Author: desk

  • নিউইয়র্কে এটর্নী হিসেবে শপথ নিলেন চট্টগ্রামের সন্তান শর্মিলা রায়

    নিউইয়র্কে এটর্নী হিসেবে শপথ নিলেন চট্টগ্রামের সন্তান শর্মিলা রায়

    চট্টগ্রাম প্রতিনিধি:

    চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত গণিত বিভাগের প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক নেপাল চন্দ্র এর একমাত্র কন্যা শর্মিলা রায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে এটর্নী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার এই কৃতিত্বে চকরিয়াবাসীর মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

    শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তার পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।”

    দীর্ঘ অধ্যবসায়, মেধা ও নিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করে শর্মিলা রায় শুধু তার পরিবার নয়, পুরো চকরিয়া ও চট্টগ্রামবাসীর জন্য সম্মান বয়ে এনেছেন। তার এই সাফল্যে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    চকরিয়ার শিক্ষাঙ্গন থেকে উঠে আসা একজন শিক্ষকের কন্যার এমন সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

    এই গুণী শিক্ষকের কন্যা শর্মিলা রায়ের আগামীর পথচলা আরও গৌরবোজ্জ্বল ও সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকার মানুষ।”

  • জয়পুরহাটের সাংবাদিকদের সঙ্গে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত

    জয়পুরহাটের সাংবাদিকদের সঙ্গে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত

    জয়পুরহাট–১ (সদর ও পাঁচবিবি) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেকুর নাহার শিখা জয়পুরহাটের কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
    সভায় তিনি জয়পুরহাটের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত জয়পুরহাট গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
    মতবিনিময়কালে তিনি বলেন, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের মাধ্যমে জয়পুরহাটকে একটি নিরাপদ ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
    এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সরল ও স্পষ্ট উত্তর দেন তিনি এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
    সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সাংবাদিকরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

  • রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বি-তরণ

    রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বি-তরণ

    এমদাদ খান রামগড় প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন এর পক্ষথেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    শনিবার (১৭ই জানুয়ারি) বিকেল ৩টায় রামগড় উপজেলা বিএনপির কার্যালয়ে মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।

    শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের রামগড় শাখার প্রতিনিধি রায়হানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে প্রধান অতিথি বলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ স্কুল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ফরম পূরন করার আর্থিক সহযোগিতা করে থাকেন। এছাড়াও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন গরীব অসহায় মানুষের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

    এসময় প্রধান অতিথি তিনজন শিক্ষার্থীকে পরীক্ষার ফরম পূরন করতে আর্থিক উপহার  শহীদ জিয়ার খাল পাড় উচ্চ বিদ্যালয়ের জন্য সাউন্ড সিস্টেম এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

    বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, ওয়াদুদ ভূ্ঁইয়া ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • চা-ঞ্চল্যকর হ-ত্যাকাণ্ড-২১ দিন মা-মেয়ের লা-শের সঙ্গে বসবাস

    চা-ঞ্চল্যকর হ-ত্যাকাণ্ড-২১ দিন মা-মেয়ের লা-শের সঙ্গে বসবাস

    হেলাল শেখঃ সম্প্রতি চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড ঘটেছে ঢাকার কেরানীগঞ্জে। মা-মেয়েকে একসঙ্গে হত্যা করে ২১ দিন ওই দুই লাশ নিজ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে দিব্যি বসবাস করছিলেন হত্যাকারী।

    গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় নুসরাত মীম নামে এক শিক্ষিকার ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী জোবাইদা রহমান ফাতেমা ও তার মা রোকেয়া রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

    এ ঘটনায় শিক্ষিকা নুসরাত মীম (২৪), তাঁর স্বামী হুমায়ুন মিয়া (২৮), মীমের ১৫ বছর ও ১১ বছর বয়সী দুই বোনকে আটক করা হয়। এরপর গ্রেপ্তার শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদে লোমহর্ষক তথ্য পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, হত্যাকাণ্ডের পর ২১ দিন ধরে মা-মেয়ের লাশ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে বসবাস করছিলেন ওই শিক্ষিকা।

    এর আগে গত ২৫ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল স্কুলছাত্রী জোবাইদা রহমান (১৪) ও তার মা রোকেয়া রহমান (৩২)। এ ঘটনার পরদিন রোকেয়ার স্বামী শাহীন আহম্মেদ কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৬ জানুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় অপহরণের মামলা করেন তিনি।

    নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, গ্রেপ্তার নুসরাত মীম একটি এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ নেন। ওই ঋণের জামিনদার ছিলেন তাঁর শিক্ষার্থী জোবাইদার মা রোকেয়া রহমান। নির্ধারিত সময়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় রোকেয়ার ওপর চাপ সৃষ্টি করে এনজিও কর্তৃপক্ষ। এ নিয়ে রোকেয়া ও নুসরাতের মধ্যে একাধিকবার কথা–কাটাকাটি ও মনোমালিন্য হয়। ২৫ ডিসেম্বর বিকেলে ফাতেমা প্রাইভেট পড়তে নুসরাতের বাসায় গেলে নুসরাতের ছোট বোনের (১৫) সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ফাতেমাকে গলা চেপে হত্যা করে তার ওই বোন।

    ওসি সাইফুল আলম বলেন, ঘটনার পর বিষয়টি আড়াল করতে ফাতেমার পোশাক পরে বাসা থেকে বের হয় নুসরাতের বোন, যাতে সিসিটিভি ফুটেজে মনে হয় ফাতেমা নিজেই বাসা ছেড়ে চলে গেছে। ওই ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ফাতেমার মাকে ফোন করে মেয়ের অসুস্থতার কথা জানান নুসরাত। তৎক্ষণাৎ মেয়েকে নিতে নুসরাতের বাসায় ঢুকলে পেছন থেকে ওড়না পেঁচিয়ে রোকেয়ার গলা চেপে ধরেন তিনি। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন নুসরাত। পরে দুই বোন মিলে শ্বাসরোধে রোকেয়াকে হত্যা করেন।

    পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর রোকেয়ার লাশ নুসরাতের শোবার ঘরের বক্স খাটের নিচে এবং ফাতেমার লাশ শৌচাগারের ফলস সিলিংয়ের ভেতর লুকিয়ে রাখা হয়। দুটি লাশ ফ্ল্যাটে রেখেই অভিযুক্ত দুই বোন ও তাদের পরিবার প্রায় ২১ দিন সেখানে বসবাস করে আসছিল।

    তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুসরাত ও তার ছোট বোন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ইতোমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে। নুসরাতের বোন নাবালিকা হওয়ায় তাকে গাজীপুরের কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।

  • আশুলিয়ার জামগড়া উত্তর পাড়া বাড়ির মালিক কল্যাণ সমিতির আ-ত্মপ্রকাশ

    আশুলিয়ার জামগড়া উত্তর পাড়া বাড়ির মালিক কল্যাণ সমিতির আ-ত্মপ্রকাশ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া উত্তর পাড়া এলাকায় বাড়ির মালিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে জামগড়া উত্তর পাড়া বাড়ির মালিক কল্যাণ সমিতি আত্মপ্রকাশ করেছে।

    নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল লতিফ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, মোঃ মহিনুদ্দিন কনক, সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক মাষ্টার, সহ-সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর তালুকদার, কোষাধক্ষ্য মোঃ আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসমাইল হোসেন মোল্লা, আতিকুর রহমান উজ্জ্বল, আহসান উল্লাহ ভুঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    জানা গেছে গত শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ইং) ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি করা হয়, এই সমিতির মাধ্যমে এলাকার বাড়ির মালিকদের বিভিন্ন সমস্যা ও রাস্তা-ঘাটের সমস্যা সমাধানসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং ঐক্যবদ্ধভাবে এলাকার কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

    সমিতির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে নিয়মিত সভা ও কার্যক্রমের মাধ্যমে সংগঠনটিকে আরও সক্রিয় করা হবে।

  • রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিমের প্রার্থিতা ফিরে পেলেন

    রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিমের প্রার্থিতা ফিরে পেলেন

    পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহী-৫ (পুঠিয়া–-দূর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে আপিলের পর শনিবার (১৭ জানুয়ারি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি ব্যারিস্টার রেজাউল করিম নিজেই নিশ্চিত করেছেন। ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-৫ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল রাজশাহী-৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মাত্র ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের মাধ্যমে তাঁদের মধ্যে দুইজন প্রার্থিতা ফিরে পান। বর্তমানে এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, জামায়াতের প্রার্থী মাওলানা মনজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম। রাজশাহী-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৮১ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। নতুন ভোটার রয়েছেন ৪ হাজার ৭৪৯ জন। #

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী।।

  • পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে  অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও শিক্ষক পুনর্মিলনী 

    পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে  অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও শিক্ষক পুনর্মিলনী 

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে আবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) দুপুর ১২টায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পুঠিয়া শাখার উদ্দ্যোগে বিদায় ও শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পুঠিয়া উপজেলা শাখার আহবায়ক আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন, পুঠিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী জেলার শাখার আহবায়ক সাইফুল ইসলাম, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির পুঠিয়া উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল হালিম বিশ্বাস (সবুজ)। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু, বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বানেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া আক্তার, মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান, আমঘোষ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, ঘুটিপাড়া সরকরী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার। অনুষ্ঠানে সম্প্রতি অবসর প্রাপ্ত ৬জন প্রধান শিক্ষক ও ৫জন সহকারী শিক্ষকসহ মোট ১১ জনকে বিদায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দরা। #

    মাজেদুর রহমান( মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী।

  • নেছারাবাদ উপজেলা তরুণ দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    নেছারাবাদ উপজেলা তরুণ দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।।

    বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল পিরোজপুর জেলা শাখার আওতাধীন নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) জেলা তরুণ দলের সভাপতি মো. সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরদার রিয়াদ নূর পরশের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
    নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. ফিরোজ মাহমুদ (রাজু), সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ শহিদুল ইসলাম (হান্নান) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহরাব হোসেন। নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা পর্যায়ে তরুণ দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।
    নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণ সমাজকে অগ্রভাগে রাখাই হবে এই কমিটির মূল লক্ষ্য। কমিটি ঘোষণার পর নেছারাবাদ উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।

  • নেছারাবাদে ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগে নারী পথচারীর সর্বস্ব লু-ট।

    নেছারাবাদে ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগে নারী পথচারীর সর্বস্ব লু-ট।

    নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট মিয়ার হাট বন্দরের ব্রিজের ওপর থেকে এক নারী পথচারীকে কথিত ‘ডেভিলস ব্রেথ’ বা শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়েছে একটি প্রতারক চক্র। নিঃশ্বাসের মাধ্যমে মাইন্ড কন্ট্রোলের কৌশল ব্যবহার করে ভুক্তভোগীকে অসহায় করে এই লুট করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

    থানা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা ১৪ মিনিটের দিকে ইন্দুরহাট মিয়ার হাট ব্রিজের ওপর ওই নারী প্রতারক চক্রের কবলে পড়েন। প্রথমে এক ব্যক্তি তার পথ আগলে ধরে এবং অপর একজন কথা বলার অনুরোধ জানায়। তিনি রাজি না হলে কৌশলে সামনে গিয়ে পথ রোধ করা হয়।

    ভুক্তভোগী নারী জানান, ঘটনার সময় তার স্বাভাবিক বোধশক্তি কাজ করছিল না। তিনি বলেন, “আমি সবকিছু দেখছিলাম ও শুনছিলাম, কিন্তু কথা বলতে বা কারও সাহায্য চাইতে পারছিলাম না। বোবার মতো হয়ে গিয়েছিলাম। ওরা যা বলেছে আমি তাই করেছি।”

    একপর্যায়ে প্রতারকরা তাকে ব্রিজ থেকে নামিয়ে মিয়ার হাটের নতুন রোডে নিয়ে যায়। কথাবার্তার ফাঁকে কখন যে তিনি নিজের স্বর্ণালংকার খুলে তাদের হাতে তুলে দেন, তা তিনি বুঝতে পারেননি।
    ব্রিজের ওপর অনেক লোক উপস্থিত থাকলেও তিনি কাউকে সহযোগিতার জন্য ডাকতে পারেননি।

    ঘটনার দিন সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবার নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ দ্রুত ব্যবস্থা নেন এবং দুটি আলাদা তদন্ত টিম গঠন করেন।

    প্রথম টিমে ছিলেন এসআই জহির (প্রথম) ও তার সঙ্গীয় ফোর্স। তারা ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।দ্বিতীয় টিমে ছিলেন ডিউটি অফিসার এসআই জিয়া ও এসআই জহির (দ্বিতীয়)। তারা পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

    সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, টুপি-পাঞ্জাবি পরিহিত দাড়িওয়ালা এক বৃদ্ধ ব্যক্তি ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলছেন এবং পাশে মধ্যবয়সী আরেক ব্যক্তি অবস্থান করছিল। স্বর্ণালংকার নেওয়ার পর তারা বিএনপি অফিসের সামনে দিয়ে ফাগুন ফ্যাশন ও আদর ফ্যাশনের গলি হয়ে পুরনো রোডের মাছ বাজারের দিকে পালিয়ে যায়। পুরো ঘটনাটি দুপুর ১২টা ১৪ মিনিট থেকে ১২টা ২৬ মিনিটের মধ্যে, মাত্র ১০–১২ মিনিটে সংঘটিত হয়।

    ভুক্তভোগীর পরিবার জানায়, “আমাদের কাছে সবচেয়ে বড় কথা, মা সুস্থ আছেন। শহরে এমন ঘটনা শুনেছি, কিন্তু গ্রাম এলাকায় ঘটায় আমরা আতঙ্কিত। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।” তারা আরও বলেন, সিসিটিভিতে অপরাধীদের স্পষ্টভাবে দেখা গেছে—পুলিশ ও সাধারণ মানুষ সহযোগিতা করলে তাদের দ্রুত শনাক্ত করা সম্ভব।

    পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ইন্দুরহাট ও মিয়ার হাট মহিলা কলেজ থেকে মিয়ার হাট ব্রিজ এবং দুপুর ১২টা ২৫ মিনিট থেকে আধুনিক গার্মেন্টস হয়ে মাছ বাজার পর্যন্ত এলাকার দোকানগুলোর সিসিটিভি ফুটেজ দোকানদার ভাইয়েরা সহ উদ্যোগে যাচাই করে পুলিশের পাওয়া সিসি ফুটেজের সাথে মিলিয়ে দেখলে অপরাধীদের ধরতে সুবিধা হবে।

    এদিকে মিয়ার হাট বন্দরের এক দোকানদার বলেন, “বন্দর কমিটির উদ্যোগে বাজার এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা থাকলে এ ধরনের ঘটনা অনেকটাই প্রতিরোধ করা যেত। এর আগেও এখানে ডাকাতির ঘটনা ঘটেছে।”

    নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। দুটি পৃথক টিম তদন্তে কাজ করছে। সবার সহযোগিতা পেলে খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।

  • নড়াইলে বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আ-হত

    নড়াইলে বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আ-হত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া তেমাথা মোড়ে বো’মা সদৃশ্য একটি বস্তু বি’স্ফো’রণে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম আলিফ শেখ (১০)। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বি’স্ফোর’ণে আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেমাথা মোড়ে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খেলার ছলে কৌতূহলবশত আলিফ ওই ব্যাগটি নাড়াচাড়া করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আলিফ গুরুতরভাবে আহত হয় এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
    খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এলাকাটি ঘিরে রেখে প্রাথমিক আলামত সংগ্রহ করেন। বি’স্ফো’রিত বস্তুটি আসলেই বো’মা নাকি অন্য কোনো বি’স্ফোর’ক দ্রব্য—তা তদন্ত ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জনবহুল এলাকায় এ ধরনের বিপদজ্জনক বস্তু পড়ে থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।
    পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ওই বস্তুটি সেখানে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।