Author: desk

  • নেছারাবাদে নি-র্দোষ আওয়ামীলীগ সহ জনগণকে হ-য়রানি না করার দাবি বিএনপি নেতার

    নেছারাবাদে নি-র্দোষ আওয়ামীলীগ সহ জনগণকে হ-য়রানি না করার দাবি বিএনপি নেতার

    নেছারাবাদ সংবাদদাতা, (পিরোজপুর) প্রতিনিধি:

    নেছারাবাদ উপজেলায় নির্দোষ ও নিরপরাধ আওয়ামী লীগ সমর্থকসহ সাধারণ জনগণকে যেন কোনো ধরনের হয়রানি করা না হয়—এমন অনুরোধ জানিয়েছেন স্বরূপকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান।
    সোমবার দুপুরে নেছারাবাদে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। পিরোজপুর জেলা প্রশাসকের নেছারাবাদ সফর উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এতে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ–কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।
    মতবিনিময় সভায় বক্তব্যে মো. মইনুল হাসান বলেন, নেছারাবাদ উপজেলায় যেন কোনো নির্দোষ ও নিরীহ মানুষকে অকারণে হয়রানি করা না হয়। গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনৈতিক চাপ বন্ধ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের সঠিকভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন।
    তিনি আরও বলেন, বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনও এর আগে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একই ধরনের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ধর্মকে অপব্যবহার করে নেছারাবাদে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রোধে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
    মতবিনিময় সভায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন বক্তব্য ও মতামত শোনেন।

    আনোয়ার হোসেন।।

  • আশুলিয়ায় হাতী দিয়ে মানুষকে ভ-য়ভীতি দেখিয়ে চাঁ-দাবাজির অ-ভিযোগ

    আশুলিয়ায় হাতী দিয়ে মানুষকে ভ-য়ভীতি দেখিয়ে চাঁ-দাবাজির অ-ভিযোগ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় হাতি ব্যবহার করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

    সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া-শরীফ মার্কেট রোডসহ আশপাশের বিভিন্ন সড়কের দুই পাশে দোকানদার, ব্যবসায়ী ও পথচারীদের কাছে হাতি নিয়ে গিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হাতি নিয়ে এক ব্যক্তি রাস্তায় ঘোরাফেরা করে দোকান ও মানুষের সামনে হাতি দাঁড় করিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় চাঁদা আদায়ের চেষ্টা করা হলে কয়েকজন মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করেন। বিষয়টি টের পেয়ে হাতিসহ ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
    এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামীকছলীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতার প-দত্যাগ

    মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামীকছলীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতার প-দত্যাগ

    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ নেতা সংবাদ সম্মেলন করে দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করেছেন।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

    পদত্যাগকারী নেতারা হলেন মো. কাবুল শেখ- কৃষি বিষয়ক সম্পাদক, ইদ্রিস শেখ- শ্রম বিষয়ক সম্পাদক, মোঃ হাফিজুর রহমান- শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিকাশ সরকার- সহসভাপতি, পটু লস্কর-যুগ্ম সাধারণ সম্পাদক, নুর ইসলাম মোল্যা- সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ খান্দারপাড়া, মজিবুর রহমান চুন্নু- সভাপতি, নাসির শেখ- সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ খান্দারপাড়া, মোঃ মহিউদ্দীন খন্দকার আলো- সভাপতি, খন্দকার ইমাম হোসেন- সদস্য, নিরোদ বিশ্বাস- সদস্য, শুকুর খন্দকার- সদস্য ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ, খান্দারপাড়া, আজাদ শেখ- সভাপতি, রাসেল শেখ আদাড়ি- সদস্য খান্দারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে খন্দকার ইমাম হোসেন জানান, মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সংগে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই।

  • গোপালগঞ্জের ৩টি আসনে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ ২৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

    গোপালগঞ্জের ৩টি আসনে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ ২৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জের তিনটি (গোপালগঞ্জ -১, ২ ও ৩) আসন থেকে ২৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীও রয়েছেন।

    আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    এদিন তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের।

    এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এ নিয়ে জেলার তিনটি আসন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    গোপালগঞ্জ-১ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির সেলিমুজ্জামান সেলিম, এনসিপির প্রলয় কুমার পাল, স্বতন্ত্র এম আনিসুল ইসলাম ও মো. সুজাউদ্দিন অপু।

    গোপালগঞ্জ-২ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির ডা. কে এম বাবর, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আজমল হোসেন, সরদার, ইসলামী আন্দোলনের তসলিম হুসাইন শিকদার, গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্র হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান  কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, উৎপল বিশ্বাস ও শিপন ভূঁইয়া।

    গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির এস এম জিলানী, এনসিপির আরিফুল দাড়িয়া, জামায়াতে ইসলামীর অধ্যাপক এম এম রেজাউল করিম, গণঅধিকারের আবুল বশার, স্বতন্ত্র অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান ও মোহাম্মদ আনোয়ার হোসেন।

    উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে অংশ নিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অফিস চলাকালীন সময়ে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।

  • তারেক রহমানের প্র-ত্যাবর্তন উপলক্ষে পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছেন পাঁচ হাজার নেতাকর্মী

    তারেক রহমানের প্র-ত্যাবর্তন উপলক্ষে পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছেন পাঁচ হাজার নেতাকর্মী

     মো:বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উত্তরের জেলা পঞ্চগড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে পঞ্চগড় জেলা থেকে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

    জেলা সদরসহ তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে আগেভাগেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কেউ কেউ ইতোমধ্যে ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান নিচ্ছেন।

    দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির উদ্যোগে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রেনের চারটি স্পেশাল বগি ভাড়া করা হয়েছে। পাশাপাশি পাঁচটি বড় বাস ও শতাধিক মাইক্রোবাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। যাতায়াত নির্বিঘ্ন করতে পরিবহন ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

    জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, পঞ্চগড় জেলা থেকে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। যাওয়া-আসার জন্য পাঁচটি বড় বাস এবং ট্রেনের চারটি স্পেশাল বগি ভাড়া করা হয়েছে। শোভন ট্রেনের চারটি বগি আমরা সাত লাখ ৬০ হাজার টাকায় ভাড়া করেছি।

    তিনি আরও বলেন, এর বাইরে শতাধিক মাইক্রোবাস যাবে। অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে আগেভাগেই ঢাকায় চলে গেছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন আছেন, তারা সেখানে অবস্থান করছেন, আবার কেউ হোটেলে উঠেছেন। মানুষের মধ্যে যাওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

    তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের এই ব্যাপক সাড়া বিএনপির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

  • বেলকুচি’র ইউএনও আফরিন জাহানের শীত বস্ত্র বি-তরণ

    বেলকুচি’র ইউএনও আফরিন জাহানের শীত বস্ত্র বি-তরণ

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
    সিরাজগঞ্জের বেলকুচিতে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে।তাই রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে দু:স্থ,শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে হাজির হয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।গতকাল (২২ ডিসেম্বর সোমবার) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে
    শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।,উপজেলা নির্বাহী অফিসারের সাথে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

  • যোগদান করেই প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ে পরিদর্শনে  চুনারুঘাটের নবাগত পিআইও শহীদ উল্লাহ

    যোগদান করেই প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ে পরিদর্শনে চুনারুঘাটের নবাগত পিআইও শহীদ উল্লাহ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নতুন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসাবে মোহাম্মদ শহীদ উল্লাহ যোগদান করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সচ্ছতা যাচাই বাছাইয়ে নিয়মিত পরিদর্শন করে চলছেন।

    এর আগে তিনি ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার বদলী হওয়ায় ত্রিশালে
    উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ সাইফুল ইসলাম। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলায় কর্মরত ছিলেন।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ্ এর আগে বিগত ২০২২সালের এপ্রিল মাসের ২১ তারিখে ত্রিশাল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক উপজেলায় সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার গরীব মেধাবী ছাত্র-ছাত্রী ও হতদরিদ্রের পাশে দাঁড়িয়েছিলেন। প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করার সাথে সাথে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সাধারণ মানুষকে সেবা দিয়েছেন তিনি। স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে উন্নয়ন কর্মকান্ড গুলো নিয়মিত পরিদর্শন করে সমস্যাগুলো দ্রুত সময়ে সমাধান ও সততার গুণে ত্রিশালে ব্যাপক সুনাম কুড়িয়েছেন পিআইও শহীদ উল্লাহ।

    উপজেলার সচেতন নাগরিকদের প্রত্যাশা- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহ তাঁর কর্মদক্ষতা, সততা, আদর্শ ও সঠিক সিদ্ধান্তে উপজেলার সাধারণ মানুষের হয়ে কাজ করে চুনারুঘাট উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসাবে গড়ে তুলবেন। সকল ধরনের মানুষ খুব সহজেই তাঁর কাছে সমস্যার কথা বলতে পারাসহ অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবেন এবং একই সাথে উপজেলার সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার পাশাপাশি সাধারণ মানুষের জনভোগান্তি নিরসনের মাধ্যমে সেবার মান বাড়িয়ে তুলবেন।

    নবাগত পিআইও মোঃ শহীদ উল্লাহ এর চুনারুঘাট উপজেলায় যোগদানের পর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ কুশলাাদি বিনিময় করেন। পিআইও অফিসের অন্যান্য কর্মকর্তাগণও তাকে স্বাগত জানান।

    প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। সকলের সহযোগিতায় এ উপজেলাকে সমৃদ্ধ হিসাবে করতে কাজ করবো। একই সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়কে জনবান্ধব হিসেবে গড়ে তুলার সাথে-সাথে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের সমন্বিত প্রচেষ্টার গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

  • রুমা ও থানচি উপজেলা দু-র্গম এলাকায় শীতার্তদের পাশে সেনাবাহিনীর

    রুমা ও থানচি উপজেলা দু-র্গম এলাকায় শীতার্তদের পাশে সেনাবাহিনীর

    বান্দরবান (থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    পার্বত্য চট্টগ্রাম বান্দরবানের দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনী।
    শীতের তীব্রতায় কষ্টে থাকা দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে বান্দরবানের একটি প্রত্যন্ত এলাকায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    বিজয়ের মাসে পার্বত্য জেলা বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ১০টি পাড়ার অসহায় ও দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
    আজ ২৩ ডিসেম্বর ২০২৫,মঙ্গলবার সকালে স্থানীয় সেনা ক্যাম্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কম্বল, সোয়েটার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের বৃদ্ধ, নারী ও শিশুদের মধ্যে এসব শীতবস্ত্র দেওয়া হয়।
    এ সময় সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে। শীত মৌসুমে দুর্গম এলাকার মানুষ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
    বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতা পাড়ায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
    ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি ম্যাজেস্টিক টাইগার্স) এর উপ অধিনায়ক মেজর মোঃ আনোয়ারুল ইসলাম উপস্থিত হয়ে উক্ত পাড়াতে সকলের সাথে কুশলাদি বিনিময় ও উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।
    এ সময় সাবজোন কমান্ডার, বাকলাইপাড়া সেনা সাবজোন, কে এম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আলীকদম ও সামরিক-বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    শীতবস্ত্র পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন,
    সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতের সময়ে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসে।
    “সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগিতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে সুন্দর ভাবে জীবনযাপন করছি। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
    পাড়া পরিদর্শনকালে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইন শা আল্লাহ। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।  
    উপ অধিনায়ক আরও বলেন, পাহাড়ের শান্তি বিনষ্টকারী কোন দল কিংবা গোষ্ঠীর পাহাড়ে কোন স্থান নেই। পাহাড়ে যে কোন ধরণের অন্যায় প্রতিহত ও নির্মূল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত। যে কোন ধরণের চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি, লুটতরাজ ইত্যাদি নির্মূলকল্পে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপ অধিনায়ক পাহাড়ি জনগোষ্ঠীকে আহবান জানান। এবং ভবিষ্যতেও দেশের বিভিন্ন দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদের মনোনয়ন উত্তোলন

    দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদের মনোনয়ন উত্তোলন

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

    সোমবার বিকেল ৫টায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সহধর্মিনী ডা. শরিফা করিম স্বর্ণা।

    এ সময় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মা-সিক সভা অনুষ্ঠিত

    চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মা-সিক সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, নৌ-পুলিশ ফাঁড়ির প্রতিনিধি এস আই এনামুল হক, বিজিবির প্রতিনিধি নায়েক সুবেদার মাকসুদুর রহমান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা প্রমুখ।

    সভায়, মাদক, চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজি, যানজট, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।