Author: desk

  • নেছারাবাদে আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের নি-রাপত্তা কর্মি নাজিরের বিরু-দ্ধে নানা অ-ভিযোগ

    নেছারাবাদে আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের নি-রাপত্তা কর্মি নাজিরের বিরু-দ্ধে নানা অ-ভিযোগ

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি /

    নেছারাবাদে আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মি নাজিরের বিরুদ্ধে স্কুলের এক শিক্ষার্থীকে নিয়ে গনিত শিক্ষককে জড়িয়ে মিথ্যে অপবাদ দেয়ার অপরাধে, নাজিরকে মৌখিক ভাবে সাময়িক স্কুলে না আসার জন্য বলেদিয়েছে প্রধান শিক্ষক। এ ছাড়াও নিরাপত্তা কর্মি নাজিরের বিরুদ্ধে রয়েছে একাধিক নানা অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ এই নিরাপত্তা কর্মি কর্মক্ষেত্রে বহাল থাকে তাহলে এধরণের ঘটনা ঘটতেই থাকবে। স্কুলের সাবেক বিদ্যুৎসাহী সদস্য সহ এলাকার অভিভাবকদের দাবি তাকে স্কুলে স্বপদে হাল থাকলে স্কুলের শিক্ষার্থী সহ শিক্ষকরাও ঠিক মতো ক্লাসে পাঠদান করতে পারবে না।

    ঐ বিদ্যালয়ের সাবেক বিদ্যুৎসাহী সদস্য সরোয়ার মাস্টার বলেন,স্কুলে নাজির ছেলেটার নিয়োগও সঠিক ভাবে হয়নি ৬ লাখ টাকা বিনিময়ে চাকরি নিয়েছে। আমি ঐ নিয়োগ বোর্ডে ছিলাম। আর শিক্ষককে নিয়ো ঘটনাটি রটিয়েছে এটা সত্যি না। সে একজন ভালো শিক্ষক। আর মেয়েটা এ বিষয়ে কিছু জানেই না। হয়তো ঐ শিক্ষকে কাছ থেকে কোন টাকা পয়সা নেয়ার মতলব করেছিলো নাজিরের। আমরাও চাই ঐ নাজিরের বিরুদ্ধে স্কুল কতৃপক্ষ ব্যাবস্থা নিক।

    এ বিষয় ঐ স্কুলে গিয়ে নাজিরের দেখা না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    এ বিষয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন বলেন, প্রাথমিক ভাবে বিষয়টি নিয়ে আমরা বসে ছিলাম, নাজির সব শিকার করে নিজের ভুল শিকার করেছে। তাই তাকে মৌলিক ভাবে স্কুলে না আসার জন্য বলা হয়েছে। তবে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অবহিত করবো তার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

  • আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে গৌরনদীতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশা-সনের মত বিনিময় সভা

    আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে গৌরনদীতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশা-সনের মত বিনিময় সভা

    গৌরনদী প্রতিনিধি।
    আসন্ন শারদীয় দূর্গা উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদীর মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা পলাশ রায়, উপজেলা আনসার ভিডিপি অফিসার হামমাদ বীন হোসাইন, গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলু। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পালরদী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক রাজা রাম সাহা। সভায় বক্তব্য রাখেন নলচিড়া মন্দির কমিটির সভাপতি তাপস বনিক, গৌরনদী বন্দর কমিটির সাধারন সম্পাদক গৌরাঙ্গ কুন্ড। সভায় গৌরনদী উপজেলার ৭৬টি মন্দির কমিটির সভাপতি সম্পাদকগন উপস্থিত থেকে আসন্ন দূর্গা উপসব শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের জন্য নেতৃবৃন্দ বিভিন্ন পরামর্শ দেন এবং প্রশাসন বিভিন্ন নির্দেশনা দেন।

  • মুকসুদপুরের কাশালিয়ার সৌদি প্রবাসী ঠিকাদার শাহাবুদ্দিন মিয়াকে নিয়ে ফেসবুকে অ-পপ্রচারের প্র-তিবাদ

    মুকসুদপুরের কাশালিয়ার সৌদি প্রবাসী ঠিকাদার শাহাবুদ্দিন মিয়াকে নিয়ে ফেসবুকে অ-পপ্রচারের প্র-তিবাদ

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের বাসিন্দা হান্নান মিয়ার সুযোগ্য সন্তান ও মালদিয়া গ্রামের সৌদি প্রবাসী ঠিকাদার শাহাবুদ্দিন মিয়াকে নিয়ে একটি ফেসবুক আইডি থেকে মিথ্যা ও ভিত্তিহীন লেখা পোস্ট করা হয়েছে। যার মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। তবে, শাহাবুদ্দিন মিয়ার সুনাম এবং তার দীর্ঘদিনের সমাজসেবামূলক কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাশালিয়া ইউনিয়নের জনপ্রতিনিধি ও জনগণ এই মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন।
    ঘটনাটি ঘটে গত মঙ্গলবার, সকাল ১১টা ৫১ মিনিটে, জনগণের আওয়াজ নামে একটি ভুয়া ফেসবুক আইডি সহ একাধিক আইডিতে শাহাবুদ্দিন মিয়াকে নিয়ে মিথ্যা অভিযোগ এবং বানোয়াট কথাবার্তা লেখা হয়। সেই পোস্টে তার বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, কাশালিয়া ইউনিয়নের কিছু লোক, যারা জনবিচ্ছিন্ন এবং নিজেদেরকে হঠাৎ নেতা হিসেবে দাবি করছেন, তাকে জড়িয়ে নানা অভিযোগ তোলা হয়।
    এই লেখাটি কাশালিয়া ইউনিয়নবাসীর নজরে আসার পর, গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ জানিয়েছেন এবং তাদের সাথে থাকা জনগণও এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
    কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির বলেন, শাহাবুদ্দিন মিয়া কাশালিয়া ইউনিয়নের জনগণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার বিরোধীরা তার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। ভালো মনের মানুষদের নিয়ে এমন মিথ্যা প্রচার করলে আগামীতে রাজনৈতিক প্রতিহিংসা দেখা দিতে পারে।
    কাশালিয়া ইউনিয়নের দারিয়া গ্রামের তপন মল্লিক বলেন, এই ধরনের মিথ্যা অভিযোগ মোটেও গ্রহণযোগ্য নয়। শাহাবুদ্দিন বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে বিএনপি নেতা কর্মীদের সাথে ছিলেন। আর্থিকভাবে অস্বচ্ছলদের সহায়তা করেছেন। তাকে নিয়ে এই ধরনের পোস্ট ভবিষ্যতে বিএনপির রাজনীতিকে ক্ষতিগ্রস্থ করতে পারে এবং ভুয়া ফেসবুক আইডি পরিচালনাকারীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া জরুরী মনে করছে।
    কাশালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার লাইভ শিকদার বলেন, কাশালিয়া ইউনিয়ন বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত করতে, নেতাকর্মীদের শক্তিশালী ও জনগণকে সুসংগঠিত করতে বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই শাহাবুদ্দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে গোপালগঞ্জ-০১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করতে হিন্দু, মুসলমান ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের সাথে কাজ করছেন তিনি। তার একমাত্র লক্ষ্য, সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ধানের শীষ প্রতিকে কাশালিয়া ইউনিয়নের জনগণের ভোটের মাধ্যমে জয়লাভ করানো। তার প্রচেষ্টায় এলাকার অধিকাংশ মানুষ এখন বিএনপির দিকে ধাবিত হচ্ছে।
    আলমাস ফকির বলেন, শাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের জনগণের পাশে রয়েছেন, দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তার বিরুদ্ধে করা এসব অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাকে সমাজে ছোট করার জন্য এভাবে ফেসবুকে মিথ্যা লেখা হয়েছে।
    ফেসবুক পোস্টের পর কাশালিয়া ইউনিয়নের জনগণ ও জনপ্রতিনিধিরা একযোগে এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে শাহাবুদ্দিন মিয়ার পক্ষ নিয়েছেন এবং তিনি যাতে ভবিষ্যতেও তার কাজের মাধ্যমে জনগণের পাশে থাকতে পারেন, সে ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দের সু-দৃস্টি আকর্ষণ কেরেছেন।
    এ বিষয়ে সৌদি প্রবাসী শাহাবুদ্দিন মিয়া মুঠোফোনে বলেন, আমি এবং কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির গত শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার দক্ষিণ কাশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নতুন বাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ-০১ আসনের সম্ভাব্য প্রার্থী আমার প্রাণপ্রিয় নেতা সেলিমুজ্জামান সেলিম ভাইকে এক বিশাল গণসংবর্ধনা প্রদান করি। এই সংবর্ধনা অনুষ্ঠানে দক্ষিণ কাশালিয়া গ্রামের সর্বস্তরের প্রায় ৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় হাজারো নেতাকর্মী ঢাক-ঢোল বাজিয়ে, শ্লোগানে মুখর পরিবেশে মিছিলের মাধ্যমে সেলিমুজ্জামান সেলিম ভাইকে বরণ করে নেন। উপস্থিত জনতা শ্লোগানের মাধ্যমে তাকে এই এলাকার ভবিষ্যৎ সংসদ সদস্য হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এই অনুষ্ঠানে আমি প্রবাস থেকে মোবাইল ফোনে সংযুক্ত হয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করি, যা উপস্থিত নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করে।
    এই গণজোয়ারের কারণে কিছু কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে ও সামাজিকভাবে হেয় করতে এই মিথ্যা প্রচার ও লেখা লিখছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং ওই ভুয়া ফেসবুক আইডি (জনগণের আওয়াজ) এর বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবো, ইনশাল্লাহ।

  • কোটালীপাড়ায় দলীয় শৃংখলা ভ-ঙ্গের অভি-যোগে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ব-হিস্কার

    কোটালীপাড়ায় দলীয় শৃংখলা ভ-ঙ্গের অভি-যোগে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ব-হিস্কার

    নিজস্ব প্রতিনিধিঃ

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসলাম শেখকে বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের অফিসিয়াল প্যাডে (১৭ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা ও সদস্য সচিব মাহমুদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিক্ষপ্তিতে এ তথ্য জানা গেছে।

    প্রেস বিক্ষপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসলাম শেখকে আহবায়ক কমিটি থেকে বহিস্কার করা হলো। একই সঙ্গে দলীয় কোন কার্যথকলাপে আসলাম শেখ অংশগ্রহণ না করতে এবং তার সাথে দলীয় কোন বিষয়ে যোগাযোগ না রাখার জন্য স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হলো।
    জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা জানান, কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আসলাম শেখের বিরুদ্ধে বিশৃঙ্খল চলাফেরা, অসাংগঠনিক কার্য্ক্রম এবং দলীয় হাই কমান্ডের নির্দেশনা অমান্য করার অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে যুগ্ম আহবায়ক পদ থেকে বহিস্কার করা হয়েছে।

  • জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে মানিকগঞ্জ জেলাকে হা-রাল ময়মনসিংহ

    জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে মানিকগঞ্জ জেলাকে হা-রাল ময়মনসিংহ

    স্টাফ রিপোর্টারঃ
    দেশজুড়ে নতুন করে ফুটবল উম্মাদনা ছড়িয়ে দিতে চলছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫। ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে এই আসরে অংশ নিয়েছে ৬৪টি জেলা।

    তারই ধারাবাহিকতায় বুধবার (১৭সেপ্টেম্বর)বিকালে
    ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজিত খেলায় মানিকগঞ্জ জেলাকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক ময়মনসিংহ জেলা। এর আগে এ্যাওয়ে ম্যাচটি উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
    চ্যাম্পিয়নশিপের প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামানুসারে।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে কার্যকর ভূমিকা রাখে।”

    উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা ফুটবল দল এবং মানিকগঞ্জ জেলা ফুটবল দল। খেলাটি দেখতে স্টেডিয়ামে দুই জেলার হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা খেলোয়াড়দের মাঝে বাড়তি উদ্দীপনা যোগায়।

    এসময় ময়মনসিংহের রাজনৈতিক সামাজিক সংগঠনসহ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • দুর্গাপূজা উপলক্ষে ৩৭.৪৬ মেট্রিকটন ইলিশের প্রথম চা-লান গেলো ভারতে

    দুর্গাপূজা উপলক্ষে ৩৭.৪৬ মেট্রিকটন ইলিশের প্রথম চা-লান গেলো ভারতে

    আজিজুল ইসলাম  : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, ভারতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ রপ্তানি করা হয়েছে। 

    মঙ্গলবার রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে কোরে ইলিশ মাছের প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন।

    বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান, ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশগুলো ভারতের হয়ে আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং কোম্পানি।

    আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে মোট এক হাজার ২শ’ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ৩৭টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন কোরে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন কোরে ৩৬০ টন, এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।

    বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

  • সিরাজগঞ্জের ব্যাটারি কারখানায় চা-ঞ্চল্যকর ডা-কাতি মামলার মূ-লহোতা রুহুল আমিন গ্রে-ফতার

    সিরাজগঞ্জের ব্যাটারি কারখানায় চা-ঞ্চল্যকর ডা-কাতি মামলার মূ-লহোতা রুহুল আমিন গ্রে-ফতার

    হেলাল শেখঃ সিরাজগঞ্জে ব্যাটারি কারখানায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার অন্যতম মূলহোতা ও ৫টি ডাকাতি মামলার আসামি রুহুল আমিনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

    গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, রুহুল আমিন একজন দূর্ধর্ষ ডাকাত এবং দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

    গ্রেফতারকৃত রুহুল আমিনকে সিরাজগঞ্জে হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব।

  • ডিবি পুলিশের অ-ভিযানে ৫০ হাজার টাকাসহ প্র-তারক এক নারীকে গ্রে-ফতার

    ডিবি পুলিশের অ-ভিযানে ৫০ হাজার টাকাসহ প্র-তারক এক নারীকে গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে (এসআই-নিঃ) কাজী কামাল মিয়ার সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১৬/০৯/২৫ইং তারিখ সন্ধ্যা ৭টার দিকে সাভার মডেল থানাধীন সাভার নিউ মার্কেটের সামনে থেকে প্রতারণাকারী চক্রের সদস্য ০১। সালমা আক্তার ইতি (২৫), পিতা-মৃত মোজাম্মেল হক,সাং- অমরপুর (বেদেপাড়া), থানা-সাভার, জেলা- ঢাকাকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত প্রতারক নারীর নিকট হইতে নগদ ৫০,০০০/-(পঁঞ্চাশ) হাজার টাকা উদ্ধার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত প্রতারণাকারী অনলাইন যোগাযোগের মাধ্যমে বিভিন্ন লোকদের সাথে সম্পর্ক তৈরি করে টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায়।

    বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫ইং) সকালে উক্ত প্রতারণাকারী নারীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান।

  • কোবরা সা-পের ছো-বলে আহ-ত নারী, হাসপাতালে আনলেন সাপটিকেও

    কোবরা সা-পের ছো-বলে আহ-ত নারী, হাসপাতালে আনলেন সাপটিকেও

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধিঃ
    পঞ্চগড়ে এক বিরল ঘটনার জন্ম দিয়েছেন সুমিত্রা রানী (৬০) নামে এক নারী। কোবরা সাপের ছোবলে আহত হওয়ার পর তিনি শুধু নিজেই হাসপাতালে যাননি, ছোবল দেওয়া সাপটিকেও একটি প্লাস্টিকের বোয়ামে ভরে নিয়ে হাজির হয়েছেন চিকিৎসকের কাছে। এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ঘরের পুরোনো একটি প্লাস্টিকের বোয়াম পরিষ্কার করার সময় হঠাৎ সাপটি বের হয়ে এসে সুমিত্রা রানীকে ছোবল দেয়।

    সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় বলেন, “মা কাজ করছিলেন, হঠাৎ চিৎকার শুনে ঘরে ছুটে যাই। দেখি মা কাঁপছেন আর পাশে সাপটি পড়ে আছে। কোন সাপ বুঝতে না পেরে সেটিকে বোয়ামে ভরে দ্রুত মা’কে নিয়ে হাসপাতালে ছুটি।”

    পরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে দেখে নিশ্চিত হন, এটি একটি বিষধর কোবরা।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, “রোগী বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালে আসেন, সাথে সাপটিও আনা হয়েছিল। নিশ্চিত হওয়ার পরপরই তাকে এন্টিভেনাম দিয়ে চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে তিনি আমাদের পর্যবেক্ষণে আছেন।”

    ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অনেকেই হাসপাতালে ছুটে আসেন সাপটি দেখার জন্য।

  • রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ডাকা-তি মাম-লায় লু-ন্ঠিত মা-লামাল উ-দ্ধার’সহ ৮ জন গ্রে-ফতার

    রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ডাকা-তি মাম-লায় লু-ন্ঠিত মা-লামাল উ-দ্ধার’সহ ৮ জন গ্রে-ফতার

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামের মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এবং স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও নগদ টাকা লুণ্ঠন করে। পরবর্তীতে রাজশাহী জেলা পুলিশের ডিবির একটি টিম অভিযুক্ত ৮ জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তরা হলো ১। মোঃ শাহাদত হোসেন কলম(৩৩), ২। মোঃ শান্ত ইসলাম(২৬), ৩। মোঃ বেলাল হোসেন(৩০), ৪। মোঃ শুকুর আলী(৫২), ৫। মোঃ শাকিল হোসেন(৪০), ৬। মোঃ রানা হোসেন(২৪), ৭। মোঃ রাসেল হোসেন(২২), ৮। মোঃ এখলাছ রহমান মিন্টু(৪২)। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ শুকুর আলী ডাকাতির দায় স্বীকার করে রাজশাহীর বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

    অভিযুক্ত শাহাদত হোসেন কলম বগুড়ার আদমদিঘীর ছাতিয়ান চৌধুরীপাড়া গ্রামস্থ মো: আ: সামাদ খোকার পুত্র, শান্ত ইসলাম নওগাঁ মান্দার আবিদ্যপাড়া গ্রামস্থ মো: নাসির উদ্দিনের পুত্র, বেলাল হোসেন পিরোজপুর নাজিরপুর বাকশি গ্রামস্থ মৃত সামছু শেখের পুত্র,: শুকুর আলী নওগাঁর ধোপাইলকুড়ি গ্রামস্থ মৃত কছের ফকিরের পুত্র, শাকিল হোসেন জয়পুরহাট আক্কেলপুরের দারাড়কুল গ্রামস্থ মোঃ বাবুলের পুত্র, রানা হোসেন ও রাসেল হোসেন’দ্বয় নওগাঁর বদলগাছীর রামশাপুর গ্রামস্থ আমজাদ হোসেনের পুত্র এবং এখলাছ রহমান মিন্টু নওগাঁর খাঁস নওগাঁ চক এলাম ইদুর বটতলা গ্রামস্থ মেছের আলীর পুত্র। অভিযুক্ত সকলেই আন্ত: বিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি করেছে বলে জানান যায়।
    এ ডাকাতির ঘটনার সংবাদ প্রাপ্তির পরই তানোর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামের নির্দেশে ওসি ডিবি আরিফ আলীর নেতৃত্বে, এসআই স্বপন হোসেন’সহ জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম অভিযান পরিচালনা করে এই ডাকাতি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৮ জনকে গ্রেফতার করে। ১ হতে ৭ নং অভিযুক্তকে জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন তিলকপুর রেলষ্টেশন সংলগ্ন জনৈক লিটন মোল্লার ভাড়া দেওয়া বাড়ি থেকে এবং ৮নং অভিযুক্ত এখলাছ রহমান মিন্টু’কে নওগাঁ সদর থানাধীন ইদুর বটতলা নামক স্থানে মনোরমা জুয়েলার্স থেকে গ্রেফতার করে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন।
    গ্রেফতারকৃত ডাকাত শুকুর আলী গত ১৫/০৯/২০২৫ খ্রি. কার্যবিধির ১৬৪ ধারায় তার অপরাধ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। অভিযুক্তের জবানবন্দিতে জানা যায়, গত ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাত ০৩:৩০ টায় রাজশাহী জেলার তানোর থানাধীন মালশিরা গ্রামের মো: মোয়াজ্জেমুল হোসেনের বসতবাড়ির মেইন দরজা ভেঙ্গে ঘড়ে প্রবেশ করে সকলকে গামছা দিয়ে হাত, পা এবং মুখ বেঁধে ফেলে। ৪টি ফোন, নগদ ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, স্বর্নের চেইন, কানের দুল হাতের আংটি’সহ ১টি মোটরসাইকেল লুণ্ঠন করে কৌশলে পালিয়ে যায়।
    উল্লেখ্য, গত ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. ডাকাতির ঘটনায় মো: মোয়াজ্জেমুল হোসেন বাদি হয়ে তানোর থানায় অজ্ঞাতনামা ৬-৮ ব্যক্তির বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন।
    প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চুরি, দস্যুতা এবং ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এই ডাকাতির ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার ও লুন্ঠিত আরও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।