Author: desk

  • জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ  প্রার্থী ইউছুফ খান পাঠানের মনোনয়নপত্র দাখিল

    জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ইউছুফ খান পাঠানের মনোনয়নপত্র দাখিল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিনে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্তমান জেলা পরিষদ প্রশসক অধ্যাপক ইউছুফ খান পাঠান । এর আগে গত ১০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় অধ্যাপক ইউছুফ খান পাঠানকে দ্বিতীয় বার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়া হয় ।

    বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর দুপুরে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক এনামুল হক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান, সদর উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

    এছাড়াও আওয়ামীলীগ প্রার্থী অধ্যাপক ইউছুফ খান পাঠান এর সাথে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল,মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, শওকত জাহান মুকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল (ভিপি রাসেল) ময়মনসিংহ পৌর আওয়ামী লীগের সাবেক সাবেক সাধারণ সাদেক খান মিল্কি টজুসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • গৌরীপুরে আ’লীগের  সভাপতি এড নিলুফার আনজুম পপি-সম্পাদক সোমনাথ সাহা

    গৌরীপুরে আ’লীগের সভাপতি এড নিলুফার আনজুম পপি-সম্পাদক সোমনাথ সাহা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ২০২২। সম্মেলনকে ঘিরে স্থাবীয় নেতাকর্মীদের মাঝে ছিলো উৎসব ও আনন্দ মোখর পরিবেশ।নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে শেষ হয়েছে ১৯বছরে অপেক্ষার প্রহর। সম্মেলনে এডভোকেট নিলুফার আমজুম পপি সভাপতি ও সোমনাথ সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১৪সেপ্টেম্বর)ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আলোচনার ভিত্তিতে এই কমিটি অনুমোদন করেন। এর আগে বিকাল ৩টায় গৌরীপুর খেলার মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল সম্মেলনের উদ্ধোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ জহিরুল হক খোকা। গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় পরিষদের সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ম. নুরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, কৃষি বিষয়ক সম্পাদক ড. একেএম আব্দুর রফিক, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল,সদস্য নাজনীন আলম, এডভোকেট নীলুফার আনজুম পপি, সোমনাথ সাহা প্রমুখ।

  • সেনবাগে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

    সেনবাগে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    সারাদেশব্যাপী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৪হাজার,৪ শত.৬৭জন পরীক্ষাথী পরীক্ষায় অংশ গ্রহন করার কথা থাকলেও প্রথমদিন ৯৫জন পরীক্ষাথী ছিলো অনুস্থিত।
    ৮টি পরীক্ষা কেন্দ্রে এসএসসির ৫টি,দাখিলে-২ ও ভোকেশনালে-১ কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অব্যবস্থাপনা এবং দায়ীত্ব অবহেলার কারনে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতে জান্নাত মোসাঃ ফেরদাউস আকতারকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তার স্থলে নজরপুর টুংকু আবদুর রহমান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে দায়ীত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।

  • পটিয়ায় বীরনিবাস নির্মাণে বাধাঁ, ভাংচুর ও মারধরের অভিযোগ

    পটিয়ায় বীরনিবাস নির্মাণে বাধাঁ, ভাংচুর ও মারধরের অভিযোগ

    পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড পাইকপাড়া এলাকায় বীরমুক্তিযোদ্ধা মোমিনুল হক চৌধুরী পৌত্রিক ভূমিতে বীরনিবাস নির্মাণে বাধা, ভাংচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মরহুম মনির আহমদ চৌধুরী’র পুত্র বীরমুক্তিযোদ্ধা মোমিনুল হক চৌধুরী বাদী হয়ে প্রতিপক্ষ মুজিবুল ইসলাম চৌধুরী, মুকিবুল ইসলাম চৌধুরী (জামাত নেতা) ও মো: রানা’র বিরুদ্ধে পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তার বরাবরে পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
    অভিযোগ সূত্রে জানাযায়, বীরমুক্তিযোদ্ধা মোমিনুল হক চৌধুরী দীর্ঘ ১০ বছর পূর্বে তার পৌত্রিক জায়গায় ঘর নির্মাণের জন্য পরিমাপ করে রাখেন। পরবর্তীতে বর্তমান সরকার সারাদেশে বীরমুক্তিযোদ্ধাদের জন্য বীরনিবাস ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এর প্রেক্ষিতে পটিয়া উপজেলায় ৪২ জন বীরমুক্তিযোদ্ধাদের বীরনিবাস ঘর বরাদ্দ হয়। এতে বীরমুক্তিযোদ্ধা মোমিনুল হক চৌধুরী উক্ত তালিকায় ১০ নাম্বারের রয়েছে। সরকারি বরাদ্দকৃত ঘর পাওয়ার পর বীরমুক্তিযোদ্ধা তার পৌত্রিক ভিটায় বাউন্ডারী ওয়াল নির্মাণ করতে গেলে প্রতিপক্ষরা বাঁধা ও বাউন্ডারী ওয়াল ভাংচুর করে এবং মুক্তিযোদ্ধাকে মারধর করেন বলে অভিযোগ উঠে।
    এ বিষয়ে বীরমুক্তিযোদ্ধা মোমিনুল হক চৌধুরী জানান, সরকারি ভাবে মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত বীরনিবাস ঘরনির্মাণ করতে নিজ পৌত্রিক ভিটায় যায়। উক্ত জায়গা চারদিকে বাউন্ডারী নির্মাণকাজ প্রায় শেষের পথে। কিন্তু গতকাল বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় প্রতিপক্ষরা আমার ভিটায় প্রবেশ করে বাউন্ডারী ওয়াল ভাংচুর এবং আমাকে মারধর করে। এ সময় নির্মান শ্রমিক ও স্থানীয়রা তাদের কাছ থেকে আমাকে উদ্ধার করেন। এ ঘটনায় আমি বর্তমানের নিরাপত্তাহীনতায় ভূগছি। এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, জেলা প্রশাসক, উপজেলা নিবার্হী অফিসার ও পুলিশ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
    এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ৯৯৯ নাম্বারে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। বাউন্ডারী ওয়াল ভাংচুরের সত্যতা পাওয়া গেছে। অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে মুক্তিযোদ্ধাকে মারধরের বিষয়টি সঠিক নয় বলে তিনি জানান।

  • জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন এরফানুল করিম চৌধুরী

    জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন এরফানুল করিম চৌধুরী

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদের সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এরফানুল করিম চৌধুরী।

    ১৫ সেপ্টেম্বর দুপুর ২ঘঠিকায় জেলা নির্বাচন অফিস কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগ উপ-দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার আহমদ সিকদার,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও লোহাগাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী,সহ-সভাপতি শ্রী নিবাস দাস সাগর,কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ,চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু,পুটিবিলা ইউনিয়ন পরিষদের জাহাঙ্গীর হোসেন মানিক,আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন,পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুন,চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইউনুচ,চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ গনি সম্রাট, নুরুল আলম জিকু,লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজু,আব্দুল হান্নান ফারুক,লোহাগাড়া শ্রমিক লীগের সভাপতি নুরুল হক নুনু,চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া শাহজান,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান,লোহাগাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানু হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, লোহাগাড়া উপজেলা যুবলীগের ওবায়দুল,জাবেদ করিম,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমূখ।

    জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী বলেন ইনশাআল্লাহ জেলা পরিষদ নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আশা করছি। নির্বাচিত হওয়ার পর সকলের সঙ্গে সমন্বয় করে লোহাগাড়া বাসীর সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।
    জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী সকলের কাছে দোয়া,সহযোগীতা কামনা করেছেন।

  • আগৈলঝাড়ায় নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় আগৈলঝাড়ায় ৩৮জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২হাজার ১শ ২১জন। বাংলা প্রথম পত্রে উপজেলার ৮টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তায় নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন সকালে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গৈলা মাদ্রাসা কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষ কেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রে ২৪৫জন, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৮৭জন, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৭৪জন, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৪৫জন, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৯০জন,বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৩৮০জন পরীক্ষার্থী পরীক্ষায় গ্রহণ করে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গৈলা দাখিল মাদ্রাসায় ১৫৯জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৭১জন পরীক্ষার্থীসহ মোট ২১২১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রথম দিনে বাংলা পরীক্ষায় ৩৮জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

  • টাঙ্গাইলের মধুপুরে কোচ বর্মন শিক্ষার্থীর উপর বর্বর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    টাঙ্গাইলের মধুপুরে কোচ বর্মন শিক্ষার্থীর উপর বর্বর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নৃ- তাত্বিক জনগোষ্ঠীর অষ্টম শ্রেনীর শিক্ষার্থী প্রসেণজিৎ কোচ বর্মনের উপর হামলার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার মিলন মোহনা গারো বাজারে এ প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করেছে জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, গারো স্টুডেন্ট ফেডারেশন, কোচ আদিবাসী ইউনিয়ন, কোচ আদিবাসী সংগঠন ও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কোচ আদিবাসী সংগঠন মধুপুর শাখার সভাপতি গৌরাঙ্গ বর্মনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীন চিসিম, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি রঞ্জিত নকরেক,ঘাটাইল শাখার সভাপতি স্বপন বর্মন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি জন যেত্রা, গারো স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, কোচ আদিবাসী ইউনিয়ন মধুপুর শাখার সভাপতি অমল বর্মন, মহিষ মারা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রুবেলহাসান ও হামলায় আহত কোচ কিশোরের মা সমেলা রানী প্রমুখ।
    প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার কোচ, গারো সংগঠনের নারী পুরুষ প্রতিনিধিরা অংশ নেয়।
    মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গারোবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ্য গত ৩০ আগষ্ট কথা কাটাকাটিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে প্রাসেনজিৎ বর্মন নামের এক শিক্ষার্থী আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা জামিন নিয়ে এসে পুনরায় হুমকি দিয়ে বেড়াচ্ছে। এ ঘটনার প্রেক্ষিতে আদীবাসি নেতৃবৃন্দ যৌথভাবে মানববন্ধন করে।

  • পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে রেডক্রিসেন্ট এর মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

    পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে রেডক্রিসেন্ট এর মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ির ইউনিট এর আওতায় পানছড়ি যুব রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় প্রথম পর্যায়ে পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসুদের এর সভাপতিত্বে ও যুব রেডক্রিসেন্ট এর সদস্য শাহিন আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মৌলিক প্রশিক্ষণ এর উদ্ভোধন করেন উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান যুব রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান ও রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য রায়হান আহম্মেদ।এই সময় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মিঠুন সাহা।এই সময় আরও বক্তব্য রাখেন
    আজীবন সদস্য আল আমিনসহ প্রমুখ।

    দ্বিতীয় ধাপে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে রেডক্রিসেন্ট এর জন্ম, ইতিহাস, মূলনীতি, প্রতীক ও
    প্রাথমিক চিকিৎসা মধ্যে রক্তপাত,পোড়া,হাড় ভাঙা,
    ফিট মুর্চা সহ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেন পানছড়ি উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ।

    রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান ও রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য রায়হান আহম্মেদ বলেনঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসুদেব স্যারকে ধন্যবাদ জানাই।তিনি আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ করাতে সহযোগিতা করেছেন।

  • খাগড়াছড়িতে পিআইওদের কর্মবিরতি শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

    খাগড়াছড়িতে পিআইওদের কর্মবিরতি শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

    (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

    খাগড়াছড়িতে কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গত ১২ সেপ্টেম্বর থেকে টানা চার দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।

    আজ বৃহস্পতিবার ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন শেষে জেলা প্রশাসক হাতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

    স্মারকলিপি প্রদান কার্যক্রমে পানছড়ি ও মহালছড়ি উপজেলার ভারপ্রাপ্ত পিআইও মোঃ রকিবুল ইসলাম, মাটিরাঙ্গা ও গুইমারার পিআইও ইশতিয়াক আহমেদ, খাগড়াছড়ি সদর পিআইও নিমাই চন্দ্র রায়, দিঘীনালার পিআইও আব্দুস সালাম, মানিকছড়ি ও লক্ষিছড়ির পিআইও তহিদ উজ জামান, রামগড় পিআইও মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে এ কর্মবিরতি পালন করেন।

    দাবি আদায়ের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা সদরসহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার(ডিআরআরও) কার্যালয় ও ৯ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা কর্মসূচির প্রথম দিন সোমবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

  • পাথরঘাটা পিআইও অফিসের  চলমান অর্ধদিবস কর্মবির‌তির ৪র্থ দিন  অতিবাহিত

    পাথরঘাটা পিআইও অফিসের চলমান অর্ধদিবস কর্মবির‌তির ৪র্থ দিন অতিবাহিত

    পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি :বরগুনার পাথরঘাটা পিআইও অফিসে চতুর্থ দিনের মত কর্মবিরতি কর্মসূচি চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি চলে। সকালে পিআইও মোকছেদুল মোঃ মোকছেদুল আলমসহ তার অফিসের সকলকে এই কর্মবিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখাগেছে।

    দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন
    ডিআরআরও পদ আপগ্রেডেশন, পিআইও পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন,সকল শুন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলার নেয় বরগুনার পাথরঘাটাতেও তাদের কর্মবিরতি কর্মসূচি চলছে।

    অমল তালুকদার।