Author: desk

  • মোরেলগঞ্জে লবণাক্ত জমিতেমিষ্টি কুমড়া চাষ করে কোটিপতি জলিল তালুকদার

    মোরেলগঞ্জে লবণাক্ত জমিতেমিষ্টি কুমড়া চাষ করে কোটিপতি জলিল তালুকদার

    শেখ সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে ভাষাদলগ্রামে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মুন্না ডেকরেটরের মালিক মো আব্দুল জলিল তালুকদার ডেকরেটরের ব্যবসার পাশা পাশি হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া,শসা, চাল কুমার করলা চাষ করে কোটিপতি হয়েছেন।ঘেরের ভেড়িতে মিষ্টি কুমড়ার স্বাদ বেশি। ফলে রাজধানী ঢাকার কাওরান বাজারসহ দেশের বিভিন্ন স্থানে মোরেলগঞ্জের মিষ্টি কুমড়া বাজারজাত করা হচ্ছে। তার দেখাদেখি আশপাশের ৩০ গ্রামের অনেক চাষি এগিয়ে এসেছেন। যত দূর চোখ যায় দিগন্ত জোড়া মাঠে সবুজ হলুদের খেলা। মিষ্টি কুমড়া ফুলের সমারোহ আর বড় জাতের মিষ্টি কুমড়ার ফলন মন কারে যে কোন দর্শনার্থীর। এক থেকে পঁচিশ কেজি ওজনের কয়েক হাজার টন মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে এই উপজেলায়। যার আনুমানিক বাজার মূল্য দুই থেকে তিন কোটি টাকা।

    খেতেই কুমড়ার কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। প্রতিটি কুমড়া ওজন ভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে মৎস্য ঘেরের ভেড়িতে পুরো গ্রামজুড়ে মিষ্টি কুমড়ার মাঁচা। সবুজ পাতায় ঘেরা এই মাঁচার নিচে ঝুলছে মিষ্টি কুমড়া।

    কৃষকরা মাঁচা থেকে মিষ্টি কুমড়া সংগ্রহ করছেন। শুধু তাই নয়, স্থানীয় চাহিদা মিটিয়ে এই গ্রামের মিষ্টি কুমড়া পাইকারদের হাত ধরে চলে যাচ্ছে সারা দেশে।

    গ্রামটির মিষ্টি কুমড়া সারাদেশে বেশ চাহিদা রয়েছে। মৌসুমে উপজেলায় প্রায় কোটি টাকার শীতকালীন আগাম সবজি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে।

    সবজি উৎপাদনে নতুন প্রযুক্তি ব্যবহারে সফলতা পেয়েছে বলে মনে করছে কৃষক ও কৃষি বিভাগ। ফলে ভালো উৎপাদনের পাশাপাশি মোরেলগঞ্জে গড়ে উঠেছে সবজির বাজার। সারা বছরই মোরেলগঞ্জে সবজির আবাদ হয়।

    ফড়িয়া ও পাইকারি ব্যবসায়ীরা ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে এসে দরদাম করে ট্রাকযোগে তা নিয়ে যাচ্ছে। বাগেরহাট রিপোর্টার্স ইউনিটি সভাপতি এস.এম. সাইফুল ইসলাম কবির বলেন, কৃষককে সার, বীজ ও প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করে কৃষি বিভাগ। বিভিন্ন সীড কোম্পানি পক্ষ থেকে মাঝে মধ্যে সার ও বীজ দিয়ে গরীব কৃষকদের সহযোগিতা করতে হবে।জেলার প্রান্তিক কৃষকদের সহজ শর্তে কৃষি ঋনের পাশাপাশি আরও প্রশিক্ষন ও উপযুক্ত পরিবেশ সৃস্টি করা গেলে বাগেরহাটেরর ফসলী জমি ভরে উঠবে সবুজ মিস্টি কুমরার সমারোহে এমনটাই দাবী এ অঞ্চলের কৃষকদের।

    মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, মৎস্য ঘেরের ভেড়িতে মিষ্টি কুমড়া চাষে উপকরণ সহায়তা প্রদান শীর্ষক উপপ্রকল্পের আওতায় ২শ জন চাষি ২০৫ হেক্টর জমিতে কুমড়া চাষ করেছে। তাদের বীজ, রাসায়নিক সার প্রদানসহ পোকামাকড় দমনে নানা উপকরণ সহায়তা করা হয়েছে।

  • আশুলিয়ায় যৌথ বাহিনীর অ-ভিযান ৯ লক্ষাধিক টাকাসহ ২৯ জু-য়ারিকে আ-টক

    আশুলিয়ায় যৌথ বাহিনীর অ-ভিযান ৯ লক্ষাধিক টাকাসহ ২৯ জু-য়ারিকে আ-টক

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯ লক্ষাধিক নগদ টাকা ও জুয়ার তাস এবং অন্যান্য আলামতসহ ২৯ জন পেশাদার জুয়াড়িকে হাতেনাতে আটক করেছেন।

    গত বৃহস্পতিবার ০২/১০/২০২৫ইং গভীর রাতে আশুলিয়া থানার এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করেন।

    গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বগাবাড়ী বাজারের শফিকুল ইসলামের মালিকানাধীন ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর বসে আসছিল।

    অভিযানে অংশ নেওয়া পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার দিকে অভিযানে গেলে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে ২৯ জনকে আটক করা হয়। আসামিদের মধ্যে কয়েকজন পালানোর সময় পড়ে গিয়ে আহত হয়, পরে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

    পুলিশ জানায়, জুয়ার আসর থেকে মোট ৯,০৬,৭৩০/- টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অর্থের মধ্যে ১০০০ টাকার নোট ৫২৬টি, ৫০০ টাকার নোট ৭৪৮টি, অন্যান্য মূল্যমানের নোটও উদ্ধার করা হয়েছে।

    এছাড়াও মোট ২৫ বান্ডেল তাস উদ্ধার করা হয়, প্রতিটি বান্ডেলে ৫২টি করে তাস ছিল।

    আটক কৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় গোপনে জুয়া পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, যৌথ বাহিনীর অভিযানে ২৯ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে প্রায় ৯ লক্ষাধিক টাকা জব্দ করা হয়, এ ধরনের অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।

  • নলছিটিতে কী-টনাশকে হাঁসের মৃ-ত্যুতে ভেঙে পড়েছে অ-সহায় পরিবার

    নলছিটিতে কী-টনাশকে হাঁসের মৃ-ত্যুতে ভেঙে পড়েছে অ-সহায় পরিবার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্য ভেরনবাড়িয়া গ্রামে কৃটনাশকের কারণে অসহায় এক পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মৃত মো: আক্কাস তালুকদারের একমাত্র ছেলে মো: রনি তালুকদার পড়াশোনার পাশাপাশি হাঁস-মুরগি পালন করে সংসারের খরচ চালাতেন।

    স্থানীয়রা জানান, কে বা কারা চাষের জমিতে জনসাধারণকে না জানিয়ে ক্ষতিকর কৃটনাশক প্রয়োগ করে। এতে পাশের পানিতে থাকা রনির পালিত হাঁসগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়। অল্প সময়ের মধ্যে তার ২৬ টি হাঁস মারা যায়।

    হঠাৎ এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে রনি তালুকদারের পরিবার। হাঁসগুলোই ছিল তাদের সংসারের একমাত্র ভরসা। হাঁস হারিয়ে পরিবারটি চরম সংকটে পড়েছে।

    এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে তারা এর সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • নাগেশ্বরীতে রায়গঞ্জ ইউপি চেয়ারম্যানের উপর হা-মলা ও ছু-রিকাঘাতের প্র-তিবাদে মানববন্ধন

    নাগেশ্বরীতে রায়গঞ্জ ইউপি চেয়ারম্যানের উপর হা-মলা ও ছু-রিকাঘাতের প্র-তিবাদে মানববন্ধন

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডলের উপর হামলা ও ছুরি দিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

    গত (৩অক্টোবর) শুক্রবার বেলা ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের রায়গঞ্জ বাজারে মানববন্ধনে সকল ইউপি সদস্য, ব্যবসায়ী ও ইউনিয়নের দুই শতাধিক সাধারণ মানুষসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা অংশ নেয়। এ সময় কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব সরকার, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক আহব্বায়ক আমজাদ হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সদস্য, ব্যবসায়ী এবং ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে।
    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদক ও অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাত আটটার দিকে রায়গঞ্জের চিহ্নিত একটি গ্রুপ চেয়ারম্যানের উপর হামলা চালায় এবং ছুরি দিয়ে আঘাত করে আহত করা হয়। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী করেন বক্তারা। তবে রাতের ওই ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।

  • রাঙ্গামাটি অ-নিয়মের কারণে মহাশ্মশান এর সভাপতি দিলীপ চন্দ্র সাহা’কে অ-বাঞ্চিত ঘো-ষণা

    রাঙ্গামাটি অ-নিয়মের কারণে মহাশ্মশান এর সভাপতি দিলীপ চন্দ্র সাহা’কে অ-বাঞ্চিত ঘো-ষণা

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান এর সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাত সহ নানাবিধ অনিয়মের বিরুদ্ধে জনবিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুক্রবার বিকেলে ওই শ্মশান ও মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়।

    রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান এর সকল ভক্তবৃন্দ ও ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ এ জনবিক্ষোভ ও সমাবেশের আয়োজন করেন।

    বিক্ষোভকারীরা দীর্ঘ প্রায় ২০/২২ বছর যাবৎ ওই শ্মশানের সভাপতি পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজারের স্থায়ী বাসিন্দা দিলীপ চন্দ্র সাহা সভাপতি পদটি আঁকড়ে ধরে অর্থ আত্মসাত বাণিজ্য সহ নানাবিধ অনিয়মের করে আসছেন বলে বিক্ষোভকারী আয়োজকরা দাবী করেন। এসময় তারা বলেন,ওই ধুরন্ধর সভাপতি শ্মশানের ৪ লাখ টাকার গাছ বিক্রি করে সে অর্থ আত্মসাত করেন। এছাড়াও যেসব লাশ দাহ করা হয়না সেসব লাশগুলো মঠে সমাধি বা কবরস্থ করা হয় এবং সেইসব লাশের মঠে কবরস্থের জন্য লাশ প্রতি মঠের জায়গার জন্য ৫০/৬০ হাজার করে ওই সভাপতি নেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন।

    এসব অর্থ আত্মসাত সহ নানাবিধ অনিয়মের কারণে এলাকার হিন্দু সম্প্রদায় ফুঁসে উঠে অভিযুক্ত সভাপতি দিলীপ চন্দ্র সাহা’কে বিক্ষোভকারীরা অবাঞ্চিত ঘোষণা করেন।

    এসব অভিযোগের ব্যাপারে ওই শ্বশ্মানের সভাপতি বাবু দিলীপ চন্দ্র সাহা’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। তবে গাছ বিক্রি করে তিনি ৮ শতাংশ জমি কিনেছেন বলে এ প্রতিবেদককে জানান।

    জনবিক্ষোভ সমাবেশে পলাশবাড়ী এমএ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের ট্রেড ইনস্ট্রাক্টর ও মহাশ্মশান এলাকার বাসিন্দা অরবিন্দু সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন, মহাশ্মশানের জমি দাতা ও মহেশপুর গ্রামের বাসিন্দা রনজিত চন্দ্র সরকার,রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা ও জমি দাতা সুভাশ চন্দ্র চুনি,চন্দন কুমার দাস এলাকাবাসী,সুলতানপুর বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসুদেব কুমার রায়,জমি দাতা সজল কুমার রায়,অপূর্ব কুমার রায় এলাকাবাসী,প্রভাত চন্দ্র দাস এলাকাবাসী,এর সংগে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, পাশ্ববর্তী পলাশগাছী গ্রামের বাসিন্দা,সমাজ সেবক ও বিএনপি নেতা শাহীন মন্ডল,সুভাষ চন্দ্র মন্ডল,রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা রনজিত চন্দ্র সরকার-২,সুমল চন্দ্র সরকার,উৎসব চন্দ্র মহন্ত, কাঞ্চন চন্দ্র সরকার,সুশীল চন্দ্র সরকার,আনন্দ চন্দ্র মহন্ত,সুবল চন্দ্র সরকার,উৎপল চন্দ্র প্রমুখ।

    অনুষ্ঠানটি সঞ্চালন করেন, অরবিন্দু সরকার ও সজল কুমার বর্মন।।

  • বিএনপিতে চাঁ-দাবাজ, সন্ত্রা-সী ও অ-পকর্মকারীদের স্থান নেই-ঈশ্বরগঞ্জে সাবেক এমপি শাহিন

    বিএনপিতে চাঁ-দাবাজ, সন্ত্রা-সী ও অ-পকর্মকারীদের স্থান নেই-ঈশ্বরগঞ্জে সাবেক এমপি শাহিন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহ্ নূরুল কবির শাহিন।

    শুক্রবার (৩অক্টোবর) উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া জামে মসিজদে মুসুল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় ও মতিবিনিময়ে তিনি এই মন্তব্য করেন।

    শাহিন বলেন, আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে, দেশের আলেম ওলামাসহ ছাত্র-জনতার অবশ্যই অবদান রয়েছে, ছাত্রদলেরও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। পাশাপাশি বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। আমাদের সবার সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি। সেই বিজয়কে সুসংহত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে।

    তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাই আসুন- দেশবিরোধী যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতাবিরোধী যত ষড়যন্ত্র আসুক, আমরা আপনাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করব। এ জন্য আজ আমরা শপথ নিতে চাই।

    তিনি আরও বলেন, যারা দেশের স্বার্থকে বড় করে দেখতে পারে না, তাদেরকে দেশপ্রেমিক রাজনৈতিক দল বলা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে একটি উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে দল মনোনীত প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

    বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপকর্মকারীদের কোনো স্থান নেই বলে জানান আলহাজ্ব নূরুল কবীর শাহিন। এ সময় তিনি বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসে লিপ্ত, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তরের জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।

    এসময় মোফাজ্জল হোসেন টিপু,সাইফুল ইসলাম জিকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইমাম-মোয়াজ্জিনসহ বহু সংখ্যক মুসল্লীরা উপস্থিত ছিলেন।

    এসময় শাহিন জনগণের দৃষ্টিগোচর করে বলেন-আজকাল অনেকেই মোবাইল হাতে নিয়ে ঘুরা ফেরা করেন, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে,শিশুদের হাতে মোবাইল ফোন না দেওয়ায় আহবান জানিয়ে বলেন-মোবাইল ফোনে কিশোর কিশোরীদের মাঝে জুয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।এটি ঈশ্বরগঞ্জের একটি বড় সমস্যা হয়ে পড়েছে।

    এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন-আমার দল বিএনপি অতীতে আমাকে মুল্যায়ন করেছে আগামীতেও করবে ইনশাআল্লাহ। আমরা সকলেই দেশ ও ঈমানের জন্য শাহাদাত বরণ করতেও প্রস্তুত আছি।

  • ময়মনসিংহের ব্রীজ মোড়ে জামায়াত মনোনীত প্রার্থী এমরুল এর পক্ষে উঠান বৈ-ঠক

    ময়মনসিংহের ব্রীজ মোড়ে জামায়াত মনোনীত প্রার্থী এমরুল এর পক্ষে উঠান বৈ-ঠক

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের
    ব্রিজ মোড়, আবাসন প্রকল্পে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমির,
    ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল এর (দাঁড়িপাল্লার) সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (০৩অক্টোবর) সকালে ব্রিজ মোড়ের আবাসন প্রকল্পে অনুষ্ঠিত উঠান বৈঠকে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল।

    এসময় তিনি বলেন, জমিন যার আইন চলবে তার।তাই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে মানুষের আর অভাব থাকবেনা।সব মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তিনি আরো বলেন, দেশের মানুষ যেভাবে জামায়াতে ইসলামীকে নিয়ে ভাবছে, ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে জামায়াত বিজয়ী হয়ে সরকার গঠন করে সত্য শাসন ও ইনসাফ প্রতিষ্ঠা করবে।

    উঠান বৈঠকে মহানগর জামায়াতে সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার, কেওয়াটখালি সাংগঠনিক থানার আমীর ডা. এমদাদুল কবির নিয়োগী, সেক্রেটারি মামুন হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    মাওলানা কামরুল আহসান এমরুল আরও বলেন, চাঁদাবাজ-লুন্ঠনকারীদের আর ক্ষমতায় আনা যাবে না। বর্তমানেও যদি কেউ লুন্ঠনকারী হয়ে থাকে, তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে? দরকার নাই। তিনি বলেন, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, প্রয়োজনীয় সংষ্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না। কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই না। তিনি বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। যেখানে সকল ধর্মের মানুষ সমানভাবে যোগ্যতার সাথে সুখে বসবাস করতে পারবে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। স্বৈরাচার ও দুরাচার দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই ও আন্দোলন একসাথে চলবে।

    জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল একই দিনে সুতিয়ারপাড় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম’য়ার নামাজ আদায় ও মুসল্লীদের সাথে সালাম বিনিময়,উপজেলার মধ্যদাপুনিয়া সরকারি পুকুরপাড় বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাপুনিয়া সাংগঠনিক থানার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

  • সুজানগরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কৃতি শি-ক্ষার্থীদের সং-বর্ধনা

    সুজানগরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কৃতি শি-ক্ষার্থীদের সং-বর্ধনা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ সুজানগরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সুজানগর উপজেলা থেকে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ সুজানগরের সভাপতি তুষার মাহমুদ (পাবিপ্রবি) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হক আশিক(রাবি) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক দ্বীপ মাহবুব (জুলাই যোদ্ধা, শিক্ষার্থী (রাবি),কোষাধ্যক্ষ এস. এম. সায়েম(ঢাবি)সাংগঠনিক সম্পাদক ফাহাদ আজম খান (পাবিপ্রবি),নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক কাজী রাফিয়া (জবি), মাসুদ রানা ,হামিদুর রহমান(ঢাবি), মুশফিকা মোর্শেদ(মুগদা মেডিকেল),সোহান খান (জাবি) ও রাসেল হোসেন(ঢাবি) প্রমুখ। জীবনে কেবল ভাল রেজাল্ট করাই বড় কথা নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসর মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, পড়ালেখার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। এ দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। তিনি বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয়ে পড়ালেখা করেও তোমরা যারা এ কৃতিত্ব অর্জন করেছ অবশ্যই তোমরা মেধাবী। তবে এটাই সব কিছু নয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে ভালোবাসা। মানুষকে জানা। গরিব, অসহায় মানুষের পাশে থাকা। উচ্চ শিক্ষাসম্পন্ন করে তোমরা যে যেখানে থাকবে সেখান থেকেই মানুষের কল্যাণে কাজ করতে হবে। গরিব ও অসহায় মানুষের পাশে দঁাড়াতে হবে। ভালবাসতে হবে দেশ ও দেশের মানুষকে। তোমরা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। দেশ যদি উন্নত হয়, সমৃদ্ধ হয় তাহলে তোমাদের সাফল্য, মা-বাবার কষ্ট সফল হবে। তোমরা ভালো রেজাল্ট করে মা-বাবার মুখ যেমন উজ্জ্বল করেছ, তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • মিজানুর রহমান এর অভি-যোগ তার বিরু-দ্ধে আনিত অভি-যোগ মি-থ্যে

    মিজানুর রহমান এর অভি-যোগ তার বিরু-দ্ধে আনিত অভি-যোগ মি-থ্যে

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আলকীরহাটের চা দোকানি মো. চাঁন মিয়ার আনা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছেন স্থানীয় ৭০নং পাটিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান।

    তিনি জানান, সম্প্রতি কিছু স্থানীয় ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “২০ লাখ টাকার ঋণের বিপরীতে ৩০ লাখ টাকার জমি লিখে নেওয়া” শিরোনামের সংবাদে কোনো সত্যতা নেই।

    মিজানুর রহমানের ভাষ্য, “চাঁন মিয়ার কাছ থেকে আমি যে ৭ শতক জমি ক্রয় করেছি, তার মধ্যে ৩ শতক আমি এককভাবে এবং বাকি ৪ শতক অন্য দুইজন ক্রয় করেছেন। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি দলিল নং ৪০১ এর মাধ্যমে জমি কেনাবেচার প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় চাঁন মিয়ার দুই ছেলে—মো. ইকবাল হোসেন ও মো. ইমরান হোসেন—দলিলে স্বাক্ষর করেন। স্থানীয় মুরুব্বি জাহিদ মাস্টার, বাদশা মিয়া ও আব্দুস সালাম এবং দলিল লেখকও উপস্থিত ছিলেন। বাজারমূল্যে ৩০ লাখ টাকা পরিশোধ করেই আমি জমি ক্রয় করি।”

    তিনি আরও অভিযোগ করেন, বৈধভাবে জমি ক্রয়ের পরও প্রতিপক্ষ মহল শত্রুতাবশত তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং সাংবাদিকরা কোনো বক্তব্য না নিয়েই একপেশে সংবাদ প্রকাশ করছে, যা সাংবাদিকতার নীতি-নৈতিকতার পরিপন্থী।

    শিক্ষক মিজানুর রহমান বলেন, “আমি একজন শিক্ষক। আমার ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখলের প্রতিবাদে গত ২৬ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দেই। এর জের ধরেই ষড়যন্ত্রমূলকভাবে আমার মান-সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

  • মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন

    মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন

    স্টাফ রিপোর্টার :
    টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলায় ইউনিটের নতুন অফিস উদ্বোধন করা হয়। পহেলা অক্টোবর
    বুধবার উপজেলা চত্বর এলাকায়
    সন্ধ্যা সাতটার সময় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল
    পরিচিতি, নতুন অফিস উদ্বোধন
    আলোচনা সভা ও দোয়া মাহফিল।

    জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলায় ইউনিটের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক
    এম মাছুদুর রহমান মিলন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন।

    এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য মোঃ মনির হোসেন।

    স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা ইউনিটের
    সহ-সভাপতি লুৎফর রহমান অরেঞ্জ।

    অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক
    মোঃ আনোয়ার হোসেন।

    এর পূর্বে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক
    মির্জাপুর উপজেলা ইউনিটের নতুন অফিস উদ্বোধন করেন। পরবর্তীতে
    নতুন সদস্যদের বরণ করে নেন
    প্রধান অতিথি ও বিশেষ অতিথি।
    মুহূর্তেই উৎসবে পরিণত হয় অফিস প্রাঙ্গণ। এক এক করে শুভেচ্ছা টাঙ্গাইল জেলা কমিটির আহবায়ক মাসুদুর রহমান মিলনকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায়
    ফুলের শুভেচ্ছা জানান এক এক করে সকল সদস্য বৃন্দ। এরপর আলোচনায় অংশ নেন নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
    এরপর সদস্য ও অতিথিদের মিষ্টিমুখ
    ও ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি
    ঘোষণা করা হয়।