১,৯৬,২৪৮জন
    মহিলা ভোটার সংখ্যা ১,৮৭,৫৩৬ জন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত উপজেলার
    এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন ত্রিশালের এমপি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল খালেকের পুত্র সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত।

    বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাত সিদ্দিকী’র নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি

    মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন- ত্রিশাল উপজেলা বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

    আনোয়ার সাদাত জানান, তিনি স্থানীয় জনগণের চাহিদা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি আরও জানান- ত্রিশালবাসীর ভালোবাসায় তিনি ত্রিশালকে বহুদূর নিয়ে যেতে চান। তিনি উপজেলাবাসীর কাছে আশা পোষণ করেন তার মরহুম পিতা আব্দুল খালেক সাহেবকে যেভাবে ত্রিশালবাসী পাশে রেখেছিলেন, পাশে থেকেছিলেন।তাকেও সেভাবেই -পাশে রাখবেন, পাশে থাকবেন।

    স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত গত ২০২৪ সালের মে মাসে আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।সেই নির্বাচনে ঘোষিত ফলাফলে আনোয়ার সাদাত আনোয়ার (কাপ পিরিচ) প্রতীক নিয়ে ৩৯ হাজার ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ত্রিশালের সাবেক এমপি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের ছেলে উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল পেয়েছিলো ৩১ হাজার ৮৯০ ভোট।

  • পটুয়াখালীর আলোচিত সরোয়ার হত্যা মামলায় আসামি সবুজ আকন র‌্যাবের হাতে গ্রে-প্তার

    পটুয়াখালীর আলোচিত সরোয়ার হত্যা মামলায় আসামি সবুজ আকন র‌্যাবের হাতে গ্রে-প্তার

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী প্রতিনিধি।

    পটুয়াখালীর ইটবাড়িয়ার চাঞ্চল্যকর সরোয়ার হাওলাদার হত্যা মামলায় অভিযুক্ত সবুজ আকন কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

    বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকা থেকে র‍্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবুজ আকন সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের মৃত কাদের আকনের ছেলে।

    র‍্যাব জানায়, ভিকটিমের (সরোয়ার) কাছ থেকে মামলার প্রধান অভিযুক্ত টাকা ধার নেয়। সেই পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। পরে গত ১৪ নভেম্বর বিকালে ভিকটিমকে তার পাওনা টাকা নেয়ার জন্য ফোনের মাধ্যমে জানালে ভিকটিম তার কথামত অভিযুক্তের বাড়িতে গেলে অভিযুক্তগণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী একত্রে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ভাবে মারধর করে।

    পরে গুরুত্বর রক্তাক্ত যখম অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয় এবং উন্নত চিকিৎসা গ্রহণকালে গত ১৫ নভেম্বর ভিকটিম মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী দেলোয়ার হাওলাদার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে সবুজ আকন কে গ্রেপ্তার করা হয়।

    র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সবুজ আকন কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • তানোরে সাংবাদিক মামুনের মৃ-ত্যুতে বিভিন্ন মহলের শোক

    তানোরে সাংবাদিক মামুনের মৃ-ত্যুতে বিভিন্ন মহলের শোক

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মামুনুর রশিদ মামুন (৪০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বুধবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

    সাংবাদিক মামুন তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া মহল্লার মৃত এবাদুল্লাহ মন্ডলের পুত্র। তিনি ছয় ভাইয়ের মধ্যে চতুর্থ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার কন্যা বর্তমানে রাজশাহীর একটি কলেজে অধ্যয়নরত। হঠাৎ তার মৃত্যুতে তানোরের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে একজন সাহসী, নিষ্ঠাবান ও সমাজ সচেতন সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।

    তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুনুর অর রশিদ মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তানোর প্রেসক্লাব।তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বলেন, মামুনুর অর রশিদ মামুন ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান তানোর প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন আদর্শ সহকর্মী ও মানবিক মানুষকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।নেতৃবৃন্দ আরও বলেন, প্রয়াত মামুনুর অর রশিদের পেশাগত সততা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতা প্রেসক্লাবের কার্যক্রমকে দীর্ঘদিন সমৃদ্ধ করেছে। তাঁর মৃত্যুতে তানোর প্রেসক্লাব গভীরভাবে শোকাহত। প্রয়াত সাংবাদিক মামুনুর রশিদ মামুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় আরো স্বাক্ষর করেন তানোর প্রেসক্লাবের সহ- সভাপতি আশরাফুল ইসলাম রনজু, যুগ্ন-সম্পাদক আসাদুজ্জামান মিঠু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, সদস্য লুৎফর রহমান, টিপু সুলতান, ওবাইদুর রহমান সুজন, আশরাফুল আলম, শরিফুল ইসলাম, মাহবুব আলম জুয়েল, এবং মমিনুল ইসলাম মুন। তানোর প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক মামুনুর রশিদ মামুনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।এছাড়াও সাংবাদিক মামুনের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। #

  • সুজানগরে শিশু ধ-র্ষণ চেষ্টা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে সামাজিক বন বিভাগের বাগান মালি শাহজাহান!

    সুজানগরে শিশু ধ-র্ষণ চেষ্টা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে সামাজিক বন বিভাগের বাগান মালি শাহজাহান!

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে শিশু শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হওয়ার পরও অভিযুক্ত সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের বাগান মালী মোঃ শাহজাহানকে অদ্যাবধি গ্রেপ্তার করা হয়নি এবং জামিন না নিয়েই তিনি বহাল তবিয়তে চাকরি করছেন । আর পুলিশের কাছে তিনি পলাতক হিসেবে রয়েছেন। অভিযুক্ত শাহজাহান আলী সুজানগর উপজেলার ভঁায়না ইউনিয়নের কেষ্টপুর(কাঠালবাড়িয়া) গ্রামের মৃত জামাল প্রামানিকের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সুজানগর পৌরসভার ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর এক ছাত্রীকে গত ৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে চালতা ফল কিনে দেবার কথা বলে বিদ্যালয়ের পাশেই অবস্থিত সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষণ চেষ্টা করে ওই অফিসের বাগান মালি শাহজাহান আলী। এ সময় বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আড়াল থেকে গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে। পরে বিষয়টি টের পেয়ে শাহজাহান আলী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে ৭ বছরের ওই শিশু শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৮ ডিসেম্বর সুজানগর সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের বাগান মালী মোঃ শাহজাহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৯। কিন্তু মামলা হওয়ার পরও ওই বাগান মালি শাহজাহানকে বিরুদ্ধে কোন ধরণের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে এ ঘটনায় পুরস্কার হিসেবে সুবিধাজনক স্থান ইশ্বরদী সামাজিক বনায়ন ও নার্সারিতে গত ৯ ডিসেম্বর বদলি করে সংশ্লিষ্ট দপ্তর। এ ঘটনার নিন্দা ও তীব্র ক্ষোভ জানিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ৪০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন জানান, এ ঘটনার পূর্বেও ওই বাগান মালি শাহজাহানের বিরুদ্ধে তার বিদ্যালয়ের অপর আরো এক ছাত্রীকে শ্লানীহীনতার অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছিল। এ বিষয়ে সুজানগর সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের ফরেস্টার,ভারপ্রাপ্ত কর্মকর্তা( এসএফএনটিসি) নুরুল ইসলাম জানান, এ ঘটনার পরপরই বাগান মালি শাহজাহানকে জেলার ইশ্বরদী সরকারি সামাজিক বনায়ন ও নার্সারী কেন্দ্রে বদলি করা হয়েছে। এ বিষয়ে ইশ্বরদী সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের ফরেস্টার ফসিউর আলম বুধবার জানান , সুজানগর থেকে বদলি হয়ে বাগান মালি শাহজাহান আলী গত ১০ ডিসেম্বর যোগদান করে সে বর্তমানে নিয়মিত এখানে অফিস করছেন।
    এ বিষয়ে পাবনার বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বুধবার জানান, বাগান মালি শাহজাহানের বিরুদ্ধের অভিযোগটি জেলার ফরিদপুরের বন কর্মকর্তা জিএম শফিউজ্জামানকে তদন্ত করে দ্রুত রির্পোট দিতে নির্দেশনা প্রদান করা হয়েছে। তদন্তে সত্যতা পেলে শাহজাহান আলীর বিরুদ্ধে সরকারি চাকুরী বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তদন্তকারীকর্মকর্তা জিএম শফিউজ্জামান জানান,এ সপ্তাহের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করে রিপোর্ট প্রদান করা হবে। এ বিষয়ে অভিযুক্ত বাগান মালি শাহজাহানের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
    । এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, ফৌজদারি মামালার পলাতক আসামি জামিন না নিয়ে কীভাবে বহাল তবিয়তে চাকরি করছেন? আমি আমার দেশের আইনের কাছে বিচার চাচ্ছি। এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বুধবার জানান, মামলার আসামী শাহজাহানকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে বিজয় মেলার উদ্বোধন

    সুজানগরে বিজয় মেলার উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগর : বিজয়ের ৫৫বছর পূর্তিতে বিজয় মেলার আয়োজন করেছে সুজানগর উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না। আমাদের যে নিজস্ব কৃষ্টি, কালচার রয়েছে এই সংস্কৃতির বহি:প্রকাশ মেলার মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কৃষ্টি, কালচার সবকিছুকে মেলার মাধ্যমে তুলে ধরতে হবে।
    অনুষ্ঠানে ইউএনও পত্নী ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান,পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, জামায়াত নেতা ওয়ালিউল্লা বিশ্বাস, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেলার উদ্বোধনী দিনে নারী উদ্যোক্তাদের স্টলে হস্তশিল্প, উপজেলার গাজনার বিলের শুঁটকি,নানা রকম পিঠা সামগ্রীসহ হরেক রকম পণ্যের সমাহার ক্রেতাদের নজর কাড়ে।

  • সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

    সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

    এম এ আলিম রিপন,সুজানগর : মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে সুজানগর উপজেলা প্রশাসন । মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ ফইম উদ্দিন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, জামায়াত নেতা ওয়ালীউল্লাহ বিশ্বাস,উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা প্রমূখ।শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
    সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ একটি স্বপ্ন নিয়ে হয়েছিল সমতা, মানবিক মর্যাদা, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন।সেই চেতনা ধারণ করে সেদিন এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝঁাপিয়ে পড়েছিল।এর আগে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে পাবনা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, অধ্যাপক আব্দুল মোনায়েম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম,পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু,সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাকির হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।