Author: desk

  • রাজশাহী ১ আসনে বি/ভেদ ভুলে একাট্টা বিএনপির নেতাকর্মীরা

    রাজশাহী ১ আসনে বি/ভেদ ভুলে একাট্টা বিএনপির নেতাকর্মীরা

    গোদাগাড়ী ( রাজশাহী ) উপজেলা সংবাদাদাতাঃ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে দলীয় সাংগঠনিক শক্তি কয়েকগুণ বৃদ্ধি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জেতাতে বিএনপির সাবেক ও বর্তমান নেতারা ঐকবদ্ধ হচ্ছেন। বিভেদ ভুলে রাজশাহী ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিনর সঙ্গে তৃণমূলের সব নেতা জোট বেঁধে রেকর্ড গড়েছেন। তারেক রহমানের কঠোর বার্তায় নেতাদের একাট্টা হওয়ার বিষয়টি ভোটের সমীকরণ বদলে দিতেছে।
    গোদাগাড়ী উপজেলা সদরে এলাকার দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ মতবিনিময় সভায় জোট বেঁধে উপস্থিত হন জনপ্রিয় নেতারা। শুক্রবার সাকালে ব্যারিঃ মাহাফুজুর রহমান মিলনের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। ব্যারিষ্টার মিলন নিজে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি নিজেই সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

    রাজশাহী ১ আসনের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপির ধানের শীষ প্রতীককে জেতাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।
    দলের প্রার্থীকে সমর্থন দিয়ে জোট বাঁধেন রাজশাহী জেলা বিএনপির ও উপজেলা, গোদাগাড়ী পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ।

    বিএনপির নেতা সাবেক প্যানেল মেয়র মোঃ মাহাবুবুর রহমান বিপ্লব বলেন, গোদাগাড়ী তানোরের উন্নযন মূলত ব্যারিষ্টার আমিনুল হক ভাইয়ের হাত ধরে শুরু হয়। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রায়ত ব্যারি. মোঃ আমিনুল হকের ব্যাপক জনপ্রিয়তা, ধানের শীষ এবং প্রার্থীর ক্লিন ইমেজে রাজশাহী ১ আসনেই বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ । বিপুল পরিমাণ ভোটে রেকর্ড গড়বেন তারেক রহমান। তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী।

    রাজশাহী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিন বলেন, গোদাগাড়ী – তানোরের মাটি বিএনপি, ধানের শীষ তথা ব্যারিষ্টার আমিনুল হকের শক্তিশালী ঘাঁটি। আমরা সবাই এক থাকলে আমাদের তথা ধানের শীষের বিজয় নিশ্চিত।

    এ দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

    ৯ জানুয়ারি শুক্রবার মাটিকাটা
    ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।

    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
    সিনিয়র এডভোকেট, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক
    ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন
    গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন বাবু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিলিপ, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক অরণ্য কুসুম, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্তিন বিদ্যুৎ প্রমূখ।
    এদিন কর্মসূচিতে উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকগণ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অতীতের সকল ভেদাভেদ ও মতপার্থক্যের অবসান ঘটিয়ে
    সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী,রাজশাহী।

  • আশুলিয়ায় সরকারি আইন অ/মান্য করে প্রকাশ্যে গরু জবাই ও মাংস বিক্রি-নিরব ভুমিকায় প্রশাসন

    আশুলিয়ায় সরকারি আইন অ/মান্য করে প্রকাশ্যে গরু জবাই ও মাংস বিক্রি-নিরব ভুমিকায় প্রশাসন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় সরকারি আইন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাট-বাজার ছাড়াও বিভিন্ন স্থানে প্রকাশ্যে গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। একই সঙ্গে কিছু কসাইয়ের বিরুদ্ধে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগও পাওয়া গেছে।

    শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬ ইং) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, আশুলিয়ার জামগড়া, কাঠগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গরু জবাই করে মাংস বিক্রি করছেন এক শ্রেণীর কসাই। অভিযোগ রয়েছে, এসব কসাই কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই এবং নির্ধারিত কসাইখানা ব্যবহার না করে যেখানে-সেখানে পশু জবাই করছেন।

    স্থানীয়দের অভিযোগ, জবাইকৃত মাংস প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। অপরদিকে বাজারের দোকানগুলোতে একই মাংস ৭৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। এতে ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি জনস্বাস্থ্যও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।

    অভিযোগ উঠেছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরব ভূমিকা পালন করছেন। নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা না করায় কসাইরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে দাবি স্থানীয়দের।

    এ বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, অবৈধ জবাই বন্ধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আজমল হোসেন।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ এ মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রূলী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার ও কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া, সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, সহকারী রিটার্নিং অফিসার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সহকারী রিটার্নিং অফিসার ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, সহকারী রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, মুকসুদপুর উপজেলা (ভূমি) সহকারী কমিশনার মোহাম্মদ আবুল হাছনাত, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) অনিরুদ্ধ দেব রায়, সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, ইশতিয়াক মাহমুদ, ফারদী খান প্রিন্স, এ, কে, এম, ফয়েজুল বারী, মোহাম্মদ নাজমুল হক স্বপন সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নৌকার ঘাঁটি খ্যাত গোপালগঞ্জ – ২ আসন দখলে নিতে গনফোরামের প্রার্থী ভোটারদের মন জয়ে ব্যস্ত

    নৌকার ঘাঁটি খ্যাত গোপালগঞ্জ – ২ আসন দখলে নিতে গনফোরামের প্রার্থী ভোটারদের মন জয়ে ব্যস্ত

    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজ-খবর নেওয়া ও কুশলাদি বিনিময় করছেন গোপালগঞ্জ-২ আসন থেকে গণফোরাম মনোনীত উদীয়মান সূর্য প্রতীকের কান্ডারী এমপি
    প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজ।

    নৌকার ঘাঁটি খ্যাত গোপালগঞ্জ- ২ আসন দখলে মরিয়া গণফোরাম মনোনীত প্রার্থী শাহ মফিজ।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই গোপালগঞ্জ-২ আসনের পৌরসভার বেশ কয়েকটি মহল্লা, নিচুপাড়া, আমেনা স্কুল, কমিশনার রোড হয়ে মোহাম্মদপাড়া বাগচী বাড়ি মোড় হয়ে পাচুরিয়া নিউ মার্কেট পর্যন্ত কয়েক শত ভোটারের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে ভোটারদের খোঁজখবর নিচ্ছেন। এ সময় ভোটারদের মন জয় করতে ব্যস্ত থাকতে দেখা যায় এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজকে।

    এ সময় তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনের জন্য গনফোরামের সাথে থাকা দেশের সকল নাগরিকের দায়িত্ব। গণফোরাম মনোনীত প্রার্থী শাহ মফিজ ক্ষমতায় গেলে, এই আসনটির মানুষ তাদের মৌলিক অধিকার থেকে আর বঞ্চিত হবেন না। অন্যায় থাকবে না। মানুষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে আর পহয়রানি করতে পারবে না বলেও কথা দেন এই প্রার্থী।

    এমপি প্রার্থীর সাথে থাকা কর্মী ও সমর্থকেরা আশাবাদ ব্যক্ত করেন, দেশের এই সংকটাপন্ন অবস্থায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় গণকফোরাম মনোনীত উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজকে বিজয়ী করার লক্ষ্যে সবাই একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে প্রতীক বরাদ্দের পর জনগণকে সাথে নিয়ে গণফোরাম ঘোষিত নির্বাচনী ইশতেহার জনগণের মাঝে তুলে ধরে উদীয়মান সূর্য মার্কার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চালাবেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজ।

  • গোপালগঞ্জে জীবিত মা’কে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ সন্তানের বিরু/দ্ধে

    গোপালগঞ্জে জীবিত মা’কে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ সন্তানের বিরু/দ্ধে

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে বৃদ্ধ মা গান্ধারী মন্ডল (৭০) মৃত দেখিয়ে ওয়ারিশন সনদ তৈরি করে জমি বিক্রি করে দিলো কুলাঙ্গার সন্তান নির্মল মন্ডল৷ এ জাল জালিয়াতির মুল হোতা তার সহযোগি ১৩৩ নং দীঘারকুল দক্ষিণ ঘোষগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিত বিশ্বাস।

    এ ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে নিজের সন্তান নির্মল মন্ডল ও তার সহযোগী অমিত বিশ্বাসকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী মা গান্ধারী মন্ডল। নিজেকে জীবিত দেখাতে অসহায়ের মত আদালত পাড়ায় ঘুরছে ওই বৃদ্ধ মা।

    রঘুনাথপুর এলাকার একাধিক ব্যাক্তি নাম না প্রকাশের শর্তে বলেন, শিক্ষক অমিত বিশ্বাস একজন ধুরন্ধর ব্যক্তি। সে জমিজমার কাগজপত্র জাল জালিয়াতির মাস্টার। ওই মাস্টারই নির্মলের মা’কে মৃত দেখিয়ে ওয়ারিশন সনদ তৈরি করে জমিজমা লিখে নিয়েছে।

    অসহায় বৃদ্ধ মা গান্ধারী মন্ডল বলেন, আমার স্বামী নিমাই মন্ডল মারা যাওয়ার পর থেকে ওই শিক্ষক অমিত বিশ্বাসের নজর পরে আমার স্বামীর রেখে যাওয়ার ভিটা ও জায়গা জমির উপর। তারপর থেকেই আমার কুলাঙ্গার ছেলে নির্মল মন্ডলকে নানা কুপরামর্শ দিতে থাকে ওয়ারিশন সনদ তৈরি করে আমার ছেলের নামে জমি নামজারি করে সকল জমি বাড়ি র বসতভিটা দলিল করে নেয় ওই শিক্ষক অমিত বিশ্বাস। এবং আমার স্বামীর বসত ভিটা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। তারপর থেকে আমার উপর নানা নির্যাতন করছে আমার ছেলে নির্মল মন্ডল ও ওই শিক্ষক অমিত বিশ্বাস। তাই এখন আমি ঠেলা গুতা খেয়ে অন্যের বাড়িতে দিন কাটাচ্ছিন।এ ঘটনার পর নিজেকে জীবিত প্রমান করতে বিজ্ঞ আদালতে মামলা করেছি।

    মায়ের মামলার পর অভিযুক্ত সন্তান নির্মল মন্ডল পালিয়ে থাকার কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার সহযোগী ঘটনার মুলহোতা শিক্ষক অমিত বিশ্বাস বলেন, এই জমি বিক্রির টাকা মা ছেলের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হচ্ছে। তার জন্যই নির্মলের মা এই মামলা করছে।কালই নির্মল তার মা’কে টাকা দিলে সব ঝামেলা মিমাংসা হয়ে যাবে।

  • পঞ্চগড়ে চেয়ারম্যানের উপস্থিতিতেই দফাদারের বিরুদ্ধে চা কারখানার জমি দখ/লের অ/ভিযোগ

    পঞ্চগড়ে চেয়ারম্যানের উপস্থিতিতেই দফাদারের বিরুদ্ধে চা কারখানার জমি দখ/লের অ/ভিযোগ

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে সরকারি দায়িত্বে নিয়োজিত দফাদারের বিরুদ্ধে চা কারখানার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ভজনপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার সেকেন্দার আলী।

    পঞ্চবর্ণ টি কোম্পানির পরিচালক নবির উদ্দিন ও স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার (০৭ জানুয়ারি) পঞ্চবর্ণ চা কোম্পানির জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিন ইউনিয়ন পরিষদে একটি শালিস বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে গ্রাম পুলিশ দফাদার সেকেন্দার আলী এবং তিনজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

    শালিস বৈঠকে চেয়ারম্যান দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। বৈঠক শেষে তিনি ঘোষণা দেন আপাতত কয়েকদিনের জন্য উক্ত জমিতে পঞ্চবর্ণ চা কোম্পানি কর্তৃপক্ষ এবং সেকেন্দার আলীর পরিবার কেউই প্রবেশ করতে পারবে না। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিষয়টির স্থায়ী সমাধান করা হবে বলে জানান তিনি।

    তবে অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের এই ঘোষণার পরপরই গ্রাম পুলিশ দফাদার সেকেন্দার আলী সরকারি পোশাক পরিহিত অবস্থায় তার পরিবারের সদস্যসহ প্রায় ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে হাতে লাঠি, সোঁটা ও দেশীয় অস্ত্রসহ চা কারখানায় হামলা চালান। তারা কারখানা কর্তৃপক্ষকে ভয়ভীতি ও হুমকি দিয়ে সরিয়ে দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং কারখানার প্রায় ১০ শতক জমিতে টিনের বেড়া দিয়ে জোরপূর্বক দখল নেন।

    এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিন উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এলাকাবাসীর অভিযোগ, পুলিশ আসার আগেই গ্রাম পুলিশ দফাদার সেকেন্দার আলী সরকারি পোশাক পরিহিত অবস্থায় টিনের বেড়া দিয়ে জমিটি নিজের দাবি করে দখলে নেন। বর্তমানে ওই জমি তার ও তার পরিবারের দখলে রয়েছে বলে স্থানীয়রা জানান।

    ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা অভিযুক্ত দফাদারের বক্তব্য নিতে ভজনপুর ইউনিয়ন পরিষদে গেলে তিনি কোনো মন্তব্য না করে প্রশ্নের মুখোমুখি না হয়ে তাৎক্ষণিকভাবে পরিষদ ত্যাগ করে পালিয়ে যান।

    এ বিষয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

    সরকারি দায়িত্বে থেকে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড জনস্বার্থ ও আইনের প্রতি চরম অবজ্ঞা বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য আইনের ঊর্ধ্বে কেউ নয়, সরকারি পরিচয় ব্যবহার করে জমি দখলের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

  • যুগ পর পঞ্চগড়ে তারেক রহমানের আগমন ব্যাপক প্রস্তুতি বিএনপির

    যুগ পর পঞ্চগড়ে তারেক রহমানের আগমন ব্যাপক প্রস্তুতি বিএনপির

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :
    দীর্ঘ ২৪ বছর পর পঞ্চগড়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জানুয়ারি দুপুর দেড়টায় তিনি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ এলাকায় বিএনপি নেতা শহীদ আরেফিনের কবর জিয়ারত করবেন।

    এরপর বিকেলে তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেবেন।
    দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে পঞ্চগড় জেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা গেছে। দোয়া মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে চিনিকল মাঠজুড়ে।

    বৃহস্পতিবার দুপুরে মাঠ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড় ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদসহ জেলা বিএনপির অন্যান্য নেতারা।

    এদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

  • সলঙ্গায় সাংবাদিকদের সাথে ওসির ম/তবিনিময়

    সলঙ্গায় সাংবাদিকদের সাথে ওসির ম/তবিনিময়

    জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    সিরাজগঞ্জের সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।আজ শুক্রবার সকাল ১০ টায় রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত সাংবাদিকবৃন্দ ওসি ইমাম জাফরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের পরিচয় পর্ব শেষ করে আলোচনা সভা শুরু হয়।সংগঠনের সভাপতি সাহেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা সলঙ্গায় অপরাধ দমনে পুলিশের ভূমিকা ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপাত্তের সত্যতা যাচাইয়ের জন্য থানা পুলিশের বক্তব্য,সাক্ষাৎকার ও সহযোগীতা আশা করেন।মত বিনিময় সভায় ওসি ইমাম জাফর তার বক্তব্যে সলঙ্গার আইন শৃঙ্খলার উন্নয়নে সততা ও নিষ্ঠার মাধ্যমে সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন বলে জানান।এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।তিনি আরও বলেন,পুলিশ ও গণমাধ্যম কর্মীরা একে অপরের পরিপূরক।উভয়ে মিলে কাজ করলে সমাজের অপরাধ দমন ও জন সচেতনতা বৃদ্ধি করা সহজ হয়।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ,সলঙ্গার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সমাজ থেকে অপরাধ দমনে তিনি আবারো সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ওসি (তদন্ত) মনোজিত কুমার নন্দী,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী (দৈনিক তৃতীয় মাত্রা ও নিউজ বাংলা টোয়েন্টিফোর ফোর),সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু (দৈনিক জনতা),সাংগঠনিক সম্পাদক কে.এম আল আমিন (দৈনিক বাংলাদেশ সমাচার ও চলনবিলের আলো), সহ-সভাপতি আনিসুর রহমান (দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন),সহ-সাধারণ সম্পাদক হোসেন আলী (দৈনিক ভোরের দর্পণ),মহিলা বিষয়ক সম্পাদিকা জি.এম স্বপ্না (দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক যমুনা প্রবাহ),কার্যকরী সদস্য এম.কারিকুল ইসলাম সুমন (দৈনিক মানবজমিন ও দৈনিক যমুনা প্রবাহ),কার্যকরী সদস্য সোহেল রানা (দৈনিক নয়া দিগন্ত ও স্বদেশের খবর),সদস্য আখতার হোসেন হিরন (দৈনিক মুক্ত খবর ও দৈনিক শ্যামল বাংলা),সদস্য আব্দুর রহিম (দৈনিক কলম সৈনিক) ও সদস্য সুলতান মাহমুদ (রাজধানী টিভি)।

  • সতর্কীকরণ বিজ্ঞপ্তি

    সতর্কীকরণ বিজ্ঞপ্তি

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সম্মানিত ইট ভাটার মালিক,
    কিছু অসাধু মাটি ব্যবসায়ী সরকারি খাস জমি হতে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এই ধরনের সরকারি খাস জমির মাটি কোন ইট ভাটায় না নেয়ার জন্য ইটভাটা মালিকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি।
    সেই সাথে সরকারি খাস জমির মাটি যারা কাটছে এবং বিক্রি করছে তাদের তথ্য স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেছেন,
    রায়গঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও
    রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের।

  • নলডাঙ্গায় ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহ উ/দযাপন

    নলডাঙ্গায় ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহ উ/দযাপন

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি

    নাটোরের নলডাঙ্গায় ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।
    সকাল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকাল ৩টায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ ও মননশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান এবং নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরে আলম।
    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রিয়া শিক্ষকবৃন্দ, সকল ছাএ-ছাএী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    আলোচনা পর্ব শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং তাদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করতেই এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
    উল্লেখ্য, নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নাটোরের আয়োজনে এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায়, শিক্ষা সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রচনা প্রতিযোগিতা বাংলা ইংরেজি, হাম, নাত, কেরাত, নৃত্য, উপস্থিত বক্তৃতা সহ আরও অনেক ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।