Author: desk

  • সেনাবাহিনী’র রিক্রুট ব্যাচ-২০২৫ এর  প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

    সেনাবাহিনী’র রিক্রুট ব্যাচ-২০২৫ এর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

    সংবাদ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

    ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার): আজ (১৪ অক্টোবর ২০২৫) বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান যথাক্রমে রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি) এবং চট্টগ্রামের হালিশহরস্থ আর্টিলারি সেন্টার এন্ড স্কুল (এসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি এবং মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

    আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথিগণ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।

    অনুষ্ঠানদ্বয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

  • রংপুরে বিএসটিআই’র উদ্যোগে পা-লিত হয়েছে বিশ্ব মান দিবস

    রংপুরে বিএসটিআই’র উদ্যোগে পা-লিত হয়েছে বিশ্ব মান দিবস

    আজ রংপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব মান দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ঝযধৎবফ ঠরংরড়হ ভড়ৎ ধ ইবঃঃবৎ ডড়ৎষফ – ঝঃধহফধৎফং ভড়ৎ ঝউএং’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’। দিবসটি উপলক্ষে ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ, সকাল ১০.৩০ ঘটিকায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জনাব মোঃ রশিদুস সুলতান বাবলু এবং রংপুর ক্যাবের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রংপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনার মোহাম্মদ রবিউল ফয়সাল। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উপপরিচালক ও অফিসপ্রধান প্রকৌঃ মুবিন-উল-ইসলাম।

    রংপুর ক্যাব সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান বলেন বিএসটিআই এর স্থানীয় অফিসের মান উত্তম, আমাদের সব সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিয়ে খাদ্যদ্রব্যে ভেজাল বন্ধে কাজ করা উচিত , কোর্টে খাদ্য সমন্ধে কোন ক্রিমিনাল মামলা কেন নাই তা জানতে চান। তিনি খাদ্যকে বিশেষ ক্ষমতা আইনের আওতাভুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সভাপতি (জেলা প্রশাসক) মহোদয়কে অনুরোধ করেন।

    রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জনাব মোঃ রশিদুস সুলতান বাবলু বিভিন্ন ফলে এখনো ফরমালিন আছে কিনা তার সংশয় প্রকাশ করেন এবং ফল ও সবজির আন্তর্জাতিক বাজার দখলে বাংলাদেশের উদ্দোক্তাদের আহবান জানান।

    রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জনাব মোঃ গোলাম জাকারিয়া পিন্টু সকল স্টেকহোল্ডারদের সৎ,সচেতন এবং কর্তব্যনিষ্ঠা হওয়ার আহবান জানান।বিএসটিআই’র আরো কাজ করার অনেক ক্ষেত্র আছে। এ বিষয়ে সকলকে বিএসটিআইকে সহযোগীতা করার ব্যাপারে তাগিদ দেন।

    রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) জনাব মোঃ মজিদ আলী বিপিএম বলেন শুধূমাত্র মোবাইল কোর্ট করে শৃঙ্খলা ফেরানো সম্ভব না, রন্ধে রন্ধে সমস্যা,মানসিকতায় সমস্যা । সুস্থ প্রতিযোগীতার মাধ্যমে পণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রন করার আহবান জানান।

    বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম বলেন শুধূমাত্র মোবাইল কোর্ট করে না সামাজিক আন্দোলন গড়ে তুলে ভেজাল বন্ধ করতে হবে। স্বল্প মূল্যের ভেজাল সামগ্রীর বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শুধু বিএসটিআই’র একার পক্ষে সম্ভব নয় ,এজন্যে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

    রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল দিবস পালন করার কারণ সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন দিবস পালনের উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ তৈরি করা। । তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি কি বিষয় বিবেচনা করে তা তুলে ধরেন।

    রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি বলেন আমরা ভালো প্রতিষ্ঠানের পণ্যে খুঁজে কিনি কারণ আমাদের আস্থা আছে এসকল প্রতিষ্ঠান কোয়ালিটিতে কম্প্রমাইজ করে না । সাজা দিয়ে ভেজাল বন্ধ করা সম্ভব না সচেতনতায় তা কেবল সম্ভব। মোবাইল কোর্ট এর কাজ সাজা দেয়া নয় সংশোধন করা। উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তিনি তাদের কোয়ালিটি কন্ট্রোল এর উপর জোর দেয়ার জন্য অনুরোধ করেন।

    উক্ত আলোচনা অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃ-দ্ধি, পুলিশি হস্ত-ক্ষেপের প্রতি-বাদে  কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন অ-ব্যাহত

    ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃ-দ্ধি, পুলিশি হস্ত-ক্ষেপের প্রতি-বাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন অ-ব্যাহত

    মোঃ হায়দার আলী।। ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, ৭৫ ভাগ উৎসবভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা দাবী পুলিশি নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি শিক্ষকদের আন্দোলন অব্যাহতভাবে চলছে। পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরোতী অব্যাহতভাবে চলছে। যতদিন বাড়ী ভাড়ার ২০ ভাগ প্রজ্ঞাপন জারি করা না হবে তত দিন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরোতি ও শহীদ মিনারে আন্দোলন অব্যাহতভাবে চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।

    সোমবার (১৩ অক্টোবর) দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল–কলেজে মাদ্রাসার পাঠদান বন্ধ রয়েছে।

    গতকাল বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

    তিনি বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারেই অবস্থান চালিয়ে যাচ্ছি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী হবে বীরের বেশে আমরা শ্রেণিকক্ষে ফিরব।

    এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পিটিয়ে আহত করা, শিক্ষক প্রেফতার, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখানে থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

    অধ্যক্ষ আজিজী বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন বা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার ঘোষণা না হবে, আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না।

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষকরা আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হন। তবে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

    সংগঠনটির নেতারা জানান, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন দাবি করছেন।
    শিক্ষক নেতারা বলেন, সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরোতী পালন করায় কোটি কোটি ক্ষতি হচ্ছে, কিন্তু সরকারের টনক নড়ছে না। এখনই ২০ ভাগ বাড়ীভাড়ার প্রঞ্জাপন ঘোষনা করুক সরকার শিক্ষক সমাজ বাড়ী ফিরে যাবে, শ্রেণী কক্ষে ফিরে যাবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির অতিরিক্ত ক্লাস করে শিক্ষার্থীর ক্ষয়ক্ষতি পূরণ করে দেয়া হবে বলে জানান শিক্ষক নেতৃবৃন্দে

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    ঢাকা।

  • আপনারা ধানের শীষে ভোট দি-বেন — মো. মহিউদ্দিন

    আপনারা ধানের শীষে ভোট দি-বেন — মো. মহিউদ্দিন

    লিটন মাহমুদ , মুন্সীগঞ্জ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে নেতাকর্মীরা সুপারমার্কেট, জমিদারপাড়া, কাচারি এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

    কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।

    এ সময় মো. মহিউদ্দিন উপস্থিত সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। পাশাপাশি বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন

    লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরা হয়। দোকান, রাস্তা ও পথচারীদের মাঝে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।

    এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের মিছিল একের পর এক এসে কর্মসূচিকে উৎসবমুখর করে তোলে।

    লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত হোসেন মানু, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুহাম্মদ মাসুদ রানা, শহর যুবদলের সদস্যসচিব রায়হান কবির প্রমুখ।

  • মুন্সীগঞ্জে লৌহজংয়ে সালাম আজাদের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

    মুন্সীগঞ্জে লৌহজংয়ে সালাম আজাদের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

    লিটন মাহমুদ,

    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বেজগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মালির অংক বাজার এলাকায় যুগ্ম মহাসচিব নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের হাতে প্রচারপত্র (লিফলেট) পৌঁছে দেন৷ সেই সাথে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।

    এ সময় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতিটি দিকই রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের মৌলিক নীতিমালা হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, এগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশকে একটি উন্নত, মর্যাদাশীল এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিণত করবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জিত হবে।

  • মহেশপুরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সা-বেক সভাপতির বিদায় ও নবাগত সভাপতির দ্বা-য়িত্বভার গ্রহন

    মহেশপুরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সা-বেক সভাপতির বিদায় ও নবাগত সভাপতির দ্বা-য়িত্বভার গ্রহন

    শহিদুল ইসলাম
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

    আনুষ্ঠানিকতা ও পরিচয় পর্বের মধ্যদিয়ে কলেজ পরিচালনা পর্ষদের নবাগত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করেন নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ- মোমিনুর রহমান মোমিন।

    ১৪ই অক্টোবর সকাল ১০ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি’র বিগত কমিটি থেকে বিদায় ও নবাগত পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোমিনুর রহমান মোমিনের দ্বায়িত্ব্যভার গ্রহনে উক্ত কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ শওকত আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা সহ অনেকে।
    এসময় নবাগত পরিচালনা পর্ষদের সকল পদস্থ ও সদস্যগন, কলেজ শিক্ষক / শিক্ষিকা / কর্মচারী ও গন্যমান্য ব্যক্তি সহ বেশ কয়েকজন গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

    উক্ত কলেজ পরিচালনা পর্ষদের নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ-মোমিনুর রহমান মোমিন বলেন কলেজ উন্ননয়ের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম করণের কলেজটি উন্ননয়ের জন্য আপনারা আমার পাশে থাকলে আমি যথাযথ মর্যাদায় ম্যানেজিং কমিটির সার্বিক দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করে যাবো ইনশাআল্লাহ।

  • সাভারে র‍্যাব পরিচয়ে ২৫ লাখ টাকা ডা-কাতির ঘটনায় ডিবি পুলিশের অভি-যানে ৯ জনকে গ্রে-ফতার

    সাভারে র‍্যাব পরিচয়ে ২৫ লাখ টাকা ডা-কাতির ঘটনায় ডিবি পুলিশের অভি-যানে ৯ জনকে গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলার সাভারে ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় শহিদুল ইসলাম ও সুমনসহ ৯ জন ভুয়া র‍্যাবকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট করে নেয়া টাকার মধ্যে ৫ লাখ টাকাসহ খেলনা পিস্তল, র‍্যাবের কটি, ওয়াকিটকিসহ একটি গাড়ি জব্দ করা হয়।

    মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫ইং) সকালে সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান।

    সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সাভারের ভাঙা ব্রিজ এলাকা থেকে ২৫ লাখ টাকা লুট করে নেয় গ্রেফতারকৃতরা। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তে নামে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা ডিবি পুলিশের বিশেষ একটি দল। পরে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আ. মুত্তালিব ও সহকারী উপপরিদর্শক মেহেদী মাসুদের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা রোববার বিকেলে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে প্রথমে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর কাকরাইল থেকে গ্রেফতার করা হয় আরও ২জনকে।

    গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট করা ২৫ লাখ টাকার মধ্য থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া, জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি, খেলনা পিস্তল, ওয়াকি-টকি, র‍্যাবের কটি।

    ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে আজ দুপুরে। ডিবি পুলিশ জানায়, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না।

  • গোপালগঞ্জে লিগ্যাল এইড অফিসের সক্রিয় কার্যক্রমে   বিনামূল্যে কাঙ্খিত সেবা ও সুফল পা-চ্ছেন

    গোপালগঞ্জে লিগ্যাল এইড অফিসের সক্রিয় কার্যক্রমে বিনামূল্যে কাঙ্খিত সেবা ও সুফল পা-চ্ছেন

    কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস গরীব, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদেরকে বিনা মূল্যে সেবা দিয়ে যাচ্ছে।

    তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস-এর উদ্যোগে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টা থেকে গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরে মেডিয়েশন বিষয়ক প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত প্রচারণামূলক সভাটি গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস- এর তত্তাবধায়নে গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের নিয়ে আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোহাম্মদ সফিকুল ইসলাম। মেডিয়েশন বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত প্রচারণামূলক সভার আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে ও স্বল্প সময়ে তিন ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে। যথা-গরীব, অসহায় ও আর্থিক ভাবে অস্বচ্ছল মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার বিনা মূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। সারা বাংলাদেশের ন্যায় গোপালগঞ্জের মানুষও লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনা মূল্যে আইনগত সহায়তা গ্রহণ করে তাদের আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে পারছে। যে কোন ব্যক্তি জেলা লিগ্যাল এইড অফিস থেকে যে কোন আইনি পরামর্শ গ্রহণ করতে পারছে। লিগ্যাল এইড অফিস প্রদত্ত ৩য় সেবাটি নিয়ে বর্তমান সময়ে বেশ আলোচনা হচ্ছে। সেটি হলো মেডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)। আদালতের মামলা জট কমানোর অন্যতম উপায় হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি। এই বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মেডিয়েশনের ফলে একজন মানুষ খুব অল্প সময়ে তার বিরোধের কাঙ্খিত সমাধান পেতে পারে। মেডিয়েশনের ফলে উভয় পক্ষই শান্তিপূর্ণ পরিবেশে তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরতে পারে এবং আলোচনা প্রেক্ষিতে তাদের সমস্যা সমাধান করতে পারে। মেডিয়েশনের বিভিন্ন উপকারী দিক তুলে ধরে জেলা লিগ্যাল এইড অফিসার প্রশিক্ষণার্থীদের মেডিয়েশন বিষয়ে উদ্বুদ্ধ করেন এবং বিষয়টি প্রচারের জন্য অনুরোধ জানান। গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার বলেন,
    গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইডে-এর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক স্যারের দিক নির্দেশনায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে মেডিয়েশনের মাধ্যমে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা নগদ আদায় পূর্বক পক্ষদেরকে হস্তান্তর করা হয়েছে। যার ফলে পক্ষরা স্বল্প সময়ে তাদের প্রতিকার নিয়ে খুবই সন্তুষ্ট হয়েছেন। প্রশিক্ষণার্থীরা লিগ্যাল এইড সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জানতে চাইলে জেলা লিগ্যাল এইড অফিসার তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

    এ সময় গোপালগঞ্জ জেলা মহিলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী
    কে এম সাইফুর রহমান, কাজী ফারদীন রহমান, জেলা লিগ্যাল এইড অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুক্তা চৌধুরী ও জারীকারক বিশ্বজিৎ মন্ডল সহ জেলা মহিলা বিষয়ক অফিসের প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। পরে প্রচারণামূলক সভায় অংশ নেওয়া প্রত্যেককে জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে প্যাকেট খাবার প্রদান করা হয়।

  • গোপালগঞ্জে পা-লিত হয়েছে ৫৬ তম বিশ্ব মান দিবস

    গোপালগঞ্জে পা-লিত হয়েছে ৫৬ তম বিশ্ব মান দিবস

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে পালিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫ ।

    আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের উপপরিচালক মো: মাসুদ আল মামুন, সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: বিল্লাল হোসেন, গোপালগঞ্জের গাজী বেকারীর মালিক হিজবুল গাজী, শরীয়তপুর বেকারী মালিক সমিতির সাধারন সম্পাদক আলী আশরাফ প্রমুখ।

    জেলা প্রশাসন ও গোপালগঞ্জ বিএসটিআইয়ের আয়োজনে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন গোপালগঞ্জ বিএসটিআই-এর পরিদর্শক (মেট্রোলজি) খাজা শাহ জালাল।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, মান দিবসে শেয়ার্ড ভিশনের কথা বলা হচ্ছে। আপনারা পণ্যের গুনগত মান এবং ওজন সঠিক রাখুন।

  • নলছিটির দুই গুরুত্বপূর্ণ সড়কের বে-হাল দশা: পৌর ভবনের সামনেই কর্দমাক্ত রাস্তা, চা-পা ক্ষো-ভ পৌরবাসীর

    নলছিটির দুই গুরুত্বপূর্ণ সড়কের বে-হাল দশা: পৌর ভবনের সামনেই কর্দমাক্ত রাস্তা, চা-পা ক্ষো-ভ পৌরবাসীর

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি পৌরসভার প্রাণকেন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ সড়ক বাসস্ট্যান্ড সংলগ্ন পৌরসভা ভবনের সামনের রাস্তা এবং স্টেশন রোড দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে মাটির রাস্তার মতো কাদা জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।

    অভিযোগ উঠেছে, পৌরসভার প্রধান কার্যালয়ের সামনেই এমন বেহাল অবস্থা থাকা সত্ত্বেও প্রশাসনের কোনো উদ্যোগ নেই। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, পৌর প্রশাসনের চোখের সামনে বছরের পর বছর ধরে কীভাবে এই গুরুত্বপূর্ণ সড়কগুলো এভাবে অযত্নে পড়ে থাকতে পারে! এমনকি পৌর কর্তৃপক্ষের কর্মকর্তাদের অফিসে আসা যাওয়া এবং দৈনন্দিন কাজের জন্য এই রাস্তা ব্যবহার করতে হয়। 

    দৈনন্দিন চলাচলের জন্য এ দুটি সড়কই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী ও যানবাহন এ পথ ব্যবহার করে। বর্ষাকালে সড়কে জমে থাকা পানি ও কাদা পথচারীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।

    স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, রাস্তাগুলো নতুনভাবে না করলেও সামান্য সংস্কার করলেই চলাচলের উপযোগী করা সম্ভব। কিন্তু তাতেও পৌর প্রশাসনের কোনো উদ্যোগ নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

    এ নিয়ে পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ ও হতাশা। তারা দ্রুত রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন।

    স্থানীয় পৌরবাসীর প্রশ্ন – বরাদ্দের অপেক্ষায় আরও কত বছর এমন দুর্ভোগ সহ্য করতে হবে?