Author: desk

  • বাউফলে দেড় কেজি গাঁজা সহ আটক ১

    বাউফলে দেড় কেজি গাঁজা সহ আটক ১

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    পটুয়াখালীর বগা ফেরিঘাট থেকে দের কেজি গাঁজা সহ হাসিব নামের এক যুবককে গ্রেফতার করেছে বগা ফাড়ির তদন্ত কেন্দ্রের পুলিশ।

    পুলিশ সুত্রে, পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নতুন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম), (পিপিএম), এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ ), পটুয়াখালীর তদারকিতে শুক্রবার (০২’রা সেপ্টেম্বর-২০২২ ইং) তারিখ বাউফল থানাধীন বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই(,নিঃ) মোঃ সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ বগা ফেরিঘাট চেকপোষ্ট ডিউটি করা কালে হাসিব সরদার কে আটক করেন এবং তার নিকট হইতে দের কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    পুলিশ তথ্যমতে আটককৃত হাসিব বাউফল থানার অলিপুরা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ দেরাজ আলী সরদার, ও মাতা-শাহিদা বেগমের ছেলে।

    আটককৃত আসামির বিরুদ্ধে বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (২০১৮) এর (৩৬) মামলা করা হয়। যাহার মামলা নং-০৩, মামলাটি সারনী (১), ১৯ এর (ক) ধারায়-রুজু করা হয়েছে বলে জানান পুলিশ।

  • বেরিবাইদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

    বেরিবাইদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়ন চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট ব্যানারে বেরীবাইদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে মোটের বাজার একাদশ বনাম মাগন্তীনগর একাদশ’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২সেপ্টেম্বর) বিকেল ৪টায় বেরীবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মিসেস শান্তি সাংমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক।
    উক্ত ফাইনাল খেলায় মাগন্তীনগর একাদশ দলকে ৫/১ গোলে পরাজিত করে মোটের বাজার একাদশ বিজয়ী হয়েছে। বিজয়ীদের একটি ষাঁড় গরু এবং পরাজিত দলকে একটি ওয়ালটন কোম্পানির ফ্রীজ তুলেদেন খেলার আয়োজকসহ উপস্থিত অতিথিবৃন্দ।

  • মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ,বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে ওসি কামালের আহবান।

    মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ,বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে ওসি কামালের আহবান।

    ময়মনসিংহে জনগণের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষে মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় নগরীর শম্ভুগঞ্জ ৩২/৩৩ নং ওয়ার্ডের সীমানা কুড়ের পাড় এলাকায় নূরে মদিনা বন্ধু মহল এর আয়োজনে প্রতিবাদী ও মাদক বিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি মাদক নির্মূলে ও জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হক মন্ডল,শাহজাহান মুনিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল পেশাশ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

    এসয় ওসি শাহ কামাল আকন্দ বলেন- মাদকের ছোঁবল থেকে আমাদের প্রজন্মকে বাঁচাতে প্রতিটি পরিবার থেকে মাদক রোধের কাজ শুরু করতে হবে। সন্তানের চলাফেরার গতি লক্ষ্য করতে হবে, যেন সে মাদকে আসক্ত না হয়।

  • ১০কোটি টাকা মুল্যের খাস জমি উদ্ধার ও সেবার মান এগিয়ে নিয়ে জনতার প্রশংসায় এসিল্যান্ড।।

    ১০কোটি টাকা মুল্যের খাস জমি উদ্ধার ও সেবার মান এগিয়ে নিয়ে জনতার প্রশংসায় এসিল্যান্ড।।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ব্রক্ষপুত্র ঘেষা কাচারিঘাটে ১ একর জমির উপর গড়ে উঠা ১০-১২ টি দোকান, অফিস উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১ একর সরকারি সম্পত্তি যার বাজার মূল্য প্রায় ১০কোটি টাকা প্রভাবশালী দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে সদর জেলা প্রশাসন। ৩০শে আগস্ট (মঙ্গলবার) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা এনামুল হক এর নির্দেশে দফায় দফায় সদর উপজেলার কাচারীঘাট এলাকায় নির্বাচন কর্মকর্তাার কার্যালয়ের পিছনে অভিযান পরিচালনা করে এই সরকারি খাস জমি উদ্ধার করেন সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রটট এইচএম ইবনে মিজান।

    এ ব্যাপারে ভূমি অফিসও স্থানীয়রা জানায়, উদ্ধার হওয়া সরকারি খাস জমি বন্দোবস্ত না নিয়ে ও ভিপি জমি অবৈধ দখলে রেখে দখলদাররা সেখানে দোকান নিমার্ণসহ বিভিন্ন স্থাপনা তৈরি করে ভাড়া দিয়ে নিজেরাই আর্থিক লাভবান হয়েছে। অন্যদিকে সরকার হারিয়েছে কোটি কোটি টাকার রাজস্ব। এ ছাড়া ভিপি সম্পত্তি ১৯৮৪ সালে লিজ নেওয়ার পর থেকে এখন অবধি নবায়ন করেনি। এমনকি সরকারের লিজমানী অর্থ ও পরিশোধ করেননি। ফলে ৩৬ বছরে সরকারের রাজস্বর বেঘাত হয়েছে প্রায় কোটি টাকা।

    ময়মনসিংহ কয়েকজন সচেতন মহল জানান, এসিল্যান্ড এইচএম ইবনে মিজান জনবান্ধব ভূমি সেবা শতভাগ নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি কোটি কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করে ময়মনসিংহবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন । ইতিহাস হয়ে থাকবে এসিল্যান্ড এইচএম ইবনে মিজান এর
    কর্মকান্ড।

    সেবা গ্রহীতারা জানান, শুধু সরকারি সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে নয়, এসিল্যান্ড এইচএম ইবনে মিজান নিজের কথা না ভেবে ,নিজের পরিবারের কথা না ভেবে, জেলা প্রশাসকের নেতৃত্বে দিনরাত-রাতদিন এক করে প্ররিশ্রম করেছেন। দেশের স্বার্থে,জাতীর স্বার্থে,সমাজের স্বার্থে সকল কর্মকর্তা যদি সদরের এসিল্যান্ড এইচএম ইবনে মিজান এর মত দায়িত্ব পালন করেন তাহলে অচিরেই বঙ্গবন্ধুর সোনার বাংলায় বাংলাদেশ গড়ে উঠবে।

    জেলার সামাজিক ও রাজনৈতিক মহল মনে করছে, ময়মনসিংহে এর আগে ও সরকারের দিকনির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে অনেক এসিল্যান্ড কর্মরত ছিল। কিন্তু সরকারি সম্পত্তি উদ্ধার কিংবা জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে এত তৎপর হতে দেখা যায়নি। বর্তমান এসিল্যান্ড এইচএম ইবনে মিজান
    ভূমি অফিসকে জনবান্ধব অফিসে রুপান্তর ও শত শত একর সরকারি সম্পত্তি উদ্ধার করে জেলাজুড়ে ব্যাপক আলোচিত হয়েছেন।

    সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
    এইচএম ইবনে মিজান জানান, সরকারি স্বার্থ,সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর জেলা প্রশাসন ময়মনসিংহ । এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হক স্যারের নির্দেশনায় সদর উপজেলার যোগদানের পর থেকে বিভিন্ন প্রান্ত অভিযান পরিচালনা করা হচ্ছে।কাচারী ঘাটে সরকারের প্রায় ১একর খাস ও ভিপি সম্পত্তি যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা বেদখলমুক্ত করে সরকারের আয়ত্বে নেয়া হয়েছে।
    নগরীর গুরুত্বপূর্ণ সরকারি জাগয়া দখল করে আরো যদি কোথাও কোন চক্র দোকান অফিস গড়ে তোলে থাকে সেগুলোকে দখলমুক্ত করণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি সম্পত্তি দখলমুক্তকরণের লক্ষে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি তথ্য দিয়ে অভিযানকে সহযোগীতা করতেও ময়মনসিংহবাসীর সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন। অভিযান পরিচালনা কালে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সেলিম হাসান, পৌর নায়েব ও কোতোয়ালী থানা পুলিশ সহযোগিতা করেন।

    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া সরকারি খাস জমিতে,মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন,অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা,নদী ভাঙ্গনে সর্বসান্তদের মাঝে বন্দোবস্ত করা হবে। এ ছাড়া সরকারী স্থাপনা নিমার্ণের জন্য বরাদ্দ,জলধার স্থাপন,ইউনিয়ন ভূমি অফিসের জন্য বরাদ্ধ ও ক্ষেত্র বিশেষ খাজনা বা লীজমানীয় আদায় সাপেক্ষে লীজ বন্দোবস্ত করা হবে। অপর দিকে জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এসিল্যান্ড এইচএম ইবনে মিজান এর সাহসী অভিযানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

  • দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই- কামরুজ্জামান উজ্জল

    দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই- কামরুজ্জামান উজ্জল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল বলেছেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি,জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, কেবলমাত্র খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি বিনোদন দেওয়ার জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে হবে। দেশ ও সমাজ থেকে মাদকমুক্ত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। শুক্রবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত সাগরকান্দি ইউনিয়নের পুকুরনিয়া বিদ্যালয় মাঠে পুকুরনিয়া,দড়িমালি ও কুঠিবাড়ি যুব সমাজের আয়োজনে চৌধুরী ব্রাদার্স আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান উজ্জল আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তাই দেশের এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে বর্তমান সরকারের পাশে থেকে কাজ করারও আহ্বান জানান তিনি। সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদের আজমের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন চৌধুরী এবং সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুুল ওহাব। অন্যদের মাঝে বক্তব্য রাখেন রুপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম উজ্জল, ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিক, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান, আ.লীগ নেতা দারোগ আলী ,সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ,যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রনি, কৃষি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম শফি, বাংলাদেশ ছাত্রলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, সাগরকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলামিন হোসেন মন্ডল, সাগরকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সঞ্জু, সহ-সভাপতি শিশির হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক কাউছার হোসেন প্রমুখ। ফাইনাল খেলায় রাণীনগর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে গোবিন্দপুর ফুটবল একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

    সুজানগরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে অবৈধ রং, ফিটকিরি, চিটাগুড় মিশিয়ে আখের ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ভেজাল আখের গুড় তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক আব্দুর রাজ্জাককে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, নি¤œমানের চিনির সঙ্গে মানুষের শরীরের জন্য ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য রং , ফিটকিরি, চিটাগুড়, মিশিয়ে মিশিয়ে আখের গুড় তৈরির সময় আহম্মদপুর মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখকে আটক করা হয়। এ সময় ওইসব পণ্য জব্দ ও ভেজাল গুড় ধ্বংস করেন আদালত। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা অফিসার মো.রওশন আলী জানান, দীঘদিন ধরে ওই ব্যক্তি কারখানায় নকল গুড় উৎপাদন করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক আব্দুর রাজ্জাক শেখকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে অবৈধভাবে সার মজুদ রাখায় জরিমানা

    সুজানগরে অবৈধভাবে সার মজুদ রাখায় জরিমানা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত আহম্মদপুর চব্বিশমাইল বাজারের আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, অবৈধভাবে সার মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করার অভিযোগে চব্বিশমাইল বাজারের আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এ সময় অভৈধভাবে মজুদ করা ৪১৭ বস্তা সার জব্দ করেন আদালত। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা অফিসার মো.রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক আব্দুর রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাইকগাছার কপিলমুনি বনিক সমিতির কার্যক্রম

    ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাইকগাছার কপিলমুনি বনিক সমিতির কার্যক্রম

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
    খুলনা জেলার দ্বিতীয় বৃহৎতম বাণিজ্যিক শহর কপিলমুনি। দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রায় শত বছর আগে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার আধুনিকায়ন করেন। যা দেশের দক্ষিণা লের জেলা গুলোর মধ্যে লক্ষনীয় ছিল। সেই থেকে নাম করণ করা হয় বিনোদগঞ্জ বাজার। বাজারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে তৎকালিন সময় বিনোদ বাবু প্রতিষ্ঠা করেন বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান। তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে বাজারের প্রাণ কেন্দ্রে সুদর্শন কারুকার্য খচিত ভবন নির্মান করেন। এ ভবনে সিদ্ধেশ্বরী ব্যাংকের সকল কার্য্যক্রম পরিচালনা করা হত। যা আজ কালের সাক্ষী। সেখানে বসে বিনা লাভে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা হতো মূলধন। সেই সময় উৎকর্ষ সমিতির নামে এ সব ঋণ বিতরণ করতেন মহান ব্যক্তিত্ব রায় সাহেব বিনোদ বিহারী সাধু।২০ ইি চওড়া চুন সুড়কির নির্মিত পাকা দেওয়াল আর লৌহ কাঠের তৈরী দরজা জানালা দ্বিতল ভবন আজও মনে করিয়ে দেয় তার অতীত ঐতিহ্যের ইতিকথা। কিন্তু কালের বিবর্তন ও বৈরীতায় আজ সেই সুবিশাল ভবনটি হুমকির মুখে পড়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বয়সের ভারে জরাজীর্ণ হয়ে নুয়ে পড়েছে। ভবনের দেওয়ালের পলেস্তারা, ছাদসহ এর অবকাঠামো নড়বড়ে চরম ঝুঁকিপূর্ণ হয়েছে। অতি মাত্রায় ঝুঁকিপূর্ণ দ্বিতলের উপরের কক্ষ গুলো কয়েক বছর আগে ভেঙে ফেলা হয়েছে।
    বর্তমানে একতলা ভবনে চরম ঝুঁকির মধ্যে চলছে কপিলমুনি বিনোদগঞ্জ বণিক সমিতির কার্য্যক্রম। ফলে যে কোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছেন ব্যবসায়ীসহ নের্তৃবৃন্দ। অথচ রাজস্ব আয় সমৃদ্ধ বাণিজ্যিক উপশহর এর গুরুত্বপূর্ণ স্থাপনাটি সরকারের পৃষ্টপোশকতার অভাবে আজও সংস্কার থেকে বি ত। ইতিপূর্বে সরকারের সংশ্লিষ্ট সচিব ও জেলা পরিষদ প্রশাসক পৃথকভাবে ভবন নির্মাণের একাধিক ফলক উন্মোচন করলেও তা কবে নাগাত বাস্তবায়ন হবে তা নিয়েও রয়েছে বিতর্ক।
    বাজারের ব্যবসায়ীরা বলছেন, তারা ফলক উন্মোচনের কথা শুনে ঐতিহ্যবাহী এ ভবন সংস্কারে আশার আলো দেখলেও বর্তমানে এর কোনো প্রক্রিয়ার বিন্দুমাত্র প্রতিফলন চোখে পড়েনি। জানাযায়, বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ড. মিহির কান্তি মজুমদার গত ৩রা জুন’১১ ভবন নির্মাণে বণিক সমিতির সম্মুখে এক নাম ফলক উন্মোচন করেন। এরপর গত ৩০ জানুয়ারি’১২ তারিখে খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনার রশিদ একইভাবে ভবন নির্মাণে ফলক উন্মোচন করেন। অথচ দীর্ঘ সময় অতিক্রম হলেও এর বাস্তবায়নে কোনো প্রক্রিয়া অদ্যবধি চোখে পড়েনি। ফলে ঐতিহ্যবাহী এ ভবনটির সংস্কার ও নির্মাণে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিনোদগঞ্জ বনিক সমিতির সদস্য সচিব ও কপিলমুনি প্রেসক্লাবেরর সাধারন সম্পাদক আঃ রাজ্জাক রাজু বলেন, দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রায় শত বছর আগে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার আধুনিকায়ন করেন। তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে বাজারের প্রাণ কেন্দ্রে সুদর্শন কারুকার্য খচিত ভবন নির্মান করেন। এ ভবনে সিদ্ধেশ্বরী ব্যাংকের সকল কার্য্যক্রম পরিচালনা করা হত। সেখানে বসে বিনা লাভে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা হতো মূলধন। সেই সময় উৎকর্ষ সমিতির নামে এ সব ঋণ বিতরণ করতেন মহান ব্যক্তিত্ব রায় সাহেব বিনোদ বিহারী সাধু।
    এ জন্য কনো হতাহত ও ঐতিহ্য রক্ষায় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবী, দ্রুত বাস্তবায়ন করা হোক শত বছরের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী ভবণের নির্মাণ কাজ। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ জসিম গ্রেফতার

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ জসিম গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ জসিম গ্রেফতার। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের নবাগত পুলিশ সুপার সাদিরা খাতুনের নির্দেশনায় ডিবি পুলিশের ওসি নাজমুল এর তত্তাবধানে ২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের
    এস আই (নিঃ) অপু মিত্র সংগীয় অফিসার ইনজামাম ও পার্থ সহ ডিবি পুলিশের নড়াগাতি টিম জসিম সিকদার (৩৯), পিতা-আমির হোসেন সিকদার গ্রাম নাকশী, থানা ও জেলা-নড়াইল। ৬৯ পিচ (ইয়াবা ট্যাবলেট) সহ নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের নাকশী গ্রাম থেকে (ইয়াবা ট্যাবলেট) বিক্রয়ের সময় হাতে নাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। ডিবি পুলিশের
    ওসি নাজমুল জানান, ৬৯ পিচ ইয়াবা ট্যাবলেট) সহ আসামী জসিম সিকদারকে গ্রেফতার করা হয়েছে মাদক বিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে।

  • ঝিনাইদহে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

    ঝিনাইদহে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) বাদ জুমা ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি। জানাজার নামাজে ঝিনাইদহ জেলা বিএনপির সাধার সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মালেক, মুন্সি কামাল আজাদ পাননু, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন, সাজেদুর রহমান পাপপু ও শাহজাহান আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংঠনের নেতাকর্মীরা অংশ নেন। জানাজার নামাজ শেষে জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ হামলা ও গুলিবর্ষণ করে। এ ঘটনা শাওন নামে এক যুবদল কর্মী মারা যান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।