Author: desk

  • বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সুজানগরে আজম বিশ্বাসের মত-বিনিময় সভা

    বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সুজানগরে আজম বিশ্বাসের মত-বিনিময় সভা

    এম এ আলিম রিপন,সুজানগর : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেয়ার লক্ষে সুজানগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস ।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আজম আলী বিশ্বাস বলেন, বিএনপির ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফার মাধ্যমেই জনগণকে জানাতে হবে, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে কীভাবে দেশ পরিচালিত হবে, এবং জনগণের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে। তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে জানিয়ে আজম আলী বিশ্বাস আরো বলেন, পাবনা দুই নির্বাচনী এলাকার নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থেকেছি। আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসনকালে নির্যাতনের শিকার হয়েছি,গ্রেপ্তার হয়েছি, জেল খেটেছি, সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে মাঠে থেকে দলের নেতা কর্মী সহ শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করেছি। বিএনপিকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করেছি। নেতাকর্মীদের দলীয় কর্মসূচিতে চাঙা রাখতে নিরলসভাবে কাজ করছি। আশা করছি, এসব বিষয় মূল্যায়ন করে দল আমাকে মনোনয়ন দেবে।আজম আলী বিশ্বাস আরও বলেন, আমি বিশ্বাস করি, দলের শীর্ষ নেতৃত্ব দলের জন্য আমার সুদীর্ঘ নিরলস পরিশ্রমের মূল্যায়ন করবে। পাবনা দুই নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। জনগণের সাথে আমার গভীর সম্পর্ক তৈরি হয়েছে। দলের দুঃসময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছি। তৃণমূলের কর্মীরা আমার পাশে আছে। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে পাবনা দুই নির্বাচনী এলাকার উন্নয়ন ও পরিবর্তনের মাধ্যমে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব। বিএনপির বিজয় নিশ্চিত করতে আমি সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। মতবিনিময় সভায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বক্তব্য বক্তব্য রাখেন বিএনপি নেতা বাদশা, রফিক বিশ্বাস, হাবিবুর রহমান ও সোহাগ প্রমুখ।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।

  • পাবনা জেলার শ্রে-ষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তার পুরস্কার পেলেন সুজানগরের পার্থপ্রতিম রায়

    পাবনা জেলার শ্রে-ষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তার পুরস্কার পেলেন সুজানগরের পার্থপ্রতিম রায়

    এম এ আলিম রিপনঃ পাবনা জেলায় ব্লক পর্যায়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিভিন্ন কার্যক্রমে সফলতা অর্জনের স্বীকৃতি হিসেবে সুজানগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থপ্রতিম রায় সহ তিনজনকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষ্যে গত সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, পাবনার উপপরিচালকের কার্যালয়ে এক অনুষ্ঠানে নির্বাচিত তিন কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও প্রত্যয়নপত্র প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামানিক। উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামানিক স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে বলা হয়েছে, সুজানগর পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থপ্রতিম রায় ২০২৪-২৫ অর্থবছরে ব্লক পর্যায়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ভূমিকা রাখায় শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থপ্রতিম রায় হিসেবে নির্বাচিত হয়েছেন।
    মাঠ কার্যক্রম বাস্তবায়ন, কৃষককে উদ্বুদ্ধকরণ, উদ্যোক্তা সৃষ্টি, বস্তায় আদা চাষ, টবে মরিচ চাষ, মাটি পরীক্ষা ও খামারি অ্যাপের মাধ্যমে সার ব্যবস্থাপনা এবং রেজিস্টার ব্যবস্থাপনায় তঁার উদ্যোগ প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়েছে। প্রত্যয়নপত্রে আরও বলা হয়, কৃষি ও কৃষকের উন্নয়নে তার সার্বিক কার্যক্রম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রমকে বেগবান করেছে এবং পাবনার কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে সমৃদ্ধ করেছে। উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম রায় ২০১৫ সালে চাকরিতে যোগ দেন। ইতিপূর্বে ২০২২ সালে তিনি রংপুর অঞ্চলে শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হন। জেলা পর্যায়ে নির্বাচিত অপর দুইজন হলেন পাবনা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. আসমা আহমেদ এবং ঈশ্বরদীর উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলিম। সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদেও মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) ফাহমিদা নাহার, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. নূরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রাফিউল ইসলামসহ জেলার নয় উপজেলার কৃষি কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলার শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়ে পার্থ প্রতিম রায় বলেন এ সম্মান আমার সকল সহকর্মী ও কৃষক ভাইদের সহযোগিতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনার ফল। আমি সবার দোয়া ও ভালোবাসা কামনা করি। সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কৃষিবিদ জাহিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা তঁাকে অভিনন্দন জানিয়েছেন। জানা গেছে, পাবনা জেলার নয়টি উপজেলার প্রায় ২৭০টি ব্লকের ২৭০ জন উপসহকারী কৃষি কর্মকর্তার মধ্য থেকে এই তিনজনকে শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ময়মনসিংহে  ভূমি অ-ধিগ্রহণ ক্ষ-তিপূরণের ৪০ কোটি টাকার চেক হ-স্তান্তর করলেন ডিসি

    ময়মনসিংহে ভূমি অ-ধিগ্রহণ ক্ষ-তিপূরণের ৪০ কোটি টাকার চেক হ-স্তান্তর করলেন ডিসি

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ হিসাবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের আর্থিক সহায়তা ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে তাদের মাঝে ৪০ কোটি টাকার চেক হস্তান্তর হয়েছে।

    বুধবার বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে এই চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

    এসময় জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ময়মনসিংহ বিভাগ উন্নয়নকল্পে এই ভূমি অধিগ্রহন করা হয়েছে তাই অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে এই চেক হস্তান্তর করা হচ্ছে। আজ ৪০কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।

    এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,“সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যেসব ভূমি অধিগ্রহণ করছে, তার ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ যেন সময়মতো মালিকদের হাতে পৌঁছায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। কেউ যেন বঞ্চিত না হন—এ বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”

    তিনি আরও বলেন,“এই অর্থ প্রদানের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা পুনরায় স্বাবলম্বী হয়ে উঠবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।”

    অনুষ্ঠানে ভূমি মালিকগণ জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং দ্রুত ক্ষতিপূরণের অর্থ প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সরকার যে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করছে, তা সাধারণ মানুষের কাছে এক ইতিবাচক বার্তা বহন করছে।

    উল্লেখ্য, জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৪০ কোটি টাকার চেক বিতরণ করা হয়।

    অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

  • নড়াইলে অটোভ্যান চালক আলিফ হ-ত্যার রহস্য উ-দঘাটন দুইজন গ্রে-ফতার

    নড়াইলে অটোভ্যান চালক আলিফ হ-ত্যার রহস্য উ-দঘাটন দুইজন গ্রে-ফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে
    নড়াইলে অটোভ্যান চালক আলিফ হত্যার রহস্য উদঘাটন দুইজন গ্রেফতার। নড়াইল সদর উপজেলার তুলরামপুর ইউনিয়নের ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাসের ছেলে কিশোর অটোভ্যান চালক মো. আমিনুর বিশ্বাস আলিফ (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
    উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম এসব তথ্য জানান।
    পুলিশ সুপার বলেন, রোববার (৫ অক্টোবর) আলিফের মা রোজিনা বেগম তার ছেলেকে না পেয়ে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করা হয়, গত শুক্রবার (৩ অক্টোবর) সকালে আলিফ অটোভ্যান চালাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এ নিয়ে নড়াইল জেলা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তদন্তে আলিফের সঙ্গে তুলরামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের বাহারুল বিশ্বাসের ছেলে মিনারুল বিশ্বাস (২২) ও একই গ্রামের হাফিজুর মোল্যার ছেলে হৃদয় মোল্যাকে (২০) শেষবার দেখা গিয়েছিল।
    তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন মিনারুলকে আটক করে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। মিনারুল পুলিশের কাছে স্বীকার করে, সে ও হৃদয় মোল্যা পরিকল্পিতভাবে আলিফকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। এসময় আলিফের ঘুম পেলে আসামি হৃদয় তাদের ভ্যান চালিয়ে বাহিরগ্রাম বাজারে নিয়ে যায়। পরে আলিফকে বাজারে বসিয়ে রেখে মিনারুল ও হৃদয় ভ্যান চার্জ দেওয়ার কথা বলে হৃদয়ের মামা বাড়ি রেখে আসেন। এরপর হাঁটতে হাঁটতে দেবভোগ বিল এলাকায় যায় তিনজন। এরপর আলিফের গলা চেপে হত্যা করে মিনারুল ও হৃদয়। পরে মরদেহ পাশের ডোবার কচুরিপানার নিচে লুকিয়ে রাখে।
    পরদিন আসামিরা আলিফের অটোভ্যানের ব্যাটারি খুলে নড়াইল শহরের মুচিরপোল এলাকায় বিক্রি করে দেয়। পুলিশ অভিযানে অটোভ্যানের ব্যাটারি, ভ্যান ও আলিফের ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করে। পরে সোমবার (৬ অক্টোবর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে পালানোর সময় হৃদয় মোল্যাকে গ্রেফতার করে পুলিশ।
    কিশোর আলিফের মা রোজিনা বেগম বাদী হয়ে সোমবার নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মিনারুল ও হৃদয়কে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
    এদিন প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর এ আলম সিদ্দিকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম।

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে

  • র‌্যাব-১২ এর অভি-যানে ডা-কাতি মা-মলার স-ন্দিগ্ধ ১ জন আ-সামি গ্রেফ-তার

    র‌্যাব-১২ এর অভি-যানে ডা-কাতি মা-মলার স-ন্দিগ্ধ ১ জন আ-সামি গ্রেফ-তার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে সলংগা থানা এলাকা হতে বহুল আলোচিত সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে ডাকাতি মামলার সন্দিগ্ধ ০১ জন আসামি গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    ১। গত ০৩ অক্টোবর ২০২৫ তারিখ সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি করা হচ্ছে, এমন একটা ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে ২০-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের মারধর করে এবং প্রাইভেটকার ভাঙচুর করে সঙ্গে থাকা মালামাল লুটপাট করে। ডাকাতির সময় ডাকাতদের প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদার মতো দেশীয় অস্ত্র। তারা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়। ডাকাতির সময় প্রাইভেট কারের অন্তত ০৪-০৫ জন আহত হয়। ডাকাতির পর পরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়, মামলা নং-১, তারিখ-০৫/১০/২৫ খ্রি.।

    ২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় গত ০৭ অক্টোবর ২০২৫ খ্রিঃ, বিকাল ১৫.৫৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন নলকা এলাকায়” অভিযান চালিয়ে ০১ জন সন্দিগ্ধ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে আসামি মোহাম্মদ আলী (২১) এর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতা করার অপরাধে ০৭ টি মামলা রয়েছে।

    ৩। গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আলী (২১), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-খামার পাইকোশা, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • গোপালগঞ্জে বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে সা-ড়ে তিন লাখ শিশু, কিশোর – কিশোরী

    গোপালগঞ্জে বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে সা-ড়ে তিন লাখ শিশু, কিশোর – কিশোরী

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    শিশু, কিশোর- কিশোরীদেরকে সুরক্ষিত ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম “শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ -এর আর্থিক সহায়তায় মিডিয়া কর্মীদের অংশগ্রহণের “টাইফয়েড ভ্যাকসিন” বিষয়ক জেলা পর্যায়ে শলা-পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বর্তমান সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২অক্টোবর অনলাইনে আবেদনের মাধ্যমে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।

    ইউনিসেফ বাংলাদেশ -এর সার্বিক সহযোগিতায়
    ক্যাম্পেইনটি যথাযথভাবে সফল করার লক্ষ্যে আজ বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।

    কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামারুজ্জামান।

    জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমানের সঞ্চালনায় জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা: জ্যোৎস্না খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস বক্তব্য রাখেন।

    এ সময় সহকারী কমিশনার এস এস আমিরুল মোস্তফা, গোপালগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

    গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু, কিশোর-কিশোরীদের অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে (যা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অথবা অনলাইন সংক্রান্ত পরিষেবা পাওয়া যাবে এমন দোকান থেকেও রেজিস্ট্রেশন করা যাবে) আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এই টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে এই ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে।

    এ বছর গোপালগঞ্জ জেলায় ৩ লাখ ৪৩ হাজার ৭৩ শিশু- কিশোর- কিশোরীদরকে টিকা প্রদান করা হবে।

  • কালকিনিতে মাওলানা আজিজুল হকের ব্যাপক গ-ণসংযোগ

    কালকিনিতে মাওলানা আজিজুল হকের ব্যাপক গ-ণসংযোগ

    মোঃমিজানুর রহমান, কালকিনি- ডাসার( মাদারীপুর) প্রতিনিধি/
    ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হক আজ বুধবার কালকিনি উপলার কয়ারিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।

    দিনব্যাপী তিনি এলাকার বিভিন্ন মাদরাসা ও বাজারে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, শ্রমজীবী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের নানা সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন।

    গণসংযোগের পাশাপাশি তিনি স্থানীয় শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন। এসময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও শিক্ষার্থীদের নৈতিক-মানসিক গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। মাওলানা আজিজুল হক প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে শিক্ষাখাতে ব্যাপক সংস্কার ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

    মাওলানা আজিজুল হক জনগণের উদ্দেশে বলেন, “আমরা ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠন এবং দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।”

    তিনি আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সকলকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে দেশ ও সমাজ গঠনে অংশগ্রহণের আহ্বান জানান।

    এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী-সমর্থক তার সাথে উপস্থিত থেকে গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নেন। এলাকাবাসীও তাকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং নানাভাবে সমর্থন প্রকাশ করে।

  • কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উ-দযাপন

    কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উ-দযাপন

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    “আমি কন্যা শিশু
    স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদের লাল শাপলা হল-এ কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক।

    এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ অবিভাবক উপস্থিত ছিলেন।

  • নলছিটি স্বাস্থ্যখাত সং-স্কার আন্দো-লন ১২ দফা দাবিতে তৃতীয় দিনেও অ-টল জনতার অবস্থান

    নলছিটি স্বাস্থ্যখাত সং-স্কার আন্দো-লন ১২ দফা দাবিতে তৃতীয় দিনেও অ-টল জনতার অবস্থান

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবিতে “স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন, নলছিটি” ব্যানারে সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ একযোগে অবস্থান কর্মসূচি পালন করছে। গত ৬ অক্টোবর (সোমবার) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আজ ৮ অক্টোবর (বুধবার) পর্যন্ত তৃতীয় দিন চলছে। শুরুতে দশ দফা দাবি থাকলেও জনতার প্রত্যাশায় আন্দোলনটি এখন ১২ দফায় রূপ নিয়েছে।

    এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় নলছিটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, প্রায় দুই লক্ষ মানুষের চিকিৎসা দায়িত্বে থাকা ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই নানান সমস্যায় জর্জরিত। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অচলাবস্থা এবং পরিষেবায় গাফিলতির কারণে এলাকাবাসীর অসন্তোষ চরমে উঠেছে।

    আন্দোলনকারীরা জানান, গত তিন দিনে তাদের দাবি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন এবং ঝালকাঠি জেলার সিভিল সার্জনের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে। কর্মকর্তারা বেশ কয়েকটি দাবি বাস্তবায়নের মৌখিক আশ্বাস দিলেও আন্দোলনকারীরা লিখিত রূপরেখা না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

    দাবিগুলোর মধ্যে রয়েছে—
    ১. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব শূন্যপদে এমবিবিএস চিকিৎসক দ্রুত পদায়ন।
    ২. অপারেশন থিয়েটার চালু ও সপ্তাহে অন্তত তিন দিন সিজারিয়ান সেকশন পরিচালনা।
    ৩. বিকল আলট্রাসনোগ্রাম মেশিন মেরামত বা নতুন মেশিন বরাদ্দ প্রদান।
    ৪. পুরনো মডেলের পরিবর্তে নতুন ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন।
    ৫. রক্ত পরিসঞ্চালন ব্যবস্থা চালু ও ডেঙ্গু, টাইফয়েড, লিপিড প্রোফাইলসহ পূর্ণাঙ্গ প্যাথলজি টেস্ট চালু।
    ৬. রক্তের ক্লাব অনুমোদন ও হাসপাতালের রুম বরাদ্দ প্রদান।
    ৭. লোডশেডিং মোকাবেলায় বিকল্প বিদ্যুৎ বা সোলার পাওয়ার সিস্টেম স্থাপন।
    ৮. অচল পানির ফিল্টার সচল করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা।
    ৯. নার্স ও ল্যাব টেকনোলজিস্টের শূন্যপদ দ্রুত পূরণ।
    ১০. হাসপাতালের জন্য প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা।
    ১১. হাসপাতালের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও স্যানিটেশন ব্যবস্থা জোরদার করা।
    ১২. সব দাবি বাস্তবায়নের জন্য লিখিত রূপরেখা ও সময়সূচি প্রকাশ।

    আন্দোলনকারীরা বলেন,

    “আমরা নলছিটির দুই লক্ষ মানুষের স্বাস্থ্য অধিকার রক্ষায় মাঠে নেমেছি। মৌখিক প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।”

    তারা আরও বলেন, স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা এবং সংবাদ প্রচার আন্দোলনকে আরও বেগবান করেছে, এজন্য তারা আন্তরিক কৃতজ্ঞতা জানান।

  • মুরাদনগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বি-তরণ

    মুরাদনগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বি-তরণ

    মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লার মুরাদনগরে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেলে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে কবি নজরুল মিনার প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

    সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খাঁন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।