Author: desk

  • ঝিনাইদহ চলছে শেষ আষাড়ে চৈত্রের খরা কৃষকেরকপালে চিন্তার ভাজ

    ঝিনাইদহ চলছে শেষ আষাড়ে চৈত্রের খরা কৃষকেরকপালে চিন্তার ভাজ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    আষাড় মাস শেষ, অথচ বৃষ্টি নেই। এবার ভরা আষাড়ের দেখো মেলেনি বৃষ্টির। ফলে কৃষকের কপালে চিন্তার ভাজ পড়েছে। বীজতলা দিতে না পেরে অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। আষাড় মাসের এই শেষ দিকে আগে দিনভর টিপটপ বৃষ্টি আর মাঠঘাট থৈথৈ করতো পানিতে। আর এখন ভরা আষাড়ে চৈত্রের খরায় পুড়ছে ঝিনাইদহ। গোটা জেলার কোথাও ভারি বর্ষনের দেখা মেলেনি। এ নিয়ে ঝিনাইদহ কৃষি বিভাগও শংকায় পড়েছে। মাঠঘাট পানি শুন্য। উচ্চমুল্যের ডিজেল কিনে বীজতলা তৈরী করতে হচ্ছে কৃষকদের। ফলে কাংখিত বৃষ্টি না হলে একদিকে যেমন কৃষকের সেচ খরচ বৃদ্ধি পেয়ে ধানের উৎপাদন খরচ বেড়ে যাবে, অন্যদিকে আমন ও আউস উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিতে পারে। সাধুহাটীর বংকিরা গ্রামের কৃষক আব্দুল হান্নান জানান, বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে বীজতলা তৈরী করেেত হয়েছে। এতে ব্যয় বেড়ে যাচ্ছে। কৃষক বাবলুর রহমান জানান, আউস আবাদে সম্পুরক সেচ দিতে হচ্ছে, অথচ আগে সেচ লাগতো না। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী জানান, ভরা আষাড়ে বৃষি না হওয়ায় কৃষকদের হেক্টর প্রতি খরচ বেড়ে যাবে। তাছাড়া অনেক কৃষক এখনো বীজতলা দিতে পারেনি। করণ আমন আবাদ পুরো আষাড়ের বৃষ্টির উপর নির্ভরশীল। কৃষিবিদ আজগর আলী আরো জানান, চলতি আবাদ মৌসুমে ঝিনাইদহের ৬ উপজেলায় এক লাখ ছয় হাজার ৮৩৮ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নিধর্অরণ করা হয়েছে। এছাড়া ৩৬ হাজার ৬৮০ হেক্টর জমিতে আউসের আবাদ হয়েছে। বৃষ্টি না হওয়ায় উভয় আবাদ ঝুকির মুখে পড়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • পঞ্চগড়ে মায়া ক্লিনিকে বন্ধের নির্দেশ  ও জরিমানা আদায়

    পঞ্চগড়ে মায়া ক্লিনিকে বন্ধের নির্দেশ ও জরিমানা আদায়

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশ অমান্য করে পঞ্চগড়ের দেবীগঞ্জে মায়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজারিয়ান অপারেশন চালু রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেছেন স্থানীয় প্রশাসন।

    বৃহস্পতিবার রাত ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এই সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. স্বপূর্ণ সাহা এবং দেবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

    সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার জানান, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ধারা ৮ অমান্য এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ এবং ৫৩ ধারার ব্যত্যয় ঘটায় ক্লিনিক মালিক আতাউর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, এর আগে গত ৩১ মে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. রফিকুল হাসান মায়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের নিবন্ধন না থাকায় সিজারিয়ান অপারেশন বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু কিছু দিন বন্ধ থাকার পর সিভিল সার্জনের নির্দেশ অমান্য করে কোন অনুমতি ও বৈধ কাগজ ছাড়াই পুনরায় সিজারিয়ান অপারেশন চালু করেন ক্লিনিক কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় প্রশাসন অভিযান পরিচালনা করেন।

  • নড়াইলের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি

    নড়াইলের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি। নড়াইলের মধুমতি নদীর ওপর ৬ লেনের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি। মধুমতি নদীর ওপর ৬ লেনের কালনা সেতু চালু হচ্ছে শিগগিরই। নির্মাণকাজ শেষ হয়েছে ৮৮ ভাগ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সেতুটি চালু হলে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে ১২১ কিলোমিটার। আর ২০০ কিলোমিটার কমবে ঢাকা-কলকাতা দূরত্ব।
    পুরোদমে এগিয়ে চলছে দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর বহুল কাঙ্ক্ষিত কালনা সেতুর নির্মাণকাজ। ২০২০ সালের ১৫ মে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ‘ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর আওতায় শুরু হয় সেতুর নির্মাণকাজ।
    দেশের প্রথম ৬ লেনের এ সেতুর কাজ ৮৮ ভাগ সম্পন্ন হয়েছে। ৬৯০ মিটার দীর্ঘ ও ২৭ দশমিক ১ মিটার প্রস্থের এ সেতুকে দৃষ্টিনন্দন করে তুলেছে ১৫০ মিটার স্টিলের নেলসন লসি আর্চ। সেতুর সংযোগ সড়কের কাজও শেষ। এতে স্প্যান রয়েছে ১৩টি ও গার্ডার ১৬০টি। এর মধ্যে বাকি ৮টি গার্ডার ইরাকসান এবং ৪টি স্প্যানের ডেক্সস্লাবের কাজ। এ সেতু চালু হলে কমবে দূরত্ব, সাশ্রয় হবে জ্বালানির। কালনা সেতু নড়াইল জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান জানান, পদ্মার এ পারে যতগুলো জেলা আছে, কালনা সেতু চালু হলে সবচেয়ে যে সুযোগ-সুবিধা আসবে তার মধ্যে নড়াইল জেলা অন্যতম। নড়াইলের ওপর দিয়েই প্রত্যেক দিন বিপুলসংখ্যক গাড়ি চলাচল করবে। কালনা সেতু প্রকল্পের ব্যবস্থাপক মো. আশরাফুজ্জমান বলেন, স্বল্পতম সময়ের মধ্যে যেন আমরা কালনা সেতু চালু করতে পারি। যাতে ঢাকার সঙ্গে আমাদের যশোর, নড়াইল থেকে শুরু করে কোলকাতা বা ভারতের সঙ্গে আমাদের সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় এবং এশিয়ান হাইওয়ে যে আমাদের এই কালনা নদীর দ্বারা বিচ্ছিন্ন ছিল এর মাধ্যমে যাতে সেই বিচ্ছিন্নতার অবসান ঘটে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে কালনা সেতু।

  • সভাপতি স্বপন, সম্পাদক প্রদীপ তানোরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    সভাপতি স্বপন, সম্পাদক প্রদীপ তানোরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে দীর্ঘ প্রায় ১০ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মাইনুল ইসলাম স্বপনকে সভাপতি ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
    জানা গেছে, ১৫ জুলাই শুক্রবার সকালে তানোর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে গোল্লাপাড়া ফুটবল মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও প্রথম অধিবেশন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল কুমার সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকার, বিএমডিএ”র চেয়ারম্যান বেগম আকতার জাহান ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ঠান্ডু, ডা, রোকেয়া ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁন, জাকিরুল ইসলাম সান্টু, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, সম্পাদক আব্দুর রশিদ,তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও আবুল বাসার সুজন প্রমুখ। এছাড়াও কেন্দ্র, জেলা,উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন। এদিকে জেলার ভারপ্রাপ্ত সভাাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে
    দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন সকলের মতামতের ভিত্তিতে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।

  • মহেশপুরে পিতা হত্যাকারী ছেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক

    মহেশপুরে পিতা হত্যাকারী ছেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    ঝিনাইদহের মহেশপুরে পিতা হত্যাকারী ছেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যাকারী ছেলে মফিজুল ইসলাম (৪০) কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। ১৫ই জুলাই শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত মফিজুল ইসলাম নেপা ইউপির সেজিয়া হলদিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেজেছেলে।
    মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, পিতা হত্যাকারী পলাতক আসামী মফিজুল ইসলাম পালিয়ে ভারতে চলে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে হত্যা মামলায় মফিজুলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
    উল্লেখ্যঃ জমা-জমি নিয়ে সংক্রান্ত বিরোধে নিজ বাড়ীতে আব্দুল মান্নানকে ছেলে মফিজুল ইসলাম গত বৃহস্পতিবার দুপুরে লাঠির আঘাতে খুন হয়। এ ঘটনার পর থেকেই ঘাতক ছেলে মফিজুল ইসলাম পলাতক ছিলো।

  • বর্ণাঢ্য  আয়োজনে ময়মনসিংহে বিএমএসএফ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে বিএমএসএফ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

    শুক্রবার (১৫ জুলাই) বিকেলে ময়মনসিংহ জেলা বিএমএসএফ এর আয়োজনে ঐতিহাসিক রেলওয়ে কৃষ্ণচুড়া বটতলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালী, লিফলেট বিতরণ, কেক কাটা, আলোচনা সভা ও দিনব্যাপী শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে শতাধিক
    বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।

    ময়মনসিংহ জেলার নবগঠিত বিএমএসএফ এর সভাপতি ওয়াহিদুজ্জামান আরজু সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল এর সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি
    হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারি শিখা, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় বিএমএসএফ এর সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, সহ-সভাপতি সাইদুর রহমান বাবুল প্রমূখ।

    এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক আল মিনার সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হেলাল, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার আজহারুল আলম, আজকের খবর আবুল কালাম আজাদ, ঢাকার ডাক সাইফুল ইসলাম, তথ্য প্রতিদিন সুমন ঘোষ, আজকের বাংলাদেশ সেলিম আকন্দ, বাংলা ৭১ নিহার রঞ্জন কুন্ডু, বর্তমান দিন মুখলেছুর রহমান, পারাপার খালেকুজ্জামান পারভেজ বুলবুল, অপরাধ জগত তসলিম সরকার, বিশ্ব বাংলা ভিশন দীপক চন্দ্র দে, বাংলাদেশ সমাচার আবুজর গিফারি জাফর, অপরাধ বিচিত্রা সারোয়ার কবির ফাহাদ, একুশ ৭১ আতিকুর রহমান এলিম, চ্যানেল এস আরিফুল ইসলাম হাবিব, ঈষিকা মাসুদ রানা, ৭৫ বাংলাদেশ কামরুজ্জামান কামরুল, এটিভি মোশাররফ হোসেন, এশিয়ান টিভি তাসলিমা আক্তার রত্নাা, মাটি ও মানুষ হেলেনা আক্তার, দুর্জয় বাংলা নুরুন্নাহার মুক্তি, উর্মি বাংলা আব্দুল হাকিম, সাংবাদিক আতাউর রহমান বাবুল, দীলিপ, শিমুল আহমেদ, শেখ সোহেল, নজরুল ইসলাম বাবুসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, ও অনলাইন মিডিয়া সাংবাদিক ও সুশীল সমাজের গনমাণ্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা বিএমএসএফ ঘোষিত ১৪দফা দাবী অধিকার মর্যাদা রক্ষায় সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন প্রনয়ন ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

  • চিত্রনায়ক শাকিল খাঁনের মোংলায় ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়

    চিত্রনায়ক শাকিল খাঁনের মোংলায় ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    চিত্র নায়ক শাকিল খাঁন মোংলার সাধারণ মানুষের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। তিনি শুক্রবার সকালে মোংলা পৌর শহরে এসে পৌঁছান। এরপর তিনি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে পথঘাট ও বাড়ীঘরে গিয়ে এখানকার নানা শ্রেণী পেশার লোকজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তিনি বিভিন্ন মানুষের সাথে দেখা ও কথা বলে তাদের সাথে কুশল বিনিময় করেন। চলচিত্রের নায়ক শাকিল খাঁন শুক্রবার দুপুরে বর্তমানে শারিরীকভাবে অসুস্থ সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী ইজারদারকে দেখতে তার বাড়ীতে যান এবং খোঁজ খবর নেন। শাকিল খাঁন বলেন, আমি এ এলাকায় আগেও এসেছি, এখানকার মানুষের খোঁজ খবর নিয়ে পাশে দাঁড়ানোর মত কাজ কর্মও করে আসছি। আর শুক্রবার আবারো এসেছি মুলত এখানকার মানুষদের ঈদ শুভেচ্ছা জানাতে, কুশল বিনিময় ও খোঁজ খবর নেয়ার জন্য। তিনি বলেন, আসার আরেকটি কারণ হলো এ এলাকার আওয়ামী লীগের প্রবীন নেতা ইদ্রিস আলী ইজারাদার অসুস্থ তাই তাকে দেখতে ও তার পরিবারের সাথে কুশল বিনিময় করতে এসেছি। আগামীতেও আসবো এবং এখানকার মানুষের পাশে থাকবো। তিনি বলেন, শনিবার যাবো রামপালে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করার জন্য।
    উল্লেখ্য, শাকিল খাঁন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। গেল নির্বাচনেও তিনি এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

  • তরুণীকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের হাতে এক যুবক আটক

    তরুণীকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের হাতে এক যুবক আটক

    রিদয় হোসেন(সদর জয়পুুরহাট)প্রতিনিধিঃ-

    র‍্যাব-৫ সিপিসি-৩,জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের অভিযানে জয়পুুরহাটে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে জয়পুরহাট সদর উপজেলার রসুলপুর এলাকা থেকে রায়হান কবির (৩৮) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব সদস্যরা।

    শুক্রবার(১৫ জুলাই) জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযোগ পাওয়ার পর গত রাতে র‍্যাব সদস্য অভিযান চালিয়ে অভিযুক্ত রায়হান কবিরকে আটকের পর শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত রায়হান কবির জয়পুুরহাট সদর উপজেলার কদমগাছী এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে।
    প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মাসুদ রানা জানান, অভিযুক্ত রায়হান কবির প্রায় ২ বছর আগে থেকে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতসহ একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ধারন করা অশ্লীল ছবি ভিকটিমকে দেখিয়ে ব্লাকমেইল করে দীর্ঘদিন থেকে ভিকটিমের সাথে শারিরিক সম্পর্ক স্থাপন করে। ভিকটিম রাজি না হলে ধারন করা অশ্লীল ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার জন্য হুমকি দেয় এবং ভিকটিমকে ধর্ষণ করতে থাকে।
    বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, পরবর্তীতে ভিকটিম ও তার বাবা সদর থানার অভিযোগের কপি নিয়ে বৃহস্পতিবার জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পে অভিযোগ করে। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সাহায্যে ভিকটিমকে উদ্ধারপূর্বক রায়হান কবিরকে আটক করা হয়। এ ঘটনায় জয়পুুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

  • জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    রিদয় হোসেন (সদর জয়পুরহাট) প্রতিনিধিঃ-

    জয়পুরহাটের পাঁচবিবিতে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৫ জুলাই ) সকালে জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম মানিকপাড়া গ্রামের মৃত.মোকছেদ আলীর ছেলে মাবুদ(৩৫), একই গ্রামের ছলিম মন্ডলের ছেলে ফরিদ মন্ডল(৪২)

    জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মাবুদ ও ফরিদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। উপজেলার বালিঘাটা বাজার এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। ওসি আরও জানান, আটককৃতরা অবৈধভাবে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।

  • ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে বাল্যবিবাহের হিড়িক

    ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে বাল্যবিবাহের হিড়িক

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে বাল্যবিবাহ মহামারী আকার ধারণ করেছে। জন-প্রতিনিধিদের সহযোগিতায় একের পর এক হচ্ছে বাল্যবিয়ে। সরকারী-বেসরকারী সকল উদ্যোগই যেন ভেস্তে যাচ্ছে সঠিক আইনী প্রদক্ষেপ না নেওয়ার কারণে। উপজেলা প্রশাসনকে অভিযোগ করেও মিলছে না বাল্যবিবাহ প্রতিকার।

    ১২জুলাই বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধ‌নিরাম গ্রামের নুরনবী মিয়ার কন্যা ও বড়‌ভিটা বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাথী খু‌শি খাতুনের সাথে ঘোগারকু‌টি গ্রামের সৈয়দ আলীর পুত্র ও বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাথী বুরহান আহাম্মদ স‌জিবের জোরপূর্বক বাল্যবিবাহ দেয়ার অভিযোগ রয়েছে।

    এদিকে ১৫জুলাই বড়ভিটা ইউনিয়নের কৈয়া পাড়া গ্রামের আব্দুল খা‌লেকের কন্যা ও বড়‌ভিটা বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনী ছাত্রী খা‌লেদা আক্তার খু‌শি খাতুনের সাথে বালাটারী (সু‌ফিয়ার মোড়) গ্রামের মনসুর আলীর পুত্র আব্দুর র‌শিদের বড়ভিটা ইউনিয়নের আলতাফ সেক্রেটারির বাড়িতে জোরপূর্বক বাল্যবিবাহ দেয়ার অভিযোগ রয়েছে।

    ঘোগারকু‌টি গ্রামের সৈয়দ আলী বলেন, বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর মদদে আমার বাড়িতে খু‌শি খাতুনকে নিয়ে এসে আমার পুত্রের সাথে জোরপূর্বক বাল্যবিবাহ দেন। আমি প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ করেও কোন লাভ হয়নি। বরং চেয়ারম্যান আমাকে হুমকি দিয়েছেন। বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যানের কারণে ইউনিয়নে বাল্যবিবাহের হিড়িক পড়েছে।

    কৈয়া পাড়া গ্রামের আব্দুল খা‌লেক বলেন, বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ছেলে পক্ষে সহযোগিতা করে আমার নাবালক কন্যা খু‌শি খাতুনকে বড়ভিটা ইউনিয়নের আলতাফ সেক্রেটারির বাড়িতে আটকে রেখেছে। আমরা সেখানে মেয়ে নিতে গেলে ছেলের বাবা আমাদের খুব মারধর করে তাড়িয়ে দেয়। আমরা চেয়ারম্যান সহ অপরাধের সাথে জড়িতদের বিচার চাই।

    বড়ভিটা ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, আতাউর রহমান মিন্টু চেয়ারম্যান হওয়ার পর থেকে ইউনিয়নে বাল্যবিবাহের হিড়িক পড়েছে। তার অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে হুমকি ও মারধরের শিকার হতে হয়। সংশ্নিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

    বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করে নি।

    ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বলেন, উপজেলা নির্বাহী অফিসার আমাদের মাধ্যমে মোবাইল কোট করতে পারেন।

    উপজেলা নির্বাহী অফিসার সুমদ দাস বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।