Author: desk

  • তেঁতুলিয়ায় মৃ-দু শৈত্যপ্রবাহ অব্যাহত

    তেঁতুলিয়ায় মৃ-দু শৈত্যপ্রবাহ অব্যাহত

    মোহাম্মদ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড় :
    পঞ্চগড়ে তাপমাত্রা আবারও মৃদু শৈত্যপ্রবাহের ঘরে নেমেছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকলেও সূর্য ওঠার পর ঝলমলে রোদের দেখা মিলছে।

    শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

    এর আগের দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। একই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

    টানা শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। সকালে অনেকেই কাজে যেতে পারছেন না। বিভিন্ন এলাকায় শীত নিবারণের জন্য মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

    আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ১১ ডিসেম্বর। সেদিন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। বর্তমানে তেঁতুলিয়ায় যে তাপমাত্রা বিরাজ করছে, তা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে রয়েছে।

  • সুন্দরগঞ্জে জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন পত্র অ-বৈধ ঘোষণা

    সুন্দরগঞ্জে জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন পত্র অ-বৈধ ঘোষণা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    ২৯ গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

    জানা গেছে, শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে সুন্দরগঞ্জ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র  যাচাই-বাছাই করা হয়। 

    মনোনয়নপত্র যাচাই বাছাই পর্বে মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা হলেন,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকুরি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার  সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোঃ মোস্তফা মহসিন সরদার, মোছাঃ সালমা আক্তার,দলের মনোনয়ন সঠিক না হওয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী রমজান আলী ও জাতীয় পার্টির প্রার্থী মোঃ মাহফুজুল হক সরদার।

    ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা  রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাইয়ের এ ফলাফল জানান। 

    উল্লেখ্য- গাইবান্ধায়-০১ সুন্দরগঞ্জ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

  • চারঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি নেতা চাঁদ

    চারঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি নেতা চাঁদ

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যার আগ মুহূর্তে জেলা বিএনপির আহ্বায়ক ও চারঘাট-বাঘা আসনের এমপি প্রার্থী আবু সাইদ চাঁদ নিজে উপজেলার পিরোজপুর এলাকায় কম্বল বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।

    এ সময় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ বলেন, রাজশাহী অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। গরিব অসহায় ও ছিন্নমূল মানুষ তীব্র শীতে চরম কষ্টের মধ্যে দিনযাপন করছেন। এ সময় তিনি শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • নলছিটি লঞ্চঘাটের শ-হীদ শরীফ ওসমান বিন হাদি’র নামে উদ্বোধন করেন নৌ উপদেষ্টা সাখাওয়াত

    নলছিটি লঞ্চঘাটের শ-হীদ শরীফ ওসমান বিন হাদি’র নামে উদ্বোধন করেন নৌ উপদেষ্টা সাখাওয়াত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সদ্য প্রায়ত শরিফ ওসমান হাদির শৈশবের স্মৃতিবিজড়িত ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে তারই নামে। জন্মস্থানের মাটি ও মানুষের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এই লঞ্চঘাটের নামফলকে ‘শহীদ শরীফ ওসমান বিন হাদি’র নাম লেখা হয়েছে।

    শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ঘাটের নতুন নাম উদ্বোধন করেন। এ সময় তিনি শহিদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদিসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলে সার্বিক খোঁজখবর নেন। এতে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল করিম,জেলা প্রশাসক মো.মমিন উদ্দিন,পুলিশ সুপার মো.মিজানুর রহমান ও ইউএনও মো.জোবায়ের হাবিব প্রমুখ।

    পরে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, শহিদ ওসমান হাদির জন্মস্থান নলছিটি। তার শৈশব, বেড়ে ওঠা ও জীবনসংগ্রামের সঙ্গে এই লঞ্চঘাট এলাকার নিবিড় সম্পর্ক রয়েছে। সে কারণে নলছিটি লঞ্চ টার্মিনালের নাম পরিবর্তন করে তার নামে নামকরণ করা হয়েছে। এসময় তিনি আরও বলেন হাদি এখন শুধু বাংলাদেশের সন্তান না,হাদির নাম দেশের বাহিরে চলে গেছে। এ নাম যুগে যুগে অক্ষুন্ন থাকবে।হাদি দেশে একটি পরিস্কার পরিচ্ছন্ন রাজনীতি চেয়েছিল,সে জন্য তাকে জীবন দিতে হয়েছে। হাদিসহ জুলাই আন্দোলনে নিহত সকল শহিদদের হত্যার বিচার না হলে তাদের আত্মা মাফ করবেনা।

    হাদির খুনিদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন,সরকার খুনীদের আটকের ব্যাপারে খুবই সিরিয়াস,দ্রুতই খুনী ও হত্যার পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা হবে।

    নলছিটি লঞ্চঘাট এলাকা ওসমান হাদির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই ঘাট এলাকাতেই তার জন্ম, এখানেই কেটেছে শৈশব ও কৈশোরের বহু স্মৃতিময় দিন। লঞ্চঘাট থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বে তার পৈতৃক বাড়ি। নদীর ধারে দাঁড়িয়ে মানুষের আসা–যাওয়া দেখা, লঞ্চের ভিড়ে সময় কাটানো-এই ঘাট ছিল তার বেড়ে ওঠার নীরব সাক্ষী। আজ সেই ঘাটেই স্থায়ীভাবে যুক্ত হলো শহিদ হাদির নাম।

    স্থানীয়রা জানান, আমরা চাইছিলাম হাদির স্মরণে এমন কিছু হোক, যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। তার শৈশবের স্মৃতিবিজড়িত লঞ্চঘাটের নাম তার নামে হওয়া নিঃসন্দেহে স্মরণীয় সিদ্ধান্ত। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ।

    লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী শাহাদাত আলম জানান, এই ঘাটে আমরা হাদিকে ছোটবেলা থেকে দেখেছি। সে এখানকারই ছেলে ছিল। আজ তার নামে ঘাটের নামকরণ হওয়ায় সরকারকে ধন্যবাদ।

    এদিকে অন্তর্বতী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের কাছে স্থানীয় সেচ্ছাসেবীদের সমন্বিত সংগঠন ভলানটিয়ার্স অব নলছিটির পক্ষ থেকে হাদির খুনীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখির দাবি জানানো হয়।

    উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে হত্যার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

    পরে তার মরদেহ দেশে এনে লক্ষ জনতার উপস্থিতিতে জানাজা নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

  • খালেদা জিয়ার মৃ-ত্যুতে পঞ্চগড়ে বিএনপির দো-য়া মাহফিল

    খালেদা জিয়ার মৃ-ত্যুতে পঞ্চগড়ে বিএনপির দো-য়া মাহফিল

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় ;
    বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
    আজ শুক্রবার(০২জানুয়ারী) বিকেলে পঞ্চগড় সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজ মাঠে পঞ্চগড় সদর ও পৌর বিএনপি’র আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    এসময় কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও দলটির পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।
    দোয়া মাহফিলের সভাপতি হিসেবে ছিলেন পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম

  • ডাসার ইউনিয়ন জামায়াতের অফিস উ-দ্বোধন

    ডাসার ইউনিয়ন জামায়াতের অফিস উ-দ্বোধন

    মোঃ‌মিজানুর রহমান,কাল‌কি‌নি-ডাসার(মাদারীপুর)প্র‌তি‌নি‌ধি

    ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন করলেন বাংলা‌দেশ জামায়াতে ইসলামী কা‌ল‌কি‌নি পৌরসভা জামায়া‌তের আ‌মীর ও মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য জামায়াত ইসলাম এর ম‌নোনীত পদপ্রার্থী মাওলানা মোঃ র‌ফিকুল ইসলাম।

    বৃহস্প‌তিবার (১ লা জানুয়ারি) বিকেলে উপজেলার ডাসার ইউনিয়নস্থ আইসার বাজারে প্রধান অতিথি হিসেবে এ অফিস আনুষ্ঠানিক ভা‌বে শুভ উদ্বোধন করেন তিনি।

    মোঃ আক্তারুজ্জামা‌নের সভাপ‌তি‌ত্বে
    অ‌ফিস শুভ উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন ডাসার ইউ‌নিয়‌ন জামায়া‌তের আমীর মাওলানা আবদুস সালাম প্রমুখ।

  • শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে তার জন্মস্থান নলছিটিতে স্মৃতি ফলক

    শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে তার জন্মস্থান নলছিটিতে স্মৃতি ফলক

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরের পাশে আজ ০১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধায় এ স্মৃতি ফলক স্থাপন করে নলছিটির সেচ্ছাসেবী ও বৈষম্য বিরোধী নেতাকর্মীরা।
    নলছিটি শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরের পাশেই ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী বীর সেনানী,ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ের বীর যোদ্ধা জুলাই অভ্যুত্থানের অন্যতম স্লোগান মাস্টার ঢাকা-০৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে এ স্মৃতি ফলক স্থাপন করা হয়েছে।
    এসময় উপস্থিত ছিলেন শহীদ ওসমান বিন হাদির পরিবারের পক্ষ থেকে তার ছোট ভগ্নিপতি জনাব আমির হোসেন,নলছিটির সেচ্ছাসেবী ও বৈষম্য বিরোধী নেত্রী সাথী আক্তার,মারজান খান,ফাইজুল করিম,সাইফুল ইসলাম,ইমরান হোসেন,আসিফ জিয়া,সাকিব হোসেন সহ সেচ্ছাসেবী নেতা মিল্লাত খান,সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য সহ অন্যান্য সেচ্ছাসেবীরা।
    এসময় তারা শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করেন এবং হত্যার বিচারের দাবিতে অনড় অবস্থানের কথাও স্মরণ করিয়ে দেন।

  • সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার সেরা করদাতা রোমান ভুঁইয়া

    সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার সেরা করদাতা রোমান ভুঁইয়া

    হেলাল শেখঃ ঢাকা জেলার ৮ বার সেরা করদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়ার পক্ষ থেকে দেশবাসী সবাইকে ২০২৬ ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

    নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমি কখনো কর ফাঁকি দেইনি। সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছি। ব্যবসার ক্ষেত্রে কখনোই তথ্য গোপন করা উচিত নয়-স্বচ্ছতা ও সততাই সাফল্যের মূল চাবিকাঠি।”

    তিনি আরও বলেন, “আমি সবার কাছে দোয়া কামনা করছি, মহান আল্লাহ যেন আমাকে আজীবন সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করেন।”
    শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে আবারও ২০২৬ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।

  • সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা

    সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    দেখতে দেখতে এভাবেই শেষ হয়ে গেলো আরও একটি বছর-২০২৫।
    নতুন বর্ষ-২০২৬ এর প্রথম সূর্যোদয়ের এই দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
    নতুন বছরে আপনাদের জীবন আলোকিত হোক নতুন আশা,সুস্থতা ও সাফল্যে।পুরনো বছরের সকল হানাহানি,হিংসা-বিদ্বেষ ভুলে ২০২৬ হোক আনন্দ ও শান্তির।আজকের এই দিনে সিরাজগঞ্জের সলঙ্গাবাসীসহ সবাইকে কলম যোদ্ধাদের অন্যতম সংগঠন “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।…শুভ নববর্ষ-২০২৬।

  • গোপালগঞ্জে পুলিশ সদস্যদের র‍্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

    গোপালগঞ্জে পুলিশ সদস্যদের র‍্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ জেলায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

    আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) পুলিশ সুপারের কার্যালয় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের তিনি র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। পরে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পদোন্নতিপ্রাপ্ত সকলকে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন, পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও আন্তরিকতার সাথে জনসেবা প্রদানে সচেষ্ট থাকার আহ্বান জানান।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ জিয়াউল হক সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।