Author: desk

  • উজিরপুরে মৎস্য ক-র্মকর্তার মানবিকতায় বেঁ-চে গেলো দুই জেলের প্রা-ণ

    উজিরপুরে মৎস্য ক-র্মকর্তার মানবিকতায় বেঁ-চে গেলো দুই জেলের প্রা-ণ

    জুনায়েদ খান সিয়াম,
    উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশালের উজিরপুরে মৎস্য কর্মকর্তার দ্রুত পদক্ষেপ ও মানবিক উদ্যোগে দুই জেলের প্রাণ রক্ষা পেয়েছে।

    রবিবার ১৯ অক্টোবর দুপুর ১টার দিকে উজিরপুরের হারতা এলাকার সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে।

    জানা যায়, ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে সারা দেশে অভিযান পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে একটি দল হারতা এলাকায় অভিযান চালায়।

    অভিযানের সময় একটি ট্রলার থামানোর চেষ্টা করলে আতঙ্কিত হয়ে ট্রলারে থাকা তিন জেলের মধ্যে দুইজন নদীতে লাফ দেন। এতে মোঃ রিপন সিকদার (৩৮), পিতা আনোয়ার সিকদার এবং সজল মজুমদার (২৯), পিতা শুভাষ মজুমদার— উভয়েই মসজিদবাড়ি, সৈয়দকাঠী, বানারীপাড়া, বরিশাল এলাকার বাসিন্দা— গুরুতর আহত হন।

    প্রত্যক্ষদর্শীদের মতে, রিপন সিকদার নদীতে লাফ দেওয়ার সময় নিজের ট্রলারের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে পেটের অংশে মারাত্মক জখম হন। অপর জেলে সজল মজুমদারও পালানোর সময় আহত হন।

    তাৎক্ষণিকভাবে মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার তার সঙ্গীয় কর্মচারী ও ফোর্সের সহায়তায় আহত দুই জেলেকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত রিপন ও সজল চিকিৎসাধীন রয়েছেন।

    উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, “আমাদের লক্ষ্য কাউকে ক্ষতি করা নয়, বরং ইলিশ সংরক্ষণ ও নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ করা। আহত জেলেদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো ছিল মানবিক দায়িত্ব।”

    তার এই মানবিক ও দ্রুত পদক্ষেপের কারণে দুই জেলের প্রাণ রক্ষা পাওয়ায় স্থানীয়রা প্রশংসা করেছেন। তারা বলেন, অভিযানের সময়ও মৎস্য কর্মকর্তার যে মানবিকতা ও দায়িত্ববোধ তিনি দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।

  • BGKC এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাধারণ জ্ঞান ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা- ২০২৫

    BGKC এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাধারণ জ্ঞান ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা- ২০২৫

    মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাধারণ জ্ঞানভিত্তিক বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার একমাত্র আয়োজক Bangladesh General Knowledge Club আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বীতিয় জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও ছোটদের সহজ ইসলামিক কুইজ প্রতিযোগিতা- ২০২৫। এবারের প্রতিযোগিতায় সহযোগিতা করবেন আমান সিমেন্ট,আল আরাফাহ ইসলামী ব্যাংক,ইসলামী ব্যাংক ও একুশে টিভি। অংশগ্রহণকারী সকলের মাঝে থাকবে অংশগ্রহণমূলক সার্টিফিকেট। এবারে সর্বমোট পুরস্কার ৫৫০ টি থাকছে। অনলাইন পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০ ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার ।

    পুরস্কার সমূহতে থাকছে বাছাই পর্ব উত্তীর্ণকারী প্রতি গ্রুপ থেকে ১২৫ জন করে মোট ৪ × ১২৫ = ৫০০ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান।

    এরপর থাকছে ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (অফলাইন) ২৫ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার। মাইলস্টোন কলেজ স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ি উত্তরা ঢাকায় অনুষ্ঠিত হবে।

    পুরস্কার সমূহে থাকছে চূড়ান্ত পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫০ জনকে ক্রেস্ট সার্টিফিকেট ও অন্যান্য গিফট প্রদান করা হবে।

    গ্রুপ বিভাজনে থাকছে Group A ৩য়-৫ম শ্রেণি (ছোটদের সহজ ইসলামিক কুইজ)। Group B ৬ষ্ঠ – ৮ম শ্রেণি (সাধারণ জ্ঞান কুইজ)।Group C ৯ম – দ্বাদশ শ্রেণি (সাধারণ জ্ঞান কুইজ)। Group D দ্বাদশ শ্রেণির ঊর্ধ্বে (সাধারণ জ্ঞান কুইজ)।

    নিচের লিঙ্ক থেকে “১ম জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার” অনুষ্ঠানের স্বল্প সংখ্যক ছবি দেখা যাবে
    Link:https://drive.google.com/drive/folders/1wlkPrHnXfqJc0xTDdMulYAXj8WiYTB3q?usp=sharing

    প্রাথমিক বাছাইপর্ব অনলাইনে Atm Quiz app (android) এর মাধ্যমে হবে। সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, সময়, নমুনা প্রশ্নপত্র ইত্যাদি সবকিছু অ্যাপ থেকে জানা যাবে। নিচে অ্যাপের লিঙ্ক দিয়ে দেওয়া হলো।
    App Link: https://atmquiz.com/app

    নিচের লিঙ্ক থেকে অ্যাপ এ রেজিস্ট্রেশন পদ্ধতি দেখা যাবে :-
    Link:https://drive.google.com/file/d/1Q7cMi5mRnZYxC7F66w_ItuX4LjnOr2Nm/view?usp=drivesdk

    পরীক্ষার ফি: ১০০ টাকা মাত্র। তবে app টি আপনার একজন বন্ধুর মাঝে রেফারেল কোডের মাধ্যমে শেয়ার করে প্রতি শেয়ারের জন্য ১০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন। এভাবে শুধু ফ্রিতে পরীক্ষা নয় আগামী বছরের পরীক্ষার জন্যেও টাকা জমা রেখে দিতে পারেন। app থেকে competition – এ অংশগ্রহণের সময় যেকোনো বিকাশ নম্বর থেকে ১৯ ডিসেম্বর,২০২৫ শুক্রবার রাত ১২ টা পর্যন্ত ফি প্রদান করতে পারবেন।

    নিচের লিঙ্ক থেকে অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পেমেন্ট সিস্টেম দেখা যাবে—–
    Link:https://drive.google.com/file/d/1u8tc0X_fNud7zVbpQKIlqXh57-YLwtSR/view?usp=drivesdk

    নিচের লিঙ্ক থেকে অধ্যক্ষ/ প্রধান শিক্ষক মহোদয়ের নিকট পাঠানো প্রতিযোগিতা সম্পর্কিত বিজ্ঞপ্তি এবং ক্লাবের ঠিকানা ও ফোন নাম্বার দেখে নিতে পারবে।
    Link:https://drive.google.com/file/d/1eLX4s3lrWLqUkKQDmUAvcfOt4eOpNuFc/view?usp=sharing

    প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ফাইনাল রাউন্ডের জন্য মাইলস্টোন কলেজের লোকেশন নিচের লিংক থেকে দেখা যাবে
    Link: https://share.google/ea2sONivMbV2b7Jy5

    নিচে “Bangladesh General Knowledge Club” এর ফেসবুক লিংকে ক্লিক করুন:-

    https://www.facebook.com/reel/2749191562139069/?app=fbl

  • রহমতপুরে অবশেষে শুরু হলো দীর্ঘদিনের প্র-তীক্ষিত রাস্তা নির্মাণ কাজ

    রহমতপুরে অবশেষে শুরু হলো দীর্ঘদিনের প্র-তীক্ষিত রাস্তা নির্মাণ কাজ

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

    বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের প্রায় ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও রহমতপুর ব্রিজ থেকে রহমতপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার উন্নয়নের কাজ দীর্ঘদিন আলোর মুখ দেখেনি। এতে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছিল।

    অবশেষে বহুদিনের সেই দুর্ভোগ কাটাতে শুরু হয়েছে আরসিসি ঢালাই দিয়ে রাস্তা নির্মাণের কাজ। বর্তমানে রাস্তার দুই পাশে গাঁথনির কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয়দের মতে, এই রাস্তা সম্পূর্ণ হলে তাদের দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরবে এবং এলাকার যোগাযোগব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন।

  • বাড়িভাড়া ৫ শতাংশ প্র-ত্যাখ্যান, শিক্ষকদের আ-ন্দোলন চলবে, ভূ-খা মিছিলে পুলিশের বা-ধা

    বাড়িভাড়া ৫ শতাংশ প্র-ত্যাখ্যান, শিক্ষকদের আ-ন্দোলন চলবে, ভূ-খা মিছিলে পুলিশের বা-ধা

    মোঃ হায়দার আলীঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বাবদ ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাক্ষাণ করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।  

    রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের চিঠির সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

    তিনি বলেন, বাড়িভাড়াসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কর্মসূচি অব্যাহত থাকবে।

    প্রসঙ্গত, ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপণের দাবিতে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাব এবং ১৩ অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা।

    বাড়িভাড়া নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া অর্থ বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগের সম্মতি প্রদান চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়া হলো।

    চিঠিতে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেগুলো হলো–

    ক. ওই বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে।

    খ. ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে।

    গ. বর্ণিত ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীরা কোনও বকেয়া প্রাপ্য হবেন না।

    ঘ. ভাতা দেওয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।

    ঙ. এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনও অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ ওই অনিয়মের জন্য দায়ি থাকবেন।

    চ. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও-এর ৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে।

    এর আগে আজ রবিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, চলমান আন্দোলন ও শিক্ষকদের দাবি-দাওয়াসহ সার্বিক বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলাপ-আলোচনা হয়।

    তিনি শিক্ষক আন্দোলনে বিএনপির প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস দেন। ভুখা মিছিলে লক্ষাধিক শিক্ষক কর্মচারী। এ ধরনে প্রজ্ঞাপনকে শিক্ষকগন বলছেন যে লাউ সেই কদু। বেসরকারি শিক্ষকদের সাথে বার বার প্রতারণা করা হয়েছে যা অব্যাহতভাবে চলছে। 

    ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার  দাবী মেনে নিয়ে প্রজ্ঞাপণ জারী করার আহ্বান জানান শিক্ষক নেতৃবৃন্দ। তা না হলে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে।

    মোঃ হায়দার আলী 

    নিজস্ব প্রতিবেদক।।

  • “বাদুরের মাং-স খায় নারীরা”শিরোনামে সংবাদ প্রকাশের প্র-তিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ‎

    “বাদুরের মাং-স খায় নারীরা”শিরোনামে সংবাদ প্রকাশের প্র-তিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ‎

    ‎সুনামগঞ্জ প্রতিনিধি  :
    ‎সুনামগঞ্জের দিরাই রফিনগর ইউনিয়নের খাগাউড়া গ্রামের নারীরা বাদুরের মাংস খায় উল্লেখ করে সুনামগঞ্জ সময় টিভির প্রতিনিধি কতৃক সংবাদ প্রকাশের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    ‎শনিবার বিকেল ৪ টায় রফিনগর ইউনিয়নের খাগাউড়া গ্রামের শিব মন্দিররে পাশে  খাগাউড়া
    ‎কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২য় বারের মত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এর আগের দিনও প্রকাশিত  সংবাদের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ই অক্টোবর২০২৫ ইং রোজ( শনিবার) বিকেল ৪টায়
    ‎ গীতিকার সুরকার মুকুল আচার্য এর সভাপতিত্বে ও সত্য তালুকদারের সঞ্চালনায়  বক্তব্য রাখেন রফিনগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার, রফিনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক অমরেন্দ্র বিশ্বাস, পঞ্চায়েতের বিচারক নিখিল তালুকদার, দ্বিজেন্দ্র মজুমদার, ভুপেন্দ্র তালুকদার,  নিখিল তালুকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হৃদি রঞ্জন তালুকদার, মুক্তি যোদ্ধা দেবেন্দ্র তালুকদার, গীতিকার সুরকার মুকুল আচার্য, শিক্ষক পরিমল তালুদার,শিক্ষক প্রণয় তালুকদার, উপেন্দ্র তালুকদার, রফিনগর ইউনিয়নের পরিষদের বর্তমান মহিলা সংরক্ষিত সদস্য দুলালী তালুকদারসহ আশপাশের ৩ গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষেরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন রপিনগর ইউনিয়ন একটি ঐতিহ্য বাহী ইউনিয়ন। যে ইউনিয়নে ৪৭ জন মুক্তি যোদ্ধা রশেছেন,,অনেক সুনামধন্যকারী শিক্ষক রয়েছেন। যে ইউনিয়নে রয়েছেন ইচ্ছ ডিগ্রি  অর্জনকারী লোকেরা সেই গ্রামের মানুষ বাদুরের মাংস খায়  এমন তথ্য মিথ্যা ও বিত্তিহীন।  এই ইউনিয়নে শত বছর ধরে খাগাওরা গ্রামে একটি শিব মন্দির রয়েছে যার চারপাশে বড় বড় উচু গাছ রয়েছে, যেই গাছে কলা বাদুরের ঝাঁক থাকে দিনের বেলায় তা দেখা যায়।  এর মানে এই নয় যে গ্রামবাসী কলা বাদুরের মাংস খায় ? যা সময় টিভিতে উদেশ্য প্রনোদিত ভাবে  হয় প্রতিপন্ন করার জন্য? গ্রামের মানুষকে  দেশবাসীর কাছে ছোট করার জন্য? মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয় বলে মানব বন্ধনে বক্তরা জানান। এছাড়াও  মানব বন্ধনে বক্তারা  সময় টিভির ঐ কাল্পনিক সংবাদের  প্রতিবাদ জানিয়ে   সঠিক সংবাদ প্রকাশের জন্য জেলা অন্যান্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সময় টিভির   কতৃ’পক্ষ পুণরায় বিবৃতি দিয়ে সত্য সংবাদ প্রকাশ করবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন শতাধিক গ্রামবাসী। জানা যায় কয়েকদিন আগে সময় টিভির সংবাদে “ঔষধ হিসেবে বাদুরের মাংস খান নারীরা “শিরোনামে একটি ভিডিও নিউজ আপলোড হয়, যা রফিনগর ইউনিয়নের খাগাওরা গ্রামের নারীদের উদ্দেশ্য করে মানহানিকর একটি নিউজ করা হয়েছে এমনটাই ধারনা গ্রামের সকলের। শুধু তাই নয় সময় টিভির জেলা প্রতিনিধির শশুর বাড়ির আঙ্গীনায় বড় বড় গাছে বাদুরের ঝাঁক দেখা গেলেও বাদুরের মাংস খান গ্রামের মানুষ এমনটির সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। বরং এটি একটি হাস্যকর সংবাদ ছাড়া আর কিছুই নয়? সময় টিভির  মত সুনামধন্য একটি প্রতিষ্ঠান সঠিক তথ্য না জেনে তাড়াহুড়ো ভাবে এমন সংবাদ প্রকাশ করেছেন দেখে হতভঙ্গ হয়েছেন সুশীল সমাজের লোকজন। তাছাড়া সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডঃ জসিম উদ্দিন বলেছেন বাদুরের মাংস খেলে নানান ক্ষতিকর ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি? কিন্তু সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে গত ১০ বছরেও বাদুরের মাংস খাওয়া রোগীর দেখা বা সন্ধান মেলেনি বলেও দাবী করেন মানব বন্ধনে উপস্থিত জনতা। যার কারনে সময় টিভির প্রকাশিত  সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদেই এই মানব বন্ধন করেন তারা। গ্রামবাসীর দাবী দ্রুত সময়ের মধ্যে সময় টিভির পেইজ থেকে ঐ সংবাদ ডিলেট করে সংশোধনীয় সংবাদ প্রকাশের দাবী জানান তারা, অন্যতায় সময় টিভির প্রতিনিধির বিরুদ্ধে  কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলেও হুশিয়ারি দেন উপস্তিত মানব বন্ধনে বক্তারা ।###

  • ঝালকাঠিতে যুবদলের উদ্যোগে সড়কের দুপাশের জ-ঙ্গল পরিস্কার

    ঝালকাঠিতে যুবদলের উদ্যোগে সড়কের দুপাশের জ-ঙ্গল পরিস্কার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠিতে যুবদলের উদ্যোগে সড়কের দুপাশের জঙ্গল পরিস্কার করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) নলছিটি উপজেলার পৌর যুবদলের উদ্যোগে নলছিটি দপদপিয়া সড়কের বিভিন্ন জায়গায় সড়কের পাশে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

    এসময় তারা বলেন, আগামী ২৭ শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নলছিটি পৌর যুবদলের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে এবং এই পরিছন্নতা অভিযান চলমান থাকবে। ।

    নলছিটি পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির তালুকদার, যুগ্ম আহ্বায়ক সোহাগ মুন্সি,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম রাজীব, যুবদল নেতা আসিফ তালুকদার, রাসেল হাওলাদার, কামরুল তালুকদার, ইব্রাহিম হাওলাদার, শামীম মল্লিক, জলিল মল্লিক, ফোরকান গাজী, সৈকত হোসেন, শাকিল, রুবেল, শিপন,পৌর ও ওয়ার্ড যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের জনসম্পৃক্ততা বাড়াতে মোরেলগঞ্জে বিএনপির কর্মীসভা অ-নুষ্ঠিত

    আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের জনসম্পৃক্ততা বাড়াতে মোরেলগঞ্জে বিএনপির কর্মীসভা অ-নুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রতীকে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে “কর্মীসভা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন মোরেলগঞ্জ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ কর্মীসভার আয়োজন করা হয়।মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সামাদ হোসেন ফকির, ফকির রাসেল আল ইসলাম, মাসুদ খান চুন্নু, বিএনপি নেতা খান আতাউর রহমান,খ,ম বদিউজ্জামান বদি, আব্বাস মুন্সি, মতিউর রহমান বাচ্চু, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা পারভীন হ্যাপীসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতীক “ধানের শীষ”কে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।
    এসময় প্রজেক্টরের মাধ্যমে রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়, যা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগায়।
    সভায় প্রধান অতিথির বক্তব্যে শিপন বলেন, “আমরা দলের মধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা করবো। বিএনপি কোনো দুর্নীতিবাজের কাছে মাথা নত করবে না।” তিনি আরও বলেন, “আমরা সবসময় জনগণের পাশে আছি এবং রাজনৈতিক পরিস্থিতির যে কোনো পরিবর্তনকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করবো।
    সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা ধানের শীষের পক্ষে মাঠ পর্যায়ে কার্যকর প্রচার-প্রচারণা জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম।

  • চারঘাটে জেন্ডার ও জলবায়ু ন্যা-য়বিচার বিষয়ক ওরিয়েন্টেশন

    চারঘাটে জেন্ডার ও জলবায়ু ন্যা-য়বিচার বিষয়ক ওরিয়েন্টেশন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প আওয়াতায় (১৯অক্টোবর) রবিবার সকালে সভা কক্ষ, উপজেলা কৃষি কার্যালয় চারঘাট লোকমোর্চা ও সিএএফ আয়োজনে উন্নয়ন, জেন্ডার অন্তর্ভূক্তি এবং জলবায়ু ন্যায়বিচার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা সমন্বয়কারী অনন্যা রানী দাস এর সঞ্চালনায় চারঘাট উপজেলার লোকমোর্চা কমিটির সভাপতি বজ্রহরি দাস এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসকো ফাউন্ডেশন (গেটকা) প্রকল্পের জেলা সমন্বয়কারী মদন দাস।

    এসময় বক্তব্য দেন লোকমোর্চা কমিটির সাধারণ সদস্য ইউনুস আলি, সদস্য সাবেক কাউন্সিলর আজাদ আলী,প্রজেক্ট এ্যাসিন্টেড সেলিম রেজা, নুসরাত জাহান নিশিতা, সাজেদুল ইসলাম, ষষ্ঠি পাহাড়িয়া, জুবায়ের ইসলাম ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ সিএএফ সদস্যবৃন্দ ২৫ জন অংশগ্রহণ করেন।

    বক্তারা বলেন, জলবায়ু ন্যায়্যতা ও ন্যায়বিচার সর্ম্পকে বিভিন্ন দিক নিদের্শনা নিয়ে আলোচনা করা হয় ও সকল সদস্যবৃন্দের একসাথে কাজ করার আহবান জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমা-বেশ ও আলোচনা সভা

    গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমা-বেশ ও আলোচনা সভা

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে শুক্রবার (১৭ই অক্টোবর) সাতপাড়, আদর্শলিপি বেদে পল্লীতে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও সর্পদংশন চিকিৎসা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ শরীফুননেছা।
    ভিডিও কলে যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম।

    অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আদর্শলিপি বেদেপল্লীর প্রতিষ্ঠাতা সভাপতি দিলশাদুল হক শিমুল। এছাড়াও বেদে পল্লীর বেদে সর্দার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন।

    বক্তারা সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী করণীয় সম্পর্কে বিষদ আলোচনা করেন। এছাড়া, চলমান টাইফয়েড টিকার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, বেদে সমাজ দেশের আর দশটা সমাজ থেকে পিছিয়ে রয়েছে। তাদের ভিতরে সচেতনতা কম। এ জন্য বেদে পল্লীর বাচ্চারা বিভিন্ন টিকা থেকে বঞ্চিত হয়। এখন থেকে তারা যেন যথাসময়ে সব ধরণের টিকা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বক্তারা বাল্য বিবাহ, যৌতুক, মাদক ইত্যাদির কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

  • গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতির বিরু-দ্ধে ভু-ক্তভোগী শিক্ষক পরিবারের সংবা-দ সম্মেলন

    গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতির বিরু-দ্ধে ভু-ক্তভোগী শিক্ষক পরিবারের সংবা-দ সম্মেলন

    কে এম সাইফুর রহমান।।
    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অসুস্থ শিক্ষক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি, স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, বাড়ি দখলের হুমকি ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জ এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী।

    আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী অভিযোগ করেন, সিকদার শহিদুল ইসলাম লেলিন কয়েক দফায় তাদের পরিবারকে ভয়ভীতি দেখিয়েছেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাহাবুব মুন্সী ও তার পরিবারের সদস্যরা সিকদার শহিদুল ইসলাম লেলিনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও ন্যায়বিচারের আবেদন জানান।

    এ সময় অপর ভুক্তভোগী শিক্ষক মাহাবুব মুন্সীর স্ত্রীর আপন বোন ডাঃ তানিয়া সহ অন্যান্য বোনদের উপর হামলার বর্ণনা দেন এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় নেওয়ার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে শিক্ষক মাহাবুব মুন্সীর স্ত্রী লিরা আক্তারের আপন বোন ডাঃ সোনিয়া আক্তার মুনমুন, ডাঃ তানিয়া আক্তার, সহকারী শিক্ষক এসমোতারা ডলি যারা সিকদার শহিদুল ইসলাম লেলিন ও তার সহযোগী কর্তৃক হামলার শিকার হয়ে বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান। এ সংক্রান্তে তারা গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন এবং জীবনের নিরাপত্তা ও আইনী সহায়তা পেতে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার ও সদর থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে গণমাধ্যমকে জানান। 

    উল্লেখ্য, প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছেন এবং বিগত ২০২৩ সালে ভারতের ফরটিস হাসপাতাল থেকে কিডনি প্রতিস্থাপন করেছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে বেশ দুর্বল অবস্থায় রয়েছেন।