Author: desk

  • রাজশাহী-১ আসনের প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক

    রাজশাহী-১ আসনের প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে বিএনপির প্রার্থিতা ফিরে পেয়েছেন দলটির নেতা সুলতানুল ইসলাম তারেক।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্তে তার মনোনয়ন বৈধতা ফিরে আসে। এর মধ্য দিয়ে রাজশাহী-১ আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণের পথ সুগম হলো।

    এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ সমর্থক ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানিতে প্রার্থীর পক্ষে দাখিল করা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করে পূর্বের সিদ্ধান্ত বাতিল এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকতে আর কোনো বাধা রইল না।

    প্রার্থিতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় সুলতানুল ইসলাম তারেক বলেন, ন্যায়বিচারের প্রতি তার আস্থা ছিল। শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী-১ আসনের জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি আরও সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে কাজ করবেন।

    তিনি আরও জানান, দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে জনসংযোগ ও প্রচারণা জোরদার করা হবে।

    এদিকে তার প্রার্থিতা পুনর্বহালের খবরে তানোর ও গোদাগাড়ী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

    রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, সুলতানুল ইসলাম তারেকের প্রার্থিতা ফিরে পাওয়ায় রাজশাহী-১ আসনের নির্বাচনী প্রতিযোগিতা আরও জমে উঠবে।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী,
    রাজশাহী

  • হাইকোর্টের আদেশে বৈধতা পেলেন গোপালগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্যা 

    হাইকোর্টের আদেশে বৈধতা পেলেন গোপালগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্যা 

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে ২১৬ পগোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্যর নির্বাচনী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪২৫/২০২৬ নম্বর রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

    আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এক অনুষ্ঠানে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান -এর সভাপতিত্বে রিয়াজ সরোয়ার মোল্যার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার।

    উল্লেখ্য, এর আগে তথ্যগত জটিলতার কারণে তার মনোনয়নপত্রটি গৃহীত হয়নি। পরবর্তীতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে হাইকোর্টের আদেশের ভিত্তিতে আজ তাকে নির্বাচনী লড়াইয়ে ফেরার সুযোগ দেওয়া হয়। 

    এ সময় গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সদর উপজেলা নির্বাচন অফিসার অনিমেষ কুমার বসু, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ তলবউল্লাহ সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    বৈধতা পাওয়ার পর গণমাধ্যমকর্মীদের নিকট দেওয়া সাক্ষাৎকারে রিয়াজ সারোয়ার মোল্যা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন,

    “আমি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। যদি জয়ী হতে পারি, তবে গোপালগঞ্জের নিরীহ জনসাধারণকে সাম্প্রতিক মামলা-হামলার হয়রানি থেকে মুক্তি দিবো। এছাড়াও জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখব এবং স্থানীয় যুবকদের চাকুরির সুযোগ তৈরিতে বিশেষ গুরুত্ব দিব।” গোপালগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

    রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেছেন, রাঙ্গামাটি বাংলাদেশের দায়িত্বশীল পর্যটন উন্নয়নের একটি জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে তিনি বলেন, পর্যটনকে কেবল গন্তব্যভিত্তিক কর্মকাণ্ড হিসেবে নয়, বরং একটি সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা উচিত। টেকসই পরিকল্পনা, কমিউনিটির অংশগ্রহণ এবং একাডেমিক সম্পৃক্ততার মাধ্যমে রাঙ্গামাটি তার অনন্য পরিচয় অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের জাতীয় পর্যটন ভিশনে অর্থবহ অবদান রাখতে পারে।

    আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দুই দিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

    গোবিপ্রবি উপাচার্য বলেন, রাঙ্গামাটিতে পর্যটন পরিবহন, আতিথেয়তা, হস্তশিল্প এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে স্থানীয় জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে এটি আদিবাসী জ্ঞান, ঐতিহ্যবাহী হস্তশিল্প ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

  • বাসের ভেতরে রাতভর এক নারীকে গণধ-র্ষণ ঘটনায় চালকসহ তিনজনকে গ্রে-ফতার করেছে পুলিশ

    বাসের ভেতরে রাতভর এক নারীকে গণধ-র্ষণ ঘটনায় চালকসহ তিনজনকে গ্রে-ফতার করেছে পুলিশ

    হেলাল শেখঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসের ভেতরে রাতভর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ইং) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন-বাসচালক মো. আলতাফ (২৫), বাসের হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)। পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।

    এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

  • উত্তরায় অ/গ্নিকাণ্ডে নি/হতের সংখ্যা বেড়ে ৬,পরিচয় মিলেছে ৩ জনের, মৃ-ত্যুর সংখ্যা আরও বাড়তে পারে

    উত্তরায় অ/গ্নিকাণ্ডে নি/হতের সংখ্যা বেড়ে ৬,পরিচয় মিলেছে ৩ জনের, মৃ-ত্যুর সংখ্যা আরও বাড়তে পারে

    হেলাল শেখঃ রাজধানীর উত্তরায় একটি সাততলা ভবনের বাসাবাড়ির দ্বিতীয় তলায় আগুন লেগে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

    শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে একটি বহুতল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

    উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ শুক্রবার (১৬ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আবাসিক ভবনে আগুনের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

    নিহতরা হলেন- কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাদের ছোট ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)।

    নিহত আফরোজার মামাতো ভাই মো. আবু সাইদ জানান, ফজলে রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়। তিনি ঔষধ প্রস্তুতকারক এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মরত। আর তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ। তাদের দুই ছেলে ফাইয়াজ ও রাফসান।

    স্বামী স্ত্রী দুজনই কর্মজীবী হওয়ায় তাদের দুই ছেলেই উত্তরাতে নানীর বাসায় থাকত জানিয়ে আবু সাইদ আরও বলেন, শুক্রবার অফিস বন্ধের দিন হওয়ায় গতরাতেই ছোট ছেলেকে নানীর বাসা থেকে মায়ের বাসায় নিয়ে আসে। এরপর আজ সকালে ওই বাসায় আগুনের সংবাদ পান স্বজনরা। পরবর্তীতে একে একে হাসপাতালে এসে তাদের মৃত্যুর খবর জানতে পারেন।

    আফরোজার বোন আফরিন জাহান জানান, আফরোজাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের বাকি দুজনের লাশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে। সবাই ধোয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের শরীরের কোথাও দগ্ধ হয়নি।

    জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আফরোজাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তার শরীরে কোনো পোড়া ক্ষত নেই। ধোয়ায় অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

    এর আগে, এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায়।

    আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা।

  • ঢাকা-১৯ আসনে জামায়াত জোটের প্রার্থী পরিবর্তন, নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমা/লোচনা

    ঢাকা-১৯ আসনে জামায়াত জোটের প্রার্থী পরিবর্তন, নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমা/লোচনা

    হেলাল শেখ: ঢাকা-১৯ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় জোটের প্রার্থী পরিবর্তনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

    সাভার ও আশুলিয়া থানা নিয়ে গঠিত ঢাকা-১৯ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সম্মিলিতভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। তবে আসন বণ্টনসহ বিভিন্ন বিষয় নিয়ে জোটের অভ্যন্তরে মতপার্থক্য দেখা দিলে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল জোট থেকে বেরিয়ে যাওয়ার খবর প্রকাশ পায়।

    জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে একাধিকবার তারিখ পরিবর্তন করা হয়। জোটের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে বিলম্ব হওয়ায় দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা তৈরি হয়। সর্বশেষ গতকাল রাতে ১১ দলীয় জোট বিভিন্ন আসনের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে।

    এর আগে ঢাকা-১৯ আসনে জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আফজাল হোসাইনের নাম ঘোষণা করা হয়েছিলো। তবে হঠাৎ করেই গতকাল রাতে এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির প্রার্থী দিলশানা পারুলের নাম ঘোষণা করা হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

    সাভার ও আশুলিয়া এলাকায় জামায়াত ও শিবিরের সাধারণ কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা অভিযোগ করে বলেন, মাওলানা আফজাল হোসাইন এই অঞ্চলে একজন জনপ্রিয় ও পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় মাঠপর্যায়ে কাজ করে আসছিলেন এবং আসন্ন নির্বাচনে তার বিজয়ের সম্ভাবনাও উজ্জ্বল ছিলো। এমন পরিস্থিতিতে হঠাৎ করে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করে অন্য দলের প্রার্থী দেওয়াকে তারা অযৌক্তিক ও হতাশাজনক বলে মনে করছেন।

    এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ কোনো মন্তব্য করেননি। তবে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আফজাল হোসাইনের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি জামায়াতে ইসলামীর আশুলিয়া থানা কমিটির সেক্রেটারি আবুল হোসেন মীরের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

  • আশুলিয়ায় ম/দ, গাঁ/জা, হি/রোইন ও ফে/নসিডিলের জমজমাট কারবার, বাড়ছে অ-পরাধমূলক কর্মকাণ্ড

    আশুলিয়ায় ম/দ, গাঁ/জা, হি/রোইন ও ফে/নসিডিলের জমজমাট কারবার, বাড়ছে অ-পরাধমূলক কর্মকাণ্ড

    হেলাল শেখ: ঢাকার আশুলিয়ায় মদ,গাঁজা, হিরোইন, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের অবৈধ কারবার দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এলাকাজুড়ে প্রকাশ্যেই এসব মাদক কেনাবেচা চলায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

    স্থানীয়দের অভিযোগ, মাদকাসক্তরা নেশার টাকা জোগাড় করতে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে আশুলিয়ার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে মনে করছেন সচেতন মহল।

    এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, জামগড়াসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মাদক বিক্রেতা ও সেবনকারীদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে আছে।
    সচেতন নাগরিকরা দ্রুত মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • চাকরির নামে ঘু-ষ বাণিজ্য ও প্র-তারণা: মানবাধিকার ল/ঙ্ঘনের অভিযোগ-চক্রের বি-রুদ্ধে ক্ষো-ভ

    চাকরির নামে ঘু-ষ বাণিজ্য ও প্র-তারণা: মানবাধিকার ল/ঙ্ঘনের অভিযোগ-চক্রের বি-রুদ্ধে ক্ষো-ভ

    হেলাল শেখঃ ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুর এলাকার কিছু পোশাক কারখানায় চাকরি ও কর্মসংস্থান প্রশিক্ষণের নামে বেকারদের কাছ থেকে ঘুষ আদায় ও প্রতারণার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এসব চক্র বেকার যুবক-যুবতীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু প্রতিশ্রুত চাকরি দিচ্ছে না। ভুক্তভোগীদের অভিযোগ, দেশের বিভিন্ন জেলা থেকে কাজের আশায় রাজধানী ও শিল্পাঞ্চলগুলোতে আসা মানুষের অসহায়ত্বকে পুঁজি করে দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে চক্রটি। এভাবে অর্থ আত্মসাৎ ও প্রতারণাকে মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় বলেন,“দেশের প্রায় ৬৪ জেলার মানুষ জীবিকার সন্ধানে ঢাকা ও গাজীপুরে আসে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নিচ্ছে, অথচ চাকরি দিচ্ছে না। এটি সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।”
    তিনি আরও বলেন, দ্রুত এসব প্রতারক চক্রকে শনাক্ত করে আটক করার পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছেন।

    এদিকে সচেতন মহল মনে করছে, চাকরির নামে প্রতারণা শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং বেকার মানুষের মানসিক ও সামাজিক নিরাপত্তার ওপরও মারাত্মক আঘাত হানছে। বিষয়টি তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

  • হাইকোর্টের নি-র্দেশ অ-মান্য করে ঢাকার বিভিন্ন এলাকায় অ-বৈধ ইটভাটা চালু-পরিবেশ দূ-ষণে বি-পর্যস্ত জনজীবন

    হাইকোর্টের নি-র্দেশ অ-মান্য করে ঢাকার বিভিন্ন এলাকায় অ-বৈধ ইটভাটা চালু-পরিবেশ দূ-ষণে বি-পর্যস্ত জনজীবন

    হেলাল শেখঃ হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ অমান্য করে ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার মাধ্যমে মারাত্মক পরিবেশ দূষণ ঘটাচ্ছে একটি অসাধু চক্র। এসব ইটভাটার কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে আশপাশের পরিবেশ, জনস্বাস্থ্য ও কৃষিজমি চরম হুমকির মুখে পড়লেও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

    সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকার সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, ডেমরা ও দক্ষিণ কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অনুমোদনহীন ইটভাটা বছরের পর বছর ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অধিকাংশ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, নেই আধুনিক প্রযুক্তির ব্যবহার। কাঠ, পুরনো টায়ার ও নিম্নমানের কয়লা পোড়ানোর ফলে নির্গত ধোঁয়ায় বাতাসে ছড়িয়ে পড়ছে মারাত্মক ক্ষতিকর কণিকা।
    স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটার ধোঁয়ার কারণে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট, হাঁপানি, চোখে জ্বালা ও ত্বকজনিত রোগ দিন দিন বাড়ছে। অনেক এলাকায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। একাধিক কৃষক অভিযোগ করে বলেন, “ইটভাটার ছাই জমিতে পড়ে ফলন অর্ধেকে নেমে এসেছে।” উল্লেখ্য, দেশের পরিবেশ রক্ষায় হাইকোর্ট একাধিকবার অবৈধ ও পরিবেশ দূষণকারী ইটভাটা বন্ধের নির্দেশ প্রদান করেছেন। পাশাপাশি আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমির আশপাশে ইটভাটা স্থাপন নিষিদ্ধ ঘোষণা করা হলেও বাস্তবে এসব নির্দেশনার বাস্তবায়ন দেখা যাচ্ছে না।

    পরিবেশবিদরা মনে করছেন, প্রশাসনের নিরবতা ও দুর্বল নজরদারির সুযোগ নিয়ে প্রভাবশালী ইটভাটা মালিকরা আইন অমান্য করে চলেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক পরিবেশ কর্মকর্তা বলেন, “কিছু ক্ষেত্রে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের কারণে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।”
    সচেতন মহল অবিলম্বে অবৈধ ইটভাটা উচ্ছেদ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং পরিবেশ আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় দায়িত্বরত সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
    এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

  • বড়পাঙ্গাসী খোন্দকার নুরুনাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার  ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

    বড়পাঙ্গাসী খোন্দকার নুরুনাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়পাঙ্গাসী খোন্দকার নুরুনাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন,বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।
    প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে মোরগ যুদ্ধ,বিস্কুট দৌড়,অংক দৌড়, শুয়ে সুতো পরানো,ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ বদলসহ নানা ধরনের আকর্ষনীয় প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী সাইফুল ইসলাম, মাদ্রাসা সুপার আবু বক্কার সিদ্দিক, ইউপি সদস্য মোন্নাফ সরদার, গ্রামপ্রধান বরাত আলী মন্ডল, ক্রীড়া শিক্ষক শাহীন আল আজাদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।