Author: desk

  • ধুনটে একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চ-রম দু-র্ভোগে ৩০টি পরিবার

    ধুনটে একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চ-রম দু-র্ভোগে ৩০টি পরিবার

    ‎ মিজানুর রহমান মিলন ,
    স্টাফ রিপোর্টারঃ

    বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর বড়বাড়ি মহল্লায় একমাত্র চলাচলের রাস্তা মাটি কেটে বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে অন্তত ৩০টি পরিবার।

    ‎ সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় তিন বছর আগে ওই মহল্লার বাসিন্দারা নিজেদের অর্থায়নে একটি পুকুরের বালু ভরাট করে চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে মহল্লাবাসী ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন।

    ‎কিন্তু গত ১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে হেউটনগর কোদলাপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে রঞ্জু মিয়া (৪৫), মঞ্জু মিয়া (৪০), মঞ্জুর স্ত্রী শাপলা খাতুন (৩৫) ও মৃত আফজাল প্রামাণিকের ছেলে স্বপনের নেতৃত্বে ওই রাস্তাটি মাটি কেটে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

    ‎এ বিষয়ে মহল্লাবাসী আজিজার রহমান, আফিজার রহমান, মোখলেছুর রহমান, শাহিদুল ইসলাম, মিলন মিয়া, আবদুল ওহেদ, আলম মিয়া, শাহিন আলম ,তবিবুর রহমান, রায়হান আলী’সহ অনেকেই জানাতে গেলে অভিযুক্তরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এমনকি রাস্তা ভরাট করতে কেউ এগিয়ে এলে তাদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা দিয়ে হয়রানি করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

    ‎ এতে মহল্লাবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, অভিযুক্তদের দ্বারা যেকোনো ধরনের অপকর্ম সংঘটিত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

    ‎এমতাবস্থায় সংবাদপত্রের মাধ্যমে মহল্লাবাসী উক্ত রাস্তাটি পুনরায় ভরাট করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

  • বেলকুচিতে প্র-তিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ সহায়তা সামগ্রী বিতরণ

    বেলকুচিতে প্র-তিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ সহায়তা সামগ্রী বিতরণ

    জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজস্ব উন্নয়ন তহবিল ২০২৫-২৬ অর্থবছরের আওতায় গতকাল দুপুরে প্রতিবন্ধী,নারী ও যুব সমাজের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন,”প্রতিবন্ধী ও কর্মক্ষম জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। রাজস্ব উন্নয়ন তহবিলের মাধ্যমে গৃহীত এসব উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
    অনুষ্ঠানে ২০ জন জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,৫ জন কর্মক্ষম প্রতিবন্ধীর মাঝে মালামালসহ দোকান ঘর,২৫ জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন এবং যুব সমাজের ২০ জন সদস্যের মধ্যে কম্পিউটার ও ২০ জন সদস্যের মধ্যে ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন,এ ধরনের সহায়তা কার্যক্রম প্রতিবন্ধী,নারী ও যুব সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান,বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন,উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর,উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল প্রমুখ।এ ছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ,গণমাধ্যম কর্মী,উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে বিদ্যালয় গিলে খাচ্ছে রতনের অ-বৈধ ই-টভাটা; ভো-গান্তিতে শিক্ষার্থীরা

    ময়মনসিংহে বিদ্যালয় গিলে খাচ্ছে রতনের অ-বৈধ ই-টভাটা; ভো-গান্তিতে শিক্ষার্থীরা

    ময়মনসিংহ প্রতিনিধি।।
    ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ডৌহাখলা ইউনিয়নের গাজীপুরে সাব্দুল সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বুক চিড়ে গড়ে উঠেছে অনুমোদনহীন অবৈধ ইকো ব্রিকস নামক ইটভাটা। ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা, নিরব প্রশাসন।

    সরেজমিন দেখা যায়, অনুমোদনহীন অবৈধ ইটভাটার ধোঁয়া, কয়লার গুড়া ও ধুলোবালিসহ ইট বহনকারী গাড়ীর বিকট শব্দের মিশ্রনে বিদ্যালয়ের কোমোলমতি শিক্ষার্থীরা শ্রেনীকক্ষে বসে লেখাপড়া করাটাই দায় হয়ে পড়েছে।

    অভিযোগ রয়েছে, ইটভাটা মালিক চর নিলক্ষীয়া ইউনিয়নের সাবেক প্রভাবশালী চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন পেশি শক্তিবলে বিদ্যালয়ের মাঠের একাংশ অবৈধ দখলে নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগটুকুও কেড়ে নিয়েছে।

    স্থানীয় সচেতন মহলের প্রশ্ন এরা কি আসলেই চেয়ারম্যানরুপী সেবক ছিলেন? নাকি সেবক নামের জানোয়ার! সংশ্লিষ্ট কর্মকর্তারা কি খোঁজ রাখেন না? নাকি ঘুষের ঘোরে অন্ধ?

    স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা জানায়, ইটভাটার কালো ধোঁয়া, ধুলোবালি আর ইট বহনকারী গাড়ীর বিকট শব্দে ক্লাসে বসে থাকতে পারিনা, স্কুল ড্রেস একদিনের বেশি পড়তে পারিনা। আমাদের অনেক কষ্ট হয়, শ্বাস কষ্ট হয়, সর্দি-কাশি হয়।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর তাঁর বক্তব্য বলেন, আমরা শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের কি ক্লাস করাব, যেখানে আমরাই ঠিকে থাকতে পারিনা সেক্ষেত্রে এই কোমলমতি শিক্ষার্থীরা এগুলো কিভাবে সহ্য করবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কিছু বলতে হবে না, আপনারা দয়া করে একটু বসুন তাহলেই অনুভব করতে পারবেন ইটভাটার ধোঁয়া, ধুলোবালি আর ইট বহনকারী গাড়ীর বিকট শব্দে বিদ্যালয়টি যেন নরকে পরিনত হয়েছে।

    এসময় তিনি অভিযোগ করে আরও বলেন, বিদ্যালয়ের মাঠের জায়গা কেটে দখলে নিয়েছে, জায়গাটা ভরাট করে দিবে বলছে কিন্তু এখন পর্যন্ত দেয়নি। আজ আপনাদের ক্যামেরার সামনে কথা বলায় কাল থেকে এই বিদ্যালয়ে চাকুরী করতে পারব কি না আল্লাহ জানেন।

    পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মুঠোফোন রিসিভ না করলেও গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমাদের পরিবেশ আসার কথা, ইটভাটায় মোবাইল কোর্ট করলে পরিবেশের একটা প্রসিকিউশন লাগে ওনারা আসলেই বিষয়টি আমরা দেখব।

  • সমাজ থেকে মা-দক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান –  বদিউল আলম

    সমাজ থেকে মা-দক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান – বদিউল আলম

    নিজস্ব প্রতিনিধি।।
    তাউস গ্রুপের চেয়ারম্যান তরুণ শিল্প উদ্যােক্তা আলহাজ্ব মোহাম্মদ বদিউল আলম বলেছেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকাসক্ত নিরাময় করতে হবে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।
    শুক্রবার বিকালে চট্টগ্রামের পটিয়ায়
    মল্লাপাড়া রয়েল ষ্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে মরহুম পারভেজ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ৫ম বারের মতো ২য় রাউন্ড উদ্বোধনী খেলায় উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।আলহাজ্ব মোহাম্মদ বদিউল আলম আরো বলেন শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ অঞ্চলের অভিভাবকদের বলবো, আপনার ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আগামী দিনে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
    নুরুজ্জামান রয়েলের সভাপতিত্বে পরিগ্রাম মল্লাপাড়া পশ্চিম বাড়ী মাঠে অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির লিগ্যাল এইডের আহবায়ক এডভোকেট ফোরকানুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কচুয়াই ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল আমি মধু,সিদ্দিক মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক,ইউচুফ তালুকদার, আশরাফ উদ্দীন নয়ন,জাহিদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর, মোহাম্মদ রফিক, মোঃ জুয়েল, মোরশেদুল আলম,এমরান হোসেন, মোঃ শহীদ,মোঃ হোসেন,মোঃ শাফি সহ আরো অনেকেই।

  • পঞ্চগড়ে শুরু হয়েছে দুইদিন ব্যাপি ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ বি-তর্ক উৎসব

    পঞ্চগড়ে শুরু হয়েছে দুইদিন ব্যাপি ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ বি-তর্ক উৎসব

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :
    উত্তরের জেলা পঞ্চগড়ে নতুন নেতৃত্ব নির্মাণ এবং জেলার উন্নয়নে তরুণদের ভাবনা ও প্রস্তাবনা সংকলনের উদ্দেশ্যে দুইদিন ব্যাপি ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ বিতর্ক উৎসব শুরু হয়েছে। সংসদীয় আসন পঞ্চগড় ১ এর আটোয়ারী, পঞ্চগড় সদর, এবং তেঁতুলিয়া উপজেলার প্রায় ২৫০ জন বিতার্কিক এই উৎসবে যোগদান করেছেন। তারা বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এর প্রতিনিধিত্ব করছেন। সংসদীয় এই বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে অংশ নিচ্ছেন মনিরুজ্জামান প্রত্যাশা এবং বিরোধীদলিয় নেতা হিসেবে অংশ নিচ্ছেন জুই আক্তার। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন আহসানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রভাষক আশরাফুল ইসলাম রনি। ডেপুটি স্পিকার হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শারমিন সুলতানা নিশি । শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিনা পারভীন।
    জানাগেছে পঞ্চগড় ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের উদ্দিপনা এবং সহযোগীতায় এই উৎসব আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি তরুণদের মতামত ও প্রস্তাবনা সংকলন করে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করবেন। সারাদিনব্যাপি এই উৎসব অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেলে ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ শেষ হবে বলে জানিয়েছে আয়োজক কতৃপক্ষ। এই আয়োজনটির পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় রয়েছে পঞ্চগড় পাইওনিয়ারস। নলেজ পার্টনার হিসেবে থাকছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ভলান্টিয়ার পার্টনার হিসেবে থাকছে ক্রিয়েটিভ সাইন্স অলিম্পিয়াড বাংলাদেশ।

  • ইসলামী ব্যাংক সুজানগর শাখার শাখা  ব্যবস্থাপক আবুল বাশার কে বিদায় সং-বর্ধনা প্রদান

    ইসলামী ব্যাংক সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক আবুল বাশার কে বিদায় সং-বর্ধনা প্রদান

    এম এ আলিম রিপন,সুজানগর: ইসলামী ব্যাংক পি এল সি সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক আবুল বাশার কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সুজানগর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।সুজানগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সুজানগর অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার সাগর আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসন , বিদায়ী ইসলামী ব্যাংক সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক ও অফিসার্স ক্লাবের সদস্য আবুল বাশার, অফিসার্স ক্লাবের সদস্য ও সুজানগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সোনালী ব্যাংক সুজানগর শাখার ম্যানেজার অপারেশন শামসুল আলম ও ইসলামী ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন প্রমূখ । শেষে ইসলামী ব্যাংক সুজানগর শাখার বিদায়ী শাখা ব্যবস্থাপক আবুল বাশার কে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

  • সুজানগর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন আশরাফ আলী

    সুজানগর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন আশরাফ আলী

    এম এ আলিম রিপন সুজানগর : পাবনার সুজানগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। শিক্ষার গুণগত মানোন্নয়ন, সময়োপযোগী প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখায় উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার ঐতিহ্যবাহী শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আশরাফ আলী। অত্র বিদ্যালয়ে ২০০৩ সালে যোগদানের পর থেকে তিনি শিক্ষার্থীদের কিভাবে বিদ্যালয়মুখী করা যায় সে বিষয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে আশরাফ স্যারের যথেষ্ট অবদান রয়েছে। তিনি একাধারে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠের সাথে জড়িত থেকে আগামী প্রজন্মকে একটি আলোকিত সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। শ্রেষ্ঠ শিক্ষক সম্মানটুকু উনার পাওনা স্বরূপ উপজেলা প্রশাসন মূল্যায়ন করেছেন। স্থানীয়রা তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী জানান, মো: আশরাফ আলী তিনি একজন আদর্শ শিক্ষক উনার মাধ্যমে লেখাপড়ার মান আরো এগিয়ে যাবে, আমি উনার উত্তরোত্তর সমৃদ্বি কামনা করছি। এদিকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে আশরাফ আলী জানান, অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও যেন শিক্ষার্থীদের কল্যাণে ও শিক্ষার মানউন্নয়নে কাজ করে যেতে পারেন এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। উল্লেখ্য,আশরাফ আলী পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরী গ্রামের প্রয়াত আক্কেল আলী মোল্লার সন্তান।

  • সুজানগরে প্রধান শিক্ষকদের অংশগ্রহণে গণভোট বিষয়ে অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত

    সুজানগরে প্রধান শিক্ষকদের অংশগ্রহণে গণভোট বিষয়ে অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে গণভোট ও জুলাই সনদ সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয় । সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা আতাউর রহমান। সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী আবুল কালাম আজাদ, নিশীথ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর আলম, মোমিন উদ্দিন, এবিএম রফিকুল হাসান খান ও মাজহারুল ইসলাম। সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, ভোটার সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার জন্য প্রচার-প্রচারণা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তারা আরো জানান, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভোটার উপস্থিতি বৃদ্ধি ও নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি ঐতিহাসিক সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং ভোটের প্রক্রিয়া ব্যাখ্যা করতে বর্তমানে দেশজুড়ে সরকারি উদ্যোগের অংশ হিসেবে সুজানগর উপজেলায়ও এ সভা অনুষ্ঠিত হয়।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নড়াইলে যৌ-থবাহিনীর অভি-যানে অ-স্ত্র গু-লি উদ্ধার গ্রেফ-তার ৪

    নড়াইলে যৌ-থবাহিনীর অভি-যানে অ-স্ত্র গু-লি উদ্ধার গ্রেফ-তার ৪

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
    এর আগে গত বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতাররা হলেন—উপজেলার দিঘলিয়া গ্রামের মো. কামরুজ্জামান মণ্ডলের ছেলে তোফায়েল মণ্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের তবিবুর বিশ্বাসের ছেলে মো. রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরা শ্যামনগরের বইশখালি গ্রামের মৃত নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফ পিন্টু (৫০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে আমিনুর গাজী (৪৫)।
    পুলিশ জানায়, লোহাগড়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে উপজেলার দিঘলিয়া এলাকার তোফায়েল মণ্ডলের বাড়িতে রাতে অভিযান চালায়। এসময় তার দেওয়া তথ্যে বসতঘরের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত তোফায়েলকে সঙ্গে নিয়ে উপজেলার আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘের থেকে রাসেল, পিন্টু ও আমিনুর নামের তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ারগান, ৮০০ পিস গুলি, মদক, চাপাতি, দা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।
    এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আব্দুর রহমান বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশ দিঘলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে নিয়মিত মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • দুর্গাপুরে অবৈধভাবে মাটি কাটায় ফের ভেকু নি-স্ক্রীয়

    দুর্গাপুরে অবৈধভাবে মাটি কাটায় ফের ভেকু নি-স্ক্রীয়

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার অপরাধে উপজেলার
    জয়নগর ইউনিয়নের (ইউপি) আনুলিয়ার বিল এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। এ সময় ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার অপরাধে ২টি এক্সেভেটর (ভেকু) নিষ্ক্রীয় ও ৪টি ব্যাটারি জব্দ করা হয়।
    জানা গেছে,গত ১৪ জানুয়ারি বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু আনুলিয়ার বিল এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২টি ভেকু নিস্ক্রীয় ও ৪টি ব্যাটারী জব্দ করেন।
    এদিকে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। তবে পরিবহনের সুযোগ না থাকায় ২টি এস্কেভেটরটি (ভেকু) অকেজো করে দিয়েছেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু বলেন,অবৈধ পুকুর খনন ও ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে।
    এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন। #