Author: desk

  • কয়রা উপজেলা বিএনপির নেতা নুরুল আমিন বাবুলের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বিতে মা-নববন্ধন

    কয়রা উপজেলা বিএনপির নেতা নুরুল আমিন বাবুলের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বিতে মা-নববন্ধন

    শেখ তৈয়ব আলী, খুলনা।।

    খুলনা কয়রা উপজেলার উদ্দোগে সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সাত ইউনিয়েনের সর্বস্তরের জনগনের উপস্থিতিতে মানববন্ধন পালিত হয়।
    জাতীয়তাবাদী ওলামা দলের মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক বিএনপির সহ সভাপতি এস এম বায়জিদ হোসেন বাচ্চু। প্রায় ঘন্টাব্যাপী উপজেলার প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
    প্রধান অতিথি এস এম বায়জীদ হোসেন বাচ্চু বলেন, আমি দীর্ঘ ১৮ বছর নিউইয়র্কে নির্বাসিত জীবনযাপন করি। নিউইয়র্ক থেকে খুলনা জেলা বিএনপির সকল প্রকার আন্দোলন সংগ্রামের ও সভা সমাবেশে সহযোগিতা করে আসছি। আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়রা- পাইকগাছায় এমপি প্রার্থী হিসেবে মনোনীত করলে কয়রা ও পাইকগাছায় গত ২৫ বছরে কোন এমপি কয়রা ও পাইকগাছায় যে উন্নয়ন না করতে পারেনি। দীর্ঘ দিন যাবত কয়রা ও পাইকগাছা বাসী নদী ভাংগনসহ নানা সমস্যায় জর্জরিত রয়েছে। দল ( বিএনপি) মনোনয়ন দিলে তিনি ইনশাআল্লাহ নির্বাচিত হলে অনুন্নত কয়রা ও পাইকগাছার মানুষের জন্য উন্নয়ন মুলক কর্মকান্ড করবেন। অবহলিত কয়রাকে আধুনিকায়নের কার্যকরি পদক্ষেপ গ্রহন করা হবে। আঠারো মাইল থেকে কয়রার সড়কের সম্প্রসারনসহ উন্নয়ন কাজ করা হবে। কয়রার সাত উপজেলায় নারীদের কর্মসংস্হানের ব্যবস্হা করা হবে। বিএনপি নেতা বাচ্চু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে মনোনিত করলে এতো দিন জামাত- আওয়ামী লীগর এমপিদের কাছে যে প্রত্যাশা পুরন না হয়েছে তিনি একে একে তাদের সকল প্রত্যাশা পুরন করবেন বলে আশ্বস্ত করেন। কয়রার সাত ইউনিয়েনের সর্বস্তরের মানুষ স্বতস্ফুর্ত ভাবে তাকে খুলনা -৬ আসনে ধানের শীষের কান্ডারী হিসাবে দেখতে চায়। তিনি কয়রা উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ অতি সত্বর প্রত্যাহারের জন্য বিএনপির নিতিনির্ধারকদের কাছে দাবি জানিয়েছেন। সর্বপরি তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট কয়রার সকল শ্রেনীপেশার মানুষের প্রানপ্রিয় মানুষ বাবুলকে দলের স্ব পদে বহালের জোর দাবি জানিয়েছেন।
    তিনি আরো বলেন, কয়রা ও পাইকগাছার কিছু কুচক্রী মহলের ভুল তথ্যের ভিত্তিতে বাবুলকে দলের উর্ধতন নেতৃবৃন্দ বহিষ্কার করেছেন বলে অভিযোগ করেন। যাদের কারনে অত্র এলাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন মানববন্ধনে বক্তারা।
    নিউইয়র্ক বিএনপি নেতা বাচ্চু বলেন, গত ১৭ বছর তারা বিদেশে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে রেমিট্যান্স বন্ধসহ সকল আন্দোলনে নানা ভাবে অংশ নিয়েছিলেন। দেশে এবং খুলনা জেলা বিএনপির সকল সভা সমাবেশে আর্থিকসহ নান সহযোগিতা করেছেন বলে উল্ল্যেখ করেন।
    পরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ব্রিফিং করেন নিউইয়র্ক বিএনপির সহ সভাপতি এস এম বায়েজীদ হোসেন বাচ্চু। তিনি সর্বশেষ সাংবাদিকদের মাধ্যমে অতি সত্বর উপজেলা বিএনপির নুরুল আমিন বাবলুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব পদে অধিষ্ঠিত করার জোর দাবি জানান। তিনি কয়রা ও পাইকগাছা উপজেলার প্রান্তিক কৃষক, শ্রমিক, জনতার দাবি কয়রার কৃতি সন্তান হিসাবে এস এম বায়েজীদ হোসেন বাচ্চুকে ধানের শীষের পক্ষে মনোনয়নের দাবি জানানো হয়।

  • পঞ্চগড়ে অডিট আ-পত্তি ঠে-কাতে উৎকো-চ তহবিল গঠন অধ্যক্ষের

    পঞ্চগড়ে অডিট আ-পত্তি ঠে-কাতে উৎকো-চ তহবিল গঠন অধ্যক্ষের

    বাবুল হোসেন।।
    পঞ্চগড় প্রতিনিধি :

    কলেজের অনিয়ম-দুর্নীতিসহ নানা অপকর্ম যেন অডিট আপত্তিতে অন্তর্ভূক্ত না হয়, সে জন্য শিক্ষা পরিদর্শকদের উৎকোচ দেওয়ার জন্য তহবিল গঠন করেন অধ্যক্ষ। আর এ তহবিলের অর্থ আদায় করা হয় শিক্ষক-কর্মচারীদের পকেট থেকে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে।

    এদিকে এ ঘটনার একটা বিহীতের আশায় কলেজটির অধ্যক্ষ মো. ইমদাদুল হকের এ কান্ডের ফিরিস্তি তুলে ধরে সম্প্রতি দুদকে অভিযোগ দিয়েয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রভাষক রাশেদ রাসেল।

    জানা যায়, গত এপ্রিল মাসে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনে আসেন  সহকারি শিক্ষা পরিদর্শক সোহেল রানা ও শিক্ষা পরিদর্শক দিদারুল জামান। তারা পরিদর্শন ও নিরীক্ষা শেষে চলে যান।

    এদিকে অধ্যক্ষ তার প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জানান, পরিদর্শকরা ঢাকায় ফিরে দুই লাখ টাকা চেয়েছেন। এ টাকা পাঠালে অডিটে কোন আপত্তি দেখাবে না। এ টাকা সংগ্রহের জন্য প্রতি শিক্ষকের নিকট হতে তিন হাজার, কর্মচারীদের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা করে আদায় করেন অধ্যক্ষ। প্রতিষ্ঠানটিতে মোট ৩৪ জন শিক্ষক ও ১৪ জন কর্মচারী রয়েছেন। শিক্ষক ও কর্মচারীর কাছে টাকা উত্তোলনের কিছু অডিও রেকর্ড রয়েছে ।

    প্রভাষক রাশেদ রাসেল বলেন, অধ্যক্ষ কর্তৃক বিধি-বিধান লঙ্ঘন ও অপকর্মগুলো অডিট রিপোর্ট হতে বাদ দেওয়ার জন্য পরিদর্শকদের উৎকোচ দেওয়ার কথা বলে অধ্যক্ষ অর্থ সংগ্রহ করেন।

    অধ্যক্ষ মো. ইমদাদুল হক তার প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীর কাছে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

    শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মো. দিদারুল জামালের মুঠোফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে তিনি ৩০ মিনিট পরে ফোন দিতে বলেন। কিন্ত পরে আর কল ধরেননি তিনি।

  • কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অভিভা-বক প্রতিনিধি নি-র্বাচন অ-নিশ্চিতের পথে

    কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অভিভা-বক প্রতিনিধি নি-র্বাচন অ-নিশ্চিতের পথে

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল (এমএ) মাদ্রাসায় আগামী ১৬ ই আগষ্ট অনুষ্ঠিত হওয়ার কথা অভিভাবক প্রতিনিধি নির্বাচন হঠাৎ আজ ১১ ই অগাষ্ট সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এক অভিভাবক তার ভোট নিয়ে আবেদন করে যে ভোটার তালিকার মধ্যে নাকি তার নাম নেই, এই আবেদনের পেক্ষিতে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে।

    ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে নির্বাচনী পরিবেশে দেখা দিয়েছে উত্তেজনা ও ক্ষোভ।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, তামিরুল উম্মা, তানজিমুল উম্মা, তাহজিমুল উম্মা ও আল আহজার মাদ্রাসা—এই চার প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় নিবন্ধিত এবং বৈধ নথিপত্রধারী, তাদের অভিভাবকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
    এমই উঠে আসে একজন অভিভাবকের অভিযোগ পত্রে।

    সে জানায় আমাদের ছেলে এই মাদ্রাসায় পড়াশোনা করছে, রেজিস্ট্রেশন ও সব কাগজপত্র ঠিক আছে। কিন্তু ভোটার তালিকায় আমাদের নাম নেই—এটা কেমন নির্বাচন?”

    নির্বাচনের তফসিল অনুযায়ী ৩০ জুলাই মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে ১৬ জন প্রার্থী ফরম নিয়েছিলেন। পরবর্তীতে ৭ আগস্ট ১০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এখন প্রতিটি বিভাগের আসনে দুইজন করে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

    আজ (১১ আগস্ট) প্রতীক বরাদ্দ দেওয়ার কথা থাকলেও অভিযোগ ও অনিয়মের কারণে তা স্থগিতের আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

    কুমিল্লা সদর উপজেলার সমবায় কর্মকর্তা ও নির্বাচন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া বলেন,
    “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। সব কিছু সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    স্থানীয় শিক্ষাবিদরা মনে করছেন, এই ভোটার তালিকা বিতর্ক দ্রুত সমাধান না হলে মাদ্রাসার প্রশাসনিক স্বচ্ছতা ও অভিভাবক অংশগ্রহণের এই উদ্যোগ মুখ থুবড়ে পড়তে পারে।
    এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ও ছাত্র নেতাদের ক্ষোভ কেন ভোটার তালিকার মধ্যে বাদ পড়লো? একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হলে সকল অভিভাবক কে ভোটার তালিকার মধ্যে নিবন্ধন করে পুন তপছিল ঘোষণা করা হোক।

  • কোটালীপাড়ায় অ-ভাবের তা-ড়নায় গৃহবধূর আত্মহ-ত্যা

    কোটালীপাড়ায় অ-ভাবের তা-ড়নায় গৃহবধূর আত্মহ-ত্যা

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে মাসুদা খানম (৪০) নামের এক গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

    সোমবার (১১ আগস্ট) সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
    মাসুদা খানম কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের মাসুদ কাজীর স্ত্রী এবং চার সন্তানের জননী।
    মাসুদা খানমের স্বামী বলেন, ভোর রাতে ছোট ছেলের কান্নায় ঘুম ভাঙ্গলে স্ত্রী মাসুদাকে ঘরে কোথাও খুঁজে না পেয়ে আশেপাশের ঘরে লোকদের নিয়ে খোঁজাখুজি করি। একপর্যায়ে পুকুর পাড়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
    তিনি আরো বলেন, জমিজমা করতে গিয়ে এলাকার কিছু মহাজন ও এনজিওতে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ি। বাড়ির জায়গা ও একমাত্র আয়ের মাধ্যম অটোভ্যানটি বিক্রি করে দিয়েও সুদের টাকা পরিশোধ না হওয়ায় আমার স্ত্রী কিছুদিন যাবত হতাশায় ভুগছিলেন।
    নিহত গৃহবধুর দেবরের স্ত্রী লাখি বেগম বলেন, দুই বছর আগে সুদে টাকা নিয়ে মাসুদার স্বামী মাসুদ কাজি ধান চাষ করলে প্রাকৃতিক দুর্যোগে জমির সব ধান নষ্ট হয়ে যায়। সেই থেকে খুব অভাব অনাটনের মধ্যে সংসার চলতো মাসুদাদের। পরবর্তীতে কয়েকটি এনজিও থেকে ঋণ ও জমি বিক্রি করে সুদের কিছু টাকা পরিশোধ করলেও দিন দিন সুদের টাকার পরিমান বাড়তে থাকে। কিছুদিন ধরে মাসুদাদের পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়ে। একদিকে সুদের টাকার চাপ অন্যদিকে ঘরে কোন টাকাপয়সা না থাকায় ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না । এসব কারনে মানসিক যন্ত্রনায় হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। গলায় ফাঁসের চিহ্ন ছাড়া শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

  • জুলাই শ-হীদদের স্মরণে গোবিপ্রবিকে এসকায়েফের গবেষণা সহায়তা প্রদান

    জুলাই শ-হীদদের স্মরণে গোবিপ্রবিকে এসকায়েফের গবেষণা সহায়তা প্রদান

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    জুলাই শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের গবেষণাগারে বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করেছে এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

    আজ বেলা সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের হাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা গবেষণা সরঞ্জামাদি তুলে দেন। এরমধ্যে রয়েছে মাইক্রোস্কোপ, ল্যাকটোমিটার, অটোক্লেভ মেশিন, সিঙ্গেল চ্যানেল মাইক্রোপিপেট অ্যান্ড প্লেট, পিএইচ মিটার ও বিভিন্ন ধরনের টেস্ট কিট।

    এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, এসকায়েফ প্রতিনিধি ডা. প্রাণ গোপাল চক্রবর্তী ও ডা. মো রাজিবুল হাসানসহ এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহায়তা প্রদান করায় এসকায়েফের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    উল্লেখ্য, ইতোমধ্যে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীদের নিবন্ধন দেয়া শুরু করেছে।

  • শিক্ষার্থীদের হাত ধরেই নবীন বিশ্ববিদ্যালয় ম-হীরুহ হয়ে ওঠে:গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক

    শিক্ষার্থীদের হাত ধরেই নবীন বিশ্ববিদ্যালয় ম-হীরুহ হয়ে ওঠে:গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক

    কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেছেন, যেকোনো নবীনতম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাত ধরেই একদিন মহীরুহ হয়ে ওঠে। তাই সকল হীনমন্যতা দূরে সরিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রেখে শিক্ষার্থীদেরকে সেই পথ তৈরি করতে হয়।

    রোববার (১০ আগস্ট) পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সকাল সাড়ে ১০ টায় স্থানীয় একটি অডিটোরিয়ামে পিবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আরো বলেন, শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব শিক্ষার্থীদের সেই স্বপ্ন বাস্তবায়ন করা। এসময় তিনি বিশ্ববিদ্যালয়কে সকল ধরনের রাজনীতি থেকে মুক্ত রাখার আহ্বান জানান।

    এর আগে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

  • ‎কালীগঞ্জে সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে মা-নববন্ধন

    ‎কালীগঞ্জে সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে মা-নববন্ধন

     

    ‎মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ‎গড় (১১ আগস্ট)সোমবার সকাল ১১:০০টায় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলার, সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় সাংবাদিকরা তুহিন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

    ‎তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

    ‎সমাবেশে বক্তব্য রাখেন আবদুল মালেক,কালীগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি , আসাদুজ্জামান সাজু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামঙ লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক, রমজান আলী,রিপোর্টস ক্লাব কালীগঞ্জ লালমনিরহাট, আরো উপস্থিত ছিলেন মশিউর রহমান তরু, সভাপতি রিপোর্টাস

     ক্লাব কালীগঞ্জ লালমনিরহাট, হাসমত উল্লাহ, 

    সাধারণ সম্পাদক রিপোর্টাস ক্লাব কালীগঞ্জ লালমনিরহাট। কালীগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,কালীগঞ্জ রিপোর্টাস ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব, সহ আরও অনেকে।

    ‎বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে হত্যা করা শুধু নৃশংস নয়, এটি গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

    হাসমত উল্লাহ ।

  • চট্টগ্রামে অ-স্ত্র উ-দ্ধার, মা-দক দ-মন ও কিশোর গ্য-াং ধ্বং-সে অ-ভিযানের সিদ্ধান্ত

    চট্টগ্রামে অ-স্ত্র উ-দ্ধার, মা-দক দ-মন ও কিশোর গ্য-াং ধ্বং-সে অ-ভিযানের সিদ্ধান্ত

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আজ রোববার (১০ আগস্ট) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা ও মহানগর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সভায় অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে বিভিন্ন থানায় লুণ্ঠিত অস্ত্র পুনরুদ্ধার, পূর্বে ইস্যুকৃত অস্ত্রের বৈধতা যাচাই, অযোগ্য ব্যক্তির লাইসেন্স বাতিল এবং সব ধরনের অস্ত্রের ওপর গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

    গ্রাম আদালতের চেয়ারম্যানদের অনুপস্থিতিতে মামলা নিষ্পত্তি ব্যাহত হওয়ায় ইউনিয়ন পরিষদকে আরও সক্রিয় করে জনসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও রেলপথে মাদক চোরাচালান রোধে টাস্কফোর্স অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

    কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, অনিবন্ধিত সিএনজি শনাক্তকরণ ও ব্যবস্থা গ্রহণ, চিহ্নিত স্থানে শিক্ষা কার্যক্রম বন্ধ করে ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এ মর্মে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

    এছাড়া উচ্ছেদ অভিযান, বালি উত্তোলন বন্ধ, পাহাড় কাটা রোধ, খুন-ডাকাতি-চাঁদাবাজি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, রেল ও সড়কপথে মাদক পাচার প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং জানমাল রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। যানজট নিরসনে ফুটপাত দখল করে দোকান স্থাপন বন্ধেরও নির্দেশনা দেওয়া হয়।

    কৃষি খাতে ব্লক সুপারভাইজারদের দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর জোর দিয়ে সার ও বীজ বিতরণ এবং কৃষি পরামর্শে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়, যাতে কৃষকদের ক্ষতি রোধ করা যায়। রাউজানসহ জেলার সকল ঝুঁকিপূর্ণ এলাকায় রাজনৈতিক অপতৎপরতা নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনেরও সিদ্ধান্ত হয়।

    জন্মাষ্টমী ২০২৫ উদযাপন উপলক্ষে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন এবং অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি জোরদারের সিদ্ধান্ত হয়। পাশাপাশি পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়।

    সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জেলা ও মহানগরের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাংবাদিক তুহিন হ-ত্যার বি-চারের দা-বিতে মুরাদনগরে  বাংলাদেশ সাংবাদিক সমিতির মা-নববন্ধন

    সাংবাদিক তুহিন হ-ত্যার বি-চারের দা-বিতে মুরাদনগরে  বাংলাদেশ সাংবাদিক সমিতির মা-নববন্ধন

    মোঃতরিকুল ইসলাম তরুন, 

    গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে প্রকাশ্য কু’পিয়ে হত্যার বিচারের দাবিতে

    মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা,

    রবিবার (১০ আগস্ট )  কুমিল্লা -সিলেট আঞ্চলিক  মহাসড়কের কোম্পানীগঞ্জে 

    এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    সাংবাদিক সমিতির সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় ও সাংবাদিক সমিতির  সহ-সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন এ মুরাদ। তিনি বলেন,  ” গাজীপুরে প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিন হত্যাই  প্রমাণ করে এখনো আমরা স্বাধীন হতে পারেনি। পতিত হাসিনা সরকার যেমন গণমাধ্যমের বাকস্বাধীনতা  কেড়ে নিয়ে সাংবাদিক  খুন ঘুমে জড়িত ছিলো। বর্তমান পরিস্থিতিও তেমন।

    গাজীপুরে সাংবাদিক তুহিন শুধু  পেশাগত দায়িত্ব পালন করছিলেন। আর এতে ক্ষুব্ধ হয়ে

    তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।  এটি খুবই নিন্দনীয়। এ হত্যা  আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অশনি সংকেত। সারাদেশে সাংবাদিকের ওপর  হত্যা  ও নির্যাতন বেড়ে গেছে।  এগুলো করে   গণমাধ্যমকে  দাবিয়ে  রাখা যাবেনা।  তিনি অরো বলেন,  সাগর রুণির মতো অন্তহীন তদন্ত চাইনা আমরা। তুহিন হত্যার বিচারকে  তদন্তের গেঁড়াকলে দীর্ঘ সময়  না করে  দ্রুত সময়ে আটককৃত  আসামীদের দৃষ্টান্তমূলক  শাস্তির  ব্যাবস্থা করতে হবে ”। 

    মানববন্ধনে  আরো  বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সাধারণ সম্পাদক ও

    দৈনিক যুগান্তর প্রতিনিধি জালাল আহমেদ,বক্তব্যতে 

    জালাল আহমেদ বলেন, সারাদেশে সাংবাদিক সুরক্ষা আইন করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আসাদুজ্জামান তুহিন ছিলো আমাদের সহকর্মী। তুহিন হত্যায় যারা

    জড়িত তাঁদের দৃষ্টান্ত মূলক  বিচার না হলে আমরা বড়ধরনের আন্দোলন করতে বাধ্য হবো।

    এতে আরো বক্তব্য রাখেন,  সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম,  যুগ্ব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সহ সভাপতি আবুল বাশার, সহ সভাপতি আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক মো. ইউনুছ মিয়া, মিজানুর রহমান ও সুজন মুন্সি প্রমুখ। 

    এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন   সংগঠনের সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

  • ৮০ নং শাহাপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষকের অ-পসারনের দা-বিতে মা-নববন্ধন

    ৮০ নং শাহাপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষকের অ-পসারনের দা-বিতে মা-নববন্ধন

    শেখ তৈয়ব আলী, খুলনা।

    ৮০ নং শাহাপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকের অপসারনের দাবিকে ১০ আগষ্ট রবিবার সকাল ১১ টায় শাহাপুর এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ মানববন্ধন করেন পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে।
    পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ান একজন বিতর্কিত শিক্ষক। তার বিরুদ্ধে এলাকাবাসীর বিস্তর অভিযোগ, শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও দলাদলি সৃষ্টির কারণে শিক্ষার মান নিম্নগামী হচ্ছে। গাইড ও লেখচার কোম্পানীর নিকট থেকে অর্থ নেওয়া ও তাদের প্রকাশিত বই স্কুলের শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা সরকারি বিদ্যালয়ের বরাদ্দকৃত সরকারি বই পুস্তক বিক্রি করা নিয়ম না মেনে ক্লাশে গড় হাজির থাকা কোমলমতি শিশুদের বাঁশের কঞ্চি দিয়ে প্রহার করে তাদের রক্তাক্ত করা শিশুদের মধ্যে ভয় ভীতিকর পরিস্থিতি তৈরী করা এসকল বিষয়ে তাকে একাধিকবার এলাকাবাসী ও অভিভাবকদের তরফ থেকে সতর্ক করা হলেও সে কারো কথায় কর্ণপাত না করে তিমি নিজের ইচ্ছামত স্কুল পরিচালনা করছেন। শিক্ষার্থীদের অভিভাবকগন প্রধান শিক্ষকের নিকট কিছু জানতে চাইলে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেখানো হয়। অবশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়া খুলনা এর নিকট প্রধান শিক্ষকের দুর্নীতি ও অপসারণের দাবিতে লিখিত বক্তব্য প্রদান ও মানববন্ধন করেন। অভিভাবক সহ এলাকাবাসীর জোর দাবি অনতিবিলম্বে এই লীলাবতী দেওয়ান প্রধান শিক্ষক এর অপসারণ চায়।