Author: desk

  • দোয়ারাবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূ-চি অনুষ্ঠিত

    দোয়ারাবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূ-চি অনুষ্ঠিত

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার কৃষি ব্যাংক এর উদ্যোগে দোয়ারাবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

    বুধবার (৬ আগষ্ট) সকালে দোয়ারাবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার কৃষি ব্যাংক ব্যবস্থাপক (ম্যানাজার) মো. শহিদুল্লা,
    দোয়ারাবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষক মো. রসুল আমিন,ইন্সট্রাক্টর (গণিত),কৌশিক বনিক্,ইন্সট্রাক্টর (বাংলা),মো. মাহফুজুর রহমান,ইন্সট্রাক্টর (পদার্থ), হাদিউজ্জামান রতন,জুনিয়র ইন্সট্রাক্টর(এপারেল),মো. মোজাহিদুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর (আইটি), আব্দুল্লাহ আল -নুমান,জুনিয়র ইন্সট্রাক্টর(আইটি),নূরনবী মিয়া রানা,জুনিয়র ইন্সট্রাক্টর (এপারেল) দোয়ারাবাজার কৃষি ব্যাংক কর্মকর্তা সুমন মিয়া, সেন্টু মান্দা প্রমুখ। বৃক্ষরোপণ শেষে একটি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

  • মসজিদ,  মাদ্রাসা,  সমাজ সংস্কারক ১০৭ বছর বয়সী কামাল উদ্দীনের  ই-ন্তেকাল ও দা-ফন সম্পন্ন

    মসজিদ, মাদ্রাসা, সমাজ সংস্কারক ১০৭ বছর বয়সী কামাল উদ্দীনের ই-ন্তেকাল ও দা-ফন সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক, কলামিস্টদ মোঃ হায়দার আলী দাদা শশুর, হরেজ মাষ্টার, আজমাল হোসেনের বাবা কামাল উদ্দীন ( ১০৭) ৫ আগষ্ট, দিবাগত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
    চাঁপাই জেলার সদর উপজেলার আলিনগর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কিছুদিন পূর্বে ২ মেয়ে ইন্তেকাল করেছেন।

    সকাল ১১ টা ৩০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
    খালঘাট গোরস্থানে নামাজের জানাজা শেষে দাফন করা হয়। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন ৩য়. ছেলে মোঃ বাবর আলী। মরহুম কামাল উদ্দীন মসজিদ, মাদ্রাসা, সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন, ধার্মিক, নামাজ ও ইসলামের পথে সবাই আহ্বান করতেন। তার জানাজায় গণমানুষের উপস্থিতি প্রমান করে তিনি কতটা ভাল মানুষ ছিলেন। সবচেয়ে বয়স্ক মানুষটির মৃত্যুর খবরে এলাকার আশে পাশের বাতাস ভারী হয়ে উঠে, কে কাকে শান্তনা দিবে যেন ভাষা হারিয়ে ফেলেছেন।

    বড় ছেলে হরেজ আলী মাষ্টার ও ছোট ছেলে মেহেদী জানান, ১০৭ বছর বয়সে আমাদের বাবা তেমন কোন ঔষুধ গ্রহন করে নি। ঠিকভাবে চলা ফেরা, করতেন, কোন প্রকার অসুবিধা হতো না। খাওয়া দাওয়া করতেন কোন অসুখ ছিল না। জলকর, পুকুর, মাছের ব্যবসা করতেন। ভারত ও দেশের অনেক লোক আমার আব্বাকে চিনতেন। ব্যবসার কারনে বাড়ী আসতেন তিনিও তাদের বাড়ীতে যেতেন। মা নিগারজান বেগম ২০০২ ইং সালে মারা জান। আমরা ৫ ভাই ও ৫ বোনসহ আত্নীয়স্বজন বাবার বিয়ে দেয়ার চেষ্টা করেছিলাম। বাবা দ্বিতীয় বিয়ে করতে কোন সময় রাজি হন নি। বাবা সব সময় বলতেন, আমার সাথে আমার মায়ের দোয়া আছে। আল্লাহ আমাকে সুস্থ্য রেখেছেন, ছেলে মেয়েসহ সবাই আমার সে, খাবার দেয়া, সেবা যত্ন করছেন দ্বিতীয় বিয়ের প্রয়োজন নেই। ছোট আবস্থায় গ্রামে কলেরা হয়েছিল, তিনিও কলেরায় আক্রান্ত হয়েছিলেন। ওই সময় অনেক লোক মারা গিয়েছিল, কামাল উদ্দীনের মা আল্লাহর নিকট প্রার্থানা আল্লাহ আমার প্রাণের বিনিময়ে আমার ছেলেকে সুস্থতা দান করুন। বিধাতার লিখন না যায় খন্ডন। আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিয়ে মাকে পৃথিবী থেকে তুলে নিয়ে ছেলে কামাল উদ্দীনকে সুস্থতা দান করেছিলেন। এটাই মা ছেলে ভালবাসা। আল্লাহ সব কিছু করতে পারেন। সবার নিকট আব্বার জন্য একটায় চাও দোয়া যেন আব্বকে আল্লাহ জান্নাতবাসী করেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • নড়াইলে শিশু নু-সরাত হ-ত্যা মা-মলায় সৎ মায়ের যা-বজ্জীবন কা-রাদণ্ড

    নড়াইলে শিশু নু-সরাত হ-ত্যা মা-মলায় সৎ মায়ের যা-বজ্জীবন কা-রাদণ্ড

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে শিশু নুসরাত হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড
    নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন বছরের শিশু নুসরাত জাহান রোজা হত্যার ঘটনায় সৎ মা জোবাইদা বেগমকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    বুধবার (৬ আগস্ট) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জোবাইদা বেগম আদালতে উপস্থিত ছিলেন না।
    নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
    দণ্ডপ্রাপ্ত জোবাইদা বেগম লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর স্ত্রী।
    আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালে মামলার বাদী আবুল খায়ের কাজীর ছেলে সজীব কাজীর সঙ্গে তার প্রথম স্ত্রী রুপা খাতুনের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর সজীবের দুই সন্তান; পাঁচ বছর বয়সী ছেলে ইয়াসিন ও তিন বছর বয়সী মেয়ে নুসরাত জাহান রোজা; দাদার (আবুল খায়ের) সঙ্গে বসবাস করতে থাকে। পরবর্তীতে সন্তানদের কথা চিন্তা করে সজীব কাজী দ্বিতীয় বিয়ে করেন জোবাইদা বেগমকে।
    ঘটনার দিন ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে নুসরাতকে তার বড় ভাই ইয়াসিন মারধর করলে সে কান্না শুরু করে। এরপর সৎ মা জোবাইদা বেগম তাকে ঘরের একটি কক্ষে নিয়ে যান। শিশুটি কান্না থামাচ্ছিল না দেখে একপর্যায়ে জোবাইদা তার মুখ চেপে ধরেন, যার ফলে শ্বাসরোধে নুসরাতের মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর শিশুটিকে একটি কম্বল দিয়ে মুড়িয়ে শ্বশুর মো. খায়ের কাজীর ঘরের বারান্দার খাটে রেখে দেন তিনি।
    পরে দাদা খায়ের কাজী বাড়িতে ফিরে নুসরাতকে গোসল করাতে ডাকাডাকি করেন। কিন্তু তাকে কোথাও খুঁজে না পেয়ে স্ত্রী পান্না বেগমকে বিষয়টি জানান। খোঁজাখুঁজির একপর্যায়ে পান্না বেগম জোবাইদাকে জিজ্ঞেস করলে তিনি জানান, নুসরাত বারান্দায় ঘুমাচ্ছে। সেখানে গিয়ে দাদী শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়।
    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রথমে লোহাগড়া থানায় এবং পরে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই দিনই সজীব কাজী ও জোবাইদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় সজীব কাজীকে পরে ছেড়ে দেওয়া হয়।
    এ ঘটনায় পরদিন নিহত শিশুর দাদা মো. খায়ের কাজী লোহাগড়া থানায় জোবাইদা বেগমকে একমাত্র
    আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালত মামলার রায় ঘোষণা করেন।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • রাজশাহীর হু-ন্ডি মু-কুল কক্সবাজারে গ্রে-ফতার

    রাজশাহীর হু-ন্ডি মু-কুল কক্সবাজারে গ্রে-ফতার

    নিজস্ব প্রতিবরদক, রাজশাহীঁঃ গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলায় আসামী হয়ে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন হুন্ডি মুকুল নামে পরিচিত ব্যবসায়ী মোখলেসুর রহমান মুকুল। বুধবার (৬ আগস্ট) ভোর ছয়টার দিকে কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

    কক্সবাজার সদর থানার ওসিইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

    রাজশাহী নগরীর কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর মহল্লার বাসিন্দা মুকুলের নামে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তৎকালীন পুলিশ প্রধানের কাছে পাঠানো প্রতিবেদনে হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাচারের তালিকায় রাজশাহীর মূল হোতা হিসেবে মুকুলের নাম ২ নম্বরে ছিল।

    এক দশক আগেও পাড়ায় মুদিদোকান চালাতেন মুকুল। এখন তিনি হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগের আমলে তাকে আগলে রেখেছিলেন সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

    মুকুল তার কালো টাকা সাদা করতে ঠিকাদারী ব্যবসায় নাম লিখিয়েছিলেন। গত কয়েক বছরে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় ৩০০ কোটি টাকার কাজ করেছেন তিনি। এছাড়া সাবেক এমপি আসাদকে গাড়ি উপহার দিয়ে বাগিয়ে নিয়েছিলেন গোদাগাড়ী উপজেলার একটি বালুমহাল।

    আওয়ামী লীগ সরকারের পতনের পরও এবার বালুমহালটি ইজারা পেয়েছেন মুকুল। আত্মগোপনে থাকা অবস্থায় ডিসি অফিসে গিয়ে বালুমহাল ইজারার চুক্তিপত্রে স্বাক্ষরও করেছিলেন। বিষয়টি জানাজানি হলে সে সময় রাজশাহীতে বিক্ষোভও হয়েছিল।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ঐতিহাসিক গ-ণঅভূত্থানের ১’ম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক দলের বিজয় মিছিল

    ঐতিহাসিক গ-ণঅভূত্থানের ১’ম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক দলের বিজয় মিছিল

    পটুয়াখালী প্রতিনিধিঃ

    ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ১ বছর পূর্তি ও ঐতিহাসিক গনঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপি’র পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয়।

    পটুয়াখালী জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির হোসেনের আয়োজনে সদর উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সালাম হাওলাদার সায়েম এবং সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন ঘরামীর নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আউয়াল আকন, সহ-সভাপতি সাইফুল হাওলাদার,সহ-সভাপতি ছত্তার বয়াতী, সহ-সাধারন সম্পাদক নইমুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শিপন, সহ-দপ্তর সম্পাদক  দেলোয়ার মোল্লা, প্রকাশনা সম্পাদক বজলু মীর, জেলা শ্রমিক দলের সদস্য আব্দুর রব মোল্লা। এসময় পৌর শ্রমিক দল, অটোরিকসা শ্রমিক দল সহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের শ্রমিক দলের নেতৃবৃন্দ।

    বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ,বি,এম মোশারোফ হোসেন। সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির নবনির্বাচিত সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির ১ নং সদস্য মোস্তাক আহম্মেদ পিনু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাহাবুব কাজী, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট কবির হোসেন সহ জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা মৎসজীবি দল, জেলা কৃষক দল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এই বিজয় র‍্যালিতে হাজারো জনতার অংশগ্রহনে জনসমুদ্রে পরিনত হয় পটুয়াখালী শহর।

  • ভালুকায় জুলাই বি-প্লব গ-ণঅভ্যুত্থান দিবস’ স্মরণে আলোচনা সভা ও র‍্যা-লি অনুষ্ঠিত

    ভালুকায় জুলাই বি-প্লব গ-ণঅভ্যুত্থান দিবস’ স্মরণে আলোচনা সভা ও র‍্যা-লি অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের স্মরণে আজ ভালুকা উপজেলা হলরুমে পালিত হলো ‘গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে সকালেই একটি র‍্যালি উপজেলা হলরুম থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হলরুমে ফিরে আসে। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় তিনি তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন এবং বলেন, ‘এই আন্দোলন প্রমাণ করেছে যে তরুণ প্রজন্মই পারে জাতির গতিপথ পরিবর্তন করে একটি সুন্দর ভবিষ্যৎ গঠন করতে।’ তিনি শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের সাহসিকতা, বিচক্ষণতা এবং সংগঠিত প্রচেষ্টাই দেশজুড়ে এক নতুন জাগরণের সৃষ্টি করেছিল, যা নতুন দিন নিয়ে এসেছে। অনুষ্ঠানে
    বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন এবং ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবীর।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং জুলাই বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত ছাত্র জনতার প্রতিনিধিরা।

    বক্তারা বলেন, “জুলাই বিপ্লব ছিল স্বৈরাচার, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে একটি সাহসী ছাত্র-জনতার জাগরণ। এই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে—একটি গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের পথে।”

    কর্মসূচির শেষভাগে বক্তারা দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • ফে-ন্সিডিল ও ইয়া-বাসহ – র‌্যাবের জা-লে আ-টক ৫ মা-দক কা-রবারি

    ফে-ন্সিডিল ও ইয়া-বাসহ – র‌্যাবের জা-লে আ-টক ৫ মা-দক কা-রবারি

    খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধি :
    রাতভর অভিযান চালিয়ে দিনাজপুর ও লালমনিরহাট থেকে অভিনব কায়দায় লুকানো ৯৯০ পিস ইয়াবা ও ৩০০ বোতল ফেন্সিডিলসহ পাঁচ মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১৩। উদ্ধার করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    র‌্যাব-১৩ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ বুধবার ভোররাতে দিনাজপুরের কাহারোল ও লালমনিরহাটের হাতিবান্ধায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

    প্রথম অভিযানটি রাত ১২টা ৫৫ মিনিটে দিনাজপুর জেলার কাহারোল থানার সুন্দরপুর ইউনিয়নের দশ মাইল শ্যামাকালী মন্দির সংলগ্ন পাকা রাস্তায় চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মজিদ (২৮) ও আসাদুজ্জামান রিপন (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিতে পাঁচটি কালো পলিজিপার প্যাকেটে রাখা ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    পরবর্তীতে রাত ২টা ৫০ মিনিটে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কদমা এলাকায় আরেকটি অভিযানে অভিনব কৌশলে মোটরসাইকেলে লুকানো অবস্থায় ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। এ সময় পারভেজ রহমান (২২), পিযুষ চন্দ্র রায় (২৫) ও সাধন চন্দ্র রায় (২৩) নামে তিন যুবককে গ্রেফতার করা হয়।

    র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠাবে থানা পুলিশ। ”

  • ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তার র‍্যাংক  ব্যাজ পরিধান

    ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা :

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত ১৫ জন কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান ৬ আগস্ট বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরের কনফারেন্স রুমে এক জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণের উদ্দীপনা ও আনন্দের পাশাপাশি ছিলো এক গৌরবময় পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা লাভ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি এবং উপমহাপরিচালকগণ ও বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাঁদের এই নতুন যাত্রা পথে স্বাগত জানান। তিনি তাঁদেরকে বাহিনীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এসময় তিনি বলেন ‘এই পদোন্নতি আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং নেতৃত্বের যোগ্যতার স্বীকৃতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা আপনাদের নতুন দায়িত্বে আরও বেশি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন। বাহিনীর মর্যাদা ও লক্ষ্য অর্জনে আপনাদের ভূমিকা হবে আরও গুরুত্বপূর্ণ।’ তিনি তাঁর দিক-নির্দেশনা মূলক বক্তব্যে নবনিযুক্ত উপপরিচালকদের দেশের সেবা এবং জনগণের নিরাপত্তায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের বক্তব্যে বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহাপরিচালকের দিক-নির্দেশনা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, এই পদোন্নতি তাঁদেরকে দেশের সেবায় আরও অনুপ্রাণিত করবে।
    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নবনিযুক্ত উপপরিচালকদের নতুন এই দায়িত্বে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছে। বাহিনী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই কর্মকর্তারা ভবিষ্যতে আরও উচ্চতর দায়িত্ব পালনে তাঁদের দক্ষতা, সততা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। তাঁদের এই সাফল্য বাহিনীর গৌরবকে আরও বাড়িয়ে তুলবে। এ সময় বাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন ব্যাটালিয়ানের কর্মকর্তা, ব্যাটালিয়ান সদস্য ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

  • ৯ আগস্ট শনিবার তারাগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক স-ম্মেলন

    ৯ আগস্ট শনিবার তারাগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক স-ম্মেলন

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    তারাগঞ্জ উপজেলা শাখা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী ৯ আগস্ট, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে দেয়াল ও সড়কঘাট।
    সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন হাতি প্রতীক নিয়ে অ্যাডভোকেট মাকদুম, চেয়ার প্রতীক নিয়ে মতিয়ার রহমান এবং ছাতা প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম কিবরিয়া (ফুটবল প্রতীক) ও মো: মেহেদী হাসান শিপু (চশমা প্রতীক)।
    এছাড়াও সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।
    সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে কে হচ্ছেন নতুন সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা সাংগঠনিক সম্পাদক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী-সমর্থকেরা।
    প্রত্যেক পদে একাধিক প্রার্থী থাকায় সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

  • তারেক রহমানের বা-র্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান পঞ্চগড়ের বিজয় সমাবেশে–ফরহাদ হোসেন আজাদ 

    তারেক রহমানের বা-র্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান পঞ্চগড়ের বিজয় সমাবেশে–ফরহাদ হোসেন আজাদ 

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :

    ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৬ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে এই বিজয় মিছিলটি শহরের সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।

    মিছিলে জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    মিছিল শেষে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

    বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমাদের দায়িত্ব শহর থেকে গ্রাম, স্কুল-কলেজ থেকে বন্দরে, তারুণ্যের প্রতিটি কণ্ঠে এই বার্তা পৌঁছে দেওয়া।”

    তিনি আরও বলেন, “গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা আমাদের বাকরুদ্ধ করেছে। যারা কখনও এই দেশের স্বাধীনতাকে স্বীকার করেনি, সেই স্বীকৃত রাজাকারদের ছবির পাশে ২০২৪-এর গণআন্দোলনের শহীদদের ছবি বসানো হয়েছে—এটি চরম ধৃষ্টতা ও ইতিহাস বিকৃতি।”

    তিনি হুঁশিয়ার করে বলেন, “৭১-এ আমরা ভূখণ্ড, মানচিত্র ও জাতীয় সঙ্গীত পেয়েছি; আর ২৪-এর আন্দোলনে আমরা পেয়েছি গণতন্ত্র। এই দুই সংগ্রাম আলাদা। এক করার অপচেষ্টা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি।”

    সমাবেশে ধর্মের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা বলেন, “আজ ধর্মকে ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অথচ ইসলাম বলেছে—বেহেশত-দোজখ নির্ধারণের ক্ষমতা একমাত্র আল্লাহর। এমনকি প্রিয় নবী (সা.)-ও বলেন, তিনি জানেন না কার জন্য সুপারিশ করতে পারবেন।”

    সমাবেশে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ধর্মকে পুঁজি করে গণতন্ত্রবিনাশী ষড়যন্ত্র যেন কেউ করতে না পারে, সেজন্য আমাদের রুখে দাঁড়াতে হবে।”