আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনকে বিএনপির নীতিনির্ধারণী মহল সবুজ সঙ্কেত দিয়েছেন বলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রচার রয়েছে।এদিকে এমন প্রচারণার পর পরই শরিফ উদ্দিনবিরোধী শিবিরের চোখমুখে হতাশার করুণ চিত্র ফুটে উঠেছে। আবার কেউ মাঠ ছাড়তে বাধ্য হয়েছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরোদমে প্রস্তুতি বিএনপিতে। চলছে কয়েক দফা বাছাই শেষে এবার চূড়ান্ত প্রার্থীর খোঁজে দলটি। সূত্র জানায়, চলতি অক্টোবর মাসেই ২০০ আসনে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা হবে। আর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর কাছে ইতোমধ্যে প্রার্থীর তালিকা চেয়েছে বিএনপি। সমমনা দলগুলোও তাদের প্রার্থীর তালিকা বিএনপির কাছে হস্তান্তর করেছে। বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা আশা করছেন, যাচাইবাছাই শেষে আগামী মাসেই সব আসনে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারবে বিএনপি।বিএনপি এবার মুল ধারার আদর্শিক ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন প্রার্থীদের প্রাধান্য দেবে। রাজশাহী-১ আসনে মুল ধারার আদর্শিক, পরিচ্ছন্ন ও বিতর্কমুক্ত ব্যক্তি ইমেজ সম্পন্ন নেতৃত্ব হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
এদিকে রাজশাহী-১ ভিআইপি এই সংসদীয় আসনে এবারো ভিআইপি প্রার্থী হিসেবে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারকে সবুজ সঙ্কেত দেয়া হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন বইছে ।ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের মনোনয়ন নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।
সম্প্রতি বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমন ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়া হবে তৃণমূলে যার জনপ্রিয়তা রয়েছে। যার দ্বারা এলাকা ও সাধারণ মানুষের উন্নয়ন সম্ভব, যার সাংগঠনিক দক্ষতা রয়েছে,যিনি রাজনৈতিক দুরদর্শিতা সম্পন্ন নেতৃত্ব, যিনি এলাকা ও সাধারণ মানুষের ভাগ্যেন্নয়ন নিয়ে চিন্তা-ভাবনা এবং রাজনীতি করেন, যিনি সর্বদায় তৃণমুলের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন, আপদবিপদে পাশে দাঁড়ান এমন কর্মী ও জনবান্ধব নেতাকে প্রাধান্য দেয়া হবে।
অন্যদিকে জুলাই বিপ্লবের পর রাজনৈতিক অঙ্গনে যাদের আবির্ভাব ঘটেছে,আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছর যারা নানা কৌশলে আওয়ামী লীগের সঙ্গে গোপণ আঁতাত করে নিজের ব্যবসা বাণিজ্য নিরাপদ ও প্রসার ঘটিয়ে মোটাতাজা হয়েছেন, দীর্ঘ ১৫ বছর যারা মাঠে ছিলেন না, কিন্ত্ত জুলাই বিপ্লবের পর খোলস পাল্টিয়ে রাতারাতি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছে ইত্যাদি তারা কোনো অবস্থাতেই মনোনয়ন পাবেন না। বিগত ১৫ বছর যাদের নাম কেউ শোনেনি তারা হঠাৎ করেই আর্বিভুত হয়েছে। এরা যদি সত্যিই বিএনপিকে ভালবাসে বা বিএনপির আদর্শিক নেতা হয়,তাহলে এতোদিন তারা কোথায় ছিলেন ? নাম প্রকাশে অনিচ্ছুক গোদাগাড়ী উপজেলা বিএনপির একাধিক জৈষ্ঠ নেতা বলেন,এখানো যারা প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের পরিচয়ে পরিচিত হয়,তারা কি বিবেচনায় আশা করেন ব্যারিস্টার পরিবারকে বঞ্চিত করে তাদের মতো কাউকে দলীয় মনোনয়ন দিবেন ?
এদিকে অভিজ্ঞ মহলের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে যেখানে বিএনপি মতাদর্শী একশ্রেণীর ব্যবসায়ী ও নেতাকে পুরুস্কৃত করা হয়েছে, সেখানে বিএনপি করার অপরাধে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনকে সময়ের আগেই বাধ্যতামুলকভাবে অবসরে পাঠানো হয়েছে। এই একটি ঘটনায় তো প্রমাণ করে বিএনপির আদর্শিক, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা কে ? আবার কারো কারো বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন ও ব্যবসা করার গুঞ্জন রয়েছে। এসব বিবেচনায় মনোনয়ন দৌড়ে অন্যদের থেকে শরিফ উদ্দিন যোজন যোজন দুরুত্বে এগিয়ে রয়েছেন।
জানা গেছে, রাজশাহী-১ আসনের
গোদাগাড়ী উপজেলায় ২টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন এবং তানোর উপজেলায় ২টি পৌরসভা ৭টি ইউনিয়নে দীর্ঘদিন ধরে শরিফ উদ্দিন পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে চলেছেন। একই সঙ্গে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী এলাকা জুড়ে লিফলেট বিতরণের মধ্যদিয়ে বিএনপির পক্ষে ব্যাপক জনগত গড়ে তুলেছেন। দলীয় নেতাকর্মীরা মনে করেন, অপ্রতিদন্দী নেতৃত্ব প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের সদস্য হিসেবে তার ভাই শরিফ উদ্দিনের মতো পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন কর্মী-জনবান্ধব নেতাকে মনোনয়ন দেয়া হলে নির্বাচনী এলাকায় দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি দুর্বৃত্তায়ন ও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রতিষ্ঠা হবে,রাজনীতিতে অবৈধ টাকা ছড়ানো বন্ধ হবে।
এবিষয়ে জানতে চাইলে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন বলেন, বিএনপির রাজনীতি ও জনগণের সঙ্গে তার পরিবার এবং তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। তার পরিবারের প্রতি জনগণের সমর্থন ও ভালোবাসায় তিনি মুগ্ধ।তিনি জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। তিনি বলেন,তাঁর লক্ষ্য এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণ।#
Author: desk
-

রাজশাহী-১ আসনে শরিফ উদ্দিনকে স-বুজ স-ঙ্কেত
-

সুজানগরে অ-গ্নি নির্বাপণ ম-হড়া, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দু-র্যোগ প্র-শমন দিবস পালিত
এম এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগরে অগ্নি-নির্বাপণ মহড়া, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় সোমবার এই কর্মসূচি পালন করা হয়।দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা একটি অগ্নি-নির্বাপণ মহড়া প্রদর্শন করেন। এতে ফায়ার সার্ভিসের কর্মিরা এলাকাবাসীকে আগুন লাগলে কি করতে হবে, ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে কিভাবে উদ্ধার করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে উপস্থিত জনতাকে প্রাথমিক ধারনা দেবার পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় করণীয়, আগুন নেভানোর কৌশল এবং জরুরি উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। মহড়াটি উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করে।এর আগে, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন ও সুজানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার বুলবুল হোসেন প্রমুখ। দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ তার বক্তব্যে বলেন,দুর্যোগ হঠাৎ করেই আসে, কিন্তু পূর্বপ্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ থাকলে এর ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। ফায়ার সার্ভিসের মহড়াটি আমাদের শিখিয়েছে কীভাবে প্রাথমিক পর্যায়ে বিপদ মোকাবিলা করতে হয়। সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো দুর্যোগ মোকাবিলা করে একটি নিরাপদ সমাজ বিনির্মাণ করতে হবে।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।। -

পূর্ব রহমতপুর থেকে ১৩ বছরের শিশু আরমান খলিফা নি-খোঁজ ১০ দিনেও স-ন্ধান মেলেনি
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ৬ নং মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর ৯ নং ওয়ার্ডের এলাকা থেকে গত ০৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে মোঃ আরমান খলিফা (বয়স ১৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছেন। আজ পর্যন্ত ১০ দিন পার হয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
নিখোঁজ আরমান খলিফার পিতার নাম মোঃ রাসেল খলিফা। তিনি পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা, থানা: বিমানবন্দর, জেলা: বরিশাল।
যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান, অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
📞 ০১৭৭৭-৫৬০০৮৩
📞 ০১৩০২-৩৫০৩৬৫
👉 পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ — আরমানকে খুঁজে পেতে আপনারা এগিয়ে আসুন। একটি তথ্যই হতে পারে তার পরিবারের জন্য আশার আলো।
-

আগামীকাল ৫৬ তম বিশ্ব মান দিবস
প্রেস বিজ্ঞপ্তি
আগামীকাল ১৪ অক্টোবর ২০২৫, ৫৬ তম বিশ‘্ব মান দিবস। ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও এর সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবস পালন করে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১৭৭ টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপনের মাধ্যমে ৫৬ তম বিশ্ব মান দিবস পালিত হতে যাচ্ছে। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘ঝযধৎবফ ঠরংরড়হ ভড়ৎ ধ ইবঃঃবৎ ডড়ৎষফ – ঝঃধহফধৎফং ভড়ৎ ঝউএং’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’। দিবসটি উপলক্ষে মহামান্য উপদেষ্টা ও শিল্প সচিব পৃথক পৃথক বাণী দিয়েছেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে জনসচেতনতায় প্রস্তুতকৃত ফেস্টুন টাঙ্গানো হয়েছে। বাংলাদেশ বেতার, রংপুর বিশ্ব মান দিবস’২০২৫ এর তাৎপর্য তুলে ধরে বিশেষ কথিকা প্রচার করবে।
রংপুরে যথাযথ মর্যাদায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ, সকাল ১০:৩০ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) জনাব মোঃ মজিদ আলী বিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ এমদাদুল হোসেন, রংপুর মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ গোলাম জাকারিয়া পিন্টু এবং রংপুর ক্যাবের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন রংপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনার মোহাম্মদ রবিউল ফয়সাল। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উপপরিচালক ও অফিসপ্রধান প্রকৌঃ মুবিন-উল-ইসলাম।
উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
-

মহেশপুরে পুরন্দরপুর মাঠে পুর্ব শ-ত্রুতার জে-র ধরে এক কৃষকের প্রায় অর্ধশত কলা গাছ কে-টে সাবাড়
শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-১৩ ই অক্টোবর সকালে প্রকাশ্যে দিবালোকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির পুরন্দরপুর কানাইডাঙ্গা মাঠে অবস্থিত পুরন্দরপুর গ্রামের দত্তরবেড় পাড়ার মৃত, আহাম্মেদ মুন্সির ছেলে সুলতান মুন্সি নামে এক কৃষকের কাঁন্দি মুখো প্রায় অর্ধশত কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে ইউপির রাখালভোগা গ্রামের মৃতঃ- পাচু খাঁর ছেলে ইউছুপ ও সোহরাব হোসেন নামের আপন সহোদর দুই ভাই। তবে কি কারণে এই কলা গাছ গুলো কাটা হয়েছে তার বিস্তারিত তেমন কিছুই জানা যায়নি।
এঘটনায় কৃষক সুলতান মৃন্সি বাদী হয়ে পাঁচু খাঁর দুই ছেলের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এবিষয়ে কৃষক সুলতান মুন্সি জানান ২০১২ – ২০১৩ ও ১৪ ইং সালে ফতেপুর ইউপির রাখালভোগা গ্রামের মৃত, পাঁচু খাঁর ৫ ছেলের নিকট থেকে পুরন্দরপুর ১নং মৌজার কানাইডাঙ্গা মাঠে ৩৬, ৩৭, ৩৪, ৩০, ৩১ ও ৩৩ দাগে সর্ব মোট ৮৮ শতক জমি ক্রয় করে দীর্ঘ ১২/১৩ বছর যাবত কোন ঝংঝাট ঝামেলা ছাড়াই ভোগ দখলে নিয়ে চাষআবাদ করে আসছি। কিন্তু প্রতিপক্ষরা আমাকে কোন কিছু না জানিয়ে হঠাৎ পাঁচু খাঁর দুই ছেলে ইউছুপ খাঁ ও সোহরাব খাঁ আমার লাগানো ফল মুখি ৩০/৪০ টি কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। যার আনুমানিক মুল্য ২৫/৩০ হাজার টাকা হবে।
এসময় পাশে থাকা কর্মজীবি মাঠের কৃষি কাজে নিয়োজিত লোকজনের বাঁধার মুখে পড়ে তাহারা পালিয়ে যেতে বাধ্য হয়। খবর পেয়ে মাঠে গিয়ে দেখি তারা আমার প্রায় অর্ধশত কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। আমি আইনের মাধ্যমে এর সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি। এঘটনায় ইউছুপ খাঁ ও সোহরাব খাঁনকে না পাওয়ায় তাদের কোন বক্তব্যই দেওয়া সম্ভব হয়নি।
-

তানোরে সুধিজনদের সঙ্গে ইউএনও’র ম-তবিনিময়
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ,শিক্ষক,জনপ্রতিনিধিসহ সুশিল সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাঈমা খান।জানা গেছে, গত ১৩ অক্টোবর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক হলরুমে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
এদিন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা,উপজেলা জমায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন,সম্পাদক ডিএম আক্কাশ,সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, চাঁন্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব আলী,সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, আমরা একটি সুন্দর তানোর উপজেলা চাই। সুশাসন যেখানে থাকবে ন্যায়বিচার থাকবে মানুষ স্বাধীনভাবে চলতে পারবে সেরকম একটি তানোর চাইলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সুন্দর তানোরের জন্য কাজ করতে হবে। আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন বলেন, স্বৈরশাসকের পতন হয়েছে। এত অন্যায় অত্যাচার খুন গুম করেছে এত লুটপাট করেছে পাপের ভার আল্লাহ সহ্য করতে পারে নাই। তাই এত ঘৃণ্যভাবে পতন হয়েছে। আমরা যারা তানোরে রাজনীতি করি সকলেই দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং জনকল্যাণে একনিষ্ঠ হয়ে কাজ করি করবো ইনশাল্লাহ। -

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যো-গ প্রশ-মন দিবস পালিত
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যৌথভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শুরুতেই এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ” সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস।
বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকৌশলী শাফিন শোয়েব, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক জিএম মিজানুর রহমান,রেডক্রিসেন্ট প্রতিনিধি ইলিয়াস শাহ, জুবায়ের আহমেদ নয়ন, এনজিও প্রতিনিধি নিউটন গোমেজ, ইমরান হোসেন, সিপিপি প্রতিনিধি ইব্রাহিম হোসেন, শিক্ষার্থী জুলকার নাইন ও ওশমী নিঝুম।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও , রেডক্রিসেন্ট, সিপিপি প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

আশুলিয়ার বগাবাড়ির শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বৈষম্য বিরো-ধী মা-মলায় গ্রে-ফতার
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বগাবাড়ি এলাকা থেকে শ্রমিক নেতা ফরিদুল ইসলামকে বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫ইং) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল। তিনি জানান, ফরিদুল ইসলামকে বৈষম্য বিরোধী আইনে দায়ের করা মামলায় গত রাতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই শ্রমিক নেতার বিরুদ্ধে পোশাক কারখানার শ্রমিকদের উসকানিমূলক বক্তব্য প্রদান, বকেয়া বেতন প্রদানের নামে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ জানায় অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না।
-

আশুলিয়ায় জামগড়া আর্মি ক্যাম্প সেনাবাহিনীর অভি-যানে ইয়া-বাসহ ২ মা-দক ব্যবসায়ী আটক
হেলাল শেখঃ গত (১২ অক্টোবর ২০২৫)ইং তারিখ রাত প্রায় ২৩.২০ ঘটিকায় আশুলিয়ার দিয়াখালী ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় জামগড়া আর্মি ক্যাম্প এবং যৌথবাহিনী কর্তৃক ইয়াবা ব্যবসার সাথে জড়িত ২ জন ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশিকালে তাদের নিকট থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, মোট ২৮,৬০০/- টাকা ইয়াবা বিক্রির অর্থসহ মানিব্যাগ, ৩টি মোবাইল ফোন (অপরাধমূলক তথ্যসহ) এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেনঃ
১. জাকির হোসেন (৩০) — পিতা: হাবিবুর রহমান, ঠিকানা: মেহেন্দীগঞ্জ, বরিশাল।
২. মোঃ আল আমিন (২৫) — পিতা: রুস্তম আলী, ঠিকানা: দৌলতপুর, খুলনা।উদ্ধারকৃত ইয়াবা, টাকা ও অন্যান্য আলামতসহ আটককৃত ব্যক্তিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যৌথ বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
-

নলছিটিতে আন্তর্জাতিক দু-র্যোগ প্রশমন দিবস পালিত
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট অগ্নিনির্বাপন মহড়ার মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লাভলী ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেডক্রিসেন্টের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই দুর্যোগ মোকাবেলা সম্ভব। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কাজে অংশগ্রহণ করতে হবে।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে এক মহড়া প্রদর্শন করেন। সাধারন মানুষকে অগ্নিনির্বাপণের পদ্ধতি শিখিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করেন।