Author: desk

  • টিকটকে নাচ নিয়ে বি-বাদ: স্ত্রীকে হ-ত্যার পর লা-শ গু-ম করার চেষ্টা

    টিকটকে নাচ নিয়ে বি-বাদ: স্ত্রীকে হ-ত্যার পর লা-শ গু-ম করার চেষ্টা

    ​নিজস্ব প্রতিবেদক-হেলাল শেখঃ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৫)
    ​বগুড়ায় টিকটকে নাচের ভিডিও আপলোড করাকে কেন্দ্র করে সৃষ্ট কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ টয়লেটের হাউজে (সেপটিক ট্যাংক) লুকিয়ে রাখার এক রোমহর্ষক ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিখোঁজের নাটক সাজিয়ে পার পাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি ঘাতক স্বামী মুকুল মিয়ার।

    ​ঘটনার বিবরণ,​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর (শনিবার) রাতে একটি বিয়ের অনুষ্ঠানে নিহতের নাচানাচি ও সেই ভিডিও টিকটকে প্রচার করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী মুকুল মিয়া (৩১) উত্তেজিত হয়ে স্ত্রী মারুফাকে (২৫) গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন।

    ​লাশ গুম ও নিখোঁজের নাটক
    ​হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাটের জন্য ওই রাতেই মুকুল তার নিজ বাড়ির টয়লেটের হাউজে স্ত্রীর মরদেহ ফেলে দেন এবং হাউজের মুখ সিমেন্ট দিয়ে প্লাস্টার করে আটকে দেন। ঘটনা ধামাচাপা দিতে তিনি শ্বশুরবাড়ি ও আশপাশের মানুষকে জানান যে, মারুফা বাড়ি থেকে পালিয়ে গেছে। এমনকি নিজেকে নির্দোষ প্রমাণ করতে গত ১৫ ডিসেম্বর বগুড়া সদর থানায় স্ত্রীর নিখোঁজ সংবাদ জানিয়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন তিনি।

    ​যেভাবে ধরা পড়ল ঘাতক
    ​জিডির প্রেক্ষিতে সদর থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়া তদন্ত শুরু করে। ডিবি বগুড়ার ওসি ইকবাল বাহার ও ইন্সপেক্টর মোঃ রাজু কামালের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) মুকুল মিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকুল স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির টয়লেটের হাউজ থেকে মারুফার মরদেহ উদ্ধার করা হয়।

    ​একনজরে অভিযুক্ত ও ভুক্তভোগী:
    ​গ্রেপ্তারকৃত: মোঃ মুকুল মিয়া (৩১), গ্রাম: নুড়ুইল মধ্যপাড়া, শেখেরকোলা ইউনিয়ন।
    ​নিহত: মোছাঃ মারুফা (২৫), গ্রাম: নন্দীপাড়া পীরগাছা, নারীপাড়া ইউনিয়ন। ​আইনি পদক্ষেপ
    ​বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • আশুলিয়ায় জমির দাম বৃদ্ধিতে কমছে কৃষি জমি, জলাবদ্ধতায় বাড়ছে পরিবেশ দূ-ষণ

    আশুলিয়ায় জমির দাম বৃদ্ধিতে কমছে কৃষি জমি, জলাবদ্ধতায় বাড়ছে পরিবেশ দূ-ষণ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় জমির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দ্রুত হারে কমে যাচ্ছে কৃষি জমি। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা আবাসিক ভবন ও পোশাক কারখানা থেকে নির্গত নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি খোলা জায়গায় ফেলা হয় এবং রাস্তায় ময়লা ফেলায় মারাত্মক পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    এ বিষয়ে আশুলিয়া ধামসোনা ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন বলেন, “জমির দাম বেড়ে যাওয়ায় কৃষি জমিতে একের পর এক বাড়িঘর ও কারখানা গড়ে উঠছে। এতে কৃষি উৎপাদন যেমন কমছে, তেমনি পরিবেশের ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

    শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় ১৮ বছর আগে যেখানে প্রতি শতাংশ কৃষি জমির মূল্য ছিল মাত্র ১০ হাজার টাকা, বর্তমানে সেই জমির দাম বেড়ে দাঁড়িয়েছে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত। জমির এই মূল্যবৃদ্ধির সুযোগে কৃষি জমি ভরাট করে অপরিকল্পিতভাবে আবাসিক ভবন ও কলকারখানা নির্মাণ করা হচ্ছে।
    এলাকাবাসীর অভিযোগ, এ পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাসাবাড়ি ও পোশাক কারখানার বর্জ্যপানি রাস্তায় ও খোলা জায়গায় জমে থাকছে। ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
    সচেতন মহল মনে করেন, দ্রুত পরিকল্পিত নগরায়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং কৃষি জমি রক্ষায় কঠোর আইন প্রয়োগ না করা হলে ভবিষ্যতে আশুলিয়ায় পরিবেশগত সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।

  • ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে বেহাল রাস্তায় ধানগাছ রোপণ করে ব্যতিক্রমী প্র-তিবাদ

    ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে বেহাল রাস্তায় ধানগাছ রোপণ করে ব্যতিক্রমী প্র-তিবাদ

    হেলাল শেখঃ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ভূমি রেজিস্ট্রি অফিসের ঠিক সামনের রাস্তার বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। জানা যায়, আশুলিয়ার জামগড়ায় এরকম বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা।

    স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই রাস্তার দুরবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি।

    এ অবস্থায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন এলাকাবাসী। ভাঙা রাস্তার গর্তে ধানের চারা রোপণ করে তারা প্রতীকীভাবে দেখিয়ে দিয়েছেন-রাস্তাটি এখন যেন চলাচলের পথ নয়, চাষের জমিতে পরিণত হয়েছে।

    স্থানীয় এক বাসিন্দা বলেন, “এটা আমাদের কৌতুক নয়, চরম হতাশা থেকে করা প্রতিবাদ। রাস্তা না থাকলে আমরা ধানই লাগাবো।” আরেকজন জানান, দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

    এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তার টেকসই সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে হবে। এখন দেখার বিষয়, এই ব্যতিক্রমী প্রতিবাদের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ কার্যকর পদক্ষেপ নেয় কি না। গাজীপুর ও আশুলিয়ার এ বিষয়ে বক্তব্য দেয়ার লোকজনের অভাব নাই কিন্তু কাজ করার লোকজন পাওয়া যায় না।

  • বডি ক্যামেরাসহ হাদির জানাজায় থাকবে পর্যাপ্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী

    বডি ক্যামেরাসহ হাদির জানাজায় থাকবে পর্যাপ্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী

    হেলাল শেখঃ বডি ওর্ন ক্যামেরাসহ হাদির জানাজায় থাকবে পর্যাপ্ত পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী।

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি।

    ওসমান হাদির জানাজা থেকে শুরু করে দাফন করা পর্যন্ত নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

    এছাড়া হাদির লাশ হাসপাতালের হিমঘর থেকে জানাজার স্থানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন প্রক্রিয়া সম্পন্ন করা পর্যন্ত নিরাপত্তার পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলার এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

    শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদ ওসমান হাদির জানাজা থেকে শুরু করে দাফন পর্যন্ত নির্দিষ্ট স্থানে কাজ করছে। শহীদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি।

    ঢাকা মহানগর রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, শহীদ ওসমান হাদির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পাশাপাশি সাদা পুলিশ অলরেডি কাজ শুরু করেছে, এছাড়াও থাকবে চেকপোস্ট।

  • হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে কনসার্ট

    হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে কনসার্ট

    এস আল আমিন।।

    পটুয়াখালী প্রতিনিধি। 

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে দেশের সর্বস্তরে চলছে শোকের ছায়া। পটুয়াখালীতে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামায়াত নেতা আন-নাহিয়ান কনসার্ট অনুমতি দেয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।

    শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদায়ের মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

    এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম-কে বলেন– এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের জন্য প্রতি বছরের মতো এবারও এক মাস আগে প্রশাসনের অনুমতি নেয়া হয়েছিলো। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে সারাদেশে শোক নেমে আসে। সে জন্য কনসার্ট অনুষ্ঠানটি বন্ধ করার জন্য বলা হয়েছে। কিন্তুু ১৯ ডিসেম্বর বিকেলে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামায়াত নেতা আন-নাহিয়ান এর উপস্থিতি সেখানে ছিলো এবং তিনি অনুমতি দেয়ার পরে শিক্ষার্থীরা কনসার্ট করেছে। 

    এ ব্যাপারে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামায়াত নেতা আন-নাহিয়ান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অল্প কিছু সময়ের জন্য অনুষ্ঠানের অনুমতি দিয়েছি। প্রধান শিক্ষক এর নিষেধাজ্ঞা ছিলো বলেও তিনি স্বীকার করেন। তিনি আরও বলেন, আসলে দেশের গানের জন্য কিছু সময় দেয়া হয়েছিলো কিন্তুু সেখানে অন্য গান পরিবেশন হবে এতো দীর্ঘসময় চলবে বুজতে পারিনি এটা আমার ভুল হয়েছে।

    পটুয়াখালী জেলা প্রশাসক ডা. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন- আজকের দিনে কনসার্ট আনন্দ উৎস অনুচিত। জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে তিনি ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও জুবিলী স্কুলের প্রধান শিক্ষককে অনুষ্ঠান বন্ধ করার জন্য বলা হয়েছে। 

    সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, প্রশাসনিক অনুমতি আছে কিনা জানিনা, তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।

  • ড্যাফোডিলস হাই স্কুলের বার্ষিক পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা

    ড্যাফোডিলস হাই স্কুলের বার্ষিক পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা

    স্টাফ রিপোর্টারঃ
    সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড এই আদর্শকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে ঢাকার অদূরে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের অবস্থিত ড্যাফোডিলস্ হাইস্কুলে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

    শুক্রবার (১৯ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুল হক মনি।

    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর সরকারি কলেজ এর গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শামীম মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর কবির, চাঁদপুর সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, দোহার উপজেলার জয়পাড়া শাখা এবি ব্যাংকের কর্মকর্তা জনাব মোঃ ইউসুফ হারুন, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিন কবীর, সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    প্রধান অতিথি ফজলুল হক মনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের মেধা মননের বিকাশ, ধর্মীয় ও আধুনিক মূল্যবোধের সংমিশ্রণে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে তার জোড়ালো মতামত উপস্থাপন করেন। পাশাপাশি বিদ্যালয়ের পিএসসি জেএসসি, এইচএসসি পরীক্ষায় সাফল্যমণ্ডিত ফলাফল এবং অন্যান্য শিক্ষা সহায়ক কার্যক্রমের বিবেচনায় বার বার ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় তার ভূয়সী প্রশংসা করেন এবং ফলাফলের এই ধারাবাহিকতা যেন বজায় থাকে তা প্রত্যাশা করেন।

    স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ এরশাদ হোসেন বিদ্যালয়ের ফলাফল যেন আরো উত্তরোত্তর ভালো হয় এবং ঢাকা জেলাসহ সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

  • ঝিনাইদহে মধ্যরাতে আ.লীগ নেতাদের বাড়িতে আ-গুন, র-ণক্ষেত্র পুরো শহর

    ঝিনাইদহে মধ্যরাতে আ.লীগ নেতাদের বাড়িতে আ-গুন, র-ণক্ষেত্র পুরো শহর

    ঝিনাইদহ প্রতিনিধি-
    ঝিনাইদহে ছাত্র-জনতার ক্ষোভের আগুনে পুড়ছে একের পর এক রাজনৈতিক নেতার বাসভবন। ওসমান হাদীর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ শহর। বিচার ও ক্ষোভের দাবিতে রাজপথে নেমে আসা হাজারো ছাত্র-জনতার বিক্ষোভে এখন রীতিমতো থমথমে অবস্থা বিরাজ করছে পুরো জেলায়।আন্দোলনকারীদের রুদ্রমূর্তিতে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত ও রাজনৈতিক কার্যালয়। উল্লেখযোগ্য হামলার শিকার ভবনগুলো হলো: জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বাসভবনও রক্ষা পায়নি।সেখানেও ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়িতে হামলার খবর পাওয়া গেছে।শহর জুড়ে হাহাকার ও থমথমে পরিস্থিতি ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট এই উত্তেজনায় শহরের মোড়ে মোড়ে এখন ধ্বংসের চিহ্ন। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা আর ক্ষুব্ধ জনতার স্লোগানে কেঁপে উঠছে ঝিনাইদহের আকাশ। সাধারণ মানুষ আতঙ্কিত অবস্থায় ঘরের ভেতর অবস্থান করছেন।
    বিক্ষোভরত ছাত্ররা বলেন,”আমরা বিচার চাই! এই মৃত্যুর দায় যারা নেবে না, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বর্তমান অবস্থা পুরো শহর এখন ছাত্র-জনতার দখলে। পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও উত্তপ্ত জনতাকে থামানো কঠিন হয়ে পড়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হ-তাশ

    পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হ-তাশ

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    অতি বৃষ্টিতে জলবদ্ধতার পরও পাইকগাছায় আমন ধানের আশানারুপ ফলন হয়েছে। তবে ধানের দাম কমে যাওয়ায় কৃষকরা হতাশ। আমন ধান কর্তন পুরা দমে চলছে। উঁচু ক্ষেতের ধান কর্তন শেষ হয়েছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরের আমন ক্ষেতের ধান ধান কাটা চলছে। আগামী ১০/১৫ দিনের মধ্যে কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে।
    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মৌসুমে উপজেলায় ১৩ হাজার ৩শ ৩০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। কর্তনকৃত ধানের হেক্টর প্রতি ফলন গড় ৪.৮ মেট্রিকটন হারে ফলন পাওয়া যাচ্ছে। উপজেলায় ৭০ ভাগ জমির ধান কাটা হয়েছে। আর নাবিতে লাগানো ক্ষেতের ৩০ ভাগ ধান এখনও কাঁচা রয়েছে।
    উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর ব্লকের কৃষক মোঃ মিজানুর রহমান জানান, তার ক্ষেতে বিঘা প্রতি প্রায় ১৮ মন করে ফলন হয়েছে। পুরাইকাটী ব্লকের কৃষক ফারুক হোসেন ও তোকিয়া ব্লকের কৃষক শফিকুল জানান, বৈরি আবহাওয়ার পরও তাদের ক্ষেতের আমনের ফলন ভালো হয়েছে। মটবাটি গ্রামের কৃষক আলাউদ্দিন বলেন, দেরিতে আবাদ করা ক্ষেতে মাজড়া পোকা লাগায় অতিরিক্ত পরিচর্যা ও কীটনাশক ব্যবহার করতে হয়েছে। কিছু কিছু ক্ষেতের ধানে চিটার পরিমানও বেশী হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে।
    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, অতি বৃস্টির কারণে উপজেলায় আমনের আবাদ কম হয়েছে। উপজেলায় ৭০ ভাগ জমির আমন ধান কাটা হয়েছে, বাকি ৩০ ভাগ ধান কাটা চলছে। কর্তনকৃত আমন ধানের ফলন ভাল হয়েছে।
    উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর ব্লকের কৃষক আলাউদ্দিন, পুরাইকাটী ব্লকের কৃষক ফারুক হোসেন ও তোকিয়া ব্লকের কৃষক শফিকুল জানান, বৈরি আবহাওয়ার পরও তাদের ক্ষেতের আমনের ফলন ভালো হয়েছে। মটবাটি গ্রামের কৃষক আলাউদ্দিন বলেন, তার মৎস্য ঘেরে আবাদকৃত ক্ষেতের ধান সবে ফুল ধরেছে। তাছাড়া মাজড়া পোকা লাগায় অতিরিক্ত পরিচর্যা ও কীটনাশক ব্যবহার করতে হয়েছে। কিছু কিছু ক্ষেতের ধানে চিটার পরিমানও বেশী হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে।
    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, আমনের ফলন ভাল হয়েছে। আবহাওয়ার কারণে কৃষকদের আমন আবাদ শুরু করতে কিছুটা দেরি হলেও পরে প্রচুর বৃষ্টিতে লবণাক্ত মাটি পরিশোধিত হওয়ায় আমনের ফলন ভাল হয়েছে।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁ-কা: নকশা পরিবর্তন ও মা-দ্রাসা র-ক্ষার দাবিতে মা-নববন্ধন

    পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁ-কা: নকশা পরিবর্তন ও মা-দ্রাসা র-ক্ষার দাবিতে মা-নববন্ধন

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।

    খুলনার বেতগ্রাম-কয়রা আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের পাইকগাছার কপিলমুনি ফকির বাসা মোড়ে কোটিপতি ব্যাবসায়ীর ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা। সড়কের ভুল নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মাবাদ কপিলমুনি মেইন সড়কে (ফকির বাসা মোড়ে) মানববন্ধনে জমি মালিকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সড়কের পাশে কোটিপতির বাণিজ্যিক ভবন বাঁচাতে ভুল নকশা তৈরি করা হয়েছে। কপিলমুনি ফকির বাসা মোড়ে সড়কে বাঁক সরলীকরণের নামে সরকারের কোটি টাকা ব্যয় হলেও ভুল নকশার মাধ্যমে সড়ক সরলীকরণ হচ্ছে না। প্রভাবশালী ব্যাক্তির বাড়ি ও দোকান ঘর রক্ষা করতে ভুল নকশা তৈরি করে মাদ্রাসাসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। তার পরও বাঁক সরলীকরণ হচ্ছে না। কাদের স্বার্থে ও খুশি করতে এই ভুল নকশা তৈরি করে বাঁক করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। তার মানে আমাদের সাথে একধরনের তামাশা করা হচ্ছে। অবিলম্বে এই ভুল নকশা পরিবর্তন করে বাঁক সরলীকরণ করতে হবে। মানববন্ধনে অ্যাডভোকেট দিপংকর সাহা দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম, মাদ্রাসার জমি দাতা শেখ ইউনুছ আলী, শেখ সাহাবুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের শেখ আব্দুল কাদের, যুবদলের শেখ বাবু। জাফর আউলিয়া মসজিদের মুসুল্লিদের মধ্যে বক্তব্য রাখেন, ডাবলু হোসেন, মোঃ আতিয়ার রহমান প্রমুখ। বক্তারা আরো বলেন, বর্তমান নকশায় সড়কের বাঁক সরলিকরণ করা হলে আরও ঝুঁকিপূর্ণ দুটি বাঁকের সৃষ্টি হবে। এতে সরকারি হাসপাতাল ও ডিগ্রি মাদরাসার সামনে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অবিলম্বে নকশা পরিবর্তন করে সড়ক সোজা করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • ভারতের সাথে কূ-টনীতিক সম্পর্ক বি-চ্ছিন্নের দাবিতে নেছারাবাদে মশাল মিছিল ও পথসভা

    ভারতের সাথে কূ-টনীতিক সম্পর্ক বি-চ্ছিন্নের দাবিতে নেছারাবাদে মশাল মিছিল ও পথসভা

    নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

    ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের দাবিতে পিরোজপুরের নেছারাবাদে মশাল মিছিল ও পথসভা করেছে সাধারণ ছাত্র-জনতা।

    শুক্রবার সন্ধ্যার পর উপজেলা সড়ক থেকে একটি মশাল মিছিল বের হয়ে স্বরূপকাঠি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেছারাবাদ থানার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

    পথসভায় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী একটি ফ্যাসিস্টমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আজ ছাত্র-জনতা নতুন বাংলাদেশের প্রত্যাশায় রাজপথে নেমেছে। তারা অভিযোগ করেন, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মদদ দিয়ে আসছে।

    বক্তারা আরও দাবি করেন, ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের সঙ্গে জড়িত দোসররা বর্তমানে ভারতে অবস্থান করছে এবং শহীদ ওসমান হাদীর হত্যাকারীরাও সেখানে আশ্রয় নিয়েছে। এসব দোসর ও হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন রাখার দাবি জানান তারা।

    পথসভা থেকে ঘোষণা দেওয়া হয়, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।

    আনোয়ার হোসেন

    নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর ।।