Author: desk

  • উন্নয়ন কার্যক্রমে জনগণের আ-স্থা ফিরি-য়ে আনতে সময়মতো কাজ শেষ করা জরুরি-ডিসি মুফিদুল আলম

    উন্নয়ন কার্যক্রমে জনগণের আ-স্থা ফিরি-য়ে আনতে সময়মতো কাজ শেষ করা জরুরি-ডিসি মুফিদুল আলম

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    উন্নয়ন কর্মকাণ্ডের চ্যালেঞ্জগুলোর জেলা প্রশাসন ও সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে দ্রুত সম্পাদন করতে হবে বলে পরামর্শ দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুফিদুল আলম। তিনি বলেন, উন্নয়ন কাজের গতি আরও বাড়াতে হবে। দীর্ঘসূত্রিতা যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ থাকতে হবে। উন্নয়ন কার্যক্রমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে সময়মতো কাজ শেষ করা জরুরি।

    রবিবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্য পরিকল্পনা নিয়ে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে বিভিন্ন দপ্তর প্রধানদের প্রতি এমন নির্দেশনা দেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

    তিনি আরো বলেন, সবশেষে আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা দূর্গাপুজাটাকে একেবারে সাম্প্রদায়িক সম্প্রিতি এবং নিরিবিচ্ছিন্নভাবে এবং শান্তিপূর্ণবাবে আমরা উজ্জাপন করতে পারি, সে বিষয়ে আমাদের কর্মচারীদের যার যার অবস্থান থেকে সহযোগীতা চেয়েছি। তাদেরকে সর্বোচ্ছ সতর্কতার সাথে পুজাটাকে নির্বিগ্নে পালনের জন্য আমরা নির্দেশনা দিয়েছি।

    সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত থেকে তাঁদের নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন।

    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় নিয়ম বহির্ভূত হাইরাইজ বিল্ডিংগুলো চিহ্নিত করা হয়েছে এবং এসবের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি বলেন, সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো ইতোমধ্যে চিহ্নিত করে সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ সড়ক বিভাগের অধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ধোবাউড়া উপজেলার ঝুঁকিপূর্ণ গোয়াতলা স্টিল ব্রিজের সংস্কার কাজ উপজেলা রাজস্ব তহবিল থেকে চালু রয়েছে। ইতোমধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাজীপুর থেকে স্টিলের ডেক স্লাব সংগ্রহ করে মেরামতের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

    সভায় জেলা প্রশাসক মুফিদুল আলম আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে হলে সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    সভায় সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক,
    পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সকল উপজেলার নির্বাহী অফিসার ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সভায় জেলার চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় ডিসি মুফিদুল আলম সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।

  • ধ-র্ষণে অ-ন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী, অ-ভিযুক্ত গ্রে-প্তার

    ধ-র্ষণে অ-ন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী, অ-ভিযুক্ত গ্রে-প্তার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    তেঁতুলিয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী, অভিযুক্ত গ্রেপ্তার

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

    রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

    এর আগে গতকাল শনিবার রাতে ওই ভুক্তভোগী মাদরাসার ছাত্রীর নানি বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করার পর রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছোট থেকেই নানির বাড়িতে বসবাস করে। গত ১৭ জানুয়ারি সকালে ওই মাদরাসার ছাত্রী তার নানির বাড়ির পাশে অভিযুক্ত জামাল উদ্দিনের বাড়িতে ফ্রিজ থেকে মাংস আনতে গেলে জামাল উদ্দিন বাড়িতে লোকজন না থাকায় তাকে কুপ্রস্তাব দেন। এতে ভুক্তভোগী অস্বীকৃতি জানালে জামাল ক্ষিপ্ত হয়ে তাকে জোর করে একাধিকবার ধর্ষণ করেন। এর পর ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই মাদরাসাছাত্রী অন্তঃস্বত্বা হয়ে পড়ে।

    মামলায় আরও উল্লেখ করা হয়, আসামি জামাল উদ্দিন ঘটনার দায় স্বীকার করলেও পরে তিনি তার স্ত্রী ও ভাইসহ আসামিদের সহযোগিতায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। গত ১৪ জুন সকালে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আসামিরা। পরে তাকে উদ্ধার করে তার পরিবার।

    এজাহারে জামাল উদ্দিন ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে জামাল উদ্দিনের ভাই ও স্ত্রী রয়েছেন।

    এদিকে মামলার বাদী ও ওই ছাত্রীর নানি জানান, ভুক্তভোগী আমার ননদের নাতনি। ছোটবেলা থেকে আমার ননদের কাছে বড় হয়েছে। কয়েক মাস আগে তার নানি মারা গেলে নাতনির দায়িত্ব আমি ও আমার পরিবার নিই। অভিযুক্ত জামাল প্রথম দিকে ঘটনার সত্যতা স্বীকার করলেও পরবর্তীতে তালবাহানা করে। তাই বিচার না পেয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।

  • বাংলাবান্ধা স্থল বন্দরের আ-মদানি র-প্তানিতে তথ্য দিতে গড়ি মসি 

    বাংলাবান্ধা স্থল বন্দরের আ-মদানি র-প্তানিতে তথ্য দিতে গড়ি মসি 

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:

    বাংলাবান্ধাস্থল বন্দরটিতে দীর্ঘ দীর্ঘ চার মাস পর ভারতীয় পাথর আমদানি শুরু হয়েছে। পাশাপশি কূটনৈতিক সম্পর্কের কারণে ভারতীয় ভূমি ব্যবহার করতে না দেওয়ায় ভূট্রান থেকে পাথর আমদানি বন্ধ ছিল প্রায় ছয় মাস।

    নেপালের সাথে রপ্তানির ক্ষেত্র অনেকটা ঠিকঠাক থাকলে ও ভারত এবং  নেপালের সাথে বাণিজ্য ঘাটতির প্রভাব পড়ে বন্ধটির অভ্যন্তরে। কয়েকজন শ্রমিক জানান, বন্দরটিতে তারা আগে প্রতিদিন আয় করতো  এক হাজার টাকার উপড়ে। তবে এখন তারা আয় করছেন তিনশত থেকে পাচঁশত টাকার মতো এই টাকা দিয়ে সংসার চলেনা ।এছাড়া ছেলে মেয় লোখাপড়া করে তাদের টাকা দিতে পারিনা। একজন শ্রমিক আপেক্ষ করে জানান, বলা যাবেনা এসব প্রচার হয়না। তাকে অনেক অনুরোধ করেও এ প্রতিনিধি ক্যামেরার সামনে তার বক্তব্য নিতে পারেনি।একজন  আমদানি ও রপ্তানিকারক জানান এখন আমদানি রপ্তানি শুরু হয়েছে আশা করি সমস্যা কেটে যাবে।

    দেশের সর্ব উত্তরের চুতর্থদেশীয় স্থলবন্দর বাংলাবন্ধায় নির্ধারিত লক্ষ্যমাত্রা নিয়ে চলছে নানা টালবাহানা। নানা অজুহাতে মিডিয়ার সাংবাদিকদের কাছে বন্দরটির সার্বিক কার্যক্রমের বস্তুনিষ্ঠ তথ্য দিতে অপরাগতা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

    গত ২০২৪-২০২৫ অর্থ বছরের লক্ষ্যমাত্রা ও অর্জিত রাজস্ব আদায়ের তথ্য পাওয়া গেলে  ও চলতি অর্থ বছর ২০২৫-২০২৬ অর্থ বছরের পূর্নাঙ্গ তথ্য পাওয়া যায়নি।কাস্টমস কর্মকর্তারা মিডিয়ার সাংবাদিকদের নিকট নানা রকম তথ্য গোপন করায় দেশের বৃহৎ বাংলাবান্ধাস্থল বন্দর নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ফলে জনসাধারনের কাছে বন্দরটির বিষয়ে নানা উদ্বেগ তৈরি করেছে।

    বাংলাবান্ধাস্থলবন্দরের সহকারী কমিশনার [এসি) আব্দুল্লাহ আল মামুন এর সাথে সরাসরি কথা বললে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অপরাগতা জানান। তবে এসময় তিনি বলেন দাঁড়ান আমি আমার কর্মকর্তাকে ডেকে দিচ্ছি তিনি আপনাকে  দিবেন। এরপর ডেকে আনা রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম তার রুমে নিয়ে গিয়ে বলেন এসি স্যার বক্তব্য দিলোনা ‘ আমি তা কিভাবে দেই। 

    এরপর অর্থ বছরের লক্ষ্যমাত্রা চাইলে তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামানকে ডেকে এনে তাকে শুধু মাত্র মৌখিক ভাবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেওয়ার নির্দেশনা দেন।এরপর তার কাছে  গত অর্থ বছর ২০২৪-২০২৫ অর্থ বছরের পূর্নাঙ্গ তথ্য পাওয়া গেলেও চলতি অর্থ বছরের পূর্নাঙ্গ তথ্য পাওয়া যায়নি। জানা যায় গত অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিল ১১৯ কোটি ৭৩ লাখ টাকা। সে বছরে আদায় হয়েছে ১৬৬ কোটি টাকা। 

    সহকারী রাজস্ব কর্মকর্তা জানান চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা পাওয়া যায়নি। তবে রাজস্ব আদায়ের পরিমাণ আগস্ট ২০২৫ পর্যন্ত দাঁিড়য়েছে ৫৪ কোটি ৭৮ লাখ টাকা।এদিকে বন্দরটিতে অবকাঠামো উন্নয়নে তেমন কোন কার্যকরি উদ্যোগ নেই। একশ্রেণির ব্যবসায়ি আর কর্মকতাদের নানা কারসাজির কারণে পিছিয়ে আছে বন্দরটি।

    সূত্র জানায়, ভারত শুধুমাত্র পাথর দিচেছ বাংলাদেশকে। তবে মাঝে মাঝে আদা সহ দুই/একটি পণ্য আসতো বাংলাদেশে তাও ঠিকমত আসেনা বললেই চলে। তবে নেপালে রপ্তানি ঠিকঠাক রয়েছে । নেপালে রপ্তানি হচ্ছে প্রাণের জুস, আলু, বিস্কিট , কাপড়ের ঝুঠ [কটন) সয়াবিন মিল [ভ’ষি) সহ বেশ কয়েকটি আইটেম। আগে নেপাল থেকে মসুর ডাল আমদানি হতো। সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান জানান গত ছয় মাসে একটি মাত্র মসুর ডালের চালন এসেছে। গত মে ২০২৫ সালের ৪ তারিখে ভারত পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছিল। এছাড়া ভারত তাদের ভূমি ব্যবহার বন্ধ করে দেওয়ায় নেপাল বাংলাদেশে প্রায় ছয় মাস পাথর পাথর দিতে পারেনি।

    বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার এন্ড ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন বাংলাবান্ধাস্থলবন্দরে আমাদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। কিছুদিন আগে ভারতীয় পাথর  আমদানি বন্ধ ছিল। তবে সেপ্টেম্বরের ২ তারিখে আবার ভারতীয় পাথর আমদানি শুরু হয়েছে। এখন ভারত ও ভূটান থেকে স্বাভাবিক ভাবে  আমদানি হচ্ছে।  সাধারনত রপ্তানির মধ্যে ভারত নেপালে  পণ্য রপ্তানি হয়ে থাকে। কিছুদিন পূর্বে নেপালের উদ্ভুদ্ধ পরিস্থিতির কারণে কয়েকদিন নেপালে কয়েকদিন নেপালে রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। থেকে তা আবার শুরু হয়েছে। এখন আমদানি এবং রপ্তানি উভয় কার্যক্রম বেশ ভালো ভাবেই চলছে। ২০২৩-২০২৪ অর্থ বছরের তুলনায় ২০২৪-২০২৫ অর্থ বছরে আমদানি কিছুটা কমলেও আশার কথা হচ্ছে এবছর রপ্তানি বেশ কিছুটা বেড়েছে। যদি আমদানী রপ্তানি এভাবেই চলতে থাকে তবে আশা করছি বন্দরের কার্যক্রম আবার স্বাভাবিক হবে ও প্রানচাঞ্চল্য ফিরে আসবে এবং শ্রমিকরা উপকৃত হবে। সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

    এদিকে বন্দরের ইমিগ্রেশন সুবিধা মুখ থুবরে পড়েছে। আগে যেখানে প্রতিদিন ভারতে পাঁচশোর উপড়ে মানুষ যাতায়াত করতো। এখন তা নেই ‘ইমিগ্রেশন ওসি কেফায়েতুল ওয়ারেজ বলেন এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলা নিষেধ করা হয়েছে। তবে তিনি বলেন শুধুমাত্র চিকিৎসা ও স্টুডেন্ট ভিসাধারীরা ভারতে যেতে পারছে। তবে ৫০ /৬০ জনের উপড়ে যায়না।

  • মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ প্রতি-যোগীতা অ-নুষ্ঠিত

    মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ প্রতি-যোগীতা অ-নুষ্ঠিত

    আরিফুর রহমান, মাদারীপুর:-
    মাদারীপুর সদর উপজেলার ধুরাইল আড়িয়াল খাঁ নদীর চরবাজিতপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শক ভীড় করেন নদী পাড়ে। তাদের মুর্হুমূহ করতালিতে মুখরিত হয়ে উঠে নদী পাড় এলাকা।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা তিনটা থেকে আড়িয়াল খাঁ নদীর হবিগঞ্জ ব্রীজ থেকে চরবাজিতপুর শাহজালালের হাট পর্যন্ত বিকাল সারে ৫টা পর্যন্ত বিভিন্ন ধাপে কুইজের মধ্যে দিয়ে চলতে থাকে নৌকা বাইচ প্রতিযোগীতা।

    বাইচে অশং নেয়া প্রতিটি নৌকার আকর্ষণীয় নাম, রঙ আর মাঝি-মাল্লার দৃষ্টি নন্দন পোশাক ছিল আলাদা। চেনা সুরের গানের তালে মাঝি-মাল্লার চলে বৈঠার স্পন্দন।

    মিনি সুইজারল্যান্ড রেষ্টুরেন্ট এন্ড পার্ক এর সৌজন্যে ও মো. জাহিদ খানের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে নৌকা অংশ নেয়। বাইচে উপস্থিত থেকে ধুরাইল ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোহসিন খান তার বক্তব্যে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তবে পৃষ্টপোষকতা পেলে আরও বড় পরিসরে এই নৌকা বাইচের আয়োজন আগামীতে করতে চান।

    সর্বমোট ৮টি বাচারী নৌকা অংশগ্রহনকারী নৌকার মধ্যে ৪টি নৌকাকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার পেয়েছেন ,ঘোড়া, স্বপন বয়রা, (৬নং নৌকা) ২য় পুরস্কার পেয়েছেন ৪৩” টিভি বাদশা মাতুব্বর (১নং নৌকা)
    তৃতীয় পুরস্কার পেয়েছেন ২জন, ১টি করে ১০সিএফটি ফ্রীজ, রব মাতুব্বর (৪নং নৌকা)/ রিয়াদুল খান (৭নং নৌকা) পরবর্তী ৪জনকে সান্তনা পুরস্কার হিসেবে ৩জনকে ৩২” একটি করে টিভি এবং একজনকে সেলাই মেশিন প্রদান করা হয়।
    মাদারীপুর আইনশৃঙ্খলা বাহিনী এবং স্হানীয় গন্যমান্যদের সহযোগিতায় নৌকাবাইচ পরিচালনা করেন,ধুরাইল ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার মো.বাদশা মাতুব্বর।
    সার্বিক সহযোগিতা করেন, ধুরাইল ইউনিয়নের সমাজ সেবক ওবায়দুর রহমান মাতুব্বর প্রমুখ।

  • কালকিনিতে বিএনপির পরিবারকে মি-থ্যা মা-মলা দিয়ে হয়-রানির অ‌-ভি‌যো‌গে প্র-তিবাদ ও মা-নববন্ধন

    কালকিনিতে বিএনপির পরিবারকে মি-থ্যা মা-মলা দিয়ে হয়-রানির অ‌-ভি‌যো‌গে প্র-তিবাদ ও মা-নববন্ধন

    মোঃমিজানুর রহমান, কালকিনি -ডাসার(মাদারীপুর) প্রতিনিধি /

    মাদারীপুরের কালকিনিতে বিএনপির পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধ করেন ভুক্তভোগী প‌রিবার ও এলাকাবাসী। রবিবার (২১ সেপ্টম্বর) সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়ন বিএনপি এবং ভুক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে কয়ারিয়া ময়দান বাজারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের দোসরা জাতীয়তাবাদী দল বিএনপি’র ব্যানার ফেস্টুন ছিঁড়ে বিএনপি নেতাকর্মীর উপর অতর্কিত হামলা চালিয়ে আবার মিথ্যা মামলা দায়ের করেন। আমরা এই মিথ্যা মামলা ও প্রশাসনের পক্ষপাতিত্বের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সাথে সাথে দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী আহত মোঃ কামাল সরদার-যুবদল নেতা, মোঃ সুজন শিকদার-ছাত্রদল নেতা, মোঃ সবুজ সরদার-যুগ্ম সাধারণ সম্পাদক কয়ারিয়া ইউনিয়ন বিএনপি এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অন‌্যান‌্যরা।

  • মোরেলগঞ্জে ছোট ভাইয়ের হা-মলায় বড় ভাই গুরু-তর আ-হত, হাসপাতালে ভ-র্তি

    মোরেলগঞ্জে ছোট ভাইয়ের হা-মলায় বড় ভাই গুরু-তর আ-হত, হাসপাতালে ভ-র্তি

    বাগেরহাট জেলা প্রতিনিধি:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর সরলিয়া গ্রামে পারিবারিক বিরোধ ও তিন লাখ টাকা চাঁদার দাবিকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন বড় ভাই। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    জানা গেছে, মৃত আলহাজ্ব হাবিবুর রহমানের ছোট ছেলে জহিরুল ইসলাম নান্না, বড় ভাই জাহাংগীর হোসেনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এ দাবিকে কেন্দ্র করে নান্না ও তার সাথে থাকা ৩-৪ জন সহযোগী মিলে জাহাংগীর হোসেন, তার স্ত্রী ও কন্যার ওপর হামলা চালায়। এতে তারা তিনজনই গুরুতর আহত হন।

    ভুক্তভোগী জাহাংগীর হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা তার স্ত্রী ও কন্যার তাদের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়।

    এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

  • দেশের স্বা-র্থে যে কোন মূল্যে জাতীয়তাবাদী পরিবারকে ঐ-ক্যবদ্ধ থাকতে হবে- সেলিমুজ্জামান সেলিম

    দেশের স্বা-র্থে যে কোন মূল্যে জাতীয়তাবাদী পরিবারকে ঐ-ক্যবদ্ধ থাকতে হবে- সেলিমুজ্জামান সেলিম

    কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

    দেশের স্বার্থে যে কোন মূল্যে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে নেত্রী পালিয়ে যায় সে নেত্রী আর রাজনীতিতে ফিরে আসে না। বিনা ভোটের নির্বাচন আর এদেশের মাটিতে হবে না। ‘৭১- এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
    আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ। বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। আগামী নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থীকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করতে হবে।
    বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অপশক্তিকে পরাজিত করব এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি
    শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো।

    শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর পৌর সভার প্রভাকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমাম লিপু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু।

    মুকসুদপুর পৌর বিএনপির ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. টুকু মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামচুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোরাদ মল্লিকের সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্কতব্য রাখেন, সমাজসেবী সোহরাব হোসেন, সাবেক কাউন্সিলর নেয়ামত আলী খান, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম আমির, সমাজসেবী হাজ্বী সুলতান মুন্সী, প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক সাহিদ আহম্মেদ টুটুল মল্লিক, সমাজসেবী মোঃ জামাল মুন্সী, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশিক মুন্সী, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপুসহ অনেকে।

    এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে পীরে কামেল হযরত লেহাজউদ্দীন (রঃ) এর মাজার জিয়ারত করেন।

  • আশুলিয়ায় ই-য়াবা ও গাঁ-জাসহ ৫জন মা-দক কার-বারিকে আ-টক করেছে যৌ-থ বা-হিনী

    আশুলিয়ায় ই-য়াবা ও গাঁ-জাসহ ৫জন মা-দক কার-বারিকে আ-টক করেছে যৌ-থ বা-হিনী

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছেন যৌথ বাহিনী।

    জানা গেছে, শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫ইং) দিবাগত রাতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে ঢাকার আশুলিয়ার ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকা থেকে নারীসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেন।

    গত (২০ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনকভাবে চলাচলরত মোঃ জয় নামের এক ব্যক্তিকে আটক করেন। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ শাহাজুদ্দিন ও তার মা রোমিজা খাতুনের নাম প্রকাশ করে। উল্লেখ্য রোমিজা খাতুন এলাকার একজন অন্যতম ইয়াবা ব্যবসায়ী এবং মহিলা হবার কারণে সে আইন শৃঙ্খলা বাহিনীকে দীর্ঘদিন ধরে সহজেই ধোকা দিয়ে আসছিলো।

    সকল তথ্য প্রাপ্তি স্বাপেক্ষে জামগড়া আর্মি ক্যাম্প থেকে আরেকটি টহল দল পুলিশ ও বিজিবির সমন্বয়ে শাহাজুদ্দি ও রোমিজা খাতুনের ঘোষবাগস্থ বাড়িতে অভিযান চালায়। এসময় শাহাজুদ্দি ও তার মাকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে ঐ দিনই প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রি করার কথা স্বীকার করে। স্থানীয় জনগণও দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ করে আসছিলেন।

    পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিশ্চিন্তপুর এলাকার মাদক ব্যবসায়ী সাব্বিরের নাম উঠে আসে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাব্বিরকে তার বাসার কাছ থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার সহযোগী আলফাজকেও নিশ্চিন্তপুর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

    উদ্ধারকৃত মালামাল: মোট ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা, নগদ টাকা ১৪,১২০/- (ইয়াবা ব্যবসার লেনদেন),১০টি মোবাইল ফোন (মাদক ব্যবসায় ব্যবহৃত)।

    আটককৃত ব্যক্তিরা: ১। মোঃ জয় (৩০), ঘোষবাগ, আশুলিয়া,
    ২। মোঃ শাহাজুদ্দি (৪০), ঘোষবাগ, আশুলিয়া, ৩। রোমিজা খাতুন (৬০), ঘোষবাগ, আশুলিয়া,
    ৪। সাব্বির (১৮), নিশ্চিন্তপুর, আশুলিয়া, ৫। আলফাজ (২০), নিশ্চিন্তপুর, আশুলিয়া,

    আটককৃত মাদক ব্যবসায়ী এবং জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য সামগ্রী আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান নিশ্চিত করেন। যৌথবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

  • কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০০ রোগী কে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষু-ধ প্রদান

    কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০০ রোগী কে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষু-ধ প্রদান

    কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ইস্কুলেরহাট আদর্শ বিদ্যানিকেতনে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য, কুড়িগ্রাম ১ আসনের সাংসদ প্রার্থী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ মোঃ ইউনুস আলীর উদ্যোগে শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

    হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ মোঃ ইউনুস আলী সহ তিনজন চিকিৎসক প্রায় ২০০ জন অসুস্থ রোগী কে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সফি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (সরকার) সহ স্থানীয় নেতৃবৃন্দ।

    ডাক্তার মো. ইউনুস আলী বলেন, আমারা সমাজের জন্য কিছু করতে চাই। ২০১৯সাল থেকে আজ পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। আমার নির্বাচনী এলাকার মানুষের দোয়া ও ভালোবাসা আমার সাথে আছে। আমি নাগেশ্বরী ও ভুরুঙ্গামারিী উপজেলার মানুষদের বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের কথা তুলে ধরছি।

  • রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক শা-ন্তি দিবস পালিত

    রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক শা-ন্তি দিবস পালিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, “এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব পড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর আয়োজনে রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    চারঘাট উপজেলা পিএফজির সমন্নয়কারী সনি আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, পিএফজির বিভাগীয় সমন্নয়কারী শফিকুর রহমান, পদ্মা বড়াল থিয়েটারের সভাপতি এখলাক হোসেন লাভলু, উপজেলা সুজনের সভাপতি কামরুজ্জামান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার কর্মকার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন।

    এ সময় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য, শাহাদাতুজ্জামান রিমন, মৌসুমী দাস, পিন্টু আলী, মকুল, আঁখি, বন্যাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।