Author: desk

  • উজিরপুরে নি-ষেধাজ্ঞা অ-মান্য করে মা ইলিশ আহ-রন করায় ৩ জেলের কারা-দন্ড

    উজিরপুরে নি-ষেধাজ্ঞা অ-মান্য করে মা ইলিশ আহ-রন করায় ৩ জেলের কারা-দন্ড

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ আহরন করায় ৩ জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে।

    সূত্রে জানা যায়,১৫ই অক্টোবর বুধবার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে উপজেলা প্রশাসন, উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং উজিরপুর মডেল থানার যৌথ অভিযানে সকাল ০৬.৪০ টার সময় ০৩ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী নিষিদ্ধকালীন সময়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে ইলিশ মাছ আহরণ করার অপরাধে ০৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল।

    উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সেনবাগের ৪৪ টি লাইসেন্স বিহীন অ-বৈধ করাতকলে রমরমা বানিজ্য – রাজস্ব ফাঁ-কি

    সেনবাগের ৪৪ টি লাইসেন্স বিহীন অ-বৈধ করাতকলে রমরমা বানিজ্য – রাজস্ব ফাঁ-কি

    রফিকুল ইসলাম সুমন,
    নোয়াখালী জেলা প্রতিনিধি।।

    প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন আইন ১৯২৭ ও করাতকল(লাইসেন্স) বিধিমালা ২০১২ কে অমান্য করে, নোয়াখালীর সেনবাগে ৪৪ টি অবৈধ করাতকলে রমরমা বানিজ্যের অভিযোগ উঠেছে।

    করাতকল স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে সরকার নির্দেশিত ১৯৫৬ সালের আইন অনুযায়ী ৩ বছরের কারাদন্ড ও অর্থ জরিমানার বিধান থাকলে এব্যাপারে উদাসীন রয়েছে সেনবাগ উপজেলা প্রশাসন।

    এবিষয়ে জানতে চাইলে লাইসেন্স বিহীন ৪৪ টি করাতকলের মালিকগন তাদের অনুমতি বিহীন করাতকল পরিচালনার কথা স্বীকার করেন।পাশাপাশি গণমাধ্যমকে জানান, সেনবাগ উপজেলা বন বিভাগে কর্মরত ফরেষ্টগার্ড শরিফকে বিভিন্ন সময়ে অর্থ প্রদানের মাধ্যমে তাদের করাতকল গুলি চালিয়ে যাচ্ছেন। শরিফ প্রতিটি করাতকল থেকে ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারী, ২৬ শে মার্চ সহ বিভিন্ন দিবসে ১(এক) হাজার টাকা থেকে ২(দুই) হাজার টাকা পর্যন্ত আদায় করে নেয়।এছাড়া ও বিভিন্ন সময়ে প্রতিটি করাতকল মালিক থেকে অর্থ আদায় করে। করাতকল মালিকদের নিকট হতে অর্থ আদায়ের প্রসঙ্গে জানতে চাইলে ফরেষ্টগার্ড শরিফ গণমাধ্যমকে কোন সদুত্তর না দিয়ে বলেন, যারা অভিযোগ করেছে তাদের চেহারা গুলো আমাকে দেখান, ওদেরকে আমি দেখে নিবো।আমাদের পাওয়ার না থাকলে কি আমরা সরকারি চাকুরী করি?

    অবৈধ করাতকল স্থাপন,
    পরিচালনা ও ফরেষ্টগার্ড শরিফের মাসোয়ারা নেওয়ার বিষয়ে জানতে চাইলে, সেনবাগ উপজেলা বন কর্মকর্তা মো: এহসানুল হক গণমাধ্যম কে জানান,সেনবাগের ৬০টি করাতকলের মধ্যে ১৬টি করাতকলের লাইসেন্স আছে। বাকী ৪৪ টি করাতকলের লাইসেন্স ও অনান্য প্রয়োজনীয় কোন কাগজপত্রই নাই। অধিকাংশ করাতকল মালিক ১৫ থেকে ২০ বছর যাবত লাইসেন্স ছাড়াই অবৈধ করাতকল চালিয়ে যাচ্ছেন।
    আমি কিছুদিন পরপর নোটিশ প্রেরন করে লাইসেন্স করার জন্য তাগিদ দেই, কিন্তু তারা এতে কর্ণপাত না করেই পূর্বের মতো অবৈধভাবে করাতকলগুলো চালিয়ে যাচ্ছেন। আর বনপ্রহরী শরিফ করাতকল মালিকদের নিকট হতে টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত নই।কেউ যদি লিখিত অভিযোগ দাখিল করে তাহলে বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

    এদিকে লাইসেন্সধারী করাতকল মালিকগন ক্ষোভ প্রকাশ করে বলেন,,আমরা সরকারকে ট্যাক্স দিয়ে,লাইসেন্স করে কি লাভ? বন বিভাগের অসাধু কর্মচারীদের টাকা দিয়ে অবৈধভাবে অনেকেই চালিয়ে যাচ্ছেন তাদের করাতকল গুলি। বৈধ করাতকল মালিকদের দাবি, খুব শীগ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে লাইসেন্স বিহীন অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে যেন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়।

  • বরগুনার তালতলীতে ভাবীকে হ-ত্যার ১০ বছর পর ভাতিজিকে পি-টিয়ে হ-ত্যা

    বরগুনার তালতলীতে ভাবীকে হ-ত্যার ১০ বছর পর ভাতিজিকে পি-টিয়ে হ-ত্যা

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলায় ভাবী তানিয়া বেগমকে গলাকেটে হত্যার ১০ বছর পর এবার ছয় বছর বয়সী ভাতিজি নাহিল আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন চাচা হাবিব ওরফে হাবিল খাঁন। ঘটনার পরপরই হাবিলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    মঙ্গলবার রাত ১১ টার দিকে নিহত শিশুর বাবা মো. দুলাল খান বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে একই দিন দুপুর ২ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত হাবিব ওরেফে হাবিল খান মামলার বাদী দুলাল খানের আপন ছোট ভাই হওয়ায় তাঁরা একই বাড়িতে বসবাস করতেন। তবে হাবিব সার্বক্ষণিক নেশাগ্রস্ত থাকায় প্রায় সময়ই পরিবারের সদস্যদের গালিগালাজ করাসহ মারধর করতেন। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে শিশু নাহিল বাড়ির সামনে একটি মুদি দোকানে রুটি কিনতে যায়। এসময় হঠাৎ হাবিব পিছন থেকে এসে একটি লাঠি দিয়ে নাহিলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। 

    এসময় শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক বাবা দুলাল খান ও স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটি আশঙ্কাজনক অবস্থায় থাকায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রকিবুল ইসলাম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মৃত্যু হয়। 

    ঘটনার পরপরই চাচা হাবিব ওরেফে হাবিলকে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় হাবিল একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়। হাবিল খান এ ঘটনার আগে ২০১৫ সালের আগস্ট মাসে নিহত শিশুর বাবা বড় ভাই দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়া বেগমকে গলা কেটে হত্যা করেন। ওই মামলায় তাঁর ৯ বছর সাজা হয়। সাজা ভোগ শেষে ২০২৪ সালের শুরুরদিকে জামিনে মুক্তি পান। ভাবিকে হত্যার ১০ বছর পরে ঘাতক হাবিল বড় ভাই দুলাল খানের দ্বিতীয় স্ত্রী ফাহিমা আক্তারের কন্যা নাহিলকে পিটিয়ে হত্যা করেছেন।

    শিশুর বাবা দুলাল খান কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। ২০১৫ সালে আমার প্রথম স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। তখন ওর বয়স ছিল ১৭ বছর। শিশু আইনে ৯ বছর সাজা ভোগ করে ২০২৪ সালের প্রথম দিকে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পাওয়ার দেড় বছরের মাথায় আমার শিশুকন্যাকে পিটিয়ে হত্যা করল। আমার শিশুকন্যা কী অপরাধ করেছিল? আমি এর বিচার চাই।’

    স্থানীয় ইউপি সদস্য মো. টুকু শিকদার ও সালাম হাওলাদার বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয়রা হাবিলকে ধাওয়া করলে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করেছে। হাবিল এর আগে তাঁর ভাইয়ের প্রথম স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন।’

    তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রকিবুল ইসলাম বলেন, ‘শিশুটির মাথার ডান পাশে এবং বাঁ হাতের কনুইয়ে গুরুতর জখমের চিহ্ন ছিল। তাৎক্ষণিক শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জানা যায়, শিশুটি বরিশালে নেওয়ার পথেই মারা গেছে।’

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘হাবিলকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মরদেহ থানায় রাখা হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি।।

  • শাজাহানপুরে কুচ-ক্রী মহলের ইন্ধনে ভূমি অফিস নির্মাণে বাঁ-ধা ও ষ-ড়যন্ত্রের প্র-তিবাদে মানববন্ধন

    শাজাহানপুরে কুচ-ক্রী মহলের ইন্ধনে ভূমি অফিস নির্মাণে বাঁ-ধা ও ষ-ড়যন্ত্রের প্র-তিবাদে মানববন্ধন

    মিজানুর রহমান মিলন,
    স্টাফ রিপোর্টার :

    বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের প্রাণকেন্দ্র ডেমাজানীতে বন্দরে অবস্থিত বলিহার রাজবাড়ী খ্যাত কাচারী বাড়িতে সরকারি নির্ধারিত স্থানে ভূমি অফিস নির্মাণে বাঁধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

    মঙ্গলবার(১৪ অক্টোবর ২০২৫) বিকেলে ডেমাজানী কাচারী বাড়ি এলাকায় এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এএইচ এম শফিকুত তারিকের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আবু শাহীন সানির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণ কুমার সরকার, প্রভাষক মাহাতাব উদ্দিন সন্টু, আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, ডা. মেহেরুল আলম মিশু, বিপুল রানা মোল্লা, এম আর মানিক, জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম বিএসসি, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন টোটন, জামাল উদ্দিন, বাদশা মিয়া, আরিফ সরকার টিয়া, নাইস, রাব্বি, আব্দুর রহিম, হামিদ, রুবেল, আপেলসহ উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

    মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার অনুমোদিত জায়গায় ভূমি অফিস নির্মাণের কাজ শুরু হলে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এর বিরোধিতা করছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, সরকারি উন্নয়ন প্রকল্পে যারা বাঁধা প্রদান করছে তাদের কে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য।

    বক্তারা আরও বলেন, “সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বাঁধা সৃষ্টি করে কেউ পার পাবে না। জনগণের সেবা ও এলাকার উন্নয়নের স্বার্থে ভূমি অফিস নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।”

    উল্লেখ্য, ডেমাজানী কাচারী বাড়ির সরকারি জায়গায় ভূমি অফিস নির্মাণের জন্য ইতোমধ্যে লে-আউট সম্পন্ন হয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরুর কথা রয়েছে । মানববন্ধনে অংশ গ্রহনকারী সাধারণ মানুষের সাথে কথা বলে যায়, কিছু কুচক্রী মহল সাধারণ মানুষের সুযোগ সুবিধার কথা চিন্তা না করে তাদের ব্যাক্তিগত সার্থ হাসিল করার জন্য ভূমি অফিস নিজ এলাকায় নিয়ে যেতে চায় , তারা আরোও বলেন, আমরুল ইউনিয়নের প্রাণকেন্দ্র হলো ডেমাজানী বন্দর। যোগাযোগ ব্যস্হা থেকে শুরু করে সব দিক থেকে বিবেচনা করে ডেমাজানী তে ভূমি অফিস নির্মান করা হলে সার্বিক ভাবে সবার জন্য ভালো হবে ইনশাআল্লাহ ।এ জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা ।

  • চারঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উ-দযাপন

    চারঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উ-দযাপন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “হাত ধোয়ায় নায়ক হোন” “Be a Hand Washing Hers” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান হাত ধোয়ার আটটি নিয়ম বলে বিশ্ব হাত ধোয়া দিবসের কার্যক্রম শুরু করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক সনৎ কুমার দেবনাথ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং শিক্ষার্থীরা।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।।

  • একাত্তর আর চব্বিশের গণহ-ত্যাকারীদের জনগণ ভোট দিবে না : ভিপি নান্নু

    একাত্তর আর চব্বিশের গণহ-ত্যাকারীদের জনগণ ভোট দিবে না : ভিপি নান্নু

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু। আজ বুধবার সকালে ঝালকাঠির নলছিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে এ মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও পিআর পদ্ধতি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না। যারা সন্ত্রাসী দল তাদের থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিপ্লব ঘটাতে হবে। নলছিটি বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
    নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের আহŸায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আজাদুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তৌহিদ আলম মান্না ও সদস্যসচিব সাইদুল কবির রানা।
    পরে তিনি শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী তাঁর এ কর্মসূচিতে অংশ নেন।

  • মোরেলগঞ্জে বিশ্ব হাত ধো-য়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রদ-র্শনী অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে বিশ্ব হাত ধো-য়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রদ-র্শনী অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসন বিভিন্ন এনজিও প্রতিনিধি এ বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরে আলোচনা সভায় প্রধান অতিথির উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।

    হাত ধোয়ার ‘নায়ক হোন’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা গৌতম বিশ^াস, বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ উপজেলা সমন্বয়কারি শওকত চৌধুরি সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। পরে হাত ধোয়া এক প্রদশর্নী অনুষ্ঠিত হয়।

  • পিআর পদ্ধতি ও ৫ দফা দাবিতে গোপালগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মা-নববন্ধন 

    পিআর পদ্ধতি ও ৫ দফা দাবিতে গোপালগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মা-নববন্ধন 

    কে এম সাইফুর রহমান, 
    নিজস্ব প্রতিনিধিঃ 

    পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন কসহ ৫ দফা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দরা।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।

    গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খানের  সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ এবং সাবেক টানা ২৬ বছরের জেলা আমির ও বর্তমান কেন্দ্রীয় ইউনিট সদস্য গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানীর অপরাংশ) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।

    মানববন্ধনে বক্তারা জামায়াতের পাঁচ দফা দাবি তুলে ধরেন আর সেই দাবিগুলো হলো—গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

    এ সময় গোপালগঞ্জ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • নলডাঙ্গা উপজেলা বা-লাইনাশক ব্যবসায়ী সংগঠনের কমিটি গঠন সভাপতি জামাল সাধারণ সম্পাদক পাপেল

    নলডাঙ্গা উপজেলা বা-লাইনাশক ব্যবসায়ী সংগঠনের কমিটি গঠন সভাপতি জামাল সাধারণ সম্পাদক পাপেল

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি:

    নাটোরের নলডাঙ্গা উপজেলা বালাইনাশক ব্যবসায়ী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জামাল হোসেন কমিশনার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পাপেল তালুকদার।

    আজ সকাল ১০ ঘটিকায় উপজেলা রেজিস্ট্রারী অফিসে আলহাজ্ব আনিছুর রহমানের সভাপতিত্বে এই কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    কৃষি উন্নয়ন ও ব্যবসায়ী ঐক্য বজায় রাখার লক্ষ্য নিয়ে গঠিত এই সংগঠনটি উপজেলা পর্যায়ে বালাইনাশক ব্যবসার মান উন্নয়ন, কৃষকদের সেবা বৃদ্ধি এবং সুষ্ঠু ব্যবসা পরিচালনায় কাজ করবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

    সভাপতি জামাল হোসেন বলেন, “আমরা একসাথে কাজ করে কৃষকদের সঠিক পরামর্শ ও মানসম্মত পণ্য পৌঁছে দিতে চাই”
    সাধারণ সম্পাদক পাপেল তালুকদার বলেন, “ব্যবসায়ীদের ঐক্যই আমাদের শক্তি—এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই মিলে কৃষি উন্নয়নে অবদান রাখব”

    নবগঠিত কমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, এই সংগঠন নলডাঙ্গা উপজেলার কৃষিখাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • নির্বাচনের আগে গণভোটসহ ৫ দা-বিতে ময়মনসিংহে ইসলামি আন্দোলনের মা-নববন্ধন

    নির্বাচনের আগে গণভোটসহ ৫ দা-বিতে ময়মনসিংহে ইসলামি আন্দোলনের মা-নববন্ধন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের কেন্দ্র ঘোষিত তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস মোড়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা,মহানগরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

    মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক,ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি, ময়মনসিংহ-৪ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) এর মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন বলেন, পিআর নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকেই সংবিধানের দোহাই দেন। জুলাই সনদের অনেক বিষয়ও সংবিধানে নেই। তাহলে কি জুলাই সনদের বাস্তবায়নও সংবিধানের দোহাই দিয়ে বাধাগ্রস্ত করা হবে?

    তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কার বাধাগ্রস্ত করা যাবে না। জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং কাঙ্ক্ষিত মানের নির্বাচন হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটা জনগণের দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আন্দোলনরত দলগুলোর দাবি।

    মহানগরের সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠািত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম, জেলা দক্ষিণের সভাপতি হযরত মাওলানা মামুন রশিদ সিদ্দিকী ও মহানগরের সিনিয়র সহ-সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ।

    এসময় অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন বলেন, তফসিল ঘোষণার আগেই জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে। তা নাহলে জুলাই সনদের বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে এমনকি জাতীয় নির্বাচনও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। দাবী বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক যে কোন আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে থাকবে ময়মনসিংহের ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মী ও সমর্থকরা।

    আকুয়া বাইপাস মোড়ের এই মানববন্ধনে আরও বক্তব্য দেন মহানগরের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল হোসাইনী,সহ সাংগঠনিক সম্পাদক কারী মইনুল ইসলাম, প্রচার দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ, নগরের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাক্তার হেদায়েতুল্লাহ বিন নাসির, শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আশেকে মোস্তফা, যুব আন্দোলনের সভাপতি মুফতি আজিজুল হক,সদরের সহ-সভাপতি সাবিক বেগ,আব্দুর রহিম, সদরের যুব আন্দোলনের সভাপতি সোহেল, মহানগর,সদরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।