বেতাগী (বরগুনা) প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনার বেতাগীতেও বুধবার সাধারণ ছুটি ও তিন দিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই শোক পালন করা হবে।
রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে সাত দিন উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় এবং তিন দিন উপজেলার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ দিকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনার বেতাগী প্রেসক্লাব দুইদিন ব্যাপি শোক পালন করছে।
বুধবার সকাল ১০ টায় পৌর শহরে প্রেসক্লাব কার্যালয় কালোব্যাচ ধারন করে আনুষ্ঠানিকভাবে শোক পালন কর্মসূচির উদ্বোধন করেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম চিনু, সাইদুল ইসলাম মন্টু, সাবেক সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, বর্তমান সাধারণ সম্পাদক আবুল বাসার খান, উপজেলা রিাপোর্টাস ইউনিটির সভাপতি মেহেদী হাসান কোয়েল, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম ইমারত, প্রেসক্লাবের সদস্য আরিফ সুজন ও ইমরান হোসেনসহ অন্যান্যরা।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও সাংবাদিকদের মাঝে কালো ব্যাচ কালো ব্যাচ ধারণ, দোয়া প্রার্থনা এবং শোক সভা।
ক্যাপশন: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের সাংবাদিকরা কালো ব্যাচ ধারণ করে শোক পালন করছে।
Author: desk
-

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃ-ত্যুতে শোক পালন বেতাগী প্রেসক্লাবের সাংবাদিকদের কালোব্যাচ ধারন
-

তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জা-নাজা অনুষ্ঠিত
খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
-

পঞ্চগড়ে বিরল প্রজাতির সজারু উ-দ্ধার
মোঃ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রাম থেকে বিরল প্রজাতির একটি সজারু উদ্ধার করেছে বন বিভাগ। সজারুটির দৈর্ঘ্য প্রায় দেড় ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খবর পেয়ে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা সজারুটিকে উদ্ধার করে তেঁতুলিয়া ইকো পার্কে নিয়ে যান। আপাতত নিরাপদ হেফাজতে সেখানে রাখা হয়েছে প্রাণীটি।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সজারুটি একটি ক্ষেত পার হয়ে সুপারির বাগানের দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন সেটিকে দেখতে পেয়ে ধরার চেষ্টা করলে সজারুটি পাশের একটি পুকুরে নেমে পড়ে। পরে স্থানীয়রা বাঁশের তৈরি একটি খাঁচা ব্যবহার করে পুকুর থেকে সজারুটিকে আটক করেন এবং বন বিভাগকে খবর দেন।
পঞ্চগড় সদর বন বিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদিন বলেন, সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সজারুটিকে উদ্ধার করি। প্রাথমিকভাবে নিরাপত্তার স্বার্থে তেঁতুলিয়া ইকো পার্কে রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-

গোপালগঞ্জে অ-বৈধ অ-স্ত্র সহ এক ব্যক্তিকে গ্রে-প্তার করেছে পুলিশ
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটার গানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ।
গোপালগঞ্জ ডিবি শাখার একটি টিম এসআই (নিঃ)/মোঃ ফারুক আলম এর নেতৃত্বে গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে মেরী গোপীনাথপুর শরীফপাড়া সাকিনস্থ শরীফ তৌহিদুল হকের নিকট হতে ০১ (এক) টি দেশীয় তৈরী লোহার ওয়ান সুটারগান উদ্ধার করা হয়। যার বাট ও ব্যারেল সহ দৈর্ঘ অনুমান ৯.৫ (সাড়ে নয়) ইঞ্চি, ওজন অনুমান ৬.১৮ গ্রাম, অবৈধ বাজার মূল্য ৫০,০০০/- টাকা। আসামী শরীফ তৌহিদুল হক (৪৮), পিতা-মৃত শরীফ আঃ হক, মাতা-মৃত জাহানারা বেগম, সাং – মেরী গোপীনাথপুর (শরীফপাড়া), থানা ও জেলা-গোপালগঞ্জকে গ্রেফতার পূর্বক গোপালগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা (মামলা) প্রক্রিয়াধীন রয়েছে বলে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
-

জনগনের জান-মালের নিরাপ-ত্তায় গোপালগঞ্জে সেনা বাহিনীর অ-ভিযান চলমান
কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃআগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জ জেলায় তাদের আভিযানিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তা তল্লাশি চৌকি স্থাপন করে নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন।
এসব চেক পোস্টের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকেই গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে রাস্তায় বেরিকেড দিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।জননিরাপত্তার স্বার্থে এবং একটি সুন্দর, স্বচ্ছ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের আভিযানিক তৎপরতা চলমান থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।
-

বেগম খালেদা জিয়ার মৃ-ত্যুতে গোবিপ্রবি ট্রেজারারের শো-ক প্রকাশ
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ
গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র (৮০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
আজ মঙ্গলবার সকালে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বিশ্বাস ও চর্চা করে গিয়েছেন উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি। এ জাতি আজীবন ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
-

পাবনা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দা-খিল
এম এ আলিম রিপন,সুজানগর : পাবনা-২ (সুজানগর উপজেলা ও বেড়া আংশিক) জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেহেদী হাসান রুবেল মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এর নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সুজানগর উপজেলা জাতীয় পার্টির নেতা শহীদুল ইসলাম দায়েন উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেহেদী হাসান রুবেল জানান, আমরা আশাকরছি আগামী নির্বাচন উৎসবমূখর পরিবেশে সুষ্ঠ ও নিরপেক্ষ । দীর্ঘদিন পরে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নিরপেক্ষ নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রতীক নাঙ্গল মার্কায় ভোট দিয়ে ভোটারেরা বিপুল ভোটে জয়লাভ করাবেন ইনশআল্লাহ।
সুজানগর উপজেলা প্রতিনিধি।।
-

পাবনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর ম-নোনয়নপত্র দাখিল
এম এ আলিম রিপন,সুজানগর : পাবনা-২ (সুজানগর উপজেলা ও বেড়া আংশিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আফজাল হোসেন কাসেমী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এর নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পূর্ব জেলা শাখার সভাপতি মাওলানা সোলাইমান জাহাঙ্গীর ও সেক্রেটারী মোহাম্মদ রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম জমাদান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আফজাল হোসেন কাসেমী জানান, আমরা আশাকরছি আগামী নির্বাচন উৎসবমূখর পরিবেশে সুষ্ঠ ও নিরপেক্ষ । দীর্ঘদিন পরে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নিরপেক্ষ নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলা দেশের প্রতীক হাতপাখা মার্কায় ভোট দিয়ে ভোটারেরা বিপুল ভোটে জয়লাভ করাবেন ইনশআল্লাহ।
সুজানগর উপজেলা প্রতিনিধি।।
-

খুলনা -৬ পাইকগাছা-কয়রা আসনে ৬ প্রার্থীর ম-নোনয়ন জমা
ইমদাদুল হক,পাইকগাছা,(খুলনা)।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসন একেবারেই নির্বাচনী উত্তাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সকাল থেকেই দলগুলো সরাসরি নির্বাচনী মাঠে হাজির হয়ে মনোনয়নপত্র জমা দিয়ে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক সূচনা করেছে।
বিএনপি মনোনীত এস এম মনিরুল হাসান (বাপ্পী) জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন। দলের নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন, যা নির্বাচনী উত্তাপকে আরও তীব্র করেছে।
একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. আবুল কালাম আজাদও মনোনয়নপত্র জেলা প্রশাসকের কার্যালয় জমা দেন। দলের নেতৃবৃন্দ এবং সমর্থকরা উপস্থিত থেকে প্রার্থীর পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছেন।
জাতীয় পার্টি (জাপা) শেষ মুহূর্তে নির্বাচনী মাঠে হাজির হয়ে উপজেলা প্রশাসনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়। মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর পাইকগাছা উপজেলা প্রশাসনের কার্যালয়ে প্রার্থিতা ঘোষণা করেন। দলের নেতাকর্মীদের উৎসাহ এবং উদ্দীপনা নির্বাচনী উত্তাপকে নতুন মাত্রা দিয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী অ্যাডভোকেট প্রশান্ত কুমার মণ্ডল উপজেলা প্রশাসনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন কমরেড শেখ আব্দুল হান্নানসহ পাইকগাছা ও কয়রা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ( চরমোনাই ) মনোনীত হাফেজ মাওলানা আছাদুল্লাহ আল গালীব এবং স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাসও জেলা প্রশাসকের কার্যালয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা সরাসরি ভোটার ও নেতা-কর্মীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের প্রার্থী হিসেবে পরিচয় দিয়েছেন, যা ভোটারদের মধ্যে প্রত্যাশা ও উত্তেজনা বাড়িয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, খুলনা-৬-এর এই প্রতিদ্বন্দ্বিতা ভোটারদের কাছে বিকল্প সৃষ্টি করছে এবং নির্বাচনী উত্তাপকে তীব্র করছে। দলের সক্রিয়তা, প্রার্থীর উপস্থিতি এবং ভোটারের আগ্রহ প্রতিদিনের নির্বাচনী চিত্রকে আরও জমিয়ে তুলেছে।
বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি ও ইসলামী আন্দোলনসহ ৬ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
ফলশ্রুতিতে, খুলনা-৬ শুধু প্রতিদ্বন্দ্বিতার ময়দান নয়, এটি নির্বাচনী উত্তাপ, রাজনৈতিক চমক এবং জনমত যাচাইয়ের কেন্দ্র হিসেবে পরিচিত হচ্ছে। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, প্রার্থীদের প্রস্তুতি এবং নির্বাচনের আনুষ্ঠানিক ধাপ সম্পন্ন হওয়া আসনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা
-

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা ‘শ্যু-টার’ রাজু আহমেদ গ্রে-ফতার, জলিল ধ-রাছোঁয়ার বাইরে
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘শ্যুটার’ রাজু আহমেদকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ, ভুয়ার মামলার ভুয়া বাদী সায়েব আলী জলিল ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে, ৫ আগষ্ট ২০২৪ থেকে ১৬ মাসেও তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ এই সিন্ডিকেট কোটি কোটি টাকা মামলা বাণিজ্য করছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর২০২৫ইং) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার।
এর আগে সোমবার রাতে রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু আহমেদ (৪২) আশুলিয়ার মীরের চানগাঁও এলাকার শহিদুল ইসলামরে ছেলে।
তিনি নিজেকে সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে পরিচয় দিতেন। এর আগেও তিনি বিভিন্ন মামলায় কয়েকবার পুলিশ ও র্যাব-৪ অভিযান গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রেফতারর রাজু আহমেদ আশুলিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মাধ্যমে বিপুল অর্থ বিত্তের মালিক বনে যান, ভুয়া বাদী সায়েব আলী জলিল মিয়া গ্যাং লিডার, সাভার ও আশুলিয়ায় মামলা বাণিজ্যের সাথে জড়িত, কখনও আওয়ামী লীগ নেতা, কখনও যুবলীগ নেতা, আবার কখনও শ্রমিক লীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় আধিপত্ত্য বিস্তার করতেন। এলাকায় গুলি করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিভিন্ন মানুষের জমি দখল, সরকারী খাস পুকুর ভরাট করে বিক্রিসহ তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রাজু আহমেদকে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা মামলাও রয়েছে। সংশ্লিষ্ট মামলায় রিমান্ড আবেদন করে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।