Author: desk

  • মহেশপুরে পানিতে ডু-বে শিশুর মৃ-ত্যু

    মহেশপুরে পানিতে ডু-বে শিশুর মৃ-ত্যু

    শহিদুল ইসলাম,

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ১০ অক্টোবর দুপুরে বাড়ীর পাশের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ইয়াকিম (৭) নামে এক শিশুর মৃ*/ত্যু হয়েছে! (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
    ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির সেজিয়া তাল বাগান পাড়া গ্রামে। সে ঐ গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তার এমন মৃ-/ত্যু তে পরিবার ও এলাকা জুড়ে বইছে শোকের মাতম বইছে
    সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআ’লা যেনো তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন।

  • তরুণদের ক-ণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দা-বি বিশ্ব মঞ্চে

    তরুণদের ক-ণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দা-বি বিশ্ব মঞ্চে

    মো.খাইরুল ইসলাম মুন্না।।

    জলবায়ু পরিবর্তনের স্থানীয় সমস্যা ও দাবিগুলোকে বৈশ্বিক নীতিনির্ধারণের আলোচনায় তুলে ধরার উদ্দেশ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য ফ্ল্যা ‘Voices of Climate: Our Climate, Our Future’। এই কার্যক্রমের আয়োজন করে জাগো ফাউন্ডেশন-এর যুব শাখা ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলা টিম।

    শুক্রবার বিকাল ৫টায় বরিশাল শহরের প্রাণকেন্দ্র চৌমাথা লেকপাড়ে আয়োজিত এই ফ্ল্যাশমবটি ছিল ‘Voices of Climate’ ক্যাম্পেইনের অংশ, যা ব্রাজিলে আসন্ন COP-30 সম্মেলনে বাংলাদেশের তরুণদের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার বৃহত্তর উদ্যোগের একটি অংশ।
    ফ্ল্যাশমবে অংশগ্রহণকারী তরুণরা সৃজনশীল পরিবেশনা, বার্তা ও প্রতীকী কর্মকাণ্ডের মাধ্যমে জলবায়ু সংকট, স্থানীয় সমস্যা ও টেকসই সমাধানের দাবি প্রকাশ করেন। সাধারণ মানুষের ভিড়ে তরুণদের এ উদ্ভাবনী প্রচারণা ব্যাপক সাড়া তোলে।
    ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি সুমন রহমান বলেন, “বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিদিন জলবায়ু সংকটের প্রভাব অনুভব করছেন, কিন্তু তাদের কণ্ঠস্বর সচরাচর আন্তর্জাতিক পরিসরে পৌঁছায় না। আমাদের এই ফ্ল্যাশমবের উদ্দেশ্য ছিল সেই গল্পগুলোকে জীবন্তভাবে উপস্থাপন করা, যাতে বিশ্বনেতারা তরুণদের বার্তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।”

    জাতীয় পর্যায়ে ক্যাম্পেইনের প্রভাব ‘Voices of Climate: Our Climate, Our Future’ ক্যাম্পেইনটি দেশের আটটি বিভাগের ১৬টি যুব নেতৃত্বাধীন সংগঠনের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। ফ্ল্যাশমবের পাশাপাশি ক্যাম্পেইনের আওতায় ১১২টিরও বেশি শিক্ষামূলক ভিডিও তৈরি হচ্ছে, যা জলবায়ু পরিবর্তন ও আচরণগত পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে।

    সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হিসেবে তরুণদের সম্মিলিত দাবি ও সুপারিশসমূহকে একত্র করে একটি বিশেষ ‘Climate Capsule’ তৈরি করা হবে, যা COP-30-এ বাংলাদেশের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

    এই ক্যাম্পেইনে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘Gildan’ সহযোগী হিসেবে এবং ‘একশনএইড বাংলাদেশ’ নলেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

    সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণদের এমন সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতামূলক উদ্যোগ বাংলাদেশের পরিবেশ আন্দোলনকে আরও গতিশীল করে তুলবে এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিকে শক্তিশালী করবে।

  • ময়মনসিংহে জামায়াতে যোগ দিলেন  বিএনপি স-মর্থিত কয়েকজন আইনজীবী

    ময়মনসিংহে জামায়াতে যোগ দিলেন বিএনপি স-মর্থিত কয়েকজন আইনজীবী

    ময়মনসিংহ প্রতিনিধি

    ময়মনসিংহের বিএনপির ত্যাগী কয়েকজন নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এদের মধ্যে একজন গৌরীপুর উপজেলা বিএনপির
    যুগ্ন আহ্বায়ক-২।

    বৃহস্পতিবার (৯অক্টোবর) ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ময়মনসিংহ বার ইউনিট কর্তৃক আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ক সেমিনারে আনুষ্ঠানিক ভাবে তিনি বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
    ময়মনসিংহ আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীগণের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মহানগর জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ মহানগর এর আমীর, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল এ তথ্য নিশ্চিত করেছেন।

    জামায়াতে যোগ দেওয়া ওই বিএনপি নেতার নাম
    অ্যাডভোকেট আব্দুস সুবাহান সুলতান। তিনি
    গৌরীপুর উপজেলা ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সদস্য,গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক (২য়), পেশায় একজন সিনিয়র আইনজীবি।
    বিগত সময়ে আওয়ামী বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় তিনি বহু অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন। এলাকায় তিনি ত্যাগী নেতা হিসেবেই পরিচিত।

    এডভোকেট সাকিন মোঃ শহিদুল্লাহর সঞ্চালনায় এডভোকেট এ.কে.এম আমানউল্লাহ বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো এডভোকেট আমিনুল ইসলাম, এডভোকেট শামিম হাসান, এডভোকেট মিজানুর রহমান সহ বেশ কয়েকজন আইনজীবীরাও যোগদান করেছেন।

    নতুন যোগদানের পর তাদেরকে ফুল দিয়ে বরন করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ। নতুন যোগদানকৃত সদস্যগণ তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা ময়মনসিংহে আইনজীবীদের অধিকার, বিচার প্রার্থীদের সেবা নিশ্চিত, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের ভুমিকা রাখার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার এটিএম সারোয়ার হোসেন , মহানগর জামায়াত এর বায়তুল মাল সেক্রেটারি গোলাম মহসিন খান সহ ল’ইয়ার্স কাউন্সিল, ময়মনসিংহ ইউনিট এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সদ্য সাবেক বিএনপি নেতা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সুবাহান সুলতান বলেন, ‘আমি অনেক চিন্তা-ভাবনা করে স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। বিএনপির সকল পর্যায় থেকে লিখিতভাবে ইস্তফা দিয়েছি। কারও প্রতি কোনও বিদ্বেষ কিংবা মনোমালিন্য থেকে বিএনপি বাদ দেইনি। নেতা হতে নয়, জেনে বুঝে ভালো লাগা থেকে জামায়াতে যোগ দিয়েছি। এখন থেকে জামায়াতের সঙ্গেই থাকতে চাই।’

    মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সুবাহান সুলতান
    কয়েকদিন আগে থেকে জামায়াতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় আমরা তাকে আগে সেখান থেকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেই। তিনি ইস্তফা দিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।’

    বিএনপি থেকে এসে জামায়াতে নেতৃত্ব পাওয়া নিয়ে প্রশ্নে মাওলানা এমরুল বলেন, ‘প্রশ্নই আসে না। জামায়াতে যোগ দিলেই নেতা হওয়া যায় না। এখানে কর্মী হতে হলে নিয়মিত নামাজ আদায়সহ সিলেবাসভুক্ত বই পড়তে হয়, ব্যক্তিগত রিপোর্ট রাখতে হয়। ব্যক্তিগত মানোন্নয়নসহ সাংগঠনিক নিয়মকানুন মেনে যোগ্যতা প্রমাণ করতে হয়। নেতৃত্বের যোগ্যতা তৈরি হলে তখনই নেতা হতে পারবেন, অন্যথায় নয়।
    অ্যাডভোকেট আব্দুস সুবাহান সুলতান সব জেনে বুঝে জামায়াতে যোগ দিয়েছেন।’

    যোগদানকারী সদস্যরা জানান, আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠা, বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত এবং ইনসাফনির্ভর রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন তারা।

    ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল আরো বলেন, তারা যে লক্ষ্য নিয়ে এসেছেন– ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা, আইনজীবীদের অধিকার নিশ্চিত করা এবং বিচারপ্রার্থী মানুষের পাশে থাকা– এই লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামী সবসময় আপসহীন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, তাদের মতো জ্যেষ্ঠ ও বিজ্ঞ পেশাজীবীদের যুক্ত হওয়া আমাদের এই সংগ্রামকে আরও শক্তিশালী ও বেগবান করবে।’

    ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বলেন, ‘বিষয়টি আমার ভালো করে জানা নেই। তবে যারা যোগদান করেছে বলে শুনেছি, তারা বিএনপিতে গুরুত্বপূর্ণ কোনো পদে ছিলেন না। ৫ আগস্টের পরে তারা হয়তো বিএনপিতে সুবিধা নিতে চেয়েছিলেন। ব্যক্তিগত সুবিধা না পেয়ে তারা হয়তো জামায়াতে চলে গেছেন।’

  • বাংলাদেশে জুলাই জাতীয় স-নদ স্বাক্ষর হবে ১৫ অক্টোবর-২০২৫

    বাংলাদেশে জুলাই জাতীয় স-নদ স্বাক্ষর হবে ১৫ অক্টোবর-২০২৫

    হেলাল শেখঃ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামী (১৫ অক্টোবর ২০২৫ইং) অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান।

    অনুষ্ঠানটি নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের ঐকমত্য কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

    কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানিয়েছেন, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

    সভায় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে পাওয়া প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়। আশা করা হচ্ছে, এই বিশ্লেষণের ভিত্তিতে খুব শিগগিরই বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ তৈরি করা হবে এবং চূড়ান্তকৃত সনদ সরকারের কাছে পাঠানো হবে।

    বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও ঐকমত্য গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সভায় উপস্থিত ছিলেন আরও অনেকেই।

  • বিএনপি বিশ্বা-স করে রাজনীতি মানে ক্ষ-মতা  প্রতিযোগিতা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো- সোবাহান

    বিএনপি বিশ্বা-স করে রাজনীতি মানে ক্ষ-মতা প্রতিযোগিতা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো- সোবাহান

    কে এম সোহেব জুয়েল :

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের পাশে থাকে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমরা সবাই একই ঁ অংশ। বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান এক হয়ে লড়াই করেছে। ৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা একসঙ্গে ছিলাম। আজও সেই ঐক্যের ধারাবাহিকতায় আমাদের সবাইকে কাজ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যেন সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি। ১/১১ মত ভয়াবহ দুর্যোগ পরিস্হিতিতেও আপনাদের ফেলে চলে যাই নাই অবিরাম আপনাদেরকে নিয়েই মাঠে কাজ করে গেছি। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারন করে কাজ করে গেছি। এছারাও আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকবো তার আগৈলঝাড়ার নির্বাচনি এলাকার এক অনুষ্ঠানে এসব কথা বলেন , বি এন পির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

  • গৌরনদীতে কলেজ ছাত্রকে ব-লাৎকার মাম-লার প্রধান আ-সামিকে গ্রে-প্তার করেছে র‌্যাব

    গৌরনদীতে কলেজ ছাত্রকে ব-লাৎকার মাম-লার প্রধান আ-সামিকে গ্রে-প্তার করেছে র‌্যাব

    কে এম সোয়েব জুয়েল।
    গৌরনদী প্রতিবেদক।
    বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে (১৭) বলাৎকার করার অভিযোগে গৌরনদী মডেল থানায় দায়ের করা মামলার প্রধান আসামি কিং মাসুদকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার র‌্যাব সদস্যরা বরিশাল কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ওই দিন রাতে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত কিং মাসুদ কলেজ ছাত্র বলাৎকার মামলার প্রধান আসামি। মাসুদ সরদার ওরফে কিং মাসুদ খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে ও নিজেও বিএনপির স্থানীয় নেতা। ভিকটিম মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

    খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য কিং মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে মডেল একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ভিকটিম কলেজ ছাত্রের বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বুধবার ভোর রাতে প্রধান আসামির সহযোগী মো. নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি কিং মাসুদ ইতালী প্রবাসী খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য পলাতক ছিল।

    এজাহার সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত খঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য কিং মাসুদ সরদার প্রথমে ফেসবুকে মেসেজ দিয়ে মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র (১৭)র সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরবর্তীতে মাসুদের পরিকল্পনা মোতাবেক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিমের সহপাঠী ইমন সরদার কৌশল অবলম্বন করে কলেজ ছাত্রকে গৌরনদী উপজেলার সমরসিংহ বাজারে একটি দোকানের সামনে ডেকে নিয়ে যায় এবং মোবাইল ফোনে কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেন। এরপর মাসুদের সহযোগী ইমন কলেজ ছাত্রকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায় এবং সেখান থেকে হাঁটা পথে অন্যএকটি চায়ের দোকানে নিয়ে গিয়ে চা পান করায়। সেখানে কিং মাসুদ উপস্থিত হয়ে চায়ের বিল পরিশোধ করে। চা পানের পর কিং মাসুদ তার সহযোগী ইমনের সহায়তায় ভিকটিমকে মাসুদের আরেক সহযোগী নিলয় আহম্মেদের বসত ঘরের পেছনে বারান্দায় নিয়ে আটকে জোর পূর্বক বলৎকার করে। কলেজ ছাত্র অভিযোগ করে বলেন, বিএনপি নেতা কিং মাসুদ তার দুই সহযোগী ইমন ও নিলয়ের সহায়তায় আমাকে নিলয়ের ঘরে আটকে রেখে বিবস্ত্র করে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে আমাকে জোরপূর্বক বলৎকার করেছে। খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য কিং মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে মডেল একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ভিকটিম কলেজ ছাত্রের বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

    বলৎকারের শিকার কলেজ ছাত্রর বাবা মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, নিলয় ও ইমনের সহায়তায় কিং মাসুদ আমার কলেজছাত্র পুত্রকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর বিবস্ত্র করে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক যৌনসঙ্গমে বাধ্য করা হয় এবং এতে তার শরীরে আঘাত লাগে। শারীরিক নির্যাতনের পর আসামি কিং মাসুদ ঘটনাটি কাউকে না জানানোর জন্য ছেলেকে নানা ধরনের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে বাড়ি ফিরে কলেজ ছাত্র অসুস্থ হয়ে পড়লে আমরা বিষয়টি অবগত হই এবং থানায় মামলা দায়েরে করি।
    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে কিং মাসুদকে প্রধান আসামিসহ তিন জনকে আসামি করে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার এজাহারনামীয় আসামি বাড়ির মালিক নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি কিং মাসুদ পলাতক ছিল। বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা বৃহস্পতিবার বরিশাল কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে রাতে থানায় সোপর্দ করেছে। আজ তাকে আদালতে প্রেরন করা হবে। মামলার অপর আসামি ইমন সরদারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। স্থানীয়রা জানান, ইতালী প্রবাসী মাসুদ সরদার ওরফে কিং মাসুদ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নিজ এলাকায় আসেন। পরবর্তীতে তিনি (মাসুদ) ইতালী প্রবাসী বিএনপি নেতা দাবি করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার ছবি সম্মিলিত ব্যানার ও পোস্টারের মাধ্যমে এলাকায় বিএনপির ব্যাপক প্রভাব বিস্তার করে নানান অপকর্মে লিপ্ত হন।

  • মাত্র ১৬ মাসে পবিত্র কোরআন মুখস্থ, হাফেজ শিহাবকে রাজকীয় বিদায়

    মাত্র ১৬ মাসে পবিত্র কোরআন মুখস্থ, হাফেজ শিহাবকে রাজকীয় বিদায়

    পঞ্চগড় জেলা প্রতিনিধি।।
    মাত্র ১৬ মাসে পবিত্র কোরআনুল কারিম মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছে পঞ্চগড়ের শাহরিয়া প্রধান শিহাব (১১)। তার এই অসাধারণ অর্জনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকার হলি কোরআন নুরানী কিন্ডারগার্টেন মাদরাসায় অনুষ্ঠিত হয় এক আবেগঘন ও বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। মাদরাসার পক্ষ থেকে তাকে দেওয়া হয় রাজকীয় বিদায়, যা এলাকাজুড়ে আনন্দ-উল্লাসের সৃষ্টি করেছে।

    শিহাব পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নালাগছ গ্রামের মনিরুজ্জামান প্রধানের ছেলে।

    মাদরাসা সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে শিহাব ওই মাদরাসায় ভর্তি হয়। নিয়মিত পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের যত্নে মাত্র ১৬ মাসের মধ্যেই সে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হয়। তার এই অসাধারণ সাফল্যে শিক্ষক, সহপাঠী ও অভিভাবক সবাই মুগ্ধ ও গর্বিত।

    শিহাবের এই কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে মাদরাসার উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা ও দোয়া মাহফিলের। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করা হয় তাকে। শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’, ‘আহলান সাহলান মারহাবা মারহাবা’ স্লোগানে প্রকম্পিত করে তোলে মাদরাসার প্রাঙ্গণ।

    পরে এক সুসজ্জিত মাইক্রোবাসে তাকে বসিয়ে মোটরসাইকেল বহরের মধ্য দিয়ে রাজকীয় সম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় মাদরাসা থেকে মাইক্রোবাস উঠার মুহূর্ত পর্যন্ত দুই পাশে সারিবদ্ধ হয়ে শিক্ষার্থীরা তাকে বিদায় জানায়।

    অনুষ্ঠানে শিহাবের বাবা মনিরুজ্জামান প্রধানকেও সংবর্ধনা দেওয়া হয়।

    নিজের অনুভূতি জানাতে গিয়ে শিহাব বলেন, আমাদের মাদরাসার শিক্ষকরা অনেক যত্নসহকারে পড়ান। তাদের আন্তরিকতার কারণেই আমি এত অল্প সময়ে কোরআনের হাফেজ হতে পেরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি বড় হয়ে একজন আলেম হতে চাই।

    তার বাবা মনিরুজ্জামান প্রধান বলেন, এই মাদরাসার পরিবেশ খুবই ভালো। অল্প সময়ের মধ্যে আমার ছেলে ৩০ পারা কোরআনের হাফেজ হয়েছে এটা আমাদের পরিবারের জন্য গর্বের। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সবার কাছে দোয়া চাইছি যেন সে বড় হয়ে একজন খাঁটি আলেম হতে পারে।

    মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুর রহমান বলেন, ২০২১ সালে হলি কোরআন নুরানী কিন্ডারগার্টেন মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। শিহাব শুরু থেকেই মেধাবী ও মনোযোগী ছিল। কঠোর পরিশ্রমের ফলেই সে মাত্র ১৬ মাসে কোরআনের হাফেজ হতে পেরেছে। বর্তমানে আমাদের মাদরাসায় নুরানী বিভাগে ২২০ জন এবং হেফজ বিভাগে ২৫ জন শিক্ষার্থী রয়েছে।

  • সাংবাদিক নির্যা-তনের বিরু-দ্ধে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের অবস্থান

    সাংবাদিক নির্যা-তনের বিরু-দ্ধে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের অবস্থান

    স্টাফ রিপোর্টারঃ
    সাংবাদিকদের উপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলার প্রবণতা দিন দিন বাড়ছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের মুখোমুখি হতে হচ্ছে নানা ধরনের হুমকি, চাপ ও সহিংসতার। এই পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে সাংবাদিক সংগঠনগুলো।

    ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এসব বিষয়ে শুরু থেকেই সোচ্চার ভূমিকা পালন করছে। সংগঠনটি সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে, আইনি সহায়তা প্রদান করছে এবং ন্যায়বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।

    এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। যখন একজন সাংবাদিক সত্য প্রকাশের জন্য নিপীড়নের শিকার হন, তখন সেটা শুধুমাত্র একজন ব্যক্তির ওপর হামলা নয়, সেটা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা।

    এ ছাড়াও তিনি বলেন, আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি, এবং থাকব। সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা, হামলা কিংবা যেকোনো হয়রানির বিরুদ্ধে আমরা আইনগত ও সামাজিকভাবে রুখে দাঁড়াবো। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা বিধান করা হোক।

    ইতিমধ্যে সংগঠনটি বেশ কয়েকটি ঘটনায় নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তাদের অধিকার রক্ষার চেষ্টা করেছে।

    সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ দায়িত্ব কেবল সংগঠনের নয়, বরং রাষ্ট্র, প্রশাসন ও সাধারণ মানুষেরও। সাংবাদিক ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মতো সংগঠনগুলো সাংবাদিকদের অধিকার রক্ষায় যে ভূমিকা রাখছে, তা সত্য প্রকাশে উৎসাহী সাংবাদিকদের সাহস জোগাবে।

  • ত্রিশালে রায়েরগ্রাম শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডহক ক-মিটির সভাপতি হলেন পিআইও শহীদ উল্লাহ

    ত্রিশালে রায়েরগ্রাম শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডহক ক-মিটির সভাপতি হলেন পিআইও শহীদ উল্লাহ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ত্রিশালে রায়েরগ্রাম শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ।

    বুধবার (৮অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করেন।

    এডহক কমিটি গঠন সংক্রান্ত বোর্ডের আদেশে বলা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং- ৮১/আইন/২০২৪-এর ৬৪ (১) ধারা অনুযায়ী এ কমিটি গঠিত হয়েছে। কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে আগামী ৩০/১১/২০২৫ ইং তারিখ পর্যন্ত বলবৎ থাকবে, এবং এই সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

    এডহক কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোহাম্মদ শহীদ উল্লাহ , সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক
    মোঃ ছাইফুল ইসলাম, সাধারণ শিক্ষক সদস্য-মুহাম্মদ ফজলুল হক, অভিভাবক সদস্য-আসাদুজ্জামান।

    এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, রায়েরগ্রাম শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি বিশাল দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করার পাশাপাশি তিনি তাকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিযুক্ত করায়,ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান। একই সাথে রায়েরগ্রাম শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধন্যবাদ জানান সুন্দর একটি কমিটি গঠনে সচেষ্ট হয়ে কাজ করার জন্য। তিনি বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবক,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ,সম্মানিত শিক্ষকগণের ও সংশ্লিষ্ট সকলের একান্ত সহযোগিতা কামনা করে সকলের সহযোগিতায় বিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি ,শৃংখলা ,নিয়মানুবর্তিতা,সদ্যবহার ইত্যাদি পুনর্জাগরণ সৃষ্টি করাই তার লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান তিনি।

  • পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের ১২ ঘণ্টায় প্রসূতির মৃ-ত্যু

    পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের ১২ ঘণ্টায় প্রসূতির মৃ-ত্যু

    পঞ্চগড় জেলা প্রতিনিধি:
    পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম সন্তান জন্মের মাত্র ১২ ঘণ্টা ঘণ্টায় বাইশ বছর বয়সী কৃষ্ণা রানী নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতি, ডাক্তার না থাকা এবং জরুরী অবস্থায় পর্যাপ্ত সেবা প্রদানে অক্ষমতার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

    প্রসূতি কৃষ্ণা রানী দেবীডুবা ইউনিয়নের প্রেমবাজার এলাকার ধর্ম নারায়ণের স্ত্রী। ৪ বছর আগে তাদের বিয়ে হয়। দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতু টোল পাড় সংলগ্ন দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কৃষ্ণার সিজারিয়ান অপারেশন হয়।

    জানা গেছে, কৃষ্ণা রানীর আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। গর্ভকালীন তেমন কোন জটিলতা ছিল না। গতকাল (০৯ অক্টোবর) সিজারের জন্য তাকে দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর বিকাল ৩টার পরে অপারেশন থিয়েটারে নেওয়া হয় প্রসূতি মা কে। সিজারিয়ান অপারেশনটি সম্পন্ন করেন ডা: শিখা মনি।

    অপারেশনের মাধ্যমে কৃষ্ণা কন্যা সন্তানের জন্ম দেন। অপারেশনের পরে বেডে স্থানান্তরের পর থেকেই শারীরিক জটিলতা দেখা দেয়। রাত ২টা পর্যন্ত ক্লিনিকে রাখা হয় তাকে, এরপর রংপুরে নেওয়ার পথে নীলফামারীতে পৌঁছানোর পরেই তিনি মারা যান।

    কৃষ্ণা রানীর শাশুড়ী কনিকা রায় বলেন, বউমাকে বেডে দেওয়ার পর থেকে বুক ছটফট করছে এবং পায়ে ব্যাথার কথা বলতে থাকে। আমি বারবার ক্লিনিকে জানানোর পরও ডাক্তার আসেননি। শুধু নার্স এসে দেখে যাচ্ছিলেন। আর স্যালাইন ইঞ্জেকশন চলছিল।

    কনিকা রায় আরো বলেন, বউমার সন্তান হচ্ছে না দেখে গত তিন বছর কত জায়গায় যে চিকিৎসা করিয়েছি। আমার বউমার মতো মেয়ে হয়না। এখন নাতনি আছে কিন্তু আমার বউমা নেই। সার্জারির পরে অস্বাভাবিক ভাবে পেট ফুলে উঠেছিল বলেও জানান তিনি।

    কৃষ্ণা রানীর স্বামী ধর্ম নারায়ণ বলেন, আমার স্ত্রীর বিয়ের আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা ছিল। তবে গুরুতর কোন শারীরিক জটিলতা ছিল না। কাল পরীক্ষানিরীক্ষার পর ডাক্তার বলে রক্ত স্বল্পতা আছে। পরে রক্ত’ও জোগাড় করি। সিজারের পর থেকে বউ সমস্যার কথা বলছিল। রাতে অবস্থা বেশি অবনতি হওয়ায় রংপুরে নেওয়ার পথে নীলফামারী পৌঁছানোর পর বউ মারা যায়।

    এইদিকে সকালে সরেজমিন কৃষ্ণার শ্বশুর বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা যায়। সন্তান রেখে অল্প বয়সে মৃত্যুর বিষয়টি কেউ মেনে নিতে পারছেন না। স্থানীয়দের অভিযোগ, কৃষ্ণার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল জেনেও ডাক্তার আসেননি আবার তাকে দ্রুত রংপুর কিংবা দিনাজপুরেও রেফার্ড করা হয়নি। কেন ক্লিনিক কর্তৃপক্ষ এতক্ষণ সময় নিলেন।

    এই বিষয়ে দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক শহিদুল ইসলাম বাবুল মুঠোফোনে বলেন, বিকেলে ক্লিনিকে আসেন। সাক্ষাতে সব বলব।

    এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন ধর বলেন, আমি নিজেই ওই ক্লিনিকে গিয়ে বিষয়টি দেখব।

    সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি শুনিনি। আমি ওখানকার লোকাল অথোরিটিকে বলে প্রতিবেদন জমা দিতে বলব।

    উল্লেখ্য, এর আগেও একই ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া অন্তত তিনটি নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছিল।