Author: desk

  • ব্যক্তিগত কারণে বিএনপির সকল কার্যক্রম থেকে অ -ব্যাহতি নিলেন মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার

    ব্যক্তিগত কারণে বিএনপির সকল কার্যক্রম থেকে অ -ব্যাহতি নিলেন মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার

    নেছারাবাদ সংবাদদাতা, (পিরোজপুর)

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের সঙ্গে দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক পথচলার ইতি টানলেন নেছারাবাদের পরিচিত রাজনৈতিক নেতা মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
    মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
    আবেদনে মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার উল্লেখ করেন, বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি টানা ২৮ বছর ধরে দল ও বিভিন্ন অঙ্গসংগঠনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ১৭ বছরে তিনি একাধিক রাজনৈতিক মামলার আসামি হন এবং হামলা-মামলার শিকারও হয়েছেন বলে আবেদনে উল্লেখ করেন।
    ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে তিনি জানান, ২১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে তিনি বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করছেন।
    দলের বিভিন্ন পর্যায়ে তাঁর দায়িত্বের মধ্যে ছিল—
    যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি;
    আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল;
    যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল;
    সাধারণ সম্পাদক, ২নং সোহাগদল স্বেচ্ছাসেবক দল;
    সদস্য সচিব, নেছারাবাদ উপজেলা মৎস্যজীবী দল;
    সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ফোরাম (বরিশাল বিভাগ);
    এছাড়াও তিনি পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও চট্টগ্রাম দক্ষিণ মহানগর ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
    রাজনৈতিক অঙ্গনে তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নেছারাবাদ এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

    আনোয়ার হোসেন ।।

  • সারজিস আলমকে শো-কজ

    সারজিস আলমকে শো-কজ

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর আমিরের একটি জনসভাকে কেন্দ্র করে আচরণবিধি অমান্য করে প্রচারণা চালিয়েছেন সারজিস আলম। অভিযোগগুলো হলো:

    অবৈধ তোরণ নির্মাণ: নিয়মবহির্ভূতভাবে জনসভার জন্য বিশাল তোরণ নির্মাণ করা।

    অতিরিক্ত বিলবোর্ড ও ব্যানার: নির্বাচনী প্রচারণার নির্ধারিত সীমার বাইরে গিয়ে যত্রতত্র বিলবোর্ড এবং বড় আকারের ব্যানার স্থাপন করা।

    পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্দিষ্ট মাপের পোস্টার এবং ব্যানার ব্যবহারের নিয়ম থাকলেও সারজিস আলমের পক্ষ থেকে তা লঙ্ঘন করা হয়েছে। এরই প্রেক্ষিতে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

    সারজিস আলম বা তাঁর নির্বাচনী প্রচার টিমের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় এনসিপি ও জোটের নেতাকর্মীদের দাবি, এটি জনসভার সাজসজ্জার অংশ ছিল, সরাসরি নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নয়।

  • ভোটাধিকার পু-নরুদ্ধারে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, রায়গঞ্জে বিএনপির নারী সমাবেশ

    ভোটাধিকার পু-নরুদ্ধারে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, রায়গঞ্জে বিএনপির নারী সমাবেশ

    সিরাজগঞ্জ প্রতিনিধি:

    আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির আয়োজনে নারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার সকালে চান্দাইকোনা সমন্বয় কেজি স্কুল মাঠ চত্বরে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে সভাপতিত্ব করেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মোমিন সরকার।

    চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সিরাজগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ভিপি আয়নুল হক।

    প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে নারী ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, জার্মান বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন সোহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    সমাবেশে নারী নেত্রী ও কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।#

  • ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হা-মলা ও প্র-চারণায় বাধার অ-ভিযোগ

    ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হা-মলা ও প্র-চারণায় বাধার অ-ভিযোগ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের কর্মী-সমর্থকদের ওপর হামলা, হুমকি এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১১টায় ভালুকা পৌর এলাকার ‘হরিণ’ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব
    মোহাম্মদ মোর্শেদ আলম।

    সংবাদ সম্মেলনে মোর্শেদ আলম জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হরিণ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২২ জানুয়ারি থেকে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই ধানের শীষের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কর্মী-সমর্থকরা তাঁর কর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকায় তাঁর নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে হেনস্তা করা হয়।

    এ ছাড়া ৪নং ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে তাঁর কর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উথুরা ইউনিয়নের হাতিবের ভাঙার ভিটা এলাকা এবং রাজৈ ইউনিয়নের মাঠের ঘাট এলাকাতেও তাঁর কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

    তিনি দাবি করেন, হাসপাতালে চিকিৎসাধীন এক আহত কর্মীকে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করা হয় এবং পরে তাঁকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

    আলহাজ্ব মোর্শেদ আলম আরো বলেন,শুক্রবার সন্ধ্যায় ধীতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রতীকের সমর্থকের ২০/২৫ জনের একটি দল রামদা, কুড়াল, লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে হরিণ প্রতীকের অফিস ভাংচুর করে নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকি দেন। তাদের হামলা ও মারধরে আমার কয়েকজন কর্মী আহত হয়েছেন।

    অভিযোগ উঠেছে- ভালুকা উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী নাইমুল হাসান নাঈমকে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম এর পক্ষে কথা বলার কারণে মারধর করেছে বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকরা। উপজেলার ধীতপুর ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী সাজল এর ছেলেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তার উপর মব সৃস্টি করে তাকে মারধর করা হয়েছে বলে জানিয়ে তিনি জানান সাজল তার ছেকে উদ্ধার করতে গেলে তাকেও পিঠিয়ে আহত করা হয়। এছাড়াও মল্লিকবাড়ী ইউনিয়নের ৬নং ওয়াডের নয়নপুরে মহিলা কর্মীরা স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের প্রচারণায় গেলে বাচ্চু সমর্থকরা মহিলাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করে, ১১ নং রাজৈ,ইউনিয়ন রাজৈ নদীর পাড়ের,নাজমুল হককে মারাত্মক ভাবে,যখম,করে ফখরউদ্দিন বাচ্চুর লোকজন।

    সুত্র জানিয়েছে স্বতন্ত্রের পক্ষে কাজ করার অপরাধে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়ে ধীতপুর ইউনিয়নের ছাত্রদলের সক্রিয় কর্মী নাইম। সংবাদ সম্মেলনে এসব হামলায় জড়িতদের দৃষ্টান্ত মোলক শাস্তির দাবী করেন তিনি।

    সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে তাঁর কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও অটোরিকশা বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মোর্শেদ আলম বলেন, ‘এই পরিস্থিতিতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী উন্মুক্ত থাকলে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে না।’তিনি সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে- হামলা ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তেরী করতে প্রশাসনের প্রতি আহবান জানান।

    নেতাকর্মীরা জানান- বিগত ১৭ বছর দলীয় নেতাকর্মীদের উপর জুলুম-অত্যাচারের প্রতিবাদে ভালুকা উপজেলা বিএনপি আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম এর নেতৃত্ব প্রতিটি আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলো,আজ যখন সুদিন এসেছে তখন সুবিধাবাধীদের দলে স্থান করে দিয়ে ত্যাগীদের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। তারা জানান- যত নির্যাতন-হামলা-মামলাই হউক ত্যাগী ও কর্মীবান্ধব নেতা আলহাজ্ব মোর্শেদ আলম এর বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে ঐক্যবদ্ধ আছেন এবং থাকবেন।

  • গোপালগঞ্জ-২ আসনে টেলিফোন প্রতীক পেয়ে নির্বাচনী জনসভা শুরু করলেন-প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল

    গোপালগঞ্জ-২ আসনে টেলিফোন প্রতীক পেয়ে নির্বাচনী জনসভা শুরু করলেন-প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে ২১৬ গোপালগঞ্জ -২ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল গত ২১ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে টেলিফোন প্রতীক হাতে পেয়ে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নিজ গ্রামে বিশাল সমাবেশের মধ্যদিয়ে তার নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মোল্লা।

    অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর টেলিফোন প্রতীকে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের প্রয়াত এবং জীবিত সকল কৃতি সন্তান ও গুণীজনদের নাম গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে বলেন, আপনাদের দোয়া ও সমর্থন পেয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছি। আপনারা পাশে থাকলে আমি গুলিকেও ভয় পাই না। আমি আপনাদেরই সন্তান। আমি ওয়াদা করছি সুখে- দুঃখে সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমি অন্যায় ভাবে জেল খেটেছি তাতেও আমার কোন দুঃখ নেই। আমি কোন হিংসা রাজনীতি পছন্দ করি না। আমি সকলকে সাথে নিয়ে গোপালগঞ্জকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। যেখানে থাকবে না কোন চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়ম ও সজন প্রীতি। বেকারদের জন্য পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। আপনারা সবাই টেলিফোন মার্কায় ভোট চাইবেন, আপনারা ভয় পাবেন না। প্রশাসন সব সময় নিরপেক্ষ থাকবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে, আপনারা সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। তিনি দলীয় কর্মী-সমর্থক ছাড়াও সকলের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে প্রতিপালনের বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরিশেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে টেলিফোন প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সমাবেশে আগত সাধারণ জনগণ।

    এ সময় নওশের মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, জাকির হোসেন ভূঁইয়া, ইউপি সদস্য হান্নান শেখ, শেখ সাহাবুদ্দিন ভূঁইয়া, ফি এম রাজু কামাল, মোঃ নজরুল মোল্লা, মোঃ কাউছার ভূঁইয়া, আকু মোল্লা সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬ সহস্রাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলনের পদ ছাড়লেন সাংবাদিক ইমরান শেখ

    পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলনের পদ ছাড়লেন সাংবাদিক ইমরান শেখ

    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    সাংবাদিকতায় নিরপেক্ষতা ও পেশাগত বিশ্বাসযোগ্যতা বজায় রাখার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ, টুঙ্গিপাড়া উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারির পদ থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) পদত্যাগ করেছেন টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমরান শেখ।

    লিখিত এক বিবৃতিতে তিনি জানান, সাংবাদিক হিসেবে নির্দলীয় ও নিরপেক্ষ থাকা তার মৌলিক দায়িত্ব। সেই বিবেচনা থেকেই তিনি উক্ত রাজনৈতিক দলের সব ধরনের পদ ও দায়িত্ব থেকে চিরদিনের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, দেশের প্রচলিত আইন, সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ডের প্রতি সম্মান রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    সাংবাদিক মো. ইমরান শেখ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের বাসিন্দা। তিনি পাটগাতী গ্রামের প্রয়াত আবু মুসা শেখের ছেলে। সাংবাদিক মোঃ ইমরান শেখ দীর্ঘদিন ধরে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রয়েছেন।

  • অপরিকল্পিত নগরায়ণে হু-মকিতে কুমিল্লা সচেতনতা থেকে সমন্বিত উদ্যোগের আহ্বান

    অপরিকল্পিত নগরায়ণে হু-মকিতে কুমিল্লা সচেতনতা থেকে সমন্বিত উদ্যোগের আহ্বান

    তরিকুল ইসলাম, তরুণ
    “অপরিকল্পিত নগরায়ণ; হুমকিতে কুমিল্লা—সচেতনতা থেকে সমন্বিত উদ্যোগ” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অ্যালায়েন্স ফর কেয়ার এন্ড ইকুইটি (এইস)-এর আয়োজনে নগরীর চকবাজারের একটি কনফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুমিল্লার নগর সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, কঠোর নীতি বাস্তবায়ন এবং নাগরিক অংশগ্রহণ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
    বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ কেবল অবকাঠামোগত সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, পরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনমানের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই সংকট মোকাবিলায় একক কোনো উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সরকার, স্থানীয় প্রশাসন, নগর পরিকল্পনাবিদ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টা।
    গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বাপা’র কেন্দ্রীয় সদস্য ডা. মোসলেহ উদ্দিন। তিনি বলেন, দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণের ফলে কুমিল্লায় যত্রতত্র ভবন নির্মাণ, খাল ও জলাধার ভরাট, জলাবদ্ধতা, তীব্র যানজট, সবুজ উন্মুক্ত স্থান হ্রাস এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর অস্তিত্ব মারাত্মক ঝুঁকিতে পড়ছে। এসব সমস্যা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত এবং নগর ব্যবস্থাপনার কাঠামোগত দুর্বলতারই প্রতিফলন।
    বৈঠকে অংশগ্রহণকারী বিশিষ্টজনেরা কুমিল্লার জন্য একটি হালনাগাদ ও সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন, খাল ও জলাধার সংরক্ষণে জিরো টলারেন্স নীতি, আধুনিক ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা, গণপরিবহন ব্যবস্থা চালু এবং নগর ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।
    এইস-এর প্রধান নির্বাহী পরিচালক সুমাইয়া বিনতে হোসাইনী বলেন, “এই গোলটেবিল বৈঠকের উদ্দেশ্য কেবল সমস্যা চিহ্নিত করা নয়; বরং বাস্তবসম্মত সমাধান ও নীতিগত দিকনির্দেশনা নির্ধারণের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের ভিত্তি তৈরি করা। আলোচনায় উত্থাপিত সুপারিশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।”
    গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল করীম, বার্ড-এর পরিচালক ফৌজিয়া নাসরিন সুলতানা, শিশু বিশেষজ্ঞ ও বিএমএ (কুমিল্লা)-এর সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার, বাপা (কুমিল্লা জেলা)-এর সভাপতি বদরুল হুদা জেনু ও সাধারণ সম্পাদক এবং কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ মো. হুমায়ূন কবীর মাসউদ, সান মেডিকেল সার্ভিসেসের চেয়ারম্যান ডা. আব্দুল লতিফ, সুজন (কুমিল্লা জেলা)-এর সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর ও সাধারণ সম্পাদক আলী আহসান টিটু, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও এখন টিভির ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাষক শামীম আহমেদ, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জিয়া উদ্দিন, বাসস-এর বিশেষ প্রতিনিধি হাসান কামরুল, সোহানুর রহমান সোহাগ, আব্দুর রহিম, হাসান মাহমুদ তারেক, সাইফুল ইসলাম সাইফ, শফিকুল ইসলামসহ আরও অনেকে।
    বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কুমিল্লাকে একটি বাসযোগ্য, নিরাপদ ও টেকসই নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।

  • সুন্দরগঞ্জে ব্যারিস্টার শামীম আওয়ামী লীগকে অভ-য় দিয়ে ভোট প্রার্থনা

    সুন্দরগঞ্জে ব্যারিস্টার শামীম আওয়ামী লীগকে অভ-য় দিয়ে ভোট প্রার্থনা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    ২৯ গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ ও জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নির্বাচনী বক্তব্য বলেন, “আমি আগে ২ বার সংসদ সদস্য ছিলাম। সংসদে কিভাবে কাজ করতে হয়, সেটা আমি জানি। ৭১ বিধি, ৪১ বিধি, ৪২ বিধি, সিদ্ধান্ত প্রস্তাব, সরকারি বিল, বেসরকারি বিল, সংশোধনী, জনমত যাচাই, এগুলো আমার মুখস্থ। আমাকে এমপি বানানো মানে, প্রথম অধিবেশনের প্রথম দিনেই আমি ফাটাই দেব।”

    বৃহস্পতিবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বড়ুয়ার হাটে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। পতনের পর তাদের অনেকেই পালিয়ে গেছে। তাদের লক্ষ লক্ষ, কোটি কোটি সমর্থক বাংলাদেশে রয়ে গেছে। তারা বাংলাদেশের নাগরিক। কেউ অন্যায় করে থাকলে অবশ্যই তার বিচার হবে, কিন্তু এখন তাদেরকে প্রচন্ড চাপের ওপর রাখা হয়েছে। তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়না। আমি যদি এমপি না হই, তাহলে তাদের ওপর আরও নির্যাতন চালানো হবে, জুলুম করা হবে।

    আরো বলেন, আমি ভয় পাই এই কারণে যে, আমি যদি এমপি না থাকি এবং অন্য কেউ এমপি হয়, তাহলে তারা এই অবস্থানে যেতে পারবে না। আমার একটা পজিশন আছে। আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা দিয়েই সুন্দরগঞ্জ চালাতে পারবো। অন্য কোনো এমপি হলে সুন্দরগঞ্জকে সেভাবে চালাতে পারবে না। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমার অভিজ্ঞতা, জ্ঞান, শক্তি ও প্রতিভা দিয়ে সুন্দরগঞ্জে উন্নয়নের জোয়ার সৃষ্টি করবো ইনশাল্লাহ।

    ব্যারিস্টার শামীম আরও বলেন, সুন্দরগঞ্জের মানুষের ভালবাসাতেই আমি দলের মহাসচিব হয়েছি। এখন কোনো কারণে যদি মহাসচিব হেরে যায়, তাহলে কি তার মানসম্মান থাকবে? সুন্দরগঞ্জের মানসম্মানই বা থাকবে কোথায়? আমি ছাড়া এই সুন্দরগঞ্জ থেকে আর কে মহাসচিব হতে পারবে? কোনো দলের মহাসচিব এই সুন্দরগঞ্জ থেকে হওয়ার সম্ভাবনাই নেই। আপনারা আমাকে একটু ভোট দিন। আপনাদের ভোট ও ভালবাসায় আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ। এই বিজয়ের কেতন হাতে নিয়ে সুন্দরগঞ্জে সুশাসন প্রতিষ্ঠা করবো।

    শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ্ব ওয়াহেদুজ্জামান সরকার বাদশা এবং উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনছার আলী সরদার। এসময় জাতীয় পার্টি ও তারপর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

  • ধোবাউরায় ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্র-শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    ধোবাউরায় ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্র-শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোটকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে উপহার দেওয়ার লক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত”হয়েছে।

    শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) নির্বাচনী প্রশিক্ষণ ইনষ্টিটিউট, ঢাকার সহযোগিতায়, সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ময়মনসিংহের আয়োজনে ধোবাউড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

    উক্ত কর্মশালায় সম্মানিত অতিথিবৃন্দ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানোর পাশাপাশি সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।

  • ঠাকুরগাঁওয়ে ২ ব্যাপী সরস্বতী পুজা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে ২ ব্যাপী সরস্বতী পুজা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় ২দিন ধরে সরস্বতী পুজা উৎসব অনুষ্ঠিত হয়।

    জানা যায় গত ২২ শে জানুয়ারী বৃহস্পতিবার রাত্রি জাগরণ ও ঘট স্থাপন গণপতি পুজা। পুজোর পরে নানা আয়োজনের মধ্যে দিয়ে যেমন -গীতা, কীর্ত্তন,নৃত্য আরতি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে রাত্রি জাগরণ হয়।পরদিন ২৩ শে জানুয়ারী ২০২৬ শুক্রবার ভোগ পূজা এবং পুজোর পরে খিচুড়ি ও প্রসাদ বিতরণ করা হয়।

    তবে পুরাণে দেবী সরস্বতীর পুজো উল্লেখ আছে প্রতিবছরের মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতীর পুজো করে হয়।উল্লেখ পাওয়া যায় এই দিন দেবী সরস্বতীর পুজো করলে বিদ্যা ও বুদ্ধি লাভ হয়।আর এ পুজায় সন্তুষ্ট হয়ে দেবী সরস্বতী ভক্ত কে আশীর্বাদ করেন।