Author: desk

  • রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁ-ড়িয়ে দিলো বিক্ষু-ব্ধ ছাত্র জনতা ভ-য়াবহ পরিস্থিতির আ-শঙ্কা

    রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁ-ড়িয়ে দিলো বিক্ষু-ব্ধ ছাত্র জনতা ভ-য়াবহ পরিস্থিতির আ-শঙ্কা

    হেলাল শেখঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে নগরীতে প্রবেশ করেন। বিভিন্ন হল ও বিভাগ থেকে শিক্ষার্থীরা এই মিছিলে অংশ নেন। একই সময়ে নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। পাশাপাশি নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দেন, এখন পাড়া মহল্লায় হামলার আশঙ্কা রয়েছে।

    বিক্ষোভকারীরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে একটি এসকেভেটর ব্যবহার করে কার্যালয় ভবনটি সম্পূর্ণভাবে মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ ও সাম্প্রতিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ থেকেই এ সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিলো বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেই ঘটনার ক্ষত কাটিয়ে ওঠার আগেই এবার পুনরায় কার্যালয়টি সম্পূর্ণ ধ্বংস করা হলো।

    এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

  • কোটালীপাড়ায় আন্তর্জাতিক অ-ভিবাসী এবং জাতীয় প্রবাসী দি-বস পালিত

    কোটালীপাড়ায় আন্তর্জাতিক অ-ভিবাসী এবং জাতীয় প্রবাসী দি-বস পালিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।

    এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় এক বর্নাঢ্য র্যা লী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুম লাল শাপলায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কিত এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক। অন্যদের মধ্যে- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, জামায়াতে ইসলামী আমির গাজী সোলায়মান, খেলাফত মজলিস যুগ্মসাধারণ সম্পাদক মওলানা সাব্বির হোসেন ফকির, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, প্রাণিসম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, আরএসএ ইন্সট্রাক্টর সোহরাব হোসেন বক্তব্য রাখেন। এ সময়- বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কর্মকর্তা কর্মচারী, জাতীয় মহিলা সংস্থার কর্মী সদস্য, রেডক্রিসেন্ট, রোভার স্কাউট, শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ওসমান হাদির মৃ-ত্যুতে গোবিপ্রবি উপাচার্যের গভীর শো-ক প্রকাশ

    ওসমান হাদির মৃ-ত্যুতে গোবিপ্রবি উপাচার্যের গভীর শো-ক প্রকাশ

    নিজস্ব প্রতিনিধিঃ

    সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর মরহুম শরীফ ওসমান বিন হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    শোকবার্তায় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ওসমান হাদীর হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • সলঙ্গায় জাতীয়তাবাদী পল্লী চি-কিৎসকদের বিজয় দিবস পালন

    সলঙ্গায় জাতীয়তাবাদী পল্লী চি-কিৎসকদের বিজয় দিবস পালন

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিকসহ অন্যান্য সংগঠনগুলো (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালন করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন সলঙ্গা থানা শাখার উদ্যোগেও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়।গত ১৬ ডিসেম্বর সকালে সলঙ্গা কদমতলা চত্তর মওলানা তর্কবাগীশ
    পাঠাগার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।এরপর সলঙ্গা ডিগ্রি কলেজ শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন সলঙ্গা থানা শাখার সভাপতি আব্দুল মমিন,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,সহ- সভাপতি মমিনুল ইসলাম মমিন,প্রচার সম্পাদক শহিদুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি/ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

  • ঢাকা-১৯ এ জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন জনগণের কাছে ভোট ও দো-য়া চাচ্ছেন

    ঢাকা-১৯ এ জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন জনগণের কাছে ভোট ও দো-য়া চাচ্ছেন

    হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনে (সাভার ও আশুলিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী-কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাতে তিনি আশুলিয়ার গাজিরচট এলাকায় একটি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে বক্তব্য শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজিরচটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া কামনা করেন।

    প্রচারণাকালে নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

    এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • সুজানগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পা-লিত

    সুজানগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পা-লিত

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এদিন সকালে সুজানগর টিটিসি চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে সুজানগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে। সে হিসেবে দেশ ও বিশ্বের প্রতি ব্যক্তির দায়বদ্ধতা রয়েছে। প্রবাসযাত্রার আগে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বিশ্ব। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে যুবসমাজও আর্থিকভাবে অধিক লাভবান হতে পারবে। দক্ষকর্মী গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানান তিনি।টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. সফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন ইসলামী ব্যাংক সুজানগর শাখার কর্মকর্তা জাকির হোসেন, আসিয়াবের কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন প্রমুখ। এছাড়াও টিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নেছারাবাদে যুব ফোরামের সদস্যদের দুদিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ

    নেছারাবাদে যুব ফোরামের সদস্যদের দুদিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ

    নেছারাবাদ সংবাদদাতা, (পিরোজপুর) প্রতিনিধিঃ

    জার্মানির সহযোগী সংস্থা হেলভেটাস (Helvetas) ও জার্মান সরকারের আর্থিক সহায়তায়, রূপান্তর (Rupantar) কর্তৃক বাস্তবায়িত ‘ইকো সুন্দরবন’ প্রকল্পের আওতায় সুন্দরবন অঞ্চলের যুব ফোরামের সদস্যদের জন্য দুদিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    দূষণ হ্রাস ও সুন্দরবনের বাস্তুতন্ত্র উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে দক্ষতা বৃদ্ধি এবং সুন্দরবন রক্ষায় করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৭ ও ১৮ ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নেছারাবাদ উপজেলার তৃণা কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    রূপান্তরের পিরোজপুর জেলা প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ। শুভেচ্ছা বক্তব্যে তিনি পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

    দুই দিনব্যাপী প্রশিক্ষণে সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় যুব নেতৃত্বের ভূমিকা ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে নেছারাবাদ উপজেলা যুব ফোরামের ৩১ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে যুব ফোরামের সদস্যরা পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ সংবাদদাতা,পিরোজপুর।

  • ঝিনাইদহে আন্তর্জাতিক অ-ভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

    ঝিনাইদহে আন্তর্জাতিক অ-ভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

    ঝিনাইদহ প্রতিনিধি-
    “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। উদ্যোগে সকালেই ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্সট্রাক্টর মোঃ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা সভার সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আজ ১৮ ডিসেম্বর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে। একই সঙ্গে, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আমরা পালন করছি জাতীয় প্রবাসী দিবস। অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী কর্মীও অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা ও প্রেরণার কথা শেয়ার করেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দো-য়া মাহফিল অনুষ্ঠিত

    পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দো-য়া মাহফিল অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

    খুলনার পাইকগাছায় নারীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ড বাতিখালীতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের নির্দেশনায় এলাকার নারীরা এ দোয়া মাহফিল এর আয়োজন করে। পৌরসভা মহিলা দলের নেত্রী সুলতানা লাবনীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমা আক্তার, তামান্না ইয়াসমিন, ফাতেমা খাতুন, নুরজাহান বেগম, কুলসুম বেগম, সোনিয়া খাতুন, পারুল বেগম, যমুনা রাণী ঢালী, সালমা খাতুন, সুমিত্রা ঘোষ, অনিমা রাণী ঢালী, তনুশ্রী মন্ডল, রেখা রাণী সানা, পার্বতী মন্ডল, সুমী হালদার, অর্চনা সরকার, কবিতা সানা, অঞ্জনা, লক্ষী রাণী, শেফালী, সরস্বতী, কাকলী ও আরতী। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীকের বিজয় কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সেলিনা আক্তার।

  • পাইকগাছায় দু-র্যোগ ঝুঁ-কি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছায় দু-র্যোগ ঝুঁ-কি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

    পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে ” প্রডাক্টিভ রেডিনেস এন্ড আর্লি প্রটেকশন এগেনেস্ট সাইক্লোন রিস্ক ( পিআরইপিএআর) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ উপজেলা পর্যায়ে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিপিপি’র উপ পরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল ও সুকুমার কবিরাজ। নবলোকের ফোকাল পার্সন রিয়াদুল করিম এর চেয়ে কর্মশালায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিনতা সরকার, চম্পক বিশ্বাস, আসমা বেগম, নাসিমা বেগম, লক্ষীরাণী সরকার, মেরী রাণী সরদার, নাসিমা বেগম, সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, এনজিও প্রতিনিধি আয়ূব আলী, মোস্তফা কামাল সরদার ও বাদশা। কর্মশালায় উপজেলা পর্যায়ে সাইক্লোন প্রস্তুতির ঘাটতি চিহ্নিত করা, বাস্তবসম্মত সমাধান নির্ধারণে অংশীজনদের মধ্যে যৌথ প্রতিফলন সৃষ্টি করা, দুর্যোগ প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয়, কমিউনিটি পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্থানীয় সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাইক্লোন প্রস্তুতির চ্যালেঞ্জ মোকাবিলা, ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর বিষয় সমূহ এবং সম্ভাব্য করণীয় সংক্রান্ত গুরুত্বারোপ করা হয়।