Author: desk

  • জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান নির্বাচিত এস. এম. সাইফুল ইসলাম কবিরকে বিভিন্ন মহলের অ-ভিনন্দন

    জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান নির্বাচিত এস. এম. সাইফুল ইসলাম কবিরকে বিভিন্ন মহলের অ-ভিনন্দন

    স্টাফ রিপোর্টার :
    জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বরেণ্য সাংবাদিক, লেখক ও সংগঠক এস. এম. সাইফুল ইসলাম কবির–কে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
    অভিনন্দন জানানো সংগঠনগুলোর মধ্যে রয়েছে দেশের বিভিন্ন প্রেসক্লাব, সাংবাদিক সংগঠন, রিপোর্টার্স ইউনিটি, খুলনা আর্ট একাডেমি, কবি সংগঠন, কবিতা পরিষদ, বাংলাদেশ সাহিত্য পরিষদসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসব সংগঠনের চেয়ারম্যান, মহাসচিব ও নবনির্বাচিত নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে তাঁকে শুভেচ্ছা জানান।
    বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এস. এম. সাইফুল ইসলাম কবির দীর্ঘদিন ধরে সাহসী, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যম অঙ্গনে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। মফস্বল সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসনীয়। জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান হিসেবে তাঁর নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
    সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় তাঁর সক্রিয় অংশগ্রহণ নতুন প্রজন্মের লেখক, কবি ও সংস্কৃতিকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। কবিতা পরিষদ, বাংলাদেশ সাহিত্য পরিষদ ও খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে তাঁর ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।
    অভিনন্দন বার্তায় আরও উল্লেখ করা হয়, এস. এম. সাইফুল ইসলাম কবিরের নেতৃত্বে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং প্রশিক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম ও পেশাগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
    এদিকে শুভেচ্ছা ও অভিনন্দনের জবাবে এস. এম. সাইফুল ইসলাম কবির বলেন,
    “এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়বদ্ধতা। সাংবাদিকতার নৈতিকতা, স্বাধীনতা ও মফস্বল সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমি আপসহীন থাকবো। সকলের সহযোগিতায় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে চাই।”

  • তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক-জহির উদ্দিন স্বপন

    তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক-জহির উদ্দিন স্বপন

    কে এম সোয়েব জুয়েল।
    গৌরনদী প্রতিনিধি।
    বিএরপির চেয়ারপারর্সনের উপদেষ্ঠা ও বরিশাল-১ আসনের বিএনপির দলীয় মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছন, দেশনায়ক তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নিরলসভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আগামী ২৫ ডিসেম্বরের কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
    বিএরপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
    সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত প্রস্তুতি সভা উপজেলা বিএনপির আহŸায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে গৌরনদী ও আগৈলঝাড়ার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রস্তুতি সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    বক্তারা আগামী ২৫ ডিসেম্বরের কর্মসূচিকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মোনাজাত করা হয়।
    আধুনিক সভ্যতার প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম -স্বপন একই দিন রাতে বিএনপি মনোনিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন গৌরনদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন-আধুনিক সভ্যতার সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম। যেই ক্ষমতাবান ব্যক্তি গণমাধ্যমকে সহ্য করতে পারেনা, গণমাধ্যমকে সুযোগ দেয়না। বুঝতে হবে সেই ক্ষমতাবান ব্যক্তি জনগনের প্রতিনিধিত্ব করেনা। সে নির্বাচিত হোক কিংবা অনির্বাচিত হোক।
    প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীক প্রার্থীর লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ প্রমূখ।
    ছবিসহ
    বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী
    জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

    গৌরনদী প্রতিনিধি
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
    সোমবার বিকেলে গৌরনদী ও মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
    এসময় অন্যান্যদের মধ্যে বিএনপি’র আইন বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট একেএম রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    অপর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জহির উদ্দিন স্বপনের পক্ষে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সারোয়ার হোসেন মিয়া ও শাহ মোহাম্মদ বখতিয়ার এবং সহকারী এর্টানী জেনারেল কে এম রেজাউল ফিরোজ রিন্টু।
    বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পরেছে। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ মার্কাকে বিজয়ী করার অঙ্গীকার করেন।

  • নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের  বার্ষিক ফলাফল প্রকাশ ও আলোচনা  সভা অনুষ্ঠিত 

    নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও আলোচনা  সভা অনুষ্ঠিত 

    ষ্টাফ রির্পোটার: গতকাল  দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার আদর্শ রিচি গ্রামে সু প্রতিষ্ঠিত নূর মডেল কেজি এন্ড হাই স্কুল এর  প্রতি বছরের ন্যায় বার্ষিক  ফলাফল 

    প্রকাশ ও আলোচনান সভা অনুষ্ঠিত হয়েছে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সম্পাদক মোহাম্মদ নায়েব হোসাইন এর পরিচালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল মোছাব্বির এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  মো:ফজলুর রহমান

    হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা

    নূর মডেল কেজি এন্ড হাই স্কুল, বিশেষ অতিথি  ছিলেন ডা:মো:জিতু মিয়া সাধারণ সম্পাদক, হযরত শাহজালাল(র:)সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা, মো:গোলাম রব্বানী সহ-সভাপতি ম্যানেজিং কমিটি, 

    নূর মডেল কেজি এন্ড হাই স্কুল, মো:আমিনুল ইসলাম( আমীন) সভাপতি, রিচি(সাগর কোনা) পঞ্চায়েত কমিটি, আব্দুল মোতাকাব্বির রাজ্জাক, সাধারণ সম্পাদক 

    রিচি(ঈশান কোনা) পঞ্চায়েত কমিটি। কবীর আহমেদ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রিচি উচ্চ বিদ্যালয়, মো:রইছ আলী মেম্বার সাবেক আহ্বায়ক, ম্যানেজিং কমিটি, নূর মডেল কেজি এন্ড হাই স্কুল,হাজ্বী মো:মুকসুদ আলী,সভাপতি, হাজী ইনছান উল্লাহ শাহী জামে মসজিদ, শাহ্ মো:আব্দুস সালাম বৈশিষ্ট্য মুরুব্বি, মো:আব্দুল কাইয়ুম বৈশিষ্ট্য মুরুব্বি, মো: লুৎফর রহমান পুলিশ কর্মকর্তা(অব:)মো: আব্দুল হক, অবিভাবক প্রতিনিধি সদস্য, মো:নিয়ামত আলী, প্রাইম ব্যাংক এজেন্ট রিচি শাখা, মো:ফরিদ মিয়া বৈশিষ্ট্য মুরুব্বি, মো:টেনু মিয়া, শ্রমিক নেতা,আরিফুল ইসলাম রনি শিক্ষানবিশ আইনজীবী, মো:নজরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী 

    মো:মোসাইদ আলম,মোহাম্মদ মোহেদী হাসাইন (শাওন)এর কোরান তেলওয়াত এর মাধ্যমে শুরু হয় বক্তারা বলেন : অল্প দিনে ইতি মধ্যে পড়ালেখায় রিচি গ্রাম ও এলাকায় যে ভাবে  গুনগত মান বৃদ্ধি পেয়েছে তা বিরলত  পাশাপাশি অনেক বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত হয়েছে। আধুনিক মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নূর মডেল কেজি এন্ড হাই স্কুল সময়ের যুগে পড়ালেখার মান ভালো, আমরা আশা করি এর আলো সারা বিশ্বের ছরিয়ে যাবে, গরীব অসহায় ও শিশু:ইফা:শ্রেণির জন্য সম্পূর্ণ  ফ্রী ভাবে  পড়ানো হচ্ছে, এবং মেধাবী ও প্রতিবন্ধী দের জন্য বিশেষ ব্যবস্হা রয়েছে। যা  অতুলনীয় ভাবে উন্নয়নের সোহান হিসাবে দ্বারা বাহিক হিসাবে অব্যাহত থাকবে। পরে সকল শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ ও তবারক দেওয়া হয়।  উপস্থিত সকলেই  প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা  করেন ভবিষ্যৎতে এলাকায় বাসিরা  সকল দিকে সাবিক সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। 

    শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মোছা:লাকী আক্তার সহকারী প্রধান শিক্ষক, মোছা: ফুলবাবু আক্তার শিউলি,  মোছা:ফারজানা আক্তার মুন্নী, শিমলা আক্তার, স্বরুপা আক্তার, তানজিনা আক্তার, আরিফ উদ্দিন , সাদিয়া আক্তার, পপি আক্তার, সহ আরো  প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন,  নাত পরিবেশন করেন, মো:রায়হান উদ্দিন(ছোটন)

    মোনাজাত করেন মো:তারিফ এ রাব্বানী।

  • ১৫ বছরে পদার্পণ করল সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকা

    ১৫ বছরে পদার্পণ করল সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধায় পালিত হলো’ আমরা সত্যের অংশীদার’ শ্লোগান সম্বিলিত নিয়মিত পত্রিকা সাপ্তাহিক পলাশবাড়ী’র ১৫ তম জন্মদিন। ১৫ তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কর্তন, প্রার্থনা ও দোয়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক উত্তম কর্মকারের সভাপতিত্বে কেক কর্তন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শামিমুল হক শাহীন, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দ, সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক হারুন উর- রশিদ বাদল, সাপ্তাহিক গাইবান্ধার বুক এর সম্পাদক সামছুজোহা, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন কাশেম, শামীম রেজা, বিমল চন্দ্র, জাহিদ হোসেন জিমু, কার্তিক চন্দ্র, ময়নুল ইসলাম, আতিকুর রহমান, জাকিরুল ইসলাম, আব্দুল হাই, ইসমাইল হোসেন সিরাজি, লিটন মিয়া লাকু, দিশা আক্তার, খাইরুল ইসলাম, এস এস মিঠু, আনোয়ার হোসেন মাসুদসহ উৎপল কর্মকার প্রমুখ।

  • পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে পেঁয়াজ চাষ সম্প্রসারণে গোলটেবিল বৈঠক অ-নুষ্ঠিত

    পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে পেঁয়াজ চাষ সম্প্রসারণে গোলটেবিল বৈঠক অ-নুষ্ঠিত

    এম এ আলিম রিপন : গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষ প্রকল্পের আওতায় উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন, কৃষি অধিদপ্তর, পরিবেশ অধিকারও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।পাবনা প্রতিশ্রুতির বাস্তবায়নে, ইফাদ ও ডেনমার্ক এম্বাসির অর্থায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপ পরিচালকের কার্যালয়ে এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।পাবনা প্রতিশ্রুতির সভাপতি আব্দুল মতীন খানের সভাপতিত্বে ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষিবিদ রাফিউল ইসলাম ।এর আগে গোল টেবিল বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পাবনা প্রতিশ্রুতির পরিচালক ও ফোকাল পার্সন ( আর এম টি পি) মোঃ মনির হোসেন ।বৈঠকে সুজানগর ও সঁাথিয়া উপজেলার কৃষক-কৃষাণীসহ বিভিন্ন পর্যায়ের ৫০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।

    এম এ আলিম রিপন।।

  • পাবনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিবের মনোনয়ন ফরম উ-ত্তোলন

    পাবনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিবের মনোনয়ন ফরম উ-ত্তোলন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৯পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের নিকট থেকে পাবনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার সাগর আহমেদ, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল গনি ফকির, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, আজকের দিনটি আমার জন্য একটি পবিত্র দিন। এই নির্বাচনী ট্রেনের প্রথম পদক্ষেপ হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম শুরু হলো। ধানের শীষ প্রতীকে মনোনয়ন তুলতে পেরে আমি গর্বিত। তিনি আরও বলেন, এই আসনে অন্যান্য দল কিংবা স্বতন্ত্র প্রার্থী থাকতেই পারে, এতে কোনো সমস্যা নেই। এটি প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাবনা-২ নির্বাচনী এলাকার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ধানের শীষ ছাড়া অন্য কাউকে বেছে নেওয়ার সম্ভাবনা খুবই কম। ভোটের বিষয়ে তিনি বলেন, মানুষের ভোটের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই হয়তো মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেটি স্বাভাবিক। তবে দলের হাইকমান্ড বিচার-বিশ্লেষণ ও তদন্ত করে একজনকেই মনোনয়ন দিয়েছে। এখন সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চঁাদাবাজি নির্মূলে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুর রহমান সমেজ, সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল, বেড়া সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা কিরণ মির্জা,সুজানগর উপজেলা বিএনপি নেতা ডাঃ আব্দুস সালাম, আব্দুল হাই,হাবিবুর রহমান মাস্টার, আব্দুস সালাম মোল্লা, হারুন মন্ডল,উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মোল্লা, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা তঁাতীদল নেতা আসাদুজ্জামান রোকন, বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রাজ্জাক ফকির,বেড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নুর শরীফ,সদস্য সচিব মেহেদী মান্নান, সুজানগর পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান,পাবনা জেলা ছাত্রদলের সহ সভাপতি শাকিবুল ইসলাম সনি, সুজানগর উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম ও শেখ রুবেলসহ সুজানগর ও বেড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নলছিটিতে কৃষকলীগ ও যুবলীগের দুই নেতা গ্রে-ফতার

    নলছিটিতে কৃষকলীগ ও যুবলীগের দুই নেতা গ্রে-ফতার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে ঝালকাঠির নলছিটিতে বাবা- ছেলে কৃষকলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২২ ডিসেম্বর সোমবার ভোর রাতে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
    গ্রেফতাররা হলেন, সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাক সরদার ও তার ছেলে একই ইউনিয়নের
    ৩ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল সরদার।
    নলছিটি থানার ওসি আরিফুল আলম এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঝালকাঠি সদর থানার একটি মামলায় ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

  • রাজশাহী-১ আসনে হা-জারো নেতাকর্মী নিয়ে শরিফ উদ্দিনের মনোনয়নপত্র উত্তোলন

    রাজশাহী-১ আসনে হা-জারো নেতাকর্মী নিয়ে শরিফ উদ্দিনের মনোনয়নপত্র উত্তোলন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন হাজারো নেতা ও কর্মীসমর্থকদের নিয়ে দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেছেন।২০২৬ সালের ১২ ফেব্ররুয়ারী ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩ নভেম্বর তাকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়া হয়। সোমবার (২২ ডিসেম্বর) দেশ জাতির জন্য দোয়া করে মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন গোদাগাড়ী-তানোরের হাজারো নেতা ও কর্মীসমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।
    এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে শরীফ উদ্দীন বলেন, যদি এ আসনে ধানের শীষের বিজয় হয় তাহলে তিনি গোদাগাড়ী-তানোর আসনের জনগণের জন্য মাদক মুক্ত পরিবেশ, সন্ত্রাস মুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত পরিবেশ বজায়,পদ্মা নদীর বাঁধ পূর্ণ নির্মাণ ও বেকারত্ব সমস্যা দূর করতে শিল্প কারখানা নির্মাণ করবেন।এছাড়াও গোদাগাড়ী-তানোর আসনের জনগণের জীবন- মানন্নোয়নের জন্য যা যা করা প্রয়োজন তা করবেন। এছাড়াও সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে ইনশাল্লাহ।
    এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদস্য আহ্বায়ক কমিটি রাজশাহী জেলা বিএনপি সদর উদ্দিন,
    সভাপতি গোদাগাড়ী উপজেলা বিএনপি আব্দুস সালাম শাওয়াল,
    সাবেক মেয়র গোদাগাড়ী পৌরসভা আনারুল ইসলাম,সাবেক আহ্বায়ক গোদাগাড়ী উপজেলা বিএনপি আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক জেলা যুবদল অরণ্য কুসুম, তানোর বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,তানোর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান,জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল,ডাঃ মিজানুর রহমান, দেওপাড়া ইউপি বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক গোদাগাড়ী উপজেলা ছাত্রদল শেখ ফরিদ, সদস্য সচিব গোদাগাড়ী উপজেলা ছাত্রদল কাওসার আহমেদ, সদস্য গোদাগাড়ী উপজেলা যুবদল টনি সরকার, সম্পাদক মাটিকাটা ইউনিয়ন ছাত্রদল মানিক,তানোর ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন ও রঞ্জু আহমেদপ্রমুখ।এছাড়াও তানোর ও গোদাগাড়ী উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মীসমর্থকগণ উপস্থিত ছিলেন।#

  • পাইকগাছায় মাঠ জুড়ে হলুদ ফুলের স-মারোহ

    পাইকগাছায় মাঠ জুড়ে হলুদ ফুলের স-মারোহ

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)
    প্রকাশ ঘোষ বিধান; খুলনার পাইকগাছায় অনুকূল আবহাওয়ায় বিস্তীর্ণ সরিষার ক্ষেত হলুদ ফুলে ভরে গেছে। যা কৃষক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস তৈরি করেছে। মৌমাছিরা ক্ষেতের হলুদ ফুলে মধু আহরণে ব্যস্ত। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ দেখে চোখ জুড়ে যায়। ক্ষেতের পর ক্ষেতে তরতাজা সবুজ সরিষা গাছাগুলোতে হলুদ ফুলে ফুলে ভরে উঠায় কৃষককের মুখে হাসি ফুটেছে। এই মনোরম দৃশ্যে অনেক তরুণ-তরুণী ছবি তুলতে ভিড় করছেন, যা এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
    কোন বৃস্টি ও ঘন কুয়াশা না পড়ায় সরিষা চাষের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ দেখে চোখ জুড়ে যায়। ক্ষেতের পর ক্ষেতে তরতাজা সবুজ সরিষা গাছাগুলোতে হলুদ ফুলে ফুলে ভরে উঠায় কৃষককের মুখে হাসি ফুটেছে। পাইকগাছা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে বিনা চাষে সাথী ফসল হিসাবে ৬৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। কৃষি অফিস থেকে বিনামূল্যে কৃষকদের সরিষার বীজ ও সার দেওয়ায় সরিষার আবাদ বেড়েছে। তবে সময় মত মাটিতে জো না আসায় সরিষার আবাদ কিছুটা দেরি শুরু হয়েছে। উপকূলের লবনাক্ত এলাকা চাষাবাদ অনেকটা প্রকৃতি ও আবহাওয়ার উপর নির্ভর করে। অন্য এলাকায় আগাম মাটিতে জো আসলেও উপকূল এলাকার নিঁচু মাটিতে জো আসতে দেরি হয়। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সরিষার চাষের উপযোগী ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী,কপিলমুনি ও রাড়ুলি সরিষার আবাদ হয়। আর চাঁদখালী, গড়ইখালী ও দেলুটিতে উচু এলাকার সামান্য জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা বারি সরিষা ১৪, ১৮ বিনা-৯ ও স্থানিয় জাতের সরিষা আবাদ করেছে। উপকূলীয় উর্বর জমিতে এ বছর আশানারুপ সরিষা উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছে।
    উপজেলার গোপালপুর গ্রামে সরিষা চাষী আব্দুস সামাদ, আনছার আলী, হিতামপুর ব্লকের জিয়া সরদার জানান, তাদের ক্ষেতের আবাদকৃত সরিষা ভালো হয়েছে।
    এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, ধান কাটতে দেরি হওয়ায় সরিষা আবাদ করতে কিছুটা দেরি হয়েছে। কৃষকরা যদি আগাম জাতের ধান চাষ করে তাহলে ধান কাঁটার পর সময়মত সরিষা চাষ করতে পারবে। তাছাড়া উপকূল এলাকার নিচু জমিতে জো আসে দেরিতে সে জন্য সরিসার বীজবপন করতে দেরি হয়। এবছর উপজেলায় সরিষার আবাদ ভালো হয়েছে। প্রাকৃতিক কোন বিপর্যয়ের সৃষ্টি না হলে সরিষার আশানুরুপ ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    প্রেরক
    ইমদাদুল হক
    পাইকগাছা খুলনা।

  • বানারীপাড়ায় প্র-তিবন্ধী ব্যক্তির অধিকার ও সু-রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় প্র-তিবন্ধী ব্যক্তির অধিকার ও সু-রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

    বানারীপাড়া প্রতিনিধি :
    বরিশালের বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বানারীপাড়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।
    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. ফাহিম আরিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগপতি রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন, সাংবাদিক ইলিয়াস শেখ, সাইফুল ইসলাম মিয়াসহ প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
    সভায় সমাজসেবা কর্মকর্তার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। তিনি বলেন,
    “প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখলে তাদের মানসিক শক্তি বৃদ্ধি পায়। এতে জ্ঞান ও দক্ষতা বিকাশের মাধ্যমে তারা নিজেদের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”
    এসময় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

    মোঃ সাব্বির হোসেন।।