হেলাল শেখঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে নগরীতে প্রবেশ করেন। বিভিন্ন হল ও বিভাগ থেকে শিক্ষার্থীরা এই মিছিলে অংশ নেন। একই সময়ে নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। পাশাপাশি নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দেন, এখন পাড়া মহল্লায় হামলার আশঙ্কা রয়েছে।
বিক্ষোভকারীরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে একটি এসকেভেটর ব্যবহার করে কার্যালয় ভবনটি সম্পূর্ণভাবে মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ ও সাম্প্রতিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ থেকেই এ সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিলো বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেই ঘটনার ক্ষত কাটিয়ে ওঠার আগেই এবার পুনরায় কার্যালয়টি সম্পূর্ণ ধ্বংস করা হলো।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।









